আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ১৫৮

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#

পর্ব:১৫৮

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.

       টাওয়ার অফ গ্লাটোনি,

দশ তম ফ্লোরের একটা বিশাল জায়গা নিয়ে ব্যারিয়ার তৈরি করা হয়েছে। ব্যারিয়ার টা শুধুমাত্র সাইডের দিকে থাকার ফলে একটা দেওয়াল বলা যায় সেটাকে। উপরের দিকে কোনো রকমের ব্যারিয়ার ছিলো না তাই যে কেউ চাইলেই উপর দিয়ে ব্যারিয়ারের ভিতরে এবং বাইরে আসা যাওয়া করতে পারবে। কিন্তু সেটা এতোটাও সহজ নই। ব্যারিয়ার অনেক উঁচু পর্যন্ত তৈরি হওয়ার ফলে কাউকে বাইরে থেকে ভিতরে কিংবা ভিতর থেকে বাইরে আসা যাওয়ার জন্য উড়তে হবে। আর একমাত্র উচ্চ লেভেলের ম্যাজিসিয়ান ব্যতীত উড়তে উড়তে পারাটা সহজ কোনো বিষয় না। যদিও আইটেম রয়েছে যেগুলো দিয়ে উড়া সম্ভব তারপরও সেগুলো অনেক রেয়ার একটা জিনিস, যা এরকম একটা টুর্নামেন্টের ভিতরে দেখা দুর্লভ। তাছাড়া ভিতরে থাকা কারো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এজন্য উপর দিয়ে কোনো রকম ব্যারিয়ার তৈরি করা হয় নি।

এলেক্স মাত্র একটা ফাইট শেষ করেছে। তার সিস্টেমের সাহায্যে খুব সহজেই এলেক্স তার বিপক্ষ টিমের লিডারকে হারিয়ে দিয়েছে। মূলত একটা টিম ফাইট হওয়ার কথা ছিলো যেখানে এলেক্সের টিম ড্যানিয়েলের টিমের সাথে ফাইট করবে। কিন্তু এলেক্স এবং ড্যানিয়েল এর ফাইট এতোটা দ্রুত শেষ হয়েছে যে বাকিরা সময়ও পায় নি তাদের ফাইট করার জন্য। এলেক্স ড্যানিয়েলকে রেখেই তার নিজের মতো হাঁটতে শুরু করেছে। এখানে ড্যানিয়েল তার পুরো পাওয়ার ব্যবহার করে নি। নিজের ফুল পাওয়ার ব্যবহার করলে সে এলেক্সকে অনেকটা ঝুঁকিতে ফেলে দিতে পারতো। কিন্তু যেহেতু এলেক্স ড্যানিয়েলের টার্টেলের খোলসটাকে ড্যামেজ করতে পেরেছে তাই একবার এলেক্স তার ড্রাগনকে সাম্মন করলেই ড্যানিয়েলের আর কোনো রকম জেতার সম্ভবনা ছিলো না। এই দিক দিয়ে বিবেচনা করে ড্যানিয়েল হার মেনে নিয়েছে।

      ❝শেষ সময়ে প্রিন্স কি বললো সেটা আমার মাথায় কিছুই ঢুকলো না।❞ (ড্যানিয়েল ভাবছে)

ড্যানিয়েলের টার্টেলের খোলসে এলেক্স আঘাত করে যখন সেটা ভেঙে ফেলেছিলো তখন এলেক্স আর কোনো এট্যাক করে নি। বরং একটা কথা বলে ড্যানিয়েলকে যেটা শোনার পরই মূলত ড্যানিয়েলের আর এলেক্সের সাথে ফাইটের কোনো ইচ্ছা ছিলো না। ড্যানিয়েল এখনো সেটা নিয়েই ভেবে যাচ্ছে। অন্যদিকে দুটো ডিভাইন বিস্টের মধ্যে ফাইট সচারচর দেখা যায় না বলে তাদের দুই টিমেরই বাকি আটজন একে অপরের সাথে ফাইট না করে নিজেদের লিডাদের ফাইট দেখা নিয়ে ব্যস্ত ছিলো। যেহেতু ড্যানিয়েলের টিমের লিডার ড্যানিয়েল হার মেনে নিয়েছে তাই পরে তার টিমের কেউই আর ফাইটে অংশ নেই নি। 

