#Demon_King#
পর্ব:১৫৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
বিশাল একটা প্যালেস, যেটার অনেক গুলো ফ্লোর এবং ভবন রয়েছে। পুরো দুই কিলোমিটার জায়গা নিয়ে একটা বিশাল উঁচু বাউন্ডারি করা রয়েছে যার একদম মাঝখানে প্যালেস অবস্থিত। এই জায়গাটা খুবই অদ্ভুদ ছিলো। এর পূর্বে একই রকম ভাবে একটা জায়গাতে প্রবেশ করলেও সেটা এটার থেকেও অনেক ভিন্ন ছিলো। তাই এলেক্সের কাছে সব কিছুই একটু সন্দেহ জনক ছিলো।
❝প্রথমত প্রিন্সেস অফ ডার্কনেস এবং এইবার একজন কুইন, বুঝতে পারছি না এই জায়গার সাথে আমার কি সম্পর্ক রয়েছে যে প্রতিবার আমিই আসার সুযোগ পাচ্ছি।❞ (এলেক্স ভাবছে)
ঘউলদের জেনারেল যে একজন ভ্যাম্পায়ার ছিলো তার পিছন পিছন এলেক্স চলে আসলো প্যালেসের ভিতরে। প্যালেসের ভিতরে দেখার মতো তেমন কোনো কিছু ছিলো না। এই পুরো প্যালেসটা সম্পর্কে এলেক্সের সংক্ষিপ্ত একটা ধারণা ছিলো যার কারণে এইখানে কিরকম মনস্টার থাকতে পারে সেটার একটা ধারণা এলেক্স করেছে। কিন্তু এলেক্সের মূল চিন্তা এখানে নয়।
❝আমার সামনের ব্যক্তিটা একজন ভ্যাম্পায়ার। সে বলেছে আমার সাথে তার কুইন দেখা করতে চাচ্ছে। যার মানে আমার সাথে একটা ভ্যাম্পায়ার মনস্টারের সাথে দেখা হবে। কুইন হিসেবে তার লেভেল অবশ্যই বেশি হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স প্লান করে রেখেছে। সে এই পুরো প্যালেসটা ক্লিয়ার করবে। এলেক্সের প্লান একদম পারফেক্ট ছিলো। শুধুমাত্র তার প্লানের মধ্যে বাধ পরলো প্যালেসের মধ্যকার ক্রাউন রুমের মধ্যে প্রবেশ করে। বিশাল একটা ক্রাউন রুম যার একদম শেষ প্রান্তে মাঝবরাবর বিশাল সিংহাসন রয়েছে। সেটার সামনে দিয়ে লাল কাপড় দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যাতে সরাসরি উপরে উঠা যায়। সিংহাসনটা কিছুটা উঁচু জায়গায় বসানো রয়েছে। সিংহাসনে উঠার জন্য কয়েকটা সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে। সিংহাসনের উপরে একজন ব্যক্তি বসে ছিলো। এলেক্স ক্রাউন রুমের মধ্যে প্রবেশ করার পর দূর থেকে ভালো করে লক্ষ্য করে নি। তবে একদম সামনে এসে যখন সে দাঁড়ালো তখন দেখতে পারলো। এলেক্স মনে করেছিলো তার সামনের মনস্টারটা দেখতে ভয়ানক একটা ভ্যাম্পায়ার কুইন হবে কিংবা অন্য কিছু। তবে সিংসাহনের উপরে যে মেয়েটা বসে ছিলো সে দেখতে অনেকটা সুন্দরী ছিলো যা এলেক্সকে অবাকও করলো না।
-> স্বাগতম তোমাদের সবাইকে আমার বিশাল কিংডমের মধ্যে।
সিংহাসনের মধ্যে বসে থাকা মেয়েটা এলেক্স এবং জেয়াবকে কথাটা বললো।
-> আমি অনেকটা বোর ছিলাম এতোদিন। মনে হচ্ছে এবার কিছুটা এনজয় করতে পারবো আমি।
সিংহাসনে বসা মেয়েটা সিংহাসনের ডান পাশের হাতলে মাথা রেখে বাম পাশের হাতলের উপর দিয়ে পা দিয়ে শুয়ে কথাগুলো বলছিলো। তার সামনে আসার পরই এলেক্স এবং জেয়াবকে যে ভ্যাম্পায়ার এখানে নিয়ে এসেছে সে নিজের এক হাঁটু ভেঙে দিয়ে বসে সম্মান দেখাচ্ছিলো মেয়েটাকে। এলেক্স এবং জেয়াব দাঁড়িয়ে মাথা উচু করে তাকিয়ে ছিলো মেয়েটার দিকে।
