#Demon_King#
পর্ব:১১৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের রয়েল প্যালেসের মধ্যে কিং হোমস এর আয়োজিত পার্টির ড্যান্স পারফরম্যান্স শেষ হয়েছে। এবার বিশাল রুমের মধ্যে থাকা সকল টেবিলের পাশের চেয়ার গুলোতে সবাই এক এক করে বসে পরলো। নামি-দামী নোবেল যাদের একে অপরের সাথে ভালো সম্পর্কে তারা অনেকে এক সাথে বসেছে। আবার অনেক প্রভাবশালী পরিবার আছে যাদের সাথে বসতে কারো সাহস না হওয়ার কারণে তারা আলাদা বসেছে। একাডেমির স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা করা হয়েছে। কারণ তারা সকলেই কিং হোমস এর সাথে ডিনার করবে। যেটা রুমে থাকা বাকি সকলের জন্যই একটা ঈর্শাজনক ব্যাপার ছিলো। ড্যান্স শেষ হওয়ার সাথে সাথেই প্রায় পঞ্চাশজন বাটলার খুব দ্রুত রুমের মাঝ বরাবর একটা বিশাল টেবিলের ব্যবস্থা করেছে। যেগুলোর পাশ দিয়ে চেয়ার সাজাতেও তাদের বেশী সময় লাগলো না। সুন্দর রঙিন কাপড় দিয়ে টেবিল গুলোকে সাজানো, ফুলের পাত্র এবং সেগুলো ফুল, খাবারের বাসন এবং পানীয়জল সব কিছু মুহুর্তের মধ্যেই স্পেস রিং এর মধ্য থেকে বের করে সাজিয়ে দিলো বাটলার গণ। তাদের কাজ এতোটাই নিখুঁত ছিলো যে সবাই একসাথেই শুরু এবং শেষ করেছে। স্টুডেন্ট সহ সকল নোবেল ব্যক্তি তাদের ঠিক করা চেয়ারের সামনে দাঁড়ালো। এই সময়ে কিং একটা লেকচার দিয়ে প্রথমে তার আসন গ্রহন করবে তারপর বাকিরা আসন গ্রহন করবে।
-> এখানে আমাদের কিংডমের উপস্থিত সকল ব্যক্তিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের পার্টির আয়োজন করার উদ্দেশ্য মোট দুটো ছিলো। প্রথমত আমাদের কিংডমের ভবিষ্যৎ প্রজন্মকে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় করানো আমার উদ্দেশ্য ছিলো। তাছাড়াও আমাদের তিন রাজ্যের সাথে এখন একটা শান্তি চুক্তি হয়েছে, যার মধ্যে আরো একটা চুক্তি সাক্ষরিত হয়েছে। এখন থেকে প্রতি পাঁচ বছর অন্তর একটা টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে যেটার নাম একাডেমির মতো মনে হলেও এটা তিন কিংডমের রয়েল পরিবার এবং তিন কিংডমের একাডেমি দ্বারা নিয়ন্ত্রিত হবে। একাডেমির সেরা স্টুডেন্ট এবং ব্লু কিংডমের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই পার্টিতে ইনভাইট করার দ্বিতীয় কারণ এই জয়েন্ট টুর্নামেন্ট যেখানে তিন কিংডমের শক্তিশালী স্টুডেন্ট অংশ নিতে পারবে। অবশ্য আরো কিছু নিয়ম কানুন রয়েছে যা এখন আমি সবাইকে জানাতে পারছি না। তবে সময় হলে সবাই সেটা জানতে পারবে। পার্টিতে সবাই ইনভাইট করার আমার আজকের মূল উদ্দেশ্য হলো, যেভাবেই হোক আমাদের জিততে হবে। জেতার জন্য যত কিছুর প্রয়োজন হবে তা রয়েল পরিবার একাডেমিকে দান করবে। তাই একাডেমি এবং তার স্টুডেন্টদের ব্লু কিংডমের সম্মান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। (কিং)
