#Demon_King#
পর্ব:১১৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
প্রিন্সিপালের থেকে ড্যানজন এক্সেস কার্ড পেয়ে এলেক্স আর একাডেমিতে থাকার সিদ্ধান্ত নিলো না। যেহেতু প্রিন্সিপাল এলেক্সকে জয়েন্ট টুর্নামেন্টের পূর্বে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে তাই এলেক্স এই সুযোগটা মোটেও হাতছাড়া করতে চাচ্ছে না।
❝তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না। প্রিন্সিপাল জয়েন্ট টুর্নামেন্টের কথা বললো। সেটা আবার কি?❞ (এলেক্স ভাবছে)
প্যালেসের মধ্যে কিং যখন বোঝাচ্ছিলো জয়েন্ট টুর্নামেন্ট সম্পর্কে তখন এলেক্স সেখানে উপস্থিত না থাকার কারণে না জানাটাই স্বাভাবিক। তবে এলেক্স সেটা নিয়ে না ভেবে শিক্ষকদের ডোর্মের পিছন দিক দিয়ে একটা বিশাল লাফ দিয়ে পিছনের সাইডে চলে আসলো।
-> আমি তো মনে করেছিলাম তুমি এখন বিশ্রাম করবে। কিন্তু লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছো এখন?
এলেক্স যেখানেই যাক না কেনো। একটা প্রাইভেট রুম ব্যতীত সব জায়গায় তার সাথে আরোহী থাকে। আরোহী অনেকটা একটা ফ্যামিলিয়ারের মতো এখন, তবে পার্থক্য সে কোনো বিস্ট না হওয়ার কারণে বিস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারে না। তাই তো সব সময় এদিক ওদিক ঘুরে বেরায়। তবে যেহেতু এখন এলেক্স কিছু ইন্টারেস্টিং করতে যাচ্ছে তাই আরোহীও অনেক আগ্রহ নিয়ে এলেক্সকে ফলো করে যাচ্ছে। অবশ্য এটা ছাড়া আর আরোহীর তেমন কিছু করারও নেই। কোনো এক কারণে সে এলেক্সের থেকে বেশী দূরে যেতে পারে না। যাওয়ার চেষ্টা করলেই তার শরীর আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে। এমনিতেই সাধারণ মানুষের চোখে তার শরীর অদৃশ্য, তবে তার নিজের কাছেও তখন সে অদৃশ্য হতে শুরু করে। ব্যাপারটা এমন যে সে এলেক্সের থেকে দূরে গেলে নিজের অস্তিত্ব হারাতে শুরু করে।
❝জিডুরী?❞ (এলেক্স)
এলেক্স মনে মনে টেলিপ্যাথির সাহায্যে জিডুরীকে ডাক দিলো। জিডুরী যে সব সময় এলেক্স কি ভাবছে বা মনে করছে সব কিছুই জানতে পারে। তাই এখন জাগ্রত থাকলে সে উত্তর দিবে বলে এলেক্স আশা করছিলো। এলেক্সের আশা ভাঙলো না। রিং এর মধ্য থেকে জিডুরী উত্তর দিলো, যা শুধু এলেক্সই শুনতে পেলো।
[জ্বী মাস্টার?] (জিডুরী)
❝এই মেয়েটাকে কি রিং অফ বিলজবাব এর মধ্যে কোনো ভাবে রাখা যাবে?❞ (এলেক্স)
[আমি সিওর জানি না তবে আমার মাস্টার আমাকে এখানে বন্ধী করেছে তাই রিং এর নতুন মাস্টার হিসেবে আপনিও পারবেন অন্য কাউকে এর মাঝে বন্ধী করতে। যেহেতু এই মেয়ের শারীরিক কোনো শরীর নেই তাই আমি সিওর যে তার শরীরহীন সউল আমার কাছেই চলে আসবে।] (জিডুরী)
