#Demon_King#
পর্ব:১৩৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এক্সব্লকের কোনো এক ড্যানজনে,
এলেক্স হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে। যার মুখে এতোদিন কোনো রকমের এক্সপ্রেশন দেখা যায় নি সে এখন ভয়ানক একটা হাসি দিচ্ছে।যে মনস্টারের সাথে একটু আগেই তার ফাইট করতে হিমশিম খেতে হচ্ছিলো এখন সেই মনস্টারই এলেক্সের সামনে হাঁটু গেঁড়ে বসে আছে। একটুও নাড়াচাড়া করার সুযোগ পাচ্ছিলো না মনস্টারটা।
[এভাবে মজা পাওয়া যাচ্ছে না। আমাকে এট্যাক করো তুমি।]
এলেক্স মনস্টারকে বললো হাসি মুখে কথাটা। সাথে সাথে মনস্টারের উপরে কাজ করা গ্রাভিটি ফোর্স শেষ হয়ে গেলো এবং বস মনস্টার নিজের ইচ্ছা মতো নিজের শরীরকে নারাতে পারছিলো। একটা বস মনস্টার হওয়ার কারণে একটা পিঁপড়ার সাইজের মানুষের কাছে হার মেনে নেওয়াটা চরম অপমানের একটা কাজ। যেটা মেনে নিতে পারছে না সে। তাইতো এবার তার ফুল পাওয়ারে সে তার হ্যামার দিয়ে এলেক্সের উপরে এট্যাক করলো। ব হ্যামারটা এলেক্সের শরীরে স্পর্শ করার পূর্বেই হঠাৎ থেমে গেলো। একদম থেমে গেলো বললে ভুল হবে। বরং হ্যামারের এট্যাক স্পিড একদম স্লো হয়ে গিয়েছে। অবশ্য শুধু সেটা স্লো হয় নি। এলেক্স তার চারপাশের সময়কে স্লো করে দিয়েছে। এই ড্যানজন যেটাকে একটা ছোট ওয়ার্ল্ড বলা যেতে পারে, সাধারণ ভাবে এটার আকার যদি তুলনা করা হয় তাহলে এটা অনেকটা পৃথিবীর চাঁদের সমান। এলেক্স এই চাঁদের সমান একটা ওয়ার্ল্ডের সময়কে স্লো করে দিয়েছে, যেটা সাধারণত তার জন্য কখনোই সম্ভব ছিলো না। কারণ এরকম কোনো স্কিলই তার কাছে নেই। তারপরও এলেক্সের চেহারার সাথে তার পাওয়ারও চেঞ্জ হওয়ার কারণে এলেক্স এই অসম্ভব জিনিস করতে পারছিলো।
মিনোটর তার হ্যামার দিয়ে এট্যাক করছিলো এলেক্সকে তবে সেটা হাওয়ার মধ্যেই আটকে আছে এবং খুব ধীরগতিতে নিচের দিকে আসছিলো। এই সময়ে এলেক্স একটা লাফ দিলো এবং হ্যামারের উপরে উঠে গেলো। এবার সে আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে যেতে লাগছিলো। প্রথমত হ্যামার থেকে মিনোটরের হাতের উপরে উঠলো এবার সে হাতের উপর দিয়েই হাঁটতে হাঁটতে মিনোটরের মাথার কাছাকাছি চলে আসলো। এবার সে মিনোটরের মাথার কাছে এসে একটা পান্স দেওয়ার জন্য রেডি হলো,
[তাহলে দেখা যাক আমার ব্লাডলাইনের পাওয়ার।]
এলেক্সের ডান হাতে থাকা ট্যাটুটা আরো উজ্জ্বল হয়ে গেলো। একটা পান্স মারার জন্য এলেক্স তার হাতকে মুঠো করেছে। কোনো রকম এনার্জি ছাড়ায় এলেক্ট একটা পান্স মারলো মনস্টারের ডান থোবরা, না মানে ডান মুখ বরাবর একটা পান্স মারলো। পান্সটা লাগার সাথে সাথে সময় আবারো স্বাভাবিক হয়ে গেলো। এলেক্স নিচে পরে গেলো। মিনোটরের পূর্বের এট্যাকের কারণে সমস্ত মাটিই ফেটে একদম নিচে চলে এসেছে তারা। এই জায়গা থেকে নিচের লাভা বের হচ্ছিলো। তাই কিছু কিছু জায়গার মধ্যে দাঁড়ানো সম্ভব