হঠাৎ কিং হোমস এর এনাউন্সমেন্টে সবাই অবাক হয়ে গেলো। যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হয়েছে এবং আরো পাঁচ বছর সময় ছিলো আরেকটা শুরু হতে, তাই এর মাঝে তিন কিংডম মিলে যে একটা টুর্নামেন্টের আয়োজন করবে এটা কারো ধারণার ভিতরে ছিলো না। অবশ্য ব্লু কিংডমের কিছু নোবেল ব্যক্তি রয়েছে যারা একাডেমির টুর্নামেন্টের ফাইনাল দিনে ভিআইপি রুমের মধ্যে থাকার সুযোগ পেয়েছিলো তারা এই ব্যাপারটা সম্পর্কে সেদিন থেকেই জানে। আর তাইতো তাদের পরিবারের সন্তানদের সেদিন থেকেই প্রস্তুতি দিতে শুরু করেছে এই জয়েন্ট টুর্নামেন্টের জন্য।
কিং এর কথা শেষ হওয়ার শেষে তিনিও আসন নিলেন সবচেয়ে দামী এবং উজ্জ্বল একটা আসনে। কিং তার আসন নেওয়ার পর পরই বাকিরা এক এক করে বসতে শুরু করলো। প্যালেসের মধ্য থেকে শত শত রয়েল মেইড রুমে প্রবেশ করলো। তাদের সবার সামনেই মাঝারি আকারের কাঠের যানের মতো কিছু একটা, যার মধ্যে শত শত রকমের খাবার ছিলো। প্রতিটা মেইড তাদের সামনে থাকা খাবার গুলো বিভিন্ন টেবিল গুলোতে সাজাতে শুরু করলো। তাদের সাজানো হয়ে গেলে প্রথমে কিং তার ওয়াইনের গ্লাস তুলে এক চুমুক পান করলো। এরপর আস্তে আস্তে সবাই খাবার শুরু করলো।
সবাই নিজেদের খাবার উপভোগ করলেও সেখানে শুধুমাত্র একজনের অভাব ছিলো। আর সেটা হলো এলেক্স। যে এখনো বেলকনির এক কোনায় দাঁড়িয়ে আছে। সে জানেই না তার অবর্তমানে সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে।
❝ভিতরে হঠাৎ এতো নিরবতা হয়ে গেলো কেনো? পার্টি কি তাহলে শেষ?❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্স এবার বেলকনিতে এসে নিজেকে অন্য সবার আড়াল থেকে লুকানোর জন্য তার চারিদিক দিয়ে এনার্জি চ্যানেল করেছে। যেহেতু এলেক্সের ডার্ক এট্রিবিউট রয়েছে তাই সে খুব সহজেই নিজের চারপাশে জায়গাকে অন্ধকার বানিয়ে দিতে পেরেছিলো। আর এজন্যই দূর থেকে সবার মনে হচ্ছে সেখানে অন্ধকার ছাড়া আর কিছু বা কেউ নেই। যেহেতু এখন ভিতরে সবাই নিশ্চুপ ছিলো তাই এলেক্স দেখার জন্য ভিতরে প্রবেশ করলো। যেখানে প্রবেশের পর সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো। সবাই খাবার খাচ্ছিলো, কিন্তু হঠাৎ এলেক্সের ভিতরে প্রবেশ দেখে তারা খাওয়া বাদ রেখে কড়া চোখে এলেক্সের দিকে তাকিয়ে আছে।
এলেক্স এখানে কিছু বলতে চাচ্ছিলো, কিন্তু কিছু বলার পূর্বে তার খাবার খেতে হবে। আর খাবার খাওয়ার জন্য তাকে বসতে হবে। তাই সে কোনো কথা না বলে সকল স্টুডেন্টরা যেখানে বসেছে সেখানে গিয়ে বসার সিদ্ধান্ত নিলো। হেঁটে এলেক্স সেদিকেই যাচ্ছিলো, তবে তার সামনের পথ আঁটকে দিলো দুজন ব্যক্তি। এলেক্স ভালো করে তাদের দিকে একবার তাকালো। দুজনের সাথে পূর্বেও এলেক্সের দেখা হয়েছিলো।
-> প্রিন্সেস! (এলেক্স)
