#Demon_King#
পর্ব:১১৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের একাডেমির মধ্যে মেয়েদের ডোর্মের মধ্যে এলিন, স্নেরা, এবা, জেবা এবং মাইরা চিন্তিত অবস্থায় বসে ছিলো। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিলো, তারা কি করবে সেটা ভেবে পাচ্ছিলো না।
-> আমাদের তো তাহলে বাকিদের জানানো দরকার। (স্নেরা)
-> আমি তো ভাবতেই পারি নি এনরিই আমাদের প্রিন্সেস এনরি হবে। যদিও তাদের চেহারা অনেকটা একইরকম কিন্তু শরীরের রঙ দেখে আমি ভেবেই নিয়েছি তারা ভিন্ন ব্যক্তি। (এবা)
-> সেই মাস্ক পরা মেয়েটা হঠাৎ করে আমাদের সামনে এসে এনরিকে নিয়ে গেলো যেটার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারলাম না। তাহলে কি এখন আমরা কিছুই না করে হাতে হাত রেখে বসে থাকবো? (জেবা)
-> আমি ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছি মাত্র। তিনি বলেছেন এই বিষয় নিয়ে না ভাবতে। তাদের তথ্য অনুযায়ী মাস্ক পরা মেয়েটা একজন এসাসিন ছিলো যার কাজ ছিলো প্রিন্সেসকে কিডন্যাপ করে নিয়ে মেফাসে প্রিন্সের কাছে পৌঁছে দেওয়া। (মাইরা)
-> প্রিন্সেস তার দুই ভাইয়ের থেকে দূরে থাকার জন্য আমাদের সাথে নিজের পরিচয় গোপন রেখে টাওয়ারে প্রবেশ করেছে। তার বন্ধু হিসেবে আমাদের উচিত তাকে আবারো তার ভাইদের থেকে দূরে সরিয়ে রাখা। (এলিন)
-> কিন্তু একাডেমি তো আমাদের এই ব্যাপারে কোনো সাহায্য করবে না। বিশেষ করে কোনো প্রিন্সেস এর ব্যাপারে, আর আমরা পাঁচজন একা তো পারবো না কিছু করতে। (স্নেরা)
-> আমার মনে হচ্ছে মেফাসের অবস্থা এখন তেমন ভালো নয়। আর আমরা এই ব্যাপারটাকে এমনি ফেলে রেখে দিতে পারবো না। যেহেতু আমাদের একটা বন্ধু বিপদে পরেছে তাই যেভাবেই হোক তাকে আমাদের সাহায্য করতে হবে। (মাইরা)
-> আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। আমাদের টিম মেম্বার তো ক্রাউন প্রিন্স হ্যারি। যদি প্রিন্সের কাছে আমরা ব্যাপারটা খুলে বলি তাহলে নিশ্চয় সে আমাদের সাহায্য করবে। (জেবা)
-> না আমরা এই ব্যাপারে অন্য কোনো কিংডমের সাহায্য নিতে পারবো না। তাতে করে আমাদের সাহায্য করার সময় প্রিন্সের কিছু হলে দুই কিংডমের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। আর টাওয়ারের একটা কিংডমের সাথে বাইরে পাঁচ এম্পায়ার একত্র হয়ে যুদ্ধ করলেও বিজয়ী হওয়ার কোনো চান্স নেই। (মাইরা)
-> হ্যাঁ মাইরা ঠিক বলেছে, যদিও বাইরের কোনো বিষয় নিয়ে বেশী নাক গলায় না টাওয়ারের কিংডম গুলো। তবে আমরা যদি এর মধ্যে টাওয়ারের একজন প্রিন্সকে নিয়ে আসি তাহলে হয়তো দেখা যাবে প্রিন্সের কিছু হলে মেফাসের একটা ব্যক্তিও জীবিত থাকবে না। (এলিন)