এলেক্স হেঁটে চলে এসেছে ড্যানিয়েলের টিমের থেকে অনেকটা দূরে। এলেক্সের সাথে এনরি, মিও, জেয়াব এবং ক্রিসকেও আসতে হয়েছে। যেহেতু সেখানে আর কোনো রকম ফাইট হয় নি তাই ক্রিস কিছুটা বিরক্ত অনুভব করতেছে। বিরক্তের সাথে সাথে সে বুঝতে পারলো,

      ❝সময়ের সাথে সাথে এলেক্স শক্তিশালী হচ্ছে। এখন তো ওর স্ট্রেন্থ আমার থেকেও অনেক বৃদ্ধি পেয়েছে হয়তো। এটা সঠিক সময় নয়। নাহলে আমি এখনি ওর সাথে ফাইট করে দেখতাম আসলেই কতটা পার্থক্য আমাদের মধ্যে এখন রয়েছে।❞ (ক্রিস ভাবছে)

এলেক্স সামনে হেঁটে যাচ্ছিলো নিজের ম্যাজিক সেন্স স্কিলটা ব্যবহার করে। সবাই তার পিছনে ছিলো এমতাবস্থায় পুরো দশম ফ্লোর কেঁপে উঠলো। মনে হচ্ছিলো একটা ভূমিকম্প হয়েছে যেটা টাওয়ারের মধ্যে এই পর্যন্ত একবারও দেখা যায় নি। অবশ্য কিছু কিছু বস রয়েছে যারা এতোটা শক্তিশালী যে মাটি কাঁপাতে পারে তারা। কিন্তু পুরো একটা ফ্লোর যে কেঁপে উঠবে এরকম কোনো বসের পাওয়ারই দেখা যায় নি এখনো। টুর্নামেন্টের ব্যারিয়ার এরিয়া এবং এরিনা প্রায় কাছাকাছি ছিলো তাই সেখানে থাকা সবাই মনে করেছে হয়তো কোনো বড় সড় কিছু একটা না হয়ে আশে পাশেরই কোনো ড্যানজনের বস মনস্টারের ইফেক্ট হবে এটা। কারণ প্রথম রাউন্ডের প্রথম স্টেজেও বস ফাইটের সময় একটা ভূমিকম্পের দেখা দিয়েছিলো যেটা কিছুটা জায়গা শুধু কম্পিত করেছিলো। 

যায়হোক আমরা আসল বিষয়ে ফিরে যায়, এবারের ভূমিকম্পটা একটু ভয়ানক ছিলো।

      ❝আমার মনে হচ্ছে একই সাথে অনেক কিছু হয়ে গিয়েছে।❞ (এলেক্স ভাবছে)

দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থায় ছিলো না। প্রায় অনেকেই মাটিতে পরে গিয়েছে ভূমিকম্পের কারণে। অনেক গাছপালা আপনাআপনিই পরে গিয়েছে নিচে। এলেক্স এবং তার পুরো টিম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলো। মাটি কম্পনের কারণে তারা একে অপরের সাথে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিলো। 

-> কেউ কি আমাদের উপরে এট্যাক করছে? (এনরি)

-> মাটি কম্পিত হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা ঔ আর্থ এট্রিবিউটরের কাজ। (ক্রিস)

ক্রিস দাঁতে দাঁত লাগিয়ে রেগে কথাটা বললো। কিন্তু এলেক্স বরাবরের মতো চুপ ছিলো। তার হঠাৎ মনে হলো এটা সাধারণ কোনো ভূমিকম্প ছিলো না। 

-> মনে হয় কমে গিয়েছে। (জেয়াব)

ভূমিকম্পটা কমে গেলো। পাঁচজনের পিঠ একে অপরের থেকে কিছুটা আলাদা হলো ঠিক তখনি তারা যেখানে দাঁড়িয়ে ছিলো সেখানের মাটিতে ফাটল ধরলো। এলেক্স তার ব্যাটেল সেন্স প্যাসিভ স্কিলের মাধ্যমে প্রথমেই বিষয়টা খেয়াল করতে পারলো। তবে এখানে বাকিদের সাহায্য করার মতো কোনো ভাবনা তার মনে আসলো না। 

     (একটিভ স্কিলঃ কুইক মুভমেন্ট)

এলেক্সের স্পিড বৃদ্ধি পেলো তার কুইক মুভমেন্ট স্কিলের কারনে। এলেক্স তার বৃদ্ধি পাওয়া স্পিডের সাহায্যে দ্রুত সরে গেলো ফাটলের জায়গা থেকে। এনরি, মিও, ক্রিস এবং জেয়াব চারজনই বুঝতে পারলো না তাদের সাথে কি হলো। তারা লক্ষ্যও করে নি যে এলেক্স তাদের পাশ থেকে সরে গিয়েছে। মাটির ফাটল খুব দ্রুত একটা বিশাল গর্তের তৈরি করলো যার মধ্যে চারজন পরে গেলো। 

