#Demon_King#
পর্ব:১১২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পরে ব্লু কিংডমের বড় একটা ইভেন্ট "টুর্নামেন্ট" অনুষ্ঠিত হয়েছে। যা বেশ কয়েকদিন হলো পুরো টাওয়ারের ফোকাসই সেটার দিকে তৈরী করেছিলো। তবে বেশ কিছুদিন অপেক্ষার পরে আজ সে টুর্নামেন্ট শেষ হলো যা পুরো টাওয়ারের মানুষকে উত্তেজিত করেছে।
-> আমি আমার সকল স্টুডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর এবং মনোমুগ্ধকর একটা ইভেন্ট তৈরী করার জন্য। (প্রিন্সিপাল)
একাডেমির প্রিন্সিপাল হঠাৎ তার স্পেস ম্যাজিক ব্যবহার করে এরিনাকে আবারো পূর্বের মতো করে দিলো। সে হাওয়ার মধ্যে ভাসতে ছিলো। প্রিন্সিপাল আস্তে আস্তে নিচে নামতে নামতে উক্ত কথাটা সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বললো। সে একটা হাতে করতালি দিলো আর সাথে সাথে এরিনার মধ্যে অবস্থানরত সকল স্টুডেন্টই সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। তবে শুধুমাত্র এলেক্স, এলিন এবং স্যামই এরিনার মধ্যেই থেকে গেলো।
-> আমার মনে হয় এই ফাইট থেকে সবারই কিছু একটা শিক্ষা নেওয়া দরকার ছিলো। শুধুমাত্র নোবেল এবং রয়েল ব্লাড থাকলেই সকলের উপরে যাওয়া সম্ভব হয় না। আমাদের তিন কিংডমের কিং বা কুইন জন্মগত ভাবে তাদের স্থান লাভ করে নি। তাদেরকে তাদের থ্রোনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর সেটাও তোমাদের উপরে প্রযোজ্য। যদি একাডেমি থেকে বের হয়ে ভালো কিছু করতে চাও তাহলে তোমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক এই ছেলের মতো যে একজন কমনার হওয়ার পরও একাডেমির বর্তমান টপারের সাথে হাড্ডা হাড্ডি ফাইট করেছে। আমি চাচ্ছি আমাদের সকল স্টুডেন্টই এই ছেলের থেকে কিছু শিখবে এবং ভবিষ্যতে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল তার লেকচার দিতে ব্যস্ত ছিলো। ঠিক তখনি গ্যালারির মধ্য থেকে পুরো গুলির মতো স্পিডে একটা ব্যক্তি লাফ দিয়ে প্রিন্সিপালের দিকে চলে আসলো। হঠাৎ একটা ব্লাস্টের মতো শব্দ হলো এবং প্রিন্সিপাল যে জায়গায় দাঁড়িয়ে ছিলো সেখানে ধোঁয়ার তৈরী হলো।
-> কি হলো আমি বুঝলামই না।
-> আমার মনে হলো একটা ব্যক্তি মাত্র আমার পাশ থেকে উড়ে গেলো।
-> কেউ কি প্রিন্সিপালকে এট্যাক করেছে?
-> কিন্তু এরকম সাহস কে করবে?
-> প্রিন্সিপাল তো কয়েকজন উচ্চ টপ মেজ(Mage) এর মধ্যে একজন। তাহলে এরকম সাহস কে করবে?
-> আমি শুনেছি তিন কিংডম একটা চুক্তিতে এসেছে তাহলে কি রেড কিংডম তাদের কথার বরখেলাপ করছে?
