[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:১৫২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টাওয়ারের মধ্যে প্রায় একটা তোলপাড় তৈরি হয়েছে। যেহেতু দশ তম ফ্লোরের এরিনার সব কিছু রেকর্ড ভিডিও হিসেবে ম্যাজিক স্টোনের সাহায্যে পুরো টাওয়ারে দেখানো হচ্ছিলো তাই এলেক্স নামক ছেলেটা যে সিক্রেট কিংডমের প্রিন্স এটা সবাই জানতে পেরেছে।
-> আমি এটা ভাবিও নি যে সিক্রেট কিংডম তাদের ছেলেকে অন্য একটা কিংডমে একজন কমনার হিসেবে পাঠাবে।
-> আমিও তো আশা করি নি। একটা প্রিন্সের লাইফ এতোটা কষ্ট কেউ করতে পারে? অবশ্য আমি শুনেছি সিক্রেট কিংডমের সবাইকেই কষ্ট করতে হয় শক্তিশালী হওয়ার জন্য।
-> ব্যাপারটা হয়তো তোমরা কেউ জানো না। তবে আমার এখনো ক্লিয়ার স্পষ্ট মনে আছে। সিক্রেট কিংডমের প্রথম প্রিন্সের নাম এলেক্স ছিলো। ধারণা করা হয় সে অন্যান্য দুই কিংডমের গুপ্ত ঘাতকের হাতে মারা গিয়েছিলো। এজন্যই হয়তো সিক্রেট কিংডমের কুইন তার দ্বিতীয় সন্তানের পরিচয় সবার থেকে গোপন রেখেছে।
-> হতেও পারে এটা। আবার নাও হতে পারে। যায়হোক আমার মনে হয় এবার নতুন কিছু হতে যাচ্ছে টাওয়ারের মধ্যে।
পুরো টাওয়ারের ব্যক্তিরাই উত্তেজিত ছিলো এলেক্সের প্রিন্স পরিচয় বের হওয়ার পর। টাওয়ারের মানুষের দিকে না গিয়ে আমরা এরিনার মধ্যে চলে আসি। পুরো এরিনাতে আবারো কোলাহল শুনতে পাওয়া গেলো। কারণ প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজ শুরু হয়ে গিয়েছে। এমন একটা ভাব তৈরি হয়েছে যে মানুষ ভুলেই গিয়েছে একটু পূর্বে কি হয়েছিলো। সবাই এখন মনোযোগ দিয়েছে সামনে কি হয় সেটা দেখার জন্য।
অনেক ক্ষণ অপেক্ষার পরে দ্বিতীয় স্টেজ শুরু হয়েছে যা জন্য সবাই অনেকক্ষণ হলো বসে ছিলো। যেহেতু প্রথম রাউন্ডের নামই দেওয়া হয়েছে ড্যানজন ক্লিয়ার রাউন্ড, তাই প্রথম স্টেজের মতো এই স্টেজেও একটা ড্যানজন ক্লিয়ার করতে হবে। তবে এবার আর পূর্বের মতো একটা ড্যানজন সিলেক্ট করা হয় নি। প্রতি পাঁচটা টিমের জন্য একটা ড্যানজন সিলেক্ট করা হয়েছে। এবারো টেলিপোর্টের মাধ্যমে সবাইকে তাদের কাঙ্খিত ড্যানজনের সামনে নিয়ে যাওয়া হবে। যারা যে ড্যানজনের সামনে টেলিপোর্ট হবে তাদেরকে সেই ড্যানজনই ক্লিয়ার করতে হবে। কেউ যদি অন্য ড্যানজন ক্লিয়ার করার চেষ্টা করে তাহলে তাকে এবং তার টিমকে এই টুর্নামেন্ট থেকে বাতিল করে দেওয়া হবে। এই স্টেজেও কোনো পয়েন্টের সিস্টেম নেই। যে টিম ড্যানজন ক্লিয়ার করে সার্ভাইভ করতে পারবে শুধুমাত্র তারাই পরবর্তি রাউন্ডে প্রবেশ করার অধিকার রাখবে। এখন একটা টিম পরবর্তী রাউন্ডে সিলেক্ট হওয়ার জন্য অবশ্যই সেই টিমের মাত্র একজনকে নিজের সেন্সে থাকতে হবে। যদি কোনো ভাবে টিমের সবাই তাদের সেন্স হারিয়ে ফেলে কিংবা ড্যানজনের মনস্টারের হাতে মারা যায় তাহলে তারা বাতিল হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। প্রথম স্টেজের শেষে অনেক টিম তো অন্যান্য টিমদের হত্যা করেছে, কিন্তু বেশির ভাগ যারা হত্যা করেছিলো তারা এলেক্সের সাম্মন করা ডিমনিক ক্যাট এর আনলাকি ইফেক্টের কারণে পাথরের নিচে চাপা করে মারা গিয়েছে। তারপরও বেশ সংখ্যক জীবিত ছিলো যাদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি বলে তার অনেকটা সাহস পেয়েছে এবং পরবর্তীতেও এরকম করার সিদ্ধান্ত রয়েছে অনেকের।
সব গুলো টিমকে টেলিপোর্ট করে দেওয়া হলো। টেলিপোর্ট করার পূর্বে প্রত্যেকটা টিমের হাতের তালুতে একটা করে ইউনিক নাম্বার চলে আসে। একটা টিমের প্রতিটা মেম্বারের হাতে একই নাম্বার থাকে যেটা তাদেরকে আলাদা করে বাকিদের থেকে। এক টিমের সবার হাতে ১ নম্বর থাকলে অন্য টিমের সবার হাতে রয়েছে ২ নম্বর। এভাবেই প্রত্যেকটা টিম আলাদা করা হয়েছে। আর এই নম্বর অনুযায়ীই প্রতিটা টিমকে টেলিপোর্ট করা হয়েছে। যাতে এক টিমের সবাই এক জায়গায় টেলিপোর্ট হতে পারে। সিক্রেট কিংডম এই টুর্নামেন্টের সকল ব্যবস্থা নিয়েছে, তাই তাদের সংগ্রহে যত পরিমাণ ম্যাজিক স্টোন এবং ম্যাজিকাল আইটেম ছিলো তার সব ব্যবহার করে যাচ্ছে তারা। প্রত্যেকবারই যেভাবে এতো মানুষদের টেলিপোর্ট করা হচ্ছে তাতে জনগণ বুঝতেই পারছিলো কতটা রিসোর্স হয়েছে সিক্রেট কিংডমের কাছে। সে যায় হোক সব গুলো টিম তাদের কাঙ্খিত জায়গায় টেলিপোর্ট হয়েছে। একটা টিমে মোট পাঁচজন সদস্য রয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একটা টিমের মধ্যে একটা মেম্বার ড্যানজন থেকে সঠিক ভাবে বের হতে পারলেই তাদের টিম পরবর্তী রাউন্ডে যেতে পারবে। যে টিম গুলো রয়েছে তাদের মধ্যে অনেক টিম রয়েছে যারা পূর্বের স্টেজে নিজপদের একজন, দুজন, তিনজন আবার অনেক টিমে তো চারজনই মারা গিয়েছে বা গুরুতর আহত হয়েছিলো যার কারণে টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারে নি। তিন কিংডমেরই একাডেমিরকিছু স্টুডেন্ট এবং হান্টার এসোসিয়েশন এর কিছু হান্টার ছিলো যারা কোনো টিমেই অংশগ্রহন করতে পারে নি এমনকি নিজেরাও টিম তৈরি করার পরে তাদের টিমে