-> গর্তটা দেখে আমার পুরাতন কিছু মনে পরছে। (এলেক্স)

এলেক্স হেঁটে হেঁটে গর্তের পাশে এসে দাঁড়ালো। ডান হাত দিয়ে সে চোখের উপরে হাত দিয়ে নিচে স্পষ্ট ভাবে দেখার চেষ্টা করলো। অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিলো না। ঠিক সেই সময়ে তার রিং এর মধ্য থেকে জিডুরীর কথা শুনতে পেলো এলেক্স।

     [মাস্টার?]

-> হ্যাঁ? (এলেক্স)

     [মাস্টার আরোহী কিছু একটা বলতে চাচ্ছে আপনাকে।]

-> ঠিক আছে। (এলেক্স)

বিলজবাবের কাহিনির পর থেকে জিডুরীর সাথে কোনো রকম কথা হয় নি এলেক্সের। এবারো হয়তো কথা হতো না যদি না আরোহী কিছু বলতে না চাইতো। আরোহীকে এমন একটা জায়গার মধ্যে পাঠিয়েছে এলেক্স যেখান থেকে এলেক্সের অনুমতি ছাড়া সে বের হতে পারবে না। এমনকি কথাও বলতে পারবে না এলেক্সের সাথে। যা এলেক্সের জন্য কিছুটা ভালো হয়, কারণ সে আরোহীর বকবক শুনতে পছন্দ করে না। এলেক্স আরোহীকে বের করে দিলো তার রিং এর মধ্য থেকে।

-> তুমি আসলেই পচা তুমি কি জানো? এই জন্যই আজ পর্যন্ত তোমার কোনো গফ হয় নাই। আমি শুধু ভাবছি ভবিষ্যতে আমাকে কতটা কষ্ট করতে হবে সেটা নিয়ে। (আরোহী)

এলেক্স কোনো রকম ইমোশন হীন চেহারা নিয়ে তাকিয়ে ছিলো আরোহীর সাথে।

-> তোমার সাথে সিরিয়াস কিংবা মজার যেকোনো কথা বলায় বৃথা। কি দিয়ে যে তোমাকে বানানো হয়েছে সেটায় বুঝি না। (আরোহী)

-> কিছু বলতে চাচ্ছিলে মনে হয়? (এলেক্স)

-> ও হ্যাঁ এই গর্তটা দিয়ে আমি কিছুটা এনার্জি অনুভব করতে পারছি। এটা ঠিক সেই এনার্জি যেটা আমাকে যেখানে বন্ধি করেছিলো সেই জায়গার মতোই। (আরোহী)

-> তাহলে মনে হচ্ছে এটা সেই একই জায়গা। আর সেখানে যাওয়ার কোনোরকম ইচ্ছা আমার নেই। তাদের সাথে মিও আছে তাই আমি নিশ্চিত তারা নিজেরাই সে জায়গা থেকে ফিরে আসতে পারবে। (এলেক্স)

-> না এটা সেই জায়গা না। ভিতরের এনার্জি সেরকম হলেও আমি ভিতরে আরো মারাত্মক একটা এনার্জি অনুভব করছি। আমার কেনো জানি মনে হচ্ছে সে এনার্জি আমাকে ডাকছে ভিতরে। (জিডুরী)

-> আচ্ছা বুঝতে পারছি। তোমার আর কাজ নেই তাহলে। (এলেক্স)

-> এই না না আমি আর ঔ জায়গায় যাচ্ছি না। (আরোহী)

আরোহীর কথা না শুনেই এলেক্স তার রিং দিয়ে আরোহীকে স্পর্শ করিয়ে ভিতরে প্রবেশ করিয়ে নিলো। অবশ্য এখানে আরোহী প্রবেশ করতে পারতো না। যেহেতু তার নিজস্ব বাস্তব কোনো শরীর নেই তাই সে যেকোনো সউল কালেক্টর আইটেমের মধ্যেই থাকতে পারবে। রিং অফ বিলজবাব এমন একটা রিং যার মধ্যে জিডুরীর সউল বন্ধী আছে। সেই হিসেবে যেহেতু আরোহী এখন একজন স্পিরিট তাই তার বডিও সেখানে প্রবেশ করানো কোনো ব্যাপারই নয়। প্রথমবারই শুধু আরোহীর পারমিশন দরকার পরবে। এরপর এলেক্স জোর করেই আরোহীকে রিং এর ভিতরে কিডন্যাপ করে রাখতে পারবে। রিং এর ভিতরে আরোহী,