❝তাহলে সেটাই ভালো হবে।❞ (এলেক্স)
এলেক্স জিডুরীর সাথে কথা বলা শেষ করে হঠাৎ আরোহীর দিকে তাকালো। আরোহী হঠাৎ এলেক্সের তাকানো দেখে থমকে দাঁড়ালো।
❝ব্যাপার কি এলেক্স তো আমার দিকে এভাবে তাকায় না। তাহলে কি ও বুঝতে পেরেছে যে যখন প্যালেসের মধ্যে এলেক্স হেয়া নামক মেয়েটার সাথে ড্যান্স করেছিলো তখন আমি হেয়াকে প্রসেস করেছিলাম। না এটা তো জানার কথা না। আমি এমন ভাবে প্রজেস অবস্থায় ছিলাম যেটা হেয়া নিজেও বুঝতে পারে নি। তাহলে কি আমার সৌন্দর্যে এলেক্স দুর্বল হয়ে গিয়েছে? আর এই গোপন জায়গায় নিয়ে এসেছে ভালোবাসার কথা বলার জন্য। না না আমি একটু বেশীই ভেবে যাচ্ছি❞ (আরোহী ভাবছিলো)
আরোহীর দুই গাল লাল হয়ে গেলো। সে আর কিছু ভাবতে পারছে না। তবে এলেক্স কোনো কথা না বলেই প্রথমে আরোহীর একদম সামনে গেলো। এরপর বলতে লাগলো,
-> আমার মনে হয় তুমি একটা মেয়ে বন্ধু না পেয়ে অনেক কষ্টে আছো। আমার একটা বোন আছে যে সব সময় একা থাকে। তাই আমার মনে হয় আপাতোতো সময়ের জন্য তোমাদের পরিচিত হওয়া দরকার। (এলেক্স)
এলেক্সের কথা শুনে আরোহী যেনো হাফ ছেড়ে বাচলো। সে তো মনে করে নিয়েছে এলেক্স মনে হয় এখানে ভালোবাসার কথা বলবে, কিংবা প্যালেসের ঘঠনার কারণ জানতে চাইবে। যার কোনোটার জন্যই সে প্রস্তুত ছিলো না। তারপরও কিছুটা হতাশ সে হয়েছে। তবে এলেক্সের কোনো বোন আছে এটা সম্পর্কে তো আরোহী জানে না, তাই অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো,
-> তোমার বোন আছে এটা তো আগে বলো নি? আর আমাকে কি সে দেখতে পারবে? (আরোহী)
-> অবশ্যই পারবে। (এলেক্স)
এলেক্স জানে না সে রিং অফ বিলজবাব দিয়ে কিভাবে আরোহীকে ভিতরে বন্ধী করবে। পূর্বে কখনো করে নি বলে এ সম্পর্কে তার কিংবা জিডুরীর কারোরই জ্ঞান নেই। তারপরও এলেক্স স্পেস আইটেমের মতো রিংকে ব্যবহার করতে চাইলো। রিংটা যে হাতে ছিলো তার সে হাত উচু করে রিং দিয়ে আরোহীর কপাল স্পর্শ করালো এলেক্স। এরপরই আরোহীকে রিং এর ভিতরে প্রবেশ করানোর কথা ভাবলো এলেক্স, সাথে সাথেই একটা উজ্জ্বল আলো ফ্লাশ হলো। যে আলোতে আরোহী রিং এর মধ্যে চলে গেলো।
রিং অফ বিলজবাবের ভিতরে,
হঠাৎ আরোহীর কাছে মনে হলো তাকে কোনো ডার্ক হোল আবারো টেনে নিয়েছে। এক পলকের জন্য নিজের চোখ বন্ধ করো চোখ খোলার সাথে সাথে সে নিজেকে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গার মধ্যে আবিষ্কার করলো।
-> এলেক্স! এলেক্স! এটা কি কোনো মজা হচ্ছে আমার সাথে? (আরোহী)
