#Demon_King#
পর্ব:১৩৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের ক্যাপিটালের মধ্যে কোনো একটা ম্যানশনের মধ্যে,
ম্যানশনটা ব্লু কিংডমের একজন জনপ্রিয় মার্কুইসের, যার পাওয়ার এই কিংডমের ডিউকের মতো না হলেও অনেকটা কাছাকাছি বলা যায়। তাই তার সাথে অন্যান্য নোবেল ব্যক্তিরা খারাপ সম্পর্কে পরতে চাই না। মার্কুইস রাদারফোর্ড, বর্তমান মার্কুইস যার বংশের নামই রাদারফোর্ড। তার বিশাল ম্যানশনের আন্ডারগ্রাউন্ডে একটা সিকরেট রুম রয়েছে। যেখানে সে এলেক্সকে ধরে নিয়ে এসেছে। এলেক্সের উপরে স্লিপিং পয়জন ব্যবহার করা হয়েছে। যার কারণে এলেক্স ক্যারেজের মধ্যেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। একটা কাঠের চেয়ারের সাথে এলেক্সকের পা বাঁধা হয়েছে একত্রে। তার দুটো হাতকে পিছনের দিকে একসাথে বাঁধা হয়েছে। তাছাড়া চেহারের উপরের অংশের সাথে একটা রশি দিয়ে এলেক্সের গলাকেও শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এলেক্স এতোক্ষণ ঘুমে থাকলেও তার ঘুম ভাঙলো। পুরো অর্ধ অন্ধকার একটা রুমের মধ্যে সে নিজেকে আবিষ্কার করলো। এলেক্স বুঝতে পারছিলো না সে এখানে কি ভাবে আসলো। তাই সে নিজের মাথায় একটু জোর খাটালো।
❝যতদূর আমার মনে আছে, আমি একটা ক্যারেজে উঠেছিলাম। সেখানের একটা বৃদ্ধ ব্যক্তি আমাকে একটা স্যুপ দিয়েছিলো পান করার জন্য। সেটার পরে আর কিছুই মনে করতে পারছি না আমি।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার আশেপাশের জিনিসকে একটু ভালো করে লক্ষ্য করতে লাগলো। সে বুঝতে পারলো সে কোনো আন্ডারগ্রাউন্ড ড্যানজন কিংবা রুমের মধ্যে ছিলো। যেহেতু জায়গাটা অনেক ঠান্ডা এবং আবছা একটা গন্ধ পাচ্ছিলো তাই এলেক্স এটা ভাবলো। যায়হোক এলেক্স বসে না থেকে চেয়ার থেকে উঠার চেষ্টা করতে লাগলো। তবে তখনি রুমের মধ্যে দুজন ব্যক্তির প্রবেশ হলো। বৃদ্ধ একটা ব্যক্তির সাথে একটা ম্যাজিসিয়ান ছিলো। বৃদ্ধি লোকটা এলেক্সের দিকে তাকিয়েই বলতে লাগলো,
-> ড্যাগার?
এলেক্স বুঝতে পারলো না বৃদ্ধ লোকটা কি বোঝাতে চাচ্ছিলো। তাই সে শুধু লোকটার দিকে তাকালো। তবে বৃদ্ধ লোকটা বিরক্ত হয়ে একটা লোহার হাতুড়ি দিয়ে এলেক্সের বাঁধা হাতের জোড়ে একটা বারি দিলো। যেটায় এলেক্স এতোটা ব্যথা পেলো যে তার চিল্লানি দিতে মন চাচ্ছিলো। কিন্তু এলেক্স চিল্লানি দেই নি।
-> একজন মানা ইউজার হিসেবে তোমার ডিফেন্স অনেক শক্তিশালী সেটা বলতেই হবে। তাহলে দেখা যাক এবার কি হয়।
বৃদ্ধি লোকটা একজন অউরা ইউজার। সে তার হাতের হাতুড়িতে নিজের এনার্জি ফোকাস করলো এবং সে হাতুড়ি দিতে এবার এলেক্সের বাঁধা হাতের দুই তালুর বিপরীতে আঘাত করলো। এবারের আঘাতটা অনেক মারাত্মক ছিলো। এলেক্সের দুই হাতের তালুর অনেক জায়গা ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। তাছাড়াও একটা আঙ্গুল তো প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থায় চলে গিয়েছে। এলেক্স এবারো এতোটা ব্যথা পেয়েছে যে তার সহ্য করার বাইরে ছিলো সেটা। তারপরও এলেক্স কোনোরকম চিল্লানি দিলো না। তার মুখ থেকে কোনো রকম শব্দই বের হলো না। সে মুখ বুজে সব সহ্য করে গেলো।
-> তাহলে এবার ড্যাগারের কথায় আসা যাক। সেই নীল কালারের ড্যাগারটা যেটা একাডেমির টুর্নামেন্টে তুমি ব্যবহার করেছো, সেটা কিভাবে এসেছে তোমার কাছে?
