#Demon_King#
পর্ব:১৬১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স ড্যানজনের বস রুমের মধ্যে প্রবেশ করেছে। বস রুমের মধ্যে যে বস এলেক্স দেখতে পেলো সে ব্যক্তির সাথে এলেক্স পূর্বেও দেখা করেছে। প্যালেসে ঢোকার প্রথমে একজন ভ্যাম্পায়ারের সাথে দেখা হয় এলেক্স এবং জেয়াবের, যে ব্যক্তি এলেক্স এবং জেয়াবকে প্যালেসের ভিতরে নিয়ে যায়। বাইরে থাকা একটা ব্যক্তি কিভাবে একটা ড্যানজনের বস মনস্টার হতে পারে সেটা বুঝতে পারছিলো না এলেক্স।
[আমাদের কুইন ব্যতীত আজ পর্যন্ত কেউ এই ড্যানজনে প্রবেশ করে নি, তাই আমার জীবনে আমি আমার স্পিসিজ ব্যতীত কাউকে হত্যা করতে পারি নি। কিন্তু আজ আমি সেই সুযোগ পেয়েছি।]
[নিজ হাতে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো।]
এলেক্স কোনো রকম কথা না বলে রুমের দিকে একটু ভালো করে তাকালো। রুমটা তেমন একটা বড় ছিলো না। পূর্বে যতগুলো বস রুমের মধ্যে এলেক্স প্রবেশ করেছিলো সেগুলো থেকে সাইজে অনেকটা কম ছিলো, তারপরও ফাইটের জন্য ভালোই অনেকটা জায়গা রয়েছে। রুমের একদম পিছনের দিকে এলেক্স একটা দরজা দেখতে পারলো।
❝তাহলে কি বাকিরা সেটার ভিতরে বন্ধী রয়েছে?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স ফাইটের জন্য প্রস্তুত হয় নি এখনো। প্রথমে সে আশেপাশের পরিস্থিতি দেখে নিচ্ছিলো। সাধারণ সময়ে এলেক্স কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ঝাঁপিয়ে পরতো ফাইটে। কিন্তু এখন তার প্রতিপক্ষ কোনো সাধারণ মনস্টার ছিলো না যদিও এলেক্স পূর্বে অনেক শক্তিশালী মনস্টারের সাথে ফাইট করেছে কিন্তু এবার এলেক্স যার সাথে ফাইট করতে যাচ্ছে সে সাধারণ কোনো মনস্টার নয়, এলেক্স এরকম ফাইটের মুখোমুখি পরেছিলো। পূর্বে ইগ্রিতের সাথে ফাইটও অনেকটা এরকমই ছিলো এলেক্সের জন্য। এলেক্স একটা প্লান তৈরি করছিলো। রুমে প্রবেশ করেছে বেশিক্ষণ হয় নি। এই সময়ে বস মনস্টারটা এখনো কথা বলে যাচ্ছিলো। অবশ্য এলেক্স মনে করেছে এখনো কথা বলেই যাচ্ছিলো বস মনস্টার। কিন্তু সামনের দিকে চোখ দিতে সেখানে আর বস মনস্টারকে দেখতে পারলো না এলেক্স। ঠিক টেলিপোর্টেশনের মাধ্যমে এলেক্সের সামনে হুট করে ড্যানজনের বস মনস্টার চলে আসলো।
❝আমি এই ব্যক্তির শরীর থেকে কোনো রকমের এনার্জি অনুভব করতে পারছি না এখনো, তার মানে এটা কোনো স্পেল বা স্কিল ছিলো না। বরং তার স্পিড এতো যে আমার এজিলিটিতেও আমি তাকে আমার চোখে দেখতে পারছি না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স এখানে কাউন্টার এট্যাক করতে যাবে সেই সময়ও পেলো না। ঘউল ভ্যাম্পায়ার যার আকার দেখতে একটা সাধারণ মানুষের মতো ছিলো সে প্রচুন্ড