#Demon_King#
পর্ব:১৪৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টাওয়ারের ১০ তম ফ্লোরের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে তিন কিংডমের ৩০ বছরের নিচের হান্টার এবং একাডেমির স্টুডেন্টরা অংশ গ্রহণ করেছে। টুর্নামেন্টের মধ্যে অনেক গুলো টিম তৈরি হয়েছিলো। যাদের অর্ধেকই এতোক্ষণে টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে গিয়েছে। কেউ মারা গিয়েছে, কেউ বা টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেছে। বাকিরা ড্যানজনের ভিতরের বিভিন্ন দরজার ভিতরে অবস্থান করেছে। কেউ কেউ তো ড্যানজনের বস রুমের মধ্যে এতোক্ষণে প্রবেশ করেছে। এই ড্যানজনের মধ্যে মোট দুটো ড্যানজন রয়েছে। দুটো ড্যানজনের মধ্যে একটার ভিতরের ফাইট সবাই দেখতে পারছিলো ম্যাজিক স্টোনের সাহায্যে। তবে আরেকটা বস রুমের কোনো কিছুই কেউ দেখতে পারছিলো না।
এলেক্স তার টিম নিয়ে একটা বস মনস্টারের মধ্যে প্রবেশ করেছিলো। প্রবেশ করা পর্যন্ত সবাই দেখতে পেরেছে। এরপরে কি হয়েছিলো সেটা সম্পর্কে কেউই কিছুই জানে না। ম্যাজিক স্টোন কাজ করা বন্ধ করে দিয়েছে। ম্যাজিক বলে কিংবা অন্য কোনো প্রজেকশন আইটেমে এলেক্সের প্রবেশ করার রুমের কোনো দৃশ্যই দেখা যাচ্ছিলো না। যার কারণে সবাই উত্তেজিত হয়ে গিয়েছে এবং চেঁচামেচি করতে শুরু করেছে।
অন্য দিকে ভিআইপি রুমের মধ্যে,
-> এটা কিরকম হলো? এখানের কোনো জিনিস আমরা দেখতে পারছি না কেনো? (গালাটুস)
-> মনে হচ্ছে সেখানে কোনো ম্যাজিক স্টোন বসানো হয় নি। (হোমস)
-> কারো কোনো চিন্তা করতে হবে না। সব কিছু স্বাভাবিক ভাবেই চলছে। হয়তো টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে আমাদের এই ভিডিও দেখতে পারছি না। (এলমন্ড)
এলমন্ডের কথাটা বলার পর কারো আর কোনো কথা বলার রইলো না। তারা সবাই চুপ হয়ে গেলো।
❝আমি আমার লিমিটার নিয়ে রুমটার মধ্যে প্রবেশ করতে পারি নি। যার একটা মানেই দাড়ায়, সেটা এলেক্সের সাথে সম্পর্কিত কোনো একটা বিষয় ছিলো। কিন্তু এখন চিন্তিত না হয়ে পারছি না আমি। যদিও এলেক্সের ব্লাডলাইন একটিভ হয়েছে, তারপরও এলেক্স এখনো তা ব্যবহার করতে শিখে নি।❞ (এলমন্ড ভাবছিলো)
* * * * *
ড্যানজনের সিকরেট বস রুমে,
