#Demon_King#
পর্ব:১৩৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের ক্যাপিটাল থেকে অনেকটা দূরে,
দুজন ব্যক্তি একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে, যেখানে তাদের উপরে কারো নজর ছিলো না। দুজনের মধ্যে একজন হলো এলেক্স এবং অন্যজন তার বাবা। এলেক্সের মনে অনেকটা প্রশ্ন ছিলো, কিন্তু সে প্রশ্ন গুলো করার কোনো সুযোগ এবং সময় পেলো না।
-> আমার সময় এখানে অনেকটা কম। কারণ তোমার পাশে বেশিক্ষণ থাকাটা তোমার জন্য এখন ঠিক হবে না। তাই আমি যেটা বলবো সেটা খুব ভালো করে শুনো এলেক্স। (এলমন্ড)
এলমন্ডের দিকে সিরিয়াস একটা লুক নিয়ে তাকালো এলেক্স। এলমন্ড কি বলবে এলেক্স বুঝতে পারছিলো না। তাই সে মনোযোগ দিয়ে শুনতে লাগলো এলমন্ডের কথা।
-> তুমি নিশ্চয় তোমার শরীরের মাঝে কিছু চেঞ্জ লক্ষ্য করছো ইদানিং। যেটা তোমার ব্লাডলাইন একটিভ হওয়ার একটা লক্ষন। (এলমন্ডের)
এলেক্স মনে করতে লাগলো পুরানো কিছু সময়। এটা ঠিক তার সাথে কিছু আশ্চর্যকর জিনিস হচ্ছে, কিন্তু এই ব্লাডলাইন সম্পর্কে এলেক্স পূর্বে কখনো শুনে নি। তাই তো তার আগ্রহ আরো বেরে গেলো।
-> আমি বেশি ব্যাখ্যা করবো না। খুব ছোট করে একটা বিষয়টা তোমাকে বলবো। আমি খুব স্পেশাল স্পিসিজের একমাত্র বংশধর ছিলাম। কিন্তু এখন আর আমি একা না, বরং আমার ছেলে হিসেবে তুমিও সেই স্পেশাল স্পিসিজের একজন ব্যক্তি। (এলমন্ড)
এলেক্স তার মুখ খুলতে চাচ্ছিলো, এলেক্স এখনো সিওর জানে না যে সে আসলেই কি এলমন্ড এবং মারিয়ার সন্তান কিনা। যেহেতু এলেক্সের শরীরে রেইনকার্নেট হওয়ার পরে এলেক্সের দশ বছর পূর্বের স্মৃতি সম্পর্কে এলেক্স কিছুই জানে না। তাই সে সম্পূর্ণ সিওর ছিলো না তাদের সম্পর্ক নিয়ে। তারপরও এলেক্স এলমন্ড এবং মারিয়াকে নিজের বাবা এবং আম্মা বলে মেনে নিয়েছে। এলেক্স কিছু একটা বলতে চাচ্ছিলো। কিন্তু এলমন্ড তাকে কিছু বলতে না দিয়ে আবারো বলতে লাগলো,
-> আমি জানি তুমি কি চিন্তা করছো। তোমার কোনো চিন্তা করতে হবে না সে বিষয় নিয়ে। তোমার ১০ বছরের স্মৃতি না থাকলেও এখানে সিওর থাকো যে তুমি আমার ছেলে। আর এটার প্রমাণ ডান হাতের সেই ট্যাটু এবং তোমার ব্লাডলাইন একটিভ হওয়ার লক্ষণটাই যথেষ্ট। (এলমন্ড)
এলমন্ড তার জামাটা খুলে এলেক্সকে নিজের ডান হাতের ড্রাগন ট্যাটুটা দেখালো। এলেক্স মনোযোগ দিয়ে সেদিকে তাকালো। এলেক্সের মনের মধ্যে যে সন্দেহ ছিলো এখন সেটা কেটে গেলো।
