#Demon_King#
পর্ব:১৬০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স প্রথম বারের মতো বিলজবাবে ট্রান্সফর্ম হয়েছে। ক্যারেক্টার চেঞ্জ তার সিস্টেমের এমন একটা অপশন যার সাহায্যে এলেক্স অন্যান্য ডিম্যান প্রিন্সদের শরীরে ট্রান্সফর্ম হতে পারে। শরীরের সাথে তাদের পাওয়ারও এলেক্স ব্যবহার করতে পারে। একবার ক্যারেক্টার চেঞ্জ করলে তখন আর এলেক্স এলেক্স থাকে না। প্রতিটা সাইড ক্যারেক্টারের মাইন্ড আলাদা ভাবে কাজ করার কারণে এলেক্সের চিন্তা ভাবনার উপরে পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত এলেক্স তার মেইন ক্যারেক্টারে একজন ইমোশনহীন একজন বালক যে কোনো অবস্থাতেই এখন নিজের মুখের ইমপ্রেশন দেখাতে পারে না। তবে তার সাইড ক্যারেক্টার গুলোর এক একজনের একরকম পারশোনালিটি থাকার কারণে এলেক্স এক এক ক্যারেক্টারে এক এক রকম ব্যবহার করতে থাকে। অন্যান্য ক্যারেক্টার গুলো একদম ভিন্ন হলেও এলেক্স বিলজবাবের সাথে নিজের পারশোনালিটির অনেকটা মিল খুঁজে পাচ্ছে। যদিও কিছুটা পার্থক্য রয়েছে তারপরও সেটা তেমন বড় কোনো ব্যাপার ছিলো না।
-> আমি যাকে তাকে আমার অ্যাটেনডেন্ট বানায় না। কিন্তু এই ওয়ার্ল্ডে যতদিন আমি আছি ততদিন আমাকে সব কিছুই করতে হবে আমার পাওয়ারটাকে গোপন রাখতে।
বিলজবাব কথাটা বলেই একটা পান্স মারলো। বিলজবাবের এক ফোঁটা ব্লাডের কারণে জেয়াবের পুরো শরীরটা কালো একটা বলের মধ্যে আটকে গিয়েছে। যার মধ্যে জেয়াব জীবিত ছিলো কিনা সেটা আদৌও বড় একটা প্রশ্ন ছিলো। কালো একটা বল তৈরি হয়েছে যার উপরে বিলজবাব একটা পান্স মেরে ভেঙে ফেললো। সেই বলটা গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেলো। ভিতর থেকে জেয়াব বেরিয়ে গেলো। জেয়াবের পুরো শরীর কালো একটা আস্তরণে ঢাকা ছিলো।
-> জিনিসটা যত দেখি ততই অবাক লাগে আমার কাছে। এক সময়ে হয়তো আমিও এভাবে একটা ডিম্যানে পরিণত হয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে সম্পূর্ণ ডিম্যানে পরিণত করতে পারলাম না। (বিলজবাব)
বিলজবাব কথাটা বলেই জেয়াবের দিকে তাকালো। জেয়াবের কপালের ডান সাইডে একটা শিং দেখা দিয়েছে যেটা কিছু সেকেন্ডের জন্যই দেখা যাচ্ছিলো এরপর আবার সেটা সেখান থেকে কপালের ভিতরে চলে গিয়েছে। শরীরের চারদিকে কালো রঙের একটা আবরণ ছিলো যা আস্তে আস্তে পার্টিকেল এর মতো উপরের দিকে উড়তে শুরু করলো। প্রতিটা পার্টিকেল এক এক করে বিলজবাবের শরীরে প্রবেশ করতে শুরু করলো। অন্য ভাবে বলতে গেলে সেই পার্টিকেল গুলো বিলজবাব এবজোর্ব করে নিলো। একদম উলঙ্গ অবস্থায় জেয়াব পরে ছিলো নিচে যার দিলে বিলজবাব না তাকিয়ে তার মেইন ক্যারেক্টারে চেঞ্জ হয়ে গেলো।
(ক্যারেক্টার চেঞ্জঃ এলেক্স)
এলেক্স তার ক্যারেক্টারে ফিরে আসার সাথে সাথে ইনভেন্টরি থেকে এক সেট জামা বের করলো এবং সেটা জেয়াবের উপরে ফেলে দিয়ে সেখান থেকে ড্যানজনের আরো ভিতরে যাওয়ার জন্য রেডি হলো।
