#Demon_King#
পর্ব:১৪৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টাওয়ারের ১০ তম ফ্লোরের মধ্যে একটা ড্যানজনের মধ্যে তিন কিংডমের জয়েন্ট টুর্নামেন্টের প্রথম স্টেজ চলছিলো। সেখানে তিন কিংডমের একাডেমির স্টুডেন্ট এবং ত্রিশ বয়সের নিচের হান্টার অংশগ্রহন করেছে। ড্যানজনের ভিতরে প্রবেশ করার পরে মোট পাঁচ ধরনের দরজা রয়েছে। যার মধ্যে প্রবেশ করার ফলে ভিতরে এক এক লেভেলের মনস্টারের সাথে এক এক টিম ফাইট করছিলো। অবশ্য ফাইট সবাইকে করতে হচ্ছিলো না যেসব টিম একদম সামনে ছিলো তারাই সকল ফাইট করছিলো, পিছনে যেসব টিম ছিলো তারা তো শুধু হেঁটে হেঁটে তাদের পিছন পিছন যাচ্ছিলো। তবে তারা যে একদম সুরক্ষিত ছিলো এমনও নয়।
-> নিয়ম অনুযায়ী আমরা কাউকে হত্যা করতে পারবো না এই স্টেজে। আর এছাড়া কোনো টিম বাতিল হতে হলে হয়তো তাদের নিজে থেকে পরাজয় মেনে নিতে হবে নাহলে মারা যেতে হবে। কিন্তু আমরা আরেকটা জিনিস করবো।
-> কি করবেন লিডার?
-> সামনে যেসব টিম রয়েছে তারা সবাই শক্তিশালী টিম। আর পিছনে সেসব টিমের সাপোর্টেই পিছনের টিম গুলো এই স্টেজ ক্লিয়ার করতে চাচ্ছে। তবে আমরা তাদেরকে সেরকম সুযোগ দিবো না। হত্যা করতে না পারলেও তাদের এরকম অবস্থা করবো যাতে তাদের হিল করতেও অনেকটা সময়ের প্রয়োজন হয়। এতে করে তারা কোনো ভাবেই দ্বিতীয় স্টেজে অংশগ্রহন করতে পারবে না।
এই একটা টিম তাদের প্লান তৈরি করছিলো। শুধু তারা নয় বিভিন্ন দরজার মধ্যে আরো অনেক টিম ছিলো যাদের এরকম চিন্তা ভাবনা ছিলো। তারা কম শক্তিশালী টিম হওয়ার ফলে তাদেরকেই টার্গেট করছে মূলত। এতে করে টিমের সংখ্যাও অনেক অনেক কমে যাবে। তাদের এ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো তিন কিংডম থেকে অনেক টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে। তারা যত সংখ্যা কম করতে পারবে তাদের জয়ীর জন্য সেটা তত ভালো হবে। যদিও নিজেরা জিততে পারবে না কিন্তু নিজের কিংডমকে জয়ী করার জন্য তারা সব কিছুই করতে পারে। ব্লু এবং রেড দুই কিংডমই এই কাজে অংশ নিয়েছে। অপরদিকে সিকরেট কিংডম এসব বিষয় থেকে পুরো বিপরীত ছিলো। তারা অন্যদের দিকে তেমন নজর দেওয়ার সময়ই পাচ্ছিলো না। এমনিতেই সিকরেট কিংডমের টিমের সংখ্যা কম, তাই তারা সবাই একত্রিত হয়ে ড্যানজন ক্লিয়ার করাকেই প্রধান কাজ বলে মনে করছে।
কালো দরজার ভিতরে হাতে গোনা কয়েকটা টিম প্রবেশ করেছে। যেখানে হান্টার এমিয়াসের টিমও ছিলো। এমিয়াসের পিছনে আরো টিম প্রবেশ করতে যাচ্ছিলো, কিন্তু এমিয়াস কালো দরজার ভিতরে প্রবেশ করার পর তার চার্ম ইফেক্ট কাজ করা বন্ধ করে দেই, অবশ্য একেবারে বন্ধ হয় না। তবে মেয়েগুলো তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা ফিরে পায়। তাই কালো দরজার ভিতরে প্রবেশ না করে তারা অন্যান্য দরজায় প্রবেশ করে। এমিয়াস তার চার্মের ইফেক্টে প্রায় ড্যানজনের মধ্যে থাকা অর্ধেকের বেশি মানুষকে নিজের প্রতি আকর্ষিত করেছিলো। কিন্তু সবার উপরে সেটা ভালো করে কাজ করে নি। আপাতোতো এমিয়াসের টিম এবং স্যাম ও হ্যারির টিম একত্রে যাতায়াত করছিলো। যেখানে অনেকটা অস্বাভাবিক জিনিস দেখা দিয়েছে।