ছিলো না। এলেক্স একটা শক্ত স্তম্ভের উপরে দাঁড়ালো যেটা পাথরের মতোই কিছু একটা হবে। সেখানে দাঁড়িয়ে সে মিনোটরের দিকে তাকালো। এলেক্সের একটা পান্সেই মিনোটরের মাথা চূর্ণবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মাথার কেনো অংশকেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাথা না থাকার পরও মিনোটরের শরীরটা পরে যাচ্ছিলো না। বরং শেষ সময়েও সে তার হ্যামার চালিয়ে এলেক্সকে এট্যাক করার চেষ্টা করলো। হ্যামারকে উপরে তুলে ফুল স্পিডে সে এলেক্সের উপরে এট্যাক করলো। যেটা থেকে এলেক্স এবার সরে দাঁড়ালো না। বরং এলেক্স তার এক হাত দিয়ে মিনোটরের বিশাল হ্যামারকে ধরে ফেললো। এলেক্সের কিছুই হলো না। সে খুব আরাম করে হ্যামারটা ধরে রেখেছে। কিন্তু হ্যামারের ফোর্সের কারণে সে যেখানে দাঁড়িয়ে ছিলো সে শক্ত স্তম্ভও ভেঙে গেলো এবং তার চারপাশের মাটি আরো ফেটে গেলো। কিছুটা লাভা এলেক্সের পায়ে লাগলো, সাথে সাথেই সে চেঁচিয়ে উঠলো।
[এটা যন্ত্রনাদায়ক অনেক।]
এলেক্স রেগে গেলো, পূর্বে সে রাগলেও তার এক্সপ্রেশন দেখা যেতো না। যদিও মনের মধ্যে ঠিকই রাগতো এলেক্স, তা নাহলে সে তার ব্লাডলাস্ট মুডে কিভাবে আসতো। যায়হোক এবার এলেক্সের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিলো। তার চোখ দুটো আরো লাল রং ধারণ করলো। তাছাড়া এবার তার শরীর থেকে লাল রঙের এনার্জিও বের হতে শুরু করলো। এলেক্স সুপার সাইয়ান হয়ে গেলো, সরি মজা ছিলো এটা। এলেক্স যেখানে ছিলো হঠাৎ সেখানে আর তাকে দেখা গেলো না। এক মিলি সেকেন্ডের ভিতরেই এলেক্স সেখান থেকে মিনোটরের পেটের একদম এক ফিট দূরে চলে গেলো। বিশাল হ্যামারটা মাটিতে পরে গেলো এলেক্সের সরে যাওয়ার কারণে, আর তখনি এলেক্স তার হাতে এনার্জি একত্র করে একটা পান্স দিলো মনস্টারের পেটে।
এটা কি কোনো স্কিল বা স্পেল ছিলো সেটা অজানায় থাক। পুরো একটা পান্সের কারণে মনস্টার বেলুন ফাটার মতো ফেটে গেলো, সেই সাথে পান্সের ইফেক্ট পুরো ড্যানজনের ভিতরেও লাগলো। উপরের আকাশ গুলো গ্লাস ভাঙার মতো ভেঙে ভেঙে পরতে শুরু করলো। যা পুরো ওয়ার্ল্ডকে ধ্বংস করে দিবে কয়েক সেকেন্ডের মধ্যেই।
[মনে হয় একটু বেশিই করে দিয়েছি। যায়হোক আমার ভাইয়ের সিস্টেম আমার অংশ না হওয়ার কারণে আমি দেখতে পারছি না আমার লেভেল কতটা। কিন্তু যতদূর আমার ধারণা বাবার কাছে পৌঁছাতে এখনো আমার কয়েক হাজার কিংবা লক্ষ বছরও লেগে যেতে পারে। এখন তো সব চিন্তা আমার এই দুর্বল ভাইটাকে নিয়ে]
আবারো এই ছোট ড্যানজনের সময় থেমে গেলো। উপর থেকে জিনিসপত্রগুলো অনেক ধীর গতিতে পরতে শুরু করেছে। এলেক্স এবার একটা লাফ দিলো। এক লাফেই সে এই ড্যানজনের গেইটের সামনে চলে গেলো। যেহেতু ড্যানজন ক্লিয়ার হয়েছে তাই গেইটটাও খুলেও গিয়েছে। এলেক্স সেই গেইটের মধ্য দিয়ে প্রবেশ করলো এবং এই ড্যানজন থেকে বেরিয়ে আসলো। এক্সব্লকের ড্যানজন থেকে বের হওয়ার পর এলেক্স পূর্বের জায়গাতে চলে আসলো যেখান থেকে সে ড্যানজনে প্রবেশ করেছিলো।