-> খেলা শুরু করার পূর্বে মনে হচ্ছে আমাকে একটু শিক্ষা দিতে হবে।
মেয়েটার চোখ নীল কালারের ছিলো কিন্তু সেটা হঠাৎ করে ডান চোখটা লাল কালারের হয়ে গেলো। দুটো ভিন্ন চোখে তাকে অন্যরকম দেখাচ্ছিলো। শরীর থেকে পিঙ্ক পালারের একটা অদৃশ্য এনার্জি বের হচ্ছিলো যেটা জেয়াবকে আকৃষ্ট করতে পারলেও এলেক্স একদম স্বাভাবিক ছিলো।
এলেক্সের চরিত্রে,
এতোক্ষণ সব কিছু স্বাভাবিক অবস্থায় থাকলেও সিংহাসনের উপরে বাকা হয়ে বসে বা শুয়ে থাকা মেয়েটার একটা চোখ যখন লাল হলো তখন আমার পুরো শরীর ভারী হতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছিলো আমার শরীরের উপরে বিশাল একটা পাহাড় এসে পরেছে। পাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, জেয়াব একদম উপুড় হয়ে পরে গিয়েছে। আমার উপরে প্রেসার অনেক বেশি থাকলেও আমি আমার নিজের স্ট্রেন্থের মাধ্যমে নিজের এক হাঁটুতে পরে গিয়েছি। আমার উপরের প্রেসারটা অনুভব করেই আমি বুঝতে পেরেছি সেটা কি ছিলো। এমন একটা পাওয়ার যেটা অনেক শক্তিশালী হয়ে থাকে। তবে কথা সেটা না, মেয়েটাকে দেখে আমার কেনো মনে হচ্ছে তাকে আমি অনেক পূর্বে থেকেই জানি বা চিনি, অথচ তাকে পূর্বে আমি কখনো দেখি নি।
* * * * *
এলেক্স তার এক হাঁটুতে পরে গিয়েছে। অনেক চেষ্টার মাধ্যমে সে তার আরেকটা হাঁটু সামান্য উঁচু করে রাখতে পেরেছে। একটা বিশাল পাহাড় উপরে পরার মতো প্রেসার তার উপরে পরছিলো যা মূলত গ্রাভিটির পাওয়ার। এলেক্সের পুরো স্ট্যামেনার প্রয়োজন হচ্ছিলো শুধুমাত্র তার মাথাটা উঁচু করে রাখতেই।
-> ইন্টারেস্টিং। আমার এই সামান্য প্রেসারেও মাথা উঁচু করে রাখতে পারবে কেউ সেটা আমি কল্পনাও করি নি। যায়হোক আমাদের গেমটা তাহলে শুরু করা যাক এখন।
মেয়েটা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে বসলো। বসেই সে তার দুই হাত দিয়ে একটা করতালি দিলো। তার এক করতালিতে পুরো প্যালেস সে জায়গা থেকে অদৃশ্য হয়ে গেলো। জেয়াবের মাথা ফ্লোরের সাথে মিশে থাকার কারণে সে কিছুই দেখতে পারছিলো না। অন্যদিকে এলেক্স সব কিছুই দেখতে পারছিলো।
❝এটা কি কোনো রকমের টেলিপোর্টেশন স্পেল বা এবিলিটি ছিলো?❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্স, জেয়াব এবং সিংহাসনের উপরে বসে থাকা মেয়েটাই এক পলকের মধ্যে সে জায়গা থেকে অন্য কোনো একটা জায়গায় চলে এসেছে এটাই এলেক্স ভাবছিলো। জায়গা চেঞ্জ হওয়ার সাথে সাথে এলেক্সের উপরে যে প্রেসার নিক্ষেপিত হচ্ছিলো সেটা বন্ধ হয়ে যায়। এলেক্স মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলো। যে মেয়েটা এতোক্ষণ তার সামনেই বসে ছিলো সিংহাসনের মধ্যে সে এখন তার কিছুটা সামনেই ভাসমান ছিলো।
