#Demon_King#
পর্ব:১৩৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এক মাস পরে,
এক মাস সময় কেটে গেলো। এই সময়ে অনেক কিছুই হয়েছে একাডেমির মধ্যে। একাডেমির মধ্যে অনেক বড় একটা চেঞ্জ দেখা দিয়েছে স্টুডেন্টদের মধ্যে। এক সময়ে একটা টিমের মেম্বারদের সবাই ছোট করে দেখতো কারণ তার টাওয়ারের বাইরে থেকে এসেছিলো। তবে এখন একাডেমির মধ্যে তাদের সম্মান অনেক উপরে ছিলো। কারণ সেই টিমের মধ্যেই এমন কিছু স্টুডেন্ট ছিলো যারা পুরো ব্লু কিংডমের মধ্যে জনপ্রিয় ছিলো।
-> জয়েন্ট টুর্নামেন্ট খুব দ্রুত সংগঠিত হতে যাচ্ছে। কিন্তু এখনো এলেক্সের কোনো খোঁজ খবর পাচ্ছি না আমরা। (এবা)
-> শিক্ষকদের কাছে এলেক্সকে নিয়ে কিছু জিজ্ঞাসা করলে তারা চুপ থাকে। (জেবা)
-> আমার মনে হয় তারা এলেক্সের সম্পর্কে কিছু একটা বিষয় গোপন রাখার চেষ্টা করে যাচ্ছে। (জেয়াব)
-> কিন্তু এমন কি আছে এলেক্সের যেটা শিক্ষকরা আমাদের থেকে গোপন রাখবে? (ডুফেস)
-> তোমরা হয়তো কেউ খেয়াল করো নি, তবে এলেক্স প্রতিটা ফাইটে পূর্বের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠে। তার গ্রোথ অনেক ভয়ানক। যেখানে আমাদের সবচেয়ে ট্যালেন্টেড ব্যক্তিরও একটা উচ্চ লেভেলের স্পেল মাস্টার করতে প্রায় কয়েক বছর সময় লাগে, সেখানে এলেক্স অউরা ইউজারের স্পেলও কপি করে মানা ইউজার হওয়ার পরও ব্যবহার করতে পারে। তাই আমার মনে হয় প্রিন্সিপাল এবং একাডেমির শিক্ষকরা তাকে স্পেশাল ভাবে কিছু শেখাচ্ছে। (স্যাম)
পুরো টিম একটা ক্লাসরুমের মধ্যে বসে ছিলো। যেখানে তাদের ব্যতীত অন্য কোনো ব্যক্তি ছিলো না। এক মাস পূর্বের এডভেঞ্চারের পর থেকে টিম মাইরার মধ্যে স্যাম, ক্রিস, হেয়া এবং মিও প্রবেশ করেছে। অবশ্য এখানে মাইরা কিংবা বাকিরা নারাজ ছিলো না কারণ একসাথে বেশকিছুদিন থাকার ফলে তাদের প্রতি বিশ্বাস তৈরি হয়েছিলো তাদের। অবশ্য নতুন চারজনের এই টিমে প্রবেশ করার বিভিন্ন কারণ ছিলো। হেয়া এবং মিও দুজনেই এলেক্সের জন্য এই টিমে এসেছে সেই সাথে ক্রিস এবং স্যামেরও এক পক্ষ টার্গেট এলেক্সই ছিলো। কিন্তু তাছাড়াও এখন স্যাম এবং ক্রিস দুজনেই তাদের দ্বিপক্ষীয় কারণও খুঁজে পেয়েছে। তাই তো নিজেদের টিম থাকার পরও তারা এই টিম থেকে কোনো ভাবেই বের হওয়ার চিন্তা করছে না।
-> এটা সত্য যে এলেক্সের গ্রোথ আমাদের থেকে অনেক ভয়ানক। মাঝে মাঝে তো মনে হয় তার কাছে মানা এনার্জির সাথে অউরা এনার্জিও রয়েছে। তা নাহলে কেউ কি এতোটা শক্তিশালী হতে পারে। (ডুফেস)
-> এলেক্স তোমাদের ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় না। তাই সে তোমাদের থেকে ভিন্ন। এখন তোমরা এখানে আমাদের সাথে ফ্লার্ট করার জন্য বসে আছো, কিন্তু দেখবে এলেক্স কোনো না কোনো ড্যানজনে পরে আছে মনস্টার হত্যা করার জন্য। (এনরি)
