#Demon_King#
পর্ব:১৪২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টাওয়ারের মধ্যে বিশাল একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে জয়েন্ট টুর্নামেন্ট। তিন কিংডম থেকে একাডেমির স্টুডেন্ট এবং ৩০ বয়সের নিচের সকল হান্টারই এই টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে। পাঁচজন করে একটা টিম তৈরি হওয়ার পরও অনেক বিশাল সংখ্যক টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে যাদের সঠিক নিয়মে র্যাংকিং দেওয়া সম্ভব ছিলো না। তাই এই টুর্নামেন্টকে অনেকটা সার্ভাইভাল গেমের মতোই করা হয়েছে। পাঁচ রাউন্ড শেষে যে টিম দাঁড়িয়ে থাকবে তাকেই বিজয়ী বলে ঘোষনা করা হবে। প্রতিটা কিংডম থেকেই গড়ে ৫ হাজার ব্যক্তি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এমন নয় যে প্রতিটা কিংডমের একাডেমি থেকে একদম সকল স্টুডেন্টই এই টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। অনেকেই আছে যারা ইনজুরিতে রয়েছে আবার অনেকেই আছে যারা কোনো টিমে যুক্ত হতে পারে নি তাদের কম পাওয়ারের কারণে। তারপরও প্রতিটা কিংডম থেকে অংশগ্রহনকৃত ব্যক্তিদের সংখ্যা কম নয়। হান্টারদের থেকে স্টুডেন্টদের সংখ্যায় সবচেয়ে বেশি। কারণ ৩০ বছরের নিচে হান্টার হওয়াটা একটু কষ্টকরই হয়। খুব কম ব্যক্তিই ত্রিশ বছরের নিচে হান্টার হতে পারে। আবার হতে পারলেও তারা বেশি কনফিডেন্স থাকার কারণে খুব দ্রুত মনস্টারের হাতে মারাও যায়। যায়হোক আসল বিষয়ে আসা যাক,
অর্ধেকের বেশি টিমই গ্যাসের সংস্পর্শে এসে নিজেদের মধ্যে ফাইট শুরু করেছে ড্যানজনের মধ্যেই। তারা এখনো পাঁচ রঙের দরজার ওপারে যাওয়ার সুযোগই পায় নি। যদিও তাদের ফাইটটা ভয়ানক আকার ধারণ করেছে তারপরও সেখানে মৃত্যুর হার তেমন একটা ছিলো না। না থাকার কারণ হলো দুই একজন কয়েকটা স্টুডেন্টকে হত্যা করেছিলো যার কারণে তারা সোজাসুজি ড্যানজনের মধ্য থেকেই টেলিপোর্ট হয়ে বেরিয়ে গিয়েছে। একজনের মাইন্ড যতই কনফিউজড থাকুক না কেনো এটা দেখার পর কারোই সাহস হয় নি কাউকে হত্যা করার।
এলেক্স এবং তার টিম কালো দরজা দিয়ে প্রবেশের পরে একটা বিশাল জায়গার মধ্যে প্রবেশ করেছে। জায়গাটা বিশাল ছিলো। বিশাল বলতে অনেক উঁচু ছিলো। উপরের ছাঁদ গুলো অনেক উপরের ছিলো দরজার বাইরের তুলনায়, তাছাড়া সামনেও বিশাল জায়গা পর্যন্ত খালি ছিলো যেখানে এলেক্স কোনো রকম দেওয়াল দেখতে পাচ্ছিলো না। এলেক্স এখানে কোনো কিছু না চিন্তা করে জেনারেলকে সাম্মন করলো। বিশাল দেহী জেনারেল এলেক্সের সামনের একটা ছায়ার অংশ থেকে বেরিয়ে আসলো। যা দেখে সবাই অনেকটা ভয় পেয়ে গেলো। জেয়াব এবং ক্রিস সেটাকে এট্যাক করতে যাচ্ছিলো কিন্তু সেটা এলেক্সের সামনে যখন নিজের মাথা নিচু করে দাঁড়ালো তখন সবাই একটু অবাক হলো। তারা বুঝতে পারলো না এখানে কি হচ্ছিলো। এরকম কোনো বস্তু তারা পূর্বে কখনো দেখে নি। যেহেতু এলেক্সের কাছে একটা ফ্যামিলিয়ার ছিলো তাই তার কাছে আরেকটা ফ্যামিলিয়ার থাকার কোনো প্রশ্নই আসে না। এলেক্স কোনো রকম কথা না বলে প্রথমে জেনারেল এর কাছে গেলো। জেনারেল সেখানে নিচু হলো যাতে তার মাস্টার তার উপরে উঠতে পারে। এবার এলেক্স জেনারেল এর উপরে উঠে বসলো এবং,
