#Demon_King#
পর্ব:১৫৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
দশ তম ফ্লোরের মধ্যে তিন কিংডম একত্র হয়ে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছে, এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে জয়েন্ট টুর্নামেন্ট। তিন কিংডমের একাডেমির স্টুডেন্ট এবং ত্রিশ বছরের নিচের হান্টার পাঁচজনের একটা করে টিম বানিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড চলছে। দ্বিতীয় রাউন্ডের জন্য একটা বিশাল জায়গার চারিদিকে ব্যারিয়ার ব্যবহার করা হয়েছে। প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজে সকল টিমই ভিন্ন ভিন্ন ড্যানজনের মধ্যে প্রবেশ করেছিলো। সে ড্যানজন গুলোকে কেন্দ্র করেই ব্যারিয়ার তৈরি করা হয়েছে যে কারণে ব্যারিয়ারের ভিতরের জায়গাটা অনেক বড় ছিলো।
ব্যারিয়ারের ভিতরে কোনো একটা জায়গার মধ্যে সিক্রেট কিংডমের প্রিন্সের টিম এবং তার সামনে সিক্রেট কিংডমেরই কোনো এক হান্টারের টিমের সাথে ফাইট শুরু হয়েছে। সিক্রেট কিংডমের প্রিন্স এলেক্স তার শ্যাডো আর্মি সাম্মন করেছে। দুটো বিশাল মিনোটরকে দেখে আশেপাশে যত টিম ছিলো তার সবাই প্রায় পালানো শুরু করেছে। কিছু কিছু তো কনফিডেন্স নিয়ে ফাইট করারও চেষ্টা করেছে। কিন্তু এলেক্সের মিনোটরের শরীরে কোনো ক্ষত তৈরি ই করতে পারে নি তারা। এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো,
❝আশে পাশে যারা ছিলো তারা সবাই প্রায় ২০০ থেকে ৩০০ লেভেলের মধ্যে, তারা তো ক্রিসের সাথেও ফাইট করলে জিততে পারবে না। তবে আমার সামনে যে টিম রয়েছে তারা অনেকটা স্পেশাল।❞ (এলেক্স ভাবছে)
××× ক্যারেক্টার ইনফো ×××
নেইমঃ ড্যানিয়েল
লেভেলঃ ৬৭৮
ড্যানিয়েল সিক্রেট কিংডমের একজন কমনার। নিজের পাওয়ার এবং কষ্টের মাধ্যমে সে খুবই কম বয়সে একজন হান্টার হতে পেরেছে।
××× ×××
এলেক্সের নিজের পাওয়ারকে আরো বৃদ্ধি করতে হবে সেটা সে প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজ শুরুর আগেই বুঝতে পেরেছে। টাওয়ারের মধ্যে এখনো অনেক ব্যক্তি রয়েছে যাদের সামনে দাঁড়ানোর পাওয়ার এলেক্সের এখনো হয় নি। যদিও দাঁড়ানোর পাওয়ার এলেক্সের হয়ে থাকে তারপরও এলেক্স সন্তষ্ট হবে না তাতে। এখন এলেক্স যেটা ভেবে যাচ্ছে সেটার জন্য তার আরো অনেক কিছু লাগবে। এলেক্সের বিশাল মিনোটর দেখে ড্যানিয়েল এবং তার টিম অবাক হয়েছে। তারা কিছুটা ভয়ও পাচ্ছে কারণ এমন কিছু পূর্বে কখনো তারা দেখে নি। বড় মনস্টার দেখলেও এতো বিশাল সাইজের মনস্টার তাতের সামনে আসে নি।
❝যেহেতু এই কালো বস্তু দুটো অন্যান্য টিমের দিকে গিয়েছে তাই আমার মনে হচ্ছে না প্রিন্স সেটা দিয়ে আমাদের এট্যাক করার কথা চিন্তা করছে।❞ (ড্যানিয়েল ভাবছে)
এলেক্স এবং ড্যানিয়েলের টিমের মাঝে কিছুটা দূরত্ব শুধু। কেউ প্রথমে এট্যাক করেই ফাইট শুরু হবে এখানে। ড্যানিয়েল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ভাবতে শুরু করলো।