স্যাম এবং হ্যারির টিমে থাকা প্রায় সবাই এমিয়াসের চার্ম ইফেক্টে পরে গেলো। এবা, জেবা, হেয়া, স্নেরা এবং হ্যারির টিমে থাকা নতুন হিলার মেয়েটা সবাই তো এমিয়াসের কাছে যাওয়ার চেষ্টা করছিলো। কিন্তু সাহস করে তুলতে পারছিলো না। তাদের হার্ট বিট এতোটা বৃদ্ধি পেয়েছে যে বলার মতো নেই। তারা সবাই শুধু এমিয়াসকে নিয়ে চিন্তা করছিলো। বার বার শুধু এমিয়াসের দিকে তাকাচ্ছিলো।
❝ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। এই ছেলেটাকে আমার একটু ভালো লাগছে না। মেয়েরা তো তার দিকে আকর্ষিত হচ্ছেই, কিন্তু আমার কেনো তার উপরে অনুভূতি হবে সেটা বুঝতে পারছি না।❞ (স্যাম ভাবছে)
শুধু যে স্যাম এমন নয়, স্যামের সাথে ডুফেস এমনকি প্রিন্স হ্যারিও খারাপ চিন্তা করছিলো এমিয়াসকে নিয়ে। এখানে কিছু করারই ছিলো না তাদের। এটা যেহেতু এমিয়াসের স্ট্যাট তাই ইগ্রিতও কিছু করতে পারছে না এখানে। তবে একটা জিনিস দেখার বিষয় ছিলো, সেটা হলো এমিয়াসের চার্মের ইফেক্টে মাইরা এবং এলিন পরছিলো না। তারা একদম স্বাভাবিক ছিলো যেটা নিয়ে কেউ কোনো কিছু চিন্তা করা সময় পাচ্ছিলো না। অন্যদিকে এমিয়াস হেঁটে যাচ্ছিলো মাথায় বিশাল একটা চিন্তা নিয়ে,
❝মাস্টার আপনি আমাকে এভাবে পিছনে রেখে কিভাবে যেতে পারেন। যদি আপনার কিছু হয়ে যায় এবং আপনার নাইট হয়ে আমি কিছু না করতে পারি তাহলে সেটার উত্তর কি দিবো আমি?❞ (এমিয়াস ভাবছিলো)
ইগ্রিত তার মাস্টারের সুরক্ষা নিয়ে চিন্তা করছিলো। যেদিন থেকে সে এলেক্সের ব্যক্তিগত শ্যাডো হয়েছে তারপর থেকেই সে এলেক্সের সাথে ছিলো সব সময়। এই প্রথম সে এলেক্সের থেকে দূরে আছে। তাছাড়া পূর্বে যে মিনোটর ড্যানজন ছিলো সেখানে এলেক্সের অবস্থা অনেকটা ভয়ানক পর্যায়ে চলে গিয়েছিলো। তাই ইগ্রিত তার মাস্টারকে নিয়ে একটু চিন্তা করছিলো এখন। সে ভালো করেই জানে তার মাস্টার এতো দ্রুত কিভাবে সামনে চলে গেলো। অবশ্যই এলেক্স জেনারেলকে ব্যবহার করেছে এটা সম্পর্কে ভালো করেই জানে ইগ্রিত। সে চাইলে তার নর্মাল ফর্মে এসে এলেক্সের কাছে এখনি চলে যেতে পারতো। কিন্তু সেটা করলে আবার এলেক্সের আদেশটা অমান্য করা হবে। এলেক্স একদম সিরিয়াস কন্ঠে তাকে আদেশ দিয়েছে, যা হোক না কেনো ইগ্রিতকে এমিয়াস হয়েই থাকতে হবে পুরো টুর্নামেন্টে।
❝আমি জানি এখন অন্যান্য শ্যাডো রয়েছে মাস্টারের সাথে তার সুরক্ষা করার জন্য। কিন্তু তারপরও আমি চিন্তা না করে থাকতে পারছি না।❞ (এমিয়াস চিন্তা করছে)
* * * * *
অন্যদিকে এরিনার মধ্যে,
১০ তম ফ্লোরের একটা জায়গার মধ্যে মাঝারি আকারের একটা এরিনা তৈরি করা হয়েছে। যার মধ্যে স্পেস ম্যাজিক ব্যবহার হওয়ার কারণে তার ভিতরে অনেকটা জায়গা ছিলো। জিনিসটা সহজ ছিলো না। পুরো এরিনার মধ্যে এতো ম্যাজিক স্টোন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে নতুন একটা কিংডম তৈরি করা যেতো। আর এসব করেছে সিকরেট কিংডম একাই। তারা ব্লু কিংবা রেড কিংডমের কোনো রকম সাহায্য প্রার্থী হয় নি। ম্যাজিক স্টোন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা পুরো টাওয়ারের মধ্যেই অনেক রেয়ার একটা জিনিস। মানা স্টোন, অউরা স্টোন এবং প্রাণ এনার্জি পাওয়া সহজলভ্য হলেও একটা মিডিয়াম লেভেলের ম্যাজিক স্টোন পাওয়ার জন্য অনেক শক্তিশালী মনস্টার হত্যা করতে হয়। মূলত ফ্লোর ক্লিয়ার করলে অধিক সংখ্যক ম্যাজিক স্টোন পাওয়া যায়। যেটার সবটা ক্রেডিটই সিকরেট কিংডমের রয়েছে। যায়হোক আসল বিষয়ে আসা যাক। পুরো এরিনার মধ্যে বিভিন্ন রকমের অদৃশ্য ম্যাজিক সার্কেল ছিলো, যেগুলো কারো নজরেই আসছিলো না। একটা ভিআইপি রুম তৈরি করা হয়েছিলো এখানেও। যেটা নিচে কোথাও ছিলো না। বরং রুমটা ঠিক এরিনার মাঝ বরাবর একদম উপরে উড়ছিলো। সেটার মধ্যে ম্যাজিক স্টোন ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন এয়ার এট্রিবিউট ম্যাজিসিয়ান সেটাকে কন্ট্রোল করছিলো। যার কারণে পারফেক্ট ভাবে উড়তে পারছিলো সেটা।