-> সবাই উঠো। (এলেক্স)
সবাই একটু ভয়ে ছিলো কিন্তু এক এক করে সবাই উঠতে শুরু করলো। ক্রিস, জেয়াব এবং মিও উঠে গেলেও এনরি অনেকটা ভয় পাচ্ছিলো সেটার পিঠে উঠার জন্য। এলেক্স সময় নষ্ট করতে চাচ্ছিলো না তাই সে তার নিজের হাতটা বারিয়ে দিলো। এনরি কিছুটা লজ্জা পেলো। তারপরও সে এলেক্সের হাতটাকে ধরলো। এলেক্স তাকে টান দিয়ে উপরে উঠিয়ে দিলো। এলেক্সের পিছনে বসলো এনরি। সবাই এতোক্ষণে জেনারেলের পিছনের বড় বড় লোম গুলোকে শক্ত করে ধরে রেখেছে। মূলত জেনারেল একজন শ্যাডো বিস্ট হওয়ার পরও তার শরীরকে স্পর্শ করলে স্বাভাবিকই মনে হবে। শুধুমাত্র তার শরীরের কোনো অংশ কাটলেই বোঝা যাবে সেটা কোনো শ্যাডো বিস্ট। যায়হোক জেনারেল তার ফুল স্পিডে দৌড় শুরু করলো সামনের দিকে। এনরি পরে যাচ্ছিলো এজন্য সে শক্ত করে এলেক্সকে জরিয়ে ধরলো পিছন থেকে। যেখানে এলেক্স কিছুই বলে নি। জেনারেল এর স্পিডের কারণে তার খুব দ্রুত মনস্টারের কাছে পৌঁছে গেলো। জেনারেল একটা জায়গায় দাঁড়ালো, যেখান থেকে এলেক্স নামার পর তার সাথে বাকিরাও নেমে গেলো। এলেক্স জেনারেলকে এক পাশে থাকতে বললো, কারণ এই সময়ে সেটারও প্রয়োজন ছিলো তার।
-> এলেক্স একটু এক্সপ্লেইন কি করবে এটা কি ছিলো? (ক্রিস)
-> আমি এরকম জিনিস কখনোই দেখি নি। তুমি ব্লাডও ব্যবহার করো নি তাই এটা তোমার ফ্যামিলিয়ারও হবে না। (জেয়াব)
-> ব্লাড ব্যবহার করলেও এটা ফ্যামিলিয়ার কিভাবে হয়? একজনের জন্য দুটো ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরি করা এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। (এনরি)
-> এটা একটা আনডেড ছিলো, যাকে শ্যাডো বিস্ট বলা হয়ে থাকে। আমার যতদূর ধারণা এলেক্সের স্পেশাল এট্রিবিউট আনলক হয়েছে। আর এই বিস্টকে দেখে বোঝায় যাচ্ছে সেটা "সাম্মনিং" এট্রিবিউট। (মিও)
সবাই তো এমনিতেই অবাক ছিলো এবার মিও এর কথায় তারা আরো অবাক হয়েছে। তারা আজ পর্যন্ত কেউ এরকম কোনো এট্রিবিউট সম্পর্কে শুনে নি। হ্যাঁ এটা সত্য যে অনেক স্পেশাল এট্রিবিউট আছে যেটা সম্পর্কে মানুষ জানে না তারপরও সেটা আনলক হলে একটু ধারণা করা সম্ভব, কিন্তু এলেক্সের এটা কোনো এট্রিবিউট হলে তো এটার পাওয়ার প্রায় তাদের ধারণার বাইরে ছিলো। লাইটনিং এর স্পিডে সবাই এতো দ্রুত এতোদূর চলে আসতে পেরেছে একটা পাঁচ লেজ যুক্ত ফক্সের উপরে। যদি এরকম আরো বিস্ট থাকে একজনের কাছে তাহলে কি তার আর টিমের প্রয়োজন হয়? তবে এতোদূর পর্যন্ত কারো চিন্তা ভাবনা যাচ্ছিলো না। সবাই শুধু অবাক হয়ে জেনারেলের দিকে তাকিয়ে ছিলো।