স্টুডেন্টরা যেখানে বসেছে সেখানে কিং এর বাম পাশের একটা সিট শুধু ফাকা ছিলো। যেখানে এলেক্স গিয়ে বসতে চাচ্ছিলো। পাশের টেবিলে দুই প্রিন্সেস, ডিউক কন্যা হেয়া, ডিউক পুত্র স্যাম এবং প্রিন্স হ্যারি বসেছিলো। সাধারণত সম্পর্কে তারা সবাই ভাই বোন হওয়ার কারণে এবং ডিউক এবং রয়েল ব্লাড হওয়ার কারণে এক টেবিলে অবস্থান করতে পেরেছিলো। সেই টেবিলে তাদের সাথে অন্য কারো বসার অধিকার ছিলো না। তবে যদি প্রিন্সেস, প্রিন্স বা ডিউক সন্তান যদি অন্য কাউকে ইনভাইট করে তাহলে আবার অন্য কথা। এতো বড় একটা পার্টিতে তারা ইনভাইট করবে এরকম কাউকেই পাওয়া অসম্ভব। বিশেষ করে অন্য কিংডমের একটা প্রিন্স পার্টিতে অবস্থান করলেও একজন প্রিন্সেস এর তরফ থেকে ইনভাইট প্রাপ্তিটা অনেকটা ভাগ্যের ব্যাপারই। সবাই মনে করেছিলো প্রিন্সেস ইনভাইট করবে এলেক্সকে। তাই সবার নজর তাদের দিকেই ছিলো।
-> এলেক্স, ক্রাউন প্রিন্সের বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার মনে হয় তোমাকে তোমার ফ্রেন্ডের সাথেই ডিনার করা উচিত। (প্রিন্সেস)
দুটো প্রিন্সেস একসাথে কথাটা বলে উঠলো। সবাই মনে করেছিলো প্রিন্সেস পারশোনাল ভাবে এলেক্সকে ইনভাইটেশন দিবে একসাথে ডিনারের। যেটা করলে অনেক নোবেল পরিবারের শত্রুই হয়ে যেতো এলেক্স। কারণ তাতে এলেক্স দুই প্রিন্সেসের সাথে ক্লোজ হয়ে যেতো এবং একটা ড্রাগন ফ্যামিলিয়ার থাকার সুবাধে এক সময় হয়তো একটা প্রিন্সেসকে বিয়ে করার মতোও স্ট্যাটাস তার হয়ে যেতো। তবে প্রিন্সেস ক্রাউন প্রিন্সের সুবাধে এলেক্সকে ইনভাইট করার কারণে সকল নোবেলই কিছুটা নিশ্চিন্ত হলো যারা প্রিন্সেসকে নিজের পরিবারে বিয়ে দেওয়ার কথা ভেবে যাচ্ছে তারা। তবে এখানে চিন্তা কমার কোনো বিষয় ছিলো না। যেহেতু পাবলিকের কাছে অফিসিয়াল ভাবে টুইন প্রিন্সেস প্রকাশ করে দিয়েছে যে এলেক্স ক্রাউন প্রিন্সের বেস্ট ফ্রেন্ড এর মানে কোনো ব্যক্তি এলেক্সকে কিছু করতে আসলে অবশ্যই প্রথমে রয়েল পরিবারের কথা চিন্তা করতে হবে। অনেক টেবিলে চুপিচুপি কথা শুরু হচ্ছে।
-> আমি ভেবেছিলাম ছেলেটাকে আমার পরিবারের ম্যাজিসিয়ান হিসেবে নিয়োগ দিবো। কিন্তু কিং মনে হয় তাকে নিয়ে প্লান করেই রেখেছে।
-> করবেই না কেনো? ছেলেটার বয়সই কত এখন? বারো কিংবা তেরো, এই বয়সে তার কাছে একটা ডিভাইন বিস্ট রয়েছে যেটার সাহায্যে সে ডিউকের ছেলের সাথে সমান ভাবে ফাইট করতে পারে। আরো কিছু সময় পরে তো পুরো একটা মনস্টারে পরিণত হবে এই ছেলে।
-> আমার মনে হয় রয়েল প্যালেসে থাকলেই ছেলেটা অনেক শক্তিশালী হতে পারবে আমাদের পরিবারে থাকার চেয়ে। কারণ প্যালেসের রিসোর্স তুলনামূলক বেশী। তাছাড়া আমার মনে হয় এই আমাদের কিং বুঝতে পেরেছে এই ছেলেই একদিন এমন একজন ব্যক্তিতে পরিণত হবে যার কারণে আর আমাদের সিকরেট কিংডমের মনস্টারদের ভয় করতে হবে না।