-> ধোঁয়া ক্লিয়ার হচ্ছে। দেখা যাক কি হয়েছে সেখানে।
গ্যালারি থেকে প্রতিতা স্টুডেন্ট এক এক রকম কথা বলছিলো। টুর্নামেন্ট শেষ হওয়ার ফলে সবার আগ্রহ শেষ হয়ে গিয়েছিলো। তাই অনেকে প্রিন্সিপালের বোরিং কথা শোনার পূর্বেই ট্রেনিং এরিনা থেকে বের হয়ে যাচ্ছিলো। অনেকে বের হওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলো। তবে কেউ যেহেতু প্রিন্সিপালের উপরে এট্যাক করেছে তাই এটার থেকে বড় ইন্টারেস্টিং কিছু কি আর কোথাও থাকতে পারে। ধোঁয়া আস্তে আস্তে সরে যাওয়ার সাথে সাথে সবাই ক্লিয়ার ভাবে দেখতে পেলো সব কিছু। একাডেমি প্রায় ত্রিশটার মতো শিক্ষক প্রিন্সিপালের পিছনে ছিলো। তারা কখন সেখানে চলে আসছে সেটা কেউ জানে না। তাই সবাই অবাক হয়েছে। অন্যদিকে প্রিন্সিপালের সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। যাকে একটা ব্যারিয়ারের মধ্যে বন্ধী করে রেখেছে একাডেমির ভাইস প্রিন্সিপাল। প্রিন্সিপালের স্পেস এট্রিবিউট এবং ভাইস প্রিন্সিপালের লাইট ব্যারিয়ার এট্রিবিউট দুটোই উন্নত এট্রিবিউট যা হাতে গোনা কয়েকজন ব্যক্তিই খুলতে পারে। ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালকে উদ্দেশ্য করে এট্যাক করা ব্যক্তিকে নিজ ব্যারিয়ারে আটকে ফেলার সাথে সাথে বাকি তিন স্টুডেন্ট যারা এরিনার মধ্যে পরে ছিলো তাদেরও ব্যারিয়ারের মধ্যে আটকে রাখে।
-> স্টুডেন্টদের সরিয়ে ফেলো এখান থেকে। (প্রিন্সিপাল)
সবাই মনে করেছিলো ব্যারিয়ারের মধ্যে আটক থাকার কারণে এট্যাককৃত ব্যক্তিটা আর কিছু করতে পারবে না। তবে প্রিন্সিপাল বুঝতে পেরে প্রথমে ভাইস প্রিন্সিপালকে সতর্ক করে দিলো।
-> হেহেহে। এটা আসলেই অনেক অনেক আনন্দদায়ক যখন কিছু মানুষ মনে করে তাদের এই সামান্য ম্যাজিক দিয়ে আমাকে থামানো যাবে।
প্রিন্সিপালকে উদ্দেশ্য করে এট্যাক করা ব্যক্তিটা সাটান ছিলো। যে একজন ডিম্যান প্রিন্স।
-> আমাকে প্রিন্স অফ ডিসট্রাকশন সবাই এমনি এমনি বলে না। (সাটান)
সাটান কথাটা বলার সাথে সাথে ব্যারিয়ারে হাত রাখলো। ব্যারিয়ারটা তাকে বন্ধী করে রাখলেও এবার তার হাতের স্পর্শে পুরো ব্যারিয়ারটা পুড়ে গেলো।
-> আমি চাচ্ছি শুধু একটা জিনিস নিতে, তবে আমার কেনো জানি মনে হচ্ছে এই পুরো টাওয়ারে থাকা সকল ব্যক্তির ডিসট্রাকশন দেখতে। তাই এখান থেকেই শুরু করা ভালো হবে। যেহেতু এখানেই সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা উপস্থিত রয়েছে। (সাটান)
সাটানের হাতের স্পর্শে পুরো ব্যারিয়ার পুড়ে গিয়েছে। এবার সে একটা হাসি দিয়ে সবার দিকে তাকালো। প্রিন্সিপাল অনেক কনফিডেন্স থাকলেও সে সাটানের শরীর থেকে অন্য রকম একটা কিছু অনুভব করছিলো। যেটা অনেকাংশে সে পিছনে ব্যারিয়ারের মধ্যে থাকা এলেক্সের সাথে মিল পাচ্ছিলো। কিন্তু দুজন সম্পর্ক ভিন্ন ব্যক্তি ছিলো সউল এবং শারিরিক দিক দিয়ে। তাই তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না বলে প্রিন্সিপাল মনে করলো।
