#Demon_King#
পর্ব:১৫৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের টুর্নামেন্ট তখন সারা টাওয়ারের মধ্যে দেখানো হয়েছিলো যার কারণে রেড এবং সিক্রেট ভালো করেই জানে যে ব্লু কিংডমের একাডেমিতে তিনজন ব্যক্তি ছিলো যাদের কাছে ডিভাইন বিস্ট রয়েছে। তিনজন ব্যক্তি থাকলেও এখন সেই সংখ্যা একজন কমেছে। কারণ এলেক্স এখন সিক্রেট কিংডমের হয়ে ফাইট করছিলো। ব্লু কিংডমে বাকি রইলো স্যাম এবং এলিন যারা ভিন্ন দুটো টিমের মধ্যে রয়েছে। সিক্রেট কিংডম যেহেতু বাকি দুই কিংডমের থেকে সম্পূর্ণ ভিন্ন তাই তাদের সম্পর্কে অন্যান্য কিংডম গুলো একটু কমই জানে। কেউ আশা করে নি সিক্রেট কিংডমের প্রিন্সের সামনে যে ব্যক্তিটা এসে ফাইট করার সাহস করেছে সেও সিক্রেট কিংডমের এবং তার কাছে একটা ডিভাইন বিস্ট রয়েছে। দুটো ডিভাইন বিস্ট কন্ট্রাকটরদের মধ্যে সচারাচর ফাইট দেখা যায় না। তাই অন্যান্যদের উপরে এখন কোনো দর্শকেরই নজর ছিলো না। যেহেতু ম্যাজিক ক্রিসটল বা বল থাকলে যে কেউ তাদের পছন্দ মতো একটা সিন দেখতে পারবে তাই যাদের কাছে স্টোন ছিলো তারা এলেক্সের ফাইটের দিকেই মনোযোগ দিলো। অন্যদিকে গ্যালারিতে যাদের কোনো রকমের ম্যাজিক স্টোন ছিলো না তারা তাদের উপরে থাকা ভাসমান যে রুমটা ছিলো সেটার দেওয়ালে প্রজেকশন আকারে সব গুলো স্টোনের প্রজেকশনই দেখতে পারছিলো। যেহেতু তাদের মনোযোগ এক জায়গায় ছিলো তাই ছোট হলেও কষ্ট করে তারা সেটায় দেখতে শুরু করেছে।
-> আমি প্রথমে মনে করেছিলাম হয়তো এই টুর্নামেন্টে তেমন কোনো ফাইট দেখতে পারবো না যেমনটা ব্লু কিংডমের টুর্নামেন্টে দেখতে পেরেছিলাম। কিন্তু মনে হচ্ছে আমার ধারনা ভুল ছিলো।
-> একজন ব্যক্তির ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করার সম্ভবনা একদমই কম থাকে। তারপরও ইয়াং জেনারেশনের দিকে তাকালে শুধুমাত্র ব্লু কিংডমের একাডেমিতেই তিনজন রয়েছে। তাই বলে এটা নয় যে অন্যান্য কিংডমে কারো কাছে থাকবে না ডিভাইন বিস্ট।
-> আমাদের সিক্রেট কিংডমে অনেক কিছুই আছে যেটা তোমরা কেউ জানো না। যেহেতু কুইন বলেছে যে এক সপ্তাহের জন্য আমাদের কিংডমের দরজা সবার জন্য খুলে দেওয়া হবে তখনি বুঝতে পারবে কেনো আমাদেরকে টাওয়ারের এবং বাইরের সবচেয়ে শক্তিশালী বলা হয় কেনো।
আমাদের সিন চলে গেলো ব্যারিয়ারের মাঝে, যেখানে এলেক্স এবং ড্যানিয়েল ফাইট করছিলো। দুজনের ফাইট অনেক অনেক ইন্টারেস্টিং একটা পর্যায়ে চলে এসেছে। চার ডিভাইন বিস্টের মধ্যে একটা, বিগ টার্টেল এলেক্সের সামনে ছিলো। এমন নয় যে এলেক্স পূর্বে দেখে নি এই বিস্টকে। কাইসেলের সাথে কন্ট্রাক তৈরি করার সময় বিস্ট ওয়ার্ল্ডের ফরবিডেন এরিয়াতে যেতে হয়েছে তাকে একলিপ্সের সাহায্যে। তখন অনেক ডিভাইন বিস্টের সামনে দিয়ে তাকে যেতে হয়েছে। তবে এই প্রথম একটা বিগ টার্টেল এর পাওয়ার ব্যবহার দেখতে পারবে তার চোখের সামনে। এজন্য তাকিয়ে ছিলো। এলেক্সের মাঝে তেমন কোনো আগ্রহ কাজ করছে না যেমনটা তার করার দরকার ছিলো। আগ্রহ না থাকার পরও এলেক্সের দেখতে মন চাচ্ছিলো। এটাকে কিরকম অনুভূতি বলা যায় সেটা এলেক্স বুঝতে পারছে না। শুধুমাত্র সে জানে তার আগ্রহ নেই পূর্বের মতো।