প্রথম রাউন্ডের প্রথম স্টেজের জন্য যে ড্যানজন ব্যবহৃত হয়েছে সেটার মধ্যে মোট দুটো বস রুম রয়েছে। একটা তো সাধারণই তবে অন্যটা সিকরেট বস রুম। সিকরেট বস রুমের মধ্যে শুধুমাত্র এলেক্স প্রবেশ করতে পেরেছে। অন্যদিকে তার সাথে যারা ছিলো তারা সবাই বস রুমের দরজার ঔখানে ফ্রিজ অবস্থায় রয়েছে। এলেক্স প্রবেশ করার পরে অনেক আশ্চর্যকর একটা বিষয় লক্ষ্য করেছে। প্রথমত তার সামনে দাঁড়িয়ে ছিলো একটা বস মনস্টার যেটার ইন্টেলিজেন্স তার নিজের থেকেও অনেক বেশি ছিলো। সেই সাথে সেটা এলেক্সের সম্পর্কে সব কিছুই জানে। শুধু এমন নয় সেটা এলেক্সের দুটো আইটেমকে নিজের কন্ট্রোলেও নিয়ে ফেলেছে। একে তো জিডুরী যে রিং এর মধ্যে থেকে বেরিয়ে মনস্টারের কাছে চলে গিয়েছে। সেই সাথে তার মুন ড্যাগারও ফর্ম চেঞ্জ করে এলেক্সের বিরুদ্ধে ফাইট করতে শুরু করেছে। এলেক্স তার সিস্টেমের ইনভেন্টরি ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করতে পারছিলো না। তার হাতে তার রিং থাকলেও সিস্টেমের কোনো স্কিল এলেক্স ব্যবহার করতে পারছিলো না।
❝ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি, বিলজবাব❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্সের সামনে দাঁড়িয়ে ছিলো বিলজবাব। যার শরীর দেখে বোঝায় যাচ্ছিলো না সে বিলজবাব। কিন্তু যেহেতু তার দুটো আইটেমই সেটাকে তাদের মাস্টার বলে সম্মান করছে এবং তার কথা শুনছে তাই এলেক্স এটুকু বুঝতেই পারলো।
[আমি প্লান করেছিলাম পাঁচটা চাবি যে একত্র করবে আমি তার শরীরে রেইনকার্নেট হবো। কিন্তু মাঝখানে আমার প্লানকে চেঞ্জ করতে হলো। যেভাবে ডিম্যান প্রিন্স গুলোকে হত্যা করা হচ্ছে তাতে আমি রেইনকার্নেট হওয়ার পূর্বেই মারা যাবো।]
কথাটা বিলজবাব বললো অনেকটা সিরিয়াস একটা লুক নিয়ে। এলেক্স বুঝতে পারলো না বিলজবাবের কথা। ডিম্যান প্রিন্স গুলো হত্যার কথা আজকে শুনলো এলেক্স, তাই অবাক না হয়ে সে পারলো না।
[অনেক কিছু রয়েছে যা আমাকে হারাতে পারলেই জানতে পারবে।]
এলেক্স বুঝতে পারলো সে তার সামনের মনস্টারের কাছে কোনো ভাবেই জিততে পারবে না। একে তো মুন ড্যাগার যে একদম পারফেক্ট শিল্ড হয়ে আছে সেটার। সেই সাথে আবার জিডুরীও বের হয়েছে এখন এলেক্সের বিপক্ষে। এই সময়ে এলেক্সের কাছে আরো কোনো চাবি থাকলে সে আরো খারাপ একটা পরিস্থিতিতে পরে যাবে। জিডুরীর পাওয়ার সম্পর্কে এখনো এলেক্সের কোনো ধারণা নেই। শুধুমাত্র তার রুইন ম্যাজিক ব্যবহার করতে দেখেছে। তাছাড়া এখন মুন ড্যাগারের যে হিউম্যান ফর্ম ছিলো সেটাও এলেক্সের থেকে অনেকটা শক্তিশালী ছিলো। বিশেষ করে সেটার ডিফেন্স এলেক্সের জন্য ভাঙা প্রায় অসম্ভব ছিলো। আর সব শেষে রয়েছে ডিম্যান প্রিন্স