স্পিডে এলেক্সকের বুকের হাত দিয়ে একটা পুশ দিলো। তালু দিয়ে এট্যাক করেছে তাতেই এলেক্স বুলেটের স্পিডে পিছনের দিকে শক্ত দেওয়ালের সাথে বারি গেলো। দেওয়ালের সাথে এলেক্সের শরীর স্পর্শ করার সাথে সাথেই অনেক জোরালো একটা আওয়াজ তৈরি হলো। প্রচন্ড আওয়াজে এলেক্সের শরীরের মধ্য থেকে যে কয়টা আওয়াজ হলো তা একদম শোনায় যাচ্ছিলো না। এলেক্স তার নিজের সেন্সেই ছিলো। সে ধারণা করে নি একটা মনস্টারের এতোটা স্পিড এবং একই সাথে এতোটা স্ট্রেন্থ থাকবে। ড্যানজনের দেওয়াল গুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। বিশেষ করে বস রুমের দেওয়াল গুলো একটু বেশি শক্তিশালী হয়ে থাকে। এই দেওয়াল গুলোকে ভাঙা বা ফুটো করা অনেকটা অসম্ভব ব্যাপার যা অধিকাংশ ব্যক্তি পারে না। কিন্তু মনস্টারের একটা পাম এট্যাকেই এলেক্স দেওয়ালের দেওয়াল ভেঙে অনেকটা ভিতরে চলে গিয়েছে। গর্তের উপর থেকে ছোট একটা ভাঙা পাথর এলেক্সের মাথার উপরে পরলো। তখনি এলেক্স নরে চরে উঠলো। তার শরীর থেকে সবুজ কালারের এনার্জি বের হতে শুরু করলো। যেটা দেখে বোঝা যাচ্ছিলো প্যাসিভ স্কিল "সুপার রিজেনারেশন" কাজ করছিলো। এলেক্স এবার গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো।
[আমি তো ভেবেছিলাম হয়তো এক এট্যাকেই তোমার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু বলতে হবে ছোট হিসেবেও এতোটা দুর্বল নয় তোমার শরীর। এরপরও এতোটা ড্যামেজ হওয়ার পরও দাঁড়িয়ে আছো সেটা আমাকে অবাক করছে। তাহলে দেখি আমার নতুন স্পেশাল পাওয়ারটা ব্যবহার করে।]
মনস্টারটা তার দাঁত বের করে হাসতে ছিলো। তাকে দেখতে মানুষের মতো মনে হলেও কিছুটা পার্থক্য ছিলো তার মধ্যে। পুরো শরীরটা অনেকটা রোগা টাইপের, সেই সাথে চামড়া দেখলে মনে হবে সেখানে আটা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। আর দুটো বিশাল দাঁত তো ছিলোই। সব মিলিয়ে তাকে একটা মানুষের মতো লাগছিলো না। তার হাসিটা পর্যন্ত ভয়ানক একটা মনস্টারের ফিল দিচ্ছিলো। মুযিফা বা ঘউল ভ্যাম্পায়ার যেটাই বলা হোক না কেনো সে তার ডান এলেক্সের দিকে উঁচু করে রাখলো। এতোক্ষণ তার শরীর থেকে কোনো রকমের এনার্জি বের না হলেও এবার লাল রঙের এনার্জি দেখা যাচ্ছিলো তাদের চারদিক দিয়ে। সাধারণত মনস্টাররা অউরা, মানা এবং প্রান এনার্জি ব্যবহার করতে পারে না। মনস্টার তৈরি হয় ডিমনিক এনার্জি থেকে তাই তাদের ব্যবহার যোগ্য এনার্জিও ডিমনিক এনার্জি হয়ে থাকে। ডিমনিক এনার্জি এমন একটা এনার্জি যা অন্য তিন এনার্জি রূপেও ব্যবহার করা যায়। সাধারণত এলেক্সের এনার্জির সোর্চও ডিমনিক এনার্জি। এলেক্স তিন এনার্জির যে কোনো একটা এনার্জি