-> মিও তুমি জানলে কিভাবে যে এটা একটা স্পেশাল এট্রিবিউট? (এনরি)
এনরির প্রশ্নে বাকি দুজনও এখন আগ্রহ দেখালো। তারাও জানতে চাচ্ছিলো কেনো,
-> তোমরা হয়তো একাডেমির লাইব্রেরিতে কখনো প্রবেশ করো নি। সেখানে অনেক ধরনের বই আছে। যেখানে স্পেশাল এট্রিবিউট নিয়েও একটা বই আছে। আজ পর্যন্ত যত ব্যক্তি যতগুলো স্পেশাল এট্রিবিউট আনলক করেছে তার সব রেকর্ড সেখানে রয়েছে। আর সেখানেই এই সাম্মনিং এট্রিবিউট সম্পর্কে উল্লেখ আছে। এই এট্রিবিউট দিয়ে যে কেউ মৃত বস্তুকে আনডেড হিসেবে জীবিত করতে পারে। যেটাই হয়তো এলেক্স করেছে। (মিও)
আর কেউ কোনো প্রশ্ন করলো না। তারা তাদের উত্তর পেয়েছে কিন্তু এটা সঠিক উত্তর ছিলো না সেটা এলেক্স ভালো করেই জানে। এটা কোনো এট্রিবিউট নয় বরং এটা এলেক্সের স্কিল। আর এলেক্স এই জিনিসটা কারো কাছে দেখাতে চাচ্ছিলো না, সে অনেকটা তাড়াহুড়ো করছিলো। যার একটায় কারণ মূলত। এলেক্স এই ড্যানজনে আসার পূর্বে বাকিদের মতো যখন ওয়েটিং রুমে অপেক্ষা করছিলো তখন ওয়েটিং রুমের মধ্যে ম্যাজিক বলের প্রজেকশনের মাধ্যমেই সে এরিনার মাঝখানের বক্তব্য দেখতে পেরেছিলো। যা দেখার পর থেকেই তার মনের মধ্যে শুধু একটা প্রশ্ন ছিলো। এলেক্সের মনের মধ্যে একটা সন্দেহ অনেক পূর্ব থেকেই ছিলো। সে মনে করতো তার বাবা এবং আম্মা টাওয়ারের স্পেশাল কেউ হবে, তা নাহলে টাওয়ারের ভিতরের সম্পর্কে এতো কিছু জানা তো সম্ভব না, তাছাড়াও ডিমনিক ফরেস্টের একদম মাঝখানের জোনের মধ্যে বাস করাও তো স্বাভাবিক কারো জন্য সম্ভব ছিলো না। আর তারা সেখানে ১০ বছরের বেশি সময় বাস করেছে যেটা সাধারণ কারো জন্য চিন্তা করাও অসম্ভব। প্রথমে এলেক্সের সন্দেহ থাকলেও এখন তার সন্দেহ আর সন্দেহ রইলো না। আর তার সন্দেহকে সে আরো ক্লিয়ার করার জন্যই তো এই টুর্নামেন্টের ব্যাপারটা সে দ্রুত শেষ করতে চাচ্ছিলো।
-> এলেক্স আমার মনে হয় না এরা সাধারণ কোনো মনস্টার। আমাদের একটা প্লান তৈরি করার দরকার। (ক্রিস)
এলেক্স ক্রিসের কোনো কথা না শুনেই সামনের দিকে এগিয়ে গেলো। সে তার ইনভেন্টরি থেকে মুন ড্যাগার বের করলো এবং সামনের দিকে এগিয়ে গেলো।
(একটিভ স্কিলঃ ইনফো)
এলেক্স তার একটিভ স্কিল ইনফো ব্যবহার করলো। যেটা ব্যবহার করার সাথে সাথে এলেক্স তার সামনে থাকা চারটা মনস্টারের লেভেল দেখতে পারলো। এলেক্সের সামনের মনস্টার গুলো এমন মনস্টার ছিলো যাদের কোনো ভাবেই এলেক্স সহ্য করতে পারে না।
××× ইনফো ×××
নেইমঃ স্কেলেটন
লেভেলঃ ৪৫০
এরা এক ধরনের মনস্টার যাদের কোনো ধরনের অনুভূতি নেই। এদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই এরা কোনো রকমের ব্যথা অনুভব করে না।
××× ×××