বিলজবাব। যার ক্ষমতা সম্পর্কে এলেক্স ধারণা করতে পারছে। যেহেতু অনেক পূর্বে এলেক্স ডিম্যান প্রিন্স বিলজবাব এর অতীত দেখেছিলো কিছুটা তাই সে বিলজবাব এর পাওয়ার সম্পর্কে কিছুটা জানে। যদিও এলেক্স এটাও জানে যে এক্সব্লকের বাইরে আসলে সবাইকেই তাদের পাওয়ার হারাতে হয়। কিন্তু হারানো পাওয়ার পূর্বের মতো ফিরে না পেলেও সেটার আংশিক পাওয়া মানে এক্সব্লকের বাইরের জায়গার জন্য অনেক বড় কিছু। এলেক্স এখানে বুঝতে পেরেছে সে কোনো ভাবেই জিততে পারবে না। তারপরও তার ভিতরে ভয় নামক কোনো জিনিসই দেখা যাচ্ছিলো না। বরং সে ফাইটের জন্য আরো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিলো।
❝এটাকে মারলে আমার কত এক্সপি বৃদ্ধি পাবে?❞ (এলেক্স)
এলেক্স এই অবস্থাতেও তার এক্সপি নিয়ে চিন্তা করছো। অন্যদিকে তার সামনের মনস্টার ডিম্যান প্রিন্স বিলজবাব তো মনে করছিলো এলেক্স এখানে অনেকটা ভয় পাবে এবং পাওয়ালেস হয়ে যাবে। কিন্তু এমন কিছুই হলো না। বরং এলেক্স তার ন্যাকরো ব্লেড নিয়ে এগিয়ে গেলো বিলজবাব এর দিকে। এবারো মুন ড্যাগারের হিউম্যান ফর্ম যেটা সেটা সামনে চলে আসলো এলেক্সের। তার পিঠে ছোট ছোট দুটো ড্রাগনের ডানা ছিলো। যেটার সাহায্যে তার স্পিড অনেক বৃদ্ধি পেয়েছে। দুই হাতে এখনো ড্রাগন স্কেল রয়েছে। এলেক্সের এবারের এট্যাক বিলজবাব এর উপরে ছিলো না, বরং এলেক্স এবার এট্যাকটা মুন ড্যাগারের হিউম্যান ফর্মকেই টার্গেট করে করেছে।
-> সব কিছু সহ্য করা যায়, কিন্তু আমাকে কেউ ধোঁকা দিক এটা আমার সহ্য হয় না। (এলেক্স)
এলেক্স কোনো এক্সপ্রেশন না তৈরি করেই উক্ত কথাটা বলে দিলো। তার কথা শুনে মুন ড্যাগারের হিউম্যান ফর্মেরও কোনো পরিবর্তন লক্ষ্য করা গেলো না। সে ও এলেক্সের বিপক্ষে এলেক্সের এট্যাক গুলো ব্লক করার জন্য প্রস্তুত ছিলো। এলেক্স তার ন্যাকরো ব্লেড দিয়ে একের পর এক স্ল্যাশ মারছিলো যার প্রতিটায় মুন ড্যাগারের হিউম্যান ফর্ম তার হাতের স্কেল দিয়ে ব্লক করে দিচ্ছিলো। স্কেল ন্যাকরো ব্লেডের স্পর্শে চিকন একটা আওয়াজ হচ্ছিলো সেই সাথে বিদ্যুৎ এর স্পার্ক তো ছিলোই। এলেক্স তার কেনো রকমের স্কিল ব্যবহার করতে পারছিলো না। এক ইনফো স্কিল যেটা সে প্রথমেই ব্যবহার করেছিলো সেটা এখনো একটিভ হয়ে আছে। তাছাড়া এলেক্স কোনো রকম একটিভ স্কিল ব্যবহার করতে পারছিলো না। কোনো রকমের একটিভ স্কিল ব্যবহার না করতে পারার কারণে এখানে এলেক্স অনেকটা ডিসএডভান্টেজের মধ্যে ছিলো। তারপরও এলেক্সের কাছে যে শুধুমাত্র স্কিল ছিলো এমন নয়। এলেক্স তার স্পেলের ব্যবহার করলো।
