#Demon_King#
পর্ব:১৫০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
১০ তম ফ্লোরের এরিনার গ্যালারির নিচে বেশ কিছু ক্যাভিনের ব্যবস্থা রয়েছে যেটা প্রতিটা টিমের জন্য একটা করে বরাদ্দ ছিলো। সে ক্যাভিন গুলোর মধ্যে আবার পাঁচটা করে রুম ছিলো। যেহেতু প্রতিটা টিমে পাঁচটা করে মেম্বার রয়েছে তাই পাঁচটা আলাদা রুম রয়েছে যেখানে ছেলে মেয়ে আলাদা ভাবে থাকে। খারাপ কিছু করার কোনো সুযোগই নেই। যেহেতু প্রতিটা রুমের মধ্যেই ম্যাজিক সেন্সর লাগানো ছিলো তাই সেখানে খারাপ কিছু বা ফাইট করলেই বিভিন্ন ধরনের স্পেল একটিভেট হয়ে যায়। একটা ক্যাভিনের একটা রুমের মধ্যে এলেক্স অবস্থান করছিলো। ঘুমে ছিলো সে কিন্তু হঠাৎ লাফিয়ে উঠেছে ঘুম থেকে। খারাপ একটা স্বপ্ন দেখেছে এরকম ফিল হচ্ছিলো এলেক্সের কাছে। এলেক্সের হাতে মুঠোতে একটা কাগজের মতো কিছু একটা ছিলো। দেখেই বোঝা যাচ্ছিলো সেটা কোনো টেলিস্ম্যান আইটেম ছিলো। টেলিস্ম্যান এমন একটা আইটেম যা কাগজের মতো দেখতে হলেও এর ভিতরে রুইন ম্যাজিক ব্যবহার করা থাকে। যার কারণে এটা অনেকটা ভয়ানক একটা আইটেমে পরিণত হয়। রুইন ম্যাজিক ব্যবহার করা মানুষের জন্য অসম্ভব একটা ব্যাপার হওয়ার কারণেই এই আইটেম গুলো অনেক মূল্যবান হয়ে থাকে।
এলেক্স টুর্নামেন্টের প্রথম স্টেজ শেষ করে আসার সময় এলমন্ড এটা এলেক্সের হাতে ধরিয়ে দেই, যেটা এলেক্স বুঝতে পারলেও কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরে যখন আইটেম টা কি সেটা দেখার জন্য তার সিস্টেমের ইনফো এবিলিটি ব্যবহার করে তখন এলেক্স অনেকটা অবাক হয়ে যায়।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ ফিউচার সাইট টেলিস্ম্যান
র্যাংকঃ লিজেন্ডারি
ইফেক্টঃ
১) সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ দেখাতে পারবে।
২) সম্ভাব্য ভবিষ্যৎ চেঞ্জ করা যাবে।
শর্তঃ এক বার ব্যবহার যোগ্য আইটেম।
××× ×××
এলেক্স আইটেমটা দেখে ফেলে রাখতে চেয়েছিলো তার ইনভেন্টরিতে। কারণ তার নিজের ভবিষ্যৎ দেখার প্রতি কোনো ইন্টারেস্ট ছিলো না। তারপরও প্রথম স্টেজ শেষে তার বাবার কথাটা মনে পরার কারনে এলেক্স চেষ্টা করলো। টেলিস্ম্যানটা ছিড়ে দু টুকরো করে হাতে মুঠো করে ধরলো এলেক্স। সাথে সাথে ঘুমের দেশে তলিয়ে গেলো এলেক্স।