❝হয়তো সেদিন টাওয়ার অফ স্লোথ থেকে আমি সরাসরি ডিমনিক ফরেস্টে রেইনকার্নেট হই নি দশ বছর এলেক্সের শরীরে। বরং আমি এখানে আবারো এলেক্স হয়ে জন্ম গ্রহন করেছিলাম। কোনো কারণে আমার স্মৃতি হারিয়ে গিয়েছিলো ডিমনিক ফরেস্টের মধ্যে, যার কারণে আমি সেই দশ বছরের কোনো কিছুই মনে করতে পারছি না। শুধু আমার কাছে পূর্বের ওয়ার্ল্ডের স্মৃতি ছিলো তাই হয়তো.....❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের চিন্তা ভাবনা এখন অন্য রকম হয়ে গেলো। তারপরও এটার দিকে সে বেশি গুরুত্ব দিলো না। বরং সে মনের ভিতরে কিছুটা খুশি হয়েছে এটা জেনে যে তার সত্যিকারের কোনো ফ্যামিলি আছে। একটা বাবা এবং একটা আম্মা যাকে পূর্বের জীবনে এলেক্স বা হৃদয় কখনো দেখার সুযোগ পায় নি। তাই তার কাছে এখন একটু ভালো লাগছিলো এটা জেনে যে এলমন্ড আর মারিয়ায় তার এই জীবনের আসল বাবা মা। আর সেটার প্রমাণ এলেক্স তার তাদের ট্যাটু এবং ব্লাডলাইন না কি বিষয় সেটা দিয়ে পেয়েছে। অবশ্য এলেক্স পূর্বেও এলমন্ড এবং মারিয়াকে নিজের বাবা এবং আম্মার মতোই মনে করেছে। কিন্তু এখন তাদের সাথে এলেক্সের সম্পর্ক আরো উন্নত হয়েছে। যায়হোক আসল বিষয়ে আসা যাক।
-> এখন তোমার মাথায় প্রশ্ন আসছে এই ব্লাডলাইন জিনিসটা কি। এটা সম্পর্কে পূর্বে কখনোই শুনো নি নিশ্চয়। (এলমন্ড)
এলেক্সের মাইন্ডে যা চলছিলো তা স্পষ্ট এলমন্ড শুনতে পাচ্ছিলো। তাই তার এলেক্সকে কখন কি বলতে হবে সেটা সম্পর্কে এলমন্ড খুব ভালো করেই জানে।
-> ব্লাডলাইন স্পেশাল একটা পাওয়ার যেটা এই সব জায়গা থেকে অনেক দূরের ব্যক্তিরা ব্যবহার করতে পারে। যদিও ব্লাডলাইন অনেক ধরনের হয়ে থাকে, তারপরও সব ধরনের মধ্য থেকে আমার স্পিসিজের ব্লাডলাইনটা অনেক স্পেশাল এবং ইউনিক ছিলো। স্পেশাল এবং ইউনিক হওয়ার কারণেই আমাদের স্পিসিজ ধ্বংসের মুখে পরেছিলো যেখানে শুধুমাত্র আমিই একমাত্র ব্যক্তি ছিলাম যে জীবিত ছিলাম এবং কোনো এক সুযোগে এই জায়গাতে চলে এসেছি। (এলমন্ড)
এলমন্ডের কথার মূল রহস্য এলেক্স বুঝতে পারলো না। এলেক্সের মনে হচ্ছিলো তার বাবা মূল টাওয়ার এক্সব্লকের কথা উল্লেখ করছিলো কিন্তু স্যামুয়েলের জীবনের ফ্লাশব্যাক দেখার ফলে সে ভালো করেই জানে ব্লাডলাইন নামক এমন কোনো জিনিসই সেখানে উল্লেখ ছিলো না। তাই আপাতোতো বিষয়টাকে গোপন কিংবা স্যামুয়েলের ডিম্যান প্রিন্স হওয়ার কাহিনী ভেবে নিয়েছে এলেক্স।
