#Demon_King#
পর্ব:১৫১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
দশ তম ফ্লোরের মধ্যে তিন কিংডমের জয়েন্ট টুর্নামেন্ট সংগঠিত হয়েছে। প্রথম স্টেজ শেষ হবার পরে সবাই দুইদিন অপেক্ষা করেছিলো দ্বিতীয় স্টেজের জন্য। এখন যখন দ্বিতীয় স্টেজ শুরু হতে যাচ্ছিলো ঠিক তখনি টুর্নামেন্টের থেকেও আরো ইন্টারেস্টিং কিছু একটা শুরু হয়েছে। অনেকেই টপ পাওয়ারহাউজদের সম্পূর্ণ পাওয়ার এখনো দেখে নি। তাই ফাইটটা দেখার জন্য আগ্রহ নিয়ে ছিলো।
এরিনার একদম মাঝখানে এলেক্স আরেকটা ছেলের সাথে ফাইট করেছে। যে ফাইটে এলেক্স অনেক সহজেই জয় লাভ করেছে। তবে তার জয়লাভের কারণে আরো বড় সমস্যা তৈরি হচ্ছিলো। এলমন্ড এবং একটা বিশাল দেহী ব্যক্তির মধ্যে ফাইট প্রায় শুরু হতে যাচ্ছিলো। বিশালকার লোকটা তার বিশাল হ্যাভি সোর্ডটাকে ডান হাত দিয়ে উঁচু করলো। সোর্ডের সাইজ দেখেই বোঝা যাচ্ছিলো সেটা সুয়িং করা তো দূরের কথা। ঠিক মতো উঁচু করাও একজনের জন্য কষ্টকর। এলমন্ডের শরীর থেকে তেমন একটা এনার্জি কেউ ফিল করছিলো না। এলমন্ডের শরীর থেকে ব্লাডলাস্ট এনার্জি বের হচ্ছিলো যে ব্লাডলাস্ট এনার্জি শুধু বিশালাকার লোকটা ফিল করতে পারছিলো। অপরদিকে বিশালাকার লোকটার শরীর থেকে মারাত্মক লেভেলের এনার্জি বের হচ্ছিলো যেটা পুরো এরিনার মধ্যে থাকা সবার মনের মধ্যেই ভীতি তৈরি করলো।
একটা রুমের মধ্যে তিন কিংডমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিলো। সেখানে কেউই কোনো কথা বলার সাহস পাচ্ছিলো না। এলমন্ডকে তারা কেউই তেমন একটা ভয় পায় না। এমন নয় যে একদমই পায় না। তবে এখন এরিনার মধ্যে যে ব্যক্তিটা এসেছে তার নাম শুনলেই পুরো টাওয়ারের মানুষের মন কেঁপে উঠে ভয়ে। উপরের এক একটা ফ্লোর একাই ক্লিয়ার করে আসছে সে এতোটা শক্তিশালী সে। সিকরেট কিংডমের কুইনের ভাই হওয়ার পরও এখন সে বর্ডার টাউন নিয়ন্ত্রন করছে যেখানে তিন কিংডমের কোনো অধিকারই নেই বলতে গেলে। তারপরও কিছু কিছু সময় দেখা যায় সিকরেট কিংডমকে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে সিকরেট সে।
-> কাউকে কোনো রকম চিন্তা করতে হবে না। বিষয়টা যেহেতু আমাদের কিংডমের তাই আমরাই এটাকে দেখে নিচ্ছি। আমি গ্যারান্টি দিচ্ছি এখানে কিছুই হবে না। (মারিয়া)
কেউ একটা কথাও বলতে পারছিলো না। সবার মনেই ভয় ছিলো একটা। কারণ তাদের সামনে যে ব্যক্তি ছিলো তাকে কোনো ভাবে রাগালে সে চাইলে একটা কিংডমও ধ্বংস করে দিতে পারবে। উপরের ফ্লোর যেগুলো ক্লিয়ার করা ব্লু কিংবা রেড কিংডমের পুরো ফোর্স দিয়েও অসম্ভব সে ফ্লোরগুলো একা ক্লিয়ার করার ক্ষমতা রয়েছে বর্ডার টাউনের হান্টার এসোসিয়েশন এর লিডার মারজায়েব। মারিয়া কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেলো। তার কথায় রুমের সবাই একটু স্বস্তি অনুভব করলো।