সে এক ঘুমে পূর্বের পর্বের বিষয়বস্তু গুলো দেখেছিলো যেটা দেখার পর এলেক্স এটুকু বুঝতে পারে যে সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারাতে যাচ্ছিলো। এলেক্স এলমন্ড এবং মারিয়াকে নিজের বাবা এবং আম্মা হিসেবেই মেনে নিয়েছে। যদিও মারিয়া এবং এলমন্ড তাদের পরিচয় সম্পর্কে গোপন রেখেছে এলেক্সের কাছে তারপরও বিষয়টা নিয়ে এলেক্স তেমন কিছু মনে করছে না। যদিও খারাপ লাগছে কিছুটা তারপরও এতোটাও ভাবার বিষয় ছিলো না সেটা। তাই সে এখনো স্বাভাবিকই আছে। তবে স্বপ্নে যেটা সে দেখেছে মানে টেলিস্ম্যাম আইটেমের সাহায্যে যে সম্ভাব্য ভবিষ্যৎ এলেক্স দেখেছে সেটায় তার চোখের সামনে তার নিজের বাবা মারা যায়। যেটা এলেক্স কোনো ভাবেই সহ্য করতে পারছিলো না স্বপ্নের মধ্যেই। এই বিষয়টা এলেক্স এখন বাস্তবেও মেনে নিতে পারছে না। এলেক্স বিষয়টা নিয়ে এখন বেশি চিন্তা করলো না। একটা জিনিস তার দেখার ছিলো এখন।
এলেক্স দরজা খুলে বের হলো, যেহেতু টুর্নামেন্টের দ্বিতীয় স্টেজ শুরু হওয়ার সময় এখনি ছিলো। ইগ্রিত সেদিন থেকেই এলেক্সের থেকে আলাদা হয়ে ছিলো তাই তার খবর কি বা কি করছে সেটা নিয়ে এলেক্স চিন্তা করছে না। এলেক্স সোজা বেরিয়ে গেলো এরিনার উদ্দেশ্যে। এরিনার একদম মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রইলো সে। রুম থেকে বের হওয়ার সময় সেখানে তার টিম এবং বাকি বন্ধুরাও ছিলো যাদের সাথে কোনো রকম কথা না বলেই এলেক্স চলে এসেছে। এলেক্স চাইলেই এখানে তাদের সাথে কথা বলে প্রথম থেকেই তার ডেস্টিনি চেঞ্জ করতে পারতো। কিন্তু সেটা না করে এলেক্স দেখতে চাচ্ছিলো স্বপ্নে দেখা বিষয়বস্তু গুলো কি আদৌও সত্য হয় কিনা। যেই এলেক্সের ভাবনা সেই এলেক্সের কাজ। সে তার টিমের বাকিদের রেখে প্রথমে এসেছে এরিনার মধ্যে। ঠিক স্বপ্নের মতোই তার পিছনে তার এবং স্যাম ও হ্যারির টিমের সবাইও চলে এসেছে। এলেক্সের কাছে এনরি চলে আসলো এবং সে এসেই এলেক্সের শরীরে কিছু একটা হয়েছে কিনা তা পরীক্ষা করতে শুরু করলো।
❝তাহলে সব কিছুই স্বপ্নটার মতোই হচ্ছে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের সামনে একজন ব্যক্তি আসছিলো। পুরো শরীর একটা রোবে ঢাকা ছিলো। মাথায় একটা হুডি পরে থাকার কারণে তার চেহারা দেখার মতো কোনো উপায় ছিলো না। এলেক্স তার চেহারার প্রতি ইন্টারেস্ট রাখলো না। কারন প্রথমেও সে তার চেহারা দেখতে পারে নি এখনো নয়। এলেক্স যে জিনিসটা দেখতে চাচ্ছিলো সেটা হলো সব কিছু কিছু কি সেই স্বপ্নের মতোই হবে কিনা।
[মাস্টার আমি আশে পাশে বাকি দুই চাবির এনার্জি ফুল করতে পারছি।]
