#Demon_King#
পর্ব:১০৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একাডেমি,
ট্রেনিং এরিনার মধ্যে টুর্নামেন্টের সর্বশেষ স্টেজ চলছিলো। যেখান থেকে সবচেয়ে শক্তিশালী টিমকে বিজয়ী বলে ঘোষনা দেওয়া হবে। যে টিম টিম সবার প্রথমে বাকি নয় টিমের ফ্লাগ সংগ্রহ করতে পারবে তারাই বিজয়ী হবে। যেহেতু একটা টিম বিজয়ী হতে পারবে এখানে তাই বাকিদের র্যাংকিং তাদের পয়েন্ট অনুযায়ী দেওয়া হবে। পয়েন্ট গুলো প্রথম দুই রাউন্ডে ঠিক থাকলেও পরবর্তী রাউন্ডের ধাপ গুলোর পয়েন্ট একাডেমি এখনো গোপন রেখেছে। তাই কেউ বলতে পারছে না কে কত তম পদে পৌঁছাবে। এই টুর্নামেন্ট মূলত এমন একটা জায়গা যেখানে প্রতি স্টুডেন্টের পাওয়ারের সাথে তাদের মেধা এবং টিম ওয়ার্ক পরীক্ষা করে। যার কারণে অধিকাংশ শক্তিশালী স্টুডেন্টদের টিমও বাতিল হয়ে যায়। তবে এবার যে খুব আনএক্সপেক্টেট একটা বিষয় হবে এটা কেউ ধারণা করে নি। প্রিন্স হ্যারির টিম অথবা টিম মাইরা যা সম্পূর্ণ F র্যাংক স্টুডেন্ট দিয়ে তৈরী তারা টপ দশের মধ্যে জায়গা দখল করে নিয়েছে। এটাকে কি সবাই ভাগ্য বলবে নাকি পাওয়ার কেউ বুঝতে পারছে না।
এরিনাকে সম্পূর্ণ ডিমনিক ফরেস্টের কপি করা হয়েছে। যার কারণে ভিতরে যারা আছে তাদের কাছে মনে হচ্ছে তারা ডিমনিক ফরেস্টের মধ্যে আছে। অবশ্য টিম মাইরার মধ্যে একজন ব্যতীত অন্য সবার এই ফরেস্টের মধ্যে সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে, তাছাড়া অন্য সবাই শুধু নামই শুনে গিয়েছে। এরিনার আকার ছোট হলেও, প্রিন্সিপালের স্পেস ম্যাজিকের কারণে ভিতরের ছোট এরিনার জায়গা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গ্যালারির মধ্যে বসে থাকা ব্যক্তিদের কাছে স্বাভাবিকই মনে হচ্ছিলো জায়গা তাই তারা সকল ব্যক্তির ফাইট দেখতে পারছিলো। তবে ভিতরে যারা ছিলো তারাই বুঝতে পারছিলো জায়গাটা আসলে অনেক বড়।
এরিনার ঠিক মাঝ বরাবর একটা টিমের সাথে দুইজন ফাইট করছিলো। টিম স্যামের দুজন অউরা ইউজারের সাথে ফাইট হচ্ছিলো টিম মাইরার সাথে। তাদের টিমের আরো একজন প্রাণ ইউজার এবং একজন মানা ইউজার ছিলো যারা একপাশে আছে। প্রাণ এনার্জি ইউজার নিজের এনার্জি বেশী ব্যবহারের ফলে সেন্স লেস হয়ে পরে আছে। আর মানা ইউজার সেই প্রাণ এনার্জি ইউজারের পাশে একটা ব্যারিয়ার বানিয়ে বসে আছে যাতে তাদের উপরে কেউ হামলা না করে। একটা টিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিলার, তাই আঘাতপ্রাপ্ত হিলারকে ঠিক করতে পারলে একটা ফাইটের দিক সম্পূর্ণ ঘুরিয়ে ফেলা যায়।
