#Demon_King#
পর্ব:১৪৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
১০ তম ফ্লোরের মধ্যে একটা এরিনা তৈরি হয়েছে যেখানে তিন কিংডমের জয়েন্ট টুর্নামেন্ট চলছে। একাডেমি কিংবা হান্টার এসোসিয়েশন এর বিভিন্ন মিশনে অনেক স্টুডেন্ট এবং কম বয়স্ক হান্টার মারা যেয়ে থাকে। তাই টুর্নামেন্টের ভিতরে এতো গুলো টিম মারা যাওয়ার পরও বিষয়টা স্বাভাবিক ভাবেই দেখা হচ্ছিলো। প্রথম রাউন্ডের প্রথম স্টেজ শেষ হয়েছে। এই সময়েই প্রায় অর্ধেকের বেশি টিম বাতিল হয়ে গিয়েছে। যদিও ধারণা করা হয়েছিলো অনেক টিম বাতিল হবে, কিন্তু এতোটাও ধারনা কেউ করে নি। সবার চোখের সামনে স্টুডেন্ট এবং হান্টার গুলো হয়তো মনস্টারের হাতে নাহলে একে অপরের হাতেই মারা গিয়েছে। কিছু কিছু তো উপর থেকে পাথর পরার কারণে মারা গিয়েছে। প্রথম স্টেজে এতো হত্যাকান্ডের কারণে অনেকেই শকের মধ্যে আছে। প্রথম স্টেজ শেষ হওয়ার পরে দুই দিনের রেস্ট দেওয়া হয়েছে সকল স্টুডেন্টকে। যেহেতু দুইদিন বিরতি ছিলো টুর্নামেন্ট থেকে তাই এই সময়ে অধিকাংশ দর্শক যারা দেখতে এসেছিলো টুর্নামেন্ট তারা প্রথম ফ্লোরে চলে গিয়েছে। তবে কোনো স্টুডেন্ট বা হান্টারই এই ফ্লোর থেকে যাওয়ার অনুমতি পায় নি। যারা টুর্নামেন্টের পরের স্টেজ গুলোতে অংশগ্রহন করতে চাইবে তাদের সবাইকে এখানেই থাকতে হবে। এরিনার গ্যালারির নিচেই অনেক গুলো রুমের ব্যবস্থা করা হয়েছে যেখানে সকল কিংডমের হান্টার এবং স্টুডেন্টরা অবস্থান করছে। প্রতিটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট রুম রয়েছে যেটা তেমন বড় ছিলো না সাইজে। প্রতিটা রুমের মধ্যে আলাদা ভাবে দুটো পার্ট করা, একটা বাথরুমের জন্য এবং অন্যটা ঘুমানোর জন্য। দুটো পার্ট আবার একটা দরজা দিয়ে আটকানো। হাঁটা চলা করার মতো রুম নয় সেটা তা প্রতিটা স্টুডেন্টই বুঝতে পেরেছে। এক একটা টিমের জন্য এক একটা কেভিন বানানো হয়েছে, যেখানে পাঁচটা করে রুম ছিলো আলাদা আলাদা। তাই প্রতিটা টিমের ব্যক্তিরাই একে অপরের কাছে ছিলো ভিন্ন কোনো রুমের মধ্যে। এলেক্স যে টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিজের রুমের মধ্যে প্রবেশ করেছে সে আজ দুদিন পার হয়ে যাওয়ার পরও রুম থেকে বের হয় নি। প্রতিটা টিমের জন্য আলাদা একটা কেভিন ছিলো যার মধ্যে পাঁচটা করে রুম ছিলো। তাই রুম থেকে পাঁচজন বের হলে সেই কেভিনের মধ্যে তারা ব্যতীত অন্য কোনো ব্যক্তি থাকবে না। তবে আপাতোতো সময়ে এলেক্সের টিমের কেভিনে অন্যান্য টিমের ব্যক্তিরাও উপস্থিত ছিলো। এলেক্সের টিমের ক্রিস, এনরি, জেয়াব এবং মিও সহ হ্যারি এবং স্যামের টিমের সবাইও একসাথে বসে কথা বলছিলো এলেক্সের কেভিনে।
-> আমার এলেক্সকে নিয়ে চিন্তা হচ্ছে অনেকটা। (স্নেরা)
-> প্রথম স্টেজের পর থেকে এলেক্স আর তার দরজা খুলে নি। (এনরি)
-> এখন তো আমাদের সবারই চিন্তা হচ্ছে। কিন্তু এখানে কি করার, এলেক্স তো দরজার উপরে সুন্দর করে লেখে দিয়েছে ওকে ডিসট্রাব না করতে। কেউ করলে সে দেখবে না সেটা কে করলো। (ডুফেস)
-> কিন্তু আজকে তো টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজ শুরু হতে যাচ্ছে। এলেক্স অংশগ্রহণ না করলে তো হচ্ছে না। (স্যাম)
-> আমার তো এই টুর্নামেন্টের আইডিয়া শুনেই প্রথমে ভালো লাগে নি। আমাদের একাডেমির টুর্নামেন্টের বিষয়টা এক রকম, সেখানে কাউকে নিজেদের জীবন হারাতে হয় নি। কিন্তু এখানের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমাদের চোখের সামনে মানুষ হত্যা হচ্ছে। (ডুফেস)
-> ডুফেস, এটা এই বিষয় নিয়ে ভাবার সময় নয়। এটা সাধারণ না হলেও এক সময় এটাই স্বাভাবিক হতো। আমরা এমন একটা জায়গার মধ্যে আছি যেখানে মনস্টার কখন এট্যাক করে আমাদের হত্যা করবে সেটা আমরা কেউই জানি না। টাওয়ার কখনোই সুরক্ষিত একটা জায়গা নয়। তারপরও আমরা এখানে কেনো আছি? কারণ এই টাওয়ার আমাদের শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছ। আমাদের লিমিট ব্রেক করার সুযোগ দিয়েছে। একাডেমির টুর্নামেন্টে কেউ মারা না যাওয়ার কারণ হলো সেখানে আমাদের ট্রেনিং চলছিলো, কিন্তু এটা যেহেতু তিন কিংডমের মধ্যকার একটা টুর্নামেন্ট তাই এটা মোটেও আমাদের ট্রেনিং ফিল্ড নয়। এখানে সব কিছুই সম্ভব। ছোট একটা ভুল করলে তোমার শত্রু তোমার প্রতি দয়া দেখাবে না এখানে। তাই শক্ত হয়ে উঠো এখন থেকেই। (স্যাম)
-> আমার মনে হয় এলেক্সের সাথে কিছু একটা হয়েছে যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না। (মাইরা)
-> সেদিন সেই বস রুমের মধ্যে কিছু একটা হয়েছিলো যেটা সম্পর্কে আমরা কেউই কিছু জানি না। (মাইরা)
-> আমি চেক করতে চাচ্ছিলাম এলেক্স কোনো ইনজুরি প্রাপ্ত হয়েছিলো কিনা। কিন্তু সে সুযোগ সে দেই নি আমাকে। (এনরি)