বৃদ্ধ লোকটার চেহারা এবার সিরিয়াস দেখা যাচ্ছিলো। সে এলেক্সের পিছনে এসে এলেক্সের হাতে দুইবার হাতুড়ি দিয়ে এট্যাক করেছে। এলেক্স আবারো চুপ ছিলো বলে সে আবারো এট্যাক করতে প্রস্তুত হলো। এবারো হাতুড়িতে নিজের অউরা এনার্জি চ্যানেল করলো এবং সেটা দিয়ে সে এলেক্সের হাতে এট্যাক করতে যাবে। ঠিক তখনি এলেক্স তার হাতের এবং পায়ের বাঁধন ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলে এলেক্স উঠলো। তার হঠাৎ এরকম কাউন্টার দেখে বৃদ্ধ লোকটা অবাক হলো। তাই সে সোজা এলেক্সের মাথা বরাবর এট্যাক করতে যাচ্ছিলো। তবে এলেক্স তার পূর্বেই খুব দ্রুত তার এজিলিটির সাহায্যে বৃদ্ধ লোকটার পিছনে চলে গেলো। পাশে দাঁড়িয়ে থাকা ম্যাজিসিয়ানও প্রস্তুত ছিলো না এরকম একটা পরিস্থিতির জন্য। তার কোনো স্পেল ব্যবহারের পূর্বেই এলেক্স পিছন থেকেই একটা কিক মারলো বৃদ্ধ লোকটাকে। এক কিকেই বৃদ্ধ লোকটা পাশের দেওয়ালের সাথে বারি গেলো অনেক জোরে। ঠিক সেই সময়ে এলেক্সের উপরে একটা স্পেল ব্যবহার করলো ম্যাজিসিয়ান।
(প্লান্ট স্পেলঃ বাইন্ড)
যেহেতু এটা একটা আন্ডারগ্রাউন্ড রুম ছিলো, তাই এখানে ডিসট্রাকটিভ স্পেল ব্যবহার করা মানে উপরে বিশাল মাটি এবং পাথরের স্তূপকে মাথার উপরে ফেলে দেওয়া। যায়হোক এলেক্সের উপরে ম্যাজিসিয়ানটা একটা স্পেল ব্যবহার করলো। যেটার নাম বাইন্ড ছিলো। মাটি থেকে শত শত গাছের কান্ড বেরিয়ে আসলো। যা এলেক্সকে শক্ত করে ধরে ফেলো গেলো। তবে এলেক্স এখানে ডিসট্রাকশন নিয়ে কোনো কিছু ভাবলো না। গাছের কান্ড গুলো এলেক্সকে অনেক শক্ত করে ধরলো, যেটা এলেক্সের মুভমেন্ট ব্লক করে দিচ্ছিলো।
(একটিভ স্কিলঃ ডার্ক ফ্লেম)
অনেক দিন পর এলেক্স তার স্কিলটা ব্যবহার করলো। যেটার ইনফো এরকম,
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ ডার্ক ফ্লেম
লেভেলঃ Low(৬০%)
স্ট্যাটাসঃ একটিভ
ইফেক্টঃ
১) স্কিল একটিভ হলে হোস্টের এনার্জি শেষ না হওয়া কিংবা হোস্ট নিজে থেকে স্কিলটা ক্যান্সেল না করা পর্যন্ত ডার্ক ফ্লেম তৈরি করতে পারবেন।
২) স্কিল একটিভ হলে স্কিলের ফ্লেমের সাথে কোনো জিনিস সংস্পর্শে আসলে সেটা পুড়ে শূন্য না হওয়া পর্যন্ত ফ্লেম নিভবে না।
৩) ফ্লেমের পাওয়ার হোস্টের এবং স্কিলের লেভেলের উপরে নির্ভর করবে।
এনার্জিঃ ৩০/১০০ (স্কিলটা একটিভ করতে হোস্টের মোট এনার্জির ৩০ ভাগ এনার্জি প্রয়োজন হবে। তবে স্কিলের লেভেলের সাথে সাথে এটাও কমে যাবে।)
কুলডাউনঃ ১ ঘন্টা।