এনরি কথাটা সকল ছেলেদের উদ্দেশ্যে বললো। সে তার মেক-আপ লাগিয়ে রেখেছে যাতে সে এখানে বেশি দৃষ্টি নিজের দিকে না আনে। মেক-আপ করে চেহারাকে কালো করার পরও তার সৌন্দর্য যেহেতু এই টিমের সকল ছেলেই দেখেছে তাই সবাই তার দিকে তাকালেই কালো এনরিকে না দেখে আসল এনরিকেই কল্পনা করে, যার কারণে তাদের মনের মধ্যে আলাদা একটা কম্পন তৈরি হয়। তবে স্যাম এবং জেয়াব সেটা কন্ট্রোল করতে পারলেও ক্রিস এবং ডুফেস এর পক্ষে সেটা সম্ভব ছিলো না। ক্রিস কাউকে বুঝতে না দিলেও ডুফেসের ভাব ভঙ্গি দেখলেই বোঝা যায় সে এনরির জন্য পাগল ছিলো।
-> আচ্ছা সব কিছু এক সাইটে রাখি, এলেক্স মিস করবে না এতো গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট সেটা আমি জানি তাই আমাদেরকে এখন ফোকাস করতে হবে প্লান সম্পর্কে। যেহেতু তিন কিংডমের ব্যক্তিরা এই টুর্নামেন্টে অংশ নিবে তাই আমাদের প্লানকে অনেক প্যাচালো করতে হবে। (মাইরা)
-> আমাদের ব্লু কিংডমের একাডেমিতে এই সময়ে তিনটা ডিভাইন বিস্ট রয়েছে আমাদের টিমের মধ্যেই। এটা মনে করে আমাদের গর্ব করার কোনো বিষয় কিন্তু আসবে না। রেড কিংডম অনেক চালাক একটা কিংডম। সেখানেও আমাদের মতোই শক্তিশালী এমনকি বেশি শক্তিশালী ব্যক্তিও রয়েছে। যেহেতু আমাদের টুর্নামেন্ট পুরো টাওয়ারে দেখানো হয়েছে তাই তারা সবাই আমাদের পাওয়ার এবং ফ্যামিলিয়ার সম্পর্কে অনেক ভালো করে জানে। যদি আমাদের জিততে হয় তাহলে নতুন কোনো ব্যাটেল প্লান লাগবে আমাদের। (স্যাম)
-> হ্যাঁ স্যাম একদম ঠিক বলেছে, আমাদের জিততে হলে একদম নতুন একটা ব্যাটেল প্লান করতে হবে, যেটা আমরা টুর্নামেন্টে দেখায় নি। আর এলেক্সের জন্য আমাদের মধ্যে অনেকেরই ফুল পাওয়ার ব্যবহার করতে হয় নি, বা কারো ফোকাস তেমন ছিলো না আমাদের উপরে। তাই এই জয়েন্ট টুর্নামেন্টে এলেক্স এবং স্যামের উপরেই সবার নজর থাকবে। আর এই সুযোগটা ব্যবহার করে আমাদের মধ্য থেকে একজন এইচ হতে হবে এবং পুরো টুর্নামেন্টের রেজাল্টকে পাল্টিয়ে দিতে হবে। (মাইরা)
-> আরেকটা জিনিস আমাদের সবাইকে একটু খেয়াল রাখা উচিত। যেহেতু এই টুর্নামেন্টে সিকরেট কিংডমও অংশ নিচ্ছে তাই আমাদের কিংডমের জন্য এই টুর্নামেন্ট জেতাটা অনেকটা কঠিন হয়ে যাবে। টাওয়ারের বাইরে থাকার পরও হয়তো তোমাদের বলে দিতে হবে না সিকরেট কিংডমের পাওয়ারের সম্পর্কে। (হেয়া)
হেয়ার কথা শুনে সবাই বুঝতে পারলো সে কি বোঝাতে চাচ্ছিলো। সিকরেট কিংডম টাওয়ারের এমন একটা কিংডম যাদের কাছেই পুরো টাওয়ারের ক্ষমতা রয়েছে। শুধুমাত্র তারা নিউট্রল থাকার কারণেই এই পর্যন্ত টাওয়ারের মধ্যে তেমন ভয়ানক কোনো যুদ্ধ সংগঠিত তৈরি হয় নি।