-> জেয়াবের সেন্স ফিরতে হয়তো অনেকটা সময় লাগবে। আমি এখানে অপেক্ষা করতে পারছি না এই সামান্য জিনিসের জন্য। আবার জেয়াবকে এখানে একাও রাখতে পারছি না। (এলেক্স)
এলেক্স তার শ্যাডোর মধ্যে থেকে জেনারেলকে সাম্মন করে ফেললো। জেনারেলকে সাম্মন করার পরপরই এলেক্স সেটাকে আদেশ করলো জেয়াবের শ্যাডোর মধ্যে থাকার জন্য। যেহেতু এলেক্সের শ্যাডো আর্মি স্কিলটা ম্যাক্স লেভেলে রয়েছে তাই এলেক্স এখন তার ১০ টা শ্যাডো আর্মিকে নিজের কিংবা অন্যদের ছায়ার মধ্যে রেখে দিতে পারবে। জেয়াবের ছায়ার মধ্যে জেনারেলকে রেখে এলেক্স রওনা দিলো ড্যানজনের আরো সামনের দিকে।
-> তাহলে এই ড্যানজনটাকে এখন কোনো রকম চিন্তা ব্যতীত ক্লিয়ার করা যাক। (এলেক্স)
এলেক্স দ্রুত দৌড়িয়ে যাচ্ছিলো ভিতরের দিকে আর সেই সাথে নিজের স্ট্যাটাসও দেখে নিলো।
(স্ট্যাটাস)
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার➤গ্লাটোনি, সউল কালেক্টর, প্রোগ্রামার, ???, ???, ???
জব: ?????
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৬০৫
স্ট্রেন্থ : ৭৫৫
ভাইটালিটি : ৪৮৫
এজিলিটি : ৭২০
স্ট্যােমানা : ৬০০
ইন্টেলিজেন্স : ৫৯৯
লাক্ : ৩০
স্ট্যাট পয়েন্ট: ১৪১৫
××× ×××
এলেক্সের সামনে তার স্ট্যাটের পেইজ চলে আসলো যা দেখার পর সে অনেকটা অবাক হয়েছে।
-> এটা তো সেই আরোহীর থাকা গুহার মতোই কাহিনি হচ্ছে। প্রতিটা মনস্টার আমাকে মারাত্মক লেভেলের এক্সপি দিচ্ছে। (এলেক্স)
এলেক্সের লেভেল এখন ৬০০+ ছিলো। আর এলেক্স ফাইট করছিলো তার থেকে অর্ধেক লেভেলের মনস্টার দের। সাধারণ ভাবে এখানে এলেক্স শত শত মনস্টার হত্যা করলেও এক দুই লেভেল বৃদ্ধি করা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ছিলো, কিন্তু একই সাথে ২১ লেভেল আপ করবে এলেক্স সেটা চিন্তাই করে নি।
-> মনে হচ্ছে এই জায়গা গুলো আমাকে ফ্রি লেভেল দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। (এলেক্স)
এলেক্স এই জায়গা গুলোর রহস্য সম্পর্কে তেমন কিছু জানে না। তবে একটা জিনিস তার মাথায় এখন কাজ করছে।
❝যেহেতু কেউ আমার ডেস্টিনি কন্ট্রোল করার চেষ্টায় আছে তাই আমি নিশ্চিত সেই ব্যক্তি চাচ্ছে আমাকে দ্রুত শক্তিশালী করতে যাতে আমি এক্সব্লকে যেতে পারি।❞ (এলেক্স ভাবছে)
পূর্বে এলেক্স এই বিষয় বুঝতে পারলে এই ড্যানজন ক্লিয়ার করা থেকে বিরত থাকতো, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। ফ্রি লেভেল হোক কিংবা কষ্ট করে প্রাপ্য লেভেল, এলেক্স এখন কোনোটাই মিস করতে চাচ্ছে না।
-> যে আমাকে শক্তিশালী করতে চাচ্ছে একদিন এই জিনিসটা তোমার জন্য অনেক ভারী পরতে যাচ্ছে। (এলেক্স)