-> আমি তোমাকে শেষ বারের মতো একটা সুযোগ দিচ্ছি। হার মেনে নিজের দুই হাত উঁচু করে হাঁটুতে বসে যাও। তাহলে কষ্ট কম হবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের কথা শুনে সাটান আর দেরী করলো না। সে প্রিন্সিপালের এডিটিউট মোটেও পছন্দ করলো না। তাই কোনো কথা না বলেই এট্যাক করার জন্য অগ্রসর হলো। প্রিন্সিপাল কিছু করলো না বরং তার পিছনে থাকা বাকি শিক্ষকরা এগিয়ে আসলো। পাঁচ জন অউরা ইউজার তাদের লং সোর্ড নিয়ে এগিয়ে আসলো এবং তিনজন অউরা ইউজার তাদের ধনুক নিয়ে দূর থেকে এট্যাক করলো। তিনজনের ধনুক থেকে একসাথে প্রায় ত্রিশটার মতো ম্যাজিক এরো সাটানের দিকে নিক্ষিপ্ত হলো। অন্যদিকে এরো গুলোর পিছনে পিছনে পাঁচজন অউরা ইউজারও তাদের এট্যাকের জন্য রেডি ছিলো।
(অউরা স্পেলঃ ম্যাজিক এরো)
এটা উচ্চ লেভেলের একটা স্পেল। যা ব্যবহার করে একজন অউরা ইউজার কোনো এরো ছাড়াও একটা ধনুক ব্যবহার করে নিজের এনার্জির সাহায্যে টার্গেট শুট করতে পারবে। তিন থেকে শত এরো সম্ভব হয় এই স্পেলের মাধ্যমে। যার একটা এরো একটা অউরা এনার্জি ইউজারের শরীর ভেদ করতে সক্ষম হয়। যেহেতু ত্রিশটা এরো নিক্ষেপ করা হয়েছে সাটানের উপরে তাই সবাই মনে করেছিলো এখানেই তার খেলা শেষ হয়ে যাবে। কিন্তু সাটানের ক্ষেত্রে তা হলো হলো। ত্রিশটা তীর সাটানের শরীরে লাগলেও তার কিছুই হলো না। বরং তীরগুলো সাটানের শরীরে লেগে তা পুড়ে যেতে শুরু করে।
-> এই সব এট্যাক আমার জন্য শুধু চুল্কানি ছাড়া আর কিছু নয়। (সাটান)
সাটান উস্কানিমূলক একটা কথা বললো। যা শুনে তার দিকে এট্যাক করা অউরা শিক্ষকগুলো আরো রেগে নিজেদের ফুল পাওয়ারে এট্যাক করতে যাচ্ছিলো। সাটান ও তার পান্স নিয়ে রেডি ছিলো। সাটান ছোট একটা লাফ দিলো এবং মাটিতে তার পান্স দিতে গেলো। ঠিক তখনি প্রিন্সিপালের বিষয়টা ঘটকা লাগার কারণে সে তার দুই হাত দিয়ে একটা করতালি দিলো। তার করতালির সাথে সাথে এরিনার মধ্যে থাকা সকল শিক্ষক এবং তিন স্টুডেন্ট টেলিপোর্ট হয়ে ভিআইপি রুমের মধ্যে চলে গেলো।
-> আপাতোতো সেটার থেকে নিরাপদ জায়গা আর আমার মাথায় আসে নি। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল তাদের টেলিপোর্ট করে দেওয়ার সাথে সাথে সাটান তার পান্সটা মাটিতে মারলো। যে পান্সে পুরো এরিনার মাটি ফেটে গেলো এবং মাটির মধ্য থেকে গলিত লাভা বের হতে শুরু করলো। চারপাশের গ্যালারি গুলো আস্তে আস্তে ধসে পরার মতো অবস্থা হয়ে গেলো। যার ফলে স্টুডেন্ট এবং বাকি পাবলিক গুলোও অনেক বড় একটা সমস্যার মধ্যে পরলো। গ্যালারি ভেঙে গেলে সব স্টুডেন্ট নিচে বের হওয়া গলিত লাভার ভিতরে পরবে তাই যেসব স্টুডেন্ট নিজের সেখান থেকে বের করতে পারছিলো তারা কয়েকজনকে সাহায্যে করে গ্যালারি থেকে বের হয়ে যায়। অন্যদিকে যারা বের হতে পারছিলো না তারা চিৎকার ছাড়া আর কিছুই করতে পারছিলো না।
-> আহ! কতদিন মিস করেছি আমি এমন চিৎকার। এটাই তো লাইফের আসল মজা। আমি বুঝি না কেনো লুসিফার আমার থেকে এতোটা শক্তিশালী হওয়ার পরও এরকম ব্যবহার করে নি। ওর তো এতোদিনে এই সব ওয়ার্ল্ডে রাজ থাকার কথা ছিলো। (সাটান)