-> এই জায়গাকে হয়তো ড্যানজন বলা হয়। যার ভিতরে অনেক শক্তিশালী মনস্টার ছিলো, কিন্তু এখন তারা সবাই আমার সৈনিক। তোমাদের বাকি বন্ধুরা এই ড্যানজনের বস রুমের মধ্যে আটক রয়েছে। বসকে হত্যা করো এবং তাদের মুক্ত করে ফেলো। আমাদের আবার দেখা হবে আমার প্যালেসের মধ্যে।
কথাটা বলেই মেয়েটা সেখান থেকে উধাও হয়ে গেলো। এলেক্স বুঝতে পারলো সে আবারো টেলিপোর্টেশন স্কিল বা এবিলিটি ব্যবহার করেছে।
-> এলেক্স আমি বুঝতে পারছি না কিছুই। সে একটা মানুষ হয়ে এতো মনস্টারকে কিভাবে কন্ট্রোল করছে। আর বয়সের দিক দিয়েও তো মনে হয় না সে আমাদের থেকে বড় হবে। (জেয়াব)
মেয়েটার শরীর থেকে যে প্রেসার বের হচ্ছিলো সেটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই জেয়াব উঠতে পেরেছে। সে তার মাথা তুলে সামনে তার মতোই কিংবা কম বয়সী একটা মেয়েকে দেখে অনেক অবাক হয়েছে। জেয়াব আশা করে নি তাদের মতো বয়সী একটা মেয়ের কাছে এতো পাওয়ার থাকবে যে সে লক্ষ্য লক্ষ্য মনস্টার একসাথে কন্ট্রোল করতে পারবে। কোনো কিছুই জেয়াবের মাথায় ঢুকছিলো না।
❝মেয়েটা দেখতে সম্পূর্ণ মানুষের মতো ছিলো, তাই জেয়াব কিছুটা কনফিউজড এখানে। অবশ্য হবে না কেনো, এই ওয়ার্ল্ডে শুধুমাত্র মানুষ ব্যতীত অন্য কোনো স্পিসিজ বাস করে না। তাই জেয়াব তার অরিজিন সম্পর্কে জানবে না। একজন ভ্যাম্পায়ার অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। সবচেয়ে রয়েল ব্লাড ভ্যাম্পায়ার গুলোর বয়স অনেক ধীরে ধীরে পার হয়। তাই তাদের দেখতে ছোট মনে হলেও তাদের পাওয়ার অনেক বেশি থাকে। যেহেতু এরকম ভাবেই আমার সাথে আরোহীর সাক্ষাত হয়েছিলো যে অন্য কোনো এক ওয়ার্ল্ড মানে পৃথিবী থেকে এসেছে তাই আমি এবারও নিশ্চিত হয়ে বলতে পারছি যে এই মেয়েটাও অন্য কোনো এক ওয়ার্ল্ড থেকে এসেছে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ছিলো জেয়াব। এলেক্সের কিছু বলার অপেক্ষা করছিলো সে।
❝যদি বয়সের দিক দিয়ে আমি এলেক্সের থেকে এক বছরের বড় তারপরও আমাদের শক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই সময়ে এলেক্স যেটা বলবে আমাকে সেটাই করতে হবে।❞ (জেয়াব ভাবছে)
-> এই জায়গাটার মধ্যে অনেক রহস্য রয়েছে। যা এখানেদ দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় না আমরা সলভ করতে পারবো। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই সামনের দিকে হাঁটতে শুরু করলো।
-> আমার উপরে একটা পাহাড় চাপা দেওয়া হয়েছিলো এরকম ফিল হওয়ার কারণে মেয়েটা কি বলেছে সেটা আমি ভালো করে শুনতে পারি নি। তবে শেষে সে বলেছে এই পুরো ড্যানজনের মনস্টার গুলো তার কন্ট্রোলে রয়েছে। আমার মনে হয় না একটা মেয়ের দ্বারা এটা করা সম্ভব হবে। হয়তোবা আমাদের মতোই ভুলবশত সে এই জায়গার মধ্যে প্রবেশ করেছিলো এবং এখানে কোনো একটা আইটেম সংগ্রহ করে যেটা অন্যান্য মনস্টারদের কন্ট্রোল করতে পারে। আইটেমটা হয়তো লিজেন্ডারি কারেপ্টেড আইটেম হবে, যার কারণে মেয়েটা এখানে থেকেই মনস্টারদের দিয়ে খারাপ কাজ করাচ্ছে। এলেক্স আমাদের এই ড্যানজন দ্রুত ক্লিয়ার করে বাকিদের মুক্ত করতে হবে। (জেয়াব)