এবজোর্ব করলে সেটা অটোমেটিক ডিমনিক এনার্জিতে পরিণত হয়ে যায়। আবার এনার্জি ব্যবহারের সময়ে ডিমনিক এনার্জি থেকে তিন এনার্জির যে কোনো একটাতে পরিণত হয়। এই পর্যন্ত এলেক্স বুঝতে পারে নি তার মাঝে ডিমনিক এনার্জি আছে কেনো। অবশ্য এই পর্যন্ত সরাসরি এই ডিমনিক এনার্জি ব্যবহার করতে পারে নি এলেক্স, তাই এটা সম্পর্কে তেমন কিছু জানে না এলেক্স।
ঘউল ভ্যাম্পায়ার বস মনস্টারের চারিদিক দিয়ে লাল কালারের একটা এনার্জি ঘুরপাক খাচ্ছিলো সেটাকে অউরা এনার্জির মতো দেখা গেলেও সেটা অউরা এনার্জি ছিলো না। একজন মনস্টার অউরা এনার্জি ব্যবহার করবে সেটা আসলেই খুব রেয়ার একটা জিনিস হবে।
❝তাহলে এটা কি এনার্জি? ডিমনিক এনার্জি তো সাধারণত হালকা বেগুনি এবং কালোর মধ্যে হয়ে থাকে।❞ (এলেক্স)
এলেক্স বেশি আর ভাবতে পারলো না। হঠাৎ রুমটা ভারী হতে শুরু করলো। এলেক্সের মনে হচ্ছিলো তার ওজনটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এই অভিজ্ঞতা একটু পূর্বে হয়েছিলো এলেক্সের। তাই এখন প্রথম থেকেই প্রস্তুত ছিলো এলেক্স। তখন হঠাৎ করে তার উপরে গ্রাভিটি এট্যাক করেছিলো মেয়েটা যার কারণে এলেক্স এক হাঁটুতে চলে এসেছিলো। কিন্তু এখন এলেক্স প্রস্তুত হয়ে আছে প্রথম থেকে। যেহেতু মনস্টারটা প্রথম থেকে আস্তে আস্তে গ্রাভিটির পাওয়ার বৃদ্ধি করছিলো তাই এলেক্সও তার পাওয়ার ব্যবহার করতে শুরু করলো।
(মানা স্পেলঃ বডি এনচান্টমেন্ট)
এলেক্স তার শরীরের চারদিক দিয়ে মানা এনার্জি চ্যানেল করলো। তার শরীর মানা এনার্জির সংস্পর্শে এসে আরো শক্তিশালী হয়ে উঠলো। এই স্পেল সাধারণ অউরা ইউজাররা ব্যবহার করে মনস্টারদের সাথে সামনা সামনি ফাইট করার জন্য। সেখানে তারা অউরা এনার্জি ব্যবহার করলেও এলেক্স এখানে মানা এনার্জি ব্যবহার করেছে। দুটোর মধ্যে শক্তির দিক দিয়ে পার্থক্য থাকলেও ততটা নেই এলেক্সের জন্য। এতোক্ষণ এলেক্সের শরীর ভারী মনে হলেও এখন তার শরীর একদম হালকা হয়ে গিয়েছে। অন্যদিকে তার সুপার রিজেনারেশন স্কিলটা এলেক্সের শরীরের ভাঙা হাড় গুলোকে ঠিক করা নিয়ে ব্যস্ত ছিলো। অনেক স্পিডে এলেক্সের শরীর হিল হচ্ছিলো যা তার এনার্জিকে খুব দ্রুত শেষ করছিলো।
❝আমাকে আমার এনার্জি সঞ্চয় করে রাখতে হবে এই ফাইট জিততে হলে।❞ (এলেক্স ভাবছে)
[মনে হচ্ছে আমি এই নতুন পাওয়ার এখনো ভালো করে কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে দেখা যাক ফুল পাওয়ারে কিরকম অবস্থা হয় তোমার।]
বস মনস্টারের শরীরের চারিদিকে এতোক্ষণ হালকা লাল এনার্জি দেখা দিলেও এখন সেটা এতো তীব্র হয়েছে যে সেটা অনেকটা ব্লাডের মতো রূপ নিয়েছে। সেই সাথে রুমের মধ্যে গ্রাভিটির পরিমাণও অনেক বেশি ছিলো। এলেক্স তার মানা এমচান্টমেন্ট স্পেলের সাহায্যে এতোক্ষণ স্বাভাবিক থাকলেও এখন সে পুরো ফ্লোরে পরে গেলো।