-> আমি ভাবলাম কিছুটা সময় ওর সাথে বাইরে কাটাবো, কিন্তু বদমাইশ লোকটা আমাকে ভিতরেই পাঠিয়ে দিলো। থাক এতে আমারই ভালো হইলো। আমি তো আরো অনেক গুলো গল্প পড়তে পারবো। জিডুরী তোমার মাস্টার জীবনে এতো রোমান্টিক গল্প পড়েছে কিভাবে সেটা তো আমি বুঝতেই পারছি না। (আরোহী)

     [সেটা আমারও প্রশ্ন প্রিন্সেস আরোহী।]

-> এবার তো আমি কনফার্ম হয়েছি সে কোনো না কোনো ভাবে হয়তো পৃথিবীতে গিয়েছিলো কিংবা তার বাবা মা কিংবা পরিবারের কেউ একজন গিয়েছিলো এবং সব রোমান্টিক গল্পের বই হয়তো একটা বইয়ের দোকান লুট করে নিয়ে এসেছিলো। আর ছোট থেকেই হয়তো এইসব বই পরে এসেছে সে। (আরোহী)

      [মনে হয় প্রিন্সেস আরোহী ঠিক ধারণা করেছেন।]

-> হিহিহি, দেখতে হবে না আমি কে? আমি পৃথিবীর একমাত্র রাজার বড় প্রিন্সেস। আমার মতো মেধা কারোরই নেই। আচ্ছা বাদ দাও, আরো কিছু নিনজা টেকনিক লাগবে আমার ছেলে পটানোর। (আরোহী)


এলেক্স রিং এর ভিতরে আরোহীকে প্রবেশ করিয়ে গর্তের দিকে এক মনে তাকিয়ে ছিলো। আরোহীর কথা মিথ্যা ছিলো না। ভিতরে এমন একটা এনার্জি ছিলো যেটা সে নিজেও অনুভব করতে পারছিলো। এনার্জিটাতে কিছুটা ঠান্ডা অনুভব করলো এলেক্স যা পূর্বে কখনো হয় নি। 

-> তাহলে আমার লেভেল আপ করার সময় হয়ে গিয়েছে মনে হচ্ছে।

এলেক্স টুর্নামেন্টের কথা একদম ভুলেই গেলো। পূর্বের বার আরোহী যে গর্তের মধ্যে ছিলো সেখানে প্রবেশের পর অনেকটা লেভেল বৃদ্ধি করেছিলো এলেক্স এজন্য সে কোনো কিছু চিন্তা না করেই হুদায় তার স্কিল ব্যবহার করলো

      (একটিভ স্কিলঃ ব্লিংক)

এলেক্স তার জায়গা থেকে হাঁটতে চাচ্ছিলো না। সে ব্লিংক ব্যবহার করে গর্তের উপরে চলে গেলো। সাথে সাথে এলেক্স নিচে পরে গেলো। 
পরতে পরতে কি হয়েছে সেটা এলেক্সের কিছুই মনে নেই। সে শুধুমাত্র একবারের জন্য নিজের চোখ বন্ধ করেছিলো এরপর যখন নিজের চোখ খুলে সাথে সাথে নিজেকে ভিন্ন একটা জায়গার মধ্যে পেলো। পূর্বের বার একটা আরোহী যেখানে ছিলো সেটা একটা গুহা ছিলো। কিন্তু এবার তেমন কোনো জিনিস নয়। যদিও এটাকে বিশাল একটা গুহা বলা যায় তবে পূর্বের মতো কোনো জায়গা ছিলো না এটা। এলেক্স তার চারপাশে তাকিয়ে দেখতে পেলো বিশাল একটা জায়গা। যেটা চারপায় এবং উপর-নিচ পাথর দিয়ে আটকানো। দেখেই মনে হচ্ছিলো এটা কোনো গুহা হবে যার ভিতরে বিশাল একটা জায়গা কিন্তু দেখার পরে এটাকে গুহা মানতে একটু সমস্যায় হবে। এলেক্সেরও হচ্ছিলো তারপরও এটা নিয়ে সে বেশীক্ষণ পরে ছিলো না। সে আশেপাশে বাকিদের খোঁজার চেষ্টা করলো, কিন্তু পাশে জেয়াব বাদে কাউকেই খুঁজে পেলো না এলেক্স। এলেক্সের উঠার পর পরই জেয়াবের চোখ দুটো খুলে গেলো।