এলেক্স সামনের দিকে ফুল স্পিডে রওনা দিলো। সামনে একের পরে এক মনস্টার দেখা যাচ্ছিলো যা দেখে এলেক্স তার স্পিড আরো বেশি বৃদ্ধি করলো। এলেক্স হাতে মুন ড্যাগারকে শক্ত করে ধরে সামনে থাকা মনস্টারদের সাথে সংঘর্ষ করলো। এলেক্স তার মুন ড্যাগার দিয়ে সামনে থাকা প্রতিটা মনস্টারকে একের পর এক এট্যাক করে যাচ্ছিলো। প্রতিটা মনস্টারকে হত্যা করতে এলেক্সের মাত্র একটা এট্যাকের প্রয়োজন হচ্ছিলো। পূর্বে এলেক্স ডার্ক ফায়ার স্কিল ব্যবহার করলেও এখন আর সেটা ব্যবহার করছে না সে। কোনো রকম স্কিল ব্যতীতই এলেক্স একের পর এক ঘউল মাংকির সাথে ফাইট করে যাচ্ছিলো। এলেক্সের স্ট্রেন্থ এবং এজিলিটির সাহায্যে এবারো কোনো সমস্যা দেখা না দিলেও স্কিল ব্যতীত তাদের সংখ্যাকে কমানো একটু কষ্টকর ছিলো। সামনের দিকে এলেক্স এট্যাক করছিলো তো সেই সুযোগ নিয়ে মনস্টার গুলো পিছন থেকে এট্যাক করছিলো। এলেক্স তার উপরে হওয়া সবগুলো এট্যাককে কাউন্টার করতে পারলেও একই সাথে দুটো ঘউল এলেক্সের পিছনে ঝাঁপিয়ে পরলো। যারা ঝাঁপিয়ে পরেই এলেক্সের কাঁধে কামড় মেরে দিলো। দুই কাঁধে দুটো ঘউল কামড় বসিয়ে দিলো।
-> এটার এট্যাক পাওয়ার আসলেই মারাত্মক। একটা কামড়ে আমার পুরো শরীরটা প্যারালাইস করে দিতে চাচ্ছে। (এলেক্স)
(লাইটনিল স্পেলঃ লাইটনিং অউরা)
এলেক্স তার লাইটনিং স্পেল ব্যবহার করলো। তার স্পেলের জন্য এলেক্সের শরীরের চারিদিক দিয়ে লাইটনিং বের হতে শুরু করলো। এলেক্সের শরীর থেকে লাইটনিং গুলো বের হওয়ার সাথে সাথে তার শরীরের স্পিডটাও বৃদ্ধি পেয়েছে। এলেক্সের স্পিড পূর্বের থেকেও আরো বেশি বৃদ্ধি পেলো। মুন ড্যাগারকে শক্ত করে ধরে এলেক্স চোখের পলকের মধ্যেই গায়েব হয়ে গেলো। খালি চোখে এলেক্সকে আর দেখা যাচ্ছিলো না। শুধু চারপাশে লাইটনিং এর স্ট্রাইক দেখা যাচ্ছিলো এবং মনস্টার গুলোর শরীর ব্লাস্ট হচ্ছিলো। এলেক্স তিন থেকে চার মিনিটের মধ্যে তার আশেপাশের সব গুলো মনস্টারকে একদম পরিষ্কার করে ফেললো। এটা যেকেউ দেখলে অবাক হবে।
-> এমনিতেই মনস্টার গুলোর এট্যাক পাওয়ার ব্যতীত তাদের ডিফেন্স একদম কম ছিলো তাই বেশি কষ্ট হচ্ছে না। কিন্তু সমস্যা হলে এই মনস্টারের বাইট গুলো থেকে। (এলেক্স)
এলেক্স তার লাইটনিং এট্রিবিউট ব্যবহার করে শরীরের প্যারালাইস ইফেক্টকে একটু আটকাতে পারলেও এখন যখন সে দাড়িয়ে আছে এখন তার শরীর খুব দ্রুত প্যারালাইস হয়ে যাচ্ছিলো। এলেক্স প্যারালাইস অবস্থা নিয়ে তেমন একটা চিন্তা করলো না। কারণ তার প্যাসিভ স্কিল সুপার রিজেনারেশন সব সময় একটিভ থাকে। আর এখন এলেক্সের শরীরের সেই এবনরমাল অবস্থার সাথে ফাইট করে যাচ্ছিলো সেটা।
-> জেয়াবকে কোনো রকমে আমি বাঁচাতে পারলেও মনে হচ্ছে আমার জন্য এটা কষ্টকর হতে চলেছে। (এলেক্স)
(একটিভ ব্লাডলাইন)