-> এই সময়ে এলেক্সের সাথেও আমরা যোগাযোগ করতে পারছি না। এলেক্স এখানে থাকলে হয়তো আমরাই যেতে পারতাম কোনো ভাবে। (স্নেরা)
-> ভাইস প্রিন্সিপাল বললো এলেক্সকে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে যে জন্য তার সাথে যোগাযোগ করার মাধ্যম তারা বন্ধ করে রেখেছে। (মাইরা)
-> আজ তিন দিন হলো আমরা প্যালেস থেকে এসেছি। এমনকি তিন দিন হয়েছে এলেক্সও তার সেন্সে ফিরে এসেছে। তবে তার টিম মেম্বার হওয়ার পরও এই পর্যন্ত আমরা তার সাথে ভালো করে কথা বলতে পারলাম না। আমার বিষয়টা ভালো মনে হচ্ছে না। (স্নেরা)
-> আমার তো মনে হচ্ছে একাডেমি এলেক্সকে নিয়ে কোনো একটা কিছু প্লান করছে। যা আমার কাছে একটুও ভালো লাগছে না। (এলিন)
-> হ্যাঁ প্রথমত প্যালেসের পার্টির রাতে ডোর্মে ফেরার পর এনরিকে কিডন্যাপ। এখন তারা এনরির জন্য কিছু করতে চাচ্ছে না। তারপরে আবার এলেক্সকে লুকিয়ে রাখছে, তাছাড়া প্রতিদিন আমাদেরও জোরপূর্বক শক্তিশালী কিছু মিশন দিচ্ছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে একাডেমি বড় কোনো কিছু প্লান করছে। (মাইরা)
-> সব কিছু কি জয়েন্ট টুর্নামেন্টে আমাদের শক্তিশালী করার জন্য নয়? (জেবা)
-> হয়তো সবারই সেটা মনে হবে। কিন্তু আসলেই কি তারা আমাদের শক্তিশালী করছে? আমার তো মনে হচ্ছে তারা কোনো কিছু লুকানোর জন্যই আমাদের মিশনে ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। (মাইরা)
-> এলেক্স এবং মাইরা নিখোঁজ হওয়ার সময়ও একাডেমি কিছু করে নি। আমার মনে হয় এখনো তারা কিছু করবে না এনরির ব্যাপারে। তাই আমাদের টিম মেম্বার নিয়ে আমাদেরই কিছু করতে হবে। (এলিন)
-> ঠিক আছে। (মাইরা)
* * * * *
কোনো এক ড্যানজনের মধ্যে,
তিনদিন শেষ হয়েছে। এলেক্স এই সময়ে একটা ড্যানজন ক্লিয়ার করতে পেরেছে। প্রথমত এলেক্স তার সাইড ক্যারেক্টারকে তেমন কিছু মনে করে নি। তবে এখন সে জানে তার এক একটা সাইড ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটি এক এক রকম। পূর্বের ড্যানজনে এলেক্স তার সাইড ক্যারেক্টারে পরিণত হওয়ার ফলে সে তার আনডেড ব্যবহার করতে পারে নি। তবে আনডেড ব্যবহার করা ছাড়া শুধু শারীরিকভাবেই এলেক্স ড্যানজনের সব মনস্টার হত্যা করে ফেলেছে। যেটা পুরো ধারনার বাইরে ছিলো এলেক্সের। এমনকি ড্যানজনের বস মনস্টারকে হত্যা করার জন্যও দশটার বেশী পান্সের প্রয়োজন হয় নি এলেক্সের। অবশ্য সে ড্যানজনে এলেক্স তার সাইড ক্যারেক্টার স্যামুয়েল এর লেভেল অনেক বৃদ্ধি করতে পেরেছে এক থেকে। তবে সেটা এলেক্সকে তেমন বেশী লাভ করতে দেই নি। যেহেতু এলেক্সের মূল গোল ছিলো তার প্রধান চরিত্রের লেভেল ২০০ এর মতো করা। সে সুযোগ এলেক্সের হয় নি। তাই এবারে আর এলেক্স কোনো সাইড ক্যারেক্টারে পরিণত না হয়ে মেইন ক্যারেক্টার দিয়েই ফাইট করার সিদ্ধান্ত নিয়েছে।