এলেক্সের সাথে স্কেলেটন এর অনেক পুরানো সম্পর্ক ছিলো যা মোটেও ভালো ছিলো না। তাইতো তার সামনের মনস্টার গুলো দেখতে পেয়ে তার তেমন একটা ভালো লাগে নি। হাতের মুন ড্যাগার যেটা মূলত এইসব আনডেড টাইপের মনস্টারের উপরেই সবচেয়ে ভালো কাজ করে সেটা দিয়ে এলেক্স ঝাঁপিয়ে পরলো মনস্টার গুলোর উপরে। এলেক্সের স্ট্রেন্থ এবং এজিলিটির সাহায্যে তার কাছে সে মনস্টার গুলো তেমন কোনো ব্যাপারই ছিলো না। চোখের পলকের মধ্যেই এলেক্স সে মনস্টার গুলোকে হত্যা করে ফেললো। একটা স্কেলেটন বা অন্য কোনো আনডেড হত্যা করতে হলে তাদের মাথা বরাবর এট্যাক করতে হয়। যদি কোনো আনডেড এর মাথা কেটে সেটাকে ভেঙে ফেলা যায় তাহলে সে আনডেড মারা যায়। কিন্তু এটা সব ধরণের আনডেডের উপরে কাজ করে না। তবে আজ পর্যন্ত এলেক্স পূর্বে এমন কোনো স্কেলেটন দেখে নি যাদের মাথা স্ম্যাস করার পরও তারা জীবিত ছিলো। এবারো এলেক্স খুব সহজেই চারটা মনস্টারকে হত্যা করে ফেললো। তাদের মাথা গুলো গলা থেকে আলাদা করে এলেক্স সে মাথাকে মুন ড্যাগারের সাহায্যে টুকরো টুকরো করে দিলো।
-> ওয়াও, এলেক্স তো আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। (এনরি)
-> হ্যাঁ, আমরা যতই এলেক্সকে দেখছি সে আমাদের থেকেও অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। (জেয়াব)
-> এখানে এলেক্সের পাওয়ার কোনোভাবেই ব্যবহার হচ্ছে না। বরং এলেক্সের হাতের যে আইটেম সেটা এই ড্যানজনের মনস্টারদের সবচেয়ে বড় নাইটমেয়ার। (মিও)
-> তুমি কিভাবে জানলে? (ক্রিস)
-> ভালো করে লক্ষ্য করো এলেক্স যখন তার ড্যাগার দিয়ে স্ল্যাশ দিচ্ছে, তখন স্কেলেটন এর শরীরের কালো এনার্জিটা এলেক্সের হাতের সেই ড্যাগার এবজোর্ব করে নিচ্ছে। এর মানে এটা নিশ্চিত যে এলেক্সের আইটেমটা আনডেডের উপরে ভালো কাজ করে। (মিও)
এলেক্সের সিস্টেম থাকার কারণে সে সহজেই প্রতিটা আইটেমের ইফেক্ট দেখতে পারে। কিন্তু সেটা অন্যান্য লোকদের জন্য সম্ভব নয়। তাদের কোনো আইটেমের ইফেক্ট দেখার জন্য সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। অনেক পর্যবেক্ষণের পরেই তারা কোনো আইটেমের ব্যবহার এবং ইফেক্ট সম্পর্কে জানতে পারে।
-> তাহলে মনে হচ্ছে এই আইটেমের সাহায্যে আমরা এই ড্যানজন ক্লিয়ার করতে পারবো। (জেয়াব)
-> আমার মনে হয় না একটা আইটেমের সাহায্যে সেটা সম্ভব হবে। (মিও)
এলেক্স যে চারটা মনস্টার হত্যা করেছিলো তাদের লাশ নিচে পরে রয়েছিলো। এলেক্স তাদের সউল কালেক্ট করতে চাচ্ছিলো, কিন্তু এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো তার সিস্টেমের,
-""দুঃখিত মাস্টার। টার্গেটের সউল কালেক্ট করা সম্ভব নয়।""-
সিস্টেমের মেসেজের সাথে সাথেই সে মৃত শরীর গুলো থেকে একটা কালো ধোঁয়া বের হতে শুরু করলো। যা থেকে আবারো সেই স্কেলেটন গুলো জীবিত হয়ে গেলো। তবে এবার তারা জীবিত হলেও তাদের লেভেল পূর্বের মতো রইলো না।