-> এখনো আমাদের সুযোগ হাত ছাড়া হয় নি। আমরা রয়েল পরিবারের মতো সুযোগ দিতে পারবো না তাকে, তাই সে রয়েল পরিবারের সাপোর্টেই শক্তিশালী হোক। কিন্তু এই বলে এই নয় যে আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক তৈরী করতে পারবো না।
-> হ্যাঁ, এটা অনেক ভালো বুদ্ধি। আমি শুনেছি ছেলেটার বাবা টাওয়ারের বাইরের একটা ছোট কিংডমের একজন সামান্য এস র্যাংক হান্টার। তাই তার মন জয়ী করা হয়তো আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না।
-> তোমরা সবাই পরে থাকো একজনকে নিয়ে। পরে দেখবে কিছুই মিলবে না। আমার কোনো মেয়ে নেই তাই আমি তার আশা ছেড়ে দিয়েছি। কিন্তু একটু মার্কুইস হওয়ার ফলে আমি আমার ছেলের জন্য একজন পারফেক্ট মেয়ে খুঁজে পেয়েছি।
-> যদি ফিনিক্স মেয়েটার কথা ভেবে থাকো, তাহলে ভুলে যাও। সে উয়েক্সকুলের কন্যা, যে উয়েক্সকুল এক সময়ে টাওয়ারের সবচেয়ে শক্তিশালী টিমের সদস্য ছিলো।
-> হোক সে উয়েক্সকুলের কন্যা, সেটা বড় কথা নয়। বড় কথা হলো সে একজন মেয়ে। এবং এক সময়ে ভালো একজন ছেলে দেখে তাকে বিয়ে দিতেই হবে উয়েক্সকুলকে। আর আমার মনে হয় না আমার ছেলের মতো ভালো কোনো ছেলে এই ওয়ার্ল্ডে আছে।
-> কিন্তু মার্কুইস আপনার ছেলে না মাত্র সেদিন জন্ম নিলো। তার বয়স তো দশদিনও হওয়ার কথা না।
-> কথার মাঝে কথা বলো কেনো ভাই।
সকল নোবেল একে অপরের সাথে কথা নিয়ে ব্যস্ত। আর এদিকে এলেক্স প্রিন্সেস এর কথা না ফেলে দিয়ে তাদের সাথে বসে পরলো। একজন ওয়েটার আরো একটা চেয়ারের ব্যবস্থা করার কারণে এলেক্স হ্যারি এবং ছোট প্রিন্সেস এর মাঝে বসে পরলো। তার অপরদিকে ছিলো স্যাম এবং হেয়া। স্যাম লজ্জায় এলেক্সের চোখে তাকাতে পারছিলো না। যদিও সে লজ্জা পাচ্ছে তারপরও সে এলেক্সের সাথে ফাইট করার পর থেকে এলেক্সকে সম্মানও করে অনেকটা। তাই সে কিছু বলছে না এখানে। এলেক্স তাদের কোনো কিছুতে নজর দিলো না। আজ অনেকদিন হয়েছে এলেক্স পেট ভরপুর খাবার খায় না। আজকে সেন্স ফেরত পেয়েও তেমন কিছুই খেতে পারে নি। আর এখন তো তার চোখের সামনে শত শত টাইপের খাবার ছিলো।
-> এলেক্স, তোমার সাথে সেই পার্টি শুরু হওয়ার প্রথম থেকেই কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু তোমাকে খুজেই পাওয়া যাচ্ছিলো না কোথায়, আর যখন পাচ্ছিলাম তখন তুমি মেয়েদের ভীড়ে ছিলে, তাই কথা হয়ে উঠে নি। (হ্যারি)
হ্যারির কথায় কোনো উত্তর না দিয়েই এলেক্স একের পর এক চিকেন লেগপিছ খেয়েই যাচ্ছে।
❝আমার মনে হচ্ছে এবারো এলেক্স কিছু বলবে না। তাই ওকে ওর মতো খেতে দেওয়া যাক। কিন্তু এটাকে কিরকম খাওয়া বলা যায়?❞ (হ্যারি ভাবছে)