-> তাহলে ড্রাগনের নেমেসিস, দ্যা বিগ টার্টেল এটা। (এলেক্স)
ড্যানিয়েল মনে করেছিলো এলেক্স কিছুরা ইমপ্রেস হবে কিংবা বিচলিত অথবা অন্য কোনো মনোভাব তৈরি করবে মুখের এক্সপ্রেশনে। কিন্তু এলেক্স একদম স্বাভাবিক ছিলো বলে কিছুটা রাগ জাগলো ড্যানিয়েলের।
-> হ্যাঁ প্রিন্স। যদিও আমি একজন কমনার, কিন্তু এই জিনিসটা আমাকে পিছিয়ে রাখে নি। একটা সুযোগে এখন আমার কাছে একটা ডিভাইন বিস্ট রয়েছে সেই সাথে কিছুটা পাওয়ার যাতে আমি অত্যাচারী নোবেলদের সামনে কিছুটা হলেও মাথা উঁচু করে থাকতে পারি। (ড্যানিয়েল)
এলেক্সের হঠাৎ কিছু একটা মনে পরলো, যেটা তার স্বাভাবিক চিন্তা ভাবনার মতো ছিলো না মোটেও। তারপরও তার কাছে হঠাৎ মনে হলো এটাই তার অনেক দিনের চিন্তা ভাবনা।
-> তোমার নাম ড্যানিয়েল তাই না? (এলেক্স)
-> জ্বী প্রিন্স। (ড্যানিয়েল)
-> ঠিক আছে ড্যানিয়েল। আমি ক্ষুধার্ত ড্যানিয়েল অনেকটা। আশা করছি এই ফাইটে আমার সম্পূর্ণ ক্ষুধা শেষ করে দিতে পারবে তুমি। কি পারবে না? (এলেক্স)
এলেক্স এমন কিছু একটা বললো যেটার কিছুই বুঝলো না ড্যানিয়েল। সে শুধু তার মাথা নারালো। তার মাথা নারানোর সাথে সাথে এলেক্স আর সেখানে অপেক্ষা করলো না দাঁড়িয়ে। সে তার ইনভেন্টরি থেকে মুন এবং সান ড্যাগার বের করে নিলো।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ সান-মুন টুইন ড্যাগার
ক্যাটাগরিঃ ড্যাগার
মাস্টারঃ এলেক্স(সব সময়)
দুটো আইটেমের নিজস্ব সউল রয়েছে। এ কারণে তারা অন্যান্য ফর্মেও আসতে পারে। সান ড্যাগারের সউলের নাম সান এবং মুন ড্যাগারে সউলের নাম মুন। হোস্ট চাইলে দুটোকে আলাদা কিংবা একসাথে দুইভাবেই ব্যবহার করতে পারবে।
সান ড্যাগারঃ
এক্সব্লকের সবচেয়ে শক্তিশালী সূর্যের গলিত লাভা ঠান্ডা করে তৈরি করা হয়েছে এটার ব্লেডকে। ব্লেডের মধ্যে অপরিচিত কোনো স্পিসিজের সউল থাকার কারণে এটা কিছুমাত্র আইটেমের মধ্যে পরেছে যেটা অবিনাশী।
ইফেক্টঃ
১) প্রথম বার ব্যবহারে হোস্টের এজিলিটি স্ট্যাট ৩০ বৃদ্ধি পাবে।
২) যেকোনো জীবিত বস্তু কাটতে পছন্দ করে। জীবিত বস্তুর উপরে ১০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৩) আইটেম হাতে নিলে এট্রিবিউট "ফায়ার" ব্যবহার করতে পারবে হোস্ট।
৪) আইটেম হাতে নিয়ে ফায়ার স্পেল ব্যবহার করলে ১০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৫) ফর্ম পাওয়ার আননোন ????