-> মনে হচ্ছে এই রাউন্ডে ব্লু কিংডমের স্টার স্টুডেন্ট গুলো অনেক ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে। আমি শুধু ভাবছি তারা কি জীবিত আসতে পারবে। (গালাটুস)
রেড কিংডমের কিং গালাটুস উক্ত কথাটা বললো ব্লু কিংডমের কিং হোমস এর উদ্দেশ্যে। মূলত তার কথা বলার মূল উদ্দেশ্য ছিলো হোমসকে রাগানোর জন্য। যেহেতু কালো দরজার ভিতরে ক্রাউন প্রিন্স হ্যারি প্রবেশ করেছে তাই সেখানে প্রিন্স মারা গেলে ব্লু কিংডমের ভবিষ্যৎ একদম অন্ধকার ছিলো। তবে গালাটুসের কথায় হোমস না রেগে একটু মুচকি হাসলো।
-> দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। (হোমস)
হোমসের মাথায় তার সন্তানদের জন্য চিন্তা ছিলো। তবে এখানে সে কোনো রকমের দুর্বলতা দেখাতে রাজি ছিলো না। বরং সে তার আত্মবিশ্বাস বজায় রাখলো।
❝আমি সিওর না কিন্তু হান্টার এসোসিয়েশন এর লিডারের কথা বিশ্বাস ছাড়া অন্য কোনো কিছু আমি করতে পারছি না এখন। আশা করছি এই এমিয়াস নামক হ্যান্ডসাম ব্যক্তিটা আমার ছেলে এবং কিংডমের সম্মানকে রক্ষা করতে পারবে।❞ (হোমস ভাবছে)
-> আমাদের প্রিন্সকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না কিং গালাটুস। তবে আমার মনে হয় প্রিন্স গেলমানের দিকে আপনার নজর দেওয়া উচিত। একটা প্রিন্স হয়ে সে মনস্টারের সাথে ফাইট না করে নিজের থেকে দুর্বল ব্যক্তিদের গুরুতর আহত করছে, যেটা রেড কিংডমের জন্য তো একটা লজ্জাজনক বিষয় হওয়া দরকার। (হ্যানিস)
কথাটা ব্লু কিংডমের ডিউক বলে উঠলো। তার প্রতিউত্তরে কিং গালাটুস কিছু বলতে পারলো না। কারণ এখানে কিছু বললে বড়সড় একটা ফাইট লাগতে পারে। আর তারা সেটা সিকরেট কিংডমের কুইনের সামনে করতে চাচ্ছিলো না। তবে রেড কিংডমের ডিউক এই বিষয়ে চুপ রইলো না।
-> আমার মনে হয় না টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ না করে যেকোনো জিনিস করলে কোনো অসুবিধা হবে? আর এই টুর্নামেন্টের ব্যবস্থায় করা হয়েছে তিন কিংডমের মধ্যে ইয়াং জেনারেশনের শক্তি পরীক্ষা করার জন্য। আমাদের প্রিন্স সেটায় করছে। সে তার সমান লেভেলের কাউকে খোঁজার চেষ্টা করছে।
কথাটা রেড কিংডমের ডিউক রাকিন বলে উঠলো কথা। রেড কিংডমের ডিউকের কথা শুনে এবার ব্লু কিংডমের ডিউক চুপ হয়ে গেলো। রুমের ভিতরে বিশাল করে একটা প্রজেকশন স্ক্রিণ ছিলো যেটা নিচে থাকা ম্যাজিক স্টোন ব্যবহার করে প্রজেক্ট করা হচ্ছিলো। অবশ্য স্টোন গুলোর উপরে বিভিন্ন অজানা অক্ষর লেখা ছিলো যা মানুষ জানেই না কি ছিলো। তাই কাউকেই রুমের বাইরে নজর দিতে হচ্ছিলো না। ভিতরে থেকেই তারা সব কিছু দেখতে পারছিলো। তবে সিকরেট কিংডমের কুইন সবার বসে থাকার সামনের যে জায়গা ছিলো সেখানে গিয়ে দাঁড়িয়েছে। বাইরে নিচে মানে এরিনার উপরে যে প্রজেকশন তৈরি করা হয়েছে বিশাল করে সেটার দিকে তাকিয়ে ছিলো এক নজরে। মূলত সে এলেক্সকে দেখছিলো। যে একের পর এক মনস্টার হত্যা করে যাচ্ছিলো তার টিমের দিকে। এলেক্সের মুখে কোনো রকম এক্সপ্রেশন ছিলো না। তারপরও মারিয়া স্পষ্ট দেখতে পারছিলো যতবার এলেক্স মনস্টার গুলোকে হত্যা করছিলো এলেক্সের মুখ থেকে একটা তৃপ্তির হাসি বের হচ্ছিলো। যেটা তার মুখের এক্সপ্রেশন প্রকাশ করতে পারছিলো না।