পার্টির মধ্যে সবাই মোট তিন ধরনের স্পুন(চামচ) ব্যবহার করে তাদের খাবার খাচ্ছিলো। রাইস জাতীয় খাবার খাওয়ার জন্য চা চামচ, মাংস জাতীয় খাবারকে কাটার জন্য ছুরি চামচ এবং মাঝারি আকারে টুকরো খাবারকে খাওয়ার জন্য কাটা চামচ ব্যবহার করছে। তবে এলেক্সের এতোটা ক্ষুধা লেগেছে যে সে ভুলেই গিয়েছে সে অন্য একটা ওয়ার্ল্ডে আছে এমনকি সেই ওয়ার্ল্ডের একজন কিং এর সামনে বসে ডিনার করছে। এলেক্স একের পর এক খাবার তার মুখে পুরে দিয়ে যাচ্ছে যেহেতু তার কোরে এনার্জি ফুল ছিলো না তাই এলেক্সের "কনজিউমার" টাইটেলের কারণে এলেক্সের খাওয়া সকল খাবারই সাথে সাথে তাকে কিছুটা এনার্জি প্রদান করছিলো। এ কারণে তার খাবারের স্পিডটাও বেশী বৃদ্ধি পাচ্ছিলো।
টেবিলের সব খাবার একাই শেষ করে বিশাল একটা শব্দ করে এলেক্স পুরো রুম কাঁপিয়ে দিলো। মুখ থেকে অনেক জোড়ালো শব্দে ঢেকুর বের হলো এলেক্সের যা আবারো সবার নজর এলেক্সের দিকে নিয়ে আসলো। অবশ্য এখানে এলেক্সের কি করার, সে ছোট থেকে এভাবেই খাবার খেয়েছে। মানে পূর্বের ওয়ার্ল্ডে, আবার এই ওয়ার্ল্ডে সে যে সময় অবস্থান করেছে তখনো তার বাবা-মা কমনারের মতো বাস করার কারণে নোবেলদের মতো ব্যবহার সে শিখতে পারে নি। তাই সব সময় সব নোবেলদের মতো ব্যবহার করা তার জন্য সম্ভব নয়। যায়হোক বড় বড় নোবেলরা এটাকে তেমন কিছু মনে করলো না। কারণ এলেক্স যেহেতু একজন কমনার তাই তার নোবেলদের নিয়মকানুন নাই জানা থাকতে পারে। তবে তার জায়গায় এখানে অন্য কোনো কমনার হলে হয়তো রুম থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হতো আবার হয়তো তার পুরো পরিবারকে টাওয়ার থেকে বের করেও দেওয়া হতো কিং কে অসম্মান করার কারণে। তবে যেহেতু এলেক্সের পরিচয় এখানে ক্রাউন প্রিন্সের বেস্ট ফ্রেন্ড হিসেবে দেওয়া হয়েছে এবং তার কাছে এখন কিংডমের সবচেয়ে শক্তিশালী ডিভাইন বিস্ট গুলোর মধ্যে একটা রয়েছে, তাই কেউ এই বিষয়ে কিছু বলতে পারলো না।
ব্লু কিংডমের কিং, হোমস তার আসনে বসে মৃদু হাসছিলো। তার হাসার পিছনের কি কারণ ছিলো সেটা সবার অজানা, কারণ কেউ সেটা লক্ষও করে নি। কিং এখানে শুধু একগ্লাস ওয়াইন ব্যতীত আর কিছু পান কিংবা খেলেন না। আর এই ডিনারের মাধ্যমেই উক্ত পার্টি শেষ হয়ে গিয়েছে। যেখানে বেশ কয়েকজন স্টুডেন্টই অন্যান্য পরিবারের অফার পেয়েছেন। যেসকল স্টুডেন্ট অফার পেয়েছে তারা একাডেমি থেকে গ্রাজুয়েট করে বের হওয়ার সাথে সাথে সেসব পরিবারের সাথে কিংবা এখন থেকেই পার্ট টাইম ভাবে তাদের সাথে কাজ করতে পারবে এবং একই সময়ে একাডেমিতে পড়তে পারবে। তবে তারা কি করবে সেটা তাদের উপরে নির্ভর করবে। যাইহোক আসল বিষয়ে আসা যাক,
