#Demon_King#
পর্ব:১৪১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
১০ তম ফ্লোরের মধ্যে টাওয়ারের মধ্যকার সবচেয়ে বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। জয়েন্ট টুর্নামেন্ট যেটা তিন কিংডমের মধ্যে একটা শান্তি চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে টাওয়ারের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিংডম নির্বাচন করা হবে। যেহেতু একটা কিংডমের ভবিষ্যৎ হলো সে কিংডমের ইয়াং জেনারেশন। তাই এই জয়েন্ট টুর্নামেন্টের মাধ্যমে ইয়াং জেনারেশন এর পাওয়ার দেখা হচ্ছে এবং সেই পাওয়ার অনুযায়ীই টাওয়ারের নির্বাচনি টিম বের করা হবে। শান্তি চুক্তির মধ্যে আরো অনেক বিষয় আছে যেটাতে গেলে এই পর্ব শেষ হয়ে যাবে তাই সেদিকে না গিয়ে আমরা মূল পয়েন্টে ফিরে আসি।
১০ তম ফ্লোরের মধ্যে কোনো ড্যানজনকেই এ পর্যন্ত হাত লাগানো হয় নি। যেহেতু এটা কোনো কিংডমের আওতাভুক্ত ছিলো না তাই এখনো এই ফ্লোর ফ্রেস অবস্থায় ছিলো। তবে এ ফ্লোরের মধ্যে একটা ড্যানজন ছিলো যেটা অনেকটা স্পেশাল ছিলো। যদিও এই ফ্লোরের ড্যানজন গুলোতে এখনো হাত দেওয়া হয় নি তারপরও ফ্লোর ক্লিয়ারের সময়ে বেশ কিছু মানুষ একটা ড্যানজনের সংস্পর্শে এসেছিলো। ঠিক ফ্লোর বস যে জায়গায় ছিলো তার পিছনেই বিশাল একটা ড্যানজনের গেইট ছিলো। কেউ এই ড্যানজনে প্রবেশ না করলেও বাইরে থেকে এই ড্যানজনের স্পেশাল একটা ইফেক্টে পরেছিলো। যার কারণে যেসব মানুষ ফ্লোর বস হত্যার সময়ে সেখানে ছিলো, তারা সবাই প্রতি রাতে বাজে স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্ন গুলো প্রতি রাতেই বাজে হতে শুরু করলো যতদিন না পর্যন্ত তারা ১০ তম ফ্লোর থেকে বেরিয়ে গেলো। আর এজন্যই এই ড্যানজনের নাম দেওয়া হয়েছে "ড্যানজন অফ ড্রিম"। এই ড্যানজনের মধ্যেই জয়েন্ট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম স্টেজ শুরু হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বেই এলমন্ড সেই ড্যানজনের মধ্যে প্রবেশ করে সকল ব্যবস্থা করে এসেছে। যার কারণে ভিতরে কোনো মনস্টার এখনো হত্যা হয় নি তাছাড়া পুরো ড্যানজন ভরাই এখন ম্যাজিক স্টোন এবং বেশ কিছু গুপ্ত ফ্যামিলিয়ার ছিলো। যাক এখন আমরা আসল জায়গায় চলে যায়। টুর্নামেন্টের মেইন পয়েন্ট ছিলো ড্যানজনের মধ্যে। যেখানে সকল টিমই প্রবেশ করেছে এক এক করে।
ড্যানজনের মধ্যে,