মাইরা, হ্যারি, এলিন, এবা এবং জেবা একটা অউরা ইউজারের সাথে ফাইট করছিলো। অন্যদিকে এলেক্স একা একটা অউরা ইউজারের সাথে ফাইট করছিলো। আপাতোতো সময়ে এলেক্সের সাহায্য করার সময় তাদের হয়ে উঠছিলো না। কারণ তাদের সামনের ব্যক্তিটার এট্রিবিউট ফায়ার ছিলো। যার সোর্ড স্ট্রাইক গুলোও অনেক মারাত্মক পাওয়ার বহন করছিলো। তাই একটু কেয়ারলেস হলে তারা এখানে হেরে যাবে।
"আমাদের টিমে এতো গুলো মানুষ, আমাদের ফরমেশনও ঠিক আছে। তবে আমাদের ফাইটের এক্সপেরিয়েন্স কম হওয়ার কারণে একটা অউরা ইউজারের সাথে আমরা পারছি না। এটা আসলেই অনেক লজ্জাজনক একটা বিষয়।" (মাইরা)
মাইরা তার ফ্যামিলিয়ার সাম্মন করেছে, অন্য দিকে হ্যারিও তার ফ্যামিলিয়ার সাম্মন করেছে। দুজনের ফ্যামিলিয়ারের পাওয়ার ব্যবহার করে তারা ফাইট করছিলো তারপরও তেমন কোনো সুবিধা তারা করতে পারছিলো না। অন্যদিকে এলিন এখনো শান্ত মাথায় নিজের স্পেল গুলো ব্যবহার করে ফাইট করে যাচ্ছে যার নজর বার বারই এলেক্সের দিকে যাচ্ছে। এলেক্স কি করছে, নতুন কোনো স্পেল ব্যবহার করছে কিনা সব কিছু পর্যবেক্ষণ করছিলো এলিন। যার কারণে সে এই ফাইটাকে তেমন সিরিয়াস ভাবে নিচ্ছিলো। তবে যেহেতু বার বার তার পর্যবেক্ষণে সমস্যা করছিলো স্যামের টিমের অউরা ইউজার এট্যাক করে তাই এলিনও আর চুপ থাকলো না।
"ডোমেইনঃ হেল ফায়ার ফিনিক্স কেজ"
এলিন তার ফ্যামিলিয়ারকে সাম্মন করে নি। সাম্মন করা ছাড়াই সে তার ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করেছে। যা সবাইকে আরো একবার অবাক করে দিয়েছে। এটা অনেকাংশে অসম্ভব মানা হয় কেউ যদি ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই তাকে তার ফ্যামিলিয়ারকে প্রথমে সাম্মন করতে হবে। তা নাহলে একটা ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করা কখনোই সম্ভব না। যদিও সবাই এলিনের ফ্যামিলিয়ারকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কেউ এটা জানে না যে তার ফ্যামিলিয়ার সাম্মন করায় ছিলো এবং তার নিজের হাতের ব্রেসলেটের মধ্যে সিল ছিলো। যায়হোক এলিনের হেল ফায়ার ফিনিক্সের ডোমেইনের কারণে, তাদের চারপাশের পরিবেশ পুরো পাল্টে গেলো। উন্নত ফ্যামিলিয়ারের ডোমেইন গুলোতে আশে পাশের পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায় আর সাধারণ ফ্যামিলিয়ারের ডোমেইন কিছুটা অংশ চেঞ্জ হয়। আপাতোতো এলিন তার আশে পাশের পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে। যার মধ্যে সে এবং স্যামের টিমের অউরা ইউজার রয়েছে। পুরো স্ট্রাকচার চেঞ্জ করার মতো ডোমেইনের বাইরে থেকে ভিতরে কি হয় সেটা দেখা অসম্ভব। তবে যদি কারো