পার্টি শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গিয়েছে। আর এতো রাতে একাডেমির প্রিন্সিপাল কোনো স্টুডেন্টকেই ক্যারেজে করে প্যালেসে যাওয়ার অনুমতি দিলেন না। যেহেতু প্যালেসের মধ্যে টেলিপোর্টেশন আটকানোর একটা আইটেম রয়েছে তাই যে কেউ চাইলেই এখানে টেলিপোর্টের সাহায্যে আসতে বা যেতে পারবে না। প্যালেস থেকে টেলিপোর্টেশন ব্যবহারের জন্য বিশাল বড় একটা প্লাটফর্ম রয়েছে একটা গার্ডেনের মধ্যে। যেটা ব্যবহার করে রয়েল পরিবার জায়গা স্থানান্তর করে। সকল স্টুডেন্টকে নিয়ে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সেদিকেই গেলেন।
-> কিছু কাজের কারণে প্রিন্স হ্যারি এবং ডিউক পুত্র স্যাম আমাদের সাথে যেতে পারছে না। আর তাদের দুজন ব্যতীত আমরা এখানে একশতজন আছি। কেউ লাইন থেকে বের হবে না। যেহেতু এটা অনেক বড় একটা ডিভাইস, তাই সবাই ভিতরে সাবধানে দাঁড়াবে। আমার স্পেস টেলিপোর্টেশন টা একদম এটার থেকে ভিন্ন, তাই প্রথম বার সবার মাথা একটু ঘুরতে পারে। তবে একবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলে সব ঠিক হয়ে যাবে। (প্রিন্সিপাল)
বিশাল গোল সার্কেলের মতো একটা জায়গা। যার আশে পাশে বেশ কিছু অদ্ভুদ ভাষায় কিছু একটা লেখা আছে। অবশ্য সেটা সম্পর্কে কেউই কিছু জানে না। লেখা গুলো ম্যাজিক স্টোনের মতো কিছু একটার গায়ে লেখা ছিলো। যেটাই মূলত এই ডিভাইসের মূল ফ্রেম। সবাই ভিতরে দাঁড়ানোর পর প্যালেসের একজন ম্যাজিসিয়ান টেলিপোর্টেশন ডিভাইসটা চালু করে দিলো তার নিজের মানা এনার্জি দিয়ে। আর সাথে সাথে সকল ম্যাজিক স্টোন গুলো আলোকিত হয়ে গেলো। উজ্জ্বল আলো উজ্জীবিত হয়ে সেটা সবাইকে সেই জায়গা থেকে টেলিপোর্ট করে একাডেমিতে নিয়ে আসলো। এবার শিক্ষকের আদেশে সবাই যে যার ডোর্মের মধ্যে চলে গেলো। শুধু মাত্র প্রিন্সিপাল এলেক্সের নাম ডেকে তাকে উক্ত জায়গায় দাঁড় করিয়ে রাখলো।
-> এলেক্স? (প্রিন্সিপাল)
-> জ্বী প্রিন্সিপাল! (এলেক্স)
-> আজকে তোমার ব্যবহারটা মোটেও ঠিক হয় নি। যেটা কিন্তু অনেক নোবেলকে ইতিমধ্যেই তোমার বিরোধিতা করে ফেলেছে। (প্রিন্সিপাল)
এলেক্স প্রিন্সিপালের কথা শুনে চুপ রইলো।
-> আমি তোমাকে প্রথম থেকেই ফলো করে এসেছি। এবং তোমাকে শক্তিশালী করার দায়িত্ব আমার। কিন্তু এই বলে এই নয় যে এখন থেকেই তোমার শত্র তৈরী করে ফেলবো আমি। তাই আপাতোতো জয়েন্ট একাডেমির সাথে ফাইট হওয়ার পূর্ব পর্যন্ত আমি চাচ্ছি তুমি একাডেমির অন্য কোনো স্টুডেন্টের সাথে সাক্ষাৎ না করো। শুধু স্টুডেন্ট নয়, এমনকি কোনো শিক্ষকের সাথেও তোমাকে সাক্ষাৎ করতে হবে না। (প্রিন্সিপাল)
এলেক্স বুঝতে পারছিলো না ভালো করে প্রিন্সিপাল আসলে এখানে কি বোঝাতে চাচ্ছিলো। কিন্তু সে বোঝার ভান করে চুপ করে রইলো। আজ প্রথম তার সাথে একাডেমির স্বয়ং প্রিন্সিপাল কথা বলছে। আর তাদের প্রথম কথা এলেক্সের সুরক্ষা নিয়ে হচ্ছিলো। যা এলেক্সকে একটু সারপ্রাইজ তো করেছেই, কিন্তু সেটা তার মুখে দেখা যাচ্ছে না।