সকল টিমের মাঝখানে দাঁড়িয়ে ছিলো এমিয়াস, যার জন্য ড্যানজনের ভিতরের অধিকাংশ ছেলে মেয়েই পাগল হয়ে গিয়েছে। তার টিমের মধ্যে চারটা মেয়ে ছিলো যারা এমিয়াসকে স্পর্শ করার জন্য পাগল ছিলো। কিন্তু এমিয়াস তাদেরকে কোনো রকম সুযোগই দিচ্ছিলো না।
❝আমি কি এদের সবাইকে হত্যা করে ফেলবো? না আমার মাস্টার আমাকে এটা করতে মানা করেছে। কিন্তু আমি নিতে পারছি না মাস্টারের এই ফর্মকে।❞ (এমিয়াস ভাবছিলো)
এমিয়াস মূলত ইগ্রিত ছিলো, যে এলেক্সের শরীর এবং পাওয়ার কপি করার সাথে সাথে তার সকল সাইড ক্যারেক্টারের চেহারা এবং পাওয়ারও কপি করতে পারে। অবশ্য এটা তৃতীয় আপগ্রেডের পরে নতুন একটা অপশন এসেছে যেটা এলেক্স তিন দিন পূর্বেই খেয়াল করেছে। পূর্বে এলেক্স যেরকম তার সাইড ক্যারেক্টারের একটা স্কিল, এট্রিবিউট এবং স্ট্যাট তার মেইন ক্যারেক্টারে যুক্ত করতে পারতো ঠিক এখন সে তার মেইন ক্যারেক্টার থেকে একটা স্কিল তার সাইড ক্যারেক্টারে যুক্ত করতে পারবে। আর এমিয়াস তার মেইন ক্যারেক্টার থেকে শ্যাডো আর্মি স্কিলটা নেওয়ার কারণে সে সে তার মেইন ক্যারেক্টারের শ্যাডে আর্মি গুলো এমিয়াস হয়েও ব্যবহার করতে পারবে। আর এ কারণেই ইগ্রিত এখন এলেক্স এবং এমিয়াস দুজনের ফেস এবং পাওয়ারই গ্রহন করতে পারে। শুধু যে পাওয়ার এমন নয়, এমিয়াসের স্ট্যাটও গ্রহন করেছে ইগ্রিত যে কারনে তার চার্ম ইফেক্ট রয়েছে যা সবাইকে আকর্ষন করছিলো।
অন্যদিকে এলেক্স তার মেইন ক্যারেক্টারেই ছিলো। এটা এলেক্সের জন্য অনেক ভালো সুযোগ ছিলো লেভেল বৃদ্ধির, তাই এখানে সে কোনো রকম ভুল করে সে সুযোগ হারাতে চাই না। কিছুদিন পূর্বে যখন সে খেয়াল করলো সব জায়গায় এমিয়াসকে নিয়ে উৎসব হচ্ছিলো, তখন এরকম কোনো প্লান সম্পর্কে সে ভাবে নি। কিন্তু তিন দিন পূর্বে সিস্টেমের নতুন ফাংশনটা লক্ষ্য করার পরই এলেক্স নতুন একটা প্লান তৈরি করেছে। যে প্লান অনুযায়ী সে ইগ্রিতকে এমিয়াস বানিয়ে হান্টার এসোসিয়েশনে পাঠিয়ে দিয়েছে হান্টার ব্যাজ সহ। অন্যদিকে একাডেমির হয়ে এলেক্স নিজেই যোগ দিয়েছে জয়েন্ট টুর্নামেন্টের মধ্যে। এতে করে এলেক্স এক ঢিলে দুই পাখি মারতে যাচ্ছে। সে নিজের লেভেলও বৃদ্ধি করতে পারবে এবং ইগ্রিত তার নিজের লেভেল। অবশ্য সাম্মন অবস্থায় রয়েছে তাই এলেক্স যা হত্যা করবে তার অর্ধেক এক্সপি সে এবং ইগ্রিত দুজনেই পাবে, অন্যদিকে ইগ্রিতও যা হত্যা করবে তার থেকে অর্ধেক সে এবং তার মাস্টার পাবে। তাই এটা অনেক ভালো সুযোগ ছিলো দুজনের লেভেলই বৃদ্ধি করার জন্য। তাছাড়াও এলেক্স তার হত্যাকৃত বস্তুর সউলও কালেক্ট করে রাখতে পারবে। এমনকি ইগ্রিতের কাছে থাকলে সে ইগ্রিতের হত্যা কৃত বস্তুর সউলও কালেক্ট করে রাখতে পারবে। যেগুলো দিয়ে সে অন্যান্য শ্যাডোদের লেভেলও বৃদ্ধি করতে পারবে বা নতুন শ্যাডো আর্মি তৈরি করতে পারবে।