❝আমি প্লান করেছিলাম রেড কিংডম কিংবা ব্লু কিংডমের প্রিন্সের টিমকে হারিয়ে আমাদের কুইনের নজর কারার চেষ্টা করতে। হয়তোবা তখন আমি রয়েল নাইটে প্রবেশ করার সুযোগ পেতাম। এমনকি আমাদের প্রিন্সেসের টিমকেও হারানো আমার প্লানের মধ্যে ছিলো। তবে আমি অনেক খুশি হয়েছি আমাদের কুইন প্রিন্সের পরিচয় প্রকাশ করেছে বলে। অন্তত প্রিন্সকে হারাতে পারলে আমি তার রয়েল নাইট হতে না পারলেও প্যালেসের যেকোনো একটা চাকরি পাওয়ার সুযোগ পাবো। আমার মতো কমনারের এর জন্য এর থেকে বেশি আর কি হতে পারে।❞ (ড্যানিয়েল ভাবছে)
সবাই দাঁড়িয়ে ছিলো যা ক্রিসের মোটেও পছন্দ হচ্ছিলো না। তাই সে প্রথমে এগিয়ে গেলো। ড্যানিয়েল এর পিছনে তার চার বাকি চার টিম মেম্বার ছিলো, তারপরও সেই চার টিম মেম্বারের উপরে আক্রমন না করে ক্রিস সোজা ড্যানিয়েল এর উপরে আক্রমন করলো। সোজা এগিয়ে গিয়ে সে ড্যানিয়েল এর একটু সামনেই মাটিতে একটা পান্স মারলো। নিজের ফায়ার অউরা এনার্জি ব্যবহারের কারণে তার পান্স মারা মাটির আশে পাশের জায়গা ফেটে গেলো। মাটি এবং ক্রিসের ফিস্ট থেকে আগুন বের হলো যা দেখতে অনেক ভালো লাগছিলো সবারই। কিন্তু এখানে ইমপ্রেস হওয়ার মতো কিছু নেই। ক্রিসের সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলো সে শুধু তার পা দিয়ে একটা লাথি মারলো মাটিতে। সাথে সাথে তার সামনের মাটি একা একাই উপরে উঠতে শুরু করলো। ড্যানিয়েল এর সামনে মাটি গুলো একটা দেওয়াল আকার নিলো। যা ভেদ করতে পারে নি ক্রিসের এট্যাক টা। ক্রিস এই বিষয়ে অনেকটা রেগে গিয়ে তার স্পেস রিং থেকে একটা সোর্ড বের করে নিলো। সোর্ডটা বের করে সোর্ডের ব্লেডে সে নিজের ফায়ার এট্রিবিউট এনার্জি প্রয়োগ করলো। এবার একটা স্ল্যাশ মারলো সে ড্যানিয়েল এর তৈরি করা দেওয়ালের উপরে। তার একটা স্ল্যাশেই পুরো দেওয়াল কেটে দু টুকরো হয়ে গেলো। তার সামনে ড্যানিয়েল দাঁড়িয়ে ছিলো যে কোনো কিছুই করছিলো না। ক্রিস সোজা তার গলা বরাবর একটা স্ল্যাশ ব্যবহার করলো প্রথমে ক্রিস মনে করেছিলো ড্যানিয়েল সরে যাবে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকবে সেটা একদমই আশা করে নি। অবশ্য ড্যানিয়েলের শরীর ক্রিসের সোর্ড স্পর্শ করার পরই ক্রিস বুঝতে পেরেছে তার উপরে ট্রিক ব্যবহার করা হয়েছে।
(আর্থ অউরা ম্যাজিকঃ আর্থ ক্লোন)
ড্যানিয়েল তার ম্যাজিক স্পেল ব্যবহার করেছে, যেটা ছিলো আর্থ ক্লোন। ক্রিস যখন তার সোর্ড দিয়ে এট্যাক করলো ড্যানিয়েলের গলা বরাবর। ঠিক সেই সময়ে ড্যানিয়েলের সেই শরীরটা একটা মাটির অংশ ছাড়া আর কিছুই ছিলো না। পারফেক্ট কপি হওয়ার ফলে বোঝারও কোনো উপায় ছিলো না যে সেটা একটা কপি ছিলো। ঠিক সেই সময়েই হঠাৎ ক্রিসের পায়ের নিচের মাটি নরতে শুরু করলো। মাটিগুলো অনেকটা কর্দাকার হয়ে ক্রিসের অর্ধ পা প্রথমে আটকে ধরলো এরপর প্রায় পাথরের মতো শক্ত হয়ে গেলো সেটা। ক্রিস কোনো ভাবেই নিজের শরীরকে নারাতে পারছিলো না। কি করবে ক্রিস সেটা বুঝে উঠার আগেই পিছন থেকে ড্যানিয়েল বলে উঠলো,