××× ×××
(স্পেশাল নোটঃ পূর্বে স্কিলের বিবরণ অন্যরকম থাকলেও এখন সিস্টেম আপগ্রেডের কারণে একটু নতুনত্ব নিয়ে এসেছি। তাছাড়া কোনো ভুল থাকলে বলার চেষ্টা করবেন। আসলে পূর্বের নোটগুলো ডিলিট হয়ে গিয়েছে তো তাই আবার নতুন করে নোট তৈরি করতে হচ্ছে)
এলেক্স তার ডার্ক ফ্লেম স্কিলটা ব্যবহার করলো। এটা অনেক পূর্বে পাওয়া এলেক্সের একটা স্কিল, যা পূর্বে ব্যবহার করলেও এলেক্স এখন আর তেমন ব্যবহার করার সুযোগ পায় না। কারণ স্কিলটা নামের দিকে সাধারণ মনে হলেও এটা অনেক ভয়ানক একটা স্কিল। যদিও এলেক্সের থেকে অনেক শক্তিশালী মনস্টার কিংবা ব্যক্তির উপরে এটা তেমন একটা প্রভাব ফেলবে না। তারপরও এলেক্সের থেকে সামান্য বেশি কিংবা তার থেকে নিচের লেভেলের ব্যক্তিদের জন্য এটা একটা মারাত্মক স্কিল। কারণ এই স্কিল ব্যবহার করলে সেটা ক্যান্সেল না করা পর্যন্ত নিভানো একদম অসম্ভব বলা যায়।
এলেক্স তার স্কিল ডার্ক ফ্লেম ব্যবহার করেছে।যেটা ব্যবহারের সাথে সাথে তার শরীর থেকে ডার্ক ফ্লেম বের হতে শুরু করলো। যেটা আস্তে আস্তে পুরো রুমের মধ্যে ছড়িয়ে গেলো। এলেক্সের চারপাশে যা ছিলো তার সব কিছুই ডার্ক ফ্লেমে পুড়তে শুরু করলো। চেয়ার থেকে শুরু করে যেসব আসবাব ছিলো সব কিছুই পুড়ে গেলো। সেসব শুধু পুড়ছিলো না, তাদের যে ছাই অবশিষ্ট থাকছিলো সেটাও পুড়ে একদম শূন্যতে পরিণত হয়ে গেলো। এই সময়ে ম্যাজিসিয়ানের তৈরি করা ভাইনস বা গাছের কান্ড গুলোও পুড়ে গেলো। তাদের কোনো কিছুই অবশিষ্ট ছিলো না। ম্যাজিসিয়ান এবং বৃদ্ধ লোককে যাতে ডার্ক ফ্লেম স্পর্শ করতে পারে না তার পূর্বেই এলেক্স তার স্কিলকে ক্যান্সেল করে দিলো। যেটার কারণে তাকে,
(স্কিল ক্যান্সেল)
স্কিল ক্যান্সেল বললেই এলেক্সের স্কিল ক্যান্সেল হয়ে যায়। অবশ্য এটা নতুন কোনো জিনিস না। যায়হোক এলেক্স তার সময় নষ্ট না করে চোখের পলেকের মধ্যেই চলে গেলো ম্যাজিসিয়ান এর পাশে। সে তার ডান হাত দিয়ে ম্যাজিসিয়ানের মুখ ধরলো। এই সময়ে এলেক্সের প্যাসিভ স্কিল "সুপার রিজেনারেশন" এর কারণে তার হাতের সমস্ত ক্ষত ঠিক হয়ে গিয়েছে। শুধুমাত্র সেটা এলেক্সের শরীর থেকে অনেক এনার্জি শেষ করেছে। এলেক্সের যাতে খুব কম এনার্জি শেষ হয় এজন্য সে তার বড় বড় স্কিল গুলো একটু কম ব্যবহার করছিলো। এলেক্স ম্যাজিসিয়ানের মুখ ধরে সেটাকে ফ্লোরের উপরে অনেক জোড়ালো ভাবে একটা স্ম্যাস করলো।