❝এমন নয় যে আমার বাবা লক্ষ লক্ষ বছর পূর্বে জন্মে নিয়েছে যে আমি স্যামুয়েলের স্মৃতি দিয়ে এই রহস্য বের করবো। হয়তো ৫০-৬০ বছর পূর্বের কাহিনি হবে এটা।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স ভেবেই যাচ্ছিলো। তার ভাবনার প্রতি ছেদ ফেললো তার বাবা। এলমন্ড আবারো বলতে শুরু করলো,
-> এখন আসা যাক আসলেই এই ব্লাডলাইন বিষয়টা কি? এটা একটা স্পেশাল পাওয়ার যেটা একজনের পাওয়ারকে বুস্ট করতে পারে। সহজ করে এই জায়গার নিয়মে বলতে বিভিন্ন রকম বিস্ট বা ডিভাইন বিস্টের সাথে স্পেশাল একটা কন্ট্রাক করা যায়, যেটাকে সংক্ষেপে "Bloodline Awakening" বা "ব্লাডলাইন রাইজ" বলা হয়ে থাকে। (এলমন্ড)
এলেক্স অনেকটা আগ্রহী ছিলো এই বিষয়ে। তারপরও সে একটা বাচ্চা না তাই বেশি প্রশ্ন না করে এবার একটা প্রশ্ন সে করেই ফেললো।
-> তাহলে আমরা এই ব্লাডলাইনের মাধ্যমে স্পেশাল একটা কন্ট্রাক করতে পারবো কোনো বিস্টে সাথে? তাহলে বাবা আপনি কোন বিস্টের সাথে কন্ট্রাক তৈরি করেছেন?(এলেক্স)
-> আমি? দাড়াও তোমাকে দেখাচ্ছি। আমি আমার হাত বারিয়ে দিলে আমার হাতকে ধরবে। (এলমন্ড)
এলমন্ড কথাটা বলার সাথে সাথেই অন্য একটা স্পেসে চলে গেলে। মূলত সে যায় নি বরং তার আশেপাশের স্পেস চেঞ্জ হয়ে গিয়েছে। একটা খোলা মাঠ ছিলো যেখানে হাজারো রঙের ফুল ফুটে আছে। যতদূর দেখা যাচ্ছিলো সব কিছুই শুধু ফুল ছিলো। কিন্তু ফুল গুলোর সৌন্দর্য বেশিক্ষণ থাকলো না। কারণ আকাশ থেকে বিশাল একটা বস্তু তার পাখার ঝাপটায় নিচে চলে আসলো।
[দেখো দেখো কে এসেছে এতোকাল পরে আমার সাথে দেখা করতে। আমি তো ভেবেই নিয়েছিলাম তুমি ভুলে গিয়েছো এই বন্ধুর কথা।]
-> সেটা কিভাবে হয়? তোমার কথা তো আমি মরতে চাইলেও ভুলতে পারি না। যতদিন পর্যন্ত না তোমাকে হত্যা করে আমি তোমার এই কার্স থেকে মুক্ত হতে পারছি ততদিন তোমাকে ভোলার মতো কোনো প্রশ্নই আসে না। (এলমন্ড)
[এখনো আমাকে হত্যার স্বপ্ন দেখে যাচ্ছো। এই চিন্তা ধারা বাদ দিয়ে তোমার আসল জায়গাতে চলে আসো তুমি। পুরো ওয়ার্ল্ড তোমার অপেক্ষা করছে।]
-> তুমি একটা মেয়ে বলে এখন বেঁচে গিয়েছো, তা নাহলে হয়তো এই স্পেসেই তোমার এই ইমেজকে আমি হত্যা করে ফেলতাম। (এলমন্ড)
[সেটা করলে তোমার ছেলেকে এখন দেখাতে কি করে? আমার ভাবতেই কেনো জানি অবাক লাগছে, এই দুর্বল মাংসের টুকরো কিভাবে তোমার ছেলে হইলো?]