[ভুয়াহহহহ।]
হঠাৎ আরোহীর সামনে নিচ থেকে এসে জোড়ে একটা শব্দ করে ভয় দেখালো জিডুরী। আরোহী ভয়ে পুরো কেঁপে উঠলো। শুধু তাই নয়, তার শরীর থেকে আপনাআপনিই কালো রঙের স্পাইক বেরিয়ে আসলো যা একদম জিডুরীর সামনে এসে থামলো।
[তাহলে এটাই সেই কন্ট্রোলহীন ডার্ক পাওয়ার যেটা সম্পর্কে মাস্টার আমাকে বলেছে।]
-> মাস্টার? (আরোহী)
[ও আমি তো পরিচয় দিতে ভুলেই গিয়েছে। আমার নাম জিডুরী। আর মাস্টার মাত্র যে বোনের কথা বলেছেন, সেটা আমিই। আর এটা আমার রুম যেখানে আমি সহ আমার সকল রোমান্টিক গল্পের বই গুলো সংগ্রহ রয়েছে।]
জিডুরীর সাথে ভালো একটা সম্পর্ক তৈরী হতে আরোহীর বেশী সময় লাগলো না। আর তাদের সম্পর্ক তৈরী হওয়ার পর পরই আরোহী বসে পরলো রোমান্টিক গল্প পড়ার জন্য।
❝হেহেহে, এলেক্স তুমি আমাকে বন্ধী করতে চেয়েছো, কিন্তু তোমার কারণে আমি আরো বেশী ডেডলি অস্ত্র পেয়ে গিয়েছি। এখান থেকে যখন আমাকে বের করবে তখন দেখবো কিভাবে আমাকে প্রপোজ না করে থাকতে পারবে তুমি।❞ (আরোহী ভাবছে)
অন্যদিকে,
এলেক্স শিক্ষকদের ডোর্মের পিছন থেকে একটা উজ্জ্বল আলো তৈরী করেছিলো তার রিং এর সাহায্যে যে কারণে এলেক্স সে জায়গা খুব দ্রুত ত্যাগ করলো। কারণ সেখানে শিক্ষকরা কিংবা অন্য কোনো ব্যক্তিরা দ্রুত চলে আসতে পারে। প্যালেসের মতো একাডেমির মধ্যে টেলিপোর্টেশন রেসট্রিক করার কোনো আইটেম ছিলো না, তাই যে কেউ টেলিপোর্টেশন স্পেল বা আইটেমের মাধ্যমে যাতায়াত করতে পারবে একাডেমিতে। তবে কেউ টেলিপোর্ট হওয়ার সাহস করে না একাডেমিতে শুধুমাত্র প্রিন্সিপালের কারণে।
(ব্লিংক)
(ব্লিংক)
(ব্লিংক)
(ব্লিংক)
(ব্লিংক)
এলেক্স তার ব্লিংক স্কিল ব্যবহার করলো। এক কুলডাউনে পাঁচ বারই এই স্কিল এলেক্স ব্যবহার করতে পারে। যেটা দিয়ে এলেক্স পূর্বে ১৫ মিটার জায়গার মধ্যে টেলিপোর্ট হতে পারলেও এখন সেটার দূরত্ব ২০ মিটারে বৃদ্ধি পেয়েছে। পঞ্চম বার ব্লিংক ব্যবহারের মাধ্যমে এলেক্স একাডেমির দেওয়াল পার হয়ে বাইরে বের হতে পেরেছে।
-> এটা আসলেই সহজ ছিলো। (এলেক্স)
অন্যদিকে প্রিন্সিপালের রুমের মধ্যে প্রিন্সিপাল জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি মনোযোগ দিয়ে এক নজরে একদিকে তাকিয়ে ছিলেন।
-> আমি ভেবেছিলাম এরকম কিছু হয়তো হবে। তারপরও আমাদের অস্ত্রকে ধারালো করতে হলে এটুকু তো মেনে নিতেই হবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল জানালার পাশ থেকে চলে আসলো এবং তার টেবিলের উপরে বসলো। মূলত এটা প্রিন্সিপালের অফিস ছিলো যেখানে অফিসিয়াল কাজ করা হয়। তার বিপরীতে একজন মেয়ে বসা ছিলো যার দিকে তীব্র নজরে তাকালো প্রিন্সিপাল।