কেউ প্রবেশ করে নি। এজন্য তারা টুর্নামেন্টে অংশ নিতে পারে নি। এই দ্বিতীয় স্টেজে যেসব টিমে মেম্বার কম ছিলো তারা ঔসব স্টুডেন্টকে নিজেদের টিমে নিয়েছে এবং হান্টার টিমেরা ঔসব হান্টারদের নিজের টিমে নিয়েছে। আর যেসকল টিম মেম্বার খুঁজে পায় নি তাদের যে কয়জন অবশিষ্ট ছিলো টিমে সেটা নিয়েই দ্বিতীয় স্টেজে অংশগ্রহন করতে হয়েছে।
-> আমি ভাবিও নি ব্লু কিংডমের মধ্যে সেই ছেলেটা সিক্রেট কিংডমের প্রিন্স হবে। এটা আসলেই আমার আশার বাইরে ছিলো। তার পাওয়ারটা দেখে আমি অনেকটা ইমপ্রেস হয়েছিলাম। ভেবেছিলাম আমার ডান হাত বানাবো তাকে, কিন্তু মনে হচ্ছে সেটা লেখা ছিলো না।
একটা নির্জন জায়গায় টেলিপোর্ট হয়েছে রেড কিংডমের প্রিন্স এবং তার টিম। তার সাথে আরো চারটা টিম ছিলো। রেড কিংডমের প্রিন্সের টিমের সবার হাতের নাম্বার ছিলো ১। সেই হিসেব মিলিয়ে তাদের সাথে এসেছে ১০১, ২০১, ৩০১ এবং ৪০১ নম্বর টিম। মূলত সবার হাতের নম্বারই এখন তাদের টিমকে নির্দেশ করে। সব টিমের সাথে যে এভাবে মিলিয়ে পরেছে বাকি চার টিম এমন কিন্তু নয়। কিছু কিছু জায়গায় এমন দেখা যাবে। রেড কিংডমের প্রিন্স উপরের উক্ত কথাটা বলেছে সিক্রেট কিংডমের প্রিন্সের পরিচয় ফাঁস হওয়ার পর।
❝যায় হয়ে যাক না কেনো, আপাতোতো আমাকে সে চিন্তা বাদ দিতে হবে। যেহেতু আমার সামনে সিক্রেট কিংডমের দুই প্রিন্সেস এর টিম রয়েছে তাই আমার মনে হয় তাদেরকে ইমপ্রেস করা ছাড়া আমার এখন আর কোনো কাজ নেই। কোনো ভাবে সিক্রেট কিংডমের সাথে সম্পর্ক তৈরি করতে পারলেই আমাদের কিংডমকে আর কেউ থামাতে পারবে না টাওয়ারের মধ্যে।❞
রেড কিংডমের প্রিন্স উক্ত কথাটা ভাবতে লাগলো। তার টিমের সাথে সিক্রেট কিংডমের দুই প্রিন্সেসও ছিলো। অফিসিয়াল ভাবে তারা প্রিন্সেস নয়, কারণ কুইনের কন্যা নয় তারা। তারপরও যেহেতু কুইনের ভাইয়ের দুই কন্যা তাই তাদেরকে প্রিন্সেসই বলা হয়। আর তাছাড়াও তাদের আরো একটা পরিচয় রয়েছে। সিক্রেট কিংডমের প্রথম প্রিন্সের সাথে বিয়ে হয়েছিলো কুইনের বড় ভাইয়ের বড় মেয়ের সাথে। যেটা বাকি দুই কিংডমের কেউ না জানলেও সিক্রেট কিংডমের সবাই ভালো করেই জানে। আর এজন্যই তাদের দুই বোনকে সিক্রেট কিংডমের প্রিন্সেস ধরা হয়। একজন প্রিন্সের বউ তো প্রিন্সেসই হবে অফিসিয়াল ভাবে তাই না? আর যেহেতু দুইজনের চেহারা একই রকম, তাই তাদের দুজনকেই অফিসিয়াল ভাবে প্রিন্সেস ধরা হয়।