সবাই এলেক্সকে নিয়ে কথা বলছিলো ঠিক সেই সময়েই এলেক্সের রুমের দরজা খুলে গেলো। এলেক্স তার রুমের মধ্য থেকে বেরিয়ে আসলো। কোনো রকম ইমোশন তার মুখে দেখা যাচ্ছিলো না। সবাই এলেক্সকে কি বলবে এখানে কিছুই বুঝতে পারছিলো না। এলেক্স কারো সাথে কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে গেলো। সবাই অনেকটা অবাক হলো, তারপরও তারা ফলো করতে শুরু করলো এলেক্সকে। দুইদিন পরে জয়েন্ট টুর্নামেন্টের দ্বিতীয় স্টেজ আজকে শুরু হবে। সবাই মনে করলো এলেক্স এরিনার মাঝখানে যাচ্ছে সেটা মনে করে সবাইও সেদিকে যেতে শুরু করলো।
-> আমার মনে হচ্ছে এলেক্স কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। (এনরি)
-> আমার কাছে তে একই মনে হচ্ছে এলেক্সকে। সেই নিশ্চুপ এলেক্স এখনো নিশ্চুপই আছে। (ডুফেস)
কয়েকজন এলেক্সের মধ্যে পার্থক্য লক্ষ্য করলো। আর বেশিরভাগেরই মনে হলো এলেক্স ঠিক আছে। কারণ এলেক্স কথা এমনিতেই কম বলে আর তার মুখে কখনো কেউ কোনো এক্সপ্রেশন দেখে নি। এলেক্সের পিছনে যেতে যেতে তারা এরিনার মাঝখানে চলে আসলো। যেখানে তাদের মতোই আরো অনেক টিম রয়েছিলো। যেহেতু টুর্নামেন্টের দ্বিতীয় স্টেজ শুরু হতে যাচ্ছিলো তাই অনেকে পূর্বে থেকেই এসে উপস্থিত হয়েছে। সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করেছে। মূলত সবার কথা একটা ব্যক্তিকে নিয়েই হচ্ছিলো। যে একটা পান্সে একটা বিশাল বস মনস্টারকে হত্যা করেছে। হান্টার এমিয়াস যে এই টুর্নামেন্টের মূল আকর্ষনীয় ক্যারেক্টার ছিলো তাকে কোথাও দেখা যাচ্ছে না। এমিয়াসকে প্রায় প্রতিটা ব্যক্তির চোখই খুজতেছিলো। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। ঠিক এই সময়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজের নিয়ম ঘোষনা করে দেওয়া হলো।
টুর্নামেন্টের এরিনার গ্যালারিতে হুডি দিয়ে নিজের শরীরকে ঢেকে একটা ছেলে বসে ছিলো। খুব মনোযোগ দিয়ে সে এরিনার মধ্যে হয়ে যাওয়া সব কিছু দেখতে লাগলো। নিচে সব গুলো টিম দ্বিতীয় স্টেজের জন্য রেডি হচ্ছিলো। সব গুলো নিয়ম শোনার পর এখন শুরু হওয়ার পালা ছিলো। এলেক্স এক জায়গায় দাঁড়িয়ে ছিলো। তাকে একটু চেঞ্জ চেঞ্জ লাগছিলো এজন্য এলেক্সের দিকে এগিয়ে গেলো এনরি। এনরি এগিয়ে গিয়ে এলেক্সের শরীরটা পর্যবেক্ষণ করলো। প্রথমে হাতটা ধরলো এবং শরীরে কোনো এবনরমাল জিনিস আছে কিনা সেটা পরীক্ষা করলো। এলেক্স এনরিকে কিছুই বলছিলো না। সুযোগ পেয়ে যে এনরি এলেক্সের কাছে চলে এসেছে এটা অনেক মেয়ে এবং এলেক্সদের গ্রুপের ছেলেদের মনে হিংসা তৈরি করলেও কিছুই করার ছিলো না। অনেক গুলো টিমের মধ্যে ভীর তৈরি হওয়ার কারণে সামনে কে কোন সময় চলে