এলমন্ড রাগি একটা লুক নিয়ে তাকালো তার সামনের ব্যক্তিটার কারণে।
[আচ্ছা আচ্ছা রাগ করতে হবে না। তোমার ছেলে মানে আমার ছেলে, তাই একটু কমপ্রোপাইজ তো করতেই হবে তাই না ডার্লিং। যায়হোক হঠাৎ আমার জন্য দেখা করতে আসলে কেনো? সেটা কি জানতে পারি? কয়েক লক্ষ বছর হয়ে যায় তুমি আমার সাথে নিজ থেকে কখনো যোগাযোগ করার চেষ্টা করো নি।]
-> আমি কেনো এসেছি সেটা তোমাকে তো আর জানিয়ে দিতে হবে না। আমার প্রতিটা পদক্ষেপ সম্পর্কে আমার থেকে ভালো তুমি ছাড়া আর কে জানে। (এলমন্ড)
[হ্যাঁ সেটা ঠিক, ঠিক আছে তাহলে এবারের জন্যই আমি এই কাজটা করতেছি। এরপরে আমাকে একটা ডেটে না নিয়ে গেলে তোমার কোনো সাহায্যই আমি করছি না।]
একটু পূর্বে যে বস্তুটা সিরিয়াস ভাবে কথা বলছিলো সেই এবার একটা বাচ্চার মতো কথা বলছিলো। যদিও তার আকার বিশাল ছিলো যেটা বিবরণ দেওয়ার মতো সময় এখনো হয় নি। তবে একটা উজ্জ্বল আলো তৈরি হলো তার শরীরে এখন। যেটা থেকে সে একটা মানুষের আকারে চলে আসলো। আকার মানুষের মতো হলেও সে মানুষ ছিলো না। তার পিঠ থেকে দুটো ডানা বেরিয়ে আসলো। হ্যাঁ দেখতে সম্পূর্ণ একটা এঞ্জেলের মতো ছিলো সে। তবে এলমন্ড কড়া একটা নজরে তাকালো এবার তার দিকে।
[কি হয়েছে? আমার লাভারের ছেলে মানে আমার ছেলে, আমার ছেলেকে দেখতে হলে কি আমাকে একটু সুন্দর মায়ের মতো দেখতে হবে না?]
এলমন্ড কোনো কথা না বলে আবারো সিরিয়াস চোখ নিয়ে তাকালো তার সামনের ব্যক্তিটার দিকে।
[ঠিক আছে, শুধু আমি আমার মনটা তোমাকে না দিলে আজ এতোকাল পরে আমাকে দেখতে এসে অর্ডার করার সুযোগই দিতাম না।]
কথাটা বলার পরই তার শরীর আবারো উজ্জ্বল হয়ে গেলো। এবার সে একটা সাদা এবং ছোট খরগোশে পরিণত হলো। যে খরগোশটার মাথার উপরে হাজারো রঙের ফুলের একটা মালা ছিলো। এলমন্ড তার হাত বারিয়ে দিলো যেটা এলেক্স স্পর্শ করার সাথে সাথেই এলেক্স এলমন্ডের সেই স্পেসের মধ্যে প্রবেশ করলো। এলেক্স আশেপাশের সৌন্দর্য দেখতে পেয়ে এতোটা মুগ্ধ হলো যে তার ইমোশন হীন চেহারা থেকেও একটা মুচকি হাসি বেরিয়ে আসলো। এই ওয়ার্ল্ডে আসার পর এটাই প্রথম সময় ছিলো যখন এলেক্সের মুখ থেকে এরকম একটা হাসি দেখা দিয়েছে। কোনো বড় বা মাঝারি আকারের গাছ ছিলো না। একটা বিস্তৃত ভূমি ছিলো যা হাজারো রঙের ফুল দিয়ে ভরপুর ছিলো। এখন কথা হলো হাজারো রং কিভাবে আসে, ওয়েল এটা ফ্যান্টাসি তাই সব সম্ভব। যাইহোক এলেক্সের নজর এবার নিচে থাকা একটা খরগোশের দিকে গেলো যে মনের আনন্দে খেলা করছিলো। অবশ্য খরগোশটা মনে মনে এলেক্সের দৃষ্টি আকর্ষণ করার কথা ভেবে যাচ্ছিলো যেটা হওয়ার পরে সে একটু ভাব নিচ্ছিলো। এলেক্স খরগোশকে দেখা মাত্রই এলমন্ডের হাত ছেড়ে দিলো। হাত ছেড়ে দেওয়ার সাথে সাথেই এলমন্ডের সেই স্পেস থেকে বের হয়ে আসলো এলেক্স। এলেক্সের সাথে এলমন্ডও সেখান থেকে বেরিয়ে আসলো কোনো রকম কথা না বলেই।