ব্যক্তির কাছে ব্যবহারকৃত ডোমোইনের ফ্যামিলিয়ার থেকে আরো শক্তিশালী ফ্যামিলিয়ার থাকে তাহলে অনেক সময় তার দ্বারা সম্ভব হয় ডোমেইনের ভিতরে কি হচ্ছে। এলিন তার ডোমেইন এক্টিভেট করার সাথে সাথে ভিতরে সে এবং স্যামের টিমের অউরা ইউজার আটকা পরেছে। অউরা ইউজারের এনার্জি প্রায় অনেকটায় হারিয়ে গিয়েছে। তবে সে এখনো ক্লান্ত হয় নি। তার ফ্যামিলিয়ার, "স্পিরিট হর্স" তাকে তার এনার্জি বজায় রাখতে এবং রিস্টোর করতে সাহায্যে করছে বলেই সে এতোক্ষণ যাবৎ ফাইট করতে পারছিলো নিজের ফুল পাওয়ার দিয়ে। তবে সে এখন বুঝতে পারলো তার বিপদ ঘনিয়ে এসেছে। সে এলিনের দিকে না তাকিয়ে এলিনের মাথার উপরে তাকিয়ে আছে। যেখানে একটা বিশাল জ্বলন্ত পাখি দেখতে পারছিলো।
"তাহলে এটাই ফিনিক্স, লর্ড অফ বার্ড" (অউরা ইউজার ভাবছিলো)
ফিনিক্সদের পাখিদের রাজা বলা হয়। কারণ তারা পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্পিসিজ। আর এখন তো সেই ফিনিক্সদের স্পিসিজদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোত্রের ফিনিক্সের ডোমেইনে দাঁড়িয়ে ছিলো সে, তাই ভয় তো তার করবেই। তবে ভয় কে এক সাইডে রেখে সে তার শেষ এবিলিটি ব্যবহার করলো,
"প্রজেস"
তার পিছনে তার ফ্যামিলিয়ার দাঁড়িয়ে ছিলো যার সাথে সে প্রজেস ব্যবহার করলো। প্রতিটা ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করলে এক এক জনের শরীরের এক এক রকম ট্রান্সফর্মেশন দেখা যায়। আর অউরা ইউজারের ঠিক অন্য রকম একটা ট্রান্সফর্মেশন দেখা গেলো। সে তার স্পিরিট হর্সের সাথে একত্র হয়ে গেলো এবং অর্ধঘোড়া এবং অর্ধমানবে পরিণত হয়ে গেলো। এলিন এরকম একটা ট্রান্সফর্মেশন দেখে অবাক হয়ে গেলো তবে এখানে তার অবাক হওয়ার কিছু নেই, যেহেতু তার নিজের ট্রান্সফর্মেশন দেখার অনেক ইচ্ছা ছিলো তাই সে আর অপেক্ষা করলো না।
"প্রজেস"
ডোমেইনের মধ্যে ছিলো এলিন। তাই তার সকল পাওয়ারই তিনগুন বৃদ্ধি পেয়েছে। বলতে গেলে সে অনেকটা মারাত্নক একটা অবস্থায় ছিলো। আর যেহেতু সে প্রজেস ব্যবহার করেছে তার হেল ফায়ার ফিনিক্সের সাথে তাই সে আরো মারাত্মক হয়ে গিয়েছে। অন্য সবার মতো এলিনের হাত কেটে ব্লাড বের করে সাম্মন করতে হয় নি নিজের ফ্যামিলিয়ারকে। বরং তার প্রজেস বলার সাথে সাথে তার হাতের ব্রেসলেট থেকে ফিনিক্স বের হয়ে গেলো এবং এলিনের সাথে মার্জ হলো। এলিনের পিঠ থেকে দুটো জ্বলন্ত ফিনিক্সের কালো ডানা বের হলো যা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিলো। চুলগুলো গাড়ো কালো রঙে পরিণত হয়ে গেলো। অউরা ইউজারটা এলিনের দিকে শুধু এক নজরে