সাটান হাসছিলো। যেহেতু সে প্রিন্সিপালের দিকে ফোকাস ছিলো না। তাই এই সময়ে প্রিন্সিপাল তার সবচেয়ে বড় স্পেল ব্যবহার করার জন্য প্রস্তুত হলো।
(মানা স্পেলঃ এরিয়া ট্রান্সফার)
প্রিন্সিপালের ব্যবহার করা স্পেলের মাধ্যমে গ্যালারিতে থাকা সকল ব্যক্তিরা টেলিপোর্ট হয়ে গেলো। তারা কোথায় টেলিপোর্ট হলো এটা আপাতোতো প্রিন্সিপালও জানে না। তবে তার ভাবনা যে তারা একাডেমির মধ্যেই কোনো এক জায়গায় ছিলো। প্রিন্সিপাল শুধু মাত্র ভিআইপি রুমের মধ্যে থাকা ব্যক্তিদের রেখে বাকিদের টেলিপোর্ট করেছে।
❝কারণ আমার মনে হচ্ছে না আমি এই রকম একটা মনস্টারকে হারাতে পারবো। তাই আমার অবশ্যই সাহায্যের প্রয়োজন হবে।❞ (প্রিন্সিপাল ভাবছে)
শারিরিক এবিলিটি থেকে শুরু করে ফায়ার পাওয়ার। সব দিক দিয়েই একটা মনস্টার ছিলো সাটান। যার মতো ব্যক্তিকে প্রিন্সিপাল পূর্বে দেখে নি। টাওয়ারের মধ্যে এরকম ব্যাক্তির সাথে তার দেখা হবে সেটা কখনো কল্পনা করে নি প্রিন্সিপাল যাকে সে হারাতে পারবে না। যেহেতু হাতে গোণা কয়েকজনই আছে যাদের কখনো প্রিন্সিপাল হারাতে পারবে না, তাই সেই লিস্টে নতুন একজনের নাম যুক্ত হলে সেটা আসলেই ভাবনার একটা বিষয় হয়ে দাঁড়ায়।
-> আমার মনে হয় আমাদের পাওয়ারের ডিফারেন্স বুঝতে পেরেছো তোমরা সবাই। তাই আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি এখানে। ঔ ড্রাগন ফ্যামিলিয়ার ছেলেটাকে আমার সামনে আনো এবং আমাকে যারা এট্যাক করার চেষ্টা করেছো তারা নিজেদেরকে নিজেরাই হত্যা করো। নাহলে এই পুরো ফ্লোরের ব্যক্তিরা আমার হাতে মারা যাও। সিদ্ধান্ত নেওয়ার পালা এখন তোমাদের। (সাটান)
সাটানের মুখে ভয়ঙ্কর একটা হাসি ছিলো। সাটানের চেহারাটা দেখা যাচ্ছিলো না তার বিশাল চুলের কারণে। উস্ক চুল গুলো তার পুরো চেহারাকে ঢেকে রেখেছিলো। তারপরও চুলের মাঝ দিয়েই সাটান সব কিছু দেখতে পাচ্ছিলো। কিভাবে দেখছিলো সেটা সাটান নিজেও জানে না। যাইহোক, তার মুখে শুধু তার ভয়ানক হাসি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিলো না। প্রিন্সিপাল উচ্চ লেভেল মানা ইউজার হওয়ার কারণে তার ম্যাজিক সেন্সও অনেক উন্নত। তাই সে সাটানের শরীর থেকে এনার্জি সেন্স করতে পারছিলো।
❝এটা মানা, অউরা এমনকি প্রাণ এনার্জিও নয়। বরং এটা ডিমনিক এনার্জি যেটা প্রতিটা ফ্লোরের মনস্টারের মধ্যে পাওয়া যায়। আমি জানি না এটা এই ব্যক্তির শরীরে কিভাবে এলো কিন্তু এই এনার্জি তাকে পুরো অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছে। যার বিপক্ষে আমি আমার ফুল পাওয়ার ব্যবহার করলেও হয়তো কিছুই হবে না।❞ (প্রিন্সিপাল ভাবছে)
প্রিন্সিপালের ভাবনা আরো প্রভর হলো। তার শরীর একটু একটু করে কাপছিলো। সাটানের শরীর থেকে মারাত্মক কিলিং ইনটেন্ট বের হচ্ছিলো, যা তার ডিমনিক এনার্জির সাথে মিশে প্রিন্সিপালের চোখের সামনে কালো একটা মনস্টারের রূপ তৈরী করেছে। প্রিন্সিপাল সাটানের পিছনে কালো লাল চোখ ওয়ালা একটা ধোঁয়ার মনস্টার দেখতে পাচ্ছিলো যা মূলত তার অনুভব ছাড়া কিছুই ছিলো না।
