[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
ইউনিভার্সের তৈরীর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যা আজ পর্যন্ত কোনো কন্সটেলেশনও বের করতে পারে নি। সাধারণ ব্যক্তিদের মতো তারাও শুধু ধারণা করেই আসছে সব কিছু সম্পর্কে। এখানে পার্থক্য শুধু সাধারণ ব্যক্তিদের থেকে কন্সটেলেশন ধারণা গুলোতে একটু বেশী সত্যতা বহন করে। ধারণা অনুযায়ী সবচেয়ে প্রথমে ইউনিভার্সে কিছুই ছিলো না। সেখানে শুধু অন্ধকারের বাস ছিলো। আর এই অন্ধকারকেই সবাই কেয়স নামে পরিচয় দিয়ে থাকে। কেয়স যে হঠাৎ একদিন রেগে যায় এবং তার এনার্জি দিয়ে বিশাল একটা বিস্ফোরণের তৈরী করে। বিজ্ঞানের ভাষায় এটার নাম দেওয়া হয় "দ্যা বিগ ব্যাং"। তবে কন্সটেলেশন গুলো এটাকে বলে, " দ্যা ক্রিয়েশন অফ অল"।
বিশাল একটা বিস্ফোরণ থেকে সকল কিছুর সূচনা। যদিও প্রথমে একটা ইউনিভার্সের তৈরী হয় এই বিগ ব্যাং থেকে, তবে কেয়সের সর্বপ্রথম জীবিত ক্রিয়েশন যাদেরকে প্রিমোর্ডিয়াল বিয়িং বলা হয়, তাদের ভুলের কারণে একটা ইউনিভার্স হাজার হাজার ইউনিভার্সে পরিণত হয়ে যায়। সময় এবং স্পেস এর অপব্যবহারকেই উক্ত বিষয়ের কারণ বলা যায়। পরিস্থিতি খুব ভয়ানক হচ্ছিলো, ঠিক তখনি দুই প্রিমোর্ডিয়াল বিয়িং কেয়স এর থেকে সাহায্য নিয়ে পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। তারা দুজনে এক্সব্লক নামক একটা বিশাল টাওয়ার তৈরি করে এবং তার মাঝে বেশ কিছু নিয়মকানুন বন্টন করে দেয়। আর এই এক্সব্লকই হচ্ছে সেই ইউনিভার্স যেটা কেয়সের থেকে সর্বপ্রথম তৈরি হয়েছিল। যেহেতু প্রিমোর্ডিয়াল বিয়িং গুলো অনেক পাওয়ারফুল ছিলো এবং তারা চাইলো একটা ইউনিভার্স তৈরী এবং ধ্বংস করার ক্ষমতা রাখতো তাই কেয়স এর পাওয়ারের মাধ্যমে দুই প্রিমোর্ডিয়াল বিয়িং তাদের সকলের মাঝে লিমিটার ঝুলিয়ে দেই। এই লিমিটারের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার ব্যতীত তার থেকে বেশী পাওয়ার কোনো প্রিমোর্ডিয়াল বিয়িং ই ব্যবহার করতে পারবে না। শুধু যে এই লিমিটার প্রিমোর্ডিয়াল বিয়িং এর উপরে কাজ করবে এমন নয়। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে মনস্টারদের উপরেও কাজ করবে। তাই সবারই একটা নির্দিষ্ট লিমিট রয়েছে যেটা পার করা অসম্ভব। আর এজন্যই হাজারো লক্ষ লক্ষ বছর পার হয়েছে, আর এখনো সেই দুই ব্যক্তি সব নিয়ম কানুন ঠিক রেখে যাচ্ছে যারা সব নিয়ম কানুন তৈরী করেছিলো।
"সান কন্সটেলেশন, যে নিজেকে সর্বশক্তিশালী মনে করে আজ সে আমার সামনে এসেছিলো। হয়তো কিছু ব্যক্তির কাছে এটা শুধু স্বপ্নই মনে হবে।" (জ্যাক ভাবছে)