-> আমি জানি এই বিস্টটা দেখতে ততটা ভয়ানক কিংবা কুল না হলেও এটা অনেক স্পেশাল ধরনের একটা বিস্ট যেটা আমাকে বাঁচিয়েছে আমার স্পিসিজের ধ্বংসের মুখ থেকে। আর এজন্য আমি তার উপরে কৃতজ্ঞ অনেক। (এলমন্ড)
-> এটাও তো সাম্মন বিস্টের মতোই মনে হচ্ছে। (এলেক্স)
এলেক্স খরগোশকে দেখে মনে করেছে সেটা সাম্মন বিস্টের মতো। কিন্তু তার ধারণা এখানে ভুল ছিলো। হঠাৎ এলমন্ড এলেক্সকে বলতে লাগলো,
-> ক্যাপিটাল থেকে আমি এতোদূরে কিভাবে আসলাম এক লাফে সেটা কি তোমার মাথায় প্রশ্ন জাগছে না? (এলমন্ড)
এলমন্ডের কথা শুনে এলেক্স ভাবতে লাগলো, সে দেখেছে তার বাবার একটা ঈগল ফ্যামিলিয়ার আছে, তাই এটা সম্ভব ছিলো ফ্যামিলিয়ারকে প্রজেস করে। কিন্তু সেটাও করে নি তার বাবা। তাছাড়া এলেক্স স্যামুয়েল ক্যারেক্টার দিয়েও চেষ্টা করেছে জাম্প দেওয়ার। এলমন্ড যতদূর এসেছে তার ১০ ভাগের এক ভাগ আসতে পারতো কিনা সেটাও এলেক্স ভালো করে জানে না। তাই এখন তার মনে আগ্রহ জাগছে এই ব্যাপারে।
-> কারো ব্লাডলাইন একটিভ হলে সে যে বিস্টের ব্লাডলাইন একটিভ করেছে সে বিস্টের সকল এবিলিটি বা পাওয়ার ব্যবহার করতে পারে। যেটা আমিও করেছি। (এলমন্ড)
এলমন্ডকে আর কিছু বুঝিয়ে দিতে হলো না। এলেক্স ভালো করেই জানে তার বাবার দেখানো সে খরগোশটা মোটেও সামান্য কোনো বিস্ট ছিলো না। এলেক্সের বাবার উপরে তার সিস্টেমের ইনফো স্কিল কাজ করেছে, যদিও সব কিছু প্রশ্নবোধক আকারে দেখিয়েছে তারপরও কাজ করেছে। কিন্তু এলেক্স যখন সেই খরগোসের দিকে নিজের ইনফো স্কিল একটিভ অবস্থায় তাকিয়েছে তখন কোনো রকম কাজই হয় নি। কোনো কিছুই এলেক্স দেখতে পারে নি। বরং নিজের ব্রেইনের মধ্যে মারাত্মক একটা শক খেয়েছে। যেটাকে সহ্য করে এলেক্স বের হয়ে এসেছে সেই জায়গা থেকে।
❝আমি জানি না সেটা কি ছিলো, কিন্তু কাইসেলের মতো ছিলো না মোটেও। বরং তার থেকেও ভয়ানক কিছু। যার উপরে আমার সিস্টেমও কাজ করে না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের গভীর চিন্তাকে দূর করার জন্য তার বাবা বলতে লাগলো,
-> সাধারণ ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরির সময় আমরা আসল ক্ষমতাশালী বিস্টদের খোঁজ করতে পারি না। কিন্তু আমাদের এই সিকরেট মাধ্যমে আমাদের কিছুই করতে হবে না। সবচেয়ে শক্তিশালী বিস্টই আমাদের কাছে চলে আসবে। (এলমন্ড)