-> আমি শুনেছি সিকরেট কিংডমের কুইন পুরো টাওয়ার এবং এগনোলেনিয়ার ভিতরে নম্বর ওয়ান বিউটি। তাছাড়া টুর্নামেন্টের ফাইনাল এলেক্স, স্যাম এবং এলিনের ইনজুরি হিল করেছিলো। (ডুফেস)
-> তোমার এবং তোমার সেই ছোট কিংডমটাকে সুরক্ষিত রাখর জন্য আমি বলবো সিকরেট কিংডমের কুইনের ব্যাপারে কোনো খারাপ চিন্তা কইরো না। সিকরেট কিংডমের কুইন মারিয়া শুধুমাত্র তার সৌন্দর্য এবং বুদ্ধির জন্য পরিচিত নয়। তার সাথে এই টাওয়ারের সবচেয়ে শক্তিশালী দুটো ব্যক্তির স্ত্রী এবং বোন হয় সে। (হেয়া)
-> তোমাদের চিন্তা ভাবনা আসলেই খারাপ। আমি আন্টির বয়সী কারো প্রতি পাগল হই না। সেটা আমার স্টাইল না। আমি হলাম হিরো ডুফেস। আমি শুধু চিন্তা করছি সিকরেট কিংডমের কোনো প্রিন্সেস আছে কিনা। (ডুফেস)
ডুফেসের কথায় কেউ কোনো উত্তর দিলো না। বরং এখানে অনেকেই ছিলো যারা সিকরেট কিংডম সম্পর্কে আগ্রহী ছিলো। কারণ সিকরেট কিংডম অন্যান্য কিংডমের সাথে কোনো রকম সম্পর্ক রাখে না। তাদের কিংডম একদম গোপন জায়গায় রয়েছে যেখানে বাকি দুই কিংডম চাইলেও যেতে পারে না। আর শান্তিপ্রিয় হওয়ার কারণে সিকরেট কিংডমকে নিয়ে কোনো রকম চিন্তা এতোকাল ব্লু এবং রেড কিংডম করে নি। কিন্তু হঠাৎ সিকরেট কিংডম বন্ধুত্বের হাত বারিয়ে দেওয়ার কারণে দুই কিংডমই অবাক হয়েছে। তবে তাদের এখানে কিছু করার ছিলো না। নিজেদের সকল যুদ্ধ ভুলে গিয়ে তাদেরকে একটা চুক্তিতে আসতে হয়েছে। আর সেই চুক্তির মধ্যে একটা ছিলো যেখানে তিনটা কিংডমের মধ্যে একটা টুর্নামেন্ট সংগঠিত হবে। যেখানে তিন কিংডমকেই অংশগ্রহন করতে হবে।
-> তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার কথা, কিন্তু আমি একটা সময়ে সিকরেট কিংডমে প্রবেশ করেছিলাম। কিভাবে ঢুকেছিলাম সেখানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে একটা জিনিস আমি বলতে পারি। সিকরেট কিংডমের প্রায় প্রতিটি ব্যক্তিই শান্তিপ্রিয়। আবার তারা প্রতিটা ব্যক্তিই এক একটা মনস্টার। তাদের সাথে ফাইট মানে আমাদের কেও মনস্টার হতে হবে। (ক্রিস)
ক্রিসের কথা শুনে সবাই তাদের ঢোক গিললো। সিকরেট কিংডম সম্পর্কে কেউই তেমন কোনো তথ্য জানে না। তাই ক্রিসের বলা কথাটা তাদেরকে একটা শক দিলো। অবশ্য এটা এখানেই শেষ হচ্ছে না।
-> যদিও তারা মনস্টার, তারপরও তাদের ফাইটিং এর অভিজ্ঞতা অনেক কম। কারণ সিকরেট কিংডমের মধ্যে ফাইট করা আইনের দিক দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। অধিকাংশ ব্যক্তিই কিংডম থেকে টাওয়ারের উপরের ফ্লোর গুলোতে যাওয়ার সুযোগ পায় না। তাই মনস্টারের মতো পাওয়ার তাদের কাছে থাকলেও সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে তারা ভালো করে জানে না। (ক্রিস)
-> আরেকটু বিস্তারিত ভাবে বললে ভালো হতো আমাদের জন্য। (স্যাম)
-> এটুকুই আমি বলতে পারবো। এর থেকে বেশি কিছু আমি মনে করতে পারছি না। (ক্রিস)
