#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৮০
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
ডোয়ার্ক মল্ট জ্যাককে পুরো মাটির মধ্যে পিষিয়ে রেখেছে। যার কারণে জ্যাক কোনো রকম নরাচরা করতে পারছিলো না। সে অনেকটা এক্সাইটেড ছিলো কারণ সে জ্যাকের থেকে অন্য রকম একটা এনার্জি অনুভব করছিলো যা তার অনেক পরিচিত ছিলো। তার সাথে যেনো ফাইট করতে পারে এ আশায় মল্ট জ্যাককে ট্রেনিং দিচ্ছিলো, তবে এতোদিন জ্যাক প্রস্তুত না থাকলেও এখন মল্টের সাথে ফাইট করার জন্য সে প্রস্তুত ছিলো। তাই তো ডোয়ার্ক মল্ট আর সময় নষ্ট না করে সরাসরি ফাইটে চলে যায়। সে জ্যাককে কোনো কিছু বোঝানোর সময়ও দিলো না, যার কারণে জ্যাক এখনো কিছুই বুঝতে পারছে না। জ্যাক পরিস্থিতি বোঝার জন্য একটু সময় নিচ্ছিলো কিন্তু মল্ট তাকে কোনো রকম সময় দিচ্ছিলো না।
"আমি মরতে চাইলেও, আমার সম্মানের কারণে আমি ফাইট না করেই কারো হাতে ইচ্ছা করে মরতে পারবো না। এই ফাইটে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, তাই জ্যাক আমি আশা করছি তুমিও তোমার সর্বোচ্চ চেষ্টা করবে আমার সাথে ফাইট করার জন্য।" (ডোয়ার্ক মল্ট ভাবছিলো)
মল্টের চিন্তার সম্পর্কে জ্যাক অবগত ছিলো না। তাই সে বুঝতে পারছিলো না তার মাস্টার এখানে তাকে এট্যাক করছে কেনো। জ্যাক কিছু জিজ্ঞাসা করবে সে সুযোগ মল্ট জ্যাককে দিলো না। ডান হাতকে ধরে হালকা পিছের দিকে টেনে ধরলো। জ্যাকের ডান হাতে কট করে একটা শব্দ করলো। শব্দের কারণেই জ্যাক বুঝতে পারলো তার ডান হাতটা ভেঙে গিয়েছে। ব্যথাটা অসহনীয় হলেও সে শক্ত করে দাঁতে দাঁত কামড় দিয়ে সহ্য করছিলো।
"নিম্বাস"
জ্যাক তার বাম হাতকে মুঠো করে ধরলো। তার নিম্বাস বলার সাথে সাথেই আকাশে মেঘ জমা হতে শুরু করলো। কালো মেঘ একত্র হলো অনেক দ্রুত এবং সে মেঘ থেকে ভয়ানক একটা লাইটনিং স্ট্রাইক পরলো জ্যাক এবং ডোয়ার্ক মল্টের দিকে। যেহেতু এটা কোনো ম্যাজিকাল এট্যাক ছিলো না বরং প্রাকৃতিক একটা এট্যাক ছিলো তাই মল্ট এটাকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো না। বরং সে জ্যাকের থেকে সরে গেলো। এতোক্ষণ মল্ট জ্যাকের সাথেই তৈরী হওয়া গর্তের মধ্যে ছিলো তবে একটা লম্বা জাম্প দিয়ে সে অনেকটা পিছনে চলে গেলো। তারপরও পুরো পুরি এট্যাকটা থেকে সরে যেতে পারলো না মল্ট। লাইটনিং স্ট্রাইকটার আকার অনেকটা বড় ছিলো। যার কিছুটা অংশ মল্টের পিঠে স্পর্শ করার কারণে সে অনেক স্পিডে সামনে কয়েক পল্টি খেতে খেতে মাটিতে পরে রইলো। অন্য দিকে পুরো লাইটনিংটায় জ্যাকের উপরে পরলো যেটা তার শরীরের প্রতিটা অংশকে পুড়ানোর চেষ্টা করতে লাগলো, তবে যেহেতু এটা তার নতুন একটা বডি ছিলো তাই তেমন কোনো ক্ষতি লাভ করতে হয়নি জ্যাককে। বরং লাইটনিংটা তার শরীরে আস্তে