❝তাহলে তখন সেই মেয়েটা তার পুরো পাওয়ার ব্যবহার করে নি?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স একদম ড্যানজনের ফ্লোরের সাথে পিষে আছে উপুড় হয়ে। তার উপরে এতোটা প্রেসার পরছে যে তার নিচের ফ্লোরটা পর্যন্ত ভেঙে নিচু হয়ে গিয়েছে কিছুটা। এলেক্স তার ব্লাডলাস্ট মুডে যাওয়ার চিন্তা করছিলো কিন্তু তাতে কোনো লাভ হবে কিনা সেটা নিয়ে এলেক্স চিন্তা করছিলো। তাই এলেক্স তার স্ট্যাট বৃদ্ধি করার চিন্তা করলো।
❝নাইটমেয়ার গেমের লজিক অনুযায়ী আমি যদি কোনো গ্রাভিটি স্কিলের থেকে বাঁচতে চাই তাহলে আমার ইন্টেলিজেন্স তার ইন্টেলিজেন্স এর থেকে দ্বিগুন কিংবা বেশি রাখতে হবে। যেহেতু এই মনস্টার একটা ভ্যাম্পায়ার তাই তার ইন্টেলিজেন্স তার লেভেলের থেকে দ্বিগুণ হবে হয়তো। আমি আমার সমস্ত স্ট্যাট পয়েন্ট ইনটেলিজেন্সে বৃদ্ধি করলেও কোনো লাভ হবে না। যেহেতু আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে তাই আমাকে আমার ইন্টেলিজেন্স একটু কমই রাখতে হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের মনে হচ্ছিলো তার উপরে বিশাল একটা পাহাড় চাপা দেওয়া হয়েছে। তার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছিলো। প্রচুন্ড ব্যথা করলেও এলেক্স সেদিকে খেয়াল না দিয়ে নিজের স্ট্যাট করতে ব্যস্ত হয়ে গেলো। মনের ভিতরে সিস্টেমকে কমান্ড করলেই সিস্টেম আপনা-আপনি এলেক্সের আদেশ মতো স্ট্যাট বৃদ্ধি করে। এলেক্স তার স্ট্যাট বৃদ্ধি করলো যা বৃদ্ধি হওয়ার পর এরকম দেখাচ্ছে,
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার➤গ্লাটোনি, সউল কালেক্টর, প্রোগ্রামার, ???, ???, ???
জব: ?????
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৬২৫
স্ট্রেন্থ : ১০৭৩
ভাইটালিটি : ৭৮৯
এজিলিটি : ১৩২৯
স্ট্যামেনা : ৮০৭
ইন্টেলিজেন্স : ৬০৫
লাক্ : ৩১
স্ট্যাট পয়েন্ট: ১০০
××× ×××
এলেক্স তার স্ট্রেন্থে ৩১৫, ভাইটালিটিতে ৩০০, এজিলিটিতে ৬০০ এবং স্ট্যামেনাতে ২০০ স্ট্যাট পয়েন্ট ব্যবহার করেছে। যার পরে উপরের মতো দেখাচ্ছে তার স্ট্যাটাস। যদিও এলেক্সের স্ট্যাটাস আপ্রগ্রেড হয়েছে তারপরও সে গ্রাভিটির বিরুদ্ধে ফাইট করতে পারছিলো না। একদম এমন নয় যে সেটা কোনো কাজ করে নি। আপাতোতো এলেক্স উঠতে পারছিলো না ঠিকই কিন্তু তার উপরে আগের মতো ততটা প্রেসার পরছিলো না।
[হাহাহাহা, মনে হচ্ছে আমি এখনো ফুল পাওয়ার ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, দেখা যাক এই প্রেসারে কিভাবে আমার সাথে ফাইট করো।]