যাইহোক এলেক্স তার মেইন ক্যারেক্টারের মধ্যেই আছে অন্যদিকে তার সাইড ক্যারেক্টার হয়ে ড্যানজনে প্রবেশ করেছে ইগ্রিত। বিষয়টা এতো স্মুথ ভাবে করা হয়েছে যে কেউ বুঝতেই পারে নি। অবশ্য এখানে বোঝার একটা বিষয় ছিলো কিন্তু সেদিকে কারো নজরই পরে নি। এলেক্স এবং এমিয়াস মানে ইগ্রিত দুজনের কারো ছায়ায় ছিলো না যেটা একটা সন্দেহজনক বিষয় ছিলো কিন্তু একটা ছায়ার দিকে আবার কার নজর যাবে। যায়হোক আমরা আসল দিকে ফিরে যায়। এমিয়াস কিছুটা বিরক্ত বোধ করছিলো, তারপরও তার মাস্টারের আদেশের জন্য তাকে উক্ত কাজটা করতে হচ্ছে। অন্যদিকে যদি এলেক্সের কথা বলা হয় তাহলে সে কোনো বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছিলো না। কারণ তার সিস্টেম তাকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দিয়ে দিয়েছে যেটা অন্যান্য টিম জানবেও না এতো দ্রুত।
-""মাস্টার, ড্যানজনের মধ্যে ডেঞ্জার ডিটেক্ট হয়েছে। "ড্রিম বা কনফিউশান গ্যাস" রয়েছে যেটা এখানে থাকা প্রতিটা ব্যক্তির মধ্যে কনফিউশান তৈরি করবে। এই গ্যাসের ইফেক্টে আসলে একজন ব্যক্তি শত্রু এবং বন্ধু চিহ্নিত করতে পারে না। সে তার আশেপাশের সবাইকে মনস্টার হিসেবে দেখতে শুরু করবে।""-
সিস্টেমের মেসেজটা দেখার সাথে সাথে এলেক্স বুঝে গেলো তাকে কি করতে হবে, এলেক্সের সাথে স্যাম এবং হ্যারির টিমও রয়েছে। মূলত এই তিনটা টিমই একই সাথে থাকবে যাতে করে ব্লু কিংডম এই টুর্নামেন্টে জয়ী হতে পারে।
-> কারো কাছে নাক এবং মুখ ঢাকার মতো কিছু একটা থাকলে ব্যবহার করো। (এলেক্স)
মুখ কেনো ঢাকতে হবে এটা কেউই জিজ্ঞাসা করলো না। যেহেতু এলেক্স বলেছে তাই সবাই কোনো কিছু না বলেই নিজেদের ইনভেন্টরি থেকে এক্সট্রা কাপড় বের করে নিলো এবং সেটা মুখে বেঁধে নিলো।
-> আমার মনে হচ্ছে আমাদের চারপাশে কোনো সমস্যা হতে শুরু হয়েছে। (জেবা)
-> সবাই একে অপরের দিকে এভাবে তাকিয়ে আছে কেনো? (ডুফেস)
-> আমাদের এই বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই। একটু পরেই এখানে অনেক ভয়ানক ফাইট তৈরি হবে। (এলেক্স)