(ফায়ার স্পেলঃ ফ্লেম)
এলেক্স একদম জিরো পয়েন্টে ছিলো। মুন ড্যাগারে ট্রান্সফর্ম হওয়া মেয়েটার ঠিক মুখের সামনে এলেক্স তার বাম হাত ধরে তার ফ্লেম স্পেলটা ব্যবহার করলো। এলেক্স এখানে এক মিনিট ফাইট করেই বুঝতে পারছে না যে তার সামনের মেয়ে এট্যাক করতে পারলেও সে এট্যাক না করে শুধু ডিফেন্ড করছিলো। এখানে এলেক্সও তার মাস্টার হয়তো এজন্যই সে এটা করছিলো। কিন্তু এলেক্সের এটা দেখার বিষয় ছিলো না। যে জিনিস তার বিপক্ষে চলে আসবে তাকে সে তার বিপক্ষে রাখবে না।
-> তোমরা সবাই আমার এক্সপি হয়ে যাও। (এলেক্স)
এলেক্সের মুখে কোনো ইমোশন নেই। সে সাধারণ একটা চেহারা নিয়ে উক্ত কথাটা বললো। মুন ড্যাগারের নতুন ফর্মকে আমরা সংক্ষেপে আপাতোতো মুনই বলি, তাতে পড়তে এবং লেখতে সুবিধা হবে। এলেক্স মুনের মুখ বরাবর তার স্পেল ব্যবহার করেছে। যেখানে মুনের গুরতর আহত হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে মুন তার মুখের জায়গাটাকেও ড্রাগন স্কেলে পরিণত করে ফেলেছে। যার কারণে কিছুই হলো না তার।
[আমার মনে হয় জিনিসটা একটু বেশিই হয়ে যাচ্ছে। মূলত আমার ইচ্ছা এখানে তুমি এই দুজনের সাহায্য ছাড়া আমার সাথে ফাইট করো। এই বলে এই নয় যে আমি তাদেরকে নিয়ে ফাইট করবো।]
বিলজবাব মুন এবং জিডুরী দুজনের দিকেই একবার তাকালো। বিলজবাবের চোখের তাকানো দেখেই তারা বুঝতে পারলো তাদের কি করতে হবে। তারা কোনো রকমের কথা না বলেই বিলজবাব এর পিছনে গিয়ে দাঁড়ালো।
[তাহলে এলেক্স আমাদের ফাইট শুরু করা যাক।]
এলেক্সেরই সব সময় প্রথম এট্যাক করার অভ্যাস। কিন্তু বিলজবাব এলেক্সকে কোনো রকমের সুযোগই দিলো না এট্যাক করার। বিলজবাবের কিছু স্মৃতি দেখার কারণে সে জানতো বিলজবাব কি রকম একজন ব্যক্তি ছিলো। একজন ম্যাজিসিয়ান হওয়ার পরও বিলজবাবের শারীরিক পাওয়ার ছিলো অতুলনীয়। স্ট্রেন্থের দিক দিয়ে ডিম্যান প্রিন্স সাটান এবং লুসিফারের পরের সিরিয়ালই ছিলো তার। আর যদি এবিলিটির কথায় আসি তাহলে তার কাছে যে এবিলিটি ছিলো সেটার কারণে অনেক কন্সটেলেশনই তার সাথে ফাইট করতে ভয় পেতো। তাই এলেক্স জানে এখানে তার সম্পূর্ণ চেষ্টা না করলে সে কোনো ভাবেই জয়ী হতে পারবে না। এলেক্স কিছু করতে যাবে তবে তার পূর্বেই বিলজবাব এলেক্সের চোখের পলকের মধ্যেই চলে আসলো তার সামনে এবং এলেক্সের মাথা ধরে মাটিতে সামনের দিকে দিলো একটা ধাক্কা। এক ধাক্কায় এলেক্স সামনের দিকে মাটিতে অনেক জোরে বারি গেলো। তার মুখ সোজা মাটিতে পরে গিয়েছে যার কারণে তার নাক ভেঙে গিয়েছে। কয়েকটা দাঁতও ভেঙে গিয়েছে এই এট্যাকে। মুখ তার প্রায় চেনা যাচ্ছিলো না। এমন একটা অবস্থা হয়েছিলো যে এক এট্যাকেই এলেক্সের শরীর নারানের কোনো অবস্থা ছিলো না এখন।