এলেক্স যেহেতু কিছু বলছিলো না, তাই এই সময়টা কাজে লাগিয়ে জেয়াব নিজের মাথা কাজে দিলো। যেটা এলেক্স শুনে বরবরের মতোই হাঁটতে লাগলো,
-> হয়তো। (এলেক্স)
এলেক্স আর কিছু বললো না। সে একদম চুপ রইলো। জেয়াব আরো অনেক কিছু চিন্তা করতে শুরু করলো। কিন্তু বেশিক্ষণ সময় আর পেলো না সে। তাদের সামনে বিশাল এক বাহিনী চলে আসলো। প্রায় কয়েক শত মনস্টার এলেক্স এবং জেয়াবের উপরের ঝাঁপিয়ে পরলো।
××× ইনফো ×××
নেইমঃ ঘউল মাংকি
লেভেলঃ ৩২০
এরা সাধারণত মাংকি মনস্টার ছিলো, যারা শক্তিশালী একজন ভ্যাম্পায়ারের ব্লাডের সংস্পর্শে এসে ঘউল মাংকি মনস্টারে পরিণত হয়েছে। এদের স্বভাব সম্পূর্ণ আনডেড এর মতোই।
××× ×××
❝মনে হচ্ছে আমার এবং মুনের লেভেল অনেকটা বৃদ্ধি পাবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স এই রহস্যময়ী জায়গার মধ্যে কিভাবে আসলো সেটা চিন্তা না করে এখন তার সম্পূর্ণ ফোকাস প্রয়োগ করলো তার সামনের মনস্টারের দিকে।
-> আমি যাচ্ছি সামনে। পিছনে একটা সুরক্ষিত জায়গার মধ্যে লুকিয়ে পরো তুমি। (এলেক্স)
এলেক্স হঠাৎ জেয়াবকে এমন একটা কথা বললো যা জেয়াবের প্রাইডে লাগলো। একজন অউরা ইউজার হিসেবে তার কর্তব্য সামনে থেকে ফাইট করার। সামনে শত শত মনস্টার দাড়িয়ে আছে যাদের লেভেল জেয়াবের থেকেও বেশি যেটা এলেক্স দেখেই বুঝতে পারছিলো। এলেক্স এজন্যই জেয়াবকে এক পাশে লুকিয়ে থাকতে বলেছে যা কেনো বলেছে সেটা জেয়াব নিজেও বুঝতে পেরেছে। সে এলেক্সের মতো নিজের লেভেল না দেখতে পারলেও মনস্টার গুলোর শরীর থেকে বের হওয়া লাল অউরা দেখেই বুঝতে পারছিলো তারা জেয়াবের থেকেও শক্তিশালী ছিলো। এরপরও জেয়াবের খারাপ লাগছিলো কারণ এক টিমের হওয়ার সত্ত্বেও জেয়াব এখানে শুধু লুকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবে না।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স তার একটিভ স্কিল ব্লিংক ব্যবহার করে শত শত মনস্টারের একদম মাঝখানে টেলিপোর্ট হয়ে গেলো। ডান হাতে মুন ড্যাগার নিয়ে একটা ঘউল মাংকির ঠিক মাথা বরাবর এট্যাক করলো। এলেক্সের এট্যাকে তার আশেপাশের সব কিছু আস্তে আস্তে জমতে শুরু করলো। মুন ড্যাগারের স্পেশাল এট্রিবিউট একটিভ হওয়ার কারণে এলেক্স তার আশেপাশের সকল মনস্টারকে জমিয়ে দিলো। এখনো অনেক মনস্টার ছিলো যার একসাথে এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরার চেষ্টা করছিলো।
(একটিভ স্কিলঃ ডার্ক ফায়ার)