ক্রিস আকাশের দিকে তাকালো। তাকিয়ে সে মনের মধ্যেই ভাবতে লাগলো,
❝হ্যাঁ, সিকরেট কিংডমের সকলেই এলেক্সের মতো ছিলো, যাদের কাছে চেঞ্জ আনার পাওয়ার থাকলেও সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে ধারণা নেই।❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের ভাবনা শেষ হলো। তারপরও তার মনে চিন্তা বারতে শুরু করলো। মূলত এলেক্স কোথায় আছে সেটা নিয়ে সে ভাবতে লাগলো। শুধু যে সে এটা নিয়ে ভাবছিলো এমন নয়। তার মতো টিমের সবাই সেটা ভেবে যাচ্ছিলো। মিও যে এলেক্সের মতোই হারিয়ে গিয়েছিলো সে ফেরত এসেছে কিন্তু এখনো এলেক্সের কোনো খোঁজ খবর ছিলো না। যা সবাইকে একটা ভাবনার মধ্যে ফেলে দিয়েছে।
* * * * *
কোনো এক ড্যানজনে,
এলেক্সের চোখ খুললো। গভীর একটা স্বপ্ন থেকে এলেক্সের ঘুম ভাঙলো। স্বপ্নটা মোটেও এলেক্সের মন মতো ছিলো না। অনেক দিন পর এলেক্সের চোখ থেকে কয়েক ফোটা পানি পরেছে। যেটা ঘুমের মধ্যেই ছিলো। এখন এলেক্স উঠলো, সে নিজেকে একেবারেই ইমেশন হীন বলতে পারছে না। অবশ্য এলেক্স একেবারে ইমোশনহীন নয়। বরং এলেক্সের ইমোশন গুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। যেটা এলেক্স নিজেই খেয়াল করেছে। যায়হোক আসল কথায় আসা যাক, এলেক্স উঠেছে বিশাল একটা স্বপ্ন থেকে। যে স্বপ্নকে এলেক্স কোনো ভাবেই দেখতে চাচ্ছিলো না। স্বপ্নের মধ্যে এলেক্স এবং তার স্ত্রী একই সাথে পৃথিবীতে অনেক সুন্দর করে বসবাস করছিলো যেটা এক সময় এলেক্স চাইলেও, এখন এলেক্সের মনে সেরকম কোনো ইচ্ছায় ছিলো না।
এলেক্স শোয়া অবস্থায় ছিলো, সে উঠলো উঠার সাথে সাথে আশেপাশে শুধু লাশ দেখতে পারলো। চারটা বিশাল লাশ পরে আছে। মূলত সেগুলো বস মনস্টারের লাশ ছিলো যাদের হত্যা করেছে এলেক্সের নাইট ইগ্রিত। এলেক্স বস মনস্টারদের উপেক্ষা করে পিছনের দিকে তাকালো। নিজের শ্যাডো বা ছায়া দেখে বুঝতে পারলো ইগ্রিত সেখানে রয়েছে। এবার তার মনোযোগ অন্য একটা জায়গায় চলে আসলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার, সিস্টেম আপগ্রেড হয়েছে এবং ভার্সন থ্রি পয়েন্ট জিরোতে পরিণিত হয়েছে। সিস্টেমের পুরাতন ফাংশন গুলো চেঞ্জ হয়ে মাস্টারের মন মতো হয়ে গিয়েছে।""-
-""সিস্টেম আপগ্রেড হওয়ার কারণে মাস্টার কিছু রিওয়ার্ড পেয়েছেন।""-
-""সকল স্ট্যাট ১০ করে বৃদ্ধি পাবে এবং ১০০ স্ট্যাট পয়েন্ট পেয়েছেন মাস্টার।""-
-""সিস্টেম আপগ্রেডের কারণে মাস্টার একটা স্কিল পেয়েছেন। স্কিল "র্যামপেজ" মাস্টারের স্কিল মেনুতে যুক্ত হয়েছে।""-
-""সিস্টেম আপগ্রেডের জন্য মাস্টার ১০,০০০ এক্সব্লক কয়েন পেয়েছেন। যা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন।""-