-> তুমি ছোট এজন্য হয়তো বুঝতে পারবে না। আর যেহেতু তোমার পরিবার কমনার এজন্য আরো বুঝতে পারবে না। নোবেলরা একদম সিম্পল না। তাদের ভিতরে অনেক ভেজাল রয়েছে। মানুষের সামনে ভালো মানুষ হওয়ার জন্য তার সব কিছু করতে রাজি আছে। কিন্তু ভিতরের দিক দিয়ে ক্ষমতাকে পাওয়ার জন্য তারা স্বয়ং কিংকে পর্যন্ত ধোঁকা দিতে রাজি। একাডেমির প্রিন্সিপাল হিসেবে প্রতিটা স্টুডেন্টকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। (প্রিন্সিপাল)
-> প্রিন্সিপাল স্যার, আমাকে নিরাপদ এবং সকল কিছুর থেকে দূরে রাখতে চাইলে আমি পরামর্শ দিবো বেশ কিছু ড্যানজনে প্রবেশের অনুমতি দিন আমাকে। তাতে আমি নিরাপদ তো থাকবোই, সেই সাথে দ্রুত শক্তিশালীও হতে পারবো। (এলেক্স)
এলেক্স পুরো কনফিডেন্স নিয়ে কথাটা বললো। প্রিন্সিপাল চাঁদের আলোতে এলেক্সের উজ্জ্বল চোখ দুটো দেখে নিজের প্লান সম্পর্কে মনে পরলো।
❝তিন কিংডমের চুক্তি আপাতোতো শুধু নামেই। যদি সামনের জয়েন্ট টুর্নামেন্টে কিছু একটা হয়ে যায় তাহলে আমার মনে হয় এবার তিন কিংডমের সাথেই যুদ্ধ শুরু হবে। আর সেই অবস্থায় আমাদের কাছে বেশ কিছু অস্ত্র থাকবে। কিন্তু সকল অস্ত্রের থেকে বড় অস্ত্র আমার কাছে রয়েছে। যদি এলেক্সকে আমি সেই সময়ের পূর্বে যুদ্ধে দাঁড় করানোর মতো শক্তিশালী করতে পারি তাহলেই বিজয় আমাদের নিশ্চিত। তখন শুধু টাওয়ারে রাজ করবে একটাই কিংডম। হাহাহাহা❞ (প্রিন্সিপাল ভাবছে)
এলেক্সের আইডিয়াটা খারাপ লাগলো না প্রিন্সিপালের। এলেক্স একাডেমিতে প্রবেশ করে একাই E র্যাংক ড্যানজন ক্লিয়ার করেছে এটা সম্পর্কে প্রিন্সিপাল খুব ভালো করেই জানে। তাই আরো কয়েকটা ক্লিয়ার করতে দিলে প্রিন্সিপাল কোনো সমস্যা দেখছে না। একটা লাল রঙের কার্ড বের করে দিলো প্রিন্সিপাল এলেক্সকে।
-> এটাকে ড্যানজন এক্সেস কার্ড বলে। এটা কারো হাতে থাকলে সে একাডেমির কাছে থাকা যেকোনো ড্যানজনের মধ্যে প্রবেশ করতে পারবে। এমনকি তোমাকে এটা কোনো কার্ডকেও দেখাতে হবে না। যদি পারো তাহলে চুপিচুপি যে ড্যানজন পছন্দ হয় সেটার মধ্যে প্রবেশ করবে। যদি কখনো কোনো গার্ড তোমার সামনে পরে তাহলে এটা দেখালেই হবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইটেম পেয়ে এলেক্স সেখান থেকে বিদায় নিলো। মূলত তার গন্তব্য স্থান হওয়ার কথা ছিলো শিক্ষকদের ডোমের সেই রুমের মধ্যে। কারণ প্রিন্সিপাল শেষে বলে দিয়েছে আজকের মতো রেস্ট নিয়ে গতকাল রওনা দিতে। কিন্তু এলেক্স কি সেটা শুনে।
❝নিজের পাওয়ার লুকিয়ে রাখার মধ্যেও কিছু সুবিধা রয়েছে আবার সেটা অন্যদের দেখানোর মধ্যেও কিছু সুবিধা রয়েছে। যাক আমার লেভেল অনেকদিন হলো একই জায়গায় আটকা পরে আছে। এখন এই সুযোগে আমি আবারো লেভেল আপ করতে পারবো।❞ (এলেক্স ভাবছে)
* * *
To Be Continued
* * *
আরো কিছুটা বড় করতে চেয়েছিলাম। কিন্তু এখনো ভাবতে পারে নি সামনে কি লেখবো। তাই আজ এই পর্যন্তই থাক।🥰 আগামী পর্বে দেখি এলেক্সের ড্যানজন ফাইট নিয়ে আসা যায় কিনা।🤗