অনেক খোঁজের পরে এলেক্স একাডেমির আরো একটা ড্যানজন খুঁজে পেলো। যেটার মধ্যেও একই রকমে সে তার স্টিলথ স্কিল ব্যবহার করে খুব গোপনে প্রবেশ করেছে। এটাও একটা D র্যাংকের ড্যানজন যার সাধারণ মনস্টার গুলোর লেভেল ২০০ এর মধ্যে থাকার কথা এবং বস মনস্টারের লেভেল ৩০০ বা ৩৫০ এর মধ্যে থাকার কথা। আপাতোতো এলেক্স তার ফুল পাওয়ার দিয়ে ফাইট করলে ৫০০ লেভেলের একটা মনস্টারের সাথেও ফাইট করতে পারবে। তবে লেভেলেই যে একটা মনস্টারের শক্তি প্রকাশ করে এমন নয়। মনস্টারের এট্রিবিউট এমনকি স্পিসিজও দেখতে হবে তাদের সাথে ফাইটের জন্য। সাধারণ ভাবে বোঝাতে গেলে ১০০ লেভেলের একটা স্লাইম মনস্টার হত্যা করলে এলেক্স যে এক্সপি পাবে তার থেকে বেশী এক্সপি পাবে ৮০ বা ৯০ লেভেলের একটা গবলিন মনস্টার হত্যা করলে। অনেক মনস্টার রয়েছে শুধু তাদের লেভেলই বেশী কিন্তু তাদের এট্যাক পাওয়ার তেমন বেশী নয়। এলেক্স ঠিক তেমনি একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে এখন। এই ড্যানজনের মধ্যে সকল মনস্টারের লেভেল অনুযায়ী তাদের এট্যাক পাওয়ার নাই বললেই চলে। অবশ্য তাদের এট্যাক পাওয়ার থাকবে কিভাবে, তারা তো এলেক্সকে এট্যাকই করতে পারবে না।
-> বাইরের বোর্ডে নাম দেখেই আমার চলে যাওয়া উচিত ছিলো। টার্টেল মনস্টারের সাথে ফাইট করার কোনো ইচ্ছায় আমার নেই। (এলেক্স)
এলেক্স এর পূর্বে কচ্ছপের মতো এক ধরনের মনস্টারের সাথে ফাইট করেছিলো। অবশ্য তারা পুরো কচ্ছপ ছিলো না, শুধু পিঠে কচ্ছপের মতো খোলস ছিলো। তাছাড়া তখনকার মনস্টার গুলো মানুষের মতো হাঁটাচলা করতে পারতো। এমনকও তাদের এট্যাক স্পিডও অনেক বেশী ছিলো। কিন্তু এখন এলেক্সের সামনে মাটিতে কিছু সরীসৃপের জীব পরে আছে যারা তাদের শরীরের ওজনই ঠিক মতো বহন করতে পারছিলো না। অবশ্য তাদের আকার সাধারণ কচ্ছপের মতো ছিলো না। দেখতে একদম একই হলেও এক একটা মনস্টারের সাইজ একটা ঘোড়ার সমান ছিলো।
××× ইনফো ×××
নেইমঃ বিগ টার্টেল
স্পিসিজঃ মনস্টার
লেভেলঃ ১৭০
××× ×××
এলেক্স মনস্টার গুলোর দিকে তাকালো। সবই ১৭০-১৮০ এর মধ্যে ছিলো। ড্যানজনের গেইটের একটু সামনেই তারা পাঁচটা পরে ছিলো। যদিও তাদের স্পিড একদম ধীর গতির ছিলো তারপরও এলেক্স তাদের বিশাল খোলস দেখেই বুঝতে পেরেছে তাদের ডিফেন্স কতটা বেশী হতে পারে।
-> ঠিক আছে তাহলে, আমার এনার্জি মনে হচ্ছে এই ড্যানজনে অনেক প্রয়োজন হবে। (এলেক্স)