অন্যদিকে এলেক্স দাঁড়িয়ে ছিলো একটা অর্ধমৃত ব্যক্তির সামনে। এলেক্স এখনো সম্পূর্ণ হত্যা করে নি ফায়ার এম্পায়ারের প্রিন্সকে। সে তার পেটে বিশাল একটা ছিদ্র নিয়ে এখনো ছটফট করছিলো। অনেক ব্লাড এবং পেটের ভিতরের অরগান হারানোর কারণে মনে হয় না সে বেশিক্ষণ বাঁচবে। এলেক্স তার দিকে কোনো রকম নজর না দিয়ে সোজা তার হাতে থাকা ড্যাগারটাকে তুলে নিলো। তার হাতে সান ড্যাগার চলে আসলো। এলেক্সের হাতে সান ড্যাগারকে দেখতে পেয়ে সম্পর্কে তার মামা বা বর্ডার টাউনের হান্টার এসোসিয়েশন এর লিডার অনেকটা রেগে গেলো। সে তার শরীর থেকে এনার্জি প্রয়োগ করলো কোনো রকম স্পেল ছাড়ায়। এনার্জিটা এতোটা ভয়ানক ছিলো যে এলেক্সের মনে হচ্ছিলো সে শ্বাস না নিতে পেরে মারা যাবে। এলেক্স পিছনের দিকে অনেকটা দূরে গিয়ে পরলো কয়েক পল্টি খেয়ে। মারজায়েব এর শরীর থেকে যে এনার্জি বের হচ্ছিলো সেটা এলেক্সের কাছে অনেকটা ঘূর্ণিঝড়ের মতো লাগছিলো, যা এলেক্সকে পিছনের দিকে ফেলে দিয়েছে। এলমন্ড এই সময়ে এগিয়ে যাবে ঠিক তখনি উপর থেকে মারিয়া আস্তে আস্তে নেমে আসলো। তার পিছে কোনো রকম ডানা বা আইটেমের সাহায্য নিচ্ছিলো না মারিয়া। তারপরও খুব আস্তে আস্তে নেমেছে উপরের রুম থেকে। মারিয়াকে লক্ষ্য করে এলমন্ড এখানে আর কিছুই বললো না। তবে মারজায়েব শান্ত হলো না। তার শরীর থেকে মারাত্মক এনার্জি বেরই হচ্ছিলো। যার জন্য মারিয়ারও কাছে আসতে একটু সমস্যা হচ্ছিলো। তবে মারিয়া কোনো রকমে মারজায়েব এর সামনে চলে এসেছে।
-> মারজায়েব তুমি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছো। কিন্তু এখনো আমার সেই ছোট ভাই হয়েই আছো তুমি। আমি কিছু করতে চাচ্ছিলাম না কিন্তু তিন কিংডমের এতো বড় একটা ইভেন্টে এসে তুমি এভাবে বাঁধা দিয়েছে সেটা কিন্তু আমি বেনজর করতে পারছি না। আমার স্বামীকে অসম্মান করছো সেটাও আমি এক সাইডে রাখতে পারি কিন্তু তুমি সিক্রেট কিংডমের একমাত্র প্রিন্সকে এট্যাক করেছো। যেটা আমাদের কিংডমের আইনের দিক দিয়ে অনেক মারাত্মক একটা অপরাধ। কুইন হিসেবে আমি তোমার শাস্তি মৃত্যু দন্ড দিতাম এখন কিন্তু একজন বোন হিসেবে সেটা করছি না আমি এখন। আমি চাইবো তুমি আর আমার ছেলের সামনে না আসো। (মারিয়া)
মারিয়া যে সব সময় হাসি মুখে থাকে সে হঠাৎ একদম সিরিয়াস হয়ে গিয়েছে। সে যতক্ষণ কথা বলছিলো ততক্ষণ মারজায়েব না চাইলেও আস্তে আস্তে তার হাঁটুতে পরে যেতে থাকে। বিশাল দেহী মারজায়েবের গলার দিকে একটা দাগ স্পষ্ট দেখা গেলো। কালো একটা দাগ স্পষ্ট হলো যেটা কালো থেকে লাল হতে শুরু করেছে। বিশাল দেহী লোকটার হাত থেকে তার সোর্ড পরে গেলো। সে তার এক হাত গলায় স্পর্শ করালো। কি হচ্ছিলো কিছুই এলেক্স বুঝতে পারছিলো না। সে চুপ চাপ তার আম্মার দিকে