❝এতো গভীর ভাবে কি চিন্তা করছো?❞ (এলমন্ড)
এলমন্ড ট্যালিপ্যাথির সাহায্যে মারিয়াকে উক্ত কথাটা বললো। যদিও এলমন্ডের এই ইভেন্টটা পর্যবেক্ষণ করার কথা ছিলো সিরিয়াস ভাবে। তারপরও সে এই রুমের মধ্যে অবস্থান করছিলো তার স্ত্রীর সুরক্ষার জন্য। যদিও এটার প্রয়োজন ছিলো না তারপরও এলমন্ড এখান থেকে সরতে চাচ্ছিলো না। তার মাথায় কখন কি থাকে সেটা জানা আসলেই কষ্টকর তাই সে মারিয়ার কাছে সব সময় থাকে কেনো সেটা এখনি আমি বলতে পারছি না।
❝আমার মনে হচ্ছে এই টুর্নামেন্টে কিছু একটা হতে যাচ্ছে। বড় কিছু একটা হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট ব্যবস্থা করে কি আমি আদৌও ঠিক করেছি?❞ (মারিয়া)
❝তোমার কোনো চিন্তা করতে হবে না। কিছু হলে আমি তো আছিই এখানে।❞ (এলমন্ড)
মারিয়া আর কিছু বললো না। এলমন্ডও চুপ হয়ে গেলো। মারিয়া এক নজরে তার ছেলেকে দেখে যাচ্ছিলো। অন্যদিকে এলমন্ড গভীর একটা চিন্তায় চলে গেলো।
❝মারিয়ার যেহেতু মনে হচ্ছে বড় কিছু একটা হবে, তাহলে কি আমি দেখে আসবো কি হতে যাচ্ছে। না সেটা করলে এলেক্সের টাইমলাইনে চেঞ্জ আসতে পারে। সব কিছু স্বাভাবিক ভাবেই চলুক।❞ (এলমন্ড ভাবছিলো)
* * * * *
ড্যানজনের মধ্যে,
কালো দরজার ভিতরে সবার সামনে ছিলো এলেক্স। যে তার শ্যাডো বিস্ট জেনারেল এর সাহায্যে বাকিদের থেকে নিজের টিম নিয়ে অনেকটা সামনে রয়েছে। ক্রিস এবং এলেক্স মূলত মনস্টারদের সাথে ফাইট করছিলো। এনরি যেহেতু একটা একজন হিলার ছিলো তাই তার কাছে মিও ছিলো। আর জেয়াব একটু পিছনের দিকেই ছিলো। পূর্বে জেয়াব ফাইট করার সময় অনেকটা কনফিডেন্স নিয়ে এগিয়েছিলো কিন্তু এক মনস্টারের এক এট্যাকেই জেয়াবের কনফিডেন্স ভেঙে যায়। মূলত তার কনফিডেন্স ভাঙার কারণ ছিলো। তার লেভেল এখনো ২০০ এর ধারে কাছেও নেই তারপরও সে তার থেকে অনেক শক্তিশালী মনস্টারদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নিচ্ছিলো প্রথমে। যদিও তার আইটেমের পাওয়ারে ফলে সে ভালোই ড্যামেজ দিতে পারছিলো কিন্তু লেভেলের পার্থক্য থাকার কারণে কোনো কিছু করা সম্ভব হচ্ছিলো না তার জন্য। এজন্য এখন সে নিজের আত্মবিশ্বাসই হারিয়ে ফেললো।
ক্রিস মন্সটারকে হত্যা করতে চাইলেও প্রতি বিশাল মনস্টারকে হত্যা করার পূর্বেই সেটা কোনো না কোনো ভাবে এলেক্স হত্যা করে ফেলে। যা ক্রিসকে অনেকটা বিরক্ত করে ফেলেছে। তারপরও ক্রিসের বিষয়টা ভালো লাগছে।
❝ছোট ভাই হোক কিংবা বড় ভাই, দুজনের অভ্যাস একই। আজও আমাকে একটা মনস্টার হত্যা করার সুযোগ দিচ্ছে না।❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের হঠাৎ পুরানো কথা মনে পরে গেলো। পুরানো কথা বলতে মূলত তার বন্ধু এলেক্সের কথা মনে পরে গেলো যে মূলত এই এলেক্সের বড় ভাই ছিলো। অবশ্য এটা ক্রিসের ধারণা মতে।
-> আমার মনে হচ্ছে এখন থেকে মনস্টারের পরিমাণ বৃদ্ধি পাবে। তাই আমাদের সবাইকেই ফাইট করার জন্য প্রস্তুত থাকতে হবে। (এলেক্স)