মুন ড্যাগারঃ
এক্সব্লকের সবচেয়ে শক্তিশালী মুনের পাথর থেকে তৈরি করা হয়েছে এটার ব্লেডকে। ব্লেডের মধ্যে অপরিচিত কোনো স্পিসিজের সউল থাকার কারণে এটা কিছুমাত্র আইটেমের মধ্যে পরেছে যেটা অবিনাশী।
ইফেক্টঃ
১) প্রথম বার ব্যবহারে হোস্টের এজিলিটি স্ট্যাট ৩০ বৃদ্ধি পাবে।
২) যেকোনো মৃত এবং অর্ধমৃত বস্তু কাটতে পছন্দ করে। মৃত এবং অর্ধমৃত বস্তুর উপরে ১০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৩) আইটেম হাতে নিলে এট্রিবিউট "আইস" ব্যবহার করতে পারবে হোস্ট।
৪) আইটেম হাতে নিয়ে আইস স্পেল ব্যবহার করলে ১০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৫) ফর্ম পাওয়ার আননোন ????
সান-মুন ড্যাগারঃ
দুটো ড্যাগার একইসাথে ব্যবহার করলে এটার ইফেক্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
ইফেক্টঃ
১) দুটো ড্যাগার হাতে যখনি একসাথে ব্যবহার করা হবে শুধুমাত্র সেই সময়ের জন্য হোস্টের এজিলিটি, স্ট্যামানা, ভাইটালিটি এবং ইনটেলিজেন্স ৫০ করে বৃদ্ধি পাবে। (আইটেমের লেভেলের সাথে নির্ভর করে)
২) জীবত এবং মৃত বা অর্ধমৃত বস্তুর উপরে ২০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৩) আইটেম দুটো একইসাথে হাতে নিলে এট্রিবিউট "আইস এবং ফায়ার" ব্যবহার করতে পারবে হোস্ট।
৪) আইটেম হাতে নিয়ে আইস এবং ফায়ার স্পেল ব্যবহার করলে ২০০% বেশি ড্যামেজ প্রদান করবে।
৫) ফর্ম পাওয়ার আননোন ????
স্পেশাল পাওয়ারঃ
১) দিনে সান ড্যাগারের এবং রাতে মুন ড্যাগারের পাওয়ার বৃদ্ধি পায় তাদের অন্যান্য ফর্মে।
২) হোস্টের সিস্টেমের ফলে তারাও হোস্টের সাথে মনস্টার হত্যা করে লেভেল আপ করতে পারবে।
××× ×××
সান এবং মুন ড্যাগারের বিশাল একটা বিবরণ এলেক্সের সামনে আবারো চলে আসলো দুটো হাতে নেওয়ার সাথে সাথে। যেহেতু এলেক্সের কাছে এসব পড়ার সময় ছিলো না। তাই সেটাকে এক পাশে রাখলো। হঠাৎ করে তার স্ট্যাটাস এর একটা স্ক্রিনও তার সামনে নিয়ে আসলো এলেক্সের সিস্টেম।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার➤গ্লাটোনি, সউল কালেক্টর, প্রোগ্রামার, ???, ???, ???
জব: ?????