তাকিয়ে ছিলো। এখানে কি করেছে তার আম্মা তার কিছুই মাথা আসছে না। এলেক্স হা করে তাকিয়ে ছিলো। মারিয়ার কথার সাথে সাথে তার ছোট ভাই আস্তে আস্তে নিজের হাঁটুতে চলে আসলো। মারজায়েব একটু পূর্বে মারাত্মক এনার্জি নিক্ষেপ করলেও এখন আর তার শরীর থেকে কোনো এনার্জি বের হচ্ছিলো না। সে নিজের হাঁটুতে চলে এসেছে ঠিক সেই ভাবে যেভাবে সবাই একজন কিং বা কুইনকে সম্মান করে। অনেকেই বিষয়টা জানে না, তবে সিক্রেট কিংডমের মধ্যে একটা নিয়ম রয়েছে যেটা হলো তারা কোনো ভাবেই তাদের কিং বা কুইনের কথা অমান্য করতে পারবে না। এখানেও আবার আরেকটা নিয়ম রয়েছে। সব কথায় যে মান্য করতে হবে এমন নয়। সিক্রেট কিংডমের কিং এবং কুইনের কাছে একরকমের স্পেশাল পাওয়ার রয়েছে। যেটাকে "অ্যাবসলিউট অথোরিটি" বলা হয়। এটা উত্তেজিত অবস্থায় ব্যবহৃত হয়ে থাকে। এই উত্তেজিত অবস্থা আবার সেই উত্তেজিত অবস্থা নয়। মাথা ঠিক করেন, রোজার মাস এটা।
যাইহোক আসল বিষয়ে আসা যাক, মারিয়া সিক্রেট কিংডমের কুইন হওয়ার কারণে তার কাছেও এই স্পেশাল পাওয়ার রয়েছে। যেটা অন্যান্যরা উত্তেজিত অবস্থায় ব্যবহার করতে পারলেও মারিয়া নিজের মন মতো যখন তখন ব্যবহার করতে পারে। তাইতো অতীতের সকল কিং এবং কুইনের থেকেও অনেকটা স্পেশাল ধরা হয় কুইন মারিয়াকে। আচ্ছা এখন মূল টপিকে ফিরে আসি। মারিয়ার স্পেশাল এবিলিটির কারণে সে তার কথার মাধ্যমেই তার ছোট ভাইকে নিজের হাঁটুতে নিয়ে আসলো। যে ব্যক্তি একটা ফ্লোর একাই ক্লিয়ার করতে পারে তাকে মাত্র কিছু কথার মাধ্যমেই মারিয়া হাঁটুতে নিয়ে এসেছে। এটা দেখে এরিনার গ্যালারিতে বসে থাকা সকল ব্যক্তিই অবাক হয়েছে। কারো মুখ থেকেই কোনো রকম কথা বের হচ্ছিলো না। বের হবেই বা কেনো কেউ তো এরকম কোনো কিছু আশাও করে নি।
-> তাহলে আমি চাইবো না আমাদের টুর্নামেন্টে আরো কিছুটা সময় নষ্ট হোক। (মারিয়া)
মারিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে মারজায়েব উঠে দাঁড়ালো। তার উপর থেকে মারিয়ার স্পেশাল পাওয়ারের ইফেক্ট কাজ করা বন্ধ করে দিয়েছে।
-> ঠিক আছে আমি বুঝতে পেরেছি। কিন্তু আপু সব কিছু তোমার মর্জি মতো হবে এরকম কিন্তু নয়। কিছু জিনিস অনেক সময় হাতের বাইরে চলে আসে। যেমনটা এগারো বছর পূর্বে হয়েছিলো। (মারজায়েব)
কথাটা বলেই মারজায়েব তার ডান হাত দিয়ে বিশাল সোর্ডের হাতলটা ধরলো। বাম হাত সে সামনের দিকে রাখলো। এলেক্সের সামনে পরে থাকা ফায়ার এম্পায়ারের ছেলেটার শরীর হঠাৎ উড়ে চলে গেলো মারজায়েবের হাতে। এবার সে সোর্ডকে উপরের দিকে নিক্ষেপ করলো, এবং নিজেও ফায়ার এম্পায়ারের প্রিন্সকে নিয়ে একটা লাফ দিলো। লাফ দিয়ে সে তার বিশাল সোর্ডের ব্লেডের উপরে দাঁড়ালো। ব্লেডটা সাইডের দিকে বাকা হয়ে থাকায় তার দাঁড়ানোতে কোনো সমস্যা হচ্ছিলো না। এবার সোর্ডটা অনেকটা রকেটের স্পিডেই মারজায়েবকে নিয়ে উড়ে সে জায়গা থেকে চলে গেলো।