❝একটা লেভেল ৪৭৯ এর ম্যাজিসিয়ানের ডিফেন্স দুর্বল। সেখানে আমার স্ট্রেন্থই আমাকে ৭০০ লেভেলের একটা নাইট করে দিচ্ছিলো।❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্সের একটা এট্যাকেই ম্যাজিসিয়ানের মাথা চূর্নবিচ্ছিন্ন হয়ে গেলো। ম্যাজিসিয়ানের মাথার ঘিলু এবং ব্লাড চারপাশে ছড়িয়ে গেলো। কিছুটা ব্লাড এলেক্সের মুখে এসেও লাগলো। যেটা সম্পর্কে এলেক্স কিছুই করলো না। এবার নিজের ঘাড়টা বাকা করে এলেক্স তাকালো পাশে থাকা বৃদ্ধ লোকটার দিকে। বৃদ্ধ লোকটা অনেক শকের মধ্যে ছিলো। তার এতো শক্তিশালী একটা ম্যাজিসিয়ান একটা এট্যাকেই এভাবে শেষ হবে সেটা কখনোই চিন্তা করে নি। তারপরেও বৃদ্ধি মার্কুইস সে ম্যাজিসিয়ানের থেকেও অনেকটা শক্তিশালী ছিলো। তাই সে এখানে ফাইট করতে চাচ্ছিলো। কিন্তু এলেক্সের ইমোশন হীন দুটো চোখ দেখেই তার হৃদয় কেঁপে উঠলো। সে কোনো রকম কথা বলতে পারছিলো না। নিজের শরীরকে নারাতে পারছিলো না কোনো ভাবেই সে। কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলো না সে। ঠিক তখনি এলেক্স এগিয়ে গেলো তার দিকে এবং সোজা তার গলা ধরে উঁচু করে ফেললো। এলেক্স সাইজের দিক দিয়ে একটু ছোট হওয়ার কারণে বৃদ্ধ লোকটাকে হাওয়ার মধ্যে তুলতে না পারলেও উঁচু করে দাঁড় ঠিকই করাতে পারলো। তার ইমোশন হীন চোখ নিয়ে এলেক্স তাকালো বৃদ্ধ লোকটার দিকে। বৃদ্ধ লোকটার উদ্দেশ্য কি ছিলো এখানে সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। কিন্তু তার উপরে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে যেটা এলেক্স একদমই মেনে নিতে পারছিলো না। তাইতো এলেক্সের মন চাচ্ছিলো বৃদ্ধ লোকটার মাথাকে তার হাতের মধ্যেই ভেঙে ফেলতে।
এলেক্সের লেভেল বৃদ্ধ ব্যক্তির থেকে অনেকটা কম ছিলো। এলেক্স ইনফো স্কিল দিয়েও লোকটার স্কিল দেখতে পারছিলো না, যার অর্থ হলো বৃদ্ধ ব্যক্তির লেভেল ৬০০ এর উপরে ছিলো। এলেক্সের ইনফো স্কিল দিয়ে আপাতোতো সে তার থেকে ২০০ উপরের লেভেলের ব্যক্তিদের দেখতে পারে, যার কারণে তার ধারণা এখানেই ছিলো। বৃদ্ধ মার্কুইসের লেভেল বেশি হলেও সে এলেক্সকে দেখে এখন ভয় পাচ্ছে কেনো এটা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে। অবশ্য এখানে আসল কথা হলো কিছুদিন পূর্বেই এলেক্স একদম দুর্বল ছিলো মার্কুইসের সেই ম্যাজিসিয়ানের তুলনাতেই। এতো দ্রুত কোনো ব্যক্তিই এতোটা শক্তিশালী হতে পারে না। তাই মার্কুইস একটু শকের মধ্যে ছিলো। সে কি করবে সেটার কিছুই বুঝতে পারছিলো না। আর সেই সাথে এখন তো এলেক্সের শরীর থেকে একটা কালো রঙের এনার্জি বের হচ্ছিলো, যেটা তার পিছনে একটা বিশাল দৈত্যের আকার নিয়েছে। দুটো লাল চোখ দেখা যাচ্ছিলো সে দৈত্যের। যা দেখার পর থেকে মার্কুইসের শরীর আর তার কন্ট্রোলে ছিলো না।