-> আমার মনে হচ্ছে না এবার এরা কোনো সাধারণ স্কেলেটন যেটাকে সহজেই হত্যা করতে পারবো আমরা। (ক্রিস)
চারটা স্কেলেটন আবারো দাঁড়িয়েছে তবে এবার তারা চারটা হয়ে নয় বরং চারটা স্কেলেটন এক হয়ে একটা স্কেলেটন তৈরি হয়েছে। পূর্বে তাদের এক একটার আকার একটা মানুষের মতো ছিলো। কিন্তু চারটা একত্রিত হওয়ার পরে এবার তাদের সাইজ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ক্রিস বুঝতে পারলো এটা এলেক্সের জন্য একটু সমস্যা তৈরি করবে তাই সে এলেক্সের আদেশের অপেক্ষা না করেই নিজেই এগিয়ে গেলো। এই প্রথম সে তার স্পেস রিং থেকে নিজের পারশোনাল আইটেম বের করলো। যেটা অনেকদিন হলো সে ব্যবহার করার তেমন সুযোগ পায় নি। একটা বিশাল স্পেয়ার যেটার মাথায় একটা ব্লেড ছিলো সেটাকে ঘোরাতে ঘোরাতে ক্রিস একটা লাফ দিলো এবং স্কেলেটন এর উপরে ঝাঁপিয়ে পরলো। স্কেলেটন মাত্র মার্জ হয়েছে চারটা একত্রে, তাই সেটা এখনো প্রস্তুত ছিলো না কোনো এট্যাকের জন্য। এই সুযোগে ক্রিস তার স্পেয়ারের মধ্যে নিজের অউরা এনার্জি প্রবেশ করিয়ে বিশাল স্কেলেটন এর মাথা বরাবর এট্যাক করলো। ক্রিস তার ওয়াটার এট্রিবিউট ব্যবহার করলো যার কারণে তার স্পেয়ারের চারিদিক দিয়ে একটা ওয়াটার ব্লেডের মতো কিছু একটা তৈরি হলো। মাথায় এট্যাকটা লাগবে তার পূর্বেই এলেক্স এগিয়ে গিয়ে স্কেলেটন এর ডান পায়ে তার মুন ড্যাগার দিয়ে এট্যাক করলো। স্কেলেটন এর লেভেল এখন এতোটা বৃদ্ধি পেয়েছে যে এলেক্স সেটার লেভেল দেখতে পারছিলো না। তবে এলেক্সের কাছে মুন ড্যাগার থাকার কারণে এলেক্স তার স্ট্রেন্থের সাহায্যে এক এট্যাকেই স্কেলেটন এর ডান পায়ের হাঁটুর জায়গা থেকে পা কে দ্বিখণ্ডিত করে দিলো। এলেক্সের এ কাজের কারণে স্কেলেটনটা একটু নরে গেলো যার কারণে ক্রিসের এট্যাকটা তার মাথায় না লেগে বাম হাতে লাগলো। আর ক্রিসের স্পেয়ারের এট্যাক স্কেলেটন এর বাম হাত কেটে গেলে তার কাঁধ থেকে।
-> এলেক্স এটা কিন্তু ঠিক না। আমি সিওর এটার মাথা উড়িয়ে দিতাম এখন। (ক্রিস)
ক্রিস এলেক্সের উপরে চেঁচাতে শুরু করলো। কিন্তু এলেক্স তার দিকে নজর না দিয়ে নিজের হাতের মুন ড্যাগারকে নিক্ষেপ করলো স্কেলেটন এর মাথা বরাবর। ড্যাগারের স্পিড এবং এট্যাক পাওয়ারের ফলে খুব সহজেই স্কেলেটনের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেলো তার শরীর থেকে। মাথাটা অনেকটা দূরে চলে গেলো যেখানে জেনারেল দাঁড়িয়ে ছিলো পূর্ব থেকেই। সামনের দুটো পা দিয়ে জেনারেল দাঁড়ালো স্কেলেটনের মাথার উপরে। কট কট করে আওয়াজ করে সেটা ভেঙে চুরমার হয়ে গেলো। স্কেলেটনটা মারা গেলো।
(সউল কালেক্ট)