[আমার দুর্বলদের সাথে খেলা করা জিনিসটা ভালো লাগে না। তাই সব কিছু যত দ্রুত সম্ভব শেষ করতে পছন্দ করি আমি। যদিও তুমি এখনো আমার সাথে ফাইট করার জন্য তৈরি হও নি, তারপরও যেভাবে ডিম্যান প্রিন্স গুলো হত্যা হচ্ছে তাতে তোমার থেকে পারফেক্ট বডি আমি মনে হয় না কোথাও পাবো।]
বিলজবাব সিরিয়াস একটা চেহারা বানিয়ে উক্ত কথাটা বলে ফেললো। পিছন থেকে জিডুরী তার চোখ আটকিয়ে আছে। তার দ্বারা এটা দেখা সম্ভব হচ্ছিলো না কিন্তু মুন কোল্ড দুটো চোখ নিয়ে তাকিয়ে ছিলো। মনে হচ্ছিলো না সে তার বড় বড় চোখের পলক ফেলেছে। এলেক্স কোনো রকম তার মাথা উঁচু করেছিলো, কিন্তু সে তার শরীর উঠাতে পারছিলো না। তার কাছে এমন লাগছিলো যে তার শরীরে একটুও এনার্জি নেই। অবশ্য তার কাছে এনার্জি থাকবে কিভাবে। সে ফাইট করছিলো কিং অফ গ্লাটোনি এর সাথে, যে তার প্রতিপক্ষের প্রতিটা জিনিসই এবজোর্ব করতে পারে।
[তুমি দুর্বল হলেও আমার মনে হয় না এটুকুতেই কাজ শেষ হয়ে যাবে। তবে যদি মনে করো যে ফাইটে আমার সাথে জেতার কোনো সম্ভবনা নেই তাহলে হার মেনে নাও। বেশি কিছু হবে না, তোমার যে অস্তিত্ব থাকবে সেটায় আমার হয়ে যাবে। এক দিক দিয়ে দেখলে তুমি আমার মাঝেই জীবিত থাকবে। জিনিসটা প্যাচালো হলেও সেটা করলে এতোটা শক্তি অর্জন করতে পারবে যেটা কল্পনাও করতে পারবে না তুমি।]
এলেক্স বুঝতে পারলো সে তার শরীর নারাতে পারছিলো না কেনো। তার মুখের বিভিন্ন অংশ থেকে ব্লাড পরছিলো। তাই এলেক্সকে শুধু শুধু কষ্ট করতে হচ্ছিলো না
(ফ্যামিলিয়ারঃ কাইসেল)
এলেক্স তার ফ্যামিলিয়ার সাম্মন করে ফেললো। যেটা তার সামনে থেকেই কালো লালচে কালো একটা গোল পানির মতো তৈরি করে সেটা থেকে বেরিয়ে আসলো। কাইসেল বেরিয়ে এসে তার মাস্টারকে সেই অবস্থাতে দেখেই রেগে গেলো এবং বিলজবাবের উপরে তার ব্রিথ এট্যাকের সাহায্যে এট্যাক করতে গেলো। কিন্তু এলেক্স তার পূর্বেই তার ড্রাগনের সাথে প্রজেস ব্যবহার করে নিলো।
(ফ্যামিলিয়ার এবিলিটিঃ প্রজেস)