-> তোমাদের সাথে আমার ফাইট করার কোনো আগ্রহই নেই। যেহেতু অন্য কিংডমের হওয়ার পরও আমাদের প্রিন্সের টিমে সিক্রেট কিংডমের হয়ে ফাইট করছেন তাই আমার সম্মান রইলো সবার প্রতিই, কিন্তু নিয়ম ফলো করে যারা কাজ করে না তাদের আমার একটুও পছন্দ নয়। প্রিন্স যখন রাজি হয়েছে আমার প্রপোজালে, সেখানে তুমি কে হও তার বিরুদ্ধে কাজ করার। পিছনে আমার টিম মেম্বার রয়েছে যারা কম শক্তিশালী নয় আমার থেকে। চাইলে নিজের পাওয়ার তাদের সাথে দেখাতে পারো। (ড্যানিয়েল)
ড্যানিয়েল কথাটা স্বাভাবিক কন্ঠেই বললো। সে একজন কমনার হলেও তার ব্যবহার একটা নোবেলের বাচ্চার মতোই ছিলো। বলতে গেলে একজন নোবেলের বাচ্চার থেকেও অনেক ভালো ব্যবহার ছিলো তার। সে এখানে কোনো রকম অহংকার করলো না, শুধু ক্রিসকে বুঝিয়ে দিলো একটা উদাহরণ দিয়ে। ক্রিস সেখানে দাঁড়িয়ে থাকার মতো ব্যক্তি নয়। সে সাথে সাথে নিজের শরীরের সমস্ত এনার্জি একত্রিত করলো এবং পায়ের যে শক্ত মাটি ছিলো যেটাকে ভেঙে ফেলার চেষ্টা করলো। তবে তার এনার্জির প্রভাবেও সেগুলো ভাঙলো না। তাই ক্রিস তার পায়ার অউরা এনার্জি ব্যবহার করতে শুরু করলো। একজন এনার্জি ব্যবহারকারীর কাছে এক ধরনের এনার্জিই থাকে মূলত। প্রাণ, অউরা এবং মানা এই তিন এনার্জিই একটাই একজন ব্যক্তি ব্যবহার করতে পারে। তাহলে এখানে ফায়ার অউরা এনার্জিটা আবার কি এটা অনেকের প্রশ্নই থাকবে, একজন মানা ইউজারের যদি উদাহরণ দেওয়া যায় তাহলে আমরা বলতে পারি তার কাছে একের অধিক এট্রিবিউট থাকতে পারে। প্রত্যেকটা এট্রিবিউট ব্যবহার করার জন্যই মানা এনার্জির প্রয়োজন আছে। ফায়ার এবং ওয়াটার দুটো ভিন্ন এবং বিপরীত এট্রিবিউট, তাহলে এদেরকে কিভাবে আলাদা ভাবে ব্যবহার করা হয়ে থাকে একটা এনার্জি দিয়ে? এটাই তো অনেকের মাথায় প্রশ্ন থাকার কথা তাইনা? এই এক প্যারাতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এট্রিবিউট ভিন্ন হলে শুধু কল্পনা করতে হয় সে এট্রিবিউট নিয়ে তাহলেই মানা এনার্জি সে এট্রিবিউটের এনার্জিতে পরিণত হয়ে যায়। একজনের কাছে ফায়ার এবং ওয়াটার দুটো এট্রিবিউটই থাকলে সে শুধু ফায়ার নিয়ে চিন্তা করলে তার মানা এনার্জি ফায়ার মানা এনার্জিতে পরিণত হবে। আবার ওয়াটার নিয়ে চিন্তা করলে তার এনার্জি মানা ওয়াটার এনার্জিতে পরিণত হবে। এই পরিবর্তনের এনার্জির কালার এবং ধরণও পরিবর্তন হয়ে থাকে। যেমন ক্রিস এখন ফায়ার অউরা এনার্জি ব্যবহার করেছে তার এনার্জি লাল থেকে এখন হলুদে লাল হয়ে গিয়েছে, ঠিক উজ্জ্বলিত আগুনের মতো। তার এনার্জির রঙের সাথে সেটার ধরণও চেঞ্জ হয়েছে। পায়ে যতটা শক্ত মাটি লেগে ছিলো তার সবটায় আস্তে আস্তে গলতে শুরু করেছে। ক্রিসের পায়ে যতটা মাটি ছিলো সব পুরে যাওয়ার সাথে সাথে ক্রিস চাচ্ছিলো ড্যানিয়েল এর উপরে আক্রমণ করতে, কিন্তু তখন সে দেখলো এলেক্সকে এগিয়ে আসতে। এলেক্সকে লক্ষ্য করে ক্রিস আর কিছু করলো না। সে চুপ চাপ দাঁড়িয়ে রইলো এলেক্সের দিকে তাকিয়ে।
-> তাহলে শুরু করা যাক আমাদের ফাইটটা। (এলেক্স)