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। ডার্ক ফায়ার এমন একটা স্কিল যা এলেক্স অনেক পূর্বে পেলেও এটার ব্যবহার খুব কম করেছে। ডার্ক এট্রিবিউট এবং ফায়ার এট্রিবিউট মিলিয়ে এলেক্স কালো কালারের ফায়ার তৈরি করতে পারলেও সেটা এই স্কিলের কাছেও আসতে পারবে না। এলেক্সের ডার্ক ফায়ার স্কিলটা অনেক স্পেশাল। যদিও পূর্বে তার লেভেল এবং ইনটেলিজেন্স কম হওয়ার কারণে সে পূর্ণ পাওয়ারে সেটাকে ব্যবহার করতে পারে নি। কিন্তু এখন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এলেক্সের ডান হাতে মুন ড্যাগার ছিলো। বাম হাতে উজ্জ্বল কালো কালারের আগুন উজ্জ্বলিত হলো। এলেক্স শুধু তার বাম হাতেই নয় বরং ডার্ক ফায়ারটা তার মুন ড্যাগারের ব্লেডের চারদিক দিয়েও চ্যানেল করালো। সব গুলো মনস্টার এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরেছে। দূর থেকে জেয়াব চেঁচিয়ে উঠলো। জেয়াবের পুরো শরীর কাঁপতে শুরু করেছে। তারপরও সে এগিয়ে গেলো এলেক্সের কাছে। ঠিক তখনি একটা ছোট ব্লাস্টের শব্দ হলো। এলেক্সের উপরে যত গুলো মনস্টার ঝাঁপিয়ে পরেছিলো তারা এক এক করে ছিটকে দূরে পরতে শুরু করলো। এলেক্স তার বাম হাত দিয়ে অনেক জোড়ালো ভাবে একটা পান্স দিয়েছে মাটিতে, যার শক ওয়েবে সবাই ছিটকে পরেছে। সবার শরীরে ডার্ক ফায়ারের অংশ লেগে গিয়েছে যা কোনো ভাবেই নিভে যাওয়ার নাম নিচ্ছিলো না।
(একটিভ স্কিলঃ কুইক মুভমেন্ট)
এলেক্স তার হাতের মুন ড্যাগারকে শক্ত করে ধরে প্রতিটা মনস্টারের দিকে এগিয়ে গেলো। এলেক্সের স্পিড এতো বেশি ছিলো যে জেয়াব এলেক্সের সামনে এসে দাঁড়ানোর পর আশে পাশের শত শত মনস্টার গুলোকে নিচে পরে থাকে দেখলো। সব গুলো মনস্টারের শরীর ডার্ক ফায়ারে পুড়তেছিলো, যা বেশিক্ষণ লাগলো না একদম নিশ্চিহ্ন হতে।
-> এলেক্স! আমাকে শক্তিশালী হতে হবে। আমি এভাবে থাকতে চাই না আর। এভাবে এক জায়গায় লুকিয়ে নিচের বন্ধুকে জীবন বাজি রেখে একা ফাইট করা দেখতে আমার দ্বারা আর হচ্ছে না। (জেয়াব)
-> ঠিক আছে। (এলেক্স)
এলেক্স শুধু ঠিক আছে বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানে জেয়াব কি বলবে কিছুই বুঝতে পারছিলো না। সে ভেবেছিলো কোনো না কোনো ভাবে হয়তো এলেক্স এখানে তার সাহায্য করবে কিন্তু এমন কোনো কিছুই এলেক্স করে নি। তাই কিছুটা হতাশ হয়েছে জেয়াব।
-> তোমার কাছে যে স্ট্রেন্থ রয়েছে তাতে এই ড্যানজনের একটা মনস্টারের সাথে কখনোই একা ফাইট করে জিততে পারবে না। কিন্তু তেমার এনচান্টমেন্ট ব্যবহার কৃত সোর্ডটা সঠিক ভাবে ব্যবহার করলে একটা কেনো এক সাথে বেশ কিছু মনস্টার হত্যা করতে পারবে। (এলেক্স)
এলেক্স হঠাৎ জেয়াবকে তার এনচান্টমেন্ট সোর্ডের কথা মনে করিয়ে দিলো। ব্লু কিংডমের টুর্নামেন্টের শুরুতে এলেক্স সবার একটা করে আইটেম নিয়ে সেগুলো স্পেশাল কোনো ম্যাজিক ব্যবহার করেছিলো যেটা সম্পর্কে কারোরই তেমন একটা ধারণা ছিলো না। আইটেম গুলো এলেক্স যখন সবাইকে ফেরত দেই তখন সবাই অবাক ছিলো, কারণ প্রতিটা আইটেমের মধ্যেই কিছু না কিছু স্পেশাল পাওয়ার ছিলো। জেয়াব একজন ফায়ার অউরা ইউজার যার কাছে ডার্ক অউরা এট্রিবিউটও রয়েছে। কিন্তু সবাই এলেক্সের মতো স্পেশাল না হওয়ার কারণে ডার্ক এট্রিবিউট