এলেক্স এখন এগারো বছরের একটা বাচ্চা হলে তার বাবার কথা কোনো সন্দেহ ছাড়ায় বিশ্বাস করে নিতো। কিন্তু এলেক্স ছোট কোনো বাচ্চা ছিলো না। যদিও সে তার বাবার কথা বিশ্বাস করছে কিন্তু সেটা আংশিক ছিলো। এক্সব্লকের স্মৃতি থাকার কারণে এলেক্স কোনো কিছু মিলাতে পারছিলো না। তাই সে শুধু তাল মিলিয়ে যাচ্ছিলো। আসল বিষয় সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ ছিলো যেটা জানার জন্য তার আগ্রহ আরো বেরে যাচ্ছে। কিন্তু সে বুঝতে পেরেছে এখনি সেটা সম্পর্কে সে জানতে পারবে না। সময় হলে সব কিছু সম্পর্কেই সে জানতে পারবে।
-> আচ্ছা অনেক হলো আমার বিবরণ দেওয়া। এখন আসল কাজে আসা যাক। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সবই জানতে পারবে। এখন যা হবে আমি বলবো তুমি ভয় না পেয়ে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকবে। (এলেক্স)
এলমন্ড কথাটা শেষ করেই নিজের হাতটা একটু কেটে সেটা থেকে এক ফোঁটা ব্লাড এলেক্সের কপালে লাগিয়ে দিলো। ব্লাডটা এলেক্সের কপালে লাগার সাথে সাথে এলেক্স এমন একটা স্ট্যাটে চলে গেলো যে সে তার নিজের শরীরে ছিলো না। বরং সে অন্য কোনো এক জায়গায় ছিলো যেখানে এলেক্স পূর্বেও একবার গিয়েছিলো। সাদা বদ্ধ একটা জায়গা যেখানে এলেক্স দাঁড়িয়ে ছিলো। সাদা জায়গাটা এবং হালকা কালোতে পরিণত হয়ে গেলো। হাটু পানিতে এলেক্স দাঁড়িয়ে ছিলো। এলেক্সের সামনে প্রায় শত, হাজারো, লক্ষ, কোটি বিস্ট ছিলো যারা এক এক করে এগিয়ে আসলো এলেক্সের দিকে। কি হচ্ছিলো সেটা এলেক্স বুঝতে পারলো না। কিন্তু হঠাৎ তার ডান হাতের ড্রাগনের ট্যাটুটা উজ্জ্বল হয়ে গেলো। যেটা উজ্জ্বল হওয়ার সাথে সাথে এলেক্সের সামনে যত মনস্টার ছিলো তারা ভয় পেয়ে পালিয়ে গেলো। কোটি কোটি বিস্টের মধ্যে থেকে শুধু কিছু সংখ্যক মনস্টার ছিলো যারা এবার একে অপরের সাথে মারামারি করতে শুরু করলো। তাদের মধ্য থেকেও শক্তিশালীদের দেখে দুর্বল গুলো পালিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনি আকাশ, মাটি ভেদ করে ড্রাগনদের উদয় হলো। যারা এলেক্সের দিকেই এগিয়ে যাচ্ছিলো। শুধু যে ড্রাগন ছিলো এমন নয় হাঁটু পানির মধ্যেই থাকা বেশ কিছু হোয়াইট টাইগার লাফ দিয়ে আকাশে থাকা ড্রাগনদের এট্যাক করতে লাগছিলো। তাদের উপরে আবার একদম উপর থেকে উড়ে আশা ফিনিক্স পাখি গুলো এট্যাক করে যাচ্ছিলো। এরকম আরো শক্তিশালী বিস্ট গুলো একের পর এক এলেক্সের সামনে এসে ফাইট শুরু করে দিয়েছে। ঠিক তখনি