এলেক্সের মনে চাচ্ছিলো তার সাইড ক্যারেক্টারের স্ট্রেন্থ এখানে ব্যবহার করতে, কিন্তু সেটা করলে সে আসল বিষয়টাই অর্জন করতে পারবে না। আর তার আসল লক্ষটা খুব কাছেই রয়েছে।
-> তাহলে আমার ১৫০ লেভেলে পৌঁছাতে মনে হয় বেশী সময় লাগবে বলে মনে হচ্ছে না। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই তার হাতে থাকা মুন ড্যাগার দিয়ে তার বাম হাতের আঙ্গুলে ছোট একটা কাট দিলো। আঙ্গুল থেকে এক ফোঁটা ব্লাড বের হওয়ার পর সে ক্ষতস্থানে বরফ লেগে জমে গেলো। এলেক্সের রিজেনারেট স্কিল তার ক্ষতকে খুব দ্রুতই হিল করতে শুরু করলো। এক ফোঁটা ব্লাড মাটিতে পরার এলেক্স তার ফ্যামিলিয়ার সাম্মন করলো।
(ফ্যামিলিয়ার সাম্মনঃ কাইসেল দ্যা ফরবিডেন ডিম্যানিক ড্রাগন)
এলেক্স তার এনার্জিকে সব সময় সাপ্লাই রাখার জন্য তার ড্রাগনকে সাম্মন অবস্থায় রাখলো। যেহেতু তাকে এই ড্যানজনে অনেক ফায়ার পাওয়ারের প্রয়োজন হবে তাই এইটা তার প্রয়োজন ছিলো।
-> শারিরীকভাবে এট্যাক করে আমি এই টার্টেল বা কচ্ছপের ডিফেন্স ভেদ করতে পারবো না। তাই একবারে এদের রোস্ট করাটাই ভালো হবে। (এলেক্স)
এলেক্স সময় নষ্ট না করে তার স্পেল ব্যবহার করতে শুরু করলো।
(ফায়ার স্পেলঃ ফায়ার বুলেট)
এটা এলেক্সের তৈরী করা ফায়ার বলের একটা উন্নত লেভেলের স্পেল। যদিও সাধারণত এই স্পেল রয়েছে যেটা অন্যান্য মানা ইউজার ব্যবহার করতে পারে, তবে এলেক্স এটাকে মডিফাই করেছে তার প্রোগ্রামার টাইটেলের সাহায্যে। তাই সাধারণ স্পেলের থেকে এর স্পিড আরো দশগুন বেশী। আর নামের মতোই একটা বুলেটের স্পিড যত বেশী হয় সেটা তত বেশীই শক্তিশালী এবং ড্যামেজ দিয়ে থাকো। এলেক্সের প্রোগ্রামার টাইটেল দিয়ে সে পুরাতন স্পেলকে মডিফাই করে নতুন স্পেল তৈরী করতে পারে। যদিও তার টাইটেল স্কিল মডিফাই ব্যবহার করতে গেলে তার অর্ধেকের বেশী এনার্জি শেষ হয়ে যায়, কিন্তু স্কিলের সাহায্যে যে স্পেল তৈরী হয় সেটা ব্যবহারে পরে আর তেমন বেশী এনার্জির প্রয়োজন হয় না। যদিও তেমন বেশী এনার্জির প্রয়োজন হয় না, তারপরও এলেক্স চাইলে দিন ভর উক্ত স্পেল ব্যবহার করতে পারবে না। আর দিনভর তাকে উক্ত এনার্জি ব্যবহার করতে হলে তার কাইসেল তো রয়েছেই। এটাকে অনেকটা চিটিং বলা যেতে পারে।
এলেক্স একের পর এক ফায়ার বুলেট স্পেল ব্যবহার করে যাচ্ছে। যেহেতু কচ্ছপ গুলোর স্পিড অনেক কম তাই তারা এলেক্সের বিপক্ষে কিছুই করতে পারছিলো না। এট্যাক থেকে বাঁচার জন্য তারা তাদের খোলসের মধ্যে পুরো শরীরকে লুকিয়ে রেখে বসে ছিলো।