-> প্রথম স্টেজে আমার পাষাণ ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত প্রিন্সেস। আমি তখন ফাইটে অংশগ্রহণ করলে প্রিন্সেসের সুন্দর মুখে কোনোদিনও একটা দাগ পরতে দিতাম না। (গেলমান)
রেড কিংডমের প্রিন্স সিক্রেট কিংডমের দুই প্রিন্সেসকে ইমপ্রেস করার জন্য কথাটা বললো। ছোট যে প্রিন্সেস রয়েছে তার মুখে একটা ছোট দাগ দেখা যাচ্ছিলো। যেটা সে হিলিং ম্যাজিক দিয়েও ঠিক করতে পারে নি। দাগটা ছোট হলেও প্রতিবার সেটা নিয়ে চিন্তা করলেই তার মুখে কেমন একটা যন্ত্রনা শুরু হয়। সুন্দরী মেয়ের মুখে একটা দাগ মানায় না। তারপরও দাগটা প্রিন্সেসের মুখের সৌন্দর্য যেনো আরো বৃদ্ধি করছিলো। দুই প্রিন্সেস রেড কিংডমের প্রিন্সের কোনো কথাতেই কান না দিয়ে সোজা চলে গেলো ড্যানজনের ভিতরে।
-> আপু তোমার কি মনে হয় এলেক্স বিষয়টাকে সহজ করে নিতে পারছে? এই সময়ে কি ওর একটু সাপোর্ট দরকার নয়? (মারফা)
-> এই সময়ে আমাদের কিছু করার মতো নেই। এলেক্সের সাথে এখনো আমাদের পরিচয় হয় নি। এখন ওর পরিবারের সাপোর্ট দরকার নয়। বরং সব বিষয় প্রসেস করতে ওর ফ্রেন্ডদের সাপোর্ট দরকার। (মারফি)
অন্যদিকে এলেক্স এবং তার টিম টেলিপোর্ট হয়েছে আরেকটা ড্যানজনের সামনে। দশ তম ফ্লোরের মধ্যে অনেক গুলো ড্যানজন রয়েছে। যার একটার সামনে এলেক্স রয়েছে। এলেক্সের পিছনে তার টিমের বাকি চারজন রয়েছে। তাছাড়া দুই পাশে বাকি চার টিম ও রয়েছে। সবাই এলেক্সের দিকে তাকিয়ে ছিলো এবং একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিলো চুপিচুপি।
-> আমার মনে হয় না সারপ্রাইজ হয়ে আর কোনো লাভ হবে। যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। যেহেতু নিয়ম অনুযায়ী আমি আর ব্লু কিংডমের হয়ে ফাইট করতে পারবো না, তাই তোমরা যদি আমার সাথে এই স্টেজে অংশ গ্রহন করতে না চাও তাহলে পরবর্তী রাউন্ডে ব্লু কিংডমের অন্য কোনো টিমে যুক্ত হয়ে যেয়ো। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার এখানে বলার মতো কোনো কথায় নেই। যদিও বিষয়টা অনেক অবাক করার মতো যে এলেক্স হঠাৎ করে একজন কমনার থেকে একটা কিংডমের প্রিন্স হয়ে গিয়েছে তারপরও এটা তার কাছে তেমন অবাক লাগছে না। কারণ আবারো এলেক্স উপরের চিন্তা করতে শুরু করেছে। যার কারণে তার এই টাওয়ারে বেশিদিন থাকা হবে না। তাই কম সময়ে তার যতটা শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে সেটা সে হাতছাড়া করবে না। একটা প্রিন্স হওয়ার কারণে তার মতে আরো বিষয়টা ভালো হলো। এতোদিন সে উপরের ফ্লোর গুলোতে না যেতে পারলেও