-> এই ছেলেকে ড্যানজনের মধ্যে নিরাপদ রাখার দায়িত্ব তাহলে এখন থেকে তোমারই মিও। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল কথাটা তার নিজ মেয়েকে বললো। প্রিন্সিপালের মেয়ে কথাটা শোনার সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসলো,
-> হাহাহা, মনে হচ্ছে এই জায়গা থেকে ফিরে যেতে আর বেশী সময় লাগবে না আমার। (মিও)
* * * * *
একটা ড্যানজনের বাইরে,
এলেক্স একাডেমি থেকে রাতের মধ্যেই হেঁটে হেঁটে নিকটবর্তী একটা ড্যানজনের কাছে চলে এসেছে। যেহেতু সব ড্যানজনই ক্যাপিটালের বাইরে তাই এলেক্সকে একাডেমি থেকে ড্যানজনের কাছে আসতে আসতেই মধ্যরাতের বেশী হয়ে গিয়েছে।
❝আসার সময় ক্যাপিটাল থেকে একটা ক্যারেজ না ভাড়া করলে হয়তো আর আজকের মধ্যে আমি এখানে আসতে পারতাম না। আমাকে দ্রুতই একটা টেলিপোর্টেশন আইটেম খুঁজতে হবে। একটা স্কিল পেলেও খারাপ হতো না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স একটা ড্যানজনের সামনে এসে উক্ত কথাটা ভাবছিলো। ক্যাপিটালের গেইট থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা এই ড্যানজন পর্যন্ত। তাই ক্যারেজে করে বেশীক্ষণ লাগে নি তার এখানে পৌঁছাতে। এলেক্স ড্যানজন থেকে কয়েক মিটার দূরে অবস্থান করছিলো। ড্যানজনের গেইটের সামনে দুজন গার্ড চেয়ারের মতো কিছু একটার উপরে বসে ছিলো। অবশ্য তারা বসে ছিলো না বরং ঘুমাচ্ছিলো। যেহেতু এলেক্সের কাছে এই পারফেক্ট অবস্থার জন্য একটা স্কিল রয়েছে তাই সে চিন্তা না করেই তার স্কিল একটিভ করলো।
(একটিভ স্কিলঃ স্টিলথ)
এটা এমন একটা স্কিল যা একটিভ করার সাথে সাথে এলেক্সের চারপাশ দিয়ে এনার্জি ছড়িয়ে গিয়ে এলেক্সকে পুরো অদৃশ্য করে দেই কিছু সময়ের জন্য। এই সময়ে এলেক্স হাঁটলে তার মুভমেন্ট এমনকি তার শ্বাসপ্রশ্বাস নেওয়ার স্বাভাবিক শব্দ বা পরিবর্তনও সাধারণ কারো লক্ষ করা অসম্ভব। এলেক্স তার স্কিলের সাহায্যে খুব সহজেই ড্যানজনের মধ্যে প্রবেশ করলো। সব ড্যানজনের গেইটগুলো আটকানো অবস্থায় থাকে না। এটাও আটকানো ছিলো না। তাই এলেক্স কোনো শব্দ না করেই ভিতরে চলে গেলো। এমনিতেই তার কাছে ড্যানজন এক্সেস কার্ড ছিলো, তাই তার কোনো সমস্যা হতো না স্বাভাবিক ভাবে প্রবেশ করলেও। তারপরও এলেক্স স্বাভাবিক ভাবে প্রবেশের থেকে এভাবে প্রবেশ করাকেই ভালো মনে করছে।
ড্যানজনের মধ্যে,