ব্যবহার করতে পারে না। ঠিক তেমনি দুটো এট্রিবিউট থাকার পরও জেয়াবকে সব সময় ফায়ার এট্রিবিউটই ব্যবহার করতে হয়েছে বা হয়। তার সমবয়সী সবার একের অধিক এট্রিবিউট থাকার কারণে তারা শক্তিশালী হতে পেরেছে দ্রুত কিন্তু জেয়াব ডার্ক এট্রিবিউটের কারণে তেমন কিছু একটা করতে পারছে না নিজের স্ট্রেন্থ বৃদ্ধির জন্য। ঠিক এই সময়ে এলেক্স জেয়াবকে তার আইটেমের কথা মনে করিয়ে দিয়েছে। যা মনে পরতেই জেয়াব কিছুটা কনফিডেন্স ফিরে পেলো।
* * * * *
প্যালেসের মধ্যে,
বিশাল প্যালেসের সিংহাসন রুমে একটা মেয়ে বসে আছে পায়ের উপরে পা তুলে। তার সামনে একটা গোলাকার বল ছিলো যার মধ্যে ম্যাজিকের সাহায্যে ড্যানজনের মধ্যে গঠিত সবগুলো জিনিসই দেখা যাচ্ছিলো।
-> আমি ভেবেছিলাম আমি সঠিক সময়ে চলে এসেছি, কিন্তু কে জানতো যে টাইম ট্রাপের মধ্যে পরেছিলো আমার ইউনিভার্স। এজন্য আমার যে সময়ে যাওয়ার কথা আমি তার থেকেও অনেক পূর্বের সময়ে চলে এসেছি। প্রথমে এই জায়গায় আটকা থেকে ভেবেছিলাম হয়তে আমার কাঙ্খিত স্বপ্নের ডেস্টিনি চেঞ্জ হয়েছে। কিন্তু এতো সময় এখানে আটকা থাকার পরে যখন আমি তোমাকে দেখতে পেরেছি তাই আমাকে পরীক্ষা করতে হবে আদৌও আমার ডেস্টিনিতে কেনো তুমি।
সিংহাসনের উপরে বসে মেয়েটা নিজের সাথেই নিজেই কথা বলছিলো যা দেখার মতো কেউ ছিলো না। সে গোল বলের মধ্যে এলেক্স এবং মনস্টারের ফাইট লক্ষ্য করছিলো।
-> আমি গেমটাকে আরো সময় নিয়ে চালানোর কথা মনে করেছিলাম কিন্তু আমি এই জায়গাতে বেশিক্ষণ থাকতে পারবো না তাই বেশি ইন্টারেস্টিং করে লাভ হবে না।
* * * * *
ড্যানজনের মধ্যে,
এলেক্স এবং জেয়াব কোথায় থেকে কোথায় এসেছে সেটা জানে না। একটা জিনিসই তারা জানে এখন যেখানে আছে তারা সেটা একটা ড্যানজন। আর ড্যানজন বলতে এলেক্স একটা জিনিসই জানে, সেটা হলো লেভেল আপ করার সুযোগ। এলেক্স এবং জেয়াব ড্যানজনের ভিতরে একটু এগিয়ে যাওয়ার পর আরো মনস্টারের সাথে সাক্ষাত করতে পারলো। যাদের সাথে ফাইট করার জন্য জেয়াব প্রস্তুত থাকলেও এলেক্স তার মুন ড্যাগার এবং ডার্ক ফায়ারের সাহায্যে একের পর এক মনস্টারকে হত্যা করতে শুরু করলো। প্রথমত এলেক্সের স্পিড কারণে কোনো মনস্টারই তাকে এট্যাক করতে পারছিলো না এবং স্ট্রেন্থের কারণে প্রতিটা মনস্টারকে হত্যা করতে মাত্র একটা এট্যাকই লাগছিলো।
❝মুন ড্যাগারের আনডেড দের উপরে বেশি ড্যামেজ দেওয়ার কারণে সব কিছু দ্রুত শেষ হয়ে যাচ্ছে।❞ (এলেক্স ভাবছে)
❝আমি ভাবছিলাম এখানে কিছু একটা করবো কিন্তু আমার মনে হচ্ছে না আমার কিছু করতে হবে।❞ (জেয়াব ভাবছে)
এলেক্স একাই সব মনস্টার আবারো হত্যা করে দিচ্ছিলো যা সাধারন দিক দিয়ে দেখতে গেলে প্রায় অসম্ভব ছিলো। জেয়াব বুঝতে পারছিলো না এলেক্স এতোটা শক্তিশালী কিভাবে হলো? পূর্বের এলেক্স আর এখনকার এলেক্সের মাঝে কোনো রকম মিল দেখতে পারছে না জেয়াব।