মনস্টারটা এবার আর তার জায়গাতে দাঁড়িয়ে রইলো না। সে হাঁটতে শুরু করেছে। হেঁটে হেঁটে এলেক্সের দিকে এগিয়ে আসলো সে। এসেই এলেক্সের মাথার চুল ধরলো ডান হাত দিয়ে এবং এলেক্সকে উঁচু করে ফেললো। এলেক্সের উপরে প্রেসার এখনো কাজ করছিলো। কিছুটা গ্রাভিটির পাওয়ার কমে গিয়েছে, তারপরও যে প্রেসার ছিলো তাতে এলেক্স ঠিকমতো নরতে পারছিলো না। তবে এমন নয় যে এখন সে একদম পূর্বের মতো নিস্তেজ হয়ে পরেছে। বস মনস্টার এলেক্সকে উঁচু করে এলেক্সের চোখের দিকে তাকালো।
[আমার একটা এট্যাকেই তুমি মারা যাবে, কিন্তু সেটার পূর্বে ভ্যাম্পায়ার হওয়ার পর প্রথম বার কোনো মানুষের ব্লাডের স্বাদ নিতে হবে।]
ঘউল ভ্যাম্পায়ারের উপরের চোয়ালের দুটো সূঁচালো বড় দাঁত স্পষ্ট দেখা যাচ্ছিলো। চোখ দুটোর মধ্যে ব্লাড প্রবেশ করেছে। আপাতোতো তাকে আর কোনো মানুষের মতোও লাগছিলো না দূর থেকে। একদম পুরো মনস্টারে পরিণত হয়ে গিয়েছে। এলেক্সকে নিজের দিকে একটু টেনে এনে এলেক্সের ডান কাধে কামড় বসাতে যাবে ঠিক তখনি এলেক্স তার ডান হাত দিয়ে একটা পান্স মারলো বসের থুতনিতে। হা করে ছিলো মনস্টারটা, তাই এলেক্সের পান্স তার মুখ বন্ধ হয়ে যায় হঠাৎ করে। এই সময়ে তার নিচের ঠোঁটের মধ্য দিয়ে তার বড় দাঁত দুটো ঢুকে যায়। তেমন অসহনীয় ব্যথা না পেলেও এলেক্সকে কিছুটা হালকা করে ধরেছে। ঠিক এই সময়ে এলেক্স মনস্টারের দুই কাঁধে হাত দিলো এবং নিচ থেকে নিচের পা ভাজ করে দুই পায়ের হাঁটু দিয়ে আবারো মনস্টারের থুতনিতে একটা জোরালো এট্যাক করলো। এইবারের এট্যাক পূর্বেরটার থেকে অনেকটা শক্তিশালী ছিলো। কারণ এই বার এলেক্স তার এট্যাকে অউরা এনার্জি ব্যবহার করেছে। হাঁটু দিয়ে এট্যাক করেই এলেক্স মনস্টারের হাত থেকে মুক্ত হয়ে গেলো। মনস্টারের কাঁধে এখনো এলেক্সের হাত ছিলো। এলেক্স তার পা দিয়ে গলা পেঁচিয়ে ধরলো এবং পিছনের দিয়ে ব্যাক ফ্লিপ মারলো বেশ কয়েকটা। এক পলকের মধ্যেই এলেক্স মনস্টারটা তেকে অনেকটা দূরে সে গেলো। আর মনস্টারটা ফ্লোরের মধ্যে পরে রইলো।
বস মনস্টার উঠলো, মাত্র করা এলেক্সের এট্যাকে মনস্টারের মাথা পুরো উল্টিয়ে গিয়েছে। দুই হাত দিয়ে টান দিয়ে সেটাকে সোজা করে ফেললো সে।
"কট কট কট"
কট করে আওয়াজ দিতে লাগলো প্রতিটা হাড়ে। এলেক্সের করা হাঁটুর এট্যাকে মনস্টারের চোয়ালও বেঁকে গিয়েছে। যা টান দিয়ে সোজা করে ফেললো মনস্টারটা। দেখতে অনেক পেইনফুল মনে হলেও মনস্টারের মুখে স্বাচ্ছন্দ্যের একটা হাসি দেখা যাচ্ছিলো।
[হাহাহাহা, ভেবেছিলাম বেশি কষ্ট না দিয়ে তোমাকে শেষ করে দিবো। কিন্তু মনে হচ্ছে না আমি সেটা করতে পারবো এখন আর। এখন তো তিল তিল করে তোমাকে শাস্তি দিবো। যাতে নিজের মৃত্যুর জন্য আমার কাছে হাত জোর করতে থাকো।]