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৫৮৪
স্ট্রেন্থ : ৭৫০
ভাইটালিটি : ৪৮০+৫০
এজিলিটি : ৭১৫+৫০
স্ট্যােমানা : ৫৯০+৫০
ইন্টেলিজেন্স : ৫০২+৫০
লাক্ : ৩০
স্ট্যাট পয়েন্ট: ১৪১৫
××× ×××
এলেক্সের সামনে তার স্ট্যাটাস চলে আসলো যেখানে সে তার চার স্ট্যাটের সাথে অতিরিক্স ৫০ স্ট্যাট পয়েন্ট যোগ দেখতে পেয়েছে। মূলত এটা ততক্ষণই থাকবে যতক্ষণ এলেক্স দুটো ড্যাগারকে দুই হাতে নিবে। আর এমনিতেও এলেক্স যখন তার দুই ড্যাগার একসাথে দুই হাতে নিয়ে নিয়েছে সেটার ইফেক্টই ছিলো মারাত্মক যেখানে স্ট্যাটের কোনো প্রয়োজনই ছিলো না। একে তো এলেক্স এখনো তার ব্লাডলাস্ট ফর্মে ছিলো সেই সাথে তার হাতে দুটো ড্যাগার যা তার এট্যাক পাওয়ার এবং ম্যাজিক পাওয়ার দুটোকেই দ্বিগুণ করে দিয়েছে। মোট মিলিয়ে এলেক্স এখন কতটা শক্তিশালী ছিলো সেটা ধারনা করাটায় অনেকটা কষ্টের হয়ে গিয়েছে বাকিদের জন্য। ড্যানিয়েল তার বিস্টের পিছনে দাঁড়িয়ে ছিলো। সে তার বিস্টকে সাম্মন করেছে বেশিক্ষণ হয় নি। কয়েক মুহুর্তই হবে হয়তো। তবে এই সময়ের মধ্যে লেখকের মতোই এলেক্সও অনেক কাজ করে ফেলেছে। এলেক্সের এজিলিটি বৃদ্ধি পেয়েছে, যেটা ব্যবহার করে এলেক্স ড্যানিয়েলের পলকের মধ্যেই জায়গা থেকে ভ্যানিস হয়ে গেলো।
-> এই একই ট্রিক আমার উপরে কাজ করবে না। (ড্যানিয়েল)
ড্যানিয়েল মনে করেছিলো এলেক্স পূর্বের মতোই টেলিপোর্টেশন ব্যবহার করেছে। যেটা পূর্বে ব্যবহার করে এলেক্স ড্যানিয়েলের সামনে এসেছিলো। তাই এখন এলেক্স এট্যাক করার পূর্বেই তার বিশাল বিগ টার্টেল ড্যানিয়েলের সামনে চলে আসলো। মূলত ড্যানিয়েল এখানে নিজে থেকেই ফাইট করতে যাচ্ছিলো। তার ফ্যামিলিয়ার সাম্মন করার কোনো চিন্তায় ছিলো না। কিন্তু এলেক্সের শরীর থেকে এখন অন্য রকম একটা এনার্জি বের হচ্ছিলো যেখানে ড্যানিয়েলের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তাছাড়া এলেক্সের তখন কার পান্সটা অনেকটা মারাত্মক ছিলো, তাই না চাইলেও তাকে তার ফ্যামিলিয়ার সাম্মন করে নিতে হয়েছে।
❝তাহলে এটাই রয়েল ব্লাডের পাওয়ার। হয়তো একজন কমনার হওয়ার জন্য এরকম পাওয়ার আমি কখনোই পাবো না। কিন্তু তাই বলে এমন নয় যে আমি চেষ্টা করতে পারবো না। চেষ্টা না করলে তো দেখতেই পারবো না আদৌও কি সেটা আমি ধরতে পারবো কিনা।❞ (ড্যানিয়েল ভাবছে)
ড্যানিয়েলের বিশালাকার ডিভাইন বিস্ট বিগ টার্গেল লাফ দিয়ে ড্যানিয়েলের উপরে পরলো।
-> এটা কি হলো?