❝হয়তো মাথা মোটারাই শুধু খোলসের উপরে এট্যাক করার চিন্তা করবে। কিন্তু আমার মাথা মোটা নয়। একটা কচ্ছপের দুর্বল স্পট কোথায় সেটা আমি খুব ভালো করেই জানি।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার ফায়ার বুলেট স্পেল ব্যবহারের সাথে সাথে সামনে চলে গেলো পাঁচটা কচ্ছপের কাছেই। তাদের খোলসের মধ্যে মোট পাঁচটা ছিদ্র ছিলো। এই ছিদ্র গুলো তাদের মাথা এবং চার হাত পায়ের জন্য। তারা এই ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে নিজেদের সুরক্ষা করতে পারে। আবার বিপদ কেটে গেলে ভিতর থেকে হাত পা এবং মাথা বের করতে পারে। এলেক্স কাছে গিয়েই প্রতিটা ছিদ্রের মধ্যে তার পরবর্তী স্পেল ব্যবহার করতে শুরু করলো।
(ফায়ার স্পেলঃ ফায়ার বোম্ব)
এলেক্সের বাম হাতে মুন ড্যাগার ছিলো। সে ডান হাত দিয়ে প্রতিটা ছিদ্রপথ দিয়ে গোল ফায়ার বলের মতো আগুনের বোমা নিক্ষেপ করতে শুরু করলো এবং বাম হাতের ড্যাগারের আইস এট্রিবিউটের সাহায্যে সে সব ছিদ্রের মুখ আটকে দিতে শুরু করলো আইসের সাহায্যে। সব গুলোর মধ্যে তার ফায়ার বোম্ব নিক্ষেপ করার পরে এলেক্স সেখান থেকে একটু দূরে সরে আসলো তার স্কিলের সাহায্যে।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স ব্লিংক ব্যবহারের সাথে সাথে পাঁচটা টার্টেল ভিতর থেকে ব্লাস্ট হয়ে গেলো। এলেক্সের সামনে তার সিস্টেম একটা মেসেজ দেখালো।
-> তাহলে এক লেভেল বৃদ্ধি পেলো। আমার মনে হচ্ছে ড্যানজনটা ক্লিয়ার করে আমার কিছুটা রেস্ট নেওয়ার প্রয়োজন হবে। (এলেক্স)
এলেক্স এবার তার দুটো আনডেডকে সাম্মন করে নিলো। পূর্বের বার তার মতো তার আনডেড দুটোও তেমন লেভেল আপ করতে পারে নি। যদিও তাদেরকে এলেক্স সউল দিয়ে লেভেল আপ করাতে পারবে। কিন্তু এলেক্স এখন থেকেই যত বেশী সম্ভব সউল কালেক্ট করে রাখতে চাচ্ছে। কারণ পরবর্তীতে সেটা এলেক্সের অনেক কাছে দিবে। যাইহোক এলেক্সের ফ্যামিলিয়ার কাইসেল এবং তার দুটো আনডেড ইগ্রিত এবং জেনারেল এবার এলেক্সের সাথে সাথেই সামনের দিকে অগ্রসর হচ্ছিলো। চারজনের সাহায্যে তাদের ড্যানজনের মনস্টার গুলো হত্যা করতে আর বেশী সময় লাগছিলো না। যদিও টার্টেল গুলোর খোলসের ডিফেন্স অনেক বেশী ছিলো। তারপরও সেগুলো এলেক্সের ফায়ার বোম্বের কাছে কিছুই ছিলো। কারণ এলেক্স তাদেরকে ভিতর থেকে পুরিয়ে দিচ্ছিলো। অন্যদিকে ইগ্রিত তার স্পিডের সাহায্যে কচ্ছপ গুলোর মাথা খোলসের মধ্যে ঢোকানোর পূর্বেই তাদের এট্যাক করে মাথা দ্বিখণ্ডিত করে দিচ্ছিলো। এলেক্সের ফায়ার বোম্বের পরে কোনো টার্টেল জীবিত থাকলে জেনারেল তাদেরকে কিক দিয়ে ইগ্রিতের কাছে পাঠিয়ে দিচ্ছিলো। আর কাইসেল তো শুধু উপরে ভেসে ভেসে রিলাক্স করছিলো।
[মাস্টার আমিও ফাইট করবো। আমাকে একটা পজিশনে দাড় করিয়ে দিন। আমার একটা ব্রেথে এই দুর্বল টার্টেল গুলোর চিহ্নও পাওয়া যাবে না আর।]