এলেক্স এগিয়ে এসেছে ড্যানিয়েল এর সামনে। এলেক্সকে উত্তেজিত না দেখা গেলেও তার ভালো লেগেছে ড্যানিয়েল এর স্পেল দুটো। প্রথমত সামনে একটা মাটির ওয়াল তৈরি করা এবং অবশেষে মাটি দিয়ে নিজের একটা ক্লোন তৈরি করা। দুটোই এমন স্পেল যা এলেক্স আজ প্রথম দেখলো। এলেক্সের কাছে আর্থ এট্রিবিউট থাকার কারণে সে স্পেল দুটোর উপরে অনেকটা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে ছিলো। একজনের কাছে স্পেল সম্পর্কে জানাটা এলেক্সের একদমই ভালো লাগে না। বরং সেই স্পেলটাকে দেখেই নিজের করে নেওয়াটায় এলেক্সের কাজ। অবশ্য তার কাছে কোনো কপি স্কিল নেই, তারপরও প্রোগ্রামিং টাইটেল এর কারণে এলেক্স প্রত্যেকটা স্পেল এবং স্কিলকে প্যাটার্ন আকারে দেখতে পারে। সে প্যাটার্ন গুলোকে বুঝতে পারলেই সে স্পেল বা স্কিল ব্যবহার এলেক্সের জন্য কোনো ব্যাপারই না। যেহেতু এলেক্সের পরিচয় একজন প্রিন্সের, তাই ড্যানিয়েল জানে এখানে সে প্রথমে আক্রমণ করলে বিষয়টা খারাপ দেখা যাবে। ড্যানিয়েল এলেক্সের এট্যাকের অপেক্ষা করছিলো। এলেক্স এখানে নিজে থেকে এট্যাক না করে তার শ্যাডো বিস্ট জেনারেলকে সাম্মন করে নিলো। বিশালাকার একটা ফক্স মনস্টারের আকৃতির জেনারেল প্রথম রাউন্ড থেকেই সবার আকর্ষণ নিজের দিকে রেখেছে।
❝তাহলে এটাই সেই জনপ্রিয় পাঁচ লেজ যুক্ত ফক্স মনস্টার। এটাই কি প্রিন্সের স্পেশাল এট্রিবিউট নাকি কোনো ধরনের আইটেমের সাহায্যে প্রিন্স এটাকে সম্ভব করেছে?❞ (ড্যানিয়েল ভাবছে)
জেনারেল এলেক্সের আদেশ মতো দৌড়িয়ে গেলো ড্যানিয়েল এর দিকে। এলেক্স ভালো করেই জানে জেনারেল তার সামনের ব্যক্তিকে কিছুই করতে পারবে না। কারণ জেনারেল এবং ড্যানিয়েল এর মধ্যকার লেভেলের মধ্যে অনেক বড় পার্থক্য ছিলো। এলেক্সের কোনো ভয় ছিলো না। কারণ তার আনডেড গুলো এখন শ্যাডো আর্মিতে পরিণত হয়েছে। এখন এলেক্সের যেকোনো শ্যাডোকে যতই হত্যা করা হোক না কেনো সেটা আর মারা যাবে না। বরং এলেক্সের এনার্জির সাহায্যে যত বড় ক্ষতই হোক সেটা সাথে সাথে হিল হয়ে যায় এলেক্সের শ্যাডো গুলোর। তাই লেভেল কম হলেও যতক্ষন এলেক্সের এনার্জি রয়েছে ততক্ষণ একটা কম লেভেলের মনস্টার বিস্টও অনেক ভয়ানক হয়ে থাকে। জেনারেল প্রথমেই ড্যানিয়েল এর উপরে আক্রমণ করেছে। যা এলেক্স সহ তার টিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। জেনারেল তার বড় এবং ধারালো ক্ল দিয়ে ড্যানিয়েলের বুক বরাবর এট্যাক করলো। ড্যানিয়েল জেনারেলের এট্যাক পাওয়ার সম্পর্কে কিছুই জানে না। তাই সে নিজের স্টাইলে জেনারেলের পাওয়ার চেক করার সিদ্ধান্ত নিয়েছে। মাটিতে পা দিয়ে একটু গুঁতো মারলো আবারো ড্যানিয়েল। সাথে সাথে তার সামনের মাটি কিছুটা গলিত আকার ধারণ করে উপরে উঠে আসলো এবং একটা দেওয়াল তৈরি করলো। জেনারেল এর ক্ল এট্যাকে দেওয়ালটা টুকরো টুকরো হয়ে গেলেও জেনারেল ড্যানিয়েলকে দেওয়ালের পিছনে আর দেখতে পারলো না। কিছুটা বিচলিত হয়েছে জেনারেল, তাই সে তার আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করে নিলো। আজব করার মতো বিষয় জেনারেল ড্যানিয়েলকে কোথাও খুঁজে পাচ্ছিলো না। শুধু জেনারেল নয় এলেক্সও ড্যানিয়েলকে কোথাও খুঁজে পাচ্ছিলো না। মনে হচ্ছিলো এক মুহুর্তে ড্যানিয়েল সে জায়গা থেকে গায়েব হয়ে অন্য কোনো এক জায়গার মধ্যে চলে গিয়েছে। এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো। এতোক্ষণ ড্যানিয়েলের উপরের লেখা নাম এবং লেভেল দেখতে পারলেও ড্যানিয়েল এর হারিয়ে যাওয়ার পর এখন এলেক্স তাকে কোথাও খুঁজে পাচ্ছে না ইনফো স্কিলের মাধ্যমেও।