প্রতিটা ড্যানজনের বাইরে যেখানে গার্ড দাঁড়িয়ে থাকে সেখানে ফ্লাগ রয়েছে। মোট চার ধরনের ফ্লাগ ব্যবহার হয় ড্যানজনের বাইরে। এটা দ্বারা বোঝা যায় কোনটা কাদের ড্যানজন। চার ধরনের ফ্লাগের মধ্যে সবুজ কালারের ফ্লাগ যার মধ্যে সূর্যের মতো একটা ছবি রয়েছে সেটা ব্যবহার করে একাডেমি। বাকি রয়েল, নোবেল এবং হান্টারদের ফ্লাগ ভিন্ন ভিন্ন ধরনের হয়। এলেক্স এই ফ্লাগ দেখেই এই ড্যানজনে প্রবেশ করেছে। তাছাড়া যেখানে ফ্লাগ থাকে সেখানেই একটা বোর্ড বসানো থাকে। সে বোর্ডে উক্ত ড্যানজন সম্পর্কে ছোট একটা বিবরণ লেখা থাকে। ড্যানজনে প্রবেশের সময় এলেক্স সে বিবরণ পড়ে এসেছে, তাই সে সিওর ছিলো এটা ক্লিয়ার করার।
(স্ট্যাটাস)
এলেক্স ড্যানজনে প্রবেশ করেই প্রথমে তার স্ট্যাটাস দেখার জন্য স্ট্যাটাস অপশন খুললো। উজ্জ্বল রঙের একটা আলোর মাধ্যমে এলেক্সের সামনে একটা থ্রি স্ক্রিন চলে আসলো।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ১২৯
স্ট্রেন্থ : ৩৫৫
ভাইটালিটি : ১৯০
এজিলিটি : ২৯৯
স্ট্যােমানা : ১৯৯
ইন্টেলিজেন্স : ২০৯
লাক্ : ২৬
স্ট্যাট পয়েন্ট: ১৫০
×××× ××××
এলেক্স স্ট্যাটের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিলো। যদিও তার লেভেল বৃদ্ধি পায় নি তারপরও শরীরের উপরে অত্যাধিক চাপ দেওয়ার ফলে তার স্ট্যাট গুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরও এলেক্স এতে সন্তুষ্ট ছিলো না।
-> আমি প্রয়োজনের সময় আমার স্ট্যাট পয়েন্ট ব্যবহার করার ফলে আমার স্ট্যাটকে পুরো ঝড়ে ভেঙে পরা গাছের মতো বানিয়ে ফেলেছি। (এলেক্স)
এলেক্স তার স্ট্যাট পয়েন্ট গুলোকে ঠিক জায়গায় ব্যবহার করে নি। যেহেতু সে একজন ম্যাজিসিয়ান তাই তার ইনটেলিজেন্স আরো অনেক হওয়ার কথা ছিলো বাকি স্ট্যাট গুলোর থেকে। কিন্তু এলেক্স তার স্ট্যাটকে একদম সেভাবে ব্যবহার করে নি।
-> যা হয়েছে সেটা হয়েছেই। এখন আমার ইনটেলিজেন্স বৃদ্ধি করতে হবে আপাতোতো। (এলেক্স)
এলেক্সের বেশ কিছু স্কিল বা স্পেল রয়েছে যা ব্যবহার করার জন্য বিপুল পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। যা এলেক্সের কোর সংগ্রহ করতে পারে না। সব সময় তো আর কাইসেলকে সে সাম্মন করতে পারবে না। তাই নিজের কোরের মান তো তাকে একটু বারাতেই হবে। তাছাড়াও এলেক্স পূর্বের থেকে তার কোরে একটু বেশী এনার্জি রয়েছে বলে অনুভব করছিলো। যা হয়তো তার ভুল ভাবনা ভেবে এটা নিয়ে আর ভেবে নি।
-> সিস্টেম ১০০ স্ট্যাট পয়েন্ট আমার ইন্টেলিজেন্সের মধ্যে প্রয়োগ করো। (এলেক্স)