হঠাৎ ট্যালিপ্যাথির সাহায্যে রিং এর ভিতর থেকে জিডুরী কথাটা বলে উঠলো। বিলজবাবের সাথে ফাইটের পর থেকে জিডুরীর সাথে আর কোনো যোগাযোগ হয় নি এলেক্সের। এমনকি পূর্বেও অনেকদিন যোগাযোগ হয় নি। তাই হঠাৎ এলেক্স জিডুরীর কথাটা শুনে কিছুটা অবাক হলো। এক সাথে দুটো আইটেম এখানে থাকবে এটা ভাবা একটু কষ্ট কর ছিলো। কিন্তু এলেক্স কি করবে চাবি দুটো দিয়ে। এলিনের থেকে এলেক্স শুনেছে পাঁচটা চাবি একত্র করলে বিলজবাবকে নিজের মধ্যে রেইনকার্নেট করানো যাবে। বিলজবাবের যত পাওয়ার এবিলিটি রয়েছে সব ব্যবহার করা যাবে। তবে এলেক্স যেহেতু বিলজবাবকে হারিয়ে ফেলেছে তাই কোনো ভাবেই বুঝতে পারছে না সে আরো দুটো চাবি দিয়ে কি করবে। আর এমনিতেও এখনো এলেক্সের ফাইটের উপরে কোনো রকম ইন্টারেস্ট তৈরি হয় নি। তাই এলেক্স শুধু সব জিনিস গুলো দেখা ছাড়া আর কিছুই করলো না।
(ফায়ার স্পেলঃ ফায়ার বল)
হুডি পরা ছেলেটা তার ফায়ার স্পেল ব্যবহার করলো এলেক্সের দিকে। একটা স্পেলেই তাদের আশে পাশে থাকা সকল ছেলে মেয়ে সরে গেলো। এলেক্স পূর্বের মতোই এনরিকে ধরে এক পাশে লাফিয়ে পরলো। স্পেলটা ছোট খাটো একটা ডিসট্রালশন তৈরি করলো। সব গুলো টিমই কিছুটা প্যানিকে ছিলো। হঠাৎ কেউ এখানে এট্যাক করবে এরকম কেউ চিন্তায় করে নি। তারপরও তারা আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলো ফাইটের জন্য। এলেক্স ও এক নজরে তাকিয়ে ছিলো হুডি পরা ছেলেটার দিকে। হাতে একটা ড্যাগার নিয়ে সে এলেক্সের দিকে এগিয়ে আসলো। কিন্তু ড্যাগার দিয়ে এট্যাক না করে এলেক্সের একদম সামনে এসে দ্বিতীয় আরেকটা স্পেল ব্যবহার করলো।
(ফায়ার স্পেলঃ ইনফার্নো)
পূর্বের মতো আগুনের একটা বিশাল জলোচ্ছ্বাস এলেক্সের সামনল আসছিলো। যেটা থেলে সরার মতো সময় এলেক্সের ছিলো না। শেষ সময়ে এলেক্স ব্লিংক ব্যবহার করে এখান থেকে সরে যেতে পারবে কিন্তু সেটা এলেক্স করলো না। কারণ এলেক্স এখনো সিওর ছিলো না একটা বিষয়ে। ফায়ার এলেক্সের শরীরে স্পর্শ করবে তার পূর্বেই এলেক্সের সামনে একজন ব্যক্তি চলে আসলো। একদম সেই রকম একটা সিন ছিলো যেখানে এলমন্ড আবারো এলেক্সের সামনে চলে এসেছে। এলমন্ড তার ডান হাত উঁচু করে তুললো তার এক হাতেই ইনফার্নো এর মতো শক্তিশালী স্পেল সাথে সাথেই ক্যান্সেল হয়ে গেলো। এবার ডান হাতে এনার্জি ফোকাস করে এলমন্ড একটা পান্স মারতে গেলো ঠিক তখনি হুডি পরা ছেলেটার সামনে একজন অচেনা ব্যক্তি চলে আসলো। লোকটা এসেই তার বিশাল সোর্ড মাটিতে গেঁথে দিয়েছে। সামনে আসার কারণে এলমন্ডের পান্সটা তার বুকে লাগলো। এলমন্ডের শক্তিশালী পান্স যেটা দেখে রেড এবং ব্লু কিংডমও ভয় পায় সেটায় কিছুই হলো না সেই ব্যক্তির। দানবের মতো দেখতে বিশাল একটা শরীর নিয়ে দাঁড়িয়ে ছিলো সে এলমন্ডের সামনে।