-> প্রিন্সের মতো এতো কুল ট্রিক্স আমার কাছে না থাকলেও আমি এতোটাও দুর্বল না যে প্রিন্স সিরিয়াস হওয়া ছাড়া আমাকে হারাতে পারবে। (ড্যানিয়েল)
জেনারেলকে পিছনে রেখে ড্যানিয়েল হঠাৎ এলেক্সের সামনে উদয় হয়ে গেলো। এলেক্স এবং তার টিম মনে করলো এখানে ড্যানিয়েল কোনো রকম একটা আইটেম ব্যবহার করেছে যা ড্যানিয়েলকে অদৃশ্য করে রাখতে সাহায্য করেছে। এমনিতেই ড্যানিয়েলের লেভেল অনেকটা বেশি ছিলো এলেক্সের থেকেও তারপরও এলেক্স সেটা নিয়ে চিন্তা করছিলো না। এলেক্সের চিন্তা না করার কারণ তার লেভেল অনুযায়ী তার এবনরমাল স্ট্যাট রয়েছে। সেই সাথে অব্যবহৃত স্ট্যাট পয়েন্ট তো তার রয়েছেই।
-> ঠিক আছে তাহলে সিরিয়াস হওয়া যাচ্ছে। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই নিজের ব্লাডলাস্ট ফর্মে চলে আসলো। তার চুল হলুদ থেকে লালে পরিণত হলো। এটা একটা ফর্ম যেটায় এলেক্স শুধু "ব্লাডলাস্ট ফর্ম" বললেই ট্রান্সফর্ম হতে পারে। প্রথমে অতিরিক্ত উত্তেজনার সময় এই ফর্ম ধারণ করলেও এখন এটাও সিস্টেমের আওতাভুক্ত হয়ে এলেক্সের জন্য সহজ করে দিয়েছে। ড্যানিয়েল কিছুটা ভয় পেয়ে গেলো। এভাবে কারো চুলই কখনো কালার চেঞ্জ হতে পূর্বে কখনো দেখে নি সে। এলেক্সই প্রথম ব্যক্তি যার চুলের রঙ চেঞ্জ হতে দেখলো সে। এমনিতেই এলেক্সের চুলের রং অনেকটা স্পেশাল ছিলো। গোল্ডেন কালারের মতোই হলুদ রঙের চুল ছিলো তার মাথায়, যেটা পুরো টাওয়ার খুঁজলেও সিক্রেট কিংডমের রয়েল ফ্যামিলি ব্যতীত আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এতোদিনে এলেক্সের উপরে কেউ সন্দেহ করে নি কেনো সেটা নিয়েই ভাবছিলো ড্যানিয়েল। ছোট একটা বিষয় হওয়ার কারণে হয়তো কেউ লক্ষ্যই করে নি কিংবা তাদের সবার মাথা নিয়ে খেলা করছিলো এমনো হতে পারে। যায়হোক সেই কথায় না যায়, ড্যানিয়েল পূর্বে না দেখলেও ব্লু কিংডমের টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত শোনার পর এই ব্যাপারটা জানতে পেরেছিলো। শুধু সেই নয় রেড এবং সিক্রেট দুই কিংডমের যারা দর্শক ছিলো তারা গ্যালারি থেকেই বলতে শুরু করেছে।
-> তাহলে এই ছেলেটাই নিজের চুলের কালার চেঞ্জ করতে পারে?
-> আমি আসলেই অবাক হয়েছি। কল্পনাও করি নি একটা ছেলের কাছ থেকে আমরা এতোটা অবাক হবো।
-> পুরো টুর্নামেন্টের আকর্ষণ এখন তার দিকে। যেহেতু সিক্রেট কিংডমের প্রিন্স হিসেবে পরিচয় পেয়েছে সে তাই অনেকেই এখন থেকেই তার সাথে ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে।
-> তাহলে সিক্রেট কিংডমের ঔ ছেলের টিমটা তাদের প্রিন্সের টিমের সাথে ফাইট করছে কেনো? এটা তো কিংডম ভিত্তিক ফাইট হওয়ার কথা না?