৭১ তম ফ্লোরের মধ্যে সাত নং ওয়ার্কারের সাথে জ্যাকের ফাইট শেষ হয়েছে অনেক ক্ষণ হয়েছে। জ্যাক ফাইট শেষ করে আর পরবর্তী ফ্লোরে প্রবেশ করে নি। বরং সে ফ্লোরের মধ্যেই নিজের সময় অতিবাহিত করছিলো। প্রথমত জ্যাক চেয়েছিলো পরবর্তী ফ্লোরে যেতে। তবে সান কন্সটেলেশন যখন তার সামনে আসে তারপর তার মুডই চেঞ্জ হয়ে গিয়েছে। সে বসে বসে ভাবছিলো।
-> আমি এ পাওয়ার গুলো ব্যবহার করতে চাই নি তবে আমার মনে হচ্ছে এখন এটা ব্যবহার করা ছাড়া আমার মন শান্ত হবে না। (জ্যাক)
সান কন্সটেলেশনের হঠাৎ আগমন জ্যাককে অনেক চিন্তায় ফেলে দিয়েছে। কারণ এর পূর্বে কখনো কোনো অ্যাভেটারের সাহায্য নিয়েও সান কন্সটেলেশন জ্যাকের সামনে আসে নি। অবশ্য এখানে মাংকি কিং এর কথা বোঝানো হচ্ছে, পোসেইডনের না। যাইহোক সান কন্সটেলেশন যদিও জ্যাকের সাথে কিছু করতে আসে নি এবং ভবিষ্যতেও নাকি করবে না। তারপরও জ্যাকের মনের মধ্যকার আনইজি বোধটা কমছে না। আপাতোতো সময়ে এখানে এরিয়েল নেই, তাই জ্যাক চাইলেও ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানতে পারবে না। তাই তাকে তার মাঝে লুকায়িত থাকা পাওয়ারই ব্যবহার করতে হবে। যা জ্যাক চাচ্ছিলো না ব্যবহার করতে।
-->> এসব প্রিমোর্ডিয়াল পাওয়ার সাধারণ কারো কাছে থাকার কোনো প্রশ্নই আসে না। যতদূর আমার মনে হয় ডিম্যান কিং করেছে এসব। কিভাবে করেছে সেটা আমি জানি না। তারপরও যেহেতু করেছে, তাই আমার মনে হয় না এগুলো আর লুকিয়ে রেখে কোনো লাভ হবে। (জ্যাক)
জ্যাকের কাছে কিছু প্রিমোর্ডিয়াল বিয়িং এর পাওয়ার ছিলো। যা জ্যাক এতোদিন ব্যবহার করে নি তেমন। বিশেষ করে পোসেইডন এর হৃদয় টিটান নামক যে ইনকার্নেট ছিলো, তার কাছেই এই পাওয়ার গুলো ছিলো। কিভাবে এসেছে তার কোনো জ্ঞানই তার নেই, তবে এখন এগুলো ব্যবহার করতে হবে এটুকুই জানে শুধু সে।
"ডার্কনেস"
জ্যাক তার ফ্লায়িং নিম্বাসের উপরে বসে ছিলো। যেখানে বসা অবস্থাতেই সে একটা স্পেশাল পাওয়ার ব্যবহার করলো। এটা ছিলো ডার্কনেস এর পাওয়ার যেটার সোর্চ ছিলো প্রিমোর্ডিয়াল বিয়িং এরেবাস। হঠাৎ জ্যাকের চারদিকের সব কিছু অন্ধকারে পরিণত হয়ে গেলো। নিচের যে সকল গাছ পালা ছিলো সব কিছু আর দেখা যাচ্ছিলো না। উপরের সূর্যের আলোও আর দেখা যাচ্ছিলো না। জ্যাক ফ্লায়িং নিম্বাসের উপরে বসে ছিলো সেটাও এখন আর সে দেখতে পারছিলো না। যতদূর জ্যাকের মনে হয় সে একটা ফ্যান্টাসি বা কল্পনার জগতে চলে এসেছে যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিলো না। ঠিক সেই অন্ধকারের মধ্য থেকে জ্যাক একটা শব্দ শুনতে পেলো।
[আমার এই ডার্ক ওয়ার্ল্ডে বিনা অনুমতিতে কে প্রবেশ করলো?]