আস্তে এবজোর্ব হয়ে গেলো। মুখের সাধারণ ক্ষত গুলো ঠিক হয়ে গেলোও ডান হাতের ইনজুরি টা ঠিক হয় নি তাই সে তার ডান হাতকে নারাচারা করলো না। সেটাকে সেভাবেই রেখে দিয়ে কোনো রকমে উঠলো। পুরো জায়গাটা জুড়ে লাইটনিং খেলা করছিলো, যা জ্যাকের শরীর আস্তে আস্তে এবজোর্ব করে নিচ্ছিলো। তবে দেখে মনে হচ্ছিলো সবটা লাইটনিং জ্যাকের শরীর থেকে বের হচ্ছিলো, কিন্তু আসলে সেটা নয় এটা আমরাও জানি। যায়হোক জ্যাক দাঁড়িয়ে না থেকে সামনের দিকে হাঁটতে শুরু করলো, তার মাথায় এমনিতেই হাজারো প্রশ্ন ছিলো, সব কিছুর উত্তর পাওয়ার পরও সে যখন সেগুলোর ৯৯ শতাংশই ভুলে গিয়েছে তাই এখনো অনেক প্রশ্ন তার মনে বাসা বাধতে শুরু করেছে। আর এই সময়ে তার মনে আরো একটা প্রশ্নের তৈরী করলো তার মাস্টার।
"আমি বুঝতে পারছি না আমার মাস্টার হঠাৎ করে আমাকে আক্রমণ করবে কেনো? আমি কি কোনো ভুল করেছি, সে আমার থেকে প্রায় অন্য একটা লেভেলে বলা চলে, যেহেতু আমার সব গুলো পাওয়ার সিল হয়ে আছে এক্সব্লকের বাইরে আসার কারণে তাই এক নজরেই বলা যাচ্ছে সে চাইলেই আমাকে হারাতে পারবে, তাহলে এই ফাইটের মানে টা কি? আমার মনে হচ্ছে না মাস্টার মজা করছে, তার চেহারা এবং ফাইটের স্টাইল দেখেই বোঝা যাচ্ছে সে সিরিয়াস। যতদূর আমার মনে হচ্ছে আমি সঠিক ভাবে ফাইট না করলে অর্ধমৃত বা মৃত অবস্থায় ফেলে রাখবে মাস্টার আমাকে।" (জ্যাক ভাবছে)
জ্যাকের ধারনা মতে তার মাস্টার তাকে পিছন থেকে এট্যাক করেছে। যেটা ফাইটকে যারা সম্মান করে না তারাই করে। কিন্তু ডোয়ার্ক মল্টের মতে সে পিছন থেকে জ্যাককে এট্যাক করে নি। অনেকক্ষন হলো সে নিজের প্রজেন্স জ্যাককে বোঝাতে চেয়েছিলো। কিন্তু জ্যাক নিজের ভাবনায় এতোটায় ব্যস্ত ছিলো যে সে তার মাস্টারের উপস্থিতিও লক্ষ করে নি। আর এই এট্যাকের মাধ্যমে মল্ট জ্যাককে শেখাতে চেয়েছিলো যে সব সময় সতর্ক থাকা প্রয়োজন। তা নাহলে নিজের কাছের বন্ধুও কোনো এক সময় তোমাকে হত্যা করে ফেলবে যা বুঝতেও পারবেও না। যায়হোক মল্টের উদ্দেশ্য এখানে জ্যাককে একটা হিন্ট দেওয়ার ছিলো, তবে তার উদ্দেশ্য এখানেই শেষ নয়। সে অনেক অপেক্ষা করেছে, আর অপেক্ষা সে করতে পারছে না।
দূরে মল্ট ছিটকে পরেছে লাইটনিং এর এট্যাকে। এই টাওয়ারের কোনো ম্যাজিকাল এট্যাক মল্টকে কিছু করতে পারে না। কিন্তু সেটা যদি ম্যাজিকাল না হয়ে প্রাকৃতিক হয় তাহলে অন্য কথা। মল্টের শরীর শক্তিশালী হলেও লাইটনিং অনেক মারাত্মক একটা জিনিস। যা একটা মানুষের শরীর দিয়ে সহ্য করা অনেকাংশে অসম্ভবই বলা চলে। এখানে এনার্জির মাধ্যমে কেউ লাইটনিং এট্যাক করলে সেটা মল্টকে কিছুই করতে পারতো না। তবে জ্যাকের লাইটনিংটা অন্য রকম ছিলো। সেটা ব্যবহার করতে কোনো রকমের এনার্জির প্রয়োজন হয় না। শুধুমাত্র জ্যাককে যোগ্য হতে হবে মেঘকে সাম্মন করার জন্য। যাইহোক ডোয়ার্ক মল্টের পিঠের দিকে অনেকটা ক্ষতের তৈরী হয়েছে যা সে পরোয়া না করে উঠে গেলো। পিঠ থেকে ব্লাড চুইয়ে চুইয়ে পরছিলো, যা দিয়ে তার শার্ট এবং প্যান্ট দুটোই লাল হয়ে গিয়েছে।