-> তার বিস্ট তো তাকেই পিষিয়ে মেরে ফেললো।
-> ডিভাইন বিস্টরা কখনো দুর্বল কারো সাথে কন্ট্রাক করতে চাই না। দুর্বল হওয়ার ফলই এটা।
দর্শকদের সবাই মনে করেছে ড্যানিয়েলের ডিভাইন বিস্ট তার উপরে পরে তাকেই মেরে ফেলেছে। কিন্তু ড্যানিয়েল সবাইকে অবাক করে দিবে সেটা কারো চিন্তার মধ্যেও ছিলো না। এলেক্স তার এজিলিটির সাহায্যে একটা লাফ দিয়েছিলো যেটা ড্যানিয়েল তার চোখে দেখতে পারে নি। ব্লাডলাস্ট ফর্মের কারণে এখন এলেক্সের এজিলিটিও দ্বিগুন হয়েছে। এমনিতেই এলেক্সের এজিলিটি ৭০০ এর মধ্যে ছিলো। আর সেটা দ্বিগুণ হওয়া মানে এলেক্সের জন্য অনেক বড় ব্যাপার। যদিও দ্বিগুণ হয়েছে এলেক্সের এজিলিটি তারপরও সেটা তার সিস্টেমের স্ট্যাটের মধ্যে দেখাচ্ছিলো না। যার জন্যই এলেক্সের এজিলিটি দ্বিগুণ হলেও সেটা সম্পূর্ণ ভাবে এলেক্স ব্যবহার করতে না পেরে কিছুটাই ব্যবহার করতে পারছিলো। এলেক্স বুঝতে পেরেছে তার সিস্টেমের কোনো না কোনো বাগের কারণেই এটা হচ্ছে। যা পূর্বের অনেক কিছুর মতোই হয়তো নতুন আপগ্রেডে ঠিক হয়ে যাবে। এলেক্স তার ফুল স্পিড ব্যবহার না করতে পারলেও যেটুকু ব্যবহার করেছে তাতেই ড্যানিয়েল দেখতে পারে নি এলেক্সের মুভমেন্ট। এলেক্স একটা লাফ দিয়েছে যে লাফ দিয়ে সে বিশাল টার্টেল বা কচ্ছোপের একদম উপরে চলে গিয়েছে। এলেক্স কোনো রকম স্পেল এবং স্কিল ব্যবহার করা ব্যতীতই একটা এট্যাক করার চেষ্টা করলো।
-> ছেলেটা কি পাগল হয়েছে নাকি?
-> ছেলেটার ভাবই অন্যরকম। এখন বোঝা যাচ্ছে তার এতো এডিটিউট কোথায় থেকে আসলো। সে যে সিক্রেট কিংডমের প্রিন্স এর জন্য সে আশেপাশের কাউকে কোনো সময়ে গুরুত্ব দেই নি একাডেমিতে।
-> তুমি কে এই কথা বলার।
-> আমি প্রথম রাউন্ডে বাদ পরেছি ইনজুরির কারণে। ব্লু কিংডমের একজন স্টুডেন্ট আমি। আমাদের টুর্নামেন্টের সময়ও সব আজব আজব কাজ করেছে এই এলেক্স।
-> সম্মান দিয়ে কথা বলো এখন। সে কিন্তু সিক্রেট কিংডমের প্রিন্স, সিক্রেট কিংডমের কেউ শুনলে আরো ভয়ানক অবস্থা হবে তোমার।
-> আমি কি ভয় পায়। সিক্রেট কিংডমের প্রতিটা মানুষের মুখের দিকে তাকালেই বুঝতে পারবা তারা এখনো এলেক্সকে প্রিন্স হিসেবে মেনে নেই নি। আর তাছাড়া এখনো বিষয়টা অফিসিয়াল হয় নি। তাই এখনি সম্মান জানানোর কোনো মানেই হয় না।
-> হ্যাঁ সেটাও ঠিক। তারপরও আমি চাইবো না সিক্রেট কিংডমের কারো খারাপ নজরে পরতে।
আমাদের সিনটা এখন একটু চেঞ্জ হবে,
* * * * *
অন্য কোনো এক ইউনিভার্সে,
একটা বিশাল ওয়ার্ল্ড বা প্লানেট যেটায় বলি না কেনো আমরা সেটাকে, এই জায়গায় সকল স্পিসিজ এর জীবিত বস্তু দেখতে পাওয়া যাবে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু যে ভবনটা রয়েছে আমরা সেটার মধ্যে চলে যায়। একটা বিশাল প্যালেস যেটা এই ওয়ার্ল্ডের সময়ে থাকাটা অনেকটা অসম্ভব একটা জিনিসই। কারণ পুরো ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে মডার্ণ সব দালান। এখানে আদি কালের একটা প্যালেস থাকবে সেটা কারোরই আশা থাকার কথায় না। এই ওয়ার্ল্ড স্বাভাবিক কোনো ওয়ার্ল্ড নয়। ম্যাজিক এবং সাইন্সের কারণে অন্যান্য ওয়ার্ল্ড গুলো থেকে অনেক অনেক এগিয়ে আছে। সব গুলো স্পিসিজই নিজেদের দিক দিয়ে অনেকটা শক্তিশালী। তবে এই ওয়ার্ল্ডের সবাই একটা জিনিসই ভয় করে যেটা হলো এই বিশাল প্যালেস এবং সেই প্যালেসের মধ্যে যে সব সময় ঘুমিয়ে বসিয়ে সময় কাঁটায় তাকে।