এলেক্স তার ব্লাডলাইন একটিভ করলো। যেহেতু কালো স্লাইমের ব্লাডলাইন ব্যবহারের শর্ত হলো এলেক্সকে সব সময় সাদা স্লাইমটার কথা শুনতে হবে এবং যেকোনো ইনজুরি প্রাপ্ত হতে হবে। আপাতোতো সাদা স্লাইম কিছু বলছিলো না যেটা এলেক্সকে শুনতে হবে তাই সে তার ব্লাডলাইন একটিভ করার শর্ত পূর্ণ করেছে। এলেক্সের পুরো শরীর হঠাৎ রাবারের মতো নরম হয়ে গেলো। যেটার অনুভুতি তেমন একটা ভালো জিনিস না। এলেক্স নিচু হয়ে গেলো, তার আকারটা অনেকটা ফুটবলের মতো হয়ে গেলো। যা দেখতে হাস্যকর ছিলো। হঠাৎ তার শরীর থেকে সূঁচালো কোনো একটা জিনিস বের হতে শুরু করলো। যা সূচালো হয়ে শরীর থেকে বের হয়ে যাওয়ার পর তরলে পরিণত হয়ে গেলো। পুরো শরীর থেকে কালো কালারের কোনো এক তরল বের হলো যা বের হওয়ার পর এলেক্স আবারো তার স্বাভাবিক ফর্মে চলে আসলো।
-> তাহলে এটাই কি ঘউল ভাইরাস! (এলেক্স)
এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করছিলো, যার কারণে সে জিনিসটা দেখেই বুঝতে পেরেছে সেটা কি ছিলো। ঘউল ভাইরাস যা শুধুমাত্র একজন উচ্চ লেভেলের ভ্যাম্পায়ার তৈরি করতে পারে। এমন করেই লেখা ছিলো ইনফোতে।
-> ঠিক আছে, মনে হচ্ছে আমি নতুন একটা জিনিস পেয়েছি পরীক্ষা করার জন্য। (এলেক্স)
একটু পূর্বে যে জিনিসটা জোরপূর্বক এলেক্সের শরীর প্রবেশ করেছিলো ঘউল মাংকির কামড়ের কারণে এলেক্স একটা আঙ্গুল দিয়ে কিছুটা উঠিয়ে সেটা তার মুখে পুরে নিলো। দেখতে বিচ্ছিরী একটা জিনিস হলেও এলেক্স নতুন একটা বিষয় চেক করার জন্য সেটাকে খেয়ে ফেলে।
-""ওয়ার্নিং, ওয়ার্নিং। মাস্টার ভয়ানক ঘউল ভাইরাস পান করেছেন। এটা একটা ভয়ানক পয়জন যেটা একটু সময়ের মধ্যেই মাস্টারের শরীরকে প্যারালাইস করে দিবে।""-
-""কনগ্রাচুলেশন মাস্টার, গ্লাটোনির প্যাসিভ স্কিলের মাধ্যমে আপনি ঘউল ভাইরাসকে এবজোর্ব করেছেন। কিছুটা এনার্জি আপনার কোরে সঞ্চয় হবে।""-
-""মাস্টার নতুন একটা স্কিল পেয়েছেন। স্কিল "ঘউল ক্রিয়েশন" মাস্টারের স্কিল মেনুতে যুক্ত হবে।""-
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ ঘউল ক্রিয়েশন
লেভেলঃ Low(০%)
স্ট্যাটাসঃ একটিভ
এটি একটা স্কিল যা দিয়ে হোস্ট ঘউল ভাইরাস তৈরি করতে পারবে। হোস্টের থেকে দুর্বল কোনো মনস্টার বা অন্য স্পিসিজকে উক্ত ঘউল ভাইরাসের মাধ্যমে ঘউলে পরিণত করতে পারবে। ঘউল এক ধরনের আনডেড মনস্টার যারা কোনো রকমের ইমোশন বহন করে না। এরা তাদের মাস্টারদের সকল আদেশ কোনো রকম দ্বিধা ব্যতীতই মেনে চলে।
ইফেক্টঃ
১) স্কিলের লেভেল অনুযায়ী হোস্ট মাত্র দশটা ঘউল তৈরি করতে পারবে। স্কিলের লেভেল যত বৃদ্ধি পাবে এ পরিমাণ তত বৃদ্ধি পাবে।
২) ঘউল আর্মিঃ এদের ডিফেন্সের পাওয়ার একদম কম থাকলেও এদের এট্যাক পাওয়ার মারাত্মক রকমের। একটা বাইটে তারা তাদের থেকেও তিন গুন বেশি লেভেলের ব্যক্তিকে প্যারালাইস করে দিতে পারবে। ঘউলের থেকে কম লেভেলের কাউকে বাইট দিলে তার মৃত্যুরও সম্ভবনা রয়েছে।
এনার্জিঃ ৪০/১০০ (স্কিলটা একটিভ করার জন্য হোস্টের মোট এনার্জির ৪০ ভাগ এনার্জি প্রয়োজন হবে।)