-> একটা কুকুর সব সময় কুকুরই থাকবে। কখনো তার মালিকদের দিকে ঘেউ ঘেউ করলে সব সময় সেই কুকুরকে মেরেই ফেলতে হয়। কিন্তু আমার বোনের জন্য আরো একটা সুযোগ দিচ্ছি তোমাকে। আমার স্টুডেন্টের কিছু পার্সোনাল ব্যাপার রয়েছে এই ছেলের সাথে। আশা করি এখানে তোমার কুকুরের নাক গলাবে না।
বিশাল দেহী লোকটা এলমন্ডকে উক্ত কথাটা বললো। যে কথায় এলমন্ড রাগ করলো না। এলমন্ডের মুখে একটা মুচকি হাসি ছিলো যেটা পূর্বের থেকে অনেকটা ভিন্ন ছিলো। পিছনে তাকালো এলমন্ড এলেক্সের দিকে।
-> আমি বলেছিলাম না আমাদের ডেস্টিনি কেউ কন্ট্রোল করার ক্ষমতা রাখে না। শুধু আমাদের আশেপাশের কিছু পিঁপড়া রয়েছে যাদের ডেস্টিনি কন্ট্রোল করে উপরের কিছু ব্যক্তিরা আমাদেরকে তাদের কন্ট্রোলে আনতে চাই, কিন্তু একটু, সামান্য একটু শক্তিশালী এরপর আরো সামান্য একটু শক্তিশালী হওয়ার মাধ্যমে আমরা এক সময়ে সেই উপরের ব্যক্তি গুলোর থেকেও শক্তিশালী হয়ে যাবো, তখন তাদের চেহারা দেখার মতো হবে তাই না এলেক্স? (এলমন্ড)
মুখে অনেক সুন্দর একটা হাসি নিয়ে এলমন্ড উক্ত কথাটা বললো। সব কিছু কাছ থেকে স্টোনের সাহায্যে রেকর্ড হচ্ছিলো তাই দর্শকদের সবাই দেখতে পারছিলো। এলমন্ডের কোনো চার্ম ইফেক্ট ছিলো না এমিয়াসের মতো। তারপরও এলমন্ডের হ্যান্ডসাম চেহারা এবং তার হাসি মুখটা দেখে সকল মেয়েরাই ক্রাশ খেয়ে গেলো। এটা স্বল্প সময়ের জন্য নয়।
❝আজকে আসো শুধু, তোমাকে বোঝাবো মজা আমি।❞ (মারিয়া ভাবছে)
দূর থেকে মারিয়া জ্বলছিলো। কারণ তার স্বামীর জন্য সব মেয়েরা ফিডা হয়ে যাচ্ছিলো যা মারিয়ার একটুও পছন্দের নয়।
-> হা হা হাহাহাহা। মনে হচ্ছে কুকুরটা আমাকে পিঁপড়া বলেছে, নাকি আমারই শুনতে ভুল হয়েছে। মনে হচ্ছে আমার কথা ক্লিয়ার ভাবে শুনো নি তুমি।
বিশাল দেহী লোকটা এবার রেগে গিয়েছে। সে তার সোর্ডটা ডান হাত তুলো তুললো। এলমন্ডকে কোনো রকম এট্যাক করার সুযোগ না দিয়েই বিশাল সোর্ডটা উপর থেকে এলমন্ডের মাথার মাঝ বরাবর চালালো। পিছনে এলেক্স থাকার কারণে এলমন্ড এই সময়ে সরতে পারবে না তার জায়গা থেকে। আর এমনিতেও এবার সে চেষ্টাও করলো না। তার হাতে হঠাৎ একটা গাছের ডাল চলে আসলো। ডালটা কোথা থেকে আসলো সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। কিন্তু তার মনে হচ্ছিলো সব কিছু পূর্বের মতো হচ্ছিলো না। তার বাবার উপরে কেনো জানি তার বিশ্বাস ছিলো এবার অনেকটা। এলমন্ড তার হাতের ডালটা শক্ত করে সেটা দিয়ে বিশাল দেহী লোকটার বিশাল সোর্ডের এট্যাক কাউন্টার করলো। একটা পাতলা ডাল ছিলো এলমন্ডের হাতে। অন্যদিকে প্রায় ৭ থেকে ৮ ফুটের মতো সাইজের একটা বিশাল ব্যাটেল হ্যাভি ব্লেড ছিলো বিশাল দেহী লোকটার হাতে। যেগুলো টাইটান সোর্ড নামেও পরিচিত।