প্যালেসের মধ্যে শুধুমাত্র পাঁচ জন ব্যক্তি রয়েছে। বিশাল একটা প্যালেস যেখানে চাইলেই লক্ষ লক্ষ ব্যক্তি থাকতে চাইলে সহজেই থাকতে পারবে সেই জায়গায় মাত্র পাঁচজন ব্যক্তি অবস্থায় করছে সেটা বাইরের অনেকেই জানে না। প্যালেসের বিশাল একটা রুমের মধ্যে একটা বিশাল সুন্দর সাজানো বেডরুম রয়েছে। বেডরুমে বিশাল একটা বেডের উপরে একটা মেয়ে শুয়ে আছে যে এতো সুন্দর ছিলো যে মনে হচ্ছিলো তার সৌন্দর্যে পুরো রুম আলোকিত হয়ে আছে। অবশ্য এটা শুধু কথার কথা। মূলত রুমের লাইটের ব্যবস্থা করা আছে যে কারণে রুমটা আলোকিত ছিলো। মেয়েটা দুই পাশে দুটো কোলবালিশ নিয়ে উলের বিছানায় অনেক আরাম করে ঘুমিয়ে ছিলো। ঠিক সেই সময়ে রুমে প্রবেশ হলো একটা মেয়ের। মেয়েটার হাতে চায়ের খাবার বহন করার একটা ছোট গাড়ি ছিলো। সেই গাড়িতে এক কাপ কফি এবং কয়েকটা নোনতা বিস্কুট ছিলো। গাড়ি বহন কারী মেয়েটার ড্রেস দেখেই বোঝা যাচ্ছিলো সে একজন মেইড যে কিনা এই প্যালেসের দেখা শোনা এবং রান্নার কাজ করে থাকে। তার রুমে প্রবেশ করার সাথে সাথে বেডে থাকা মেয়েটার ঘুম ভেঙে গেলো। সে উঠে চুপ চাপ বসে পরলো।
-> মাই কুইন আপনার কফি।
মেইডটা সেই মেয়ের দিকে কফির কাপ তুলে দিতে গেলো। কিন্তু মেয়েটা কফির কাপ না নিয়েই বলতে শুরু করলো
-> আমি আবারো সেই স্বপ্ন দেখেছি। স্বপ্নে সেই অপরিচিত ব্যক্তিটা আবারো আমাকে ডাকছিলো।
মেয়েটা এই প্যালেসের কুইন ছিলো যা মেইডটার কথা শুনে বোঝা গেলো। মেইডটা কিছু বলতে পারলো না এই সম্পর্কে সে শুধু দাঁড়িয়ে ছিলো কফির গ্লাস হাতে নিয়ে।
-> আমি এখন বুঝতে পারছি এটা আমার কোনো খারাপ স্বপ্ন না। বরং আমার ডেস্টিনি আমাকে কোনো এক জায়গায় ডাকছে। এইখানে আমার আর কোনো কাজ নেই, যেহেতু সবাই আমাকে ছাড়া এই ওয়ার্ল্ড দেখতে চাই তাই আমার মনে হয় আমাকে আমার ডেস্টিনিকে মেনে নেওয়ায় ঠিক হবে।
মেইড যে মেয়েটাকে কুইন বলছিলো তার বয়স কত হবে সেটা তার শরীর দেখে ধারণা করা একটু কষ্টকর ছিলো। ১৬ কি আঠারো বছরের একটা শরীর ছিলো তার যে বয়সে একজন কুইন হওয়া আসলেই সম্ভব নয়, তারপরও এটা যেহেতু ফ্যান্টাসি ভিতরে তো কোনো লজিক থাকবেই। যাইহোক মেয়েটা মেইডকে কথাটা বলার সাথে সাথে তার পিঠে উজ্জ্বল একটা আলো জ্বলো উঠলো। আলোটার উজ্জ্বলতা কমার সাথে সাথে মেয়েটা লক্ষ করলো তার শরীরে যে জামা ছিলো সেটার পিঠের অংশে কিছুটা পুরে গিয়েছে। মেয়েটার পিঠে স্পষ্ট ভাবে একটা ট্যাটু দেখা যাচ্ছিলো। ট্যাটুতে কিছু একটা লেখা ছিলো যা মেয়েটা বা তার পাশে থাকা তার মেইড কিছুই বুঝতে পারলো না। ছোট করে ট্যাটুটা তৈরি হয়েছে যার উপরে হাত দেওয়ার সাথে সাথেই তার অবস্থান রত পুরো বেডটায় আলোতে উজ্জ্বল হয়ে গেলো।