আসছিলো সেটা দেখা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো। এলেক্স লক্ষ্য করলো তার সামনে হঠাৎ একটা ব্যক্তি হেঁটে আসছিলো। ম্যাজিসিয়ানদের পোষাক পরে থাকার কারনে বোঝায় যাচ্ছিলো সেটা একটা মানা ইউজার। কিন্তু হুডি দিয়ে নিজের চেহারা ঢাকার কারণে এলেক্স বুঝতে পারলো না সেটা কে। ছেলে বা লোক যেটায় বলি না কেনো, সে এলেক্সের দিকে এগিয়ে আসছিলো যেটা এলেক্স বুঝতে পারছিলো। এনরিও লোকটাকে খেয়াল করলেও সেটার চেহারা না দেখার কারণে সে কি ভাবছিলো বা কেনো বা কোন উদ্দেশ্যে এদিকে আসছিলো সেটা সম্পর্কে তার কোনো ধারণা ছিলো না। কিন্তু এলেক্স লোকটাকে দেখা মাত্রই বুঝে গিয়েছে এখানে কোনো একটা ঝামেলা ছিলো। আর বোঝার কারণেই সে এনরিকে কাছে টেনে নিলো। ডান সাইডে এনরি থাকায় এলেক্স তার ডান হাত দিয়ে এনরির কোমরকে শক্ত করে ধরলো এবং বাম সাইডে এনরিকে নিয়ে সরে গেলো। লোকটা এলেক্সের কাছে এসেই একটা ভয়ানক স্পেল নিক্ষেপ করেছে এলেক্স এবং এনরির উপরে যেটা এলেক্স প্রথমেই খেয়াল না করলে হয়তো এখানেই টোস্ট হয়ে যেতো।
এরিনার মধ্যে প্যানিক শুরু হয়ে গিয়েছে। এখনো দ্বিতীয় স্টেজ অফিসিয়াল ভাবে শুরু হয় নি। তাই এখন ফাইট করা মানে নিজের নিয়ম ভঙ্গ করা। আর নিয়ম ভঙ্গ করা মানে সোজা মৃত্যুও হতে পারে। সবাই বিষয়টা ভালো করেই জানে তাই ফাইটের থেকে সবাই অনেকটা দূরে চলে গেলো। অবশ্য এখানে শুধু যে সবাই প্যানিক হয়েছে এমন নয়। অনেকে এই ফাইটে ইন্টারেস্টও রেখেছে। এলেক্স এনরিকে নিয়ে এক সাইডে পরে গিয়েছে। তার সামনের ব্যক্তিটা এলেক্সের দিকে ফায়ার বল স্পেল ব্যবহার করেছে। যদিও সেটা একটা সাধারণ স্পেল ছিলো তারপরও সেটার পাওয়ার অনেক ভয়াবহ ছিলো। হুডি পরা লোকটা তার চেহারা এখনো দেখায় নি। তাই এলেক্স বুঝতে পারলো না কে বা কারা তার উপরে আক্রমন করলো। তবে যেহেতু এটা ফাইটের কোনো জায়গা নয় তাই এলেক্স আশা করছিলো তিন কিংডমের কেউ এসে ছেলেটাকে আটকাবে। কিন্তু আশে পাশে তাকিয়ে বুঝতে পারলো যারা টুর্নামেন্টের দায়িত্বে ছিলো তারা প্রথমে বিষয়টা পর্যবেক্ষণ করে যাচ্ছে। এর মানে এখানে ছেলেটা আরো এট্যাক করার সুযোগ পাবে। এলেক্সও ফাইট করার জন্য রেডি হলো কিন্তু তার আগেই তার সামনের হুডি পরা লোকটা হাতে একটা ড্যাগার বের করলো। ড্যাগারটা দেখতে সাধারন হলেও সেটা একটা স্পেশাল আইটেম ছিলো। ড্যাগারের যে ব্লেডটা ছিলো সেখানে খোদায় করে সূর্যের একটা ছবি আকানো ছিলো। ড্যাগার নিয়ে