তাকিয়ে ছিলো। এলিনের চেহারায় কোনো এক্সপ্রেশন ছিলো না তাই এই সময়ে তাকে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দরী নারী মনে হচ্ছিলো অউরা ইউজারের। তবে এলিনের চার্মে বেশীক্ষন মুগ্ধ না থেকে সে তার ফ্যামিলিয়ারের সাথে মার্জ হওয়ার ফলে সুপার স্পিডে সামনের এলিনের দিকে এগিয়ে আসলো এলিনকে এট্যাক করার জন্য ডোমেইনের ভিতরে থাকার কারণে প্রতিপক্ষের সকল ক্ষমতায় অর্ধেক কমে যায়। অবশ্য যদি ফ্যামিলিয়ার উচ্চ লেভেলের হয় তাহলে ইফেক্ট কমে যায়, আর যদি ব্যবহার কারীর ফ্যামিলিয়ারের থেকে প্রতিপক্ষের ফ্যামিলিয়ার বেশী শক্তিশালী হয় তাহলে ডোমেইনের মধ্যে প্রতিপক্ষের একটুও পাওয়ার কমবে না। অউরা ইউজারের পাওয়ার কমে গেলো সে প্রজেস ব্যবহার করার ফলে তার স্পিড এবং স্ট্রেন্থ অনেক হারে বৃদ্ধি পেয়েছে। যা থেকে সরাসরি আঘাত প্রাপ্ত হলে এলিনের খারাপ কিছু হতে পারতো, তবে এলিন তাকে সেই সুযোগই দিলো না।
পিঠের দুই ডানার সাহায্যে এলিন মাটির উপর থেকে ১০ ফুট উপরে উঠে ভাসতে লাগলো। এরপর নিজের হাতকে সামনের দিকে রাখলো। এলিন কোনো স্পেল বা স্কিল ব্যবহার করছিলো না। সে শুধু তার ফ্যামিলিয়ারের সাথে মার্জ হওয়ার পর থেকে পাওয়া এনার্জিটা চ্যানেল করছিলো সোজা।
"এলেক্স বলেছিলো আমি আমার এনার্জিকে বাইরে চ্যানেল করে অস্ত্রের মতো ব্যবহার করতে পারবো, যেটা সম্পূর্ণ নতুন ধরনের একটা স্পেলের তৈরী করবে। দেখা যাক কি রকম হয় এটা।" (এলিন ভাবছে)
এলিন তার হেল ফায়ার ফিনিক্সের ডোমেইনটা বানিয়েছে যেখানে কোনো রকম আগুন রাখে নি। হেল ফায়ার এমন একটা ফায়ার, যেটা কারো শরীরের লাগলে তাকে ব্যবহার কারীর আদেশ ব্যতীত কেউ নিভাতে পারবে না। এলিন এখানে তার প্রতিপক্ষকে হত্যা করতে চাচ্ছিলো না। তাই সে ইচ্ছা করেই ডোমেইনের মধ্যে কোনো রকমের হেল ফায়ার রাখে নি। যায়হোক এলিনের হাত থেকে এনার্জি বের হচ্ছিলো যা গ্রাভিটির মতো অনেক মারাত্মক একটা প্রেসার ফেলছিলো স্যামের টিমের অউরা ইউজারের উপরে। প্রেসারটা এতোটা মারাত্মক ছিলো যে সে এক মিনিটের মধ্যেই নিজের সেন্স হারিয়ে মাটির সাথে পিষে যায়। তার সেন্স হারানোর সাথে সাথে এলিন নিজের ডোমেইন ক্যান্সেল করে দেই। এতোক্ষণ এলিন ভালো থাকলেও নিজের হাঁটুতে পরে গেলো সে। হাঁপাতে শুরু করেছে সে। তার মাথায় ট্যালিপ্যাথির সাহায্যে তার ফ্যামিলিয়ার বলতে শুরু করলো,
[মাস্টার আপনি আমার অনেকটা পাওয়ার ব্যবহার করেছেন যেটার জন্য আপনার শরীর প্রস্তুত ছিলো না। তাই আপাতোতো সময়ে আপনি একটু বিশ্রাম নিন।] (হেল ফায়ার ফিনিক্স)