ক্রিস আবারো চারটা ছোট মনস্টারকে হত্যা করার পর সেটা থেকে বিশাল একটা মনস্টার তৈরি হয়েছিলো। এটাকেও ক্রিস অনেক ড্যামেজ দিয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত এলেক্সই সেটাকে হত্যা করে। আর সেটাকে হত্যা করার পর এলেক্স এবং বাকিরা দাঁড়িয়ে ছিলো। এই অবস্থাতেই এলেক্সের কেনো জানি মনে হলো সামনে এখন মনস্টারের পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে। হয়তো এটা সাধারণ একটা ধারণা ছিলো।
-> আমরা অনেকটা দূরে এসেছি, এই সময়ে আমাদের কিছু একটা খেয়ে নেওয়া দরকার। (ক্রিস)
-> হ্যাঁ আমার তো অনেক ক্ষণ হলো খুব ক্ষুধা পেয়েছে। (জেয়াব)
-> ঠিক আছে সবাই খেয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আমাদের কিন্তু আরো দ্রুত যেতে হবে ভিতরে। তা নাহলে এতোক্ষণে অন্যান্য দরজার ভিতরের কেউ এই ড্যানজন ক্লিয়ার করে দিবে। (এলেক্স)
এলেক্সের কথা মতো সবাই এক জায়গায় বসলো এবং খাবার আগুনের ব্যবস্থা করলো সেখানেই। প্রয়োজনীয় জিনিসপত্র স্পেস রিং এর মধ্যে থাকার কারনে সব সময় ব্যবস্থা নেওয়া যায়। ফায়ার স্টোন নামক একটা পাথর রয়েছে যেটা দিয়ে যখন ইচ্ছা আগুন তৈরি করা যায়। শুধু এটার মধ্যে এনার্জি প্রয়োগ করতে হয়। ক্রিস সেটা দিয়ে আগুন তৈরি করলো এবং এলেক্স সেটা ব্যবহার করে রান্না করতে লাগলো। সবাই খুব ভালো করেই জানে এলেক্সের রান্নার হাত, তাই এলেক্সেই সেটা করতে হলো। খাবার খেয়ে একটু বিশ্রাম করতে করতেই এতোক্ষণে স্যাম এবং হ্যারির টিমের সাথে দেখা হয়ে গেলো এলেক্সের টিমের। অবশ্য এটার আশা করে নি এলেক্স তারপরও সে অবাক হলো না। স্যাম এবং হ্যারির টিমের সাথে এমিয়াসের টিমও ছিলো যেটা পরিবেশটা অস্বাভাবিক করে দিলো। যদিও এমিয়াসের ১০০০ চার্ম স্ট্যাট ছিলো তারপরও সেটা এলেক্সের উপরে কাজ করলো না। পূর্বের বা এলেক্স যখন এমিয়াস হয়ে এনরির কাছে গিয়েছিলো তখন এনরির উপরে চার্ম কাজ করেও এখন ইগ্রিতকে দেখে এনরির উপরে সে চার্ম কাজ করছিলো না। তাদের ফুল গ্রুপে শুধুমাত্র এলেক্স, এনরি, মাইরা, এলিন এবং মিও ছিলো যার উপরে এমিয়াসের চার্ম কাজ করছিলো না। তাছাড়া বাকি সবাই এমিয়াসকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলো। ছেলেরা পর্যন্ত তাকে জড়িয়ে ধরতে চাচ্ছিলো, এতোটা ভয়ানক তার চার্ম ইফেক্ট।
-> আরো কিছু সমস্যা চলে আসলো। (এলেক্স)
এলেক্স নিজেকেই আস্তে আস্তে কথাটা বললো। ড্যানজনটা বিশাল ছিলো, যেটার উচ্চতা অনুযায়ী এলেক্স যে মিনোটর বসের সাথে ফাইট করেছিলো সেটাও এখানে দাঁড়াতে পারবে। আর এলেক্সকে এখান থেকে দ্রুত যেতে হবে বসের কাছে। তাই এলেক্স এবার সময় নষ্ট না করে তার জেনারেলকে নিজের ছায়ার মধ্যে রেখে দিলো এবং তার দুটো মিনোটর শ্যাডোর মধ্যে একটাকে নিজের স্যাডো থেকে বের করে ফেললো। বিশাল একটা কালো দৈত্য এলেক্সের পিছন থেকে বের হওয়ার ফলে সবাই অনেক ভয় পেয়ে গেলো। তারা সবাই এট্যাক করার জন্য প্রস্তুত হলো। কিন্তু সেই বিশাল দৈত্য যখন নিজের মাথা নিচু করে হাতটা এলেক্সের সামনে দিলো তখনি বুঝতে পারলো এটাও এলেক্সের স্পেশাল এট্রিবিউটের কিছু একটা হবে।
-> গাইস চিন্তা কইরো না। এটা এলেক্সের নতুন স্পেশাল এট্রিবিউটের দ্বারা সম্ভব হয়েছে। এলেক্স তার স্পেশাল এট্রিবিউট "সাম্মনিং" এর সাহায্যে এরকম বিস্ট বা মনস্টারের মতো দেখতে বস্তু সাম্মন করতে পারছে। (এনরি)
এনরি সবাইকে আসল কথাটা বলে দিলো। যার কারণে সবাই আর ভয়ে থাকলো না। তবে তারা অবাক তো হয়েছেই। এলেক্স এরকম একটা কিছু করতে পারবে সেটা কেউই ভাবে নি।