এখন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে, তাই এলেক্স কোনো রকম চিন্তা না করেই ড্যানজনের দিকে পা দিয়েছে। অপর দিকে তার পিছন থেকে তার টিম মেম্বার গুলো চিন্তায় ছিলো। বিশেষ করে এনরি এবং জেয়াব যারা বেশি চিন্তা করছিলো। এলেক্স একটা প্রিন্স সেটা আশাও করে নি। সেই সাথে টাওয়ারের মধ্যকার সবচেয়ে শক্তিশালী কিংডমের প্রিন্স যার বিপক্ষে রেড এবং ব্লু কিংডমও যেতে চাইবে না। এক দিক দিয়ে দেখলে টাওয়ারের বাইরের ফায়ার এম্পায়ার ব্লু কিংডমের সামনে কিছুই না। সেই হিসাব করলে বাইরের পাঁচটা এম্পায়ার একত্র হলেও সিকরেট কিংডমের সাথে তারা ফাইট করে জিততে পারবে না। যার বিভিন্ন রকম কারণ আছে। থাক আমরা এখন সে কারণে যাবো না। এনরি এবং জেয়াব বুঝতে পারছিলো না তারা কি বলবে এলেক্সকে। তবে তাদেরকে অবাক করে ক্রিস এগিয়ে গেলো এবং এলেক্সের গলার উপর দিয়ে হাত দিয়ে হাসতে হাসতে বলতে শুরু করলো।
-> বিষয়টা আমি অনেক পূর্বে থেকেই জানতাম। কিন্তু আমার মাস্টার যেহেতু তোমার কাছে বিষয়টা গোপন রেখেছে তাই আমিও এই বিষয়ে কিছু বলি নি। (ক্রিস)
ক্রিসের কথা শুনে সবাই একটু অবাক হলো,
-> তোমার মাস্টার মানে? (জেয়াব)
-> হাহাহাহাহা, তোমরা হয়তো কেউ জানো না তবে এলেক্সের যে বাবা মানে সিক্রেট কিংডমের কুইনের হাসবেন্ড, সে আমার মাস্টার। আমাকে সেই স্পেশাল ট্রেনিং দিয়েছিলো। (ক্রিস)
-> কি? এটা কি সত্য? (জেয়াব)
-> হ্যাঁ অবশ্যই, এজন্যই তো আমি এখন এতোটা শক্তিশালী। তার আগে তো আমি ডুফেসের মতো ছিলাম। (ক্রিস)
-> এলেক্স তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা ব্লু কিংডমের কেউ না। আমরা একসাথে মেফাস থেকে এসেছি টাওয়ারে। আমাদের লক্ষ্যই ছিলো একসাথে শক্তিশালী হওয়ার। এখন তিন কিংডমের কোনো একটা আমাদের গ্রহন করলেই হলো, হোক সেটা সিক্রেট কিংবা ব্লু কিংডম। যেহেতু আমাদের লক্ষ্য একসাথে শক্তিশালী হওয়ার। তাই আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থেকেই শক্তিশালী হতে চাই। এখন তুমি প্রিন্স কিংবা আমাদের সেই চুপ চাপ এলেক্সই হও না কেনো আমি সহ আমরা সবাই তোমার পাশে থাকবো সব সময়। (এনরি)
এনরির কথাটা শুনে এলেক্সের কিছুটা ভালো লাগলো। সে হাসতে চেয়েও হাসতে পারছিলো না। যদিও তার এখন কারো উপরেই বিশ্বাস নেই তারপরও এই ওয়ার্ল্ডে এসে সে কিছু ভালো মানুষের সাথে পরিচিত হয়েছে। যা তার পূর্বের ওয়ার্ল্ডের বন্ধু এবং ভালোবাসার মানুষের থেকে অনেকটা আলাদা। সামনে মৃত্যু অবধারিত তারপরও এলেক্সের সাথে তার এখন কার টিম মেম্বাররা কালো দরজার মধ্যে প্রবেশ করেছিলো, যেখানে তার পূর্বের ওয়ার্ল্ডের বন্ধুরা তাকে একা ড্যানজনের মধ্যে রেখে পালিয়ে যেতে চাচ্ছিলো।