-> এ টুর্নামেন্ট তিন কিংডমের মধ্যে একটা যুদ্ধের মতো, এখানে সকল টিমের প্রথম উদ্দেশ্য হলো বিপরীর কিংডম গুলোকে হারানো। তাই বলে এমন নয় যে একটা টিম স্যাকরিফাইস করে নিজেদের কিংডমের আরেকটা টিমকে উপরে তুলতে হবে। স্টুডেন্ট এবং হান্টার শুধু শুধু স্যাকরিফাইস করে নিজের ক্যারিয়ার ধ্বংস করতে চাচ্ছে না। এমন নয় যে প্রত্যেকটা টিম অপর কিংডমের শক্তিশালী একটা টিমকে হারালে অপর কিংডমে একটা জব পেয়ে যাবে। নিজের কিংডমে সামান্য সম্মান ছাড়া বেশি কিছু তারা লাভ করবে না।
-> আমাদের সিক্রেট কিংডমের নিয়ম অনুযায়ী যদি সমবয়সী কোনো ব্যক্তি কোনো উপরের পদের কোনো নোবেল কিংবা প্রিন্স বা প্রিন্সেসকে একটা ফাইটে হারাতে পারে তাহলে সে নোবেল কিংবা প্রিন্স এবং প্রিন্সেস এর রয়েল নাইট হওয়ার সুযোগ পেয়ে যায়। অবশ্য হারালেই যে নাইট হবে এমন নয়। বিষয়টা অনেকটা একাডেমি কিংবা টাওয়ারের টেস্টে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার মতো। একটা টেস্টে অংশ নিয়ে জয় লাভ করতে পারলেই সে অফিসিয়াল রয়েল নাইট হতে পারবে প্রিন্সের, তাই তো সুযোগকে হাত ছাড়া করতে চাইবে না কেউই।
আমাদের সিনটা গ্যালারিতে চলে আসছে। যেখানে সিক্রেট কিংডমের কয়েকটা বাচ্চা ছেলে-মেয়ে অন্যান্য দুই কিংডমের বয়স্ক ছেলে মেয়েদের বোঝাচ্ছিলো।
-> আমি প্রথমেই এলেক্সকে দেখে মনে করেছিলাম তার কিউট চেহারা শুধুমাত্র একজন প্রিন্সেরই হতে পারে। এখন আমার ধারণা আসলেই সত্য হলো।
-> হ্যাঁ আমি অনেক বড় ভুল করেছি, তখন তাকে একটু ছোট মনে করে আমি লাইন মারি নি। নাহলে আজ তো আমিও সিক্রেট কিংডমের প্রিন্সেস হয়ে যেতে পারতাম।
-> হ্যাঁ শুধু স্বপ্নই দেখে যাও। আমাদের প্রিন্সের তো আর কাজ কর্ম নাই যে তোমাদের মতো দুর্বল কিংডমের কাউকে বিয়ে করবে।
-> হ্যাঁ যদিও আমাদের প্রিন্স আছে আজকে জানলাম তারপরও আমরা আমাদের ফুল সাপোর্ট দিচ্ছি তাকে।
-> হাহাহাহা, মনে হয় তোমাদের প্রিসের সাথে কি হয়েছিলো ব্লু কিংডমের টুর্নামেন্টে সেটা লক্ষ্য করো নি। ডিভাইন ফ্যামিলিয়ার পেয়ে সে শক্তিশালী হলেও আমাদের একাডেমির সবচেয়ে সেরা স্টুডেন্ট স্যামের সাথে ফাইটে মাত্র ড্র করেছিলো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্যাম তার আইটেম এমনকি ফুল পাওয়ারও ব্যবহার করতে পারে নি। যেখানে তোমাদের প্রিন্স নিজের সর্বোচ্চ চেষ্টা করেও জিততে পারে নি। আর এখন তো আমাদের কিংডমের মধ্যে মোট দুটো ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার রয়েছে। তোমাদের প্রিন্স তো হারবেই সেই সাথে তোমাদের কিংডমও।
-> হাহাহাহাহা, আসলেই দুটো ডিভাইন বিস্ট অনেক রেয়ার একটা জিনিস। দেখা যাক কি হয়।
সিক্রেট কিংডমের একটা ছোট বাচ্চার হাসির মধ্য দিয়ে তাদের কথপোকথন শেষ হলো। আমরা এখন ফিরে আসি মেইন পয়েন্টে। এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে চলে এসেছে। যেটা দেখার মতোই একটা ফর্ম। এই ফর্মে এলেক্সকে আর ছোট কোনো বাচ্চার মতো মনে হয় না। তার শরীরের আকার কিছুটা বৃদ্ধি পায় যা কোনো লজিকের ভিতরেই পরে না। চোখ নীল থেকে লাল বর্ণ ধারণ করে যেটা তাকে আরো আকর্ষনীয় করে তুলে। এমনিতেই এলেক্সের কোনো রকম ইমোশন নেই এখন। হাসতে চাইলে হাসতে পারে না। কাঁদতে চাইলে কাঁদতে পারে না। আর এখন তো সে কাউকে ক্ষমা করতে চাইলেও ক্ষমা করতে পারবে না। কারো অপরাধ দেখলে এলেক্স তাকে প্রাপ্য শাস্তি দিবেই। যেহেতু তার সামনের ব্যক্তির কোনো রকম অপরাধ সে খুঁজে পাচ্ছিলো না তাই সিরিয়াস হওয়ার কথা বললেও সেরকম সিরিয়াস ছিলো না সে। ব্লাডলাস্ট ফর্মে আসাটা অনেকটা সিরিয়াস হওয়ার মতোই, কারণ এই ফর্মে সে একজন কোল্ড ব্লাডেড ক্লিলার হয়ে যায়। হত্যা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে পূর্বে এলেক্সের। কিন্তু এবার ব্লাডলাস্ট ব্যবহার করার পরে সেরকম কোনো রকম কিছু ফিল করছে না এলেক্স। সে পূর্বে যেরকম চিন্তা করছিলো এখনো সেরকম চিন্তা করছিলো।