-> হ্যাঁ এলেক্স ঠিক বলেছে, সবাই নিজেদের ম্যাজিক সেন্স ব্যবহার করে দেখো, দেখবে আমাদের চারপাশ দিয়ে স্পেশাল এক ধরনের গ্যাসের মতো কিছু একটা রয়েছে যেটা আমাদের শরীরে প্রবেশ করে সেটার ইফেক্ট দেখাচ্ছে। (স্যাম)
-> কিন্তু এটা কি করবে সেটাই তো বুঝতে পারছি না আমি। (ডুফেস)
-> আমার মনে হয় এলেক্স বুঝতে পেরেছে এটা কি হচ্ছে। আর তার কথা অনুযায়ী আমার মনে হয় এই গ্যাসটা আমাদেরকে একে অপরের সাথে ফাইট করাবে। যেটা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো কিন্তু যদি কাউকে হত্যা করি তাহলে ধরে নাও আমরা টুর্নামেন্ট থেকে বাতিল। কারণ সিকরেট কিংডমের কুইনের পারশোনাল নাইটের সাথে আমরা কেনো আমাদের প্যালেসের সব শক্তিশালী নাইট এবং ম্যাজিসিয়ানও পারবে না। (হ্যারি)
এলেক্স এখানে কোনো রকম কথা বললো না। সে নিশ্চুপ হয়ে ভীরের মধ্য থেকে হাঁটতে শুরু করলো। ড্যানজনের মধ্যে মাত্র প্রবেশ করার কারণে অধিকাংশ স্টুডেন্টই ভিতরে কি করবে এটা নিয়ে প্লান করছিলো। যেহেতু এই ড্যানজনে পূর্বে কেউ প্রবেশ করে নি ক্লিয়ার করার জন্য তাই এটার লেভেল সম্পর্কে কারোরই ধারনা নেই। তবে যেহেতু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম স্টেজ হিসেবে এই একটা ড্যানজন ব্যবহার করা হচ্ছে তাই এটা A+ বা তার উপরের লেভেলের কোনো ড্যানজন হবে। যেহেতু ড্যানজনের ভিতরে কি মনস্টার রয়েছে এটা সম্পর্কেও কেউ জানে না। তাই বাইরে থেকেই সবাই প্লান তৈরি করে যাচ্ছে কিভাবে এই ড্যানজন ক্লিয়ার করবে।
-> এটা একটা সার্ভাইভাল স্টেজ, যেখানে আমাদের টার্গেট ড্যানজন ক্লিয়ার করা নয়। বরং কোনো নিয়ম ভঙ্গ না করা। শুধু শুধু আমরা অন্য টিমের সাথে ফাইট করবো না। যেহেতু কোনো রকম র্যাংক আমরা পাবে না এইসব স্টেজে, তাই খুব কম মনস্টারের সাথে ফাইট করবো আমরা। এতে আমাদের পাওয়ারও গোপন থাকবে সেই সাথে অন্যদের নজরও আমাদের দিকে একটু কম থাকবে।
-> লিডার আমি আমাদের চারপাশে একটা আজব গ্যাস লক্ষ্য করছি আমার ম্যাজিক সেন্সের মাধ্যমে।
-> ড্যানজনের মধ্যে গ্যাস থাকা মানে সেটা ভালো কোনো লক্ষণ নয়। তোমরা দ্রুত মুখ ঢাকার ব্যবস্থা করো।
শুধু যে এলেক্সের টিমই গ্যাস সম্পর্কে বুঝতে পেরেছে এমন নয়। অন্যান্য টিম যাদের ম্যাজিক সেন্স বেশি ছিলো তারাও এটা লক্ষ্য করেছে তাই সেটার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পেরেছিলো। অন্যদিকে আরো টিম রয়েছে যারা এটা সম্পর্কে কিছুই জানে না তাই তো তারা এই গ্যাসটার ইফেক্টে পরছিলো এবং এখন থেকেই অন্যান্য টিমদের সাথে ঝগড়া করতে শুরু করেছে তারা। আবার কিছু টিম তো রয়েছে যাদের এই গ্যাস আরো সাহায্য করেছে।