এবারের সিস্টেম আপগ্রেডের রিওয়ার্ড তেমন আহামরি ছিলো না। এলেক্স বুঝতেই পারছিলো প্রতিবার তার ভাগ্য ভালো হবে এমন তো কোনো কথা নেই। যায়হোক এলেক্স একটা স্কিল পেয়েছে যেটাকে সে দেখে নিলো,
(স্কিল মেনু)
এলেক্সের সামনে তার সকল স্কিলের অপশন খুলে গেলো। তবে সিস্টেম আপগ্রেডের কারণে এবার সব কিছু এলেক্সের কাছে নতুন মনে হচ্ছিলো। পূর্বে এলেক্সকে অনেক খুঁজতে হতো স্কিলগুলো বের করার জন্য। কিন্তু এবার স্কিলের পাশে সেটার একশন ইফেক্ট এর ছবি যুক্ত হওয়ার কারণে খোঁজাটা একটু সহজ হচ্ছিলো। একটা মানুষের শরীরের উপরে লাল অউরার মতো দেখতে একটা লোগোতে ছিলো এলেক্সের নতুন স্কিলটা। যেটায় ক্লিক করার সাথে সাথে তার স্কিলের ইনফো সামনে চলে আসলো।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ র্যামপেজ
লেভেলঃ Low(০.০%)
স্ট্যাটাসঃ একটিভ
এটি একটি স্কিল যেটা দিয়ে হোস্ট কিছুটা সময়ে তার এট্যাক পাওয়ার এবং স্পিড বৃদ্ধি করতে পারবে। তবে স্কিলের লেভেল বৃদ্ধির সাথে সাথে স্কিলের অন্যান্য ইফেক্টও আনলক হতে পারে।
ইফেক্টঃ
১) এক মিনিটের জন্য হোস্টের স্ট্রেন্থ দ্বিগুণ হবে।
২) এক মিনিটের জন্য হোস্টের এজিলিটি দ্বিগুণ হবে।
৩) হোস্টের উপরে কিলার ইফেক্ট কাজ করবে।
এনার্জিঃ ৮০/১০০ (স্কিলটা একটিভ করার জন্য হোস্টের মোট এনার্জির ৮০ ভাগ এনার্জি প্রয়োজন হবে। তবে স্কিলের লেভেলের সাথে এই পরিমাণ কমে যাবে।
কুলডাউনঃ এক ঘন্টা
××× ×××
অনেকের কাছে মনে হবে এটা কোনো স্কিল হলো? এলেক্স এতো এক্সব্লক কয়েন দিয়ে সিস্টেম আপগ্রেড করলো এর থেকে তো ভালো কিছু আশা করা দরকার ছিলো। কিন্তু এলেক্স এটুকুতেই খুশি ছিলো। কারণ এই একটা স্কিলই এলেক্সকে এক মিনিটের জন্য তার লেভেলকে দ্বিগুণ করে দিবে। যা তাকে তার লেভেল ডিফারেন্সের মনস্টারদের কাছে একটা এডভান্টেজ তৈরি করে দিবে।
-> তাহলে দেখা যাক কয়েকটা মনস্টার হান্ট করে এটা কিরকম কাজ করে। (এলেক্স)
এলেক্স চিন্তা করছিলো অন্য একটা ড্যানজনে প্রবেশ করার, কিন্তু চিন্তা চিন্তায় রয়ে গেলো। পুরো একটা মাস এলেক্স কোনো রকমের খাবার বা পানীয় ভিতরে প্রবেশ করায় নি। তাই তার পক্ষে এখন হাঁটাচলা করাও একটু কষ্টকর হচ্ছিলো। সে তার ইনভেন্টরি চেক করলো যেখানে কোনো রকমের খাবার ছিলো না পানীয় জল ব্যতীত। তাই পানি পান করে এলেক্স রওনা দিলো একাডেমির দিকে।
-> এই ওয়ার্ল্ডটা আসলেই পৃথিবী থেকে অনেক আলাদা। মানুষ এখানে খাবার না খেয়ে মারা না যাওয়ার থেকে দুর্বল হয়ে যায়। আর এই সময়টা শরীরে থাকা এনার্জি বাঁচিয়ে রাখে তাদেরকে। আমার সাথেও হচ্ছে একই জিনিস। তা নাহলে এতোক্ষণে আমি মারা গিয়ে আমার হাড্ডি পচতে শুরু করতো। (এলেক্স)