বৃদ্ধ লোকটা কোনোরকম কথা বলছিলো না এমনকি সে নরতেও পারছিলো না। তার অবস্থা এতো খারাপ হয়েছে যে এলেক্স তার সাথে কিছু করার আগ্রহ হারিয়ে ফেললো। তাই তার গলা ছেড়ে দিলো। লোকটা সেখানেই পরে গেলো। এবার এলেক্স ঘুরলো এবং পিছনে চলে আসলো।
❝না এটা আমি কি করছি। ছেলেটার কাছে নিশ্চয় কোনো আইটেম রয়েছে যেটা আমার মাইন্ড নিয়ে খেলা করছে। আমাকে আমার ছেলের প্রতিশোধ নিতেই হবে।❞
বৃদ্ধ মার্কুইস উক্ত কথাটা ভেবে এলেক্সকে এট্যাক করার চিন্তা করলো। তাই সে উঠলো এবং পিছন থেকে এলেক্সকে এট্যাক করার জন্য যাচ্ছিলো তার স্পেস রিং থেকে নিজের হ্যামারটা বের করে। কিন্তু এলেক্স তখনি তার স্পেস রিং থেকে একটা শক্ত রডের মতো কিছু একটা বের করলো এবং সেটাকে ডান হাতে শক্ত করে ধরলো।
(লাইটনিং স্পেলঃ রেইলগান)
এলেক্স তার লাইটনিং এট্রিবিউটের স্পেল ব্যবহার করলো। তার হাতের শক্ত রডটার চারিদিক দিয়ে এবার লাইটনিং সঞ্চালন হলো। যেটাকে এলেক্স নিক্ষেপ করলো বৃদ্ধ মার্কুইসের দিকে। মার্কুইসের একদম মাথার কপাল বরাবর লাইটনিং রডটা ভেদ করে চলে গেলো। মার্কুইস দাঁড়িয়ে ছিলো, সেখানেই এক মিনিট দাঁড়িয়ে থেকে সে নিচে পরে গেলো। এলেক্সের নিক্ষেপ করা লাইটনিং রডটা বৃদ্ধ লোকের কপাল ভেদ করে পিছনের দেওয়ালের ভিতরে ঢুকে গিয়েছে। সেটাকে বের করার কোনো রকম উপায় এলেক্সের কাছে আর নেই। এটা একটা স্পেশাল আইটেম ছিলো যেটা এলেক্স তার স্টোর থেকে কিনেছিলো কয়েকটা।
××× আইটেম ইনফো ×××
আইটেম নেইমঃ সুপার-এলোই রড
ইউনিভার্সের টপ দশ শক্তিশালী ধাতুর মধ্যের একটা। বিভিন্ন আইটেম তৈরিতে ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন সময় এট্যাকও করা সম্ভব।
ইফেক্টঃ
১) নিক্ষেপ করলে টার্গেটকে পেনেট্রেট করার সম্ভবনা ২০০% বৃদ্ধি পাবে।
২) ব্যবহার করলে হোস্টের ক্রিটিক্যাল ড্যামেজ দেওয়ার সম্ভবনা ১০০% বৃদ্ধি পাবে।
××× ×××
এলেক্স দেওয়ারের ভিতরে ঢুকে যাওয়া রডের দিকে দৃষ্টি না ফেলে এবার দুটো লাশের দিকে তাকালো। এই পর্যন্ত এলেক্স তার মেইন ক্যারেক্টার দিয়ে এভাবে কাউকে হত্যা করে নি। পূর্বে সে তার ডোমেইন দিয়ে হত্যা করলেও সেটা আলাদা বিষয় ছিলো। তারপরও এলেক্সের মুখ থেকে কোনো রকম এক্সপ্রেশন তৈরি হচ্ছিলো না। এলেক্স নতুন একটা কিছু ভাবতে লাগলো,