এলেক্সের বলার সাথে সাথেই তার সিস্টেম তার ১০০ স্ট্যাট পয়েন্ট ইন্টেলিজেন্সের মধ্যে প্রয়োগ করলো। এলেক্স আবারো তার স্ট্যাটাসের দিকে একবার তাকালো।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ১২৯
স্ট্রেন্থ : ৩৫৫
ভাইটালিটি : ১৯০
এজিলিটি : ২৯৯
স্ট্যােমানা : ১৯৯
ইন্টেলিজেন্স : ৩০৯
লাক্ : ২৬
স্ট্যাট পয়েন্ট: ৫০
×××× ××××
-> এটা এখনো পর্যাপ্ত নয়। তারপরও আমার মনে হয় পূর্বের থেকে বেশী স্পেল এবং স্কিল ব্যবহার করতে পারবো এখন আমি। (এলেক্স)
ইন্টেলিজেন্স এমন একটা স্ট্যাট যা একজনের শরীরে কতটুকু এনার্জির জায়গা থাকবে, একজন কত দ্রুত ম্যাজিক ব্যবহার করতে পারবে এবং একজনের স্পেল বা স্কিল কতটা শক্তিশালী ও ডিসট্রাকটিভ হবে সেটা নির্ভর করে। যদিও স্পেল বা স্কিল শক্তিশালী করার জন্য এলেক্স তার ইন্টেলিজেন্স বৃদ্ধি করছে না বরং তার কোরে এনার্জির ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য বৃদ্ধি করেছে।
-> যেহেতু এটা একটা প্লান্ট মনস্টার ড্যানজন তাই আমার ফায়ার পাওয়ার বৃদ্ধি পেলো কিনা সেটা খুব সহজেই দেখতে পারবো আমি। (এলেক্স)
এলেক্স ড্যানজনের ভিতরে যেতে লাগলো। প্রথম দিকে কোনো মনস্টার না থাকলেও ভিতরে মনস্টার গুলো দেখা দিতে শুরু করলো।
(একটিভ স্কিলঃ ইনফো)
এলেক্স তার ইনফো স্কিল একটিভ করলো। তার সামনে যত মনস্টার ছিলো তাদের সব গুলোর লেভেল দেখতে পেলো এলেক্স।
-> একটা D র্যাংক ড্যানজন হিসেবে এটা খারাপ না। (এলেক্স)
××× ইনফো ×××
নেইমঃ বেবী ডেভিল ট্রি
লেভেলঃ ১৮০
××× ×××
এলেক্সকে দেখা মাত্র গাছের মতো দেখতে বেশ কিছু মনস্টার এলেক্সের উপরে এট্যাক করলো। মানুষের সমান সাইজের গাছ হবে এক একটা মনস্টার। তাদের গায়ের রং অনেকটা কালচে বেগুনি। হাত পায়ের মতো চারটা শাখা রয়েছে যেটা কোনোরকম কাকতাড়ুয়া বানাচ্ছিলো তাদেরকে। তাদের নিজস্ব মুভমেন্ট স্পিড অনেক কম হলেও তারা শরীরের বিভিন্ন অংশ থেকে যে এট্যাক গুলো করছিলো তাকে বুলেটের স্পিডের সাথে তুলনা করা যায়। এলেক্সকে হঠাৎ এট্যাক করার কারণে এলেক্স কিছু সারপ্রাইজ হয়েছে তবে সাথে সাথে নিজের স্কিল একটিভ করার কারণে এবং নিজের মুভমেন্টের কারণে এট্যাক এড়াতে তার কোনো সমস্যা হয়নি।
(একটিভ স্কিলঃ কুইক মুভমেন্ট)
এলেক্স তার স্কিল একটিভ করে খুব সহজে তার সামনের মনস্টার গুলোর শরীর থেকে বের হওয়া লম্বা লতার মতো কান্ডের এট্যাক এড়াতে পারলো।
(মানা স্পেলঃ ফায়ার বল)
এলেক্স তার ফায়ার স্পেল ফায়ার বল ব্যবহার করলো। এলেক্স স্পেল ব্যবহারের সময় তার ডান হাত সামনের দিকে রেখেদিয়েছিলো। যার ফলে তার হাতের সামনে থেকে মোট দশটা ফায়ার বল একসাথে তৈরী হলো। খুব দ্রুত দশটা ফায়ার বল এলেক্সের সামনে থাকা মনস্টারদের উপরে নিক্ষিপ্ত হলো।