এলেক্স নিজের সাথেই কথাটা বললো। সে বুঝতে পারলো তার সাথে কি হচ্ছিলো। আপাতোতো ক্ষুধার জন্য তার শরীর অনেকটা দুর্বল হয়ে পরেছে। এখন তার থেকে কম লেভেলের একটা মনস্টারের সাথেও ফাইট করতে গেলে এলেক্স হেরে যাবে। তাই এলেক্সকে প্রথমে খেতে হবে। অবশ্য মনস্টারের মাংস একটা অপশন ছিলো, কিন্তু এলেক্সের মুখ দিয়ে এখন সেটা যাবে না। তাই তো সে ক্যাপিটালের দিকে রওনা দিলো।
* * * * *
ক্যাপিটালের বাইরেই,
ক্যাপিটালের কিছুটা দূরেই একজন নোবেল তার নাইট এবং ম্যাজিসিয়ান গুলোকে নিয়ে মনস্টার হান্টের জন্য বের হয়েছিলো। তারা একটা ড্যানজন থেকে ফিরছিলো। ঠিক তখনি রাস্তার মধ্যে তাদের সাথে দেখা হয়ে যায় একটা ছেলের সাথে। দুটো ক্যারেজ নিয়ে তারা ক্যাপিটালের দিকে যাচ্ছিলো। রাস্তার মধ্যে দিয়ে একটা ছেলেকে দেখেই তাদের ক্যারেজ দাড় করালো। ক্যারেজের ভিতর থেকে একটা বয়স্ক নোবেল বেরিয়ে আসলো যে ছেলেটাকে দেখেই হাসি একটা মুখ নিয়ে বলতে শুরু করলো।
-> আরে এটা তো আমাদের একাডেমির ইয়াং হিরো। একাডেমিতে যাওয়া হচ্ছে নিশ্চয়? চলো আমার এই হাম্বেল ক্যারেজে তোমাকে পৌঁছে দিচ্ছি।
বয়স্ক লোকটা মুখে মুচকি একটা হাসি রেখে কথাটা বললো। এলেক্স হেঁটেই যেতে চাচ্ছিলো কিন্তু সে এতোটা হাঁটার পরে আরো দুর্বল হয়ে গিয়েছে। তাই তো সে কোনো রকম কিছু চিন্তা না করেই ক্যারেজের ভিতরে উঠে গেলো। এলেক্সের শরীর থেকেই বোঝা যাচ্ছিলো সে অনেকটা ক্ষুদার্ত ছিলো, কারণ তার শরীর অনেক পাতলা হয়ে গিয়েছে। ক্যারেজের মধ্যে তিনজন ব্যক্তি ছিলো পূর্বে থেকেই। বয়স্ক লোকটার পাশাপাশি তার বাটলার হবে হয়তো এবং অন্যজন ম্যাজিসিয়ান হলের একজন ম্যাজিসিয়ান হবে হয়তো। লোকটা ম্যাজিসিয়ান এর হাত থেকে একটা স্যুপের বাটি নিয়ে এলেক্সের সামনে ধরলো। এলেক্সের বেশি ক্ষুধা লাগার কারণে সে কোনো কিছু মনে না করেই সেটাকে নিয়ে খেয়ে নিলো। অবশ্য সব কিছু ঠিকঠাকই ছিলো, শুধুমাত্র এলেক্সের পেট ভরলো না। এলেক্সের হাতের বাটিতে আরো একটু স্যাুপ দেওয়া হলো তবে সেটা পান করার পূর্বেই এলেক্স নিজের সেন্স হারিয়ে ফেললো। এলেক্স তার সেন্স হারানোর সাথে সাথে বয়স্ক লোকটা এবার ভয়ানক একটা হাসি দিলো।
-> টুর্নামেন্টের পর থেকে আমি পাগলের মতো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে একটা সুযোগ আমার হাতেই চলে এসেছে। এবার আমি আমার ছেলের প্রতিশোধ নিতে পারবো।
ক্যারেজটা তার নিজ গতিতে ক্যাপিটালের উপরে চলে গেলো। অন্যদিকে তারা যে রাস্তা দিয়ে গেলো তার উপরে একটা গাছের উপরে একটা ব্যক্তি দাঁড়িয়ে ছিলো। একটা ঈগল উড়ে হঠাৎ তার কাঁধে এসে বসলো।
-> বেশি জড়িত হতে চাচ্ছিলাম না আমি। তারপরও মনে হচ্ছে টুর্নামেন্টের পূর্বেই এলেক্সের সাথে আমার দেখা করতে হবে। নাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহন কারী সবাইকে হয়তো খুজেই পাওয়া যাবে না।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।