❝আমি কি কোনো মানুষের সউল কালেক্ট করতে পারবো?❞
যেহেতু এলেক্সের সউল কালেক্ট স্কিলে উল্লেখ আছে এলেক্স তার হত্যাকৃত সকল বস্তুর সউল কালেক্ট করতে পারবে, তাই এটা সিওর ছিলো যে সে এই দুজনের সউলও কালেক্ট করতে পারবে। তারপরও পূর্বে কোনো জীবিত মানুষের সউল সে কালেক্ট করে নি হত্যা করে। ইগ্রিত মানুষের মতো হলেও সে এক সময়ে মারা গিয়ে মনস্টার দুলাহান হয়ে গিয়েছিলো। যায়হোক এলেক্স চেষ্টা করলো বৃদ্ধ মার্কুইসের সউলটা কালেক্ট করার। কারণ সেটা দিয়ে এলেক্সের কোনো রকম কাজ ছিলো না। যেহেতু এই ব্যক্তিটাই এলেক্সকে বিশ্বাসঘাতকতা করেছে ক্যারেজের মধ্যে তাই এলেক্স তাকে নিয়ে অন্য প্লান করেছে।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি এই প্রথম কোনো মানুষের সউল কালেক্ট করেছেন। একজন মানুষের সউল যত খারাপ হবে তত সহজেই মাস্টার তাদের সউল কালেক্ট করতে পারবেন এবং তাদেরকে শ্যাডো আর্মিতে পরিণত করতে পারবেন। তবে একজন মানুষের সউল যত ভালো এবং স্বচ্ছ হবে মাস্টার তাদেরকে কালেক্ট করতে সক্ষম হবে না।""-
এলেক্সের সিস্টেম থেকে একটা মেসেজ আসলো। যেটা আশা করে নি এলেক্স, তারপরও নতুন একটা জিনিস সে জানতে পেরেছে। সিস্টেমের মেসেজকে এক পাশে রেখে এবার এলেক্স নজর দিলো তার পাশে থাকা মৃত ম্যাজিসিয়ানের দিকে।
(রাইজ মাই শ্যাডো)
শ্যাডো আর্মিতে কোনো বস্তুর সউলকে যুক্ত করার জন্য এলেক্সকে এরকম একটা লাইন বলতে হয়, যেটা কেনো বলতে হয় সেটা এলেক্স আদৌও জানে না। ভালো না লাগলেও তিনবার এলেক্সকে এটাই বলতে হবে। অবশ্য তিনবার বলতে হলো না, কারণ প্রথম বারের মধ্যেই সেটা কাজ হয়ে গেলো। ম্যাজিসিয়ানের শরীরের নিচ থেকে একটা কালো পানির পুকুর তৈরি হলো। যেটা সেই ম্যাজিসিয়ানের পুরো শরীরকে এবজোর্ব করে নিলো। এবার সেই পানির মধ্য থেকে একটা কালো শ্যাডো আর্মি বেরিয়ে আসলো। যেটা সেই ম্যাজিসিয়ানের পোষাকেই ছিলো। অবশ্য তার পোষাক এখন সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি এই প্রথম কোনো মৃত মানুষের সউলকে আপনার শ্যাডো আর্মিতে যুক্ত করেছেন। মাস্টার চাইলে আপনার পছন্দের নাম গুলো আপনার শ্যাডো আর্মিদের দিয়ে তাদের পাওয়ার এবং র্যাংক বৃদ্ধি করতে পারবেন।""-
-""মাস্টারের লেভেলের থেকে উক্ত ব্যক্তির সউলের লেভেল কিছুটা বেশি হওয়ার কারণে, শ্যাডো হওয়ার পর তার লেভেল হ্রাস পাবে।""-