মাটি ভেদ করে এ পর্যন্ত যতগুলো বিস্ট এসেছে তাদের থেকে অনেক অনেক বিশাল আকারের একটা বিস্ট বেরিয়ে আসলো। এটা বিশাল একটা তিমি ছিলো যেটা মাটি থেকে সরাসরি আকাশে উড়তে উড়ে গেলো। সব গুলো বিস্টকে নিচে ফেলে সেটা নিচে পরে গেলো। পুরো জায়গাকে কাঁপিয়ে দিলেও জায়গাটা ধ্বংস হলো না। এতো বিশাল একটা তিমি মাটিতে পরার পরেও পানি একটু নরলো না।
❝তাহলে এগুলো শুধু বিস্টের স্পিরিট মাত্র।❞ (এলেক্স)
এলেক্স তার চিন্তা ভাবনাকে প্রবল করলো। বিস্ট গুলো পানিতে কোনো রকম রিয়েকশন তৈরি করে নি বলে সেগুলো তাদের আসল শরীর ছিলো না। কিন্তু এমন নয় যে তারা এলেক্সকে এট্যাক করতে পারবে না। এলেক্সের সামনে এতো শক্তিশালী একটা ব্যাটেল হচ্ছিলো যেটা তার হার্টবিটকে একদম ম্যাক্সিমাম করে দিয়েছে। একটু হলেই তার হার্ট বেরিয়ে আসবে এরকম একটা অনুভূতি তার কাছ লাগছিলো। অবশ্য এখানেই শেষ না সব কিছু। এলেক্স এখনো চুপচাপ দাঁড়িয়ে ছিলো। তার ডান হাতের ট্যাটুটা এখনো উজ্জ্বল হয়ে ছিলো যেটার কারণে আরো শক্তিশালী বিস্ট তার দিকে এগিয়ে আসছিলো। বিস্ট গুলোর কোনো শেষ ছিলো না। এখন যেসব বিস্ট আসছে তাদের তো এলেক্স পূর্বে কখনো দেখে নি। তাদের পাওয়ার গুলোও অনেক ভয়ানক ছিলো। এলেক্সের মনে হচ্ছিলো এরকম একটা বিস্ট তার ওয়ার্ল্ডে গেলে একটা সামান্য এট্যাকেই পুরো ওয়ার্ল্ডকে তারা ধ্বংস করে দিতে পারবে। এলেক্সের হার্টবিট আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তার দুটো হার্ট রয়েছে এখন, তাই এটা তার জন্য অস্বাভাবিক না হলেও এই সময়ে অন্য কোনো মানুষ এখানে থাকলে সে মারা যেতো। ঠিক তখনি এলেক্সের সামনে এরকম একটা বস্তু প্রবেশ করলো যেটা আসার পর এলেক্সের কোনো কিছুই মনে থাকলো না। এলেক্স যখন তার চোখ খুললো তখন নিজেকে একটা ড্যানজনের মধ্যে পেলো যেখানে তার বাবা বসে ছিলো তার পাশে।
-> কনগ্রাচুলেশন চ্যাম্প, এখন থেকে তোমার আর বার্সাক মুডে চলে যাওয়ার কোনো ভয় নেই। তুমি তোমার নিজস্ব ব্লাডলাইন একটিভ করেছো। (এলমন্ড)
এলেক্সের মনে অনেক গুলো প্রশ্ন ছিলো। যেগুলো করার সুযোগ আবারো সে পেলো না।
-> এতোদিন তোমার শরীরে আমার ব্লাডলাইনের কিছুটা অংশ ছিলো, যেটা তোমার নিজস্ব না হওয়ার কারণে যেকোনো সময়ে তোমার শরীরকে কন্ট্রোল করে নিতে পারতো। এবং অনেক ভয়ানক ডিসট্রাকশন তৈরি করতে পারতো। তবে এখন যেহেতু তোমার নিজস্ব ব্লাড লাইন রয়েছে তাই এটা হওয়ার আর কোনো সম্ভবনা নেই। (এলমন্ড)
এলেক্স কিছু একটা বলতে যাবে আবারো এলমন্ড সেটা বুঝতে পেরে এলেক্সকে বলতে না দিয়েই,