এগিয়ে আসলেও লোকটা সেটা দিয়ে এট্যাক করলো না এলেক্সকে বরং সে ডান হাত দিয়ে ব্লেডটা ধরে বাম হাত দিয়ে এলেক্সের উপরে একটা স্পেল ব্যবহার করলো। এলেক্সের অনেক ক্লোজ রেঞ্জে অবস্থান করছিলো লোকটা। যার কারণে এলেক্স এখানে কি করবে কিছুই বুঝতে পারছিলো না। প্রথমত লোকটা একটা ড্যাগার নিয়ে এগিয়ে এসেছে যার কারনে এলেক্স মনে করেছিলো লোকটা ড্যাগার নিয়ে এট্যাক করবে, কিন্তু এখানে ক্লোজে এসে যে একটা স্পেল ব্যবহার করবে সেটা সম্পর্কে এলেক্স চিন্তাও করে নি। ঠিক এলেক্সের ফাইটিং স্টাইল এলেক্সের উপরেই ব্যবহার করা হয়েছে। এরকম কেউ করতে পারবে সেটা সম্পর্কে এলেক্স জানতো না তাই সাধারণত তার এই পরিস্থিতির জন্য প্রস্তুত না থাকার কথায়।
(ফায়ার স্পেলঃ ইনফার্নো)
এলেক্সের বুকের সামনে লোকটা ইনফার্নো এট্যাক করেছে। যেটা আসলেই একটু ভয়ানক স্পেল। এটাকে উচ্চ লেভেলের ফায়ার স্পেল বলা হয়। একটা উচ্চ লেভেলের ম্যাজিসিয়ানের স্পেলের মতোই পাওয়ার ফুল ছিলো লোকটার ইনফার্নো স্পেলটা। একটা ভয়ানক আগুনের সমুদ্র তৈরী হয়ে গেলো এলেক্সের সামনে। এলেক্সের মনে হচ্ছিলো তার সামনে একটা বিশাল আগুনের জলোচ্ছ্বাস চলে আসছিলো। এলেক্স সেই বিশাল জলোচ্ছ্বাসের সামনে থেকে কোনো ভাবেই সরে যেতে পারছিলো না। সে তার এবং তার সামনের ব্যক্তিটার লেভেলের পার্থক্য বুঝতে পারছিলো। বিলজবাবের সাথে ফাইট এক কথা ছিলো কিন্তু এখানে আরেক কথা। বিলজবাবের সাথে এলেক্সের ফাইট যখন হয়েছিলো তখন বিলজবাব এলেক্সের উপরে ফুল পাওয়ার ব্যবহার করে নি যেটা আপনারা সবাই এতো ক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়। যাইহোক আসল বিষয়ে আসা যাক, এলেক্স প্রস্তুত ছিলো না লোকটার স্পেলের জন্য। তাই সে তার জায়গা থেকে নরতে পারছিলো না। তার পাশে এনরি এখনো ছিলো। এই স্পেলের সংস্পর্শে এলেক্স আসলে তার সাথে এনরিকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভাগ্যক্রমে তখনি সেই জায়গাতে একজন ব্যক্তি চলে আসে। লোকটা ছিলো এলমন্ড যে তার ডান হাত সামনে দিয়ে এলেক্সের সামনে দাঁড়ালো। এলেক্স কিছুটা অবাক হলে। আশে পাশে সে এলমন্ডকে কোথাও দেখে নি। এতো দ্রুত এবং কম সময়ের মধ্যে হঠাৎ এভাবে তার সামনে চলে আসবে এটা কখনোই চিন্তা করে নি। পুরো ইনফার্নো স্পেলটা এলমন্ডের শরীরে লাগলো তারপরও এলমন্ডের কিছুই হলো না। এলেক্স তার মাথা উঁচু করে সেদিকে একটু তাকালো। এলমন্ডের শরীরে কোনো ক্ষতের চিহ্নই সে দেখতে পারলো না। এলমন্ড