-> ওয়েট এটা যদি "সাম্মনিং" এট্রিবিউট হয় তাহলে আমি শুনেছি এটা সম্পর্কে। অনেক পূর্বে একটা ব্যক্তি এই স্পেশাল এট্রিবিউট আনলক করেছিলো। এটার পাওয়ার এমন ছিলো যে সেটা দ্বারা মৃত ব্যক্তিকে অর্ধজীবিত করে নিজের সেনায় পরিণত করা সম্ভব। তখনকার ব্লু কিংডম এই এট্রিবিউটের ভয়াবহতা ধারণা করে সে ব্যক্তিকে হত্যা করে। তাহলে সেটার পরে এই প্রথম কেউ সেই এট্রিবিউট আনলক করলো যেটা আমাদের এলেক্স। (হ্যারি)
-> কিন্তু এবারো কি কিং এলেক্সের এই পাওয়ার দেখে সেটা করবে না? (মাইরা)
-> কখনোই না। এলেক্স আমার বেস্ট ফ্রেন্ড এবং ভাইয়ের মতো। আমি আমার ক্রাউন প্রিন্স টাইটেলকে ত্যাগ করে দিবো যদি সেরকম কোনো কিছু হয়। (হ্যারি)
-> তাহলে তো এলেক্সের মোট তিনটা এট্রিবিউট আনলক হয়েছে। যেখনে একটা স্পেশাল এট্রিবিউট। এই বয়সে সে কি পুরো টাওয়ারের মধ্যে সবচেয়ে স্পেশাল ব্যক্তি না? (ডুফেস)
-> হ্যাঁ আর এজন্যই অন্যান্য কিংডম তাকে কিডন্যাপ করার চিন্তা করবেই আজকের পর থেকে। (স্যাম)
-> আমাদের সতর্ক থাকতে হবে এখন থেকেই। (এলিন)
এলেক্সের কোনো কথা বলতে ভালো লাগছিলো না। সে তার মিনোটরকে অর্ডার দিলো। তার মিনোটর শ্যাডো মাস্টারের আদেশ মতোই তার দুই হাত দিয়ে মুঠো করে ধরলো বাকিদের। মিনোটরের সাইজ অনেক বিশাল হওয়ার কারণে তার দুই হাতের মুঠোতেই সবাই পারফেক্ট ভাবে ফিট হয়ে গেলো। অবশ্য মেয়েদের আলাদা ভাবে এবং ছেলেদের আলাদা ভাবে ধরেছিলো মিনোটর যেটা এলেক্সেরই আদেশ ছিলো। কাউকে কোনো কথা না বলতে দিয়েই এলেক্স তার মিনোটরকে সামনের দিকে যেতে বললো। বিশাল বিশাল দুটো পা থাকার কারণে মিনোটর সেটা দিয়ে দৌড় দেওয়ার কারণে জেনারেল এর থেকেও অনেকটা স্পিডে সামনের দিকে চলে চাচ্ছিলো।
❝এইটা লেভেল অনেকটা কম আমার শ্যাডো হওয়ার কারণে। তাহলে যে কয়টা সউল রয়েছে সেটা দিয়ে আমি এটাকে আপগ্রেড করে ফেলি।❞ (এলেক্স)
এই টুর্নামেন্টে আসার পূর্বেও এলেক্স অনেক মনস্টার হত্যা করেছিলো প্রথম ফ্লোরের ড্যানজন থেকে। সেই সাথে এই ড্যানজনে এসেও শক্তিশালী কয়েকটা স্কেলেটন এর সউল কালেক্ট করে রেখেছে এলেক্স। যা দিয়ে সে পরে শ্যাডো আর্মি তৈরি করতে চাইলেও এবার এলেক্স সেগুলো দিয়ে মিনোটর-১ এর লেভেল বৃদ্ধি করে দিলো। এলেক্সের কাছে দুটো মিনোটর ছিলো, যাদেরকে সে মিনোটর-১ এবং মিনোটর-২ নাম দিয়েছে। এলেক্সের মিনোটর-১ লেভেল ৩১২ তে চলে এসেছে। এলেক্সের আদেশ মতে দৌড়ের কারণে খুব দ্রুত সেটা মনস্টারের কাছে চলে আসলো। এতোক্ষণে ছেলেদের অবস্থা তেমন ভালো ছিলো না। একে তো ঝাঁকুনিতে তাদের বমি বমি অবস্থা ছিলো সেই সাথে তারা এমিয়াসকে জড়িয়ে ধরার মতোই অবস্থায় ছিলো। যাকে দেখলেই তাদের মনে খারাপ চিন্তা চলে আসে, তার সাথে এবং এতোটা কাছে থাকাটা কেউই সহ্য করতে পারছিলো না। এলেক্স দূর থেকেই বিষয়টা লক্ষ করলো যার কারণে সে এমিয়াসকে অর্ডার করলো। এলেক্স তার শ্যাডো গুলোকে ট্যালিপ্যাথির সাহায্যেই আদেশ করতে পারে। কোনো কথা সে মনে মনে বললে সেটা যদি কোনো শ্যাডোর উদ্দেশ্যে বলে থাকে তাহলে সেটা তার শ্যাডো শুনতে পারবে। এমিয়াসও শুনতে পারলো।
(একটিভ স্কিলঃ টেলিপোর্টেশন)
এমিয়াস তার স্কিল টেলিপোর্টেশন ব্যবহার করলো এবং সে টেলিপোর্ট হয়ে এলেক্সের পাশে চলে গেলো।
[মাস্টার আপনি ডেকেছেন?]