এলেক্স তার এজিলিটি স্ট্যাট অনেকটা বৃদ্ধি করেছে। এই সময়ে সে মনে করেছিলো হয়তো ভ্যাম্পায়ারের স্পিডের সাথে সে ম্যাচ করতে পারবে, কিন্তু এখনো তেমন কিছু হলো না। যদিও এলেক্স পূর্বের থেকে ভালো করে ভ্যাম্পায়ারটার মুভমেন্ট দেখতে পারছিলো কিন্তু সেটার কাউন্টার করার মতো তেমন একটা সুযোগ এলেক্স পাচ্ছিলো না। মনস্টারটা তার স্পিডের সাহায্যে আবারো এলেক্সের একদম কাছে চলে আসলো, এই সময়ে সে তার ডান পাকে পুরো ১৮০° উঁচু করলো। এলেক্স এখনো ফাস্ট না হলেও তার প্যাসিভ স্কিল "ব্যাটেল সেন্স" এর কারনে এলেক্সের হাত আপনা-আপনি একটা ক্রস বানালো মাথার উপরে। ঠিক এই সময়ে ভ্যাম্পায়ারটা তার কিক মারলো। ঠিক হাতুরি দিয়ে একটা ছোট বলকে যেভাবে মারলে অনেক স্পিডে বলটা দূরে চলে যায়, ঠিক তেমনি এলেক্সও অনেক স্পিডে পিছনে দেওয়ালের সাথে বারি খেলো।
[স্পেশাল এবিলিটিঃ গ্রাভিটি পুল]
আবারো ৯০° আকারে হাত উঁচু করেছে মনস্টারটা। একটা লোহা যেভাবে ম্যাগনেটের আর্কষনে দ্রুত ম্যাগনেটের শরীরে লেগে যায়। ঠিক সেভাবেই এলেক্স দেওয়াল থেকে উড়ে দ্রুত মনস্টারের হাতের দিকে যেতে শুরু করলো। এবারো দেওয়ালের সাথে ইমপ্যাক্টের কারনে এলেক্সের হাড় বেশ কয়েকটা ভেঙে গিয়েছে। পূর্বের গুলো হিল এখনো হয় নি সেই সাথে নতুন ইনজুরি তো রয়েছে। এলেক্সের গলাকে শক্ত করে ধরে ফেললো মনস্টারটা। ঠিক এই সময়ে এলেক্সের উপরে আবারো গ্রাভিটি প্রেসার কাজ করছিলো। সে তার শরীরকে ঠিক মতো নাড়াতে পারছিলো না।
(ব্লাডলাস্ট ফর্ম)
এলেক্সের চুল হঠাৎ হলুদ থেকে লাল আকার ধারণ করলো। সেই সাথে তার নীল রং এর চোখের মনি দুটোও লাল রং ধারণ করলো। একটু পূর্বে এলেক্সকে ছোট একটা বাচ্চার মতো দেখা গেলেও তার শরীরের মাংসপেশি গুলো বৃদ্ধি পেয়েছে কিছুটা এই ফর্মে। হালকা লম্বাও হয়েছে এরকম মনে হচ্ছে। অবশ্য পূর্বের এলেক্স পূর্ব থেকে অনেকটা লম্বা হয়েছে যা অনেকেই খেয়াল করে নি। অবশ্য লেখক কথাটা বলেই নি। শুধু তার বয়স কম বলে তার চেহারাটা অনেকটা বাচ্চাদের মতোই দেখা যায়। এলেক্সকে একটু পূর্বে ভয়ানক মনে না হলেও এই ফর্মে এলেক্সের শরীর থেকে ব্লাডলাস্ট এনার্জি বের হচ্ছিলো।
* * * * *
প্যালেসের মধ্যে,
-> ওহো, এই সময়ে পপকোর্ন থাকলে সেই হতো। আমি এরকম ইনটেন্স একটা ফাইট দেখতে পারছি যা দেখে আমারও ফাইট করতে মন চাচ্ছে। কিন্তু কি আর করার আমি হাত তুললে তো সে আর বাঁচবে না।
মেয়েটা অবাক হয়ে গোল ম্যাজিক বলের দিকে তাকিয়ে ছিলো। সে পুরো জিনিসটা একটুও মিস না করে দেখতে শুরু করেছে।