-> এলেক্স! কোথায় আমরা? বাকিরা কোথায়? (জেয়াব)

-> মনে হচ্ছে আমরা কোনো আন্ডারগ্রাউন্ড ড্যানজনের মধ্যে আটকা পরেছি আবারো। (এলেক্স)

-> আন্ডারগ্রাউন্ড ড্যানজন! তুমি আর মাইরা যেটায় আটকা ছিলে কিছুদিন? (জেয়াব)

-> হ্যাঁ তবে আমার মনে হচ্ছে এটা পূর্বের মতো কোনো জায়গা না। বরং বড় এবং বেশ ভয়ানাকও। (এলেক্স)

এলেক্স জায়গাটাকে বোঝার চেষ্টা করছিলো। তাই নিজের সিস্টেমের ব্যবহার করলো সে।

       (একটিভ স্কিলঃ ইনফো)

ইনফো স্কিলের সাহায্যে এলেক্স আশেপাশে দেখার চেষ্টা করলো। তার দেখর মূল কারণ হলো যদি দূরে কোনো মনস্টার কিংবা জীবিত কিছু দেখতে পারে। যেহেতু এটা নতুন একটা জায়গা তাই প্রথম থেকেই এলেক্স এই স্কিলটা একটিভ করে রাখলো। স্কিলটা একটিভ করতে এবং একটিভ করে রেখে দিলে সবচেয়ে কম পরিমাণে এনার্জি কনজিউম হয় এলেক্সের। তাই এলেক্স চাইলে দিন রাত একটিভ করে রাখতে পারে এটাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন এলেক্স তার থেকে বেশি লেভেলের কারো ইনফো দেখার চেষ্টা করে। তখন এলেক্সের ইনফো দেখার কারনে এলেক্সের বেশি এনার্জি কনজিউম হয় প্রত্যেকবার। সেই সাথে যাদের লেভেল দেখা যায় না তাদের উপরে ইনফো ব্যবহার করলে এলেক্সের এনার্জি বেশি তো কনজিউম হয়ই সেই সাথে তার চোখেও ব্যথা শুরু হয়। এলেক্স জীবিত কোনো বস্তুর ইনফো দেখার চেষ্টায় ছিলো। সে এখন দেখার কোনো আশা করছিলো না। যেহেতু জেয়াবকে সঙ্গে করে সে সামনের বিশাল প্যালেসের দিলে রওনা দিয়েছে তাই সে জানে রাস্তায় তার কাজে লাগতে পারে।


××× ইনফো ×××

নেইমঃ হোটেল ??? (ডুপ্লিকেট)

????
????

××× ×××

এলেক্স ইনফোতে হোটেলের নামটা এবং সামনের প্যালেসটাকে একটু ভালো করেই বুঝতে পারলো জায়গাটা কোনটা হবে।

-> বাঁদুরে আমার এলার্জি ছিলো। (এলেক্স)

কথাটা বলেই এলেক্স সামনের দিকে হাঁটতে লাগলো। এলেক্সের পিছনে জেয়াব কোনো রকম কথা না বলেই সামনের দিকে হেঁটে যাচ্ছিলো। তার বলার মতো অনেক কথা ছিলো কিন্তু সে বলতে পারছে না কোনো কিছুই। তারপরও সাহস নিয়ে কিছু একটা বলতে যাবে তখনি এলেক্সের উপরের কথা শুনে সে আর কিছু বলতে পারলো না। আসে পাশে কোনো রকমের বাদুর দেখতে পারছিলো না জেয়াব তারপরও এলেক্স এই কথা কেনো বলবে সেটা বুঝতে পারছিলো না।

      ❝তাহলে কি আমি তার সাথে দেখা করতে যাচ্ছি? না স্যামুয়েল এবং বিলজবাবের স্মৃতি অনুযায়ী আমার মনে হয় না সে এখানে আসতে পারবে। হয়তো কোনো অ্যাভেটার। কিন্তু আমি এখনো এই ওয়ার্ল্ডে কোনো অ্যাভেটার খুঁজে পাই নি। তাহলে কি তারা মানুষের থেকে লুকিয়ে কোথায় রয়েছে নাকি আমাদের ভিতরেই লুকিয়ে কোথাও আছে। যায়হোক ভিতরে যেই থাকুক, সে আমাকে অনেকটা লেভেল বৃদ্ধি করার সুযোগ দিবে।❞ (এলেক্স ভাবছে)