কাইসেল উড়ে এসে এলেক্সের শরীরে যুক্ত হয়ে গেলো। এলেক্সের শরীরে যুক্ত হওয়ার সাথে সাথেই তার শরীর আলোকিত হয়ে গেলো। সে ট্রান্সফর্ম করলো। কাইসেলের সাথে মার্জ হওয়ার ফলে তার শরীরের সকল ক্ষত ঠিক হয়ে গেলো। এমনকি দাঁতও পূর্বের মতো হয়ে গেলো। পিছন থেকে কোনো ডানা বের হলো না। বরং এলেক্সের চেখ দুটো হলুদ ড্রাগনের মতো হয়ে গেলো শুধু। এলেক্সের শরীরের সকল স্ট্যাটই এখন অনেক বৃদ্ধি পেয়েছে। যে কারণে সে একটু কনফিডেন্সে ছিলো যে একটা ভালো ফাইট সে এখানে করতে পারবে। এজন্যই এবার সেই নিজে এট্যাক করার জন্য এগিয়ে গেলো। এক পদক্ষেপেই সে বিলজবাবের কাছে চলে গেলো। এবং বিলজবাবের মুখ বরাবর একটা পান্স দিলো। এক পান্সে বিলজবাব পিছনের দেওয়ালের সাথে বারি খেলো। ড্যানজনটার ফ্লোর এবং দেওয়াল এতোটাই শক্ত ছিলো যা সেটা বিলজবাব এর বারি খাওয়ার পরও কোনো রকমের ফাটল ধরলো না। এলেক্স তার জায়গায় দাঁড়িয়ে না থেকে সে তার ড্রাগন স্যুট আর্মার ব্যবহার করলো।
(ড্রাগন স্যুট আর্মারঃ ফ্লাইট মুড)
এলেক্সের পিছন থেকে দুটো ডানা বেরিয়ে আসলো। যেটা দিয়ে এলেক্স আরো স্পিডে বিলজবাবের কাছে চলে গেলো। এবার এলেক্সের স্পিডটা বিলজবাবের চোখেও পরলো না। যার কারণে এলেক্স খুব সহজেই বিলজবাবের বুকে বেশ কয়েকটা কিক দিতে পারলো। তবে এলেক্স একটা জিনিস খেয়াল করলো। সে যতই বিলজবাবকে এট্যাক করছিলো তার কাছে মনে হচ্ছিলো তার প্রতিপক্ষ ততই শক্তিশালী হচ্ছিলো। হঠাৎ বিলজবাবের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠলো।
[এটা আসলেই একটা সুন্দর পেট। সেই সাথে এটার এনার্জিও অনেক পিউর এবং সুস্বাদু। তবে আমার মনে হয় আমার পেটটাও এখানে নিয়ে আসা দরকার।] (বিলজবাব)
বিলজবাব এলেক্সের পান্স খেতে খেতে নিচের হাতটা দরজার দিকে বারিয়ে দিলো। দরজার বাইরেই সবাই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে ছিলো। তাদের মধ্যে এলিনের হাত থেকে তার ব্রেসলেটটা উধাও হয়ে গেলো এবং সেটা চলে আসলো বিলজবাবের হাতে। বিলজবাবের হাতে এলিনের ব্রেসলেট আসার সাথে সাথে সেটার মধ্য থেকে একটা পাখি বেরিয়ে আসলো। পাখি বললে ভুল হবে, সেটা ছিলো হেল ফায়ার ফিনিক্স। যা বের হওয়ার ফলে একটা মারাত্মক রকমের কালচে আগুন তৈরি করলো। যেটার সংস্পর্শে আসার ফলে এলেক্স অনেক দূরে গিয়ে ছিটকে পরলো। এলেক্সের কাছে একটা ড্রাগন এবং বিলজবাবের কাছে একটা ফিনিক্স পাখি ছিলো। দুটোই ডিভাইন বিস্ট, তারপরও এলেক্সের লেভেল এখানে কম হওয়ার কারণে সে তার বিস্টের ফুল পাওয়ার ব্যবহার করতে পারছে না। তাছাড়াও এলেক্সের বিস্টটা এখানে একটা বাচ্চা মাত্র। তাই সে কোনো ভাবেই বিলজবাবের বিপক্ষে একন দাঁড়ানোর মতো অবস্থায় ছিলো না।