বুম,
একসাথে অনেক জোড়ালো শব্দে একটা বিশাল ব্লাস্ট হলো। ড্যানজনের দেওয়াল গুলো মোটা হওয়ার কারণে শব্দটা ভয়ানক আকার ধারণ করেছে। এলেক্সের মনে হচ্ছিলো এখানে একটা বোমা ফেলা হয়েছে। ব্লাস্টের পরে সাদা ধোঁয়ার তৈরী হওয়ার ফলে কিছুই দেখা যাচ্ছিলো না। এলেক্স এই সময়ে ধোঁয়া ক্লিয়ার হওয়ার অপেক্ষা করছিলো না। সে তার হাতে মুন ড্যাগার বের করে নিলো ইনভেন্টরির মধ্য থেকে এবং নিজের স্কিল ইনফোর সাহায্যে ধোঁয়ার মধ্যেও যেখানে মনস্টারের নাম এবং লেভেল দেখতে পারছিলো সেদিকে দৌড়িয়ে যেতে লাগলো। এলেক্স ধোঁয়ার মধ্যেই থেকে খুব দ্রুত তার মুন ড্যাগার দিয়ে সব গুলো মনস্টারের গায়ে একসাথে অনেক গুলো এট্যাক করলো।
(একটিভ স্কিলঃ মাল্টি স্লাশ)
এটা এলেক্সের এমন একটা স্কিল যেটা দিয়ে এলেক্স এক স্লাশের জায়গায় বিশটা স্লাশ দিতে পারে। এলেক্সের প্রতিটা স্লাশে মনস্টার গুলোর শরীরে যেখানে স্পর্শ করছিলো ঠিক সে জায়গা বরফ হয়ে যাচ্ছিলো।
-"" মাস্টার আপনি মুন ড্যাগারের আইস এট্রিবিউট ব্যবহার করেছেন। ""-
এলেক্সের এট্যাক শেষ হয়ে যাওয়ার পর সে খেয়াল করলো তার সামনে সিস্টেম থেকে একটা মেসেজ এসেছে। এটা দ্বিতীয়বার জিডুরী মুন ড্যাগারকে এনচান্ট করেছে। দ্বিতীয় বারেও মুন ড্যাগারের আইস এট্রিবিউট আনলক হয়েছে যেটা নিয়ে এলেক্স এতোটা আগ্রহী ছিলো না। তবে একটা জিনিস এলেক্সের ভালো লাগছে যে ড্যাগারটা দিয়ে সে এখন আইস ম্যাজিক বা স্পেল ব্যবহার করতে পারে। যা চারটা এট্রিবিউট থাকার মতোই ফিলিংস দেই এলেক্সকে।
-> টুর্নামেন্টের কারণে ইগ্রিত এবং জেনারেলও শক্তিশালী হওয়ার সুযোগ পায় নি। আমার মনে হয় তাদের শক্তিশালী করার সুযোগও এটা। যেহেতু এখানে একটা সউলও আমার কোনো কাজে দিবে না। তাই এই মনস্টারের সউল তাদেরই এক্সপি হয়ে যাক। (এলেক্স)
এলেক্স কথা বলে তার দুটো আনডেডকে সাম্মন করলো,
(রাইস মাই ডেড)
এলেক্সের অর্ডার শোনার সাথে সাথে মাটি থেকে কালো পানির মতো কিছু একটা তৈরী হলো। সেটার মধ্য থেকে দুটো আনডেড বের হলো। প্রথমত চার লেজ যুক্ত একটা ফক্স, এবং অবশেষে একটা নাইট যে কালো আর্মারে দাঁড়িয়ে ছিলো। দুজনেই এলেক্সকে সম্মান জানালো।
[মাই কিং] (ইগ্রিত)
(নোটঃ শেয়ালের লেজে ভুল হলে বইলেন🙂)
-> তোমাদের কাজ কি হবে সেটা হয়তো বুঝতেই পারছো। (এলেক্স)
[জ্বী মাই কিং।]