কাইসেল তার ধৈর্য্য হারিয়ে ফেলতে শুরু করলো। যেহেতু তার মাস্টার কাইসেলকে এক জায়গায় থাকতে বলেছে তাই সে মুখ ফুলিয়ে সেটাই করে যাচ্ছে। কিন্তু এতো তারও ফাইট করতে মন চাচ্ছিলো।
❝আমার মাস্টার অনেক পঁচা। অর্ধমৃত একটা লোহার টুকরো এবং অর্ধমৃত একটা কুকুরকে ফাইট করতে দিচ্ছে, কিন্তু সেখানে আমার মতো মাইটি ড্রাগনকে চোখেই দেখছে না।❞ (কাইসেল ভাবছে)
অবশ্য কাইসেল কে দিয়ে একদম কিছু করাচ্ছে না এমন নয়। এলেক্স প্রতিবার তার স্পেল ব্যবহারের পরে কাইসেলের সাহায্যে সেটা আবারো ফুল হয়ে যাচ্ছিলো। তাই এলেক্সকে তার কোর ড্যামেজ হওয়ার কোনো চিন্তা করতে হচ্ছে না। সেই সাথে সে কোনো চিন্তা ছাড়ায় ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারছিলো। দেখতে দেখতে বস রুমে পৌঁছাতে তার বেশী সময় লাগলো না। অবশ্য সময়ের তুলনা করলে পূর্বের ড্যানজনের থেকে বেশী সময় লেগেছে এলেক্সের বস রুমে পৌঁছাতে। এখানে শুধু সময়ের তুলনা মনস্টারের ডিফেন্স অনুযায়ী করা হয়েছে। পুরো তিন দিন সাধারণ মনস্টারের সাথে ফাইট করতে করতেই পার হয়ে গিয়েছে এলেক্সের। এবং সর্বশেষে এখন এলেক্স বস রুমের সামনে এসে উপস্থিত হয়েছে। বস রুমের বিশাল গেইট পার হয়ে এলেক্স ভিতরে প্রবেশ করলো। এতোক্ষণে এলেক্স এবং তার আনডেড দুটোর লেভেলই অনেকটা বৃদ্ধি পেয়েছে। যা আরো বৃদ্ধি করার কোনো ইচ্ছা এখন আর এলেক্সের ছিলো না। তাই প্রথমে সে তার দুটো আনডেডকে ঘুমের মধ্যে পাঠিয়ে দিলো। দুটো আনডেডকে ঘুমে পাঠিয়ে দিয়ে এলেক্স শুধুমাত্র তার তার ড্রাগন নিয়ে বসের বিপরীতে ফাইট করার সিদ্ধান্ত নিলো।
-> কাইসেল এবার তোমার ফাইট করার সুযোগ এসেছি। দেখি তুমি কতটা শক্তিশালী। (এলেক্স)
কাইসেল সেই প্রথম থেকে তার মাস্টারের থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলো। একজন ড্রাগন হওয়ার কারণে কাইসেলের প্রাইড অনেক। তাই বুক ফুলিয়ে তার মাস্টারের কথা শোনার সাথে সাথেই এগিয়ে গেলো। বস রুমের মধ্যে একটা বিশাল কচ্ছপ ছিলো। যেটা একাই রুমের চার ভাগের এক ভাগ জায়গা দখল করে রেখেছে। কাইসেল পুরো উত্তেজিত হয়ে তার মুখের সামনে এনার্জি চ্যানেল করতে লাগলো।
[তাহলে মাস্টার দেখুন আপনার সবচেয়ে শক্তিশালী ফ্যামিলিয়ারের পাওয়ার।]
কাইসেল কথাটা বলার পরপরই তার মুখে সমস্ত এনার্জি সংগ্রহ করা হয়ে গিয়েছে। যেটা দিয়ে সে তার এট্যাক ব্যবহার করলো,
(ড্রাগন ম্যাজিকঃ ড্রাগন ব্রেথ)
কাইসেলের মুখে অনেকটা কালো এবং বেগুনি রঙের সংমিশ্রিত এনার্জি জমা হচ্ছিলো। মূলত এটাতেই ডিমনিক এনার্জি বলা হয়। যেটা কাইসেলের মুখে একটা ম্যাজিক বলের আকার ধারণ করলো। বলটা কালচে রঙের হলেও অনেক উজ্জ্বল ছিলো। এলেক্স কিছুটা পিছনে দাঁড়িয়ে ছিলো তারপরও সে এনার্জি এলেক্স অনুভব করতে পারছিলো।