"আমি কেয়ারলেস ছিলাম। শুধু মাত্র ধারণা করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমার ধারণায় সঠিক মনে হচ্ছে। হাহাহা মনে হচ্ছে আমার ডিউটি এখানেই শেষ হতে যাচ্ছে।" (ডোয়ার্ক মল্ট ভাবছে)
জ্যাক মাটির গর্ত থেকে লাফ দিয়ে উঠে আসলো এবং আস্তে আস্তে তার মাস্টারের মুখোমুখি হলো। তার শরীর এখনো লাইটনিং কে এবজোর্ব করার চেষ্টা করছিলো। তবে সেটা পুরোপুরি হচ্ছিলো না।
-> তাহলে তুমি স্টোন মাংকির অ্যাভেটার হয়েছো? (মল্ট)
মল্ট জিনিসটাকে সহজ রাখার জন্য সহজ ভাবে জ্যাককে কথাটা বললো। যেহেতু জ্যাকের ভিতরে স্টোন মাংকি অউরা এবং একই রকমের স্কিল দেখতে পারছিলো সে তাই তার ধারণা এখানেই সঠিক ছিলো। অবশ্য তার ধারণা আরো বড় ছিলো তবে সে বড় বিশ্লেষণে সে গেলো না। বিষয়টাকে সহজ রাখার জন্য সহজ ভাবেই সে জ্যাকের সাথে কথা বলতে লাগলো,
-> কথা সেটা না মাস্টার। কথা হলো এভাবে কোনো কিছু না বলেই আপনার স্টুডেন্টকে এট্যাক করাটা তো আপনার ঠিক হলো না। এই এট্যাকে তো আমি মারাও যেতে পারতাম। (জ্যাক)
মল্ট জ্যাকের কথাটা শুনে একটু হেসে বলতে লাগলো,
-> দেখো যে আমাকে প্রায় মেরেই ফেলেছিলো তার লাইটনিং এট্যাক দিয়ে সে কি বলছে। (মল্ট)
জ্যাক আর কিছু বললো না। তাই ডোয়ার্ক মল্টই বলতে লাগলো,
-> তোমাকে আমি বলেছিলাম তুমি যখন শক্তিশালী হবে তখন আমি তোমার সাথে ফাইট করবো। যেহেতু তুমি একটা গুরুত্বপূর্ণ কন্সটেলেশনের অ্যাভেটার হয়েছো তাই আমি নিশ্চিত তোমার পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে। আর এটাই আমাদের সময় সিরিয়াস হয়ে ফাইট করার। (মল্ট)
মল্ট কথাটা বলতে বলতে এগিয়ে আসতে লাগলো। জ্যাক তার মাস্টারের দিকে তাকালো। ডোয়ার্ক মল্টের জামা প্যান্ট রক্তে লাল হয়ে গিয়েছে। যা দেখতে পেয়ে তার মাস্টারকে দ্রুত বলতে লাগলো,
-> মাস্টার ফাইট পরেও করা যাবে। প্রথমে আপনার ক্ষতটা হিল করা দরকার আমাদের। (জ্যাক)
জ্যাকের কথা শুনে মল্ট এবার একটু জোরে জোরে হাসি দিতে লাগলো,
-> আমি এই সময়ের জন্য অনেক অনেক বছর হলো অপেক্ষা করে যাচ্ছি। আর শেষ মেষ এই সময়টা আমার সামনে এসেছে। তুমি কি করে বলতে চাচ্ছো যে আমি আমার স্টুডেন্টের সাথে এই ফাইট থেকে এখন বিশ্রাম নিবো? জ্যাক তৈরী হয়ে যাও কারণ আমি এখন পুরো সিরিয়াস। তুমি এট্যাক না করলেও আমার এট্যাক গুলো তোমার জীবনও শেষ করে দিতে পারবে। যদি নিজের মাস্টারের হাতে না মরতো চাও এবং শক্তিশালী হতে চাও তাহলে আমার সাথে সিরিয়াস হয়ে ফাইট করো। (মল্ট)
ডোয়ার্ক মল্ট উক্ত কথাটা বলার সাথে সাথে তার ডান পা দিয়ে মাটিতে একটা কিক দিলো। যে কিকের কারণে মাটিতে অনেক দ্রুত ভাইব্রেশন তৈরী হলো। যা জ্যাকের পায়ের নিচের মাটিতে ফাটিয়ে দিলো এবং একটা ইমপ্যাক্ট তৈরী করে জ্যাককে শূন্যে উঠিয়ে দিলো। পূর্বে জ্যাক প্রস্তুত না থাকলেও তার লক্ষ লক্ষ ফাইটের এক্সপেরিয়েন্স গুলোর কারণে এখন সে প্রস্তুত ছিলো। মল্ট তার দুই পায়ে শরীরের ভর সংগ্রহ করে একটা লাফ দিলো এবং অনেক দ্রুত সে জ্যাকের কাছে চলে গেলো। ডান হাত মুঠো করে সে একটা পান্স দিলো জ্যাকের দিকে। জ্যাকও তার ডান পা দিয়ে উক্ত পান্সকে কাউন্টার করার জন্য একটা কিক দিলো। মল্টের পান্সের ফলে তার পিছন থেকে একটা ফিনিক্সের প্রজেকশনের মতো দেখা যাচ্ছিলো আর জ্যাকের কিকের ফলে তার পিছন থেকে একটা ড্রাগনের প্রজেকশন দেখা যাচ্ছিলো। দুজনে এই ছোট ডিটেইলসে নজর না দিয়ে আসল বিষয়ে মনোযোগ দিলো। আসল বিষয়টা হলো স্ট্রেন্থ। জ্যাকের শরীরের এখনো লাইটনিং এবজোর্ব হচ্ছিলো বলে তার শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে সেটা ডোয়ার্ক মল্টের শক্তির ধারের কাছেও ছিলো না। মল্ট হঠাৎ এক পলকের মধ্যে তার ডান হাত চেঞ্জ করে নিয়ে বাম হাত দিয়ে আরেকটা পান্স জ্যাকের ডান পা বরাবর মারলো। এই পান্সের ফলে জ্যাক উপর থেকে সোজা মাটিতে পরে গেলো। তার চারপাশের লাইটনিং এবং মাটিতে পরার ইমপ্যাক্টের শব্দ প্রায় এক মাইল দূরত্ব পর্যন্ত চলে গেলো। জ্যাক মাটি থেকে উঠার চেষ্টা করতে লাগলো। তবে তার ডান পায়ের হাড় ভেঙে যাওয়ার ফলে সে ভালো করে দাঁড়াতে পারছিলো না।
"মাস্টার যে বলেছে সে সিরিয়াস হয়ে ফাইট করছে, আসলেই সে মজা করছিলো না। এই এট্যাকটা আমার মাথা কিংবা বুক বরাবর হলে আমার মৃত্যুও হতে পারতো।" (জ্যাক ভাবছে)
যেহেতু এখানে তার অবস্থা তেমন ভালো মনে হচ্ছিলো না তাই সে তার সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নিলো।
"সুপার হিলিং"
জ্যাক তার সুপার হিলিং এবিলিটি ব্যবহার করলো। যেটার সাহায্যে তার ক্ষত গুলো আস্তে আস্তে হিল হতে শুরু করলো। যেহেতু তার হাড় ভেঙেছে, তাই সেটা ঠিক হতে একটু সময় লাগবেই। আর জ্যাকের হাতে সেই সময় ছিলো না। কারণ তার মাস্টার জ্যাকের হিল হওয়ার অপেক্ষা করছিলো না। জ্যাক তার বাম হাতকে শক্ত করে মুঠো করলো। যেহেতু তার ডান পা এবং ডান হাত দুটোরই হাড় ভেঙে রয়েছে তাই এখন তার স্পিড এবং পাওয়ার দুটোই কমে গিয়েছে। তাই সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। বাম হাতের মুঠোর চারিদিক দিয়ে এবার আগুনে ঘিরে গেলো এবং সেই আগুন জ্যাকের শরীরের প্রত্যেকটা লোমগ্রন্থি থেকে পানি চুইয়ে চুইয়ে বের হতে শুরু করলো। পানি গুলো দ্রুত একটা ছোট ঘোড়ার আকার নিলো যেটা জ্যাকের দুই ভাঙা অঙ্গে চারিদিকে দৌড়াতে লাগলো। এটা ছিলো স্ক্যালা। যার কয়েকটা স্পর্শেই জ্যাকের হাত এবং পায়ের হাড় ঠিক হয়ে গেলো। অবশ্য এটা জ্যাকের ভুল সিদ্ধান্ত ছিলো না। তার ভুল সিদ্ধান্তটা ছিলো তার মাস্টারের সামনে এনার্জি ব্যবহার করা। স্ক্যালার সাহায্যে দুটো হাড় ঠিক হতে সময় লাগলো না। তাই জ্যাক এক সময়ে এগিয়ে গেলো তার মাস্টারকে এট্যাক করার জন্য। তার এগিয়ে যাওয়া দেখে তার মাস্টার কিছুই করলো না। জ্যাকের এট্যাক খাওয়ার জন্য সে দাঁড়িয়ে ছিলো।
"সুপার স্পিড"
জ্যাক এক পলকের মধ্যে তার মাস্টার ডোয়ার্ক মল্টের কাছে চলে গেলো। মল্টের সামনে গিয়ে তার বাম হাতের আগুন মুঠো একটা পান্স দিয়ে এট্যাক করলো মল্টকে। তবে ডোয়ার্ক মল্ট তার হাত দিয়ে সেই পান্সটাকে আটকে দিলো। মল্টের শরীরে স্পর্শ করার পূর্বেই জ্যাকের হাতের মুঠোতে থাকা আগুন নিভে গেলো। জ্যাকের শরীরে থাকা স্ট্রেন্থটা মল্টের শরীরে কোনো ড্যামেজই করতে পারলো না। যদিও সে তার মতোই একটা মানুষের সাথে ফাইট করছিলো তারপরও তার মাস্টারের বডিটা তার নিজের স্ট্রেন্থের থেকেও অনেক শক্তিশালী হওয়ার কারনে জ্যাকের পান্সেও কিছুই হলো না।
-> এই বাচ্চাদের মতো এট্যাক আমার বিপক্ষে কাজ করবে না জ্যাক, আর তোমার কন্সটেলেশনও তোমাকে তেমন সাহায্য করতে পারবে না, যদি সিরিয়াস ভাবে ফাইট না করো। (মল্ট)
এমন নয় যে জ্যাক জানতো না, তবে সমস্যা হলো জ্যাক এরকম কারো সাথে পূর্বে ফাইট করে নি তাই তার দ্বারা এই ভুলটা হয়েছে। হয়তো এই ভুল আবারো হবে। তার মাস্টারের কাছে এন্টি ম্যাজিক এবিলিটি রয়েছে। যে চি এনার্জি ব্যতীত অন্য কোনো এনার্জি ব্যবহার করতে পারে না বা অন্য কোনো এনার্জি তাকে স্পর্শ করতে পারে না। অবশ্য এখানে তার এবিলিটির থেকে যদি কারো ম্যাজিকাল পাওয়ার বেশী হয় তাহলে আবার অন্য কথা। যায়হোক জ্যাক এখন বুঝতে পারলো এখানে তার এনার্জি ব্যবহার করাটা ভুল হয়েছে।
"ঠিক আছে, তাহলে কোনো স্কিল বা স্পেল এখানে ব্যবহার করতে পারবো না। শুধু মাত্র ন্যাচারাল এবিলিটি কাজে লাগবে। সুপার ন্যাচারাল এবিলিটিও কাজ করে না মাস্টারের উপরে। তাই শুধু মাত্র আমার ন্যাচারাল পাওয়ার এখন কাজে দিবে। আর যেহেতু আমি পাথরের নিচে কয়েক লক্ষ বছর সময় কাটিয়েছি তাই ন্যাচারের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরী হয়েছে।" (জ্যাক ভাবছে)
চি এনার্জি প্রকৃতি থেকে আসে। এটা এমন একটা এনার্জি যেটা প্রতিটা জীবিত বস্তুর মধ্যে থাকে। কোনো কন্সটেলেশনই এই এনার্জিকে কোনো ওয়ার্ল্ড থেকে ভ্যানিস করতে পারে না। তাছাড়া এটা এমন একটা এনার্জি যা ব্যবহার করার জন্য প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের প্রয়োজন হয়। যদি প্রকৃতি তোমাকে পছন্দ না করে তাহলে কখনোই তার এনার্জি ব্যবহার করতে পারবে না। জ্যাক বা স্টোন মাংকি এখানে আলাদা। তার জন্মই হয়েছিলো প্রকৃতি থেকে। তাই এক কথায় সে চাইলে বা না চাইলেও প্রকৃতির এনার্জি ব্যবহার করতে পারবে।
তবে এখন সে এনার্জি ব্যবহার করবে কিভাবে? ডোয়ার্ক মল্ট তাকে যেভাবে ধরেছে, তাতে জ্যাক একটা বড় একটা ঢোক গিলা ছাড়া আর কিছু করতে পারলো না। মল্ট তার দুই পা দিয়ে একসাথে জ্যাকের বুক বরাবর বারোটা কিক দিলো। যার স্পিড এতো বেশী ছিলো যে সেটা যেই দেখবে তার কাছেই মনে হবে মাত্র একটা কিক ব্যবহার করা হয়েছিলো সেখানে। বারোতম কিক দেওয়ার সময় মল্ট জ্যাককে ছেড়ে দিলো যার কারণে জ্যাক উপরের দিকে অনেক স্পিডে উড়ে যেতে লাগলো এবং এরপর অনেক দ্রুত সে নিচে পরতে লাগলো। ঠিক তখনি মল্ট তার টেলিপোর্টেশন আইটেমের সাহায্যে টেলিপোর্ট হয়ে জ্যাকের উপরে হাওয়ার মধ্যে পৌঁছে গেলো।
"কিলার মুভঃ সেভেন ড্রাগন কিক"
জ্যাকের থেকে অনেকটা দূরে থেকেই মল্ট এক সাথে সাতটা কিক দিলো। যা থেকে সাতটা ড্রাগনের প্রজেকশন তৈরী হলো যেটাকে দেখে একদম সত্য ড্রাগণের মতো মনে হচ্ছিলো।
[আমার মনে হচ্ছে তোমাকে আমার সাহায্য করতেই হবে। তবে এটার বিনিময়ে অনেক বড় একটা কাজ করতে হবে এক সময়ে তোমার।]
জ্যাকের মাথার ভিতরে একটা পরিচিত শব্দ সে শুনতে পেলো। শব্দটা গোল্ডেন ড্রাগনের ছিলো। ড্রাগনটার কথার সাথে সাথে জ্যাকের ডান হাতের আঙ্গুলের মধ্য থেকে ছোট একটা হাড়ের টুকরো বের হলো। যেটা বের হওয়ার সাথে সাথেই একটা লম্বা এবং সরু লাঠিতে পরিণত হলো। লাঠিটা তার হাতে আসার সাথে সাথেই সে বুঝতে পারলো সেটা কি ছিলো।
"ড্রাগন বোন(হাড়), জিনিসটা আমাকে অনেক পিছনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যদিও এটা আমার আসল বাঙ নয় তারপরও ট্রু ড্রাগনের বোন যেটাকে কোনো কন্সটেলেশনও ধ্বংস করতে পারবে না।" (জ্যাক ভাবছে)
জ্যাক ভাবনা বাদ দিয়ে সামনের দিকে ফোকাস দিলো। তার মাস্টার এমন একটা মুভ ব্যবহার করেছে যেটা দিয়ে তার মনে হচ্ছিলো এই পুরো এরিয়াটাই ধ্বংস হয়ে যাবে। আর যেহেতু জ্যাক হাওয়ার মধ্যে ছিলো তাই এটাকে আটকানো অসম্ভবই ছিলো। কিন্তু যেহেতু তার কাছে নতুন একটা ড্রাগন বোন রয়েছে তাই তাকে আর চিন্তা করতে হলো না কিছুর।
"এক্সপ্যান্ড"
তার হাতের সরু লম্বা লাঠিটা হঠাৎ বিশাল এবং মোটা আকৃতি ধারন করলো। করতে লাগলো। উপরের দিকে প্রায় এক কিলো এবং মোটার দিক দিয়ে প্রায় বিশ মিটার জায়গা নিয়ে বড় হলো তার হাতের লাঠিটা। ড্রাগন বোনটার সাথে মল্টের কিলার মুভটা লাগার পর তেমন কিছুই হলো না, বরং হাওয়ার মধ্য থেকে লাঠিটা মোটা আকার ধারণ করার কারণে মল্ট সেটাতে বারি খেয়ে আবারো পিছনের দিকে পল্টি খেতে খেতে চলে গেলো।
-> মাস্টার, আমার মনে হয় আমারও সিরিয়াস হওয়া দরকার এখন তাহলে। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।