❝তাহলে "কোল্ড-লিভেদ" স্কিলের ইফেক্টের কারণে আমি ব্লাডলাস্ট ফর্মেও স্বাভাবিক আচরন করতে পারছি। যাক ভালোই হয়েছে আমার জন্য।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স একজন কোল্ড ব্লাডেড কিলার না হলেও তার শরীর থেকে সেই লেভেলের কোল্ড অউরা বের হচ্ছিলো। মূলত এটাকে ব্লাডলাস্ট এনার্জি বলা হয়ে থাকে যেটা কোনো প্রাকৃতিক এনার্জির ভিতরে পরে না। এই ওয়ার্ল্ডে মোট চার ধরনের এনার্জি আছে যাদের মধ্যে তিনটা হলো মানা, অউরা এবং প্রান। এই তিনটাই মানুষ এবজোর্ব করতে পারে এমনকি এটা দিয়ে ম্যাজিকও ব্যবহার করতে পারে। আরেক ধরনের এনার্জি হলো ডিমনিক এনার্জি। এই এনার্জি মূলত টাওয়ারের বাইরের এবং ভিতরের মনস্টার গুলো ব্যবহার করে থাকে। এই এনার্জি একজন মানুষ এবজোর্ব করলেই সে মারা যায় ব্যবহার তো দূরের কথা। আর যদি আমরা ব্লাডলাস্ট এনার্জির কথা চিন্তা করি তাহলে সেটা কোনো প্রাকৃতিক এনার্জি না। তাই এটা কেউ এবজোর্ব এমনকি ব্যবহার সম্পর্কেও জানে না। একজন মানুষের মনে অন্য কোনো মানুষের জন্য ঘৃণা তৈরি হলো শরীর থেকে এক ধরনের সিনিস্টার এনার্জি বের হয় যেটা অনেকটা লালচে-গোলাপি হয়ে থাকে। প্রথমত লাল বর্ণ থাকলেও যত বেশি ঘৃণা তৈরি হবে ততই লাল থেকে গাঢ়ো গোলাপিতে পরিণত হয় এই এনার্জির কালার। কোনো রকম নাম না পেয়ে এটাকে দেওয়া হয়েছে ব্লাডলাস্ট এনার্জি। যেটা এলেক্স মাত্র ব্যবহার করেছে। যদিও টাওয়ারের অনেক শক্তিশালী ব্যক্তি এই ব্লাডলাস্ট এনার্জি শরীর থেকে তৈরি করতে পারে কিন্তু এটাকে কিভাব কিন্তু আজ পর্যন্ত কারো চুল যে পরিবর্তন হয় ব্লাডলাস্ট এনার্জির কারনে সেটা কারোরই জানা ছিলো না। যাইহোক ড্যানিয়েল জানে না যে এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে আছে। মূলত কেউই জানে না এলেক্স ব্লাডলাস্ট ফর্মে আছে। যারা ব্লাডলাস্ট এনার্জি তৈরি করতে পারে শুধু তারাই বুঝতে পেরেছে যে এলেক্সের শরীর থেকে ব্লাডলাস্ট এনার্জি বের হচ্ছিলো। ড্যানিয়েল লক্ষ্য করলো এই সময়ে এলেক্সের চুল এবং চোখের রঙের পরিবর্তনের সাথে এলেক্সের এনার্জির মাত্রাও অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্বে এলেক্সের এনার্জি অনেকটা স্বাভাবিক মনে হলেও এখন কেমন জানি ড্যানিয়েলের কাছে সেটাকে বিদঘুটে মনে হচ্ছিলো।
(আর্থ মানা স্পেলঃ আর্থ চেইন)
ড্যানিয়েল তার আর্থ স্পেল ব্যবহার করেছে।যেটা ব্যবহারের সাথে সাথে হঠাৎ এলেক্সের পায়ের নিচের মাটি গলতে শুরু করলো। সেটা তরলে পরিণত হয়ে এলেক্সের হাঁটু পর্যন্ত উঠে আসলো। এলেক্স শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করে নি সেই সময়ে।
-> আপনার টিমের পূর্বের মেম্বার একজন অউরা ইউজার হওয়ার কারণে অনেক সহজেই তার স্ট্রেন্থ এবং ফায়ার অউরা এনার্জির সাহায্যে ভাঙতে পেরেছে এই আর্থ চেইনকে। কিন্তু একজন মানা ইউজারের জন্য মোটেও সম্ভব নয়। যেহেতু মানা ইউজাররা অউরা ইউজারের মতো মানা ফায়ার এনার্জি কন্ট্রোল করতে পারে না তাই এই ফাইটে আমার বিজয়ী নিশ্চিত। (ড্যানিয়েল)