❝আমি কি সফট হয়ে যাচ্ছি? না আমাকে আমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ভুলেও নরম হওয়া যাবে না। তা নাহলে বুকে আবারো ছুরির আঘাত চলে আসবে।❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্সের ভাবনার সাথে সাথে তার সামনে একটা স্ক্রিন চলে আসলো। তার সিস্টেম থেকে একটা মেসেজ এসেছে।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টার মাধ্যমে একটা স্কিল আনলক করেছেন। স্কিল "কোল্ড-লিভেদ" মাস্টারের স্কিল মেনুতে যুক্ত হয়েছে। মাস্টার চাইলে তার স্কিলের বিবরণ দেখতে পারবেন।""-
এলেক্স নতুন একটা স্কিল পেয়েছে। যেটার বিবরণ না দেখলেও এলেক্স বুঝতে পেরেছে সেটার বিবরণ কিরকম হবে।
(স্কিল মেনু)
এলেক্স মনে মনে স্কিল মেনু বলে তার স্কিলটা খুললো। নতুন পাওয়া সকল স্কিল গুলো প্রথমে দেখায় যাতে তার খুজতে সমস্যা না হয়। হাত উঁচু করে ব্যায়াম করার উদ্দেশ্যে এলেক্স তার স্কিলের বিবরণে ক্লিক করলো।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ কোল্ড-লিভেদ
লেভেলঃ Low(০%)
স্ট্যাটাসঃ প্যাসিভ
কোল্ড-লিভেদ স্কিলটা হোস্টকে সম্পূর্ণ ইমোশনলেস একটা ব্যক্তিতে পরিণত করবে। হোস্ট চাইলেও হাসতে, কাঁদতে এমনকি ক্ষমাশীল হতে পারবে না। হোস্টের মনে কখনো কারো জন্য মায়া কাজ করবে না স্কিলটার জন্য।
××× ×××
এলেক্স স্কিলটার বিবরণ দেখেই সিওর হলো। এলেক্স পূর্বে কিছু মুহুর্তে হাসতে, কষ্ট এমনকি সিরিয়াস হলেও সেটা তার মুখ দিয়ে দেখা যেতো না। কারণ তার ফেসটাই ইমোশন লেস ছিলো। অবশ্য একটু পূর্বেই তাকে হাসতে দেখা গিয়েছিলো। কিন্তু এখন এই স্কিলের কারণে তার মনের মধ্যেও হাসতে কাঁদতে পারবে না। যাইহোক এমনিতেই তাকে ইমোশন লেস দেখা যায় আর এই স্কিলের কারণে এখন সে পুরো ইমোশন লেস হয়ে গিয়েছে। এলেক্স ড্যানজনের ভিতরে প্রবেশ করলো। তার সাথে তার টিমও প্রবেশ করলো। তার পিছনে থাকা বাকি চার টিম বুঝতে পারছিলো না তারা কি করবে।
-> আমরা কি কি যাবো?
-> ড্যানজনের মধ্যে প্রবেশ না করলে তো আমরা পরবর্তী রাউন্ডে প্রবেশ করতে পারবো না ড্যানজন ক্লিয়ার হলেও।
-> কিন্তু আমার কেমন যেনো লাগছে। একটু পূর্বে সে আমাদের কিংডমের একাডেমির একজন স্টুডেন্ট ছিলো কিন্তু এখন সে সিক্রেট কিংডমের একমাত্র প্রিন্স। এটা কি মানা যায়?