দুজনেই তাদের সময় নষ্ট না করে সামনের দিকে চলে গেলো মনস্টার হত্যা করতে। অন্যদিকে এলেক্স এতোক্ষনে তার হত্যা করা দশটা মনস্টারের সউল যেটা তার সউল কালেক্টর টাইটেলের কারণে সংগ্রহ হয়েছে সিস্টেমের মধ্যে সেটা দিয়ে ইগ্রিত এবং জেনারেলের লেভেল বৃদ্ধি করে দিলো।
××× ইনফো ×××
নেইমঃ ইগ্রিত
লেভেলঃ ১০৫
××× ×××
××× ইনফো ×××
নেইমঃ জেনারেল
লেভেলঃ ৯৬
××× ×××
এলেক্স তার দুটো আনডেড এর লেভেল একবার দেখে নিলো। কিছুদিন পূর্বেও দুটোর লেভেল প্রায় কাছাকাছি ছিলো। কিন্তু এলেক্স মাত্র ইগ্রিতকে বেশী লেভেল বৃদ্ধি করেছে সউলের মাধ্যমে। এলেক্স তাদের দুজনকে সামনে পাঠিয়ে দিয়ে পিছনে একা দাঁড়িয়ে না থেকে সামনের দিকে রওনা দিলো। তার আনডেড মনস্টার হত্যা করলে অর্ধেক এক্সপি এলেক্স পাবে তাই এলেক্সের লেভেল বৃদ্ধি নিয়ে চিন্তা ছিলো না। এলেক্স টুর্নামেন্টের সময় অনেক কিছুই মিস করেছিলো। বিশেষ করে সিস্টেম এর অনেক মেসেজ। যা এখন আস্তে আস্তে এলেক্স চেক করতে শুরু করলো।
-> সাইড ক্যারেক্টারের মধ্যে মনে হচ্ছে নতুন কিছু যুক্ত হয়েছে। কিন্তু এতো সহজেই কি সাইড ক্যারেক্টার পাওয়ার কথা ছিলো আমার?
একসাথে দুটো চরিত্র এলেক্সের সাইড ক্যারেক্টার অপশনে যুক্ত হয়েছে। যেটা এলেক্স বিশ্বাসই করতে পারছিলো না। প্রথমত এলেক্স এমিয়াসের স্মৃতি গুলো দেখে বুঝতে পেরেছে এমিয়াস একজন ডিম্যান প্রিন্স ছিলো, তাই এলেক্স এখানে ভাবছিলো সে আর কোন ডিম্যান প্রিন্সকে সাইড ক্যারেক্টার হিসেবে পেয়েছে।
-> আমি শুধু ভাবছি আসল ডিম্যান প্রিন্স গুলো আমাকে তাদের চরিত্রে দেখতে পেলে কি ভাববে বা বলবে। (এলেক্স)
এলেক্স অন্যকোনো কথা চিন্তা করলো না। সে তার নতুন সাইড ক্যারেক্টারে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিলো। যেই ভাবা সেই তার কাজ। প্রথম সাইড ক্যারেক্টারে পরিবর্তন হলো এলেক্স,
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি আপনার সাইড ক্যারেক্টার স্যামুয়েল এ পরিণত হচ্ছেন। একটু বিশেষ ভাবে আমি বলে রাখছি সাইড ক্যারেক্টারে পরিবর্তন হলে সেসব ক্যারেক্টারের ব্যবহার আপনার মধ্যে দেখা দিতে পারে, তাই একটু সাবধান থাকবেন।""-
এলেক্সের সামনে সিস্টেম থেকে একটা মেসেজ দেখা দেওয়ার সাথে সাথে এলেক্সের শরীর পরিবর্তন হয়ে গেলো। এই অনুভূতিটা তার কাছে পরিচিত ছিলো তাই বেশী অবাক হলো না সে। অবাক তো হলো সে তার নতুন চরিত্রে। কারণ সেটার লেভেল ওয়ানে ছিলো, তারপরও এলেক্সের কাছে মনে হচ্ছিলো সে তার সেই শরীর দিয়েই পুরো একটা বোল্ডার ভেঙে ফেলতে পারবে এক পান্সেই।
-> এটা কোন ডিম্যান প্রিন্স হবে? (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।