(ফ্যামিলিয়ার এবিলিটিঃ প্রজেস)
বিলজবাবও তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করলো। যেহেতু এলেক্স একটা ডিভাইন বিস্টের সাথে প্রজেস ব্যবহার করেছে তাই এখানে তারও একটা হক ছিলো ফ্যামিলিয়ার ব্যবহার করার। সেটায় সে করেছে। হেল ফায়ার ফিনিক্সের সাথে প্রজেস ব্যবহার করার সাথে সাথে বিলজবাবের পুরো বডি চেঞ্জ হয়ে যায়। এখন আর সেটা কোনো আনডেড এর সেলাই করা বডির মতো লাগছিলো না। বরং তার শরীর থেকে আলাদা একটা উজ্জ্বলতা বের হচ্ছিলো যেটা যে কাউকে মৃগ্ধ করবে। তবে এলেক্সের এসব দেখার কোনো সময় ছিলো না। সে কোনো কিছু চিন্তা না করেই বিলজবাবকে এই সময়ে এট্যাক করার সিদ্ধান্ত নিলো।
(ফায়ার স্পেলঃ ইনফার্নো)
এলেক্স তার স্পেল ব্যবহার করলো। যেটা ব্যবহারের সাথে সাথে এলেক্সের হাতের সামনে থেকে বিশাল একটা ফায়ারের ওয়েব বের হলো এবং সেটা একসাথে বিলজবাবকে এট্যাক করলো। কিন্তু বিলজবাবের শরীরে এলেক্সের ইনফার্নো এর আগুন স্পর্শ করার পূর্বেই থেমে গেলো। বিলজবাব তার ফিনিক্সের সাথে প্রজেস ব্যবহার করার কারণে ফিনিক্সের এবিলিটি ব্যবহার করতে পারছিলো। আর ফিনিক্সের এবিলিটি মধ্যে একটা রয়েছে, যেখানে ফিনিক্সের ফায়ারের থেকে দুর্বল কোনো ফায়ার তাকে স্পর্শ করতে পারবে না। বরং ফিনিক্স সেই ফায়ারটা এবজোর্ব করে নিতে পারবে। ঠিক তেমনি হলো এখানেও। এলেক্সের ফায়ার স্পেল কোনো রকমেই কাজে দিলো না। তাই সে এখানে তার ডার্ক এট্রিবিউট ব্যবহার করার কথা চিন্তা করলো। কিন্তু তার স্পেল ব্যবহারের পূর্বেই বিলজবাব একদম তার সামনে চলে আসলো। এলেক্সের বৃদ্ধি পাওয়া স্পিডের থেকেও বিলজবাবের স্পিড এখন বেশি ছিলো। যার কারণে তার মুভমেন্ট এলেক্স লক্ষ্যই করতে পারে নি। ঠিক এলেক্সের সামনে এসে সে আবারো এলেক্সের মাথা ধরলো। এই সময়ে মাটিতে স্ম্যাশ না করে বিলজবাব এলেক্সের থুতনি বরাবর নিচের ডান পায়ের হাঁটু দিয়ে এট্যাক করলো বেশ কয়েকবার। এলেক্স তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস অবস্থায় থাকার পরও তার জন্য এই এট্যাকের যন্ত্রনাটা ছিলো অসহ্যকর। তারপরও তার মুখ থেকে কোনো রকমের শব্দ বের হচ্ছিলো না। মুখের নিচের চোয়াল ভেঙে গিয়েছে তার। এই সময়ে বিলজবাব থামলো এবং এলেক্সের বুকের মাঝখান বরাবর একটা পাম এট্যাক মারলো। যেটা লাগার সাথে সাথে এলেক্সের শরীর হাওয়ার মধ্যে উড়ে গেলো পিছনের