#Demon_King#
পর্ব:১০৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
একাডেমির মধ্যে অনেক আগ্রহজনক একটা ইভেন্ট উৎযাপন হচ্ছিলো যেটাকে টুর্নামেন্ট বলা হয়। এই টুর্নামেন্ট টাওয়ারের মধ্যকার তিন রাজ্য এমনকি টাওয়ারের বাইরেও লাইভ দেখানো হচ্ছে। বিভিন্ন ধরনের স্টোন রয়েছে যা ব্যবহার করে বিভিন্ন রকমের আইটেম তৈরী করা সম্ভব হয়। আর টাওয়ারের ভিতরের মানুষেরা অনেক পূর্বেই নতুন নতুন জিনিস তৈরী বা আবিষ্কার করতে পেরেছে। রেকর্ডিং স্টোন এবং প্রজেকটিং স্টোন নাম দুটো আইটেম রয়েছে যেগুলো অনেকটা পাথরের গোল টুকরোর মতোই। এই দুটোর সাহায্যে একটা জিনিস লাইভে দেখা সম্ভব। আর এখন সেটাই হচ্ছিলো। একাডেমি রেকর্ডিং স্টোন ব্যবহার করে সব ফাইট রেকর্ড করছিলো এবং দূরের মানুষেরা লাইভ স্টোন ব্যবহার করে এই সব কিছু দেখছিলো।
টুর্নামেন্টের শেষ স্টেজটা ছিলো ডিমনিক ফরেস্টের। যেখানে একশত স্টুডেন্ট রয়েছে এখনো। যদিও একশত স্টুডেন্ট ভিতরে রয়েছে তারপরও তাদের অধিকাংশেরই এখন ফাইট করার কোনো শক্তি কিংবা সামর্থ্য ছিলো না। দশটা টিমের মধ্য থেকে পাঁচটা টিমের সকল স্টুডেন্টই গুরুতর আহতের জন্য আর ফাইট করতে পারছে না। অপরদিকে অন্যান্য পাঁচটা টিমের মধ্য থেকেও শুধুমাত্র টিম মাইরা বাদে সকল টিম থেকেই স্টুডেন্ট গুলো ফাইট করার মতো অবস্থাতে নেই। টিম মাইরা টপ টিপের চার ব্যক্তির সাথে জয়ী হওয়ার কারণে এক জায়গায় বসে সেলিব্রেশন করছিলো। এলেক্স যেহেতু তার ম্যাজিক সেন্সের সাহায্যে আশে পাশে কারো এনার্জি বা অউরা সেন্স করতে পারি নি তাই সবাই কিছুটা রিলাক্স মুডে বসে হাসাহাসি করছিলো।
-> হাহাহা, এই টুর্নামেন্টে এখন আমাদের জয়ী হতে আটকায় কে। (ডুফেস)
ডুফেস হাসি মুখে উক্ত কথাটা বললো। তার কথায় বাকিরা তাকে বোঝাতে লাগলো যেনো সে ওভারকনফিডেন্স না হয়। সবাই অনেক হাসি মনে আড্ডা দিচ্ছিলো। তবে হ্যারি গভীর একটা ভাবনার মধ্যে পরে গিয়েছে।
"আমি এলেক্সকে যতই দেখছি ততই অবাক না হয়ে পারছি না। যদিও অনেক সময় নিম্ন র্যাংকের স্টুডেন্টরা অনেকটা শক্তিশালী হয় তবে এলেক্স তুলনামূলক একটু বেশী। শুধু সে না, তার সাথে রয়েছে এলিন, যার শক্তিও এলেক্সের থেকে কোনো অংশে কম নয়। পুরো রাজ্যের নজর হয়তো তাদের উপরেই থাকবে এবার। একটা প্রিন্স হয়ে এতো গ্রেট কিছু ব্যক্তির সাথে পরিচয় থাকতে পেরে আমি আসলেই ধন্য। তবে আমার মনে হয় আসল ফাইট এখন শুরু হবে। যেহেতু এই এরিনার মধ্যে স্যামও রয়েছে আর আমাদের ফাইট হবেই টুর্নামেন্টের নিয়মের কারণে, তাই আমি কিছুটা হলেও সিওর যে আমাদের জেতার কোনো সুযোগই থাকবে না। তারপরও যেহেতু এলেক্স অনেকবার মিরাকেল দেখিয়েছে তাই শুধু আশা রাখতে পারি।" (হ্যারি ভাবছিলো)
টিমের সকলেই একটু রেস্ট নিচ্ছিলো, তাই কারো মনে সামনের ফাইট নিয়ে কোনো চিন্তা ছিলো না। এলেক্স তার ডান হাতের তালুর দিকে তাকিয়ে ছিলো। ফাইটের সময় তার দুই হাতের নখ গুলো অনেক বড় হয়ে গিয়েছিলো। যা এখন স্বাভাবিক অবস্থায় ছিলো। সেটা কি ছিলো বা তার সাথে কি হয়েছিলো সেটার কিছু সম্পর্কেই সে জানে না।
"হাজারো বিস্ট সেই সাথে ডানা যুক্ত একটা ব্যক্তি আমার সেই ভিশনটা আসলেই আমার জ্ঞানের বাইরে ছিলো।" (এলেক্স)
এলেক্স দিন দিন যত শক্তিশালী হচ্ছে তার সাথে আজব জিনিসও বেশী হচ্ছে। সে এখন না ঘুমিয়েই বিভিন্ন ধরনের ভিশন দেখতে শুরু করেছে। যার আগামাথা কিছুই বুঝে না সে। সে গভীর চিন্তায় ছিলো ঠিক তখনি আবারো একটা ভিশন দেখতে পেলো সে। ভিশন গুলো পূর্বে সে স্বপ্নের মধ্যে দেখতো তবে এটা দিয়ে দুটো হয়ে গেলো যেটা সে জাগ্রত অবস্থাতেই দেখছে।
এই ভিশনে এলেক্স একটা বনের মধ্যে দাঁড়িয়ে ছিলো। এটা এমন একটা ফরেস্ট ছিলো যেখানে এলেক্স পূর্বে কখনো প্রবেশ করে নি। চারপাশের এনার্জিকে এলেক্স অনুভব করছিলো, তবে এটা সম্পূর্ণ ভিন্ন একটা এনার্জি ছিলো যা এই পর্যন্ত এলেক্স দেখেছে বা ব্যবহার করেছে। তাছাড়া জায়গাটা হাজারো বিস্ট এবং মন্সটার দিয়ে ভরপুর ছিলো। এমন এমন কিছু বিস্ট বা মনস্টার ছিলো যা এলেক্স পূর্বে দেখেছে তবে সেগুলো সম্পূর্ণ মিল ছিলো না। আর অধিকাংশ দেখা বিস্ট বা মনস্টারই সে চিনতে পারে নি। হাজার হাজার বিস্ট গুলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলো সামনের দিকে। এলেক্স যেখানে দাঁড়িয়ে ছিলো তার শরীরের মধ্য দিয়ে এমনকি চারপাশ দিয়েও বিস্ট এবং মনস্টার গুলো সামনের দিকে যাচ্ছিলো। এলেক্স এখানে ভিশনের সাহায্যে দেখছিলো বলে তার নিজস্ব ফর্ম ছিলো না। তাই কেউ তাকে স্পর্শ বা সেন্স করতে পারছে না। আকাশে পাখির ডানার ঝাপটানোর শব্দ শুনতে পেয়ে এলেক্স আকাশের দিকে তাকালো। হাজারো পাখির মতো বিস্ট এবং বিভিন্ন ধরনের মনস্টার সামনের দিকে উড়তে উড়তে যাচ্ছিলো। এলেক্স একটু পিছনের দিকে তাকালো। বন এলাকা থাকলেও সব বিস্ট এবং মনস্টারের সামনে যাওয়ার কারণে গাছপালা গুলো ভেঙে নিচু হয়ে আছে। তাই সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পিছন থেকে চরটা টাইটান সাইজের গরিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছিলো। তাছাড়া একদম আকাশ থেকে দুটো বিশাল সাইজের ড্রাগনকে উড়ে আসতে দেখতে পাচ্ছিলো এলেক্স। সব কিছুই সামনের দিকে যাচ্ছিলো। সামনের বিশাল একটা গাছ, যেটার শেষ এলেক্স দেখতে পারছিলো না। উপরের অংশ মেঘের সাথে মিশে আছে বলে শুধু বিশাল কান্ডটাই সে দেখতে পারলো।
"সামনে নিশ্চয়ই কিছু রয়েছে।" (এলেক্স ভাবছে)
এই ভিশন গুলো দেখতে দেখতে এলেক্স অভস্ত হয়ে গিয়েছে তাই কোথায় আছে এটা নিয়ে চিন্তা না করে সে সামনের দিকে হাঁটতে লাগলো অন্যান্য বিস্ট এবং মনস্টারের মতোই। ছোট থেকে বড় সকল বিস্ট এবং মনস্টার বিশাল গাছের নিচে লাইনে দাঁড়িয়ে আছে। আর এলেক্স যেহেতু তাদের শরীরের মধ্য দিয়ে বের হতে পারবে তাই সে পিছনে দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে গেলো। হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসলো এলেক্স যেখানে আসার পর তার চোখে হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখতে পারলো। তার পিছনের সকল বিস্ট এবং মনস্টার সেই আলোর দিকে তাকিয়ে ছিলো মুখটা হা করে রেখে। আলোটা নিভে যাবার পর যখন সেই আলোর মধ্য থেকে একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখা গেলো তখন সবাই নিজেদের মাথা নিচু করে সম্মান জানাতে লাগলো। বিশাল ড্রাগন এবং টাইটান বিস্ট থেকে শুরু করে ছোট ছোট পিপড়ার মতো বিস্ট এবং মনস্টারও তাদেরকে সম্মান জানাচ্ছিলো। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার কোলে সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা ছিলো যেটা মানুষের মতো দেখতে হলেও তার আকৃতিটা অনেকটা একটা টাইগারের মতো ছিলো। মেয়েটা তার দুই হাত উঁচু করে বাচ্চাটাকে উপরের দিকে উঁচু করে ধরলো। সবাই তাদের মাথাটা উচু করলো এবং সামনের দিকে তাকলো এবং নব্য জন্ম নেওয়া বাচ্চাটার দিকে তাকিয়ে রইলো। ঠিক তখনি আকাশের উপর থেকে বেশ কিছু উল্কাপিণ্ড পড়তে শুরু করলো। মাঝারি যে বিস্ট এবং মনস্টার ছিলো তার অধিকাংশই মারা গেলো উল্কাপিণ্ডের আঘাতে। উল্কা গুলো সাধারণত পাথর ছিলো। যার আকার বেশী বড় না হলেও তার ভিতরে জ্বলন্ত লাভা এবং তাদের পরিমাণ অনেক বেশী ছিলো। প্রায় কয়েক হাজার উল্কাপিন্ড আঘাত হানলো বিস্ট এবং মনস্টারদের উপরে।
এলেক্স আকাশের দিকে তাকালো, সেখানে চারজন ব্যক্তি দাঁড়িয়ে ছিলো। যাদের পিছনে বেশ কিছু আজব রঙের সার্কেল ছিলো। ভিন্ন রঙের সার্কেল গুলোর শরীরে অন্য একটা ভাষায় কি যেনো লেখা ছিলো যা এলেক্স পড়তে পারলো না। ভাষার দিকে এলেক্স ফোকাস না করে তাদের চেহারা দেখার চেষ্টা করলো, তবে কারোরই চেহারা এলেক্স দেখতে পারলো না। চারজন ব্যক্তি এক এক করে সেখানে উপস্থিত সকল বিস্ট এবং মনস্টারকে হত্যা করতে শুরু করলো। জায়েন্ট টাইটান বিস্ট থেকে শুরু করে বিশাল কয়েকটা ড্রাগনের সাথে অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ তৈরী হয়েছে তাদের মধ্যে। এলেক্স সব কিছু নিজের চোখে দেখছিলো। কোনো কিছুর মানে বুঝতে পারছিলো না তারপরও তার মনে আফসোস হচ্ছিলো কিছু একটার। হঠাৎ যুদ্ধের সিনটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেলো। যাতে করে এলেক্স শুধু দেখতে পেলো যে মেয়ের হাতে বাচ্চাটা ছিলো সে এবং সেই ছোট বাচ্চাটা রক্ত মাখা শরীর নিয়ে নিচে পরে আছে। দুজনের চার পাশ দিয়ে আরো লক্ষ লক্ষ বিস্ট পরে ছিলো এমনকি বিশাল টাইটান এবং ড্রাগনও। সব জীবিত বস্তুর ব্লাডে সে জায়গায় ব্লাডের একটা পুকুর তৈরী হয়েছে, যার উপরে মৃত দেহ গুলো ভাসছিলো। সেখানে এট্যাক করা ব্যক্তি কিংবা মৃত মেয়েটার পাশে থাকা ছেলেটা এলেক্স কোনো জায়গায় খুঁজে পেলো না। এমনকি তাদেরকে যারা এট্যাক করেছিলো তাদের কাউকেও সে খুঁজে পাচ্ছিলো না। এলেক্স তাদের কে খুঁজবে ঠিক তখনি তার ভিশন শেষ হয়ে গেলো।
"এটা কিসের ভিশন ছিলো তা আমি মোটেও বুঝতে পারলাম না।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার কল্পনার ভিশন থেকে বাস্তবে ফেরার পর উক্ত কথাটা মনের মধ্যে ভাবতে শুরু করলো। সে বুঝতে পারছিলো না সে কি দেখেছে। এই পর্যন্ত ৯৯% সে যে ভিশন দেখেছে তা ডিম্যান প্রিন্স বিলজবাব এবং ডিম্যান প্রিন্স এসমোডিয়াস এর অতীত নিয়ে। আর নতুন কোনো ডিম্যান প্রিন্সের স্মৃতি নিয়ে ভিশন দেখার কোনো প্রশ্নই আসে না এলেক্সের। যেহেতু এলেক্সের সিস্টেম এখনো তার অন্য সাইড ক্যারেক্টার ঘোষনা করে নি, তাই যতটুকু সে অনুমান করতে পারছে এগুলো তার ফ্যামিলিয়ার রিলেটেড বা আনডেড রিলেটেড কিছু একটা হবে।
-> এলেক্স তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছো। (মাইরা)
মাইরা এলেক্সের পাশে এসে বসে উক্ত কথাটা বললো। এতোক্ষণ সবাই গল্প করছিলো শুধুমাত্র এলেক্সই চুপচাপ বসে ছিলো, যে চোখ পলক দিচ্ছিলো এবং নরমাল ভাবে শ্বাস নিচ্ছিলো। এলেক্সের এরকম চুপ থাকাটা মাইরা খেয়াল করেছে। তাই সে নিজে থেকে এগিয়ে গেলো এলেক্সের সাথে কথা বলার জন্য।
"প্রতিবার এলেক্সের পাশে আসলে আমার হার্ট বিট বেড়ে যায় যা অন্য কারো সাথে হয় না। আমি জানি না এলেক্সকে বলা ঠিক হবে কিনা, তবে আমি জানি এলিনও এলেক্সকে পছন্দ করে। তাই আমি নিজে থেকে কিছু বলে এলিনকে কষ্ট দিতে চাই না। আমি চুপিচুপি আমার মনের ভাবটা প্রকাশ করবো, বাকিটা এলেক্সের উপর নির্ভর করবে। সে আমাদের মধ্যে যাকে বেছে নেই।" (মাইরা ভাবছে)
মাইরা এলেক্সকে নিয়ে ভাবছিলো, তাই তো সে এলেক্সের কাছে গিয়ে বসলো। এবং উপরের উক্ত কথাটা বলেছে। এলেক্স মাইরার দিকে তাকালো। সে কিছু বললো না, শুধু একবার মাইরার দিকে তাকিয়ে আবার নিজের হাতের দিকে নজর দিলো সে।
"আমি বুঝি না, সব ছেলেরা যতই ভাবওয়ালা হোক না কেনো আমাকে একবার হলেও ভালো করে দেখবে। কিন্তু আমার পছন্দের ছেলেটাই আমাকে কোনো পাত্তা দেই না। মাইরা কন্ট্রোল ইউরসেল্ফ, তুমি লিডার।" (মাইরা ভাবছে)
-> এলেক্স আমি বুঝতে পেরেছি তুমি অনেকটা চেষ্টা করছো আমাদের টিমের জন্য। কিন্তু আমার মনে হয় না তোমার এতোটাও চেষ্টা করা দরকার। যেহেতু আমরা সবাই মিলে একটা টিম, তাই ফাইট ও আমাদের একসাথে করা দরকার। লিডার হয়ে আমি চাই না শক্তিশালী ব্যক্তি গুলোর সাথে তুমি একাই ফাইট করো। বরং এবার আমরা সবাই তোমার পাশে থেকে ফাইট করবো। (মাইরা)
এলেক্স এখানে বলতে চেয়েছিলো তার ফাইটে যেনো তারা কোনো ধরনের ডিসট্রাব না করে। কিন্তু এলেক্স নিজের মনের কথা মনের মধ্যেই রেখে দিলো। মাইরার কথাটা এলেক্সের যুক্তিমত মনে হলো না। কারণ এই ফাইটে এলেক্সের লেভেল না বৃদ্ধি হলেও এলেক্সের স্ট্যাট গুলো বৃদ্ধি পাচ্ছিলো যা পয়েন্ট ছাড়া ট্রেনিং দিয়ে বৃদ্ধি করা এখন প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। তাই তার স্ট্যাটে কেউ হাত দিক এটা এলেক্স চাচ্ছিলো না। তারপরও মাইরার কথা শুনে এলেক্সের পুরাতন কিছু কথা মনে পরে গেলো। ঠিক সেই কথা গুলো যেগুলো সে আগের ওয়ার্ল্ডে হৃদয় থাকতে টাওয়ারের মধ্যে এক্সপেরিয়েন্স করেছিলো। যাইহোক এলেক্স মাইরার কথায় কোনো রেসপেন্স না দিলেও এই সময়ে অন্যান্য কিছু ব্যক্তির চোখে আগুন জ্বলছিলো। যাদের মধ্যে স্নেরা এবং এলিন তো ছিলোই। সেই সাথে হ্যারির চোখ দিয়েও আগুন জ্বলছিলো।
"রিলাক্স হ্যারি, এলেক্স হয়তো এলিনকে পছন্দ করে। আর মাইরা হয়তো এলেক্সকে ভালো একটা বন্ধু মনে করে। তাই শেষ মেষে এলেক্স এলিনেরই হবে আর মাইরা আমার।" (হ্যারি ভাবছিলো)
তারা অনেকক্ষণ আড্ডা দিলেও তাদের আড্ডার সময় আর বেশীক্ষণ থাকলো না। এলেক্সের ম্যাজিক সেন্স একটিভ স্কিল হওয়ার কারণে আপাতোতো সময়ে সেটা একটিভ ছিলো না। যখন সে সেটা ব্যবহার করেছিলো তখন আশে পাশে কেউই ছিলো না। তাই এতো শীঘ্রই এলেক্স আবারো ব্যবহার করার কোনো কারণ খুঁজে পাচ্ছিলো না। আর এই সুযোগেই অন্য টিমের দুজন ব্যক্তি এলেক্স এবং তার টিমের পিছনে চলে আসলো।
-> লিডার, আমরা কি পিছন দিয়ে এট্যাক করবো?
-> অবশ্য আমি সেটা করবো না। কিন্তু যেহেতু তুমি এসাসিন টাইপের অউরা ইউজার, তাই চুপি চুপি ওদের টিমের দুজন প্রাণ ইউজারকে নক করে দাও। বাকিটা আমি দেখে নিবো।
দুজন ব্যক্তি পিছন থেকে একে অপরের সাথে কথা বললো। দুজনের একজন ছিলো লম্বা একটা ছেলে। অন্যজন একটা মেয়ে যার মুখ একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিলো। মেয়েটা সুপার স্পিডে এবং কোনো সাউন্ড না করেই টিম মাইরার পিছনে চলে আসলো এবং সোজা স্নেরা ও এনরির পিছনে এট্যাক করলো। দুই হাতের কনুই দিয়ে ঘাড়ের দিকে আঘাত করেছে দুজনকে যেটার আঘাতে স্নেরা এবং এনরি দুজনেই নিজেদের সেন্স হারিয়ে ফেললো। দুজনের ঘাড়ে আঘাতের সাথে সাথে শব্দ তৈরী হলো যা শোনার সাথে সাথে এলেক্স এবং এলিনই প্রথমে সতর্ক হলো। এলেক্স তার স্পেল রেডি রাখছিলো ব্যবহার করার জন্য, অন্যদিকে এলিন তার স্পেল ব্যবহার করেছে। পিছন থেকে যে মেয়েটা এট্যাক করেছে তার পায়ের চার পাশ থেকে সূঁচালো আইসের স্পাইক বের হয়েছে যা মেয়েটার দিকে ইঙ্গিত করে ছিলো। একটু নরলেই সেটায় তার শরীর ফুটো হয়ে যাবে।
-> আমি হেরে গিয়েছি, আমাকে মারার দরকার নেই। আমার কাছে কোনো ফ্লাগ নেই, তাই শুধু শুধু তোমাদের এনার্জি ফুরিয়ে কোনো লাভ হবে না।
মেয়েটা নিচের হাতটা উপরে তুলে কথাটা বললো। টিম মাইরার সবাই নিজেদের দিকে তাকিয়ে রইলো। তাদের টিমের অনেক বড় একটা ডিসএডভান্টেজ দেখা দিলো মাত্র। প্রতিটা টিমের মধ্যে হিলার নক ডাউন হয়ে গেলে সেই টিমের ভারসাম্য নষ্ট হয়ে যায়। হিলার ফাইট না করতে পারলেও তারা প্রতিটা ফাইটারকে জিতাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাইহোক সেই কথায় না যায়,
-> কি ভেবেছো তুমি, আমাদের দুই বন্ধুকে এট্যাক করে এখন হার মেনে নিলে আমরা তোমাকে ছেড়ে দিবো? সবাই ছেড়ে দিলেও এই হিরো কখনো ছারবে না। (ডুফেস)
ডুফেসের কথা শুনে মেয়েটা কথা বলতে লাগলো।
-> হাহাহা, মনে হচ্ছে আমার সাথে ফাইট করতেই চাচ্ছো, কিন্তু খারাপ খবর হলো আমি তোমাদের সাথে ফাইট করবো না। বরং ফাইট আমার লিডার করবে।
মেয়েটা একদম নতুন একজন ছিলো, যাকে পূর্বে কেউ কখনো দেখে নি। মুখ ঢাকা ছিলো বলে তাকে কেউই চিনতে পারছিলো না। তবে আপাতোতো কেউ তার পরিচয়ে গুরুত্ব দিলো না। কারণ সবার সামনে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছে যাকে একাডেমির সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট বলে ধারনা করা হয়। হ্যাঁ সে ব্যক্তি স্যাম ছিলো।
-> মনে হচ্ছে এই ফাইটটা একদম বোরিং হবে না। (স্যাম)
স্যাম হেসে উক্ত কথাটা বললো। স্যামকে দেখতে পেয়ে এলেক্স নিজের হাতকে শক্ত করে মুঠো করলো।
"তাহলে আরো একবার আমার থেকে শক্তিশালী কারো সাথে ফাইটের সুযোগ পেয়ে গেলাম।" (এলেক্স ভাবছে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।