সামনে দাঁড়িয়ে ছিলো মুখে রাগী একটা লুক নিয়ে যেটা কখনো এলেক্স দেখে নি। এলেক্স এর পূর্বে এলমন্ডকে কখনো রাগ হতে দেখে নি। সব টা সময় এলমন্ড হাসি খুশি কিংবা সিরিয়াস একটা মুডে থাকে। এই প্রথম এলমন্ডকে রাগী একটা লুকে দেখে এলেক্স অনেকটা অবাক হয়েছে। এলমন্ড তার ডান হাতে এনার্জি সংগ্রহ করে সেটা দিয়ে পান্স মারতে গেলো সামনে থাকা লোকটার দিকে। তবে লোকটার শরীরে পান্স লাগার পূর্বেই সে লোকটার সামনে আরো একটা লোক চলে আসলো। লোকটা বিশাল ছিলো। এলমন্ড এমনিতেই অনেকটা লম্বাচরা একজন ব্যক্তি ছিলো। কিন্তু তার থেকে এক/দেড় ফুট লম্বা ব্যক্তি তার সামনে চলে এসেছে। লোকটার পরনে শুধু একটা প্যান্ট ছিলো। প্যান্টের উপরে সে কোনো জামা পরে নি। তাই তার বিশাল দানবের মতো বডি দেখা যাচ্ছিলো। হাতে তার বিশাল একটা হ্যাভি সোর্ড যেটা তার সাইজের থেকেও কিছুটা বড় ছিলো। বিশাল একটা সোর্ডকে সে তার ডান সাইডে গেঁথে রেখেছে। এলমন্ড যে পান্সটা মেরেছে সে পান্সটা সেই বিশাল দেহী লোকটার বুকে লাগলো। এলমন্ডের পান্সটা অনেক শক্তিশালী একটা পান্স হলেও সেটা সেই বিশাল লোকটার শরীরে কোনো ইমপ্যাক্ট তৈরি করলো না। যা দেখে পিছনে থাকা এলেক্স কিছুটা অবাক হলো। যদিও সে আশা করেছি এখানে এলমন্ড অনেকটা শক্তিশালী হবে কারণ আপাতোতো তাদের পরিচয় সম্পর্কে এলেক্স ভালো করেই জানে। একটা কিংডমের কুইন তার আম্মা এবং সে কুইনের হাসবেন্ড হলো এলমন্ড। সব মিলিয়ে এলমন্ডের তো অনেকটা শক্তিশালী হওয়ার কথা। তারপরও এখানে তার একটা পান্সে কিছুই হলো না সামনের ব্যক্তির। এটার মানে দ্বারায় তার সামনের ব্যক্তিটা এলমন্ডের থেকেও অনেকটা শক্তিশালী ছিলো।
-> মনে হচ্ছে আমার বোন তার কুকুর কে কলার পরাতে ভুলে গিয়েছে। তা নাহলে সে ভুল জায়গায় এসে আমার স্টুডেন্টকে কেনো এট্যাক করতে আসবে।
মুখে একটা মুচকি হাসি নিয়ে বিশাল দেহী লোকটা উক্ত কথাটা বললো। এবার লোকটা এলেক্সের দিকে তাকালো,
-> আমার স্টুডেন্ট এবং এই ছেলের মধ্যে কিছু পারসোনাল বিষয় রয়েছে। যেটা আমার স্টুডেন্ট এখানে পূর্ণ করতে চাচ্ছে। অন্য কোনো ছেলে মেয়ে এর মধ্যে আসবে না সেটার পুরো গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু তাদের দুজনের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে তাহলে আমি এখানে বসে থাকবো না।
এলমন্ড কোনো কিছু না বলেই এলেক্সের দিকে তাকালো এবং বলতে লাগলো,