পুরো এরিনা নিশ্চুপ হয়ে গেলো কিছু সময়ের জন্য। মারিয়া এলমন্ডের দিকে তাকালো।
-> তুমি কি পুরো ফ্লোরটা ধ্বংস করে দিতে চাচ্ছিলে এখানে? এমনিতেই নাকি তোমার লিমিটারে সমস্যা দেখা দিয়েছে। (মারিয়া)
এলমন্ড মারিয়ার কথায় কিছু বললো না। আর মারিয়াও কিছু শোনার জন্য অপেক্ষা করছিলো না। সে এক পা দু পা করে এলেক্সের দিকে এগিয়ে গেলো। এলেক্স এখনো কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলো মারিয়ার দিকে। তার মুখে অবশ্য কোনো রকমের এক্সপ্রেশন ছিলো না যার কারনে সে অবাক হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছিলো না। এলেক্সের কাছে মারিয়া এগিয়ে আসলো এবং বলতে শুরু করলো।
-> আমি জানি এটা আমাদের অনেক আগেই বলার দরকার ছিলো, কিন্তু তোমার সুরক্ষা এবং একটা নরমাল লাইফ যেনো তুমি কাটাতে পারো সেজন্যই আমরা এটা তোমাকে এবং কাউকে জানায় নি। (মারিয়া)
এলেক্স কোনো কিছু না বলে চুপ রইলো। এলেক্স এই বিষয় নিয়ে তেমন কোনো কিছু চিন্তা করছে না। যেহেতু তারা একটা বিষয় গোপন রেখেছে তাই এলেক্স বেশি কিছু আশা করছে না তাদের থেকে। যদিও মা এবং বাবার স্থান রয়েছে দুজনেরই এলেক্সের মনে, শুধু এলেক্স তাদেরকে পূর্বের মতো বিশ্বাস করছে না। অবশ্য পূর্বেও যে একদম বিশ্বাস করেছিলো এমন নয়।
-> তোমার জীবনটা তোমার বড় ভাইয়ের মতোই অনেকটা ঝুঁকির মতো ছিলো তাইতো আমাদেরকে রিক্স নিয়ে ডিমনিক ফরেস্টের মধ্যে থাকতে হয়েছে সব কিছু ফেলে রেখে। (মারিয়া)
-> ঠিক আছে, আমার মনে হয় পারিবারিক সমস্যা পরে সমাধান করা যাবে। আপাতোতো জয়েন্ট টুর্নামেন্টে মনোযোগ দিলে ভালো হবে। (এলেক্স)
এলেক্স কোনো রকম ইমোশন না নিয়েই কথাটা বললো। তার কথা অনেকটা ঠিক ছিলো। এটা পারিবারিক সমস্যা সমাধান করার জায়গা ছিলো না। তারপরও এলেক্সের কথায় কান না দিয়ে মারিয়া কাছে গেলো এবং এলেক্সের দুই গালে নিজের দুই হাতের তালু রাখলো।
-> হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স, সেকেন্ড প্রিন্স অফ সিক্রেট কিংডম। সে ব্লু কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিলো। কিন্তু নিয়ম অনুযায়ী একটা কিংডমের প্রিন্স অন্য কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশ গ্রহন করতে পারবে না। তাই আমি ব্লু কিংডমের কিং এর কাছে রিকুয়েষ্ট করছি হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স এবং তার টিমকে সিক্রেট কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশ গ্রহন করার অনুমতি দেওয়ার জন্য। (মারিয়া)