একটা ভয়ঙ্কর আওয়াজ জ্যাকের কানের মধ্যে বাসা বাধলো। শুধু যে সেটা ভয়ঙ্কর আওয়াজ ছিলো এমন নয়, জ্যাক যখন আওয়াজটা শুনতে পারলো তখন তার পুরো শরীরই কেঁপে উঠছিলো। একটা প্রমোর্ডিয়াল বিয়িং তার সামনে দাঁড়িয়ে ছিলো যাকে কোনো ভাবেই জ্যাক দেখতে পারছিলো না। তবে কালো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জ্যাক অনুভব করছিলো যে তার সামনে কোনো এক অস্তিত্ব অবমান ছিলো। হ্যাঁ, জ্যাক দাঁড়িয়ে ছিলো কন্সটেলেশন অফ ডার্কনেসের সামনে। কেয়সের পরে অন্ধকারের লর্ড তাকেই বলা হয়।
ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও একটা বিশাল মুখের আকৃতি তৈরী হয়েছে। যা জ্যাক দেখতে না পারলেও অনুভব করছিলো। সে এমন একটা জায়গার মধ্যে বন্ধী হয়েছে যেখানে তার কোনো সেন্সই কাজ করছে না। একটা ব্যক্তির মোট পাঁচটা সেন্স থাকে। যেগুলো হলোঃ শব্দ শোনা, চোখে দেখা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া এবং স্পর্শ অনুভব করা। এই পাঁচ সেন্সের সব গুলোই আটকে রয়েছে জ্যাকের। তাই সে এই পরিস্থিতিতে কি হবে সেটা বুঝতে পারছিলো না। তবে তাকে আরো কিছু বুঝতে হলে নিজের মধ্যে লুকিয়ে থাকা সকল রহস্য গুলো জানতে হবে। যেহেতু জ্যাকের সকল সেন্স বন্ধ হয়ে আছে তাই তার মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিলো না। তবে সে বুঝতে পারলো সে এখন যে জায়গার মধ্যে রয়েছে সেখানে তাকে মুখ দিয়ে কথা বলতে হবে না। মনের ভাব মনের মধ্য দিয়েই এখানে শেয়ার করা যাবে। মানে ট্যালিপ্যাথি।
"আমি দুঃখিত, ডার্ক লর্ড এরেবাস। আমি কিছুটা কৌতূহল হয়ে আপনার এই ওয়ার্ল্ডে প্রবেশ করেছি। আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিলো না।" (জ্যাক)
জ্যাক টেলিপ্যাথির সাহায্যে কথা বলতে শুরু করলো কন্সটেলেশন অফ ডার্কনেসের সাথে। যদিও তার কাছে ট্যালিপ্যাথির এবিলিটি রয়েছে তারপরও তাকে সেটা ব্যবহার করতে হয় নি।
[আমি কি জানি না তুমি এখানে কেনো এসেছো? আমাকে কি একটা বলদ মনে করছো তুমি? স্টোন মাংকি বা পোসেইডন যেটাই বলি না কেনো, তোমার উদ্দেশ্য মোটেও আমার পাওয়ার ব্যবহারের যোগ্য না। তাই দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে যাও।]
যদিও জ্যাক এসেছিলো কিছু বিষয় জানতে তবে তার মনে শুধু কিছু বিষয় জানার উদ্দেশ্যটাই ছিলো না। যেহেতু তার মাঝে ডার্কনেসের কিছুটা অংশ ছিলো এবং শুধুমাত্র সামান্য কিছু পাওয়ারই সে ব্যবহার করতে পারে তাই তার মাঝে আরো পাওয়ারের লোভ দেখা দিয়েছে। যেটা খুব সাধারণ একটা বিষয় ছিলো। কারণ জ্যাক এখন রয়েছে টাওয়ার অফ গ্রিডের মধ্যে। যে টাওয়ারের মধ্যে সকল ব্যক্তির মধ্যেই কিছু না কিছুর প্রতি লোভ তৈরী হবে। কারো টাকার, কিংবা কারো পাওয়ারের, আবার কারো ম্যাজিকাল আইটেমের। আর জ্যাকের মধ্যে পাওয়ারের লোভ তৈরী হয়েছে। যার কারণে লর্ড অফ ডার্কনেস, এরেবাস জ্যাককে এই জায়গা থেকে চলে যেতে বলছে।