এমনিতেই এলেক্সের হত্যাকৃত বস্তুর সউল কালেক্ট হয়ে থাকে তবে এবার এলেক্স নিজে চেষ্টা করে এটার সউল কালেক্ট করতে চাইলো। যেহেতু এটা একটা প্যাসিভ স্কিল, তাই যখন প্রয়োজন হয় তখনি সেটা ব্যবহার হয়ে থাকে। তাই তিন চার মিনিট পরেও অনেক সময় হত্যাকৃত বস্তুর সউল কালেক্ট করে থাকে এই স্কিলটা। তবে এলেক্স যদি মুখ দিয়ে স্কিলের নামটা বলে তাহলে সেটা দ্রুত হয় কিনা সেটা দেখার চেষ্টা করছিলো সে। এলেক্সের সামনে সিস্টেম থেকে আবারো একটা মেসেজ চলে আসলো। তবে এটা পূর্বের থেকে বিপরীত ছিলো। এবার এলেক্স উক্ত মনস্টারের সউল কালেক্ট করতে পেরেছে। যেটাকে এখনি এলেক্স তার শ্যাডোতে পরিণত করতে চাচ্ছিলো কিন্তু তার সামনে এতো মানুষ থাকার কারনে এলেক্স সেটার চিন্তা বাদ দিলো।
-> এলেক্স আমি তোমাকে হিল করে দিচ্ছি। (এনরি)
এনরির মাথায় এতোক্ষণ অনেক চিন্তা ভাবনা ছিলো তাই সে উক্ত ফাইটে তেমন একটা গুরুত্ব দিতে পারছিলো না। কিন্তু ফাইট শেষ হওয়ার পরে সে চিন্তায় পরে গেলো এলেক্স কোথাও ব্যথা পেয়েছে কিনা সেটা দেখার কারণে।
❝আমি বুঝতে পারছি না। এলেক্স আর সে কিভাবে আলাদা ব্যক্তি হলো? আমি আমার স্বপ্নে দেখেছিলাম সেই ব্যক্তিটায় এলেক্স হয়ে আমার কাছে চলে আসে। তাহলে কি সেটা মিথ্যা কোনো অনুভূতি ছিলো? না এবার তো আমি ঔ ব্যক্তিকে দেখে সেরকম অনুভব করি নি যেরকমটা আমি অনুভব করেছিলাম প্রথমে দেখে। আমার সেই অনুভূতিটা এখনো এলেক্সের জন্যই আছে তাই আমি সিওর যে ঔ হান্টারটা আসল নয়। এখানে কোনো রহস্য রয়েছে যেটা আমি বুঝতে পারছি না। আর এটাও জানি এলেক্স কিছু জানলে সেটা নিয়ে আমাকে বলবেও না।❞ (এনরি ভাবছিলো)
এলেক্সের শরীরে কোনো রকমের ইনজুরি ছিলো না, তারপরও এনরি তার হিলিং স্পেল ব্যবহার করলো এলেক্সের উপরে। প্রয়োজন ছিলো না তারপরও এনরি এলেক্সকে একটু কাছ থেকে স্পর্শ করার জন্য তার হিলিং স্পেল ব্যবহার করলো। এলেক্সের যত কাছেই সে আসে ততই তার হার্ট বিট অস্বাভাবিক হয়ে যায়। এটা কেনো এবং কিসের জন্য হয় এটা এখনো বুঝতে পারে নি এনরি, তবে একটা জিনিস সে বুঝেছে, আর সেটা হলো এলেক্সকে ছাড়া সে থাকতে পারবে না। এজন্যই সে এলেক্সের আরো কাছে আসার বিভিন্ন সুযোগ বের করে নেওয়ার চেষ্টা করছে। যেহেতু এখন তার বিপক্ষ দলের কেউ নেই তাই কোনো চিন্তা ছাড়ায় সে এলেক্সের কাছে থাকতে পারবে। যায় হোক এনরির হিলিং স্পেল ব্যবহার করা হয়ে গেলো এলেক্স তার জেনারেলকে ডেকে নিলো এবং সেটার উপরে প্রথমে নিজে উঠলো এবং এরপরই অন্যান্যরা সেটার উপরে উঠলো। পূর্বের মতোই এলেক্সের পিছনে বসে এলেক্সকে শক্ত করে জড়িয়ে ধরলো।
❝যায় হোক না কেনো? আমি কখনো ছারছি না তোমাকে।❞ (এনরি ভাবছে)
জেনারেল তার ফুল স্পিডে সামনের দিকে যেতে শুরু করলো। তার উপরে বসা এক একজনের চিন্তা এক একরকম ছিলো। ক্রিস যে এলেক্সের কাছ থেকে তখন হেরে সিদ্ধান্ত নিয়েছে সে পরের বার আর হারবে না। অন্যদিকে জেয়াব ভাবছে,