[আরো একটা ড্যানজন! অবাক হওয়ার মতো কোনো জিনিস না এটা। এক সময়ে আমিও করেছি এমনটা। কিন্তু আমি বুঝতে পারছি না হৃদয় এখনো উঠছে না কেনো? এতোক্ষণে তো তার উঠে যাওয়ার কথা ছিলো।]
এলেক্স খুব অস্বাভাবিক কথা বলছিলো যা আপনাদের মাথায় আসছে না এমনকি লেখকও জানে না সে কি লেখতেছে, তবে এখানে একটা রহস্য রেখে দেওয়ার কারণে লেখক এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাজি নয়। যায়হোক এলেক্স আবারো বলতে শুরু করলো।
[হয়তো এটাই ভালো। আমি কয়েকবার লক্ষ্য করেছি আমার ভাই অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে যাত্রা করে। এটাই হয়তো সুযোগ বড় কিছু করার।]
এলেক্স একটা ভয়ানক হাসি হেসে ড্যানজনের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলো। কিন্তু সে এক পা বারাবে ঠিক তখনি তার চুল গুলো স্বাভাবিক হয়ে গেলো আবারে। সিলভার কালার থেকে সেগুলো এখন হলুদ হয়ে গেলো। তার চোখ দুটোও লাল থেকে এখন নীল হয়ে গেলো। এলেক্স দাঁড়ানো অবস্থা থেকেই নিচে পরে গেলো। মনে হচ্ছিলো সে সেন্সলেস হয়ে গিয়েছে। এক মিনিট সময় লাগলো তার সেন্স ফেরত আস্তে। এখন সে একদম স্বাভাবিক হয়ে গেলো। তার মুখে কোনো রকমের এক্সপ্রেশন নেই। এই সময়ে সে এতোটা অবাক অবস্থায় আছে যে তার মুখে এক্সপ্রেশন আসার কথা ছিলো, কিন্তু সেরকম কিছুই হলো না।
-> কি হয়েছে আমি কিছুই মনে করতে পারছি না। আমি কি ড্যানজন ক্লিয়ার করতে পারি নি? (এলেক্স)
-""কনগ্রাচুলেশন মাস্টার। আপনি দ্যা মিনোটর ড্যানজন ক্লিয়ার করতে পেরেছেন। ক্লিয়ার রিওয়ার্ড গুলো আপনাকে দেওয়া হলো।""-
-""দ্যা মিনোটর ড্যানজন একা ক্লিয়ার করার কারণে মাস্টার ১,০০,০০০ এক্সব্লক গোল্ড কয়েন পেয়েছেন। যা মাস্টার এক্সব্লকে প্রবেশ করলে ব্যবহার করতে পারবেন।""-
-""মাস্টারই প্রথম ব্যক্তি যে এতো কম লেভেলে থাকার পরও একা মিনোটর ড্যানজন ক্লিয়ার করার সাহস করেছে এবং সেটাকে ক্লিয়ার করেছে। এজন্য মাস্টারের সকল স্ট্যাট ৫০ করে বৃদ্ধি পাবে।""-
-""মাস্টার নতুন একটা স্কিল পেয়েছেন। স্কিল "রিজেনারেশন" আপনার স্কিল মেনুতে যোগ হয়েছে।""-
-""স্কিল "রিজেনারেট এবং রিজেনারেশন মার্জ হয়েছে এবং নতুন একটা স্কিল "সুপার রিজেনারেশন" তৈরি করেছে। স্কিলটা স্কিল মেনুতে যোগ হয়েছে।""-
-""মিনোটর বস হত্যার কারণে মাস্টার একটা নতুন স্কিল পেয়েছেন। স্কিল "হ্যামার স্ম্যাস" স্কিল মেনুতে যোগ হবে।""-
সিস্টেমের একের পর এক মেসেজ পেয়ে এলেক্স অবাক না হয়ে থাকতে পারলো না। শেষের মেসেজটা দেখে এলেক্স বেশি অবাক হয়েছে। তারপরও সে তার স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে ছিলো, মূলত এলেক্স বস মনস্টারকে হত্যা করে নি। এটা সম্পর্কে সে সিওর ছিলো। ভিতরে কিছু একটা হয়েছিলো যেটা সম্পর্কে এলেক্স জানে না। আর আপাতোতো কোনো ভাবেই সেটা জানার হয়তো সুযোগ এলেক্সের ছিলো না। তারপরও এলেক্স ভাবতে লাগলো। চিন্তা করে যখন সে কোনো কিছুই বের করতে পারলো না তখন সে অন্যান্য দিকে মনোযোগ দিলো।