-> তাহলে আমার ধারণায় সঠিক ছিলো। কুকুরটা এতোদিন তার পাওয়ার লুকিয়ে রেখেছিলো। ওয়েল এটাও কোনো ব্যাপার না। একটা ড্রাগন আমার কাছে কিছুই না এখন। তাই তোমাকে হারাতে আমার সবচেয়ে দুর্বল স্পেলও লাগবে না।
-> তুমি বললে বাচ্চাদের ছোট একটা ঝামেলা রয়েছে, তাহলে আমরা বাচ্চাদেরই নাহয় সেটা ঠিক করতে দেই। শুধু শুধু এখানে রক্তারক্তি করে লাভ আছে? (এলমন্ড)
-> তাহলে তুমি তোমার জায়গা বুঝতে পেরেছো। হাহাহাহা, এজন্যই তোমাকে রয়েল কুকুর শুধু শুধু বলা হয় না। ঠিক আছে তাহলে আমার স্টুডেন্ট আর এই ছেলের সাথে একটা ফাইট হোক।
বিশাল দেহী লোকটা হুডি পরা লোকটার দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো। তার কথা বলার সাথে সাথেই হুডি পরা ছেলেটা এগিয়ে গেলো এলেক্সের দিকে। যেহেতু এলমন্ড এখন আর প্রটেকশন দিতে পারবে না তাই সে সিওর ছিলো যে সে এলেক্সকে হত্যা করে ফেলতে পারবে। সোর্ড দিয়ে একদম এলেক্সের সামনে চলে আসলো, এবার কোনো রকম স্পেল ব্যবহার না করে সে সোর্ড দিয়েই এলেক্সের সাথে ফাইট করতে লাগলো। হাতের ড্যাগারটা হালকা হলুদ রঙে উজ্জ্বল হয়েছে সেই সাথে হুডির ভিতর থেকে তার চোখও কিছুটা উজ্জ্বলিত দেখা যাচ্ছিলো। একদম পাগলের মতো এগিয়ে এসেছে এলেক্সের সামনে এবং একের পর এক স্ল্যাশ ব্যবহার করছিলো সে। একবার ডান দিকে এবার বাম দিকে। একবার উপরে একবার নিচে, একবার সাইড ফ্লিপ দিয়ে একবার ব্যাক ফ্লিপ দিয়ে। প্রত্যেকটা এট্যাকই এলেক্স কোনো রকম সমস্যা ছাড়ায় এরিয়ে যেতে পারছিলো। তারপরও এলেক্স তেমন চেষ্টা করছিলো না। এলেক্স গভীর চিন্তার মধ্যে ছিলো। তাই কোনো ভাবে সে কাউন্টার ব্যবহার করছিলো না।
❝তাহলে আমি আমার ডেস্টিনিকে নিজেই কন্ট্রোল করতে পারবো?❞ (এলেক্স)
এলেক্স পুরো ইমোশন লেস ছিলো এতোক্ষণ। কিন্তু হঠাৎ তার মুখে একটা মুচকি হাসি ভেসে উঠলো। একটা ডায়মন্ড খুঁজে পাওয়ার থেকে রেয়ার একটা জিনিস এলেক্সের মুখে সুন্দর একটা মুচকি হাসি দেখা। যা এই পর্যন্ত হয়তো কেউই দেখে নি। তাই তো পুরো এরিনা নিশ্চুপ হয়ে গেলো। এলেক্সের কিউট হাসিটা দেখে এরিনার মধ্যে থাকা সব গুলো মেয়ের মুখই লজ্জায় লাল হয়ে গেলো। তারা সবাই মুখ লুকানো নিয়ে ব্যস্ত ছিলো। অন্য দিকে