-> পিওর ডিমনিক এনার্জি! (এলেক্স)
কাইসেল তার এট্যাকটা দ্রুত করলো। তার মুখ থেকে একটা কালচে বেগুনি রঙের এনার্জি ব্লাস্ট বের হতে লাগলো। যা অর্ধ মিনিট পর্যন্ত শুধু বেরই হয়েছে এরপর বন্ধ হয়ে গিয়েছে এনার্জির অভাবে। যেহেতু কাইসেল একজন ড্রাগন তাই তার শরীরেই এনার্জি তৈরী হয়। তবে তার এনার্জি তৈরীর হার অন্যান্য ড্রাগনদের থেকে অনেক বেশী। তাই দ্রুতই নিজের এনার্জি সে রিকোভার করতে শুরু করলো
বিশাল বড় বস কচ্ছপের শরীরে ড্রাগন ব্রেথ লাগার ফলে অনেক ধোঁয়ার তৈরী হওয়ার ফলে এলেক্স প্রথমত মনে করেছিলো সেটা কাজে দিয়েছে। কাইসেলও বুক ফুলিয়ে এলেক্সের কাছে উড়ে এসেছে। কিন্তু তারা হয়তো বস মনস্টারের স্পেশাল এবিলিটি সম্পর্কে ভুলেই যাচ্ছে। সাধারণ কচ্ছপ মনস্টারের থেকে বস মনস্টারের পাওয়ার এবং লেভেল তুলনামূলক ভাবে অনেক বেশী। তা নাহলে সে একটা ড্যানজনের বস মনস্টার হবে না কখনোই। আর এই ড্যানজনের বস মনস্টার অনেকটা স্পেশাল ছিলো। যদিও এই ড্যানজনের সাধারণ মনস্টার গুলো ডিফেন্স শক্তিশালী, তারপরও বুদ্ধি দিয়ে তাদের এট্যাক করে হত্যা করা সম্ভব সহজেই। কিন্তু অপরদিকে এই ড্যানজনের বস একমাত্র মনস্টার যে ডিফেন্সের সাথে সাথে এট্যাকও করতে পারে।
(মনস্টার স্কিলঃ ফুল কাউন্টার)
হ্যা এটাই ছিলো মনস্টারের এট্যাক স্কিল। যেটা দিয়ে ধোঁয়ার মধ্য থেকেই বিশাল কচ্ছপটা কাইসেলের দিকে এট্যাক করেছে। কচ্ছপের বিশালাকার খোলসটা কাইসেলের পুরো এনার্জি ব্লাস্ট বা ড্রাগন ব্রেথকে এবজোর্ব করে। শুধু তাই নয় এবজোর্বের পরে একদম হুবুহু সেই এট্যাকটাই আবার কাইসেলের দিকে ছুঁড়ে মারে। যেটার পাওয়ারও দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।
(নোটঃ একটা কচ্ছপের থেকে Sin of Wrath এর ভাঙা ব্লেডের স্কিল কেউ হয়তো আশা করে নি।😋)
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্সের ব্লিংক স্কিলের কুলডাউন শেষ হয়েছে। তাই সেটা ব্যবহার করে এলেক্স সে জায়গা থেকে সরে আসলো।
-> মনে হচ্ছে অনেক ভালো একটা মনস্টারের সাথে দেখা হয়েছে আমার। অনেক দিন হলো কোনো মনস্টারের প্রয়োজনীয় স্কিল গুলো আমি পাচ্ছি না। তবে এরকম কাউন্টার স্কিলকে হাতছাড়া করা যাচ্ছে না। এলেক্স জানে না সেটা কি ধরনের স্কিল ছিলো। কিন্তু এক নজর দেখা মাত্র সে বুঝতে পেরেছে কোনো কাউন্টার রিলেটেড স্কিল হবে। এই স্কিল গুলো অনেক মারাত্মক হয়। যেটা তার গেমে ব্যবহার হওয়ার কারণে হালকা জানে ব্যবহার সম্পর্কে। আর যেহেতু মনস্টারের স্কিল চুরি করার পন্থা এলেক্সের কাছে রয়েছে তাই সে অনেকটা উত্তেজিত ছিলো মনস্টারকে একটু দুর্বল করতে।