দিকে। অনেক পিছনে থাকা রুমের দেওয়ালের সাথে সে বারি খেলো। সাথে সাথে তার শরীর থেকে কাইসেল আলাদা হয়ে গেলো। এলেক্স যে ড্যামেজ খেয়েছে ঠিক ততটা ড্যামেজ কাইসেলও খেয়েছে। অবশ্য প্রজেস ব্যবহার করলে দ্রুত তাদের ক্ষতই হিল হয়ে যেতো। কিন্তু এলেক্সের কাছে সে শক্তিটুকুও নেই যে সে প্রজেস ব্যবহার করবে তার ফ্যামিলিয়ারের সাথে। তাই আপাতোতো সে তার ফ্যামিলিয়ারের সাম্মন ক্যান্সেল করে দিয়ে সেটাকে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে পাঠিয়ে দিলো। অবশ্য বিস্ট ওয়ার্ল্ডে পাঠানোর পূর্বেই কাইসেলের মধ্যে একটা চেঞ্জ এসেছিলো যেটা এলেক্স লক্ষ্য করে নি বিস্ট ওয়ার্ল্ডে যাওয়ার পরেই কাইসেল তার ফুল ফর্মে চলে আসে। যেখানে সে বিশাল একটা চিৎকার দেই। যে চিৎকারে পুরো ইউনিভার্স কেঁপে উঠলো।
এলেক্স তার ফ্যামিলিয়ারকে বিস্ট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়ার পরে নিজে অনেকটা নিস্তেজ হয়ে পরে রইলো। সে বুঝতে পারলো তার অবস্থা একদম শেষের দিকে ছিলো। তাই যেটা হওয়ার ছিলো সেটাকে সে মেনে নিচ্ছিলো।
[হ্যাঁ এভাবেই পরে থাকো। আমি চাই না তোমার শরীরে আরো বেশি ক্ষত লাগুক। পরে আমাদের দুজনকেই দেখতেই খারাপ লাগবে।]
বিলজবাব এলেক্সের সামনে চলে আসলো। ঠিক সেই সময়ে এলেক্স শুয়ে শুয়ে ভাবতে লাগছিলো,
❝তাহলে কি আমি হেরে যাচ্ছি এভাবে? আমার আর বেশি শক্তিশালী হওয়া হচ্ছে না তাহলে? ঠিক টাওয়ার অফ স্লোথের মতোই আবারো সেই কিছু না করার ফিলিংস জাগছে মনের মধ্যে। এভাবেই, এইটুকু পর্যন্তই কি আমার যাত্রা লেখা ছিলো?❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্স নিস্তেজ হয়ে পরে পরে ভাবতে লাগছিলো। ঠিক তখনি তার ব্রেইনের মধ্যে মনে হলো সে একটা সরু দাগ দেখলো। যেটার দেখার সাথে সাথে এলেক্সের বাম হাত কিছুটা জ্বলতে শুরু করলো। এলেক্সের শরীরে কোনো রকমের এনার্জি ছিলো না তারপরও শরীরের হার না থাকলে একটা রাবারের মতো একটা ব্যক্তির যেভাবে বেকিয়ে থাকার কথা, ঠিক সেইভাবেই এলেক্স শোয়া অবস্থা থেকে উপরে উঠে গেলো। এলেক্সের এই রকম অবস্থা দেখে বিলজবাব কিছুটা অবাক হলো। কারণ সে এলেক্সের শরীর থেকে কেনো রকমের এনার্জি অনুভব করতে পারছিলো না। এনার্জি অনুভব না করতে পারলেও এলেক্সের মধ্য থেকে যে ব্লাডলাস্ট বের হচ্ছিলো সেটা এলেক্সের পিছনের কালো মনস্টারটা দেখলে একদম সঠিক ভাবে বোঝা যাচ্ছিলো।
(একটিভ ব্লাডলাইন)
* * *
To Be Continued
* * *
কেমন হলে জানাবেন।