ছেলেরা হা করে তার দিকে তাকিয়ে ছিলো। চার্ম নামক কোনো ইফেক্ট তার উপরে ছিলো না কারণ এরকম কোনো স্ট্যাটই তার ছিলো না। এলেক্সের মুখ থেকে একটা মুচকি হাসি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছে এলেক্সের টিম মেম্বাররা। যারা কোনোদিনও এলেক্সকে হাসতে বা রাগ হতে দেখে নি তারা এলেক্সের হঠাৎ হাসিতে অনেকটা অবাক হয়েছে। তবে তাদের অবাক ভাবটা এলেক্স বেশিক্ষণ রাখতে দিলো না। কারণ তার মুচকি হাসিটা শুধু ক্ষণিকের জন্যই ছিলো। এলেক্সের আবারো ফাইটের জন্য ইন্টারেস্ট জাগতে শুরু হয়েছে। এজন্যই অতিরিক্ত উত্তেজনায় সে আর নিজের মনের মধ্যে মুচকি হাসিটা রাখতে পারে নি। সে যায়হোক এলেক্স প্রতিবার তার সামনের ব্যক্তির এট্যাক গুলো থেকে সরে যাচ্ছিলো যেটা তার সামনের ব্যক্তির মেজাজটা অনেক বিরক্ত করে দিলো। এতোক্ষনে তাদের আশেপাশ থেকে সবাই অনেকটা দূরে চলে গিয়েছে। একটু পূর্বে সবাই কাছাকাছি থাকলেও এখন আর তার কাছে থাকার সাহস পাচ্ছিলো না। কারণ যে দুজন ব্যক্তি এরিনার মধ্যে এসেছে তাদের শরীর থেকে এমন মারাত্মক এনার্জি বের হচ্ছিলো যেটায় সবারই শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তাই তাদের আশেপাশে কেউই থাকতে চাচ্ছিলো না। অপর দিকে হুডি পরা ছেলেটা একের পর এক এট্যাক করেই যাচ্ছিলো তার সোর্ড দিয়ে, যা এলেক্স খুব সহজেই এরিয়ে যাচ্ছিলো। সোর্ডের স্ল্যাশ গুলো কাজ না হওয়ার ফলে এবার সে সোর্ডের এবিলিটি ব্যবহার করলো। সোর্ডকে শক্ত করে ধরলো একটা স্ল্যাশ ব্যবহার করলো এবার। এলেক্স পিছনের দিকে চলে গিয়েছিলো, তবে এবার সোর্ড থেকে ফায়ার এট্রিবিউটের একটা ভয়ানক ওয়েব বের হচ্ছিলো যেটা থেকে এলেক্সের সরে যাওয়ার কোনো চান্সই ছিলো না। বুকে সাইড বরাবর সে ওয়েবটা লাগলো এলেক্সের। যেটা লাগার পরই এলেক্স জামা কেটে বুক থেকে ব্লাড বের হতে শুরু করলো। এলেক্সের ভাইটালিটি বৃদ্ধি পাওয়ার কারণে সে গুরুতর আহত না হলেও এটা একটা সিরিয়াস একটা ইনজুরি ছিলো। বুক থেকে অনেক ব্লাড গরিয়ে গরিয়ে পরতে শুরু করলো। এক ফোটা ব্লাড শরীর থেকে ফ্লোরে পরার সাথে সাথে এলেক্সের ক্ষতস্থান দ্রুত হিল হতে শুরু করলো। এলেক্সের প্যাসিভ স্কিল "সুপার রিজেরেশন" কাজ করার কারণে তার ক্ষত খুব দ্রুত ঠিক হয়ে যাচ্ছিলো। এলেক্স তার ক্ষতস্থানের দিকে নজর না দিয়ে তার সামনের বিষয়ে মনোযোগ দিলো।
-> একটা প্রিন্সকে কিডন্যাপ করা এবং তার হবু স্ত্রীকে তার সামনেই ধর্ষণ করা, প্রতিটা কিংডমেই এটার শাস্তি একটা কমনারের জন্য মৃত্যু দন্ড শুধু। আমি একটা প্রিন্স হয়ে আজকে এখানেই তোমাকে হত্যা করবো।