-> আমি হয়তো বুঝতে পেরেছি এই ছেলের সাথে আমার ডেস্টিনি কেনো লেখা আছে। ভালো করে ট্রেনিং দিলে এই বাচ্চা একদিন এই কুইনের কিং হওয়ার অধিকার রাখবে। ইস, এটা কি বললাম আমি। এখন তো আমারই লজ্জা লাগছে। কিন্তু বলতে হবে নিজের পরিবারকে হারিয়ে এখন আমার বদ্দ একা লাগছে।
* * * * *
দশ তম ফ্লোরে,
টুর্নামেন্ট খুব ভালো করেই চলছিলো, এখনো বেশি সময় পার হয় নি দ্বিতীয় রাউন্ডের। সবাই স্টোন সংগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে আছে। কেউ ড্যানজনের বাইরে কেউ ড্যানজনের ভিতরে। আবার কেউ কেউ তো আছে যারা একে অপরের সাথে ফাইট করছে স্টোনের জন্য। ঠিক এই জায়গার অনেকটা উপরে একজন ব্যক্তি ভাসছিলো, যে সবগুলো বিষয় ক্লিয়ার ভাবে দেখছিলো।
[এই দুর্বল মানুষ গুলোর মধ্যে কি দেখেছেন আপনি? যে এতোটা নিচু জায়গায় চলে আসবেন নিজের এতো পাওয়ার গুলো হারিয়ে। আমি তো চাইলেও এই ক্যারেক্টার গুলোকে আমার অ্যাভেটার বানাতাম না। কিন্তু কিছু করার নেই, যেহেতু আপনাকে আমাকে এক্সব্লকে নিয়ে যেতে হবে তাই এই ওয়ার্ল্ডের একটা অ্যাভেটার আমার প্রয়োজন। যেহেতু এই ওয়ার্ল্ডে একটা ব্যারিয়ার রয়েছে যার কারণে সরাসরি আমি অন্য ওয়ার্ল্ডের কোনো অ্যাভেটার দিয়ে কিছু করতে পারবো না তাই ভালো একটা হোস্ট প্রয়োজন আমার কিছুদিনের জন্য।]
কথাটা বলেই ব্যক্তিটা টেলিপোর্ট হয়ে গেলো। সে টেলিপোর্ট হয়ে ঠিক প্রথম ফ্লোরের তিন কিংডমের মাঝখানে বর্ডার শহরে চলে এসেছে। অফিসিয়াল দিক দিয়ে পুরো টাওয়ার এবং তার বাইরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির সামনে দাঁড়িয়ে ছিলো সে।
-> কোনো এসাসিনের সাহস নেই আমার জীবন নেওয়ার জন্য, কে তুমি? তোমাকে তো মানুষ মনে হচ্ছে না!
টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং সিকরেট কিংডমের কুইনের ভাই কথাটা কিছুটা ভয়ের সাথে বলতে শুরু করলো। তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলো তার শরীর থেকে মারাত্মক একটা এনার্জি বের হচ্ছিলো। যা এই ওয়ার্ল্ডের কোনো কিছু ছিলো না সেটা দেখেই বুঝতে পেরেছে সে।
[তুমি যে পাওয়ারটা অর্জন করার চেষ্টা করছো আমি তার থেকেও শক্তিশালী একজন ব্যক্তি। আমার নাম জিউস, আমি রুলার এবং কন্সটেলেশন অফ লাইটনিং। একই সাথে রুলার অফ অলিম্পাস। আমি এখানে এসেছি তোমার সাথে কন্ট্রাক তৈরি করতে। আমার পাওয়ার তুমি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে, এবং চাইলে এই পুরো ওয়ার্ল্ডকে নিমিষেই ধ্বংস করে দিতে পারবে।]
জিউসকে প্রথমে দেখে ভয় পেলেও এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটার মুখে একটা হাসি ভেসে উঠলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।