(স্ট্যাটাস)
এলেক্স সিওর ছিলো সে তার বস মনস্টারকে হত্যা করে নি। কারণ বস মনস্টারের মারাত্মক এট্যাক যেটা পারমাণবিক বোমার মতো ছিলো সেটার পরই এলেক্স তার সেন্স হারিয়েছিলো। তারপরও এলেক্স নিজের স্ট্যাটকে দেখতে চাইলো।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৩৮৩
স্ট্রেন্থ : ৭১০
ভাইটালিটি : ৪৫০
এজিলিটি : ৬৫৫
স্ট্যােমানা : ৫৬০
ইন্টেলিজেন্স : ৪৭২
লাক্ : ২৭
স্ট্যাট পয়েন্ট: ৩১০
××× ×××
এলেক্স সব চিন্তা শেষে একটা সমাধানে আসতে পেরেছে। যদিও সে সিওর ছিলো না তারপরও এটার থেকে ভালো ব্যাখ্যা আপাতোতো সময়ে কেউ দিতে পারবে না।
-> আমি হয়তো আমার কন্ট্রোলহীন ফর্মে চলে গিয়েছিলাম। আর নিজের সেন্স হারানোর কারণে কিছুই মনে করতে পারছি না। (এলেক্স)
এলেক্স যেহেতু রহস্য সমাধান করতে পেরেছে তাই সে এই বিষয়ে তেমন একটা খেয়াল করলো না আর। সে তার সিস্টেমের মেসেজ গুলো এবার মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মূলত সে তার লেভেলের দিকে মনেযোগ দিয়ে তাকিয়ে ছিলো যেটা একদম পাগলের মতো বৃদ্ধি পেয়েছে। এলেক্স আশাও করে নি তার লেভেল এতোটা বৃদ্ধি পাবে এতটুকু সময়ের মধ্যে। যদিও এলেক্সের লেভেল মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে, সেই সাথে তার স্ট্যাটও তারপরও এলেক্স এটা নিয়ে তেমন একটা খুশি ছিলো না। কারণ সে তার এবং এক্সব্লকের মধ্যকার শক্তির পার্থক্য বুঝতে পেরেছে যেটা তার লেভেল এবং স্ট্যাটকে সম্পূর্ণ তুচ্ছ করে দিচ্ছিলো। এলেক্স বুঝতে পারছিলো তাকে আরো শক্তিশালী হতে হবে। এতো শক্তিশালী হতে হবে যে এক তার সামনে কোনো ব্যক্তিই দাঁড়াবে না।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি দ্যা মিনোটর ড্যানজন ক্লিয়ার করার ফলে আপনার মেইন-জব চেঞ্জ করতে পারবেন। সেই সাথে আপনি একটা সাইড জবও সিলেক্ট করতে পারবেন।""-
-""ক্যালকুলেশন করে দেখা গেলো মাস্টারের জন্য শুধুমাত্র একটা মেইন-জব বরাদ্দ রয়েছে। মাস্টার কি তার মেইন-জব "হোস্ট অফ জিডুরী" চেঞ্জ করে নতুন মেইন জব "?????" করতে ইচ্ছুক। রাজি থাকলে হ্যাঁ ক্লিক করুন""-
এলেক্সের জব ছিলো "হোস্ট অফ জিডুরী" যার কাজ কি এলেক্স সঠিক মতো জানে না। তার ধারণা মতে সে যে সিস্টেমকে ব্যবহার করতে পারছে এটাই সেই জবের কাজ। কারণ রিংটা পাওয়ার পরই সব কিছু হয়েছে এবং এলেক্স তার জব পেয়েছে। তাই মেইন জব চেঞ্জ করলে এলেক্স তার সিস্টেমকে ব্যবহার করতে পারবে না বলে ধারণা করছে। আর এমন একটা জব যেটা এলেক্স দেখতে পারছে না সেটা সম্পর্কে না জেনে তো এলেক্স সেটা সিলেক্ট করতে পারবে না। পরে দেখা গেলো এলেক্সের পছন্দের মতো কোনো জব সেটা ছিলো না। তাই এলেক্স তার জব চেঞ্জ করলো না। তার সামনে দুটো অপশন ছিলো। একটা "হ্যাঁ" এবং অন্যটা "না"। এলেক্স না বাটনে ক্লিক করলো। যেটা ক্লিক করার সাথে সাথে তার সামনে আরো একটা মেসেজ চলে আসলো।