-> তোমার আম্মা এখন আমার জন্য অপেক্ষা করছে। সে তোমাকে অনেক মিস করছে। কিন্তু এই সময়ে আমি তোমাকে তার কাছে নিতে পারবো না। কারণ কিছুদিন পরই তোমার জয়েন্ট টুর্নামেন্ট শুরু হবে আবার। সেটার পরেই আবার আমাদের দেখা হবে এলেক্স। সে পর্যন্ত আমি তোমাকে বলবো এসব বিষয়ে বেশি গুরুত্ব না দিতে। (এলমন্ড)
এলেক্সের মনে অনেক প্রশ্ন ছিলো, কিন্তু হঠাৎ তার বাবার চোখে তাকানোর কারণে এলেক্সের মাথা থেকে সব প্রশ্নই দূর হয়ে গেলো। সে নিজের মনের মধ্যে বর্তমানে থাকা সকল প্রশ্ন এমনকি ব্লাডলাইন সম্পর্কেও ভুলে গেলো। এই কনফিউশনের মধ্যে এলমন্ড বের হয়ে গেলো এলেক্সকে সেখানেই রেখে।
-> বাবা হঠাৎ আমাকে এখানে একা রেখে এভাবে চলে গেলো কেনো? (এলেক্স)
এলেক্স বুঝতে পারছিলো না তার বাবা কোনো রকম কথা না বলেই এখানে তাকে একা রেখে চলে গেলো কেনো। এলেক্স ড্যানজন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলো। তবে তার পূর্বে সে তার ইনভেন্টরি থেকে একটা জামা বের করে নিলো। এলেক্স প্যান্ট পরে থাকলেও তার পরনে কোনো জামা ছিলো না। জামা পরার কারণে সে লক্ষই করে নি, তার বাম হাতে একটা ট্যাটুর মতো কিছু একটা তৈরি হয়েছে। যেটা কোনো কিছু প্রকাশ না করে শুধু একটা লাইন প্রকাশ করছে।
অন্যদিকে ড্যানজন থেকে এলমন্ড বের হওয়ার সাথে সাথে সিকরেট কিংডমের উদ্দেশ্যে যাচ্ছিলো না। বরং দূর থেকে এলেক্সকে কিছুক্ষণের জন্য সে পর্যবেক্ষণ করতে লাগলো। ঠিক তখনি তার পিঠে থাকা ঈগলের চোখ হঠাৎ পালটে গেলো এবং সেটা পিংক কালারের হয়ে গেলো। ঈগল এবার কথা বলতে লাগলো,
[অনেক ইন্টারেস্টিং একটা জিনিস তৈরি করতেছো তুমি, কিন্তু এটা যদি উপরে বিয়িংরা লক্ষ্য করে তাহলে কি হবে সেটা তো ভেবেই রেখেছো তাই না?]
-> আমার মনে হয় না তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে। (এলমন্ড)
[ডাবল ব্লাডলাইন এটা তো বুঝলাম কিন্তু তোমার ছেলে যে দ্বিতীয় ব্লাডলাইন একটিভ করলো এটা মাত্র এক লাইনের, যেটা সবচেয়ে দুর্বল সেটা তুমিও জানো।]
-> কয়জন আছে যে ডাবল ব্লাডলাইন একটিভ করতে পেরেছে আমাদের স্পিসিজে? যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। (এলমন্ড)
এলমন্ড কথা বলে সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। অবশ্য সে টেলিপোর্ট হলো না বরং সে তার স্পিড ব্যবহার করেছে যেটার মাধ্যমে সে সে জায়গার স্পেসকে ভেদ করে সোজা সিকরেট কিংডমে বের হয়েছে। সে চলে গেলেও তার ঈগলটা সেখানেই রয়ে গেলো যেটা স্বাভাবিক হয়ে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।