এলেক্স তার শরীরের চারপাশ দিয়ে কিছু ফায়ার অউরা এনার্জি চ্যানেল করালো। যতই সে প্যালেসের দিকে যাচ্ছিলো ততই তাপমাত্রা কমে যাচ্ছিলো। আবহাওয়া স্বাভাবিক ছিলো। শুধুমাত্র সমস্যা করছিলো সাদা-লালচে কালারের একটা এনার্জি যেটা খালি চোখে দেখা যাচ্ছিলো না।

-> শুধু কি আমার নাকি তোমারও ঠান্ডা লাগছে এলেক্স? (জেয়াব)

জেয়াবের মনে যেটা ছিলো সেটা সে কোনোভাবেই বলতে পারে নি এলেক্সকে। তাই অন্যকিছু দিয়ে সে কথা শুরু করলো।

-> তোমার ফায়ার অউরা ব্যবহার করো শরীরের চারপাশ দিয়ে, সব ঠিক হয়ে যাবে। (এলেক্স)

এলেক্সের কথা শুনে জেয়াব সেটায় করলো। সাথে সাথে তার আর ঠান্ডা লাগছিলো না। এটা কিভাবে জানলো সেটা জেয়াব জিজ্ঞাসা করতে চেয়েও চুপ রইলো। সে চুপ করে এলেক্সের পিছনে যেতে লাগলো।

     ❝দিন দিন আমার মনে হচ্ছে টিমের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি আমিই। ডুফেসও আমার থেকে অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে। এরকম চলতে থাকলে মনে হয় না আমি আর সবার সাথে টিমে থাকতে পারবো। আমি বোঝা হতে থাকতে চায় না। কিন্তু যেটায় করি না কেনো আমি কিছুতেই আমি শক্তিশালী হতে পারছি না।❞ (জেয়াব ভাবছে)

এলেক্স বুঝতে পারলো তাদের অনেকটা জায়গা অতিক্রম করতে হবে প্যালেসের দিকে পৌঁছাতে। তাই এলেক্স জেনারেলকে সাম্মন করে নিলো। প্রতিবারই জেয়াব জেনারেলকে দেখে অবাক না হয়ে থাকতে পারে না। ঠিক এই রকম একটা মনস্টারকেই সে ডিমনিক ফরেস্টে দেখেছিলো যেটার ভয় এখনো তার মনের মধ্যে আছে। তাই জেনারেলকে যখনি দেখে তখনি তার মনে সেই ভয় আবারো বৃদ্ধি পায়। কোনো রকমে সে এলেক্সের পিছনে বসে প্যালেসের দিকে রওনা দিলো। ইনফোতে হোটেল লেখা থাকলেও এটা মূলত কোনো রকম হোটেলের মতো দেখতে ছিলো না। একটা প্যালেসই বলা যায়। এলেক্স জানে না এটার ইনফো কেনো দেখাবে তার সিস্টেম। পূর্বে কোনো আইটেম এবং জীবিত বস্তু ব্যতীত কোনো জড়বস্তু যার মধ্যে ম্যাজিক নেই এমন কিছু দেখায় নি তার ইনফো। এই প্যালেস বা হোটেল যায় বলা হয় না কেনো এটা কোনো না কোনো আইটেম হবে এটাই এলেক্সের ধারণা।

-> মনে হচ্ছে আমাদের স্বাগতম জানাতেও লোকজন চলে এসেছে। (এলেক্স)

এলেক্স জেনারেলের উপরে থেকে নামলো। তার নামার সাথে সাথে দ্রুত জেয়াবও নেমে গেলো। প্যালেসের বিশাল গেইট থেকে সৈন্য বের হচ্ছিলো। দুই হাতে সোর্ড এবং শিল্ড নিয়ে তারা আস্তে আস্তে পজিশন বজায় রেখে লাইন বরাবর এগিয়ে এসেছে। এলেক্স দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো,

-> এলেক্স এদের দেখে তো মনে হচ্ছে আনডেড। কিন্তু আমি এরকম মনস্টার পূর্বে কখনো দেখি নি। আনডেডদের তো চিন্তা করার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু তারা তো পারফেক্ট লাইন সাজিয়ে আমাদের সামনে সোর্ড আর শিল্ড নিয়ে দাঁড়িয়ে আছে। (জেয়াব)