হুডি পরা লোকটা তার হুডি খুলে ফেললো। ভিতর থেকে পরিচিত একটা লোকের চেহারা ভেসে উঠলো। তাকে এরিনার গ্যালারির কেউ কেউ চিনে থাকলেও বেশির ভাগই জানে না সে কে ছিলো। তবে এলেক্সের টিম খুব ভালো করেই জানে সে কে ছিলো।
-> কে তুমি? (এলেক্স)
এলেক্স ইমোশন ছাড়া একটা চেহারা বানিয়ে কথাটা বললো। যা শুনে ফায়ার এম্পায়ারের প্রিন্স আরো রেগে গেলো। তারপরও সে একটু শান্ত রইলো।
❝কুল, আমি একজন প্রিন্স। আমি যে কথা বলেছি তাতে সবাই এখন এই ছেলেকে খারাপ ভাববে। তাই আমার প্রিন্স টাইটেল দিয়ে এই কমনারকে হত্যা করা কোনো ব্যাপারই হবে না। আমার সাথে আমার মাস্টার আছে যে আমাকে ব্যাকআপ দিবে এখানে। টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার মাস্টার তাই আমাকে কেউ কিছু করার সাহসও পাবে না।❞
উপরের কথাগুলো ফায়ার এম্পায়ারের প্রিন্স ভাবছিলো। সে তার কথা ভাবা বাদ দিয়ে এবার একের পর এক স্ল্যাশ মারতে শুরু করলো। তার স্ল্যাশ গুলো এবার পূর্বের মতো ছিলো না। এবার প্রতিটা সেকেন্ডে কত গুলো করে স্ল্যাশ মারছিলো সে সেটা এলেক্সও গুনতে পারে নি। দূর থেকে স্ল্যাশ মারলেও এলেক্সের দিকে ফায়ারের ওয়েব আসছিলো যা ছোট ছোট ফাঁকা ওয়ালা একটা বিশাল মাকড়সার জালের মতো মনে হচ্ছিলো। এলেক্স তাকালো তার প্রতিপক্ষের দিকে। একদম শেষ সময়ে যখন সেই ওয়েব গুলো এলেক্সের শরীরে স্পর্শ করবে ঠিক সেই সময়েই এলেক্স তার প্রতিপক্ষের দিকে তাকালো।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
×××স্কিল×××
স্কিল নেইমঃ ব্লিংক
লেভেলঃ Medium(৮০%)
স্ট্যাটাসঃ একটিভ
এটি একটা স্কিল যা দিয়ে হোস্ট ৬০ মিটার দূরে দশ বার টেলিপোর্ট হতে পারবে।
স্পেশাল ইফেক্টঃ
১) রেঞ্জের মধ্যে হোস্ট চাইলে তার যেকোনো টার্গেটের সাথে জায়গা বদল করতে পারবে।
××× ×××
ব্লিংক এর স্কিলের সাথে স্পেশাল ইফেক্টও কাজ করতে শুরু করেছে। যেটার সাহায্যে সে তার সামনের প্রতিপক্ষের সাথে জায়গা বদল করে নেই। এলেক্স ফায়ার এম্পায়ারের প্রিন্সের জায়গায় চলে আসে অন্যদিকে তার জায়গা ফায়ার এম্পায়ারের প্রিন্স চলে যায়। এলেক্স মনে করেছিলো তাকে এখানে কিছুই করতে হবে না কিন্তু তার ধারণা ভুল ছিলো। কারণ প্রতিটা ফায়ার ওয়েবকে ফায়ার এম্পায়ারের প্রিন্সের হাতের ড্যাগারটা এবজোর্ব করে নিচ্ছিলো। এম্পায়ারের প্রিন্স কিছুটা অবাক হয়েছে এখানে। কারন হঠাৎ সে তার জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসলো সেটা বুঝতে পারছিলো না। এই সময়টা কাজে লাগিয়ে এলেক্স এই ফাইটটা এখানেই শেষ করতে চাইলো।