-> এই টুর্নামেন্টই সময় আমাদের রেড কিংডমের পাওয়ারকে পুরো টাওয়ারের মধ্যে দেখানোর। সবার সামনে যেসব ব্লু কিংডমের হান্টার বা স্টুডেন্টই আসুক না কেনো আমি সবাইকে আদেশ দিলাম হত্যা করা বাদে সবার শরীরের বেশ কিছু হাড় ভেঙে ফেলে রাখার।
কথাটা রেড কিংডমের প্রিন্স একটা ভয়ানক হাসি মুখে নিয়ে বললো। তার কথায় তার সহযোগী মানে টিম মেম্বার সহ অন্যান্য রেড কিংডমের টিম গুলো সহমত জানালো এবং হাসতে শুরু করলো। সবার মুখেই হাসি ছিলো ভয়ানক কিন্তু প্রতিজনের চোখের মধ্যেই সিরিয়াস একটা ভাব ছিলো।
অন্যদিকে যদি সিকরেট কিংডমের সাইডের কথা বলা হয় তাহলে সবচেয়ে শান্ত এবং নীরব টিম ছিলো তারা। তারা একজন ড্যানজনের মধ্যে আজব একটা গ্যাসের কথা শুনে সেটা তাদের কিংডমের সমস্ত টিমের কাছে শেয়ার করেছে। যার কারনে এখন তাদের প্রসয় সবাই মাস্ক পরে আছে। তাছাড়া তারাও এখন এক এক করে ড্যানজনের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে।
অন্যদিকে সব টিমের প্রথমে ছিলো এলেক্স এবং তার টিম গুলো। তাদের পিছনে আরো টিম ছিলো তবে এলেক্স এবং তাদের টিম সবাইকে পিছনে ফেলে প্রথমে চলে এসেছে। এখনো কোনো রকম মনস্টার কারো সামনেই আসে নি। যেটা অনেকটা আশ্চর্যকর বিষয় ছিলো। এলেক্সদের সামনে কোনো মনস্টার না আসলেও একটা আজব বস্তু চলে এসেছে। মোট পাঁচটা দরজা ড্যানজনের ভিতরে যেটা পূর্বে এলেক্স দেখে নি, তবে এটা এলেক্স এবং তার টিমের সবার কাছেই একটু পরিচিত মনে হলো। সবুজ, নীল, হলুদ, লাল এবং অবশেষে কালো মোট পাঁচ রঙের দরজা তাদের সামনে ছিলো। টাওয়ারে প্রবেশের সময় তারা যে টেস্টে অংশ গ্রহন করেছিলো সেখানেও এমন একটা জিনিস থাকলেও সেটা ড্যানজনের ক্ষেত্রে প্রযোজ্য ছিলো। তাছাড়া কালো ড্যানজন ছিলো না সেখানে। রেড লাল পর্যন্তই উচ্চ লেভেল ছিলো। কিন্তু এখানে লালের পাশে কালোও রয়েছে, যেটা ইঙ্গিত করছে সবচেয়ে শক্তিশালী লেভেল হচ্ছে কালো। এলেক্স কোনো কিছু চিন্তা না করেই কালোর দিকে যেতে লাগলো,
-> এলেক্স! আমরা জানি আমরা অনেকটা শক্তিশালী একটা টিম এখন, কিন্তু আমার মনে হয় না এতোটাও শক্তিশালী হয়েছি যে এই ড্যানজনের লেভেল জানা ব্যতীত আমরা লাল দরজার উপরে যেতে পারবো। (মাইরা)