❝এলেক্স দিন দিন অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে। এক সময়ে আমাদের টিমের সবচেয়ে দুর্বল ব্যক্তিই ও ছিলো। কিন্তু এখন ভাবতেও অবাক লাগে যে আমাদের টিমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে। আমি এলেক্সকে নিয়ে হিংসা করছি না। বরং ওর পাওয়ার যতই দেখি ততই নিজেকে নিঃস মনে হয়। আমি কি পারবো ওর মতো ফাইট করতে।❞ (জেয়াব ভাবছিলো)
কিছুটা সামনে চলে আসার পরেই তাদের সামনে আরো চারটা স্কেলেটন চলে আসলো। এবার এলেক্স কিছু করার সুযোগ পেলো না। জেনারেলের উপর থেকেই ক্রিস তার স্পেয়ারটা নিয়ে ঝাঁপিয়ে পরলো সেগুলোর দিকে। অন্যদিকে জেনারেল থামলে এলেক্স এবং বাকিরাও নেমে গেলো। এলেক্স যেতে চাচ্ছিলো ফাইটে তবে জেয়াব পিছন থেকে এলেক্সকে টেনে ধরলো।
-> এলেক্স আমি জানি না এটা আমার জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা। কিন্তু আমি কিভাবে তোমার মতো শক্তিশালী হতে পারি এটা কি আমাকে একটু বলতে পারবা তুমি? মানে আমাদের টিমের মধ্যে নজর দিলে দেখা যাবে সবচেয়ে দুর্বল আমিই। ডুফেসও আমার থেকে অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় হয়তো আমার জন্যই এই জয়েন্ট টুর্নামেন্ট আমরা হেরে যাবো। (জেয়াব)
জেয়াব কথাটা লজ্জা এবং দুঃখ দুটো নিয়েই বলতে লাগলো। এলেক্সকে এখানে কোনো কিছু ভাবতে হলো না। সে তার মনের মধ্যে থাকা সবচেয়ে সৎ উত্তরটাই দিলো ডুফেসকে।
-> আমার মতো শক্তিশালী হওয়া তোমার জন্য আপাতোতো অসম্ভব। কিন্তু সেটা সম্ভব যদি তুমি মৃত্যু থেকে ফিরে আসতে পারো। তাছাড়া তুমিও শক্তিশালী হতে পারবে তবে আমার মতো নয় বরং তোমার নিজের মতো। এর জন্য তোমাকে প্রতিটা ফাইটকে তোমার শেষ ফাইট হিসেবে ভাবতে হবে। (এলেক্স)
এলেক্সের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনলো জেয়াব। এতোক্ষণে ক্রিস তার স্পেয়ার দিয়ে চারটা মনস্টারই হত্যা করে ফেলেছে। এই সময়ে আবারো সে চারটা একত্রিত হয়ে একটা বিশাল মনস্টারে পরিণত হলো। এই বিশাল মনস্টারটা দেখার সাথে সাথেই জেয়াব তার গ্রেট সোর্ড বের করলো এবং সেটা শক্ত করে ধরে সে এগিয়ে গেলো।
-> হ্যাঁ তাহলে আমি এখন মারা যাবো এমন ভেবেই আমাকে ফাইট করতে হবে। (জেয়াব)
জেয়াব কথাটা বলেই তার সোর্ডটা নিয়ে এগিয়ে গেলো বিশাল স্কেলেটন মনস্টারের দিকে। ক্রিস চেচিয়ে উঠলো,
-> জেয়াব এটা আমার টার্গেট। (ক্রিস)
ক্রিসের কথা না শুনেই জেয়াব এগিয়ে গেলো তার সোর্ড নিয়ে এট্যাক করার জন্য। ঠিক পায়ের হাঁটু বরাবর সে তার সোর্ড দিয়ে ফুল পাওয়ারে একটা এট্যাক করলো। তবে তার এট্যাকে স্কেলেটনের হাড়ের মাঝখানে জেয়াবের সোর্ডটা আটকে গেলো। তখনি স্কেলেটনটা তার পা দিয়ে একটা লাথি দিলো জেয়াবকে।
-> মনে হচ্ছে এলেক্সের উপদেশটা একটু বেশি সিরিয়াস ভাবে নিয়ে ফেলেছে সে। (মিও)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।