অন্যদিকে ভিআইপি রুমে,
পুরো গ্যালারি এতোক্ষণে ভেঙে গিয়েছে। কিন্তু ভিআইপি রুমটা অনেক উন্নতমানের স্টোন দিয়ে তৈরী করা হয়েছিলো এবং তাতে ম্যাজিক ব্যবহারের কারণে সেটা হাওয়ার মধ্যে ভাসছে। ভিতরে সকল তিন কিংডমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তো ছিলোই, তার সাথে একাডেমির সকল শিক্ষকরা উপস্থিত ছিলো।
-> ভাইস প্রিন্সিপাল আমাদের সেখানে যাওয়া উচিত। ঔ লোকটার পাওয়ার আমাদের ধারণার বাইরে।
একজন শিক্ষক উক্ত কথাটা বললো। তার কথায় বাকি শিক্ষকরাও সম্মতি দিলো। তারা এখনি যেতে যাচ্ছিলো সেখানে। কিন্তু ভাইস প্রিন্সিপাল পুরো ভিআইপি রুমের চারিদিকে একটা ব্যারিয়ার তৈরী করেছে তাই কেউ বের হতে পারছিলো না। তাই ভাইস প্রিন্সিপালের থেকে তারা অনুমতি লাভ করার চেষ্টা করছিলো। কিন্তু ভাইস প্রিন্সিপাল তাতে রাজি ছিলো না। সে নিজেও যেতে চাচ্ছে কিন্তু সে এখানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা না করে সেখানে গেলে কিং এবং কুইনদের প্রতি অসম্মান করা হবে বলে সেখানে যেতে পারছে না।
❝এলফেডো এখনো ঠিক আছে। তাই আমার কোনো চিন্তার বিষয় নেই। কোনো সমস্যা দেখা দিলেই আমি ওর কাছে চলে যাবো। কিন্তু আপাতোতো ওর কথামতো আমাকে এখানে সবাইকে সুরক্ষিত রাখতে হবে।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
-> আমার মনে হয় না প্রিন্সিপাল ভালো অবস্থায় আছে এখন। (মারিয়া)
-> আমার মনে হয় না আমি এমন কাউকে পূর্বে দেখেছি বা শুনেছি। কে এই ব্যক্তি যে হঠাৎ এভাবে আমাদের সামনে এতো পাওয়ার নিয়ে চলে আসছে। (হোমস)
-> তবে এলফেডো তো ব্লু কিংডমের শক্তিশালী মানা ইউজার হিসেবে গন্য। তাই আমার মনে হয় না তার জন্য এটা কোনো সমস্যা হবে। (গালাটুস)
-> আমি আপনাদের কথা জানি না। তবে আমার মনে হয় না আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবো কারণ আর একটু অপেক্ষা করলে প্রিন্সিপালকে আমরা এরপরে আর দেখতে পারবো না। (হ্যানিস)
ব্লু কিংডমের ডিউক উক্ত কথাটা বললো। তার কথাটা বলার মাঝে অনেক কারণ রয়েছে। সে কারণ গুলো অনেকটা প্রিন্সিপালের অনুভবের মতোই ছিলো। রুমের মধ্যে সবাই রাজি হচ্ছিলো বাইরে গিয়ে ফাইট করার জন্য। কিন্তু তখনি একটা ভারী কন্ঠ শোনা গেলো যা সবার মনকে কাঁপিয়ে দিলো।
-> এখন এই রুম থেকে যদি একজন তার পা বের করে তাহলে সে মারা যাবে। দুজন পা বের করলে তারা মারা যাবে। তিনজন, চারজন এমনকি সবাই বের হলেও সবাই মারা যাবে। তাই আমি বলবো কেউ এক পা ও বের করবে না এখান থেকে। যদি কারো মনে সে দুর্সাহস থেকেই থাকে যে সে বের হয়ে হিরো সাজবে, তাহলে প্রথমে তার গলাটা আমার হাতে থাকবে। (এলমন্ড)
এলমন্ড পুরো কোল্ড লুক নিয়ে তাকিয়ে ছিলো। যার চোখ থেকে নিচে দাঁড়িয়ে থাকা সাটানের থেকেও বেশী মারাত্মক কিলিং ইনটেন্ট বের হচ্ছিলো। সবাই ভয়ে একটা ঢোক গিললো। কেউ কোনো কথা বলতে পারছিলো না। সবার মনে শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছিলো।