-> তুমি আমার বোনের মতোই একজন ব্যক্তি ছিলে। যদিও বয়সের দিক দিয়ে আমি তোমার থেকে অনেকটা বড়। তারপরও নিজের বোনের মতোই দেখেছি। এই ওয়ার্ল্ড থেকে ভ্যাম্পায়ার কুইন চলে যাচ্ছে, এই বলে এমন নয় যে কেউ নতুন আসতে পারবে না। এই প্যালেসকে দেখার দায়িত্ব তোমাদের চারজনের। অপেক্ষা করো দেখবে সে একদিন না একদিন ঠিকই ফিরে আসবে।
মেয়েটার পুরো বেড উজ্জ্বল হয়ে গেলো। রুমের ভিতরে আর কিছুই দেখা যাচ্ছিলো না আলোতে। মেয়েটার কথাও আর শোনা যাচ্ছিলো না। আলোটা সরে যাওয়ার পরে সেখানে বেডের উপরে থাকা মেয়েটাকে আর দেখা গেলো না।
* * * * *
আমরা আমাদের আসল ইউনিভার্সে ফিরে আসি।
এলেক্স লাফ দিয়েছে বিশাল টার্টেলের ডিফেন্স চেক করার জন্য। সবচেয়ে শক্তিশালী বস্তু ধরা হয় ড্রাগনের স্কেলকে যা ভেদ করা অনেকটা কষ্টকর হলেও সেই ড্রাগনের এট্যাকের সাথে যদি আবার ডিভাইন বিস্ট বিগ টার্টেলের ডিফেন্সের তুলনা করা হয় তাহলে নিমিষেই হারিয়ে দিবে ডিফেন্সের দিক দিয়ে ড্রাগনকে একটা টার্টেল। অবশ্য অন্যান্য আইটেম দিয়ে সেটা কাজ করে কিনা সেটা দেখার জন্যই এলেক্স চেষ্টা করছে। যেহেতু লজিক অনুযায়ী সে কাইসেলকে সাম্মন করলে কাইসেলের কোনো এট্যাকই কাজ করবে না এই টার্টেলের উপরে তাই এলেক্সের এখানে ফ্যামিলিয়ার ব্যবহারের কোনো চিন্তায় ছিলো না।
এলেক্স তার শরীর থেকে কিছুটা অউরা এনার্জি তার দুইটা ড্যাগারের ব্লেডে প্রয়োগ করেছে। এই সময়ে সে তার ফুল স্ট্রেন্থে বিগ টার্টেলের খোলসে দুটো স্ল্যাশ মারলো। যদিও এখানে সবাই ভেবেছিলো এলেক্স কোনোরকম ড্যামেজই দিতে পারবে না। কিন্তু এলেক্সের এট্যাক পাওয়ার বৃদ্ধি হওয়ার কারণে এবং দুটো ড্যাগারের ইফেক্টের কারণে এলেক্স ছোট একটা স্ক্র্যাচ দিয়েছে টার্টেলের শরীরে।
-> প্রিন্স আমার মনে হয় না আমাকে আমার বিগ টার্টেলের ডিফেন্স সম্পর্কে কিছু বলতে হবে। যদিও সাধারণ আইটেমের ক্ষেত্রে আমার টার্টেলের ডিফেন্স আপনার ড্রাগনের ডিফেন্সের থেকে অনেকটা কম। কিন্তু আপনার ড্রাগন যদি এট্যাক করে তাহলে সে ক্ষেত্রে আমার টার্টেলের ডিফেন্স ভাঙা অসম্ভব। এখন আপনি চাইলেও আপনার ড্রাগন সাম্মন করে কিছু করতে পারবেন না। (ড্যানিয়েল)
ড্যানিয়েল সিরিয়াস অবস্থায় এলেক্সকে তার দেওয়া চেক বুঝিয়ে দিলো। দাবা খেলা হয় যেভাবে সেভাবেই সে পুরো ফাইটটাকে উপস্থাপন করছিলো। তাকে এতোক্ষণ সবাই টার্টেলের নিচে পিষে মরে গিয়েছে ভাবলেও সে টার্টেল এর শরীরের মধ্য দিয়েই এরপার করে বেরিয়ে এসে সবাইকে অবাক করে দিয়েছে।
-> আমার এবং বিগ টার্টেল এর প্রজেস ব্যবহার ছাড়ায় আমি তার শরীরের ভিতরে এবং বাইরে নিজের ইচ্ছায় প্রবেশ করতে পারি তাই এই রাউন্ডে আমাকে হারানো আপনার জন্য অসম্ভব। যদি শক্তিশালী কোনো আইটেম না থাকে তাহলে আপনাকে পরাজয় মেনে নিতে হবে। (ড্যানিয়েল)
-> একটা কচ্ছপ তো কচ্ছপই, তার ডিফেন্স যতই বেশি হোক সে তো আর কিছু করতে পারছে না স্পিডের বিপক্ষে। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই আবারো একটা লাফ দিলো। সে কোথায় গেলো ড্যানিয়েল আবারো দেখতে পারলো না। তাই সে দ্রুত কচ্ছপের ভিতরে চলে গেলো।
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
(একটিভ স্কিলঃ লাকি স্পিন)
......