-> সিক্রেট কিংডমের প্রিন্স হওয়ার কারণে তুমি জন্মগত ভাবে শক্তিশালী হবে এটা তো সবাই চিন্তা করবেই। তাহলে কি এতোদিন নিজের পাওয়ার গোপন রাখার চেষ্টা করেছো এলেক্স? (জেয়াব)
কথাটা খুব আস্তে আস্তে জেয়াব বললো। জেয়াব জানে এলেক্স অনেকটা শক্তিশালী, আস্তে আস্তে এলেক্স তার পাওয়ার পূর্বে দেখিয়েছে। কিন্তু একই সাথে এতোগুলো মনস্টারের সাথে কোনো রকম ক্লান্ত না হয়ে ফাইট করা যে এলেক্সের জন্য সম্ভব হবে সেটা চিন্তাও করে নি জেয়াব। জেয়াব চিন্তা মগ্ন ছিলো ঠিক সেই সময়েই তার পিছন থেকে একটা ঘউল মাংকি ঝাঁপিয়ে পরলো তার উপরে। পিঠের উপরে লাফ দিয়ে পরে শক্ত করে ধরে ফেললো জেয়াবকে। ধরার সাথে সাথেই জেয়াবের ডান হাতের কাঁধ বরাবর ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়ে দিলো।
"আহহহহহহ"
জেয়াব চিল্লিয়ে উঠলো। তার শরীরে অনেক যন্ত্রনা করতে শুরু করলো। ডান হাতে হালকা বোধ হারাতে শুরু করলো সে। ঠিক এই সময়ে ডান হাতে থাকা সোর্ডটাকে উল্টো করে ধরে সেটার ব্লেড এর শেষ প্রান্ত জেয়াব পিছনের মনস্টারের মাথার মধ্যে ঢুকিয়ে দিলো।
(লাইটনিং স্পেলঃ লাইটনিং স্ট্রাইক)
জেয়াবের সোর্ড এনচান্টমেন্ট করার পরে সেটার লাইটনিং এট্রিবিউট আনলক হয়েছে। জেয়াব চাইলে তার সোর্ডের মাধ্যমে লাইটনিং স্পেল ব্যবহার করতে পারবে, যেটা সম্পর্কে তার একটুও মনে ছিলো না। এলেক্স মনে করিয়ে দেওয়ার পরে সে নিজের ভুলটা অনেক দিন পরে বুঝতে পারলো। জেয়াবের ব্লেড ঘউল মাংকির মাথার ভিতরে ঢুকার পর জেয়াব তার স্পেল ব্যবহার করলো। ঠিক এই সময়েই পুরো ঘউলের শরীরটা ব্লাস্ট হয়ে গেলো ভিতর থেকে্ ঘউল মাংকি এক ধরনের আনডেড মনস্টারে পরিণত হয়েছে। আর প্রতিটা আনডেড মনস্টারের দুর্বলতা হলো লাইটনিং এট্রিবিউট। জেয়াবের লেভেল কম হলেও তার সোর্ডের লাইটনিং এট্রিবিউটের কারণে সে এখানে জয়ী হতে পেরেছে একটা মনস্টারের সাথে।
-> হ্যাঁ আমিও দুর্বল না। ভয় পেলে চলবে না। কিছুটা সাহস দেখাতে পারলে এক সময়ে আমিও শক্তিশালী হতে পারবো। (জেয়াব)
হাসি মাখা মুখে বিজয়ের একটা হাসি নিয়ে জেয়াব পরে গেলো চিৎ হয়ে। সে ঘউল মনস্টারকে হারাতে পারলেও ঘউল মনস্টারের থেকে মারাত্মক একটা এট্যাক প্রাপ্ত হয়েছে। একটা কামড় মনে হলেও সেটাই যথেষ্ট ছিলো একজন সুস্থ মানুষকে হত্যা করার জন্য। যা সম্পর্কে জেয়াব জানেই না। শুধু জেয়াব কেনো, সেটা সম্পর্কে এলেক্স নিজেও জানে না। প্রথমে জেয়াবের ডান হাত কিছুটা কাঁপতে শুরু করলেও এখন তার পুরো শরীর আস্তে আস্তে প্যারালাইস হয়ে গিয়েছে। শরীরকে কোনো ভাবে নারাতে পারছিলো না জেয়াব।
এলেক্স সব গুলো মনস্টারকে হত্যা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু জেয়াবকে পাশে না দেখে পিছনের দিকে লক্ষ্য করলো। জেয়াব ফ্লোরের উপরে পরে ছিলো কোনো রকম মুভমেন্ট না করেই। এলেক্স এগিয়ে গেলো সামনের দিকে। এলেক্সের পায়ের শব্দ শুনতে পেলো জেয়াব। সে বুঝতে পারছিলো না এখানে কি বলবে সে। প্রথম থেকে এই পর্যন্ত একটা সাইড ক্যারেক্টার হয়ে থেকেছে সে যার দিকে কেউ কখনো নজর দেই নি। এখানে সে মারা গেলে কেউ মনেই করবে না যে জেয়াব নামে কেউ বেঁচে ছিলো।