মাইরার কথায় একটা পয়েন্ট ছিলো। এলেক্স এবং বাকিদের মধ্যে কেউই জানে না এই দরজার পিছনে কত শক্তিশালী মনস্টার রয়েছে। এমনও হতে পারে এটা S কিংবা তার উপরের লেভেলের একটা ড্যানজন। তাহলে ভিতরে তাদের জন্য ৫০/৬০ ফ্লোরের ফ্লোর বসের মতো শক্তিশালী বসও অপেক্ষা করতে পারে।
-> আরে একটা কালো দরজা আবার কি করবে আমাদেরকে? আমাদের কাছে এমনিতেই তিনটা লিজেন্ডারি বিস্ট রয়েছে। কোনো কিছু হওয়ার তো সম্ভবনায় নেই। আর কিছু হলে তো আমি হিরো ডুফেস আছিই। (ডুফেস)
ডুফেসের কথা শুনে কেউ সেদিকে নজর না দিলেও অন্যান্যরাও এবার কথা বলতে লাগলো,
-> এটা ঠিক যে আমরা নীল, সবুজ বা হলুদ দরজার ভিতরে ঢুকলে খুব সহজে ড্যানজন ক্লিয়ার করতে পারবো কিন্তু সেখানে একটা সমস্যা থেকেই যাবে। আমাদের কিংডম সহ বাকি কিংডমের অনেকেই সেখানে থাকবে। তাছাড়া আমাদের কিংডমের হান্টারদের সাথেই আমাদের সম্পর্ক ভালো না তাই সেখানে আমাদের মাঝেই ফাইট হওয়ার সম্ভবনা রয়েছে। তাই আমার মনে হয় আমাদের লাল দরজায় যাওয়া উচিত। (স্যাম)
-> আমি বলবো আমাদের কালো দরজার ভিতরে যাওয়া দরকার। যত শক্তিশালী মনস্টার হত্যা করতে পারবো আমরা আমাদের পাওয়ারও তত বেশি বৃদ্ধি পাবে। (ক্রিস)
-> না না এতোটা রিক্স আমাদের নেওয়া মোটেও ঠিক হবে না বলে আমি মনে করি। (জেবা)
-> হ্যাঁ আমি জেবার সাথে সহমত। (মাইরা)
পিছনে অন্যান্য টিমরাও চলে এসেছে। যাদের লক্ষ্য করার সাথে সাথেই এলেক্স এগিয়ে গেলো দরজার কাছে। সে কারো কথা না শুনেই কালো দরজার কাছে চলে গেলো এবং সেটাকে টান দিয়ে খুলে ফেললো।
-> যেহেতু আমার টিমে চারজন আছে তাই আমি একবারই বলবো আমার সাথে আসলে আসতে পারো, নাহলে তোমরা বাকিদের সাথে অন্য দরজায় ফলো করতে পারো। (এলেক্স)
এলেক্সের কথায় কোনো ইমোশন ছিলো না বরাবরের মতোই। তাই তার কথাটা সবার মনের মধ্যে গেঁথে গেলো। ক্রিস, এনরি, মিও এবং জেয়াব কোনো কথা কথা না বলেই এলেক্সের পিছনে চলে গেলো। এলেক্স প্রথমে ভিতরে ঢুকলো এলতার পিছনে তার চারজন টিম মেম্বার পিছনের দিকে একবার তাকিয়ে ভিতরে ঢুকে গেলো। বাকি রইলো স্যাম এবং হ্যারির টিম। তারা দুজনেও এলেক্সের পিছনে যেতে চাইলেও তারা এতো বড় রিক্স নিতে চাচ্ছিলো না। এখানে কথা হচ্ছিলো সবার টিম নিয়ে, এলেক্সকে তারা বোঝাতে পারে নি, তাই বলে তারা তো নিজের টিম মেম্বারকেও বিপদের দিকে ফেলে দিতে পারে না। কি করবে সবাই সেটা ভেবে না পেয়ে,
-> এলেক্স ব্যাপারটা একটু জটিল করে দিয়েছে। কিন্তু এখানে করারও কিছু নেই। আমরা আমাদের টিম মেম্বারদের তো আর বিপদে ফেলে দিয়ে নিজেরা বিপদহীন পথে যেতে পারি না। (স্যাম)