"আমি আপনার উপদেশটা বুঝতে পেরেছি। কিন্তু লর্ড অফ ডার্কনেস এরেবাস, যদিও আমার মনের মধ্যে কোনো একটা জায়গায় আপনার পাওয়ারটাকে নিজের করার উদ্দেশ্য রয়েছে। তারপরও সেটা আমার মূল উদ্দেশ্য না। আর হলেও আমি কখনো সেটা আমার ক্ষমতা দিয়ে পারবো না। আমি শুধু এখানে এসেছে কিছু প্রশ্নের উত্তর পাবার জন্য।" (জ্যাক)
জ্যাককে পুরো কথা বলতে হলো না। জ্যাক কি ভাবছিলো মনে মনে সেটা অন্ধকারের বিয়িংটা খুব ভালো করেই জানে। সে বলতে শুরু করলো জ্যাককে,
[সেই ব্যক্তিটার সাথে আমার ডিল না হলে আমি এরকম কিছু করার কথা কখনোই চিন্তা করতাম না। কিন্তু যেহেতু সে আমাকে মুক্ত করেছে আমার প্রিজন থেকে তাই আমি এটুকু তো করতে পারি তার জন্য।]
দুই হাত একসাথে রেখে ঠাপ্পর মারলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম একটা শব্দ হলো, যা শোনার পর জ্যাকের মনে হচ্ছিলো সে ঘূর্নিপাকের মধ্যে পরে গিয়েছে। তার পুরো শরীর ঘুরপাক খাচ্ছিলো এবং বিশাল এক গিরিখাতের মধ্যে পরে যাচ্ছিলো। এতো কিছু হচ্ছিলো তারপরও জ্যাক শুধু নিজের চোখটা বন্ধ ছাড়া আর কিছুই করতে পারলো না।
[আমার ডার্কনেস তোমাকে নিয়ে যাবে, যেটা তোমার জানার প্রয়োজন হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লাইটকে খুঁজে পাবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই ডোমেইন থেকে বের হতে পারবে না।]
জ্যাক এতোক্ষন কন্সটেলেশন অফ ডার্কনেস, এরেবাসের ডোমেইনের মধ্যে ছিলো। এরেবাস তার ডার্কনেসের পাওয়ার দিয়ে একটা অন্ধকারের ডোমেইন তৈরী করেছে, যেখানে জ্যাক প্রবেশ করেছিলো কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য। এমন কিছু প্রশ্নের উত্তর যা শুধু প্রিমোর্ডিয়াল বিয়িং রাই উত্তর দিতে পারবে। জ্যাক তার চোখ দুটো খোলার পর নিজেকে এমন একটা জায়গায় পেয়েছে যা সে পূর্বে কখনো দেখেনি। জায়গাটা তার কাছে অনেকটা অলিম্পাসের সংসদের মতো মনে হচ্ছিলো। তারপরও সেটা অলিম্পাসের কোনো সংসদ ছিলো না। মোট পাঁচটা বিশাল পিলার ছিলো, যার পাঁচটার উপরে পাঁচজন ব্যক্তি বসে ছিলো। জ্যাক তাদের কারোরই চেহারা দেখতে পারলো না। তবে একটা জিনিস সে বুঝতে পারলো যে তারা মোটেও সাধারণ কোনো অস্তিত্ব ছিলো না।
"গড?" (জ্যাক)
জ্যাকের মনের মধ্যে শুধু একটা কথায় ভেসে আসলো। তারা হয়তো গড হবে। তবে তার ধারণা মোটেও সত্য নয়। পাঁচটা পিলারের মধ্যে অবস্থান কৃত পাঁচ ব্যক্তির ভিন্ন ভিন্ন রঙ ছিলো। জ্যাক শুধু উজ্জ্বল রংই দেখতে পারলো। সেখানে থাকা সকলেই জ্যাকের মনের কথা শুনতে পারলো এবং কালো রঙের ব্যক্তিটা কথা বলতে শুরু করলো।
[আমরা সৃষ্টিকর্তার তৈরী অসীম কিছু পাওয়ারের ব্যক্তি, তাই আমাদের গড বলাটা বেমানান। যাইহোক সেই কথাটা আসল না। আসল কথাটা হলো তুমি নিশ্চয় সিল ওয়ার্ল্ড থেকে এসেছো। আর যেহেতু তুমি এখানে এসেছো তাই তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে। তবে আমি যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারবো। তাই কি তোমার প্রশ্নটা সেটা পেস করো আমাদের সামনে।]
জ্যাকের মাথায় কিছুই ঢুকলো না। সিল ওয়ার্ল্ড এবং তার সামনে যে পাঁচ ব্যক্তি দাঁড়িয়ে আছে তাদের পরিচয় নিয়ে ভাবতে ভাবতেই জ্যাকের সময় চলে গেলো। সে অনেক কিছু জানতে চেয়েছিলো কিন্তু এরকম একটা পরিস্থিতিতে এসে জানবে এটা সে বুঝতে পারছিলো না।
"আমাকে শান্ত মাথায় ভাবতে হবে। সব কিছু দ্রুত হচ্ছে, তাই যদিও তাল মিলাতে আমার সমস্যা হচ্ছে। কিন্তু আমি এই একটা সুযোগ হারাতে চাই না। এই পাঁচজন ব্যক্তি হয়তো আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু আমি মাত্র একটা উত্তর পাবো। তাই তাদের পরিচয় জানার মতো প্রশ্ন আমি করতে পারবো না। আবার সিল ওয়ার্ল্ড টা কি এটা জেনেও আমার লাভ হবে না।" (জ্যাক ভাবছে)
জ্যাক অনেক গভীর চিন্তায় পরে গেলো। কি প্রশ্ন সে করবে সেটায় বুঝতে পারছিলো না। ঠিক তখনি জ্যাকের মনে একটা গভীর প্রশ্ন চলে আসলো। যার উত্তর সে অনেক প্রথম থেকেই ভেবে আসছে। কিন্তু শত চেষ্টা করলেও এখনো সাধারণ একটা ধারণা সে করতে পারে নি।
-->> আমি জানি না আপনারা কারা। কিন্তু যেহেতু আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাই আমাকে বলুন, ডিম্যান কিং এর মাস্টার প্লান সম্পর্কে। (জ্যাক)
পোসেইডন উইস মেকারের পরিচয় সম্পর্কে জানতো না। তবে স্টোন মাংকি জানতো ডিম্যান কিং উইস মেকার ছিলো। তাই তো সে জানে ডিম্যান কিং এর অনেক মারাত্মক একটা মাস্টার প্লান রয়েছে, যেটা সম্পর্কে মুন কন্সটেলেশনও এখনো কিছুই জানে না। পোসেইডন কিংবা স্টোন মাংকি দুজনের কারোরই ধৈর্য্য নেই। তাই অপেক্ষা করে জ্যাক জানতে চাই না ডিম্যান কিং এর মাস্টার প্লান। যেহেতু ডিম্যান কিং দুই কন্সটেলেশনের বিপক্ষে গিয়ে কিছু কাজ করেছে তাই জ্যাক বুঝতে পারছে তার অনেক ভয়ানক একটা প্লান রয়েছে। যেটা অনুসরণ করলে সব কিছুর মধ্যে চেঞ্জ চলে আসবে।
[তাহলে তোমাকে ডিম্যান কিং এর প্লান দেখানো হচ্ছে।]
জ্যাকের চোখের সামনে হঠাৎ কিছু চিত্র ভেসে উঠলো যা শুধু কয়েক সেকেন্ড লাগলো সম্পূর্ণ দেখতে তার। এই কয়েক সেকেন্ডের মধ্যেই ডিম্যান কিং এর হাজারো হাজারো বছরের প্লানের সম্পূর্ণ ডিটেইলস জ্যাক জানতে পারলো যা সত্যিই অনেক ভয়ানক ছিলো।
"আমি কখনো ভাবি নি যে আমার সকল প্রশ্নের উত্তর আমি ডিম্যান কিং এর প্লান থেকে পেয়ে যাবো। যায়হোক আমাকে প্রস্তুতি নিতে হবে, কারণ খুব দ্রুত চেঞ্জ আসতে শুরু করবে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার উত্তর পাওয়ার সাথে সাথে সেখানে আর সময় নষ্ট করলো না। তার সময় নষ্ট করার কোনো উপায় আর ছিলো না। কারণ এই জায়গাটার মধ্যে বেশীক্ষণ জ্যাকের জন্য থাকা সম্ভব ছিলো না। তাই সে সাথে সাথে আকাশের মেঘের মতো বিলীন হয়ে গেলো। জ্যাকের অনুপস্থিতিতে পাঁচ পিলারের উপরে বসে থাকা উজ্জল লাল রঙের এক ব্যক্তি বলতে শুরু করলো,
[এখনো সিল ওয়ার্ল্ডে কোনো কিছুর জন্ম হয় নি, তারপরও ভবিষ্যৎ থেকে সিল ওয়ার্ল্ডের ব্যক্তি গুলো আমাদের সামনে আসছে কেনো এবং আমরা এভাবে তাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি কেনো?]
আরেকটা পিলারের উপরে কালো রঙের ব্যক্তিটা এবার উত্তর দিলো তার প্রশ্নে,
[হয়তো ভবিষ্যৎ এর আমাদের সাথে কিছু হয়েছে। তাই আমরা তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। তাই আমাদের কেউ ই হয়তো তাদেরকে আমাদের অতীতের সময়ে পাঠাচ্ছি তাদেরকে।]
কথাটা শুনে লাল ব্যক্তিটা আবারো বলতে শুরু করলো,
[সিল ওয়ার্ল্ডের ব্যক্তিরা কি এতোটা বোকা নাকি? তারা কি জানে না যে এখানে আসার পর আমাদের থেকে যা জানবে তা এখান থেকে ফেরত যাওয়ার পর এক পার্সেন্টেজের বেশী মনে থাকবে না। আর তাছাড়া এতে যে তাদের কোনো লাভ হচ্ছে না বরং আমাদেরকেই তাদের সম্পর্কে জানতে সাহায্য করছে তারা।]
হঠাৎ আরেকটা টাওয়ারের উপরে বসে থাকা সাদা উজ্জ্বল রঙের এক ব্যক্তি মেয়ে কন্ঠে বলতে শুরু করলো,
[হয়তো আমাদের ভবিষ্যৎ ভার্সন এই সিল ওয়ার্ল্ডের ব্যক্তিগুলোর স্মৃতি থেকে আমাদের কিছু একটা খোঁজার ইঙ্গিত দিচ্ছে। যা আমরা এখনো খুঁজে পাচ্ছি না।]
উজ্জ্বল লাল রঙের ব্যক্তিটা সাদা রঙের মেয়েটাকে বলতে লাগলো,
[স্পর্শিয়া তুমি একটু বেশীই চিন্তা করো। আমাদের কাছে যে পাওয়ার রয়েছে, তাতে করে একটা মেসেজ তো অন্তত আমরা অতীতে পাঠাতে পারতাম।]
সাদা উজ্জ্বল রঙের মেয়েটা এবার বলতে লাগলো,
[তোমার নিশ্চয় জানা আছে যে আমরা শুধুমাত্র এক বছর পূর্বের সময়কে চেঞ্জ করতে পারবো। এর পূর্বের সময়কে চেঞ্জ করতে চাইলে টাইম গার্ডের সাথে ফাইট করতে হবে।]
লাল উজ্জ্বল ব্যক্তিটা আবারো বলতে লাগলো,
[এই সব কিছু ডিম্যান কিং এর জন্য। যদি সে এই সময়ে মারা না যেতো তাহলে সব কিছু ব্যালেন্স থাকতো।]
কালো উজ্জ্বল রঙের ব্যক্তিটা এবার বলতে লাগলো,
[তাহলে কি আমি এই সিল ওয়ার্ল্ডের ডিম্যান কিং কে এখানে নিয়ে আসবো? তাতে করে আবারো আমাদের মধ্যকার ব্যালেন্স হয়ে যাবে।]
এবার হলুদ উজ্জ্বল রঙের আরো একটা পিলার থেকে মেয়েলি কন্ঠ শোনা গেলো,
[K তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গিয়েছে। সিল ওয়ার্ল্ডের কাউকে এখানে আনা মানে আমাদেরকে সেই সিল খুলতে হবে। এবং সেটা করলে কি হবে সেটা তো বুঝতেই পারছো?]