ড্যানিয়েল সব ধরনের ক্যালকুলেশন করে ফেলেছে। সে এমন একটা প্লান তৈরি করেছে যেখানে তার বিজয়ী নিশ্চিত ছিলো, অবশ্য যদি এলেক্সের জায়গায় অন্য কোনো মানা ইউজার থাকতো আরকি। মানা ইউজারেরই স্ট্রেন্থ তার লেভেলের থেকে সব সময় তিন বা চারগুণ কম হয়ে থাকে, এজন্যই ম্যাজিক বাদে তারা ক্লোজ রেঞ্জে সাধারণ একজন এনার্জি ব্যবহারকারীর মতোই হয়ে থাকে। অপর দিকে যারা অউরা ব্যবহারকারী হয় তারা সব সময় নিজের শরীরের উপরে ম্যাজিক ব্যবহার করে এবং কঠিন কঠিন ট্রেনিং এর মাধ্যমে নিজেদের শরীরকে একদম লিমিটে নিয়ে যায় যার কারনে তাদের শারিরীক ক্ষমতা ম্যাজিক ছাড়াও অনেক থাকে। এলেক্স এই পর্যন্ত যত ফাইট করেছে তাতে সে একটু এনালাইস করেছে। একজন ৫০০ লেভেলের অউরা ইউজারের স্ট্রেন্থ সব সময় ৫০০ এর মধ্যেই থাকে। কিছু সময়ে দেখা যায় যারা অতিরিক্ত ট্রেনিং করে তাদের স্ট্যাট বেশি হয়ে ৬০০ এর উপরেও চলে যায়। আর সেই হিসেবে দেখলে এলেক্সের স্ট্যাট তো পুরো এবনরমাল ছিলো।
-""সিস্টেমের আপডেটের কারণে ক্যারেক্টার ফর্ম অপশনে যুক্ত হয়েছে উক্ত ফর্ম। মাস্টার প্রত্যেকবার যখন ব্লাডলাস্ট ফর্ম ব্যবহার করবেন তখন আপনার পাঁচ স্ট্যাটের মধ্যে যেকোনো একটা স্ট্যাট দ্বিগুন হয়ে যাবে। ফর্ম থেকে নরমাল ফর্মে চলে আসলে আবারো পূর্বের মতো হয়ে যাবে সব।""-
-""মাস্টার ব্লাডলাস্ট ফর্ম ব্যবহার করেছেন। মাস্টারের ভাইটালিটি স্ট্যাট দ্বিগুন হয়ে যাবে।""-
কোনো রকম এনার্জির ব্যবহার করতে হলো না এলেক্সকে। এলেক্সের ব্লাডলাস্ট ফর্মের কারণে তার ভাইটালিটি স্ট্যাট বৃদ্ধি পেয়েছে।যেটা মূলত এলেক্সের ডিফেন্স এবং লাইফকে ইন্ডিকেট করে। এলেক্সের ডিফেন্স বৃদ্ধি পাওয়ার কারণে নিচের মাটি গুলো তার শরীরকে তেমন কিছুই করতে পারে নি। শুধু আটকে ধরে রেখেছিলো। এলেক্সের স্ট্রেন্থ এমনিতেই একটা স্বাভাবিক ৭০০ লেভেলের অউরা ইউজারের মতো ছিলো। তাই তাকে বেশি কিছু করতে হলো না। এলেক্স শুধু তার পা সামনের দিকে ফেলতে চাইলো সাথে সাথে আটকে রাখা মাটি ভেঙে গেলো। এলেক্সের স্ট্রেন্থ দেখতে পেয়ে ড্যানিয়েল অনেকটা অবাক হয়ে গেলো।
-> এসব ট্রিকস আমার সাথে হয়তো কিছুদিন পূর্বে কাজ করতো। কিন্তু এখন আমি আসলেই আমার লক্ষ্যের জন্য সিরিয়াস। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই সেখান থেকে হঠাৎ উধাও হয়ে গেলো।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স টেলিপোর্ট হয়ে একদম ড্যানিয়েলের মুখের সামনে চলে আসলো। এরকম সময়ে এলেক্স তার স্পেল ব্যবহার করলো।
(ফায়ার মানা স্পেলঃ ফায়ার বোম্ব)
ঠিক মুখের সামনে এলেক্স তার স্পেলটা ব্যবহার করেছে। অনেক ধোঁয়া তৈরি হয়েছে যেটার মধ্য থেকে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিলো না। ধোঁয়াটা ক্লিয়ার হওয়ার আগেই ড্যানিয়েল বলতে শুরু করলো।
-> বলতেই হবে প্রিন্স পুরো সিরিয়াস হয়েই আছে। আমাকেও তাহলে সিরিয়াস হতে হচ্ছে। (ড্যানিয়েল)
এলেক্সের স্পেলটা ব্যবহারের সময়েই ড্যানিয়েল তার ফ্যামিলিয়ার সাম্মন করে নিয়েছে। বিশাল একটা কচ্ছপ দাঁড়িয়ে ছিলো ড্যানিয়েল এর সামনে। যার খোলসেই এলেক্সের স্পেলটা লেগেছে যাতে খোলসে কিছুই হয় নি।
-> এটা আমার ডিভাইন বিস্ট, বিগ টার্টেল। আপনার ড্রাগনের ন্যাচারাল শত্রু। (ড্যানিয়েল)
(৩৩০০ শব্দ হয়েছে আজকে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।