-> হ্যাঁ। (এলেক্স)
এমিয়াসকে এখানে ডাকার দুটো কারণ ছিলো। একে তো এমিয়াসের লাক্ এর প্রয়োজন ছিলো এখানে। আরেকটা ব্যাপার হলো সেখানের ছেলেদেরকে একটু স্বাভাবিক করে তোলা। যা হতে যাচ্ছিলো এতে তারা ভবিষ্যতে কোনো মেয়ের সামনেই মুখ দেখাতে পারতো না। এলেক্স এবার আর ছোট ছোট মনস্টারের দিকে বেশিক্ষণ ফোকাস করলো না। বিশাল মিনোটরের উপরে এমিয়াস দাঁড়িয়ে থাকার কারণে তার লাক্ স্ট্যাট মিনোটরের উপরেও কাজ করছিলো। আর এ কারণেই সামনে যত মনস্টার ছিলো তার সব গুলো বিশাল পা দিয়ে মিনোটর খুব সহজেই স্ম্যাশ করে দিতে পারছিলো। এমিয়াসের লাক্ স্ট্যাটের কারণে সব গুলো স্কেলেটন একসাথে দাঁড়িয়ে ছিলো কোনো এক কারণে, আর এই সুযোগে মিনোটর-১ তাদেরকে পা দিয়ে পিষিয়ে ফেলছিলো। যদিও মিনোটর-১ এর লেভেল কম ছিলো স্কেলেটন গুলোর থেকে কিন্তু এমিয়াসের লাক্ এর কারণে সবটা এট্যাক স্কেলেটন গুলোর দুর্বল পয়েন্টেই লাগছিলো। এলেক্স কোনো জায়গায় থামলো না একদম বস রুমের সামনে না আসা পর্যন্ত। সাধারণ মনস্টার গুলোকে হত্যা করে আসার কারণে সেখানে একটু পরেই তাদের একত্রিত হওয়া মনস্টার গুলোও জন্ম নিচ্ছিলো। যারা এলেক্সদের ফলো না করে সেখানেই অপেক্ষা করছিলো। কারণ এখানে শুধু এলেক্সরা একাই আসে নি, বরং আরো অনেক টিম ছিলো যারা এই কালো দরজার ভিতরে প্রবেশ করেছে।
বিশাল বসের দরজার সামনে এসে এলেক্সের মিনোটর-১ থামলো। হাতে থাকা সবাইকে নামিয়ে দিলো মিনোটর-১। এমিয়াস এবং এলেক্সও নেমে গেলো। এমিয়াস এবং এলেক্স মিনোটরের কাঁধে দাঁড়িয়ে ছিলো এতোক্ষণ। সবাইকে নামিয়ে দিয়ে পানি যেভাবে উপর থেকে নিচে পরে যায় ঠিক সেভাবেই মিনোটরের পুরো শরীর এলেক্সের ছায়ার মধ্যে পরে গেলো। সবার অবস্থা ভালোই মনে হচ্ছিলো। মেয়েরা একটু স্বাভাবিক ছিলো শুধু কয়েকজনের মুখ লাল হয়ে ছিলো এমিয়াসের কারণে। তবে ছেলেদের অবস্থা ভয়াবহ ছিলো। তারা বমি করতে শুরু করলো।
-> এটা আমি কি করতে যাচ্ছিলাম। আমি তো কোনো মেয়েকেই মুখ দেখাতে পারতাম না। (ডুফেস)
পুরো বিষয়টা যারা দেখছিলো তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিলো না। এমন একটা বিষয় বের হয়ে আসবে সেটা তারা কেউই চিন্তা করে নি। ছোট একটা ছেলে যে কিনা স্পেশাল এট্রিবিউট ব্যবহার করতে পারছে। শুধু কি তাই তারপরও ভয়াবহ একটা এট্রিবিউট যেটা সম্পর্কে অন্যান্য দুই কিংডমের কেউই জানে না। ভিআইপি রুমের মধ্যে সবাই একত্রে কথা বলছিলো। তবে কিংডম হোমস এবং হ্যানিস গভীর একটা চিন্তার মধ্যে রয়েছিলো।
-> ইউর হাইনেস! (হ্যানিস)
-> আমি জানি ডিউক তুমি কি বলতে চাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আমার পূর্ব পুরুষের মতো এই ভুল করতে চাচ্ছি না। এরকম ব্যক্তি হাজারো বছরে পুরো মানবজাতির জন্য একটায় জন্ম নিয়ে থাকে। তাই হত্যা করা তো প্রশ্নেই আসে না। আমি জানি তুমি এবং তোমার মেয়ে ওকে তোমার পরিবারের সদস্য করার চিন্তা করছো বিয়ের মাধ্যমে। কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট হবে। আমি সরাসরি তাকে রয়েল ফ্যামিলিতে যুক্ত করার চিন্তা করছি। (হোমস)