-> এলেক্স মনে হচ্ছে আমার যাত্রা এখানেই শেষ। আমি হয়তো আর তোমাদের সাথে এই যাত্রায় অংশ গ্রহন করতে পারবো না। (জেয়াব)
জেয়াব নিজেকে শক্ত করে কথাটা বললো। এলেক্স জেয়াবের কোনো রকম কথায় কান দিলো না। সে নিজের ইনভেন্টরির মধ্য থেকে একটা কাঁচের বোতল বের করলো, বোতলটা বের করে সেটা খুলে ভিতরে থাকা তরলটা জেয়াবের মুখে ঢেলে দিলো। এলেক্স জেয়াবকে যে জিনিসটা খাওয়ালো সেটা একটা হিলিং পোশন ছিলো, যা এই ওয়ার্ল্ডের আলকেমিস্ট বানিয়ে থাকে। বিভিন্ন ধরনের পোশন হয়ে থাকে যা দ্বারা বিভিন্ন অস্বাভাবিক অবস্থা হিলিং করা যায়। এলেক্স মাত্র যে পোশন ব্যবহার করলো সেটা দিয়ে জেয়াবের প্যারালাইস অবস্থা ঠিক হয়ে যাওয়ার কথা ছিলো কিন্তু সেটা হলো না। জেয়াবের অবস্থার কোনো পরিবর্তন হলো না।
-> মনে হচ্ছে হিলিং পোশনও আমাকে বাঁচাতে পারবে না। আমি অনুভব করতে পারছি এলেক্স, আমার শরীর থেকে আমার সউল বেরিয়ে যেতে চাচ্ছে। এই মনস্টার গুলো সাধারণ কোনো জিনিস নয়। আমি শুধু চাইবো তুমি সাবধানে থাকো এবং বাকিদের সুরক্ষিত রাখো। (জেয়াব)
জেয়াবের সারা শরীর যন্ত্রনা করছিলো। সে নিজের শরীর নাড়াতে পারছিলো না, সেই সাথে তার সেন্সও হারিয়ে ফেলছিলো। জেয়াব তার চোখ বন্ধ করে ফেললো। এই সময়ে তার শরীরও আস্তে আস্তে সে জায়গা থেকে বিলীন হতে শুরু করলো।
-> আমি চাচ্ছিলাম না কারো সামনে এমন কিছু ব্যবহার করতে। (এলেক্স)
(ক্যারেক্টার চেঞ্জঃ বিলজবাব)
এলেক্স প্রথম বারের জন্য তার সাইড ক্যারেক্টার বিলজবাবে চলে আসলো। বিলজবাবের সকল স্মৃতি এলেক্সের মাথায় ঘুরপাক খেতে লাগলো। বিলজবাব তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে দাঁত দিয়ে কামড় দিয়ে একটু ক্ষত তৈরি করলো। উক্ত ক্ষত থেকে ব্লাড বের হচ্ছিলো না। জেয়াব তার মুখ হা করা অবস্থাতেই পরে ছিলো। এই সময়ে বিলজবাব তার হাতটা সামনের দিকে এগিয়ে ধরলো। হাতের ক্ষত থেকে এক ফোঁটা ব্লাড বের হয়েই সেই ক্ষত ঠিক হয়ে গেলো। বিলজবাবের ব্লাডটা একদম জেয়াবের মুখের মধ্যে গিয়ে পরলো। পরার সাথে সাথে তার পুরো শরীর একটা কালো আবরণের মধ্যে আটকে গেলো।
-> তাহলে মুন এবং সানের পরে আমার ষষ্ঠ অ্যাটেনডেন্ট বানিয়ে নিলাম। (বিলজবাব)
* * * * *
প্যালেসের মধ্যে,
প্যালেসের মধ্যে সিংহাসনের উপরে বসে থাকা মেয়েটা এলেক্সের কৃত কাজটা দেখে অনেক বড় একটা শকের মধ্যে ছিলো। এলেক্স হঠাৎ ট্রান্সফর্ম হয়েছে যেটা এলেক্স ছিলো না বরং এলেক্সের মতোই কেউ ছিলো যা সাধারণ ভাষায় বলতে গেলে অনেকটা কনফিউজড বিষয় লাগছিলো মেয়েটার জন্য।
-> তাহলে কি এই কারণেই আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসেছে?
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।