এলেক্স তার স্কিলের সাহায্যে দেখতে লাগলো আসলে তারা কিরকম মনস্টার,

××× স্কিল ইনফো ×××

নেইমঃ ঘউল ওয়ারিয়র্স
স্পিসিজঃ মনস্টার
লেভেলঃ ১২০

এরা অনেক স্পেশাল এক ধরনের মনস্টার। যদিও এদের লেভেল কম কিন্তু মানুষের শরীরের উপরে এদের এট্যাক পাওয়ার ৫ গুণ বৃদ্ধি পায়। সেই সাথে এদের সংখ্যার জন্য অনেক ঝামেলার তৈরি হয়। এদের সংখ্যা বেশি থাকলেও একজন রিং লিডার থাকে যাকে হত্যা করতে পারলেই সব গুলো মনস্টার থেকে বাঁচা সম্ভব।

××× ×××

এলেক্স শুধুমাত্র সৈন্যদের দিকে তাকিয়েই বুঝতে পারলো তাদের সংখ্যা সাংঘাতিক ছিলো। প্যালেসের গেইটে ভিতরে আরো ছিলো যাদের এলেক্স এখনো লক্ষ্য করে নি।

-> এতো মনস্টারের সাথে আমরা কিভাবে ফাইট করবো? এলেক্স আমাদের পালাতে হবে এখনি। আমরা এখনো বাকি তিনজনকে খুঁজে পায় নি। এভাবে যদি মারা যায় তাহলে তাদের কোনো ভাবে সাহায্য করতে পারবো না। (জেয়াব)


আমরা এক মিনিটের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। একটা রুমের মধ্যে এলমন্ড শুয়ে ছিলো। তার মাথা অনেকটা ব্যথা করছিলো তাই এরিনার মধ্য থেকে মারিয়া তাকে খোলা মেলা একটা জায়গায় নিয়ে এসেছিলো। এলমন্ড এতোক্ষণ বিশ্রাম নিলো কিন্তু এখন আর বিশ্রামের সময় নেই তার কাছে।

-> আমাকে টুর্নামেন্টের ব্যাপারটা দেখতে হবে। (এলমন্ড)

রুমের মধ্যে কেউ ছিলো না। মারিয়া এতোক্ষণে অন্যান্য কিংডমের কিং এবং কুইনের সাথেই ছিলো সেটা জানে এলমন্ড। তাই পাশে থাকা জামাটা এলমন্ড পরে উঠতে যাবে ঠিক তখনি একটা ভূমিকম্প তৈরি হয়েছিলো।

-> আমি কতবার করে বলেছি এই ইউনিভার্সটাকে একা ছেড়ে দিতে। তারপরও তারা কেউ আমার কথা শুনছে না। (এলমন্ড)

এলমন্ড তার রুমের মাঝে অন্য একজন ব্যক্তির অস্তিত্ব অনুভব করলো। তাই সে কথাটা বললো। হঠাৎ রুমের মধ্যে হলুদ কালারের লাইটনিং এর সাথে সাথে একটা ব্যক্তির আবির্ভাব হলো। ব্যক্তিটা দেখতে অনেকটা বয়স্ক ছিলো।

      [আমি সহ এক্সব্লকের সবাই তো প্রায় আপনার কথা ভুলে গিয়েছে। এটাও নিশ্চয় আপনার পাওয়ারের মধ্যে একটা।]

-> জিউস, অনেক বড় হয়ে গিয়েছো মনে হচ্ছে। শেষ যখন তোমার সাথে দেখা হয়েছিলো আমার মনে আছে তুমি ছোট একটা বাচ্চা ছিলে যে মেটিসের পিছনে লুকিয়ে থাকতো। হাহাহাহা, সেই দিন গুলো এখনো চোখে ভাসে যখন মেটিস আর আমি এক রুমে ছিলাম, আর তুমি লুকিয়ে দেখছিলে কি করছিলাম আমরা। অবশ্য আমি ভাবি নি এরপরও তুমি মেটিসকে বিয়ে করবে। তবে তোমার বাবার মতোই তোমার স্বভাব হবে সেটা কে ভেবেছে। (এলমন্ড)