❝আমি এখান থেকে বের হতে পারবো না।❞ (সবাই ভাবছিলো)
কিং কিংবা কুইন যেই হোক না কেনো, এলমন্ডের কথাটা শোনার পর তারা কেউ সঠিক ভাবে চিন্তা করতে পারছিলো না। এলমন্ড ভিআইপি রুম থেকে এক নজরে তাকিয়ে ছিলো কোল্ড একটা লুক নিয়ে। সে গভীর একটা ভাবনার মধ্যে ছিলো।
❝এভাবেই নিজের রাগকে কন্ট্রোলের বাইরে চলে যেতে দাও। কারণ এক সময় এই রাগই কাজে লাগবে তোমার।❞ (এলমন্ড ভাবছিলো)
-> তিন স্টুডেন্টকে আমার কাছে নিয়ে আসুন। আমি তাদেরকে হিল করে দিচ্ছি। (মারিয়া)
সবার মন থেকে ভয় দূর করার জন্য মারিয়া উক্ত কথাটা বলে উঠলো। মূলত তার উদ্দেশ্য এটা ছিলো না। বরং তার উদ্দেশ্য ছিলো তার ছেলেকে কাছ থেকে দেখা এবং নিজের হিলিং ম্যাজিক ব্যবহার করা তার উপরে।
❝আমার পাওয়ার অনেক দিন গোপন রেখেছি আমি। কিন্তু এবার গোপন রাখার আর কোনো কারণ নেই আমার কাছে।❞ (মারিয়া ভাবছে)
মারিয়া একজন কুইন হওয়ার কারণে তার আদেশকে অমান্য করার ক্ষমতা কারো ছিলো না। তাছাড়া সবাই অনেকটা অবাক হয়েছে।
-> আমার কিংডমের তিনজন স্টুডেন্ট পুরো এগনোলেনিয়ার সবচেয়ে শক্তিশালী হিলার এবং অ্যালকেমিস্ট, কুইন অফ সিকরেট কিংডমের থেকে হিলিং পাবে এটার জন্য আমি আসলেই ধন্য। (হোমস)
হোমস অনেকটা সম্মানের সাথে কথাটা বললো। শুধু হোমস নয় বরং বাকিরাও অনেকটা সম্মানের সাথে তাকিয়ে ছিলো মারিয়ার দিকে। সবাই মনে করেছিলো মারিয়া এখানে একটা সামান্য স্পেল ব্যবহার করবে। কিন্তু মারিয়া যখন তার মাথার চুল থেকে ছোট একটা পিন খুলে নিলো এবং সেটা দিয়ে আঙ্গুলে ছোট একটা ফুটো করলো তখন সবাই আরো অবাক না হয়ে পারলো না।
-> আমার কন্যা, আমি চাই তুমি এই দৃশ্যটা দেখো এবং তোমার সারাজীবন মনে রাখো। (গালাটুস)
গালাটুস তার কন্যাকে উক্ত কথাটা বললো। মারিয়া তার হাতের পিনটা ফেলে দিলো। সেটা নিচে পরার পূর্বেই তার শরীর থেকে সবুজ কালারের এনার্জি বের হতে শুরু করলো। এনার্জির কারণে উক্ত পিনটা নিচে পরলো না বরং হাওয়ার মধ্যে উড়তে উড়তে তা মারিয়ার মাথার চুলে গিয়ে আবার আটকে গেলো।
(সাম্মন ফ্যামিলিয়ারঃ রেইনবো বাটারফ্লাই)
মারিয়ার হাত থেকে কয়েকফোটা ব্লাড বের হলো। যা ফ্লোরে পরার সাথে সাথে সেটা থেকে একটা বড় বাটারফ্লাই(প্রজাপ্রতি) বেরিয়ে আসলো। প্রজাপ্রতিটা ছিলো সাত রঙের। যেটার দিকে যার নজর যাবে সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে। রুমের কেউই তাদের নজর সরাতে পারছিলো না। প্রজাপ্রতিটা পুরো রুমের মধ্যে একবার ঘুরে আসলো। যার শরীর থেকে সাত রঙের পাউডারের মতো কিছু একটা পরছিলো। উক্ত পাউডার গুলো সেখানে থাকা যেসব ব্যক্তি ছিলো তাদের সবার শরীরের বাইরে থাকা সকল ক্ষত ঠিক করে দিচ্ছিলো। কিন্তু তিন স্টুডেন্টদের ক্ষত ঠিক না করে সেই পাউডার গুলো তিনজনকে উড়িয়ে মারিয়ার সামনে নিয়ে আসলো।
(প্রজেস)