খুব আস্তে আস্তে হোমস তার ভাইকে কথাটা বললো। হোমস যদিও মনে করলো যে তাদের ব্যতীত কেউ কথাটা শুনে নি। কিন্তু এটা আদৌও বিষয় ছিলো না। একজন তো ছিলো যে মুচকি মুচকি হাসছিলো তাদের কথা শুনে। কিং হোমস এর কথা শুনে ডিউক আবারো উত্তর দিলো,
-> ইউর হাইনেস, আপনি প্রিন্সেসের সাথে চিন্তা করছেন না তো? (হ্যানিস)
-> হ্যাঁ, দরকার পরলে দুই প্রিন্সেসই তার হাতে তুলে দিবো। কিন্তু তাকে আমাদের রয়েল ব্লাডে যুক্ত করতে হবে। (হোমস)
হোমস এর কথা বলাটার কারণ হলো সে তার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবছিলো। এটা সবাই জানে যে নোবেলের পরিবার সব সময় শক্তিশালীই হয়। খুব কমই দেখা যায় যে একজন কমনার একজন নোবেলের থেকে শক্তিশালী হয়েছে। তাই অনেকটা সময় কোনো কমনার বেশি শক্তিশালী হয়ে গেলে নোবেলরা সেই কমনারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিংবা হত্যা করে ফেলে। কিন্তু একজন কমনার যদি এতোটা শক্তিশালী হয় যে তার পাওয়ার সবার থেকে উপরে থাকবে তাহলে নোবেলরা তাদেরকে নিজেদের পরিবারে যুক্ত করার চিন্তা করে বিয়ের মাধ্যমে। এতে করে নোবেল এবং সেই কমনারের পাওয়ারের সংমিশ্রণে ভবিষ্যৎ প্রজন্ম গুলো আরো শক্তিশালী হয়ে উঠে। এলেক্স এগারো থেকে বারো বয়সের মধ্যেই এতোটা কিছু সবাইকে দেখাতে পেরেছে তাই তার ভবিষ্যৎ সম্পর্কে কল্পনাই করতে পারছিলো না কিং হোমস। এজন্যই সে প্রথমেই সঠিক সিদ্ধান্ত নিচ্ছে।
-> আমাকে কি কেউ বলবে এই ছেলেটা কি করেছে? প্রথমে একটা মানুষের সাইজের তিনগুন বড় একটা বিস্ট তৈরি করেছে সেটা না হয় বোঝার মতো ছিলো যে সেটা ডার্ক এট্রিবিউট দিয়ে সম্ভব ছিলো। কিন্তু তার এতটুকু শরীরের এনার্জি দিয়ে এতো বিশাল একটা মনস্টার তৈরি করা কিভাবে সম্ভব হলো? (গালাটুস)
রেড কিংডমের কিং উত্তেজিত হয়ে গেলো। তাকে শান্ত করার জন্য তার ডিউক বলতে শুরু করলো,
-> ইউর হাইনেস, আপনি শান্ত হোন। আমার মনে হয় না এটা কোনো স্পেল হবে। কারণ ডার্ক এট্রিবিউট দিয়ে এরকম করা কখনো সম্ভব নয়। সম্ভব হলে তো এতো দিনে ডার্ক এট্রিবিউটই আমাদের উপরে শাসন করতো। আমার যতদূর মনে হয় এটা কোনো ধরনের লিজেন্ডারি আইটেম হবে যেটা ব্লু কিংডম সেই ছেলেকে দিয়েছে ব্যবহার করার জন্য। (ডিউক রাকিন)
সবাইকে প্রশ্নের মধ্যে রেখে এলেক্স প্রবেশ করলো বস রুমের মধ্যে যেখানে তার জন্য অপেক্ষা করছিলো এই ফ্লোরের বস। এলেক্সকে দেখা মাত্রই ভিতরে বসে থাকা বস হেঁসে উঠলো। কালো অন্ধকার রুমের মধ্যেও সেই বস্তুটার হাসি এলেক্স স্পষ্ট দেখতে পারছিলো।
[অনেক অপেক্ষার পরে তাহলে আমাদের দেখা হলো এলেক্স।]
বস অন্য একটা ভাষায় কথা বললো যা কেউ বুঝতে না পারলেও এলেক্স ঠিকই সেটা বুঝতে পারলো। একটা মনস্টার বস কিভাবে কথা বলতে পারলো সেটা দেখার বিষয় না এলেক্সের জন্য। এলেক্সের জন্য দেখার বিষয় কি ছিলো সেটা আপনারাই ধারণা করুন।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানবেন।