#Demon_King#
পর্ব:১১৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের রয়েল প্যালেসের মধ্যে বিশাল একটা রুমের মধ্যে কিংডমের কিং একটা পার্টির ব্যবস্থা করেছে। যে পার্টির মধ্যে ব্লু কিংডমের ব্যারন, ভিসকাউন্ট, কাউন্ট, মার্কুইস এবং ডিউকের পরিবার গুলো থেকে তিন জন করে অংশ নিয়েছে। এছাড়াও কিংডমের অন্যান্য গুরুত্বপূর্ণ নোবেল এমনকি বেশ কিছু কমনার পরিবারও এই পার্টিতে অংশ নিয়েছে। তাছাড়া প্রভাব শালী বেশ কিছু হান্টার রয়েছে যাদের পরিবার থেকেও তিনজন করে এই পার্টিতে অংশ নিয়েছে। পার্টিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকলেও প্রায় সকলের চোখ একজনের দিকেই যাচ্ছিলো। আর সে ব্যক্তি হলো এলেক্স। প্রথম প্রথম প্রায় অনেকেই এলেক্সকে চিনতে পারে নি। তাই সবাই তাকে কোনো নোবেল পরিবারের সদস্য হিসেবেই মেনে নিচ্ছিলো। তবে একে অপরের কথার মাধ্যমে এলেক্সের পরিচয়টা বের হতে সময় লাগলো না।
-> তাহলে এটাই সেই ছেলে যার একটা ড্রাগন ফ্যামিলিয়ার রয়েছে।
-> তাহলে এই ছেলেই শেষ পর্যন্ত ডিউকের পুত্রের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলো।
-> দেখতে তো বেশ সুন্দর। আমার মনে হয় আমার পরিবারের জন্য ভালোই চয়েজ হবে।
-> স্বপ্ন দেখা বাদ দাও ব্যারন। যেহেতু এই ছেলের ফ্যামিলিয়ার একটা ডিভাইন বিস্ট তাই রয়েল পরিবার না হলেও ডিউকের পরিবারে চলে যেতে পারে। আর সেটাও না হলে মার্কুইস তো লাইনে আছেই।
-> তাছাড়া নামকরা বেশ কিছু হান্টার ফ্যামিলিও এখানে আছে। যারাও তাদের নজর এই ছেলের দিকে রাখছে। তাই মনে হয় না আমাদের কোনো লাভ হবে।
-> চেষ্টা করলে দোষ কোথায়। এমনিতেও তার বয়সী একটা মেয়ে রয়েছে আমার। দরকার পরলে সম্পর্ক তৈরী করে নিবো।
-> হ্যাঁ হ্যাঁ, ছেলেটা তো এখনো বাচ্চা। তাছাড়া আমি শুনেছি একটা কমনার ফ্যামিলির ছেলে। তাই প্রথম প্রথম কোনো নোবেল পরিবারের কেউ তার মেয়ের সাথে সম্পর্ক করার কথা বললে আমার মনে হয় না সে মানা করবে। কারণ সকল কমনারই নোবেল হওয়ার স্বপ্ন দেখে।
-> তাহলে দেখা যাক আমাদের মধ্যে থেকে কার রিকুয়েষ্টে রাজি হয় ছেলেটা।
কয়েকজন ব্যারন, ভিসকাউন্ট, কাউন্ট এবং একজন মার্কুইস উক্ত কথা গুলো বলছিলো। এই পার্টিটা শুধু মাত্র আনন্দ করার জন্য ছিলো না। বরং এই পার্টির মাঝে প্রতিটা নোবেল পরিবার কিছু ট্যালেন্টেড ব্যক্তিদের নিজের পরিবারে যুক্ত করার সুযোগ পায়। হোক সেটা মিউচুয়াল কন্ট্রাক কিংবা বৈবাহিক কন্ট্রাকের মাধ্যমে। অনেকের মনে প্রশ্ন হতে পারে এখানে সবাই তো প্রায় নোবেল তাহলে তাদের কেনো অন্য পরিবারের হয়ে কাজ করতে হবে। তাদেরকে একটু ক্লিয়ার করে বলে দি। সবচেয়ে নিচু টাইটেলের নোবেল হলো একজন ব্যারন। যার পরিবারের আর্থিক অবস্থা ১০০ জন সাধারণ কমনারের থেকে উন্নত। তাই বলে এমন নয় যে তারা অনেক বড়লোক ব্যক্তি। নোবেল হওয়ার কারণে যেসব পন্য ব্যবহার করে সেসবের মূল্যও অনেক বেশী। তাই বছর শেষে তাদের কাছে তেমন অর্থ থাকে না। অন্যদিকে একটা ভিসকাউন্টের আর্থিক অবস্থা প্রায় ১০ জন ব্যারনের থেকেও অনেক ভালো থাকে। তাই তার পরিবারকে তেমন আর্থিক অবস্থা নিয়ে ভাবতে হয় না। এরকম উপরের টাইটেলের নোবেল পরিবার গুলোর পাওয়ার এবং আর্থিক অবস্থা অনেক গুন ভালো নিচের পরিবার গুলো থেকে। তাই অনেক সময় নিচু টাইটেলের ব্যক্তিরা উচু টাইটেলের পরিবারে চাকরির জন্য এপ্লাই করে থাকে। অবশ্য অবস্থা একদম খারাপ না হলে কেউ সেটা করে না। আর সম্মান রক্ষা করার জন্য তাদের জন্য এইসব পার্টিই অনেক ভালো একটা জায়গা। যেখানে উঁচু নোবেল পরিবারের প্রধান ব্যক্তিরা নিচু নোবেল পরিবারের ট্যালেন্টেড ব্যক্তিদের নিজের পরিবারে কাজ করার জন্য নিয়োগ দিতে চাই বা অনেক সময় দেখা যায় বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চাই। বেশীর ভাগ সময় যদি কোনো নিচু নোবেল পরিবারের ক্ষমতা বা অর্থ বেশী হয়ে যায় তাহলেই তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার প্রচেষ্টা বেশী করা হয়। বৈবাহিক সম্পর্ক বলতে, ধরা যাক একটা ব্যারণের অনেক সুন্দর একটা মেয়ে আছে। সাধারণত তার বিয়ে আরেকটা ব্যারনের ছেলে কিংবা বেশী হলে কোনো কাউন্টের ছেলের সাথে বিয়ে হতে পারে। কিন্তু যদি সেই ব্যারনের পাওয়ার এবং আর্থিক অবস্থা দুটোর একটা অনেক ভালো থাকে তাহলে ডিউক এমনকি কোনো এক প্রিন্সের সাথেও তার মেয়ের বিয়ে হতে পারে। আর একজন ব্যারনের মেয়ের বিয়ে যদি রাজ্যের প্রিন্সের সাথে হয় তাহলে অবশ্যই সে আর ব্যারন থাকবে না। বরং পুরষ্কার হিসেবে আরো এক বা দুই ধাপ উপরে টাইটেল লাভ করবে। এভাবেই নোবেলদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। যেটায় মূলত বেশীরভাগ সময়ই ভালোবাসা থাকে না।
এলেক্সের পার্টি এমনিতেই ভালো লাগে না। আর মানুষ তার জন্য যেভাবে তাকিয়ে ছিলো সেটা তো তার পছন্দ হয় না একদমই।
❝এজন্যই আমি এখানে আসতে চাই নি।❞ (এলেক্স ভাবছে)
প্রতিটা স্টুডেন্ট বাকিদের থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে ছিলো। দশটা টিম থেকে মোট একশতজন স্টুডেন্ট এই পার্টিতে অংশ নিয়েছে। যার মধ্যে সকল ছেলেরাই কালো শার্টের উপরে ব্লেজারের মতো একটা পোষাক ও কালো প্যান্ট পরেছে। অন্যদিকে মেয়েরা কালো কালারের গাউন পরে আছে যেটা সবারই একরকম স্টাইলের ছিলো। অবশ্য স্টুডেন্টদের মধ্যে সবাইকে এটা ফলো করতে হচ্ছে হোক সে ডিউকের ছেলে কিংবা মেয়ে হোক। তাই স্যামও একই ধরনের পোষাক পরিধান অবস্থায় ছিলো।
❝আমি এলেক্সের থেকে আমার চোখ সরাতে পারছি না। কিন্তু এখনি কিং আসবে, তাই আমিও আমার জায়গা থেকে সরতে পারছি না।❞ (মাইরা ভাবছিলো)
মাইরা হা করে তাকিয়ে ছিলো এলেক্সের দিকে। এলিন একটু পর পর তাকাচ্ছিলো এলেক্সের দিকে। সে কিছু ভাবছিলো না বা ভাবার সময়ও পাচ্ছিলো না। অন্যদিকে স্নেরা যে এখনি এলেক্সকে গিয়ে একটা হাগ করতে চাচ্ছিলো কিন্তু কষ্ট করে তার জায়গায় দাঁড়িয়ে ছিলো মনের চিন্তাকে ধামাচাপা দিয়ে। বাকি সকল স্টুডেন্টও তার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের মুখগুলো দেখার মতো ছিলো। তাদের মুখ লাল হয়ে আছে। মেয়েরা নিজেদের দুই গালে হাত দিয়ে এলেক্সের দিকে তাকিয়ে ছিলো।
❝শুধু কি আমিই এরকম ভাবছি? আজ এই ছেলেটাকে আসলেই অনেক হ্যান্ডসাম লাগছে।❞
❝আমি আমার লাইফে এতো কিউট কোনো ছেলে দেখে নি। আমার হার্টবিট অস্বাভাবিক হয়ে যাচ্ছে প্রতিবার তার দিকে তাকিয়েই।❞
❝আমার বাবা তো মার্কুইস, তাই ও কি আজ আমার ড্যান্স পার্টনার হবে?❞
❝আমার বাবা যদি ওকে আমার জীবন সঙ্গী বানাতো তাহলে কতটায় না ভালো হতো।❞
সকল মেয়েরা এক এক করে ভাবছিলো বিভিন্ন ভাবনা। অন্যদিকে এলেক্স সেদিকে মনেযোগ দিচ্ছিলো না। তার চার্ম ছিলো না এমিয়াসের মতো। তারপরও নিজের বাবার মতো চেহারা পাওয়ার কারণে মেয়েদের দৌড়ানি তো সে এখনো খাচ্ছে না তেমন। যাইহোক এলেক্স সহ একাডেমির বাকি স্টুডেন্ট গুলো দুই লাইনে দাঁড়িয়ে ছিলো। এক লাইনে ছেলেরা অন্য লাইনে মেয়েরা। মাঝখানে ফাকা ছিলো তাই দুই লাইনই একে অপরের সাথে মুখোমুখি হয়ে আছে। ছেলেরা মেয়েদের দেখতে পাচ্ছে আর মেয়েরা ছেলেদের। তাদের লাইনটা এন্ট্রি গেইটের একটু সামনে থেকেই শুরু হয়েছে। তাদের সেখানে সেভাবে দাড়ানোর কারণ হলো কিংডমের কিংকে সম্মান জানানো। কিং কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে তাই সবাই প্রস্তুত হলো।
প্রথমে এন্ট্রি গেইট থেকে একজন ব্যক্তি প্রবেশ করলো এবং বলতে শুরু করলো।
-> ব্লু কিংডমের কিং, ইউর হাইনেস দ্যা মাইটি কিং হোমস দ্যা সেভেন এর আগমন হচ্ছে। সাথে ইউর হাইনেস দ্যা টুইন বিউটিফুল প্রিন্সেস এবং ইউর হাইনেস দ্যা ক্রাউন প্রিন্সের আগমন হচ্ছে। সবাই তাদের সম্মান জানানোর জন্য প্রস্তুত হন।
কিং এর মেসেঞ্জার প্রথমে ঢুকে সবাইকে জানিয়ে দিলো। এরপরই বেশ কিছু রয়েল নাইট এবং ম্যাজিসিয়ানকে পাশে নিয়ে কিং হোমস প্রবেশ করলো। কিং এর পিছনে দুই প্রিন্সেস এবং ক্রাউন প্রিন্সও ছিলো। এলেক্স মাত্র খেয়াল করলো তাদের সকল স্টুডেন্ট এর মাঝে একজন ব্যক্তি ছিলো না, আর সে হলো হ্যারি। কিংডমের প্রিন্স হওয়ার কারণে তার ব্যাপারটা বাকিদের থেকে আলাদা। তাইতো তাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। কিং আসার সাথে সাথে সবাই তাদের এক হাঁটু ভেঙে বসে কিংকে সম্মান জানালো। যা এলেক্সের পছন্দ না হওয়ার পরও তাকে করতে হলো। কিং কোনো রকম কথা বললো না। সোজা ভিতরে হাঁটতে শুরু করলো। প্রায় শত স্টুডেন্টদের মাঝ দিয়ে কিং হেঁটে পার্টি রুমের একদম মাঝবরাবর গিয়ে দাঁড়ালো। কিছু নাইট এবং ম্যাজিসিয়ান কিং এর চারদিকে গোল হয়ে দাঁড়ালো, যাতে অন্য কোনো ব্যক্তিরা আপাতোতো তার কাছে না যেতে পারে।
-> লেডিস এন্ড জেন্টেলম্যানস, আমি আপনাদের কিং আজকে এই পার্টিটার আয়োজন করেছি আমাদের একাডেমির কিছু বুদ্ধিমান এবং শক্তিশালী স্টুডেন্টদের। যারা আপনাদের সামনেই উপস্থিত আছে। আমি তাদেরকে আমার মন থেকে শুভেচ্ছা জানিয়ে এই পার্টিটা শুরু করছি। (কিং)
কিং হোমস এর ভাষনটা ততটা বড় ছিলো না। কিন্তু যেহেতু সে অফিসিয়াল ভাবে পার্টির আয়োজন শুরু করে দিয়েছে তাই সবাই স্বাভাবিক হয়ে গেলো এবং আস্তে আস্তে গল্প গুজব শুরু করে দিলো। রয়েল প্যালেসের বেশ কিছু বাটলার বিভিন্ন রকমের ড্রিঙ্কস অফার করছিলো। যা প্রায় সবাই পান করছিলো।
এলেক্স পার্টির এক পাশে গিয়ে দাঁড়ালো। তার এরকম পরিবেশ পছন্দ হয় না। তার পাশে আরোহী ছিলো, যে শুধু এলেক্সের দিকে তাকানো ছাড়া কিছুই করতে পারছিলো না। এলেক্সকে সে যে কিছু বলবে সেটাই বলতে পারছিলো না লজ্জার কারণে। তাই এলেক্স একটা গ্লাসে আমের জুস পান করছিলো এবং তাকিয়ে দেখছিলো আড়ালে থেকেই। তখনি রুমের মধ্যে বেশ কিছু ব্যক্তিদের দেখা গেলো যারা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে এসেছে এবং সেটার সাহায্যে একটা ঠান্ডা মিউজিক বাজাচ্ছিলো। এই সময়ে ছেলেরা বিভিন্ন রকম মেয়েদেরকে ড্যান্স করার জন্য অনুরোধ করছিলো এবং মেয়েরা রাজি হয়ে ছেলেদের সাথে এক এক করে ড্যান্স করতে শুরু করলো।
❝আবারো ফালতু একটা জিনিস।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার গ্লাসের জুসটা শেষ করলো। রুমের মধ্যে শত শত টেবিল বসানো ছিলো একটু জায়গা পর পরই। এলেক্স একটার উপরে তার হাতের গ্লাসটা রেখে দিলো এবং সেই রুমের একটা বেলকনির দিকে রওনা দিলো। এসব কোলাহল তার পছন্দ নয় তাই একটা বেলকনির ভিতরে গিয়ে এলেক্স আকাশের দিকে তাকিয়ে রইলো। আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছিলো একসাথে। যার উজ্জ্বল আলো এলেক্সের চোখে এসে লাগছিলো। বেশ কিছুক্ষণ সেটার দিকে হা করে তাকিয়ে থাকার পরেই হঠাৎ একজন এলেক্সের পাশে এসে দাঁড়ালো। দেখার জন্য তাকানোর পরে এলেক্স একটা পরিচিত মুখ দেখতে পারলো।
-> মিস্টার ড্রাগন বয় এখানে কি করছেন?
এলেক্সের পাশে আসা ব্যক্তিটা একজন মেয়ে ছিলো। যার নাম হেয়া। কিংডমের ডিউকের কন্যা এবং স্যামের একমাত্র বোন। যার টিমের সাথে এলেক্সের দুইবার ফাইট হয়েছে। দুইবারই এলেক্স জিতেছে। এই পর্যন্ত এলেক্সের সাথে হেয়ার যতবার দেখা হয়েছিলো তাতে, এলেক্স তার সবচেয়ে কম দামী পোষাকে ছিলো এবং শরীরের প্রতি তেমন যত্ন ছিলো না। তাছাড়া হেয়াকেও তেমন আহামরি লাগতো না। যদিও হেয়ার সৌন্দর্য একজন ডিউকের কন্যা হিসেবে অনেক ছিলো, তারপরও এলেক্সের কাছে সেটা স্বাভাবিকই মনে হতো। কিন্তু আজ হেয়াকে সম্পূর্ণ অন্যরকম লাগছিলো। উজ্জ্বল লাল রঙের একটা গাউনের মতো ড্রেস পরে আছে সে। যেটাতে সে পুরো পার্টির মধ্যে ছেলে মেয়ে উভয়ের নজর কেড়ে নিচ্ছিলো। যদিও তাকে অনেক সুন্দর লাগছিলো তারপরও এলেক্সের কাছে সে আগের মতোই। এলেক্স একবার হেয়ার দিকে তাকিয়ে আবার সামনের দিকে মনোযোগ দিলো। হেয়ার কথায় কোনোরকম উত্তর না দেওয়ার কারণে হেয়া রেগে দাঁত কড়মড় করতে লাগলো। তারপরও নিজের রাগকে কন্ট্রোল করে সে বলতে লাগলো,
-> এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টি। যেখানে আমাদের মতো বয়স্ক সকল ব্যক্তিকেই একবার হলেও একজনের সাথে ড্যান্স করতে হয়। আমি আমার ভাইয়ের সাথে ড্যান্স করতে চেয়েছিলাম। কিন্তু সে তোমার টিমের কোনো এক মেয়ের সাথে ড্যান্স করছে। সবাই বুকিং হয়ে যাওয়ার কারণে আমি তোমার কাছে আসলাম। (হেয়া)
হেয়া অনেক সুন্দর করে কথাটা বললো। এখানে অন্য কোনো ছেলে হেয়ার কথা শুনলে সাথে সাথে নিজের হাত বারিয়ে দিতে ড্যান্স করার জন্য। কিন্তু এলেক্সের তাতে কোনো ইন্টারেস্ট ছিলোই না।
❝প্লিজ রাজি হয়ে যাও। এটা আমার প্রথম কাউকে ড্যান্স পার্টনার হওয়ার জন্য অনুরোধ করা। মাত্র শত শত ছেলে আমাকে প্রপোজ করেছে ড্যান্স করার জন্য। সবাইকে বাদ দিয়ে আমি তোমার কাছে এসেছে। প্লিজ রাজি হয়ে যাও।❞ (হেয়া ভাবছিলো)
এলেক্স সামনের দিকে তাকিয়েই কোল্ড স্বরে একটা উত্তর দিলো,
-> আমার ড্যান্স করা পছন্দ নয়। (এলেক্স)
এলেক্সের কথা শুনেই হেয়া যেনো জমে পাথর হয়ে গেলো। সে আর কি বলবে এলেক্সকে সেটায় বুঝতে পারছিলো না। ঠিক তখনি সেখানে একজন ব্যক্তির আগমন। যাকে দেখার সাথে সাথে হেয়া বলে উঠলো।
-> বাবা তুমি এখানে? (হেয়া)
-> আমি দেখতে এলাম আমার মেয়েটা হঠাৎ পার্টির মধ্য থেকে এখানে কি করতে আসলো। এখানে দেখে মনে হচ্ছে আমার মেয়েটা অনেক হ্যান্ডসাম একটা ড্যান্স পার্টনার পেয়ে গিয়েছে।
কথাটা হেয়ার বাবা মানে ব্লু কিংডমের ডিউক হ্যানিস বলে উঠলো। যাকে পূর্বে এলেক্স ভালো করে দেখে নি। আজ সামনে থেকে দেখতে পেয়ে এলেক্স কিছুটা অবাক হয়েছে। চেহারার দিক দিয়ে তার এবং স্যামের অনেকটা মিল ছিলো, দেখেই বলা যাচ্ছিলো তারা বাবা ছেলে। এলেক্স তার ডান হাত বুকে রেখে হালকা ঝুঁকে ডিউক হ্যানিসকে সম্মান জানালো।
-> এলেক্স ডিউককে সম্মান জানাচ্ছে। (এলেক্স)
এই ওয়ার্ল্ডে কাউকে সম্মান জানানোর জন্য নিজের নাম সহ বলতে হয়। একসাথে গ্রুপ নিয়ে সম্মান জানালে আর সেটা বলতে হয় না। কিং ব্যতীত বাকি নোবেলদের সম্মান জানানোর জন্য এলেক্সের মতো ব্যবহার করতে হয়। আর যদি কেউ উচু টাইটেলের হয় তাহলে তাকে আর নিচু টাইটেলের কাউকে সম্মান জানাতে হয় না।
-> এলেক্স? মনে হচ্ছিলো তুমি আমার একমাত্র মেয়ের সাথে ড্যান্স করতে যাচ্ছিলে। তবে তার প্রথমে আমার একটা প্রশ্ন ছিলো। (হ্যানিস)
ডিউক দূর থেকেই শুনেছে তার মেয়ে এলেক্সকে প্রপোজ করেছে ড্যান্স করার জন্য। কিন্তু এলেক্স সে বিষয়ে আগ্রহ ছিলো না। তাই তো সে এগিয়ে এসেছে তার মেয়েকে একটু সাহায্য করার জন্য। একজন ডিউকের মেয়েকে যদি এলেক্স মানা করে দেই ড্যান্সের কারণে তাহলে সেটার জন্য এলেক্সের জন্যও ভালো হবে না বিষয়টা, আবার ডিউকের সম্মানও থাকবে না। তাই ডিউক তার বুদ্ধি দিয়ে এলেক্সকে একটা প্যাচের মধ্যে ফেলে দিয়েছে। যে কারণে এখন আর সে হেয়াকে মানা করতে পারবে না বরং তাকে যেতেই হবে ড্যান্স করার জন্য।
-> জ্বী স্যার বলুন। (এলেক্স)
-> আমি তোমার রেকর্ড দেখলাম। শুধু আমি না, সবাই তোমার রেকর্ড দেখেছে। এবং আমি সহ সবাই একটা বিষয়ে অনেক কৌতূহল হয়েছি। এই কিংডমে সবারই একটা করে পরিবারের নাম থাকে।কিন্তু তোমার নামে শুধু এলেক্সই কেনো? (হ্যানিস)
ডিউকের কথা শুনে এলেক্স কিছুটা অবাক হয়েছে। কথাটা সত্য। এই ওয়ার্ল্ড কেনো এলেক্সের পূর্বের ওয়ার্ল্ডেও সবার একটা করে ফুল নাম থাকে। যেটা সব জায়গায় ব্যবহার করা হয়। এমন নয় যে এলেক্সেরও নেই। তবে তার ফুল নামটা তারই উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। আবার কিছু কিছু সময় তো মনেই থাকে না। তাই সংক্ষেপে সে এলেক্সই ব্যবহার করে এসেছে সব জায়গায়।
-> স্যার, আমারও ফ্যামিলি নাম রয়েছে। তবে নামটা অনেক বড় হওয়ার কারণে অনেক সময় আমারই সেটা মনে থাকে না। তাই সবার জন্য সহজ করার জন্য আমার বাবার কথা মতো শুধুমাত্র এলেক্স ব্যবহার করা হয়েছে আমার রেকর্ডে। (এলেক্স)
রেকর্ড গুলো অনেকটা সার্টিফিকেট এর মতো, যার মধ্যে একটা ব্যক্তির সকল তথ্য রাখা হয়। এলেক্স মেফাসের একাডেমিতে প্রবেশের পরেই তার প্রথম রেকর্ড তৈরী করা হয়েছিলো যেটা নিয়েই টাওয়ারের বিভিন্ন লোকজন খোঁজ খবর নিচ্ছে এলেক্সের পরিবার সম্পর্কে। কিন্তু এই পর্যন্ত সবাই সব কিছু স্বাভাবিকই পেয়েছে।
-> ও আচ্ছা। আমি তাহলে আমাদের দুই তরুণ-তরুণীদের সময় নষ্ট করলাম আমার লজিকহীন প্রশ্ন দিয়ে। তাহলে তোমরা তোমাদের ড্যান্সে এবার যেতে পারো। (হ্যানিস)
হ্যানিস অনেকটা শুদ্ধভাবে এলেক্সের সাথে কথা বলছিলো। এলেক্স ভিতরে যেতে চাচ্ছিলো না কিন্তু একজন ডিউকের কথাকে অমান্য করা মানে অনেক বড় শাস্তি পেতে হবে। তাই সে কোনো রকম কথা না বলে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। তবে হেয়ার অনেক তাড়া ছিলো। তাই সে তার ডান হাত দিয়ে এলেক্সের বাম হাতের তালু ধরলো এবং বাম হাত দিয়ে নিজের গাউনকে হালকা উঁচু করে দ্রুত রুমের মধ্যে নিয়ে আসলো।
❝আমাকে আরো শক্তিশালী হতে হবে। যাতে একদিন আমি এসব ব্যক্তিদের কথাও অমান্য করতে পারি।❞ (এলেক্স)
এলেক্স ডিউককে দেখে ভয় পাচ্ছিলো না। বরং এলেক্স ভবিষ্যতের কথা ভাবছিলো। সে ভালো করেই জানে একজন নোবেলের খারাপ চোখে আসলে কিরকম পরিস্থিতি হতে পারে। আর সেখানল যদি একজন ডিউকের বিপরীতে পরা যায় তাহলে তো কোনো কিছু করারও সুযোগ থাকে না।এলেক্স একা নয়, তার টিম রয়েছে এমনকি একটা পরিবারও রয়েছে। যাদেরকে কোনো ভাবে কষ্ট দিতে চাচ্ছে না। বিশেষ করে নিজের কোনো এক ভুলের কারণে সে তাদেরকে কষ্ট দিতে চাচ্ছে না। কারণ এলেক্স ভালো করেই জানে যদি একদিন পর্যাপ্ত পরিমাণ শক্তির অধিকারী হয়ে যায় সে তাহলে এই ওয়ার্ল্ডক আর সে অবস্থান করবে না। তাই এই স্বল্পকালীন সময়টা সে নিজের জন্য কাছের কাউকে কষ্ট দিতে চাচ্ছে না।
❝একটা ড্যান্সই তো সেটা কোনো ব্যাপারই হবে না।❞ (এলেক্স)
হেয়া এলেক্সকে ভিতরে নিয়ে আসার সাথে সাথে সবার নজর হেয়ার এবং এলেক্সের দিকে চলে গেলো। এলিন, মাইরা এবং স্নেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও এলেক্সকে খুঁজে পায় নি। আর যেহেতু তারা রয়েল প্যালেসের মধ্যে ছিলো তাই স্টুডেন্ট হয়ে যেমন তেমন ব্যবহার করতে পারতো না। মাইরাকে প্রিন্স হ্যারি ড্যান্সের প্রপোজাল দেওয়ার কারণে তাকে কোনো কিছু চিন্তা না করেই সেটাই রাজি হয়ে যেতে হয়েছে। কারণ সেখানে বারণ করলে সরাসরি কিংকে অসম্মান করা হতো। অন্যদিকে ডিউকের পুত্র স্যাম স্নেরার কাছে এসেছিলো এবং তাকে ড্যান্সের প্রপোজাল দেওয়ার কারণে সেও রাজি হয়ে যায় মাইরার কারণের জন্যই। আর এলিন তো বেশ কিছু ছেলের প্রপোজাল ফিরিয়ে দিয়েছিলো। কিন্তু শেষ মেষে কিং হোমস নিজেই এলিনের কাছে যায় এবং ড্যান্সের প্রপোজাল দিয়ে বসে যা এলিন ফেলতে পারে নি।
(নোটঃ কিং ড্যান্সের প্রপোজাল এলিনকে দিয়েছে এই বলে এই নয় যে সে এলিনকে পছন্দ করেছে এবং বিয়ে করেছে। এটা মূলত একটা নিয়ম যেখানে একজন ব্যক্তিকে অন্তত একজনের সাথে ড্যান্স করতে হবে যে ড্যান্স করে নি কারো সাথে সেখানে। সেদিন।)
এলিন, স্নেরা এবং মাইরা তিনজনই ড্যান্স করতে ছিলো এবং তাদের ড্যান্স প্রায় শেষের দিকেই ছিলো। এক মিউজিকে তারা ছয়জনই ড্যান্স করছিলো যা শেষের সাথে সাথে সেখানে থাকা সবাই করতালি দিতে শুরু করলো। কিং যেহেতু নিজে ড্যান্স করেছে তাই সবার করতালি দেওয়ার একটা মানে ছিলো।
-> আমি আসলেই জানতাম না যে ডিউক উয়েক্সকুলের কন্যা এতোটা সুন্দরী একজন লেডিতে পরিণত হবে। (কিং)
-> ধন্যবাদ ইউর হাইনেস, আপনার কমপ্লিমেন্ট এর জন্য। (এলিন)
এলিনের সাথে কিং তার ড্যান্স শেষ করে এলিনের প্রশংসা করলো কিছুটা। যেহেতু এলিনের বাবাকে অনেক ভালো করেই জানতো সে তাই কমপ্লিমেন্টটা সাধারণ ছিলো। অন্যদিকে কিং, প্রিন্স এবং ডিউকের পুত্রের ড্যান্স শেষ হওয়ার সাথে সাথে আরো একবার মিউজিক শুরু হলো। মিউজিকের সাথে সাথে হেয়া এলেক্সের হাত ধরলো এবং মাঝখানে নিয়ে আসলো।
-> আমি আসলেই ড্যান্স পারি না। (এলেক্স)
-> কি বলছো, এটা তো বাচ্চারাও পারে। তুমি শুধু তোমার বাম হাত আমার কোমরে দাও এবং ডান হাত দিয়ে আমার ডান হাত ধরো। এরপর শুধু আমার পায়ের সাথে পা মেলাবে। কাজটা এতোটাই সিম্পল। (হেয়া)
এলেক্স দেখেছে তার পূর্বের ওয়ার্ল্ডের মতো নয় এখানের নাচ গুলো। বরং অনেক সোজা, তারপরও সে কখনো ড্যান্স করে নি এবং এটাকে একদমই পছন্দ করে না। তাই তার নিজের কোনো আগ্রহ ছিলোই না। হঠাৎ এলেক্স পুরো পাল্টে গেলো। সে হেয়ার কোমরে দুই হাত দিয়ে হেয়াকে উঁচু করিয়ে পুরো ১৮০ ডিগ্রি ঘুরলো। এরপর হেয়াকে নামিয়ে তার ডান হাতটা ধরে হেয়াকে কয়েকবার ঘোরালো। তারপর তাকে টান দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে এলেক্স তার বাম হাত হেয়ার ডান কোমরে এবং ডান হাত দিয়ে বাম হাত ধরলো। কয়েকবার একে অপরের সাথে পা মিলিয়ে সামনে এবং পিছনে যাওয়ার পর সে আবারো পূর্বের সিনটা রিপিট করলো। এভাবে বেশ কিছুক্ষণ ড্যান্স করার পর মিউজিক শেষ হয়ে গেলো। ড্যান্স শেষ হওয়ার পর সবাই চুপ হয়ে থাকলো। তারা কেউই এর পূর্বে এরকম ড্যান্স দেখে নি যেখানে কোনো ছেলে মেয়ের সাথে পায়ে পা না মিলিয়ে ড্যান্স করতে পারে। তাইতে সবাই অনেকটা অবাক হয়েছে। অবাক হওয়ার সাথে সাথে সবাই কৌতূহলও ছিলো এই ড্যান্সটার দিকে। প্রথমে কিং তার দুই হাত দিয়ে করতালি দিলো এরপরে পুরো রুমটা করতালিতে ভরে গেলো। এদিকে ড্যান্স শেষ হওয়ার পরে হেয়া পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছে। হঠাৎ এলেক্স এরকম ভাবে ড্যান্স করবে সেটা সে ভাবে নি। তাই তো সে বুঝতে পারছিলো না এখানে কি করবে।
❝ড্যান্সের সময় আমি এলেক্সের হার্ট বিট খুব কাছ থেকে অনুভব করেছি। তাছাড়া তার এক্সপ্রেশন হীন হ্যান্ডসাম চেহারাটা কাছ থেকে দেখে আমার নিজেরই হার্টবিট বৃদ্ধি পাচ্ছিলো। এলেক্সও কি এরকম অনুভব করেছে?❞ (হেয়া ভাবছিলো)
অন্যদিকে এলেক্স এতোক্ষণে তার সেন্সে ছিলো না। সে তার সেন্সে ফেরত আসার সাথে সাথেই সে জায়গা থেকে আবারো সে বেলকনির দিকে রওনা দিলো।
[আমাকে আপনার শরীর ব্যবহার করে একটা ড্যান্স করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাস্টার।]
কথাটা জিডুরী টেলিপ্যাথি ভাবে এলেক্সকে বললো। এলেক্স কোনো রকম উত্তর না দিয়ে আবারো নিজ মন মতো আকাশের চাঁদ দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। কিছু ভিন্নতা আনার চেষ্টা করলাম😶