মারিয়া তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করলো। আর সব ফ্যামিলিয়ারের মতো তাদের প্রজেসটা হলো না। বাটারফ্লাইটা উড়ে এসে ঠিক মারিয়ার পিঠের সাথে লেগে গেলো। যার কারণে সেটার শরীর মারিয়ার শরীরে যুক্ত হয়ে গেলো এবং বাইরে শুধু তার সাত রঙের দুটো বাটারফ্লাই রয়ে গেলো। মারিয়া আস্তে আস্তে হাওয়ার মধ্যে ভাসতে লাগলো। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে গেলো। কেউ তাদের চোখ তার থেকে নামাতে পারছিলো না। এটা একটা বেয়াদবি ছিলো কুইনের দিকে এভাবে তাকানো কিন্তু মারিয়া এই সময়ে এটা মাইন্ড করছিলো না। কারণ এই জিনিসটা সবাইকে দেখানোরই একটা বিষয় ছিলো। মারিয়ার সামনে ছিলো এলেক্স আর দুই পাশে স্যাম এবং এলিন।
(রেইনবো বাটারফ্লাই এবিলিটিঃ আনলক সিল)
সাথে সাথে সাতটা রঙ আলোকিত হয়ে গেলো মারিয়ার শরীরে। যার কারণে কেউই কিছু দেখতে পাচ্ছিলো না। এবিলিটি ব্যবহারের সাথে সাথে মারিয়া তার ফ্যামিলিয়ারের থেকে আলাদা হয়ে গেলো। বাটারফ্লাইটা ছোট সাধারণ আকার নিয়ে মারিয়ার চারপাশ দিয়ে উড়তে লাগলো। আর তখনি মারিয়া তার স্পেল ব্যবহার করলো।
(প্রাণ স্পেলঃ পারফেক্ট হিল)
মারিয়া তার দুই হাতের আঙ্গুল দিয়ে এলিন এবং স্যামের কপালে শুধু স্পর্শ করলো। আর সাথে সাথেই দুজনের শরীরে থাকা সকল ক্ষত হিল হয়ে গেলো। ভিতরে বাইরে তাদের যত ইনজুরি ছিলো সব ঠিক হয়ে গেলো। তাছাড়াও তাদের শেষ হয়ে যাওয়া এনার্জি একটা স্পর্শের সাথে সাথে ফুল হয়ে গেলো। যা কোনো ম্যাজিক আইটেম কিংবা কোনো প্রাণ ইউজারের দ্বারা সম্ভব নয়। এবার সে এলেক্সের দিকে নিজের চোখ রাখলো। সে এলেক্সকে জরিয়ে ধরতে চাচ্ছিলো কিন্তু এটা পারফেক্ট একটা জায়গা ছিলো না। তাই মারিয়া সেটা করলো না। এলেক্সের দিকে ভালো করে তাকিয়ে মারিয়া খেয়াল করলো এলেক্সের দ্বিতীয় হার্টের দিকে। যেটা পূর্বে সেখানে ছিলো না। এইটার অরিজিন সম্পর্কে মারিয়া ভাবলো না। কারণ সেটাই এলেক্সের এনার্জি বহন করছিলো এবং প্রায় ভেঙে যাওয়ার পথেই ছিলো।
❝তাহলে এলেক্সের কোর এটাই? আমাকে এটা ঠিক করতে হবে কোনো ভাবে। আমি জানি না আমার স্পেলটা কারো কোর ঠিক করতে পারবে কিনা। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে।❞ (মারিয়া ভাবছিলো)
মারিয়া পূর্বে কারো ড্যামেজ কোর ঠিক করে নি। তাই সে সিওর ছিলো না। তারপরও সে চেষ্টা তো করবেই। কারণ দ্বিতীয় বারের মতো তো তার ছেলেকে সে হারাতে পারবে না। তাই কোনো কথা চিন্তা না করেই নিজের সবচেয়ে ভয়ানক স্পেল ব্যবহার করলো যা সম্পর্কে কেউই জানে না।
(প্রাণ স্পেলঃ কার্স অফ বাটারফ্লাই)
স্পেলটা সম্পর্কে কেউ না জানলেও এলমন্ড ঠিকই জানতো। তাই কিছুক্ষণের জন্য তার কোল্ড লুকটার মধ্যে চিন্তা এসে ভর করলো। কিন্তু এখানে সে কিছু করতে পারছিলো না। যেহেতু স্পেলটা ব্যবহার হয়ে গিয়েছে তাই সে শুধু তাকিয়েই ছিলো। মারিয়ার কাঁধের উপরে উড়তে থাকা বাটারফ্লাইটা এলেক্সের ডান বুকের মধ্যে প্রবেশ করলো। কোনো রকম ক্ষত কিংবা ব্লাড ছাড়ায় সেটা এলেক্সের সেকেন্ডারী কোরে চলে গেলো। যেখানে চলে যাওয়ার সাথে সাথে প্রজাপ্রতিটা তার ডানা দুটো মেলে এলেক্সের কোরটাকে ঘিরে ধরলো।