স্যাম বলেই কালো দরজার মধ্যে প্রবেশ করলো।
-> আমার মনে হয় না এটা আমাদের জন্য ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে। তারপরও যেহেতু এলেক্সের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, তাই এবারো আমি মেনে নিচ্ছি এটা।(মাইরা)
-> কিছু হলে নাহয় আমাদের একসাথেই হবে। (ডুফেস)
এলেক্সের টিমের পিছনে স্যাম এবং হ্যারি দুজনের টিমই প্রবেশ করলো কালো দরজার মধ্যে একরাশ ভয় মনের মধ্যে নিয়ে। অন্যদিকে তাদের পিছনে এসেছিলো সিকরেট কিংডমেরই কয়েকটা টিম। যারা একে অপরকে বলতে শুরু করেছে।
-> কালো দরজার পিছনে প্রবেশ করার সাহস করলো কারা আবার।
-> আমার যতদূর মনে হয় সেটা ব্লু কিংডমের ক্রাউন প্রিন্সের টিম ছিলো।
-> এতো বড় ভুল সিদ্ধান্ত নিবে ব্লু কিংডম সেটা কে জানতো। তাদের টিম মনে হয় না এই ড্যানজন থেকে আর জীবিত বের হতে পারবে।
অন্যদিকে পিছন দিক দিয়ে আবার রেড কিংডমের প্রিন্স এবং তার টিম গুলো আসছিলো। রেড কিংডমের শুধুমাত্র একটা টিম ছিলো না তাদের সাথে অনেকগুলো টিমের মিশ্রন ছিলো যারা একত্রে ফাইট করছিলো অন্যান্য টিমের সাথে। পথের মধ্যে যত দুর্বল টিম দেখতে পাচ্ছিলো তাদেরকে বেছে বেছে এট্যাক করছিলো। তার টিম গুলোও পাঁচটা দরজার সামনে এসে দাড়িয়ে গেলো। এতোক্ষণে অন্যান্যরা বিভিন্ন ধরনের দরজা খুলে সেটার মধ্যে প্রবেশ করেছে। রেড কিংডমের কয়েকজন স্টুডেন্ট পূর্বে থেকেই এই জায়গায় এসে দাঁড়িয়ে ছিলো এবং দেখছিলো কোন টিম কোন দরজার মধ্যে প্রবেশ করেছে।
-> ব্লু কিংডমের প্রিন্স কোন দরজায় গিয়েছে শুধু এটা বলো আমাকে। (প্রিন্স)
রেড কিংডমের প্রিন্স উক্ত কথাটা বললো। তার কথা শুনে পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা কয়েকজন স্টুডেন্টের মধ্য থেকে একজন বলতে লাগলো,
-> প্রিন্স, তারা কালো দরজার মধ্যে প্রবেশ করেছে।
কথাটা শুনে প্রিন্স একটু হেঁসে উঠলো।
-> তারা আসলেই পাগল হয়ে গিয়েছে। অবশ্য এখন আর আমাদের কিছু করতে হবে না। পরবর্তী স্টেজে এমনিতেই অনেক টিম বাতিল হয়ে যাবে ক্রাউন প্রিন্স হ্যারির টিম সহ। (প্রিন্স)
প্রিন্স কথাটা বলেই নিজের সকল টিম নিয়ে লাল দরজার মধ্যে প্রবেশ করলো। অন্যদিকে তার পিছনে এতোক্ষণে উক্ত ড্যানজনে থাকা গ্যাসটা তার ইফেক্ট দেখানো শুরু করেছে। আর সেই গ্যাসের ইফেক্টের কারণেই ড্যানজনের মধ্যে কোনো দরজার মধ্যে যারা প্রবেশ করে নি এবং মাস্ক পরে নি তারা নিজেদের মধ্যেই ফাইট শুরু করে দিয়েছে। যে ফাইটে এতোক্ষণে অনেকের জীবনও চলে গিয়েছে হয়তো।