স্নেরা এবং এনরি এলিনের কাছে আসলো এবং তাদের হিলিং স্পেল ব্যবহার করতে লাগলো। প্রাণ এনার্জি ইউজার শুধু যে ক্ষত ঠিক করতে পারে এমন নয়। তারা বাকি দুই এনার্জি ইউজারের শেষ হওয়া এনার্জিও রিস্টোর করে দিতে পারে তাদের স্পেলের মাধ্যমে। আর এখন তারা সেটায় করছিলো।
* * * * *
গ্যালারি সহ ভিআইপি রুমের মধ্যে সবাই একের পর এক চমক দেখতে পাচ্ছিলো। এবার যে এতোগুলো ট্যালেন্টেড ব্যক্তিদের দেখতে পারবে সেটা তাদের আশায় ছিলো না। তবে এমন নয় যে শুধু মাত্র ব্লু কিংডমের একাডেমিতেই শুধু ট্যালেন্টেড ব্যক্তিরা রয়েছে। বাকি দুই কিংডমের মধ্যেও অনেক ট্যালেন্টেড ব্যক্তি রয়েছে তাই এই ছোট বিষয় নিয়ে সবাই বেশী বড় অবস্থা তৈরী করছিলো না। তবে একটা জিনিস সিওর যে ভিআইপি রুমের মধ্যে যারা ছিলো সবারই কিছু স্টুডেন্টদের উপরে নজর গিয়েছে এবং তারা তাদেরকে নিজের সাথে নিয়ে যেতে যাচ্ছিলো। যদিও সেটা সম্ভব নয়, তারপরও অনেক উপায় রয়েছে। যেমনঃ রেড কিংডমের কিং গালাটুস এলিনকে নিজের সন্তানের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছে, অন্য দিকে ব্লু কিংডমের কিং হোমসও চাচ্ছিলো এলিনকে হ্যারির সাথে বিয়ে দিতে, তবে সে এমন একটা চাপে পরেছে যে তাকে তার সন্তানের জন্য মাইরা নামক মেয়ের কথায় চিন্তা করতে হচ্ছে। তবে এমন নয় যে সে শুধু একটা অস্ত্র হারিয়েছে এখানে। বরং নতুন একটা অস্ত্রও সে খুঁজে পেয়েছে যেটাকে নিয়ে সে অন্য রকম একটা প্লান তৈরী করে রেখেছে।
-> আমি যতবার এই ছোট ছেলে মেয়েদের দেখছি ততবারই অবাক হচ্ছি। সবার মাঝেই রহস্য লুকিয়ে আছে। (হোমস)
-> ফিনিক্স ডোমেইনটা আসলেই অনেক মারাত্মক ছিলো। ভিতরে কি হলো এটা দেখতে পারলাম না বলে অনেকটা নিরাশ হতে হয়েছে। তারপরও মনে হচ্ছে পাশের ফাইটটা আমাদের নিরাশ করবে না। (মারিয়া)
মারিয়া অনেক আগ্রহ নিয়ে কথাটা বললো। শুধু যে কথা বলার মাঝে তার আগ্রহ ছিলো এমন নয়। সে আগ্রহ সহযোগে তাকিয়ে ছিলো এলেক্সের ফাইটের দিকে। যেহেতু তার ছেলে ফাইট করছে তাই তাকে মনোযোগ দিয়েই সব টুকু দেখতে হবে।
* * * * *
এরিনার মধ্যে আপাতোতো টিম মাইরার মধ্যে এলেক্স ব্যতীত সবাই একটু বিশ্রাম নিচ্ছিলো। তারা সবাই এক জায়গায় একত্র হয়ে এলেক্সকে লক্ষ করে যাচ্ছে। যেহেতু এই সময়ে অন্যান্য টিমের এট্যাক তাদের উপরে আসতে পারে তাই চারপাশেও নজর রাখছে তারা। যাইহোক এলেক্স স্যামের টিমের একজন অউরা ইউজারের সাথে ফাইট করছে এখনো। তার ফাইটটা অনেকক্ষণ সময় হলো চলতেছে। অউরা ইউজারটা তার অউরা স্পেল ব্যবহার করেছিলো। যার হুবুহু কপি করে এলেক্সও ব্যবহার করে তবে পার্থক্য শুধু এলেক্স মানা এনার্জি দিয়ে উক্ত স্পেলটা ব্যবহার করেছে।
এলেক্সের শরীরের মাংসপেশী গুলো বৃদ্ধি পেয়েছে। তার ছোট শরীর হওয়ার কারণে তার মাংসপেশী গুলো তেমন ভাবে কেউ লক্ষ না করলেও এখন যেহেতু সেগুলো হার্ডকোর বডিবিল্ডারের মতো ফুলেছে তাই সবার চোখ তার দিকেই ছিলো।
-> আমি বার বার চমকে যাচ্ছি, তারপরও তোমার সাথে ফাইট করার আগ্রহটা আমার কমছে না।
অউরা এনার্জি ইউজারটা তার দুই হাত মুঠো করে হাতে হাতে পান্স দিলো এবং একটা হাসি দিয়ে উক্ত কথাটা বলতে লাগলো। সে অনেকক্ষণ হলো এলেক্সের সাথে ফাইট করে যাচ্ছে। অনেক কিছুই চেষ্টা করেছে কিন্তু এলেক্সকে হারাতে পারে নি এখনো। তবে এমন নয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। যেহেতু এখানে কোনো স্টুডেন্টদের হত্যা করা দণ্ডনীয় অপরাধ তাই সে তার সর্বোচ্চ চেষ্টা করছে না। আর সে ভালো করেই জানে যে এলেক্সও তার সর্বোচ্চ চেষ্টা করছে না।
"যদিও কিছু ব্যক্তি একাডেমিতে প্রবেশের প্রথম থেকেই মনস্টার থাকে, তাই র্যাংক দিয়ে তাদেরকে যাচাই করা আসলেই বোকামি হবে।" (অউরা ইউজার ভাবছে)
দুজনেই একই স্পেল ব্যবহার করছিলো। যেটা দুজনের শারিরীক স্ট্রেন্থ এবং স্পিডকে বৃদ্ধি করেছে। এলেক্স এবং অউরা ইউজার দুজনেই দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলো, এরপর একে অপরকে এট্যাক করলো ডান হাতের একটা পান্স দিয়ে। দুজনের পান্স একত্র হওয়ার পর একটা শক ওয়েব তৈরী হলো যা ঝড় বাতাসের মতো সব কিছুকে দূরে সরিয়ে নিতে শুরু করতে লাগলো।
-> আমার মনে হয় না এলেক্সের ফাইট আজকে শেষ হবে। (জেয়াব)
-> আমাদেরও ওকে সাহায্য করার দরকার। (ডুফেস)
-> আমাদের কিছুই করতে হবে না। এলেক্স যেহেতু এখন ঠিক আছে তাই সব কিছু ঔ সামলে নিবে। আর তাছাড়া এই ফাইটে এলেক্স অনেকটা মজা পাচ্ছে। (এলিন)
এলিন কথাটা কোনো এক্সপ্রেশন না বানিয়েই বললো। তার দিকে বাকিরা হা করে তাকিয়ে থেকে বলতে লাগলো,
-> এলেক্সের মুখ দেখে সেটা বলা তো কষ্টকর। তুমি জানলে কিভাবে? (ডুফেস)
-> কারণ আমাদের এলিন নিজেও এক্সপ্রেশন দেখাতে পারে না এলেক্সের মতোই, হাহাহাহা। (মাইরা)
-> তোমরা কোনো সাহায্য না করতে পারলেও মনে হচ্ছে আমি এখানে কিছু করতে পারবো। (এনরি)
এনরি যে কিনা টিম মাইরার একজন প্রাণ ইউজার সে একটু এগিয়ে আসলো। যেহেতু সে একজন রয়েল তাই সে অন্যান্যদের থেকে উচ্চ লেভেলের স্পেল ব্যবহার করতে পারে, যেটা শুধু মাত্র রয়েল ব্লাডই ব্যবহার করতে পারে। আর তার মধ্যেই একটা স্পেল এনরি ব্যবহার করলো।
"প্রাণ স্পেলঃ সারপ্রাইজ"
এনরির ব্যবহার কৃত স্পেলটা এলেক্সের উপরে কাজ করতে লাগলো। স্পেলটা অনেক উন্নত লেভেলের ছিলো। যেটা সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। তাই কেউই বলতে পারছিলো না এলেক্সের সাথে কি হচ্ছিলো। তবে এলেক্স নিজেই বুঝেছে তার শরীরে একটা পরিবর্তন দেখা দিয়েছে।
"হঠাৎ আমার মনে হচ্ছে আমার শরীরে বাফ্ ব্যবহার হয়েছে। আমার সকল স্ট্যাট বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। আমার স্ট্রেন্থ, স্পিড সব কিছু বৃদ্ধি পেয়েছে। কি হলে, আমার লাকি স্পিন স্কিলও তো ব্যবহার করি নি আমি।" (এলেক্স ভাবছে)
এতোক্ষণে এলেক্স একের পরে এক পান্স দিয়ে যাচ্ছিলো তার প্রতিপক্ষের সাথে। তবে পান্সেও কোনো লাভ হচ্ছিলো না। কারণ প্রতিটা পান্সই অউরা ইউজারের পান্সের ফলে কাউন্টার হচ্ছিলো। তবে এনরির স্পেলের ফলে এলেক্সের সকল স্ট্যাট বৃদ্ধি পেয়েছে। তাই তো তার প্রতিটা পান্সের স্পিড এবং পাওয়ার দুটোই বৃদ্ধি পেয়েছে। ডান হাত দিয়ে একটা পান্স সে অনেক স্পিডে মারলো যেটা আটকানোর চেষ্টা করেও স্যামের টিমের অউরা ইউজার পারলো না। পান্সটা সোজা তার বাম চোয়ালে লাগলো। পান্সের পাওয়ারের ফলে সে পিছনের একটা গাছের সাথে অনেক জোরালো ভাবে একটা বারি খেলো।
"স্কিলঃ ব্লিংক"
এলেক্স তার স্কিল ব্লিংক ব্যবহার করলো। যার সাথে সাথে সে তার প্রতিপক্ষের সামনে চলে গেলো। মনস্টারের সাথে ফাইট করতে করতে এলেক্সের একটা অভ্যাস তৈরী হয়েছে। সে তার কোনো শত্রুকেই নিজেদের এট্যাক করার সুযোগ দেই না। সাধারণ মনস্টারের থেকে যেহেতু একটা মানুষ হাজার গুণে চালাক, তাই এলেক্স জানে এখন আরো পাওয়ারের জন্য আবারো তার প্রতিপক্ষ ফ্যামিলিয়ার সাম্মন করে প্রজেস ব্যবহার করতো। তবে এলেক্স পরবর্তী বিষয় ক্যালকুলেশন করে তার প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ দিতে রাজি নয়। নিজের বাম হাত মুঠো করলো এবং তার মধ্যে এনার্জি চ্যানেল করলো এলেক্স। অউরা ইউজারটা গাছের সাথে বারি খাওয়ার সাথে সাথেই এলেক্স সেখানে ব্লিংকের মধ্যে এসেছে যার জন্য অউরা ইউজারটা কোনো রকম সময়ই পেলো না। ঠিক তখনি এলেক্স তার প্রতিপক্ষের নাক বরাবর একটা মারাত্মক পান্স দিলো বাম হাত দিয়ে। পান্সটা অউরা ইউজারের মুখে লাগার পূর্বে সে শুধু এলেক্সের চোখটা দেখতে পেলো। যে চোখের মধ্যে সে শুধু অন্ধকার দেখতে পারছিলো। এক মুহুর্তের জন্য সে সেই অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিলো। তার কাছে মনে হচ্ছিলো সব কিছু খুব দ্রুতই ধ্বংস হতে যাচ্ছিলো। আর তখনি সে নক ডাউন হয়ে যায় একটা পান্সেই।
* * * * *