লাল উজ্জল আলোর ব্যক্তিটা এবার বলতে শুরু করলো,
[কি বা হবে? তারা কয়েকটা পিঁপড়া বাদে তাছাড়া আর কিছুই নয়। আর তাদের ডিম্যান কিং ও একটা পিঁপড়া বাদে কিছুই হবে না।]
পাঁচ ব্যক্তির মধ্য থেকে একজন তার হাত তুললো। এবং একটা কথা বললো যেটা সবাইকে কাঁপিয়ে দিলো,
[যেহেতু আসল ডিম্যান কিং এর সিট এখন খালি রয়েছে তাই ডার্ক বিয়িং দের কন্ট্রোল করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। আর তাদেরকে সম্পূর্ণ হত্যা করে দেওয়া মানে ওয়ার্ল্ডের ব্যালেন্স নষ্ট করে দেওয়া। তাই আমাদের মধ্য থেকে একজনকে ডিম্যান কিং এর সিট দখল করে নিতে হবে এবং ব্যালেন্সকে বজায় রাখতে হবে। এখন কথা হচ্ছে কে সেটা করবে?]
সবাই আরো অবাক হলো যখন তাদের মধ্য থেকে একজন হাত তুললো এবং বলতে লাগলো,
[যেহেতু ডিম্যান কিং কে হত্যা আমি করেছি, তাই তার ডার্ক বিয়িংরা আমাকে ব্যতীত অন্য কাউকে তাদের লিডার হিসেবে মানতে চাইবে না। যেহেতু তারা শক্তিশালীকে ফলো করে তাই আমিই হবো পরবর্তী ডিম্যান কিং এবং ওয়ার্ল্ডের ব্যালেন্সকে বজায় রাখবো।]
* * * * *
(উক্ত কোনো জিনিস সম্পর্কে জ্যাক জানে না)
জ্যাক তার চোখ খুললে নিজেকে ফ্লায়িং নিম্বাসের উপরে বসে থাকতে দেখলো। সে যেভাবে ছিলো সেভাবেই বসে আছে।
-> তাহলে এটাই লর্ড অফ ডার্কনেসের আসল পাওয়ার? তবে আমার কেনো মনে হচ্ছে যে আমি কিছু বিষয় ভুলে যাচ্ছি। (জ্যাক)
জ্যাক ডিম্যান কিং এর পুরো মাস্টার প্লান সম্পর্কে জানতে পেরেছিলো। তবে সেটার আংশিক এখন তার স্মৃতির মধ্যে রয়েছে যার কারণে সে মনে করছে এটাই সম্পূর্ণ প্লান। তবে সে জানেই না যে সে ৯৯ শতাংশ বিষয়ই ভুলে গিয়েছে।
-> ডিম্যান কিং আমি জানি না তোমার কারণ কি, কিন্তু নিজের ভাইটালিটি হারিয়ে একটা প্লানের জন্য নিজের জীবনটাকে হারানোকে আমি কোনো ভালো বিষয় বলবো না। তবে যেহেতু আমার জীবনে আমি তোমার থেকে সব থেকে বড় সাহায্য পেয়েছি তাই তোমার এই প্লানকে যেভাবেই হোক পূর্ণ করেই দিবো আমি। (জ্যাক)
জ্যাক আকাশের দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো এবং নিজের ভিতরে কনফিডেন্স জমা করলো। কারণ তার আংশিক জ্ঞানের মধ্যে সে জানে তাকে এখানে কি রোল পালন করতে হবে।
বুম,