কালো দরজার মধ্যে শুধু যে এলেক্স, স্যাম এবং হ্যারির টিম প্রবেশ করেছে এমন নয়। তাদের মতো চিন্তা ভাবনার সাথে মিলে এরকম আরো অনেক টিমও তাদের পিছনে সেই দরজার মধ্যে প্রবেশ করেছে। যাদের মধ্যে তিন কিংডমেরই বেশ কিছু হান্টার টিম রয়েছে। আর তাছাড়া এই জয়েন্ট টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় টিম তো ছিলোই যেখানে এমিয়াস রয়েছে। তারা প্রবেশ করলেও অনেক পিছনে ছিলো। অন্যদিকে এলেক্স এবং তার টিম সবার থেকে অনেকটা সামনে চলে এসেছে।
-> আমি বুঝতে পারছি না এলেক্সের প্রবেশ করার পরই তো আমরা প্রবেশ করলাম তাহলে এলেক্সকে এখনো আমরা দেখতে পারছি না কেনো? (মাইরা)
-> এখনো কোনো মনস্টার দেখতে পারছি না আমরা। আমার মনে হয় এলেক্স এবং বাকি চারজন ফুল স্পিডে সামনে চলে গিয়েছে। (স্যাম)
তারা এলেক্সের পরেই ড্যানজনের কালো দরজার মধ্যে প্রবেশ করেছিলো কিন্তু এখন এলেক্স এবং তার টিমের বাকি চারজনের কোনো চিহ্নই তারা দেখতে পারছিলো না। তাই বলে এমন নয় যে তারা হারিয়ে গিয়েছে। বাইরে থেকে সবাই এরিনার উপরের বিশাল ম্যাজিক স্টোন প্রজেকটরের মধ্যে পুরো ফাইট দেখতে পারছিলো। বিশাল একটা স্ক্রিনের মতো তৈরি হয়েছে যেখানে ড্যানজনের প্রতিটা ম্যাজিক স্টোন থেকে রেকর্ড হওয়া ভিডিও ব্লক আকারে দেখানো হচ্ছিলো। মাঝখানে একটু বড় করেই ছিলো একটা ব্লক যেখানে এলেক্স এবং তার টিমকে দেখানো হচ্ছিলো। তাদের দেখানো হচ্ছিলো কারণ আপাতোতো সময়ে তারাই সবচেয়ে এগিয়ে ছিলো ড্যানজন বসের কাছে। এলেক্স এবং তার টিমের বাকি চারজনের সাহায্যে তারা কালো দরজার পিছনের শক্তিশালী মনস্টার গুলোকে হত্যা করছিলো। যদিও কাজটা সহজ ছিলো না তারপরও অনেক সবার একসাথে ফরমেশন নিয়ে ফাইট করার কারণে মনস্টার গুলোকে হত্যা করা সম্ভব ছিলো। গ্যালারি থেকে সবার কথা বের হতে শুরু করলো।
-> আমি পূর্বে এরকম কোনো কিছু দেখি নি।
-> একজনের তো দুটো ফ্যামিলিয়ার কন্ট্রাক কখনোই সম্ভব নয়। তাহলে কি এটা কোনো স্পেশাল এট্রিবিউট, যেটা আমরা লিজেন্ডে শুধু শুনে এসেছি।
-> আমার মনে হয় না। যেহেতু বিস্টটা কালো তাই আমার মনে হচ্ছে এটা ডার্ক এট্রিবিউটের কোনো একটা স্পেল হবে। এই ছেলেটা পূর্বেও আমাদের অবাক করেছে তার ডার্ক এট্রিবিউট দিয়ে।
-> আমি এক্সাইটেড এবার এই ছেলেটা কি করে সেটা দেখার জন্য।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।