❝মারিয়া, তুমি কেনো এতো কিছু করছো?❞ (এলমন্ড)
এলমন্ড মারিয়ার সাথে ট্যালিপ্যাথি ভাবে কথা বলতে শুরু করলো। মারিয়া সেটা শুনে উত্তর দিলো।
❝আমি তো আমার ছেলের সাথে থাকতে পারি না সবসময়। হয়তো এভাবে বলা যেতে পারে আমি এলেক্সের সাথেই থাকবো। হিহিহি।❞ (মারিয়া)
মারিয়ার স্পেলের কারণে এলেক্সের কোরের ড্যামেজ পুরো ঠিক হয়ে গেলো। এবার সে এলেক্সের উপরে "পারফেক্ট হিল" স্পেল ব্যবহার করলো। যেটা ব্যবহারের সাথে সাথে এলেক্স একদম ঠিক হয়ে গেলো। সবাই প্রথম বার সিকরেট কিংডমের গডলি হিলিং পাওয়ার দেখতে পেরে অবাক হলো। অবশ্য রুমের মধ্যে কয়েকজন আছে যারা পারফেক্ট টাচ্ সম্পর্কে জানে। তবে আজই প্রথম দেখতে পেয়ে সেটার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারলো না।
-> আমি আমার মন থেকে সিকরেট কিংডমের কুইনকে ধন্যবাদ জানাচ্ছি। (হোমস)
-> আমার মনে হয় সবাই আমার কুইনের সৌন্দর্য দেখে আসল বিষয়টা সম্পর্কে ভুলেই গিয়েছে। (এলমন্ড)
এলমন্ডের কথায় সকল পুরুষের শরীরই কেঁপে উঠলো। তারা মাত্র বুঝতে পারলো রুমের মধ্যে একটা মনস্টার রয়েছে যার স্ত্রীর দিকেই তারা তাকিয়ে ছিলো হা করে। তাই সবাই আসল বিষয়ে ফোকাস দেওয়ার চেষ্টা করলো।
সাটান এবং প্রিন্সিপাল ফাইট করছিলো। তাদের ফাইট বেশী ভালো অবস্থায় ছিলো না। যদিও প্রিন্সিপাল স্পেস ম্যাজিক ব্যবহার করে নিজের বেশ কিছু ক্লোন বানাতে পেরেছে যা একের পর এক সাটান ধ্বংস করে আসছে। এখন আর প্রিন্সিপালের শরীরে কোনো এনার্জি ছিলো না আর কোনো ক্লোন তৈরী করার। সে একটা স্পেসের মধ্যে লুকিয়ে ছিলো যেখান থেকে সাটান তাকে খুঁজে পাচ্ছিলো না। কিন্তু এখন তাকে বের হতে হয়েছে। সে পুরোপুরি সাটানের সামনে ছিলো। সাটান তাকে হত্যা করার জন্যই প্রস্তুত ছিলো। তখনি ভিআইপি রুম থেকে সকল ভয় বাদ দিয়ে ভাইস প্রিন্সিপাল বেরিয়ে আসলো তার লাইট ব্যারিয়ার স্পেল এবং নিজের কাছের স্পেশাল স্পেস আইটেম ব্যবহারের মাধ্যমে। ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালকে একটা ব্যারিয়ারের মধ্যে বন্ধ করলো এবং সে জায়গা থেকে আকাশে উড়িয়ে নিয়ে গেলো। তখন সাটান নিচ থেকে লাফ দিয়ে ব্যারিয়ারের মধ্যে থাকা প্রিন্সিপালকে এট্যাক করার জন্য যাচ্ছিলো। ঠিক সে সময়েই ভিআইপি রুমের উপর থেকে একজন ব্যক্তি পুরো বুলেটের স্পিডে এগিয়ে গেলো এবং সাটানের মুখ বরাবর একটা কিক মারলো। ডান হাতে একটা ছাতা ছিলো তার। যেটা খুলে ফেলার কারণে সে উপর থেকে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। অন্যদিকে মাত্র দেওয়া কিকের কারণে সাটান মাটি থেকে বেরিয়ে আসা লাভার মধ্যে পরলো। তবে সে সে গলিত লাভার মধ্য থেকেও কোনো রকম ক্ষত ছাড়া লাফিয়ে বেরিয়ে আসলো এবং হাসি মুখে বলতে লাগলো,
-> অনেকদিন হলো এরকম কিক কেউ আমাকে মারে নি। মনে হচ্ছে আজ অনেক এনজয় হবে। (সাটান)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।