-> আসলেই মানা যায় না, কিন্তু এখানে আমাদের করার মতো কোনো কিছু দেখছি না। তার ভাগ্যই এরকম ছিলো তাই সে এরকম। তার কথা চিন্তা করে আমাদের ভাগ্যকে নষ্ট করার কোনো মানেই আমি দেখছি না।
-> হ্যাঁ আমাদের লিডার ঠিক বলেছে। তাদের টিম এমনিতেই অনেকটা শক্তিশালী হবে যেহেতু সে সিক্রেট কিংডমের প্রিন্স। তাছাড়া তার কাছে একটা ডিভাইন বিস্ট রয়েছে, তাই মনে হয় না আমাদের কোনো কিছু করতে হবে এই ড্যানজন ক্লিয়ার করার জন্য।
-> তাহলে আমরাও ভিতরে প্রবেশ করি।
বাকি চার টিমও এলেক্সের টিমের পিছনে পিছনে ড্যানজনের ভিতরে প্রবেশ করলো। এলেক্স ভিতরে প্রবেশ করার পর জেনারেলকে সাম্মন করে নিলো। যেহেতু ড্যানজনের আকার ছোট ছিলো মানে উচ্চতায়, তাই এখানে তার বিশালদেহী মিনোটরদের বের করা কোনো প্রশ্নই আসে না। এলেক্সের কাছে আরো একটা শ্যাডো থাকলেও তাকে সে এখানে ব্যবহার করছে না। সময় বুঝতে সেটাকে ব্যবহার করবে এলেক্স। এলেক্স তার শ্যাডো জেনারেলকে বের করেছে। যাকে বের করার সাথে সাথেই সে সামনে পাঠিয়ে দিয়েছে মনস্টার হত্যা করতে। পূর্বে সব টিমকে একসাথে একটা ড্যানজনে পাঠানো হয়েছিলো এজন্য একটা শক্তিশালী ড্যানজন সিলেক্ট করা হয়েছিলো। কিন্তু এখন যেহেতু পাঁচটা পাঁচটা টিমকে পাঠানো হয়েছে ড্যানজন ক্লিয়ার করার জন্য তাই তেমন শক্তিশালী নয় ড্যানজন গুলো। ড্যানজন গুলো র্যাংকের দিক দিয়ে শক্তিশালী না হলেও উপরের ফ্লোরে হওয়ার কারনে এর মনস্টার গুলোর লেভেল একটু তুলনামূলক বেশি ছিলো। যা এলেক্স দেখেই বুঝলো তারা প্রথম ফ্লোরের একই রকম মনস্টারের থেকে অনেকটা শক্তিশালী ছিলো। এলেক্স এবং তার টিম এগিয়ে যাচ্ছিলো। জেনারেলকে সামনে পাঠানো হয়েছে সে একের পর এক মনস্টারকে হত্যা করে যাচ্ছিলো। এলেক্স এবং তার টিম সামনে এগিয়ে যাচ্ছিলো এবং নিচে পরে থাকা মনস্টারদের দিকে লক্ষ্য করছিলো।
-> এরকম একটা স্পেশাল এট্রিবিউট থাকা আসলেই অনেকটা সহজ করে দেই। আমার কাছে থাকলে তো আমি লক্ষ লক্ষ সৈনিক তৈরি করে নিয়ে এখন টাওয়ারে রাজ করতাম। (ক্রিস)
-> এটা বলা সহজ, আমি যতদূর মনে করি এলেক্স সিক্রেট কিংডমের প্রিন্স হয়ে কিছুটা ভালো হয়েছে। কারণ এলেক্সের যে স্পেশাল এট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য যদি নোবেলরা এলেক্সকে নিজেদের কন্ট্রোলে না আনতে পারতো তাহলে অবশ্যই তাকে হত্যা করে ফেলতো। ঠিক যেমনটা এই এট্রিবিউট পাওয়া প্রথম ব্যক্তিকে করা হয়েছিলো। (মিও)