মারিয়ার জামার সাথে একটা ম্যাজিকাল স্টোন ছিলো, যেটা তার ভয়েজকে পুরো এরিনার মধ্যে ছড়িয়ে দিলো অনেক জোড়ালো করে। বিষয়টা শুনে সবাই যা অবাক হয়েছে তাতে তাদের মুখ থেকে কয়দিন কথা বের হবে না সেটা তারা নিজেরাও জানে না। যে ব্যক্তিকে এতোদিন একজন কমনার মনে করে এসেছে সে মূলত সিক্রেট কিংডমের প্রিন্স ছিলো এটা আসলেই ভাবনার বাইরে ছিলো। এখানে মারিয়া এরকম কিছু করতে চাই নি, সে জানতো তার ছেলের পরিচয় এখানে বলে দেওয়া মানে একটা ঝামেলার তৈরি হবে যেটা করতে চাচ্ছিলো না। টুর্নামেন্ট একটা মজার জিনিস, যেখানে তার ছেলে অনেকটা আনন্দ করবে। আর সেখানে তার ছেলের পরিচয় বলে দেওয়া মানে সে আনন্দ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া। উপরের যে রুমটা ছিলো, মানে হাওয়ার মধ্যে যে রুমটা ভাসছিলো সেটার মধ্যে সকল ব্যক্তিই নিজেদের ভাষা হারিয়ে ফেলেছে। সিকরেট কিংডমের প্রিন্স যে এলেক্স হবে সেটা কোনো ভাবেই আশা করে নি তারা।
-> ইউর হাইনেস এখন আমরা কি করবো? আমি তো এলেক্সকে আমাদের কিংডমের গোপন অস্ত্র হিসেবে বাছাই করেছিলাম। কিন্তু আমরা বুঝতেই পারি নি সিক্রেট কিংডম আমাদের থেকে এক স্টেপ এগিয়ে থাকবে। তারা তাদের প্রিন্সের পরিচয় গোপন রেখে আমাদের কিংডমের একাডেমিতে পাঠিয়ে দেওয়ার মতো কাজ করবে যা সবারই ভাবার বাইরে। (একাডেমির প্রিন্সিপাল)
-> হাহাহাহাহাহা, হোমস আমার মনে হয় না এখানে আর তুমি কিছু করতে পারবা। তোমার মেইন একটা স্ট্রাইকার যে এভাবে সিক্রেট কিংডমের প্রিন্স হবে সেটা আমার ধারণারও বাইরে ছিলো। তারপরও এখন একটু বুঝতে পারছি ছেলেটার পাওয়ার গুলো আমাদের অবাক করছে কেনো। দেখো তোমাদের এমিয়াস ছেলেটাও কি সিক্রেট কিংডমের কোনো এজেন্ট কিনা। হাহাহাহাহাহা। (গালাটুস)
গালাটুসের কথা শুনে হোমস অনেকটা রাগে আছে। সে কি বলবে কিছুই খুঁজে পাচ্ছিলো না। তার পাশ থেকে ব্লু কিংডমের ডিউক বলতে শুরু করলো।
-> ইউর হাইনেস, এখানে আমরা বারন করতে পারবো না। যেহেতু এলেক্স, না সরি প্রিন্স হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স সিক্রেট কিংডমের প্রিন্স তাই তাকে আমাদের কিংডমের আওতায় রাখা মানে তাকে আমরা কিডন্যাপ করে রেখেছি। আর যেহেতু সে একটা টিমে রয়েছে তাই টুর্নামেন্টের নিয়ম এবং কুইন মারিয়ার কথা অনুযায়ী পুরো টিমটা আমাদেরকে এখন সিক্রেট কিংডমের হাতে তুলে দিতে হবে। (হ্যানিস)
হ্যানিস এর কথা শুনে কিং বুঝতে পারলো তার এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক তখনি ব্লু কিংডমের হান্টার এসোসিয়েশন এর লিডার বলতে শুরু করলো,
-> ইউর হাইনেস, কোনো রকম চিন্তা করতে হবে না। আপনি তো আমাদের ইয়াং হান্টার এমিয়াসের পারফর্মেন্স নিজের চোখেই দেখেছেন। সে একটা পান্সে একটা বস মনস্টার হত্যা করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তাই শুধু শুধু সিক্রেট কিংডমের প্রিন্সকে রেখে দিয়ে তাদের সাথে যুদ্ধ তৈরি করার কোনো মানে দেখি না আমি এখনি।