......
এলেক্স কতবার তার লাকি স্পিন স্কিলটা ব্যবহার করলো সেটা সে নিজেও জানে না। হঠাৎ তার সামনে একটা মেসেজ চলে আসলো সিস্টেমের।
-""মাস্টার এক মিনিটের জন্য আপনার স্ট্যামেনা ৭০%, স্ট্রেন্থ ১২০%, এজিলিটি ৯০%, ইনটেলিজেন্স ১৯০% এবং ভাইটালিটি ৬০% বৃদ্ধি পেয়েছে।""-
এলেক্স তার লাকি স্পিন স্কিলের সাহায্যে বাফ্ পেয়েছে। এবার সে দুটো ড্যাগারকে শক্ত করে ধরলো। ডান হাতে তার সান এবং বাম হাতে মুন ড্যাগার ছিলো। ডান হাতে এলেক্সের ফায়ার অউরা এনার্জি তৈরি করলো এবং বাম হাতে আইস অউরা এনার্জি।
(টাইটেল স্কিলঃ প্রোগ্রামিং)
(প্রোগ্রামিংঃ মার্জ)
এলেক্স খুব কম সময়ের মধ্যে তার আপগ্রেড হওয়া টাইটেলের স্কিল প্রোগ্রামিং এর সাহায্য ছিলো। চোখের পলকের মধ্যেই এলেক্স তার একটা স্কিলের সাথে অউরা স্পেল মার্জ করে ফেললো।
(স্পেশাল স্পেলঃ সান-মুন মাল্টি স্ল্যাশ)
এলেক্সের দুই হাতের দুই ড্যাগার থেকে দুই রঙের এনার্জি বের হচ্ছিলো। এলেক্স সেটা দিয়ে ঝাঁপিয়ে পরলো একের পর এক মারাত্মক এট্যাকের সাথে। চার পাঁচটা এট্যাকের পরেই টার্টেলের খোলস টাস করে ভেঙে গেলো। এলেক্স তার এট্যাক বন্ধ করে খোলসের উপরেই দাঁড়ালো।
-> একটা কচ্ছপের খোলসই সব, সেটা ভেঙে ফেললে তারপরে যেটুকু থাকে তার থেকে দুর্বল কিছু আর হয় না। (এলেক্স)
এলেক্স তার দুটে ড্যাগার ইনভেন্টরির মধ্যে রেখে এবার পিছনের দিকে হাঁটা শুরু করলো।
* * *
To Be Continued
* * *
অনেক লেখা হয়েছে। কিছুটা নতুন জিনিস এনেছি যা কমেন্টে জানাবেন যে কি সেটা😅। আর হ্যাঁ পরীক্ষা শুরু আমার কিছুদিন পর থেকেই। শনিবারে গল্প দিয়ে পুরো ২০ দিন গল্প লেখার কোনো রকম সুযোগই আমি পাবো না। পরীক্ষার রুটিন চেঞ্জ না হলে একবারে ২০ তারিখে আসবে গল্প। হ্যাঁ শনিবারে গল্প দিবো কোনো চিন্তা নাই😅।