এলমন্ড মজার ছলে তার সামনের ব্যক্তিটাকে কিছুটা অপমান করে দিলো।

     [এক্সব্লকের মধ্যে আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন আপনি। কিন্তু কোনো ব্যক্তিই তো আপনাকে বেশিদিন সম্মান করতে পারে না। যেখানেই গিয়েছেন সেখানেই অন্যের ভালোবাসাদের নিজের করে নিয়েছেন। অবশ্য এরপরও আমি কিছু বলছি না সেই ব্যাপারে। অতীতে যেটা গিয়েছে সেটা অতীতেই পরে থাকুক। আমাকে সাহায্য করেছিলেন তখন আমার বাবার সাথে ফাইটে জয়ী হতে এজন্য সেই ব্যাপারটা আমি ভুলে গিয়েছি।]

-> তো এখন এখানে কেনো? নিশ্চয় এই ইউনিভার্সের চারিদিকে সানের একটা ব্যারিয়ার আছে যাতে কোনো কন্সটেলেশনের অ্যাভেটারই প্রবেশ করতে না পারে। ও এখন বুঝতে পারছি, নিশ্চয় সানের কাছ এটা। (এলমন্ড)

     [আমি জানি না সুপ্রিম কন্সটেলেশন আপনাকে কেনো ডাকছে যে নিজের পাওয়ার হারিয়ে এখানে লুকিয়ে বসে আছে। কিন্তু তার আদেশ তাই আমাকে মানতেই হবে।]

-> সানকে গিয়ে বলে দাও আমি তার গোলাম নয় যে তার জন্য প্রতিবার নিজের হাত ময়লা করবো। (এলমন্ড)

     [এখনো একটু সম্মানের সাথে বলছি, আপনি এক্সব্লকে চলে আসেন আমার সাথে।]

-> ও বাবা মনে হচ্ছে ছোট ছেলেটার দাঁড়ি হওয়ার পর কথা বড় হয়ে গেছে। অবশ্য দেখতে তো তোমাকে আমার দাদার মতো লাগছে এখন। আমি বুঝি না টাইটানরা এতো দ্রুত বুড়ো হয় কেনো? নাকি আমারই বয়স বারে নি? (এলমন্ড)

     [সান কন্সটেলেশন চাইলে এই ইউনিভার্সের সবাইকে একটু এনার্জির সাহায্যেই ধ্বংস করে দিতে পারবে। তাই আপনার সিদ্ধান্ত ঠিক মতো নিন।]

-> ঔ ইমপোটেন্ট শুধু কথায় বলতে পারে। সে কি করে সেটা আমি দেখে নিবো পরে তোমার চিন্তা করতে হবে না। (এলমন্ড)

     [মনে হচ্ছে আমাকেই জোর খাটাতে হবে। আপনি এক্সব্লক থেকে বের হওয়ার ফলে আপনার পাওয়ার হারিয়ে ফেলেছেন সব। অপর দিকে আমার এই অ্যাভেটার বাইরের সবচেয়ে শক্তিশালী।]

-> তাহলে দেখা যাক রুলার অফ অলিম্পাস কতটা সিওর। (এলমন্ড)


আমাদের সিন আবারো চেঞ্জ হলো,

এলেক্সের সামনে শত শত মনস্টার, না হাজারো হাজারো মনস্টার হবে যারা লাইন ধরে দাঁড়িয়ে ছিলো।

-> জেয়াব তুমি পিছনে থাকো, কারণ পরিস্থিতি এখন ভয়াবহ হতে যাচ্ছে। (এলেক্স) 

এলেক্স এগিয়ে যাবে ঠিক তখনি সকল সৈন্য ভেদ করে একজন ব্যক্তি এগিয়ে আসলো। তাকে দেখেই এলেক্স বুঝতে পারলো সে একজন ভ্যাম্পায়ার।

    [আমার নাম আডরিমা আও মুযিফা। এই সামান্য সৈন্যেদের জেনারেল মাত্র। আপনি চাইলে এদের সাথে ফাইট করতে পারেন। কিন্তু আমাদের কুইন সেটা পছন্দ করবে না। সে আপনার অপেক্ষা করছে প্যালেসের মধ্যে।]


* * *

To Be Continued (Will Be Back In 20th May)

* * *

একটু রহস্য দিয়ে বিরতি দিলাম। কেমন হলো জানাবেন।

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

2 comments

  1. Darun hoice vii...next porbe Jodi jack somporke bolte tile khusi hoitam ...Tobe golpo ta khub interesting hosse ..juse Vs almond dekhar Jonno khub uttejito hoi aci...20 tarikhe er Jonno opekha Kore thaklam
  2. Vai next part Kobe diben?
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.