-"" কনগ্রাচুলেশন মাস্টার। আপনি আপনার মেইন-জব চেঞ্জ করে ????? করেছেন। আপনার পূর্ব মেইন-জব "হোস্ট অফ জিডুরী" আপনার সাইড-জব অপশনে যুক্ত হবে।""-
-""মাস্টার নিচের অপশন গুলো থেকে আপনার আরো একটা সাইড জব সিলেক্ট করতে পারবেন।""-
এলেক্সের এখানে কোনো কথা ছিলো না। তার সিস্টেম জীবিত বস্তু হলে এখানে সে গ্লাটোনি ব্যবহার করে সেটাকে এবজোর্ব করে নিতো। অবশ্য তার হোস্ট অফ জিডুরী জবটা হারিয়ে না গিয়ে সাইড বা সাব জব হওয়ার কারণে এলেক্স ব্যাপারটাকে সেরকম সিরিয়াস না দেখলেও একজন প্রোগ্রামার হওয়ার ফলে চোখের সামনে এরকম একটা বাগ্ তার জন্য সহ্য করাটা কষ্টকর ছিলো। তার সিস্টেম তার সামনে আরো কতগুলো অপশন তুলে ধরেছে, কিন্তু এলেক্স চোখ বন্ধ করে তার সাব-জব সিলেক্ট করে নিয়েছে।
(নোটঃ সাব বা সাইড একই অর্থে ব্যবহার হয়েছে এখানে)
-""কনগ্রাচুলেশন মাস্টার। আপনি আপনার সাইড বা সাব-জব হিসেবে "ডার্ক ম্যাজিসিয়ান" সিলেক্ট করেছেন। এখন থেকে আপনার ডার্ক ম্যাজিক এবং ডার্ক এট্রিবিউটের পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে।""-
এলেক্স সব গুলো মেসেজকে এবার ইগনোর মারলো। কারণ এতো মেসেজ পড়ে সে তার সময়কে নষ্ট করতে চাচ্ছিলো না। সে সরাসরি তার লেভেল দেখতে চাইলো। যার জন্য সে সিস্টেমকে নিজের স্ট্যাটাস দেখাতে বললো,
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব: ?????
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৩৮৩
স্ট্রেন্থ : ৭১০
ভাইটালিটি : ৪৫০
এজিলিটি : ৬৫৫
স্ট্যােমানা : ৫৬০
ইন্টেলিজেন্স : ৪৭২
লাক্ : ২৭
স্ট্যাট পয়েন্ট: ৩১০
××× ×××
এলেক্স তার সিস্টেম এর ইনফো এক নজরে দেখলো। যদিও তার লেভেল ৪০০ এর কাছাকাছি ছিলো। তারপরও এলেক্স তার স্ট্যাট গুলো নিয়ে খুশি ছিলো না তেমন একটা।
❝আমার যতদূর মনে হয় সাধারণ ফাইটিং এর তুলনা করলে আমি এখন একটা লেভেল ৫০০ কিংবা ৬০০ এর সাথে ফাইট করতে পারবো মুখোমুখি। কিন্তু স্কিল এবং অন্যান্য দিক দিয়ে আমি উপরে থাকবো। তবে এটুকুতে হচ্ছে না। আমার লেভেল এবং স্ট্যাট আরো বৃদ্ধি করতে হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার লেভেলকে আরো বৃদ্ধি করার চিন্তা করলো। যার জন্য তাকে আরো শক্তিশালী ড্যানজনে প্রবেশ করতে হবে। কিন্তু এলেক্স জানে সেই মিনোটরের মতো ড্যানজন এলেক্স এখন আর খুঁজে পাবে না এই নিচু ফ্লোর গুলোতে। এলেক্সকে যদি আরো এক্সপি এবং শক্তিশালী মনস্টার হত্যা করতে হয় তাহলে আরো উপরে উঠতে হবে তাকে। আর সেটার জন্য তাকে এক বছরের জন্য একাডেমিতে থাকতে হবে নাহলে এখনি S র্যাংক স্টুডেন্ট হতে হবে। যার দুটোই সম্ভব হচ্ছে না। তাই এলেক্স সিদ্ধান্ত নিয়েছে সে প্রথন ফ্লোরে থাকা একাডেমির সব গুলো ড্যানজনই ক্লিয়ার করবে। অবশ্য ঠিক সেই সময়ে এলেক্সের সামনে আরো একটা মেসেজ চলে আসলো তার সিস্টেম থেকে।