হান্টার এসোসিয়েশন এর লিডারের কথা শুনে কুইন মারিয়ার প্রস্তাবে সে রাজি হয়ে গেলো। যদিও প্রিন্সিপাল এই আইডিয়ার পুরো বাইরে ছিলো কারণ সেখানে এলেক্সের সাথে তার একাডেমির বাকি চারজনও এখন সিক্রেট কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশ নিবে যার মধ্যে তার নিজের মেয়েও আছে। তবে কিং যেহেতু আদেশ দিয়েছে তাই তাদেরকে মান্য করতেই হবে সেটা। এলেক্স সহ তার চার টিম মেম্বার এই টুর্নামেন্টের মধ্যে সিক্রেট কিংডমের হয়ে এখন থেকে টুর্নামেন্টে অংশ নিবে এটাই ফাইনাল হয়ে গেলো। এলেক্সের এই ব্যাপারে কোনো রকম রিয়েকশন ছিলো না। সে একদম স্বাভাবিক ছিলো। শুধু সমস্যা হচ্ছিলো দর্শক যারা দেখছিলো এটা তাদেরকে নিয়ে। তারা এতোটা অবাক তাদের জীবনেও কখনো হয় নি। সিক্রেট কিংডমের যেসব ব্যক্তি ছিলো তারা প্রথম থেকেই এলেক্সকে দেখে আসছিলো, কিন্তু কোনো ভাবে তার মাঝে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছিলো না। তবে মারিয়া যখন এলেক্সের পরিচয় সবার সামনে তুলে ধরলো ঠিক সেই সময়েই এলেক্সের চেহারা তাদের কাছে অনেক পরিচিত মনে হচ্ছিলো। হ্যাঁ এটাই সেই চেহারা ছিলো যে হয়তো এলেক্সের জন্মের কিছু বছর পূর্বেই মারা গিয়েছিলো থিওরি অনুযায়ী। এলেক্স যে আসলেই প্রিন্স কিনা সেটা তার চেহারা প্রমাণ দিয়ে দিচ্ছিলো। মারিয়ার মতো চুল যা একদম স্বচ্ছ হলুদ এবং এলমন্ডের মতো চোখ গাড়ো নীল যেটা স্পষ্ট প্রমাণ দিচ্ছিলো সেই সিক্রেট কিংডমের প্রিন্স হবে। অবশ্য সবচেয়ে বড় প্রমাণ টা দিচ্ছিলো এলেক্সের চেহারা যেটা ঠিক প্রথম প্রিন্স এলেক্সের মতোই যে কিছু বছর পূর্বে মারা গিয়েছিলো।
মারিয়া এলমন্ডের দিকে তাকালো। এলমন্ডের শরীর থেকে ঘাম বের হচ্ছিলো। সে বুঝতেই পারলো এলমন্ড এখানে তার পাওয়ার ব্যবহার করেছে যেটা ব্যবহার করার কথা ছিলো না। তাই মারিয়া আবারো বলতে শুরু করলো,
-> ছোট একটা পারিবারিক সমস্যার কারণে আমরা অত্যান্ত দুঃখিত। আমাদের ভুলের কারণে আমরা সিক্রেট কিংডম খুব শীঘ্রই এক সপ্তাহের জন্য সবার জন্য আমাদের কিংডমকে উম্মুক্ত করে দিবো। যেখানে সবাই প্রবেশ করতে পারবেন এক সপ্তাহের জন্য। (মারিয়া)
মারিয়া কথাটা বলেই এলেক্সের থেকে এলমন্ডের কাছে চলে গেলো এবং দুজন সেখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য কোথায় চলে গেলো। পুরো এরিনার মধ্যে সব গুলো টিমরা অবাক ছিলো। এখানে কি হয়েছে সেটা তারা বুঝতেই পারছিলো না। তাই কি বলবে এখানে সেটা বুঝতে পারছিলো না। অন্যদিকে টুর্নামেন্ট যারা ব্যবস্থা করছিলো তারা টুর্নামেন্টের নিয়ম গুলো আবারো বলতে শুরু করায় সবার নজর সেদিকে চলে গেলো।
কাজ না থাকলে হুদায় নিচে ক্লিক করতে পারেন।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।