জ্যাক পুরো কনফিডেন্সে ফুলে ছিলো। ঠিক তখনি তার পিছন থেকে এক ব্যক্তি আসলো এবং জ্যাকের মাথার পিছনের অংশটা ধরে জ্যাককে ফ্লায়িং নিম্বাস থেকে একদম মাটিতে ফেলে দিলো। মাথার পিছনের অংশে ধরে নিচের দিকে তাকে ফেলে দেওয়া হয়েছে বলে জ্যাকের মুখের অংশ মাটিতে লেগেছে। মাস্ক পরে থাকার কারণে তার মুখে গুরুতর ক্ষত না হলেও অনেক মারাত্মক ব্যথা সে পাচ্ছিলো। তাছাড়া মাটিতে পরার সাথে সাথে বোমা ফাটার মতো একটা শব্দ হয়েছে। মাটি চারিদিকে দশ মিটারের মতো জায়গা নিয়ে গর্ত হয়ে গিয়েছে তার মাঝখানে জ্যাক উপর হয়ে পরে আছে। তার এক মাথাটা কাধ হয়ে থাকার ফলে সমস্ত আঘাত এক সাইডেই লাগে। যা হিল করার বা তা থেকে সরে যাওয়ার একটু সময়ও সে পায় নি। এমনকি জ্যাক আশেপাশে কারো এনার্জিও অনুভব করে নি। তাহলে এটা কে হবে?
"ম্যামন নাকি লোকি এটা?" (জ্যাক ভাবছিলো)
জ্যাক তার সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করতে চাচ্ছিলো, কিন্তু সেটা কোনো কাজে এখানে দিচ্ছিলো না। মানে সেটা এক্টিভেটই হচ্ছিলো না। সে তার এনার্জি সংগ্রহই করতে পারছিলো না। আর এবারই সে বুঝতে পারলো তার উপরে কে আক্রমণ করেছে।
-> মাস্টার? (জ্যাক)
জ্যাকের পিছনে ডোয়ার্ক মল্ট বসে ছিলো এক হাটু ভেঙে। যে তার ডান হাত দিয়ে জ্যাকের মাথাটা এখনো পিষিয়ে রেখেছে মাটির মধ্যে।
-> ও হ্যালো জ্যাক, আমার মনে হয় তুমি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছো। তাই আমাদের ফাইটটা এখন শুরু করা দরকার। (মল্ট)
ডোয়ার্ক মল্ট একটা হাসি দিয়ে জ্যাকের দিকে তাকিয়ে আছে। জ্যাক উপরের দিকে তাকিয়ে মল্টের চেহারাটা দেখতে পারলো। যে চেহারার মধ্যে সে কখনো হাসি দেখে নি, সে চেহারার মধ্যে সে আজকে হাসি দেখতে পারছে।
-> ঠিক আছে মাস্টার। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
অনেকদিন দেই নি। তাই অনেকে ডিম্যান কিং কিংবা অনেক বড় একটা পর্বের আশা নিয়ে ছিলেন। আমি দুঃখিত, সুপ্রিম বিয়িংটা শেষ করে দিবো তাড়াতাড়ি, তাই গল্পটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। আর এখন তেমন বড় করার সময় হয়তো হয়ে উঠবে না। তারপরও চেষ্টা করবো ২ হাজার থেকে ২ হাজার ৫০০ এর মধ্যে শব্দ রাখার।