-""মাস্টারের লেভেল আপে লিমিট বসানো হয়েছে। লিমিট সরানোর জন্য মাস্টারকে তার সিস্টেম আপগ্রেড করতে হবে। সিস্টেম আপগ্রেড হলে নতুন অপশন পাওয়ার সম্ভবনা রয়েছে। সেই সাথে ব্যবহারও সহজ হবে।""-
-""মাস্টার পরাপর দুইবার সিস্টেম আপগ্রেড করেন নি। তাই দুটো আপগ্রেড একসাথে হবে। উক্ত আপগ্রেডে মাস্টারের ১০০ মিলিয়ন গোল্ড কয়েন দরকার। যা মাস্টারের কাছে না থাকার কারণে মাস্টার এক্সব্লক গোল্ড কয়েন ব্যবহার করতে পারবেন।""-
-""যেহেতু এক এক্সব্লক কয়েন সমান ১০০০ গোল্ড কয়েন, তাই উক্ত আপগ্রেডের জন্য মাস্টারের ০.১ মিলিয়ন এক্সব্লক কয়েন দরকার। মাস্টার কি উক্ত আপগ্রেড করতে উচ্ছুক?""-
এলেক্স শুধু একটা মেসেজই লক্ষ্য করেছে। সেটা হলো সিস্টেম তার লেভেল আপে লিমিট লাগিয়েছে, তাই এলেক্স এখান যত মনস্টারই হত্যা করুক না কেনো সে এক্সপি পাবে না। তাই সে কোনো রকম চিন্তা না করেই হ্যাঁ বাটনে ক্লিক করে দিলো এবং নিজের সিস্টেমকে আপগ্রেডে পাঠিয়ে দিলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি আপনার সিস্টেম মানে আমাকে আপগ্রেড করেছেন। আপগ্রেড হতে এখনো অনেকটা সময় লাগবে। উক্ত সময় মাস্টার সেন্সলেস হয়ে থাকবে। মাস্টার চাইলে তার অন্য ক্যারেক্টারে প্রবেশ করে উক্ত ইফেক্ট থেকে বিরত থাকতে পারবেন।""-
এলেক্সের সাইড ক্যারেক্টার চেঞ্জ করার একটা অপশন তার সামনে চলে আসলো। পূর্বের মতো জোরপূর্বক আর এলেক্সকে তার সাইড ক্যারেক্টারে পাঠিয়ে দিলো না তার সিস্টেম। এলেক্স ইদানীং বুঝতে পারলো তার শরীরের উপরে অনেকটা চাপ পরেছে। যদিও সে আরো চাপ ফেলতে চাচ্ছিলো কিন্তু তার মাইন্ডেরও একটু রেস্ট দরকার। আর সেটার জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না। এলেক্স কোনো কিছু চিন্তা না করেই সেখানেই তার মেইন ক্যারেক্টারেই রইলো। সিস্টেম তার আপগ্রেড শুরু করে দিলো। এবারের আপগ্রেডটা পুরো এক মাসের ছিলো। যেটা এলেক্সের ভালো না লাগলেও এলেক্স তার মেইন ক্যারেক্টারের লেভেল বৃদ্ধি করতে পারবে না তাই সে অন্যান্য ক্যারেক্টারেও তেমন আগ্রহ হলে না।
-> আমার সামাজিক ভাবে ডিফেক্টিভ ক্যারেক্টারে থাকার থেকে আমি আমার মেইন ক্যারেক্টারে থেকে একটা ঘুম দিতে পছন্দ করবো। (এলেক্স)
এলেক্স এটা বলেই তার চোখ বন্ধ করে ফেললো। তার সিস্টেম আপগ্রেড হতে শুরু করলো। ঠিক এই সময়ে এলেক্সের পিছন থেকে তার ছায়া নরে উঠলো। এবং তার জায়গা থেকে বেরিয়ে আসলো ইগ্রিত। ইগ্রিত এবার এলেক্সের আকার ধারণ করতে পারলো না, কারণ এতে এলেক্সের কোনো মত ছিলো না। তাই সে তার নর্মাল ফর্মেই হাতে এলেক্সের দেওয়া পয়জন ড্যাগারটা নিয়েই বসে রইলো এলেক্সের পাশে এলেক্সের নাইট হয়ে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।