-> এলেক্স কেউই আমাদের ডেস্টিনিকে কন্ট্রোল করতে পারে না। যাদের কাছে ডেস্টিনি কন্ট্রোল করার পাওয়ার রয়েছে তারা আমাদের আশেপাশের ব্যক্তি গুলোর ডেস্টিনি কন্ট্রোল করে আমাদের ডেস্টিনিকে কন্ট্রোলে আনার চেষ্টা করে। এই জীবনে আমাদের একটায় লক্ষ্য, সেটা হলো শক্তিশালী হয়ে উঠা। এমন শক্তিশালী হয়ে উঠা যাতে যারা আমাদের ডেস্টিনি নিয়ে খেলা করে একদিন আমরা তাদের ডেস্টিনি নিয়ে খেলা করতে পারি। (এলমন্ড)
কথাটা বলেই এলমন্ড তার ডান হাতে শরীরের পুরো অউরা এনার্জি সংগ্রহ করলো এবং সেটা দিয়ে তার সামনের বিশাল দেহী ব্যক্তিকে এট্যাক করলো। এট্যাকটা এতো পাওয়ারফুল ছিলো যে আশেপাশের সবাই মনের মধ্যে কেমন একটা চিল অনুভব করছিলো। এলমন্ড তার পান্সটা বিশাল দেহী ব্যক্তিটার বুকে মারবে তার আগেই সে তার বাম হাত দিয়ে এলমন্ডের পান্সটা ধরে ফেললো। ধরার সাথে সাথে এলমন্ডের শরীরের চ্যানেল হওয়া সকল এনার্জি ভ্যানিস হয়ে গেলো। এলমন্ড বুঝতে পারলো না এখানে কি হচ্ছিলো। পিছন থেকে এলেক্স অবাক হয়ে সব কিছু দেখতেছিলো। বিশাল দেহী লোকটা তার ডান হাত উঁচু করে তার বিশাল সোর্ডটা তুললো এবং সেটা দিয়ে এলমন্ডের উপরে এট্যাক করলো। চোখের পলকে তার বিশাল সোর্ড স্ল্যাশ দিয়ে আবারো পূর্বের জায়গায় চলে আসলো। হঠাৎ এলমন্ডের শরীর মাঝ থেকে দু টুকরো হয়ে পরে গেলো। পুরো গ্যালারিতে একটা কোলাহল তৈরি হয়ে গেলো। সবাই ভয়ে ছিলো, অনেকটা ভয়ে ছিলো।
-> বোনের জন্য চুপ তাকলেও এই কুকুরের ব্যবহার আমার কখনোই ভালো লাগে নি। আজ এটার ছেলের মতো এটাকেও দিলাম খতম করে। এখন আশা যাক ছোট বাস্টার্ডের কাছে। ভেবেছিলাম এটা এই সানির কাছে ছেড়ে দিবো কিন্তু যেহেতু সব গুলো আইটেম এখন এখানে রয়েছে তাই এইটার থেকে পারফেক্ট সময় তো আর হতে পারে না তাই না?
এলেক্সের সামনে থেকে কথাটা বললো বিশাল দেহী মানুষটা। সে তার বিশাল সোর্ডটা উঁচু করলো এবং এলেক্সের উপরে একটা স্ল্যাশ ব্যবহার করলো সেটা দিয়ে। এক স্ল্যাশে সে এলেক্সকেও দু টুকরো করে দিলো। দুই বাবা ছেলের ব্লাডে এরিনার মাটি লাল হয়ে গেলো। এরিনার গ্যালারিতে হুডি পরে থাকা ব্যক্তিটা সব কিছু স্পষ্ট দেখতে ছিলো এমনকি স্পষ্ট শুনতেছিলোও। হুডির নিচে বসে ছিলো এলেক্স যে তার শ্যাডো ইগ্রিতকে পাঠিয়েছে এলেক্স বানিয়ে। ফাইটের প্রতি তার সম্পূর্ণ ইন্টারেস্ট হারিয়ে গিয়েছিলো। কিন্তু নিচে এমন একটা কিছু হয়েছে যেটা দেখতে পেয়ে এলেক্স আর তার রাগকে কন্ট্রোল করতে পারছিলো না।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।