সবাই জানে এলেক্সের শ্যাডো কন্ট্রোল করার স্কিলটা তার একটা এট্রিবিউট, কারণ এরকম একটা স্পেশাল এট্রিবিউট অনেক পূর্বে একজন ব্যবহার করতে পারতো। যদিও সেটার মতো না এটা তারপরও কিছুটা মিল হওয়ার কারণে এটাই ভেবে নিচ্ছে সবাই। একটা স্পেশাল এট্রিবিউট আনলক করা মানে অনেক বড় একটা ব্যাপার। যা করলে তার শক্তি অনেকটা বৃদ্ধি পায়। যদিও এলেক্সকে নিয়ে এখন কেউ চিন্তা করছে না, কিন্তু তার এট্রিবিউটটা এমন যে ভবিষ্যতে তার কোনো আর্মির প্রয়োজন হবে না। সে একাই তার এট্রিবিউট দিয়ে একটা আর্মি তৈরি করে নিতে পারবে। এজন্য এখন থেকেই অনেক ব্যক্তির নজর এলেক্সের উপরে ছিলো। সেরকম ব্যক্তি নয় যারা শুধু টাইটেলের দিক দিয়ে নোবেল, বরং এরকম কিছু ব্যক্তি যারা টাওয়ারে কিছু একটা করলেও সেটার বিরুদ্ধে কেউ কিছু বলার মতো সাহস পাবে না। এলেক্সের সুরক্ষা নিয়ে পূর্বে কিছুটা প্রশ্ন থাকলেও এখন যেহেতু তার পরিচয় সিক্রেট কিংডমের প্রিন্স হিসেবে প্রকাশ পেয়েছে তাই অধিকাংশ মানুষের সেই ধারণা করা ভুল হবে। তারপরও অনেকে রয়েছে যারা এলেক্সকে নিয়ে বিভিন্ন রকম প্লান করে যাচ্ছে, যাদের মধ্যে বর্ডার টাউনের হান্টার এসোসিয়েশন এর লিডারও রয়েছে।
❝আমার ডেস্টিনি যে কন্ট্রোল করতে চাচ্ছে এক সময় তাকেই আমি আমার হাতের নিচে রাখবো।❞ (এলেক্স ভাবছে)
জায়গাটা আমরা একটু চেঞ্জ করি। এক্সব্লকের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে, একটা গুহার ভিতরে একজন ব্যক্তি বসে ছিলো। তার শরীরটা দেখতে এতো সুন্দর ছিলো যে পুরো অন্ধকার গুহার মধ্যে সেটা আলো দিচ্ছিলো। চোখ বন্ধ করে মেডিটেশন করার স্টাইলে বসা ছিলো। তাকে দেখেই বোঝা যাচ্ছিলো সে অনেকটা গভীর ঘুমের মধ্যে ব্যস্ত ছিলো। তার মুখে সুন্দর একটা মুচকি হাসি ফেসে উঠলো। সে জাগ্রত ছিলো না তারপরও মনে হচ্ছিলো সে মন খুলে হাসছিলো। তার মাইন্ডের মধ্যে সব কিছু অন্ধকার ছিলো। ঠিক তেমনি একটা জায়গার মধ্যে সে আটকা ছিলো। কোনো রকম জায়গা ছিলো না তার যাওয়ার মতো। অন্ধকার জায়গার মধ্যে কোনো কিছু দেখার বা কথা বলারও সুযোগ ছিলো না। শুধু মনের মধ্যে ভাবনা করার অল্প একটু ক্ষমতা ছিলো তার।
[আমি কিছুই দেখতে পারতেছি না। তবে এটুকু বলতে পারছি এই সময়ে এলেক্সের হাতে বিলজবাব এর পাওয়ার চলে এসেছে। যেহেতু আমি মন খুলে হাসতে পারছি এখন তাই তার কাছে স্কিলটা এতোক্ষণে চলে গিয়েছে। হাহাহা, সব কিছু একদম পারফেক্ট ভাবেই হচ্ছে। অনেক অনেক অপেক্ষার পরে তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ হতে যাচ্ছে।]
মন চাইলেও নিচে ক্লিক করবেন না😶
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।