❝এটার ওজন এবং সাইজের কারণে সহজেই আমার গ্লাটোনি এটাকে গ্রাস করতে পারবে। কিন্তু আমি কোনো রিক্স নিতে চাচ্ছি না। যেহেতু গ্লাটোনিকে আমি দিনে একবার ব্যবহার করতে পারবো, তাই কোনো কারণে এটা কাজ না করলে আমার সুযোগ মিস যাবে। আর এটা একটা ওয়ান টাইম ড্যানজন যেটা একাডেমির কেউ এখনো সম্পূর্ণ ক্লিয়ার করতে পারে নি। তাই আমি রিক্স নিতে চাচ্ছি না।❞ (এলেক্স ভাবছে)
বাইরের নোটিশ বোর্ডেই লেখা ছিলো এটা একটা ওয়ান টাইম ড্যানজন। ওয়ান টাইম ড্যানজন বলতে সেসব ড্যানজনকে বোঝানো হয় যেটা ক্লিয়ার করলে হয়তো ড্যানজন ভেঙে যাবে নাহলে এভাবেই থাকবে কিন্তু ভিতরে কোনো মনস্টার আর জন্ম নিবে না। এমনি সাধারণ ড্যানজন গুলোতে মনস্টার হত্যা করার কিছুদিন পর আবারো সেখানে মনস্টার জন্ম নিতে শুরু করে। এমনকি পর্যাপ্ত সময় পরে বস মনস্টারেরও জন্ম হয়। তবে ওয়ান টাইম ড্যানজন ক্লিয়ার করার সুযোগ মাত্র একটাই। যেহেতু প্রথম ফ্লোরের ড্যানজন এটা তাই একাডেমি স্টুডেন্টদের জন্যই রেখে দিয়েছে এই ড্যানজনটা। কিন্তু আজ পর্যন্ত বস মনস্টারকে কোনো স্টুডেন্টই হত্যা করতে পারে নি। তাই এখনো পরে আছে এটা আনক্লিয়ার ভাবে। তবে যেহেতু এলেক্সের নজর লেগেছে এই ড্যানজনে তাই আর এটা এভাবেই পরে থাকতে দিবে না সে।
(ফ্যামিলিয়ার স্কিলঃ প্রজেস)
এলেক্স সময় মতো কাইসেলের কাউন্টার হওয়া এট্যাক থেকে সরে যেতে পারলেও কাইসেল সেটাকে আক্রান্ত হয়। তবে একজন ড্রাগন হওয়ার কারণে এটা তার জন্য তেমন কিছুই ছিলো না। যদিও ডান পাশের ডানা ছিঁড়ে গিয়েছেলো সে এট্যাকে, তবে সময় গেলে সেটাও হিল হয়ে যাবে। ডানা বাদে তার কোনো ইনজুরি ছিলো না। তবে মূল ইনজুরি সে মনের মধ্যে পেয়েছে। তাইতো চোখ দিয়ে টপ টপ করে পানি পরে যাচ্ছিলো। এলেক্স দ্রুত দৌড়িয়ে কাইসেলের পাশে গিয়েছে এবং তার সাথে প্রজেস ব্যবহার করেছে। তৃতীয় বারের মতো ড্রাগনের সাথে মার্জ হয়ে এলেক্স আবারো নতুন রূপ ধারণ করলো। এবার এলেক্সের ডান হাতের মুঠোর জায়গায় কালো কালো শক্ত আশ তৈরী হলো। যেটাকে মূলত ড্রাগন স্কেল বলা হয়। তার চোখ দুটো হলুদ ড্রাগনের চোখের মতো হয়ে গেলো। এবং কপালে কাইসেলের কপালে থাকা ছোট শিং এর মতো দুটো শিং বের হলো।
-> মনে হচ্ছে তাহলে প্রতিবার কাইসেলের সাথে প্রজেস হলে এক এক বার এক এক রকম পাওয়ার আসে আমার কাছে। এবার মনে হচ্ছে আমার ডান হাতের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাক বস মনস্টারটা কতক্ষণ টিকে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।