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স এবার ব্লিংকের সাহায্যে ফায়ার এম্পায়ারের ছেলের সামনে চলে গেলো। যে ফাইটের জন্য প্রস্তুত না থাকলেও হঠাৎ এমন মনে হলো যে ব্লেডটা তার শরীরকে কন্ট্রোল করতে শুরু করেছে।
-> দুই দিন পূর্বে হয়তো আমাকে কিছুটা কষ্ট করতে হতো, কিন্তু আমি সেই লেভেল পার করেছি। (এলেক্স)
এলেক্স অনেক আস্তে আস্তে কথাটা বললো। সে তার এজিলিটির সাহায্যে একদম সেই প্রিন্সের বাম সাইডে চলে গেলো। এবার তার হাতে সে এনার্জি চ্যানেল করালো। সবাই এলেক্সের দিকে হা করে তাকিয়ে ছিলো। এলেক্স তার মানা এনার্জি ব্যবহার করছিলো না এবার। এরপূর্বেও একবার এলেক্স এরকম এনার্জি ব্যবহার করেছিলো, কিন্তু সেটাকে সবাই মানা এর ই কোনো এট্রিবিউট মনে করেছিলো। তবে এবার এটা স্পষ্ট ছিলো যে এটা মানা এনার্জি ছিলো না বরং অউরা এনার্জি ছিলো। যা সবচেয়ে অবাক কর বিষয় ছিলো। কারণ এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি জন্ম নেই নি যে দুটো এনার্জি এক সাথে ব্যবহার করতে পারে। হ্যাঁ অনেকে ছিলো যারা ডিমনিক পাওয়ার ব্যবহারের চেষ্টা করেছে কিন্তু তারা সেটা ব্যবহার করার পূর্বেই মারা গিয়েছে। এলেক্স সবাইকে একের পর এক অবাক করে যাচ্ছে যার জন্য সবাই প্রস্তুত ছিলো না। এলেক্স তার ডান হাতে অউরা এনার্জি চ্যানেল করালো। এমনিতেই এলেক্সের স্ট্রেন্থ অনেক বেশি ছিলো তার লেভেল অনুযায়ী, সেই সাথে অউরা এনার্জি এতোটা মারাত্মক করেছিলো তার পান্সকে, যা ব্যবহারের সাথে সাথে ফায়ার এম্পায়ারের পেটের মধ্যে বিশাল একটা ছিদ্র করে দিয়েছে। বিষয় টা লক্ষ্য করে এলমন্ডের সামনে থাকা বিশাল দেহী লোকটা এগিয়ে যাচ্ছিলো এলেক্সের দিকে।
-> আমার মনে হয় তুমি ভুল জায়গায় যাচ্ছো। (এলমন্ড)
এলমন্ড হাসি মুখে কথাটা বললেও তার কথার মাঝে একটা সিরিয়াস ভাব ছিলো। এলমন্ডকে দুর্বল ভাবলেও এলমন্ডের শরীর থেকে এখন লাল কালারের একটা এনার্জি বের হচ্ছিলো যেটাকে মূলত ব্লাডলাস্ট বলা হয়, এই ব্লাডলাস্ট অনুভব করে বিশাল দেহী লোকটা অনেকটা ভয় পেলেও সেটা সবার সামনে দেখালো না। সে তার সোর্ডকে শক্ত করে ধরলো এবং এলমন্ডের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে গেলো। তার নিজের শরীর থেকেও এবার ভয়ানক আকারের একটা এনার্জি বের হচ্ছিলো। যা থেকে সবাই আরো দূরে সরে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।