কুলডাউনঃ দিনে একবার। (স্কিলের লেভেল আপের সাথে কুলডাউনও কমতে থাকবে।)
××× ×××
এলেক্স যেটা দেখার চেষ্টা করছিলো সেটা দেখতে পেরেছে। ফলাফলে সে অনেকটা সন্তুষ্ট ছিলো। তাই এখানে সে অপেক্ষা না করে সামনের দিকে চলে গেলো।
* * * * *
প্যালেসের মধ্যে,
-> আমি তো ভেবেছিলাম এখানেই মনে হয় গেমটা শেষ হয়ে যাবে, কিন্তু এরকম কিছু দেখতে পারবো সেটা ধারনাও করতে পারি নি। এই ছেলেটার মধ্যে অনেক রহস্য রয়েছে যা আমাকে আস্তে আস্তে সব দেখতে হবে নিজের চোখে। মনে হয় না বেশ কিছু সময় আমি আর বোর ফিল করবো।
সিংহাসনের মধ্যে বসে থাকা মেয়েটা একটু মুচকি হেঁসে কথাটা বললো।
* * * * *
এলেক্স একের পর এক মনস্টার হত্যা করতে করতে একদম বস রুমের সামনে চলে এসেছে। এতোক্ষন পূর্বের মতো আর ভুল করে নি এলেক্স। ঘউল গুলোর কামড়ে কি হয় সেটা এলেক্স দেখতে পেরেছে তাই এলেক্স সিরিয়াস হয়েই ফাইট করেছে তাদের সাথে। ড্যানজনের সবগুলো মনস্টারের সাথে ফাইট করে এলেক্স পৌঁছে গিয়েছে ড্যানজনের বস রুমের মধ্যে। যেখানে এনরি, মিও এবং ক্রিস বন্ধি ছিলো। তাদেরকে উদ্ধার করাটা এলেক্সের মূল লক্ষ্য ছিলো না। বরং ড্যানজনের বস মনস্টারকে হারিয়ে লেভেল আপ করাটাই ছিলো এলেক্সের মূল প্লান। এলেক্স কোনো রকম কিছু চিন্তা না করেই বস রুমের মধ্যে প্রবেশ করলো।
[ভেবেছিলাম হয়তো এখানে কখনো আসতে পারবে না তোমরা। কিন্তু তোমাদের স্ট্রেন্থকে আসলেই সম্মান জানাতে হবে। এতো দূর আসার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এখন আর এই রুমের মধ্যে থেকে কেউ জীবিত ফিরতে পারবে না।]
একটা মনস্টার মুচকি একটা হাসি দিয়ে কথাটা বললো।
[আমি জানি আমাকে দেখে অবাক হবে। আমি আমার কুইনের বিশ্বস্ত বাটলার, সেই সাথে এই ড্যানজনের সবচেয়ে শক্তিশালী মনস্টার।]
এলেক্স এবং জেয়াবকে যে ব্যক্তি প্যালেসের গেইট থেকে ভিতরে নিয়ে গিয়েছিলো সে এখানে দাঁড়িয়ে ছিলো। এলেক্স অবাক হচ্ছে না, এই ব্যক্তিটাকে সে তখন থেকেই সন্দেহ করেছিলো। ইনফো স্কিলের মাধ্যমে এলেক্স হাজারের মধ্যে এখন যে কারো লেভেলই দেখতে পারে। সেখানে এই ব্যক্তির লেভেল এলেক্সের থেকে মারাত্মক উপরে ছিলো।
××× ইনফো ×××
নেইমঃ আডরিমা আও মুযিফা।
লেভেলঃ ৯৫০
স্পিসিজঃ ঘউল ভ্যাম্পায়ার।
××× ×××
এলেক্স পূর্বে তার থেকে একশো বা দুইশত লেভেল বেশি মনস্টারের সাথে ফাইট করেছে। এমনকি তার থেকে শক্তিশালী মানুষের সাথেও ফাইট করেছে। কিন্তু এই বারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ছিলো। এবার এলেক্সের সাথে ফাইট হচ্ছে একটা শক্তিশালী স্পিসিজের মনস্টারের যার অউরা কোনো ভাবেই এলেক্স অনুভব করতে পারছিলো না।
[তাহলে শুরু করা যাক আমাদের ফাইটটা।]
* * *
To Be Continued
* * *
কালকে ইনকোর্স পরীক্ষা সকালে। তাই বেশি করে লেখতে পারলাম না আজকে😅। ছোট হওয়ার কারণে দুঃখিত।