সিস্টেমের মেসেজটা একটু মনোযোগ দিয়ে দেখলো এলেক্স। যেটা দেখা শেষ করে সে তার শ্যাডো আর্মির দিকে নজর দিলো। সেটা একটা ম্যাজিসিয়ান ছিলো। যা এলেক্সের আর্মিতে প্রয়োজন ছিলো। পূর্বের গবলিন ম্যাজিসিয়ান ভালো থাকলেও এইটার লেভেল ছিলো তাদের থেকেও বেশি। তাছাড়া এলেক্স এইটার ইনফো দেখে অনেকটা আগ্রহী ছিলো। বৃদ্ধ মার্কুইসের সউলটা দিয়ে এলেক্স এই ম্যাজিসিয়ানের লেভেল বৃদ্ধি করে দিলো।
-> আজ থেকে তোমার নাম "আইরিস"। (এলেক্স)
এলেক্সের সামনে আইরিস তার হাঁটু গেঁড়ে বসলো এবং নিজের মাথা নামিয়ে সম্মান দেখালো। হ্যাঁ ম্যাজিসিয়ান শ্যাডো আইরিস একটা মেয়ে ছিলো। যায়হোক এই বিষয়ে পরে আসা যাবে। এলেক্সের এখানে কাজ শেষ ছিলো। তাই সে এখান থেকে বের হবে। ঠিক তখনি এই রুমের বন্ধ করা দরজা বাইরে থেকে কেউ একজন লাথি মেরে ভেঙে ফেললো। বাইরে থেকে একটা পরিচিত লোকের চেহারা দেখতে পেলো এলেক্স।
-> বাবা! (এলেক্স)
এলেক্স অনেকটা অবাক হয়েছে, সে এখানে এভাবে তার বাবাকে দেখবে সেটা কোনো ভাবেই আশা করে নি।
-> ওয়াটস আপ, চ্যাম্প। মনে হচ্ছে এখানে আর কিছু করতে হবে না আমাকে। (এলমন্ড)
এলেক্স এখানে কি বলবে কিছু ভেবে পাচ্ছিলো না। সে কিছুটা অবাক হয়েছে, এখনো অবাক করা ভাব সে কাটাতে পারছে না।
-> আপনি এখানে কিভাবে? (এলেক্স)
-> সে অনেক কাহিনি, তা না হয় অন্য জায়গায় গিয়ে বলবো। প্রথমত আমাদেী এখান থেকে যেতে হবে। তা নাহলে তোমার ভিতরের ব্লাড যেকোনো সময় বার্সাক মুডে চলে যেতে পারে। (এলমন্ড)
এলমন্ড কথাটা তার নাকের নিচ দিয়ে আঙ্গুল টান দিয়ে বললো। এলেক্স তার বাবার কথা কিছুই বুঝতে পারলো না। তারপরও সে তার বাবার সাথে যাওয়ার জন্য রেডি হলো।
-> এভাবে অনেকটা সময় লাগবে। (এলমন্ড)
এলমন্ড কথাটা বলে একটা শীষ বাজালো। সাথে সাথে উপরের দেওয়াল গুলো ভেঙে একটা ঈগল চলে আসলো এবং সেটা এলমন্ডের ঘাড়ের উপরে এসে বসলো। এবার এলমন্ড তার ছেলেকে নিজের কাঁধে তুলে নিলো এবং একটা বিশাল জাম্প দিলো। যে জাম্পের সে ব্লু কিংডমের বিশাল ক্যাপিটাল থেকে অনেক দূরে চলে আসলো বিশাল একটা জঙ্গলের মধ্যে। আসার সময় এলেক্স খেয়াল করেছে, সে যে জায়গার মধ্যে ছিলো সেটা একটা বিশাল ম্যানশন ছিলো। সেই পুরো ম্যানশনটা ধ্বংসাত্মক একটা অবস্থায় ছিলো। চারদিকে দিয়ে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছিলো শুধু। এলেক্স কোনো রকম কথা না বলেই তার বাবার কাছ থেকে বেশ কিছু কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।