সবাই নিশ্চুপ হয়ে গেলো। কারো মুভ থেকে কোনো রকম কথা বের হচ্ছিলো না। একটা ছেলে যে টাওয়ারের বাইরে থেকে এসেছে। সে একাডেমিতে এসেই নাম করে ফেলেছে। কোনো উচ্চ লেভেলের স্পেল কিংবা কোনো আইটেম ব্যবহার ব্যতীত একাডেমির টপ টিমের একজন স্টুডেন্টকে হারিয়ে ফেলেছে। ড্রাগন ফ্যামিলিয়ার থাকলেও সেটার সাহায্য এখানে নেই নি। এতো সহজে যে এতোগুলো টপ স্টুডেন্টকে হারিয়ে ফেলবে সেটা সবার আশার বাইরে ছিলো। ভিআইপি রুমের মধ্যেও সবাই এলেক্সের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুধুমাত্র পাঁচ থেকে ছয়জন ব্যক্তিই এলেক্সকে ইগনোর করে অন্য একজনের দিকে তাকিয়ে আছে। আর সে একজন হলো এনরি।
"আমি নিশ্চিত এটা সেই স্পেল ছিলো যেটা চার শত বছর পূর্বে হারিয়ে গিয়েছিলো।" (হোমস ভাবছে)
"এই টুর্নামেন্টের মধ্যে ডিভাইন বিস্টকে দেখেও এতোটা অবাক হওয়ার মতো ছিলো না। যতটা না এই স্পেলটা দেখে হয়েছি আমি।" (গালাটুস ভাবছে)
সবাই ভাবছিলো তবে একজন জোরেই বলতে শুরু করলো।
-> এটা প্রাণ স্পেলঃ সারপ্রাইজ ছিলো। কে ভেবেছিলো চারশত বছর পর এটাকে এখন দেখতে পারবো। যতদূর ভেবেছিলাম এটা আমার কুইন ব্যবহার করতে পারবে, তবে এতো কম বয়সী একটা মেয়ে এটা ব্যবহার করছে কোনো রকম সমস্যা ছাড়ায়, তাই বলা যাচ্ছে পুরো টুর্নামেন্টের মধ্যে আসল মনস্টার বের হয়ে গিয়েছে। হাহাহাহা। (এলমন্ড)
এলমন্ড একটা মুচকি হেসে কথাটা বললো। সে ভেবেছিলো পুরো টুর্নামেন্টের মধ্যে তার ছেলেই একমাত্র মনস্টার হবে যার দিকে সবার নজর থাকবে। তবে তার চিন্তা ভাবনাটা এখন পুরো পাল্টে গেলো।
"সারপ্রাইজ এমন একটা স্পেল, যেটা একসাথে হাজারো মানুষের স্পেল পাওয়ার এমনকি পাওয়ার ২০ থেকে ৫০০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। প্রাণ এনার্জি ইউজারদের মধ্যে সবচেয়ে মারাত্মক একটা স্পেল এটা। কোনো কিংডমের মধ্যে যদি এই স্পেল ব্যবহার কৃত ব্যক্তি থাকে তাহলে সেই কিংডমকে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আমাদের সিকরেট কিংডম প্রথম থেকেই শক্তিশালী এই কারণেই যে আমাদের পূর্ব কিং বা কুইন গুলো এই স্পেল ব্যবহার করতে পারতো।" (মারিয়া ভাবছে)
রুমের সবাই এলমন্ডের কথাটা শুনে এখন এনরির দিকে তাকালো। কালো রঙের একটা মেয়ে যে কারো নজরই পাচ্ছিলো না সে এখন ভিআইপি রুমের সবার দৃষ্টির মধ্যে ছিলো। শুধু যে ভিআইপি রুমের ব্যক্তিরা তার দিকে তাকিয়ে ছিলো এমন নয়। এরিনার গ্যালারির একদম উপরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিলো, যে এক নজরে এনরির দিকে তাকিয়ে ছিলো। বাতাসে মেয়েটার পা পর্যন্ত ঝুলে থাকা চুল গুলো উড়ছিলো যার মাথায় একটা ড্যাগার বাঁধা ছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।