#Demon_King#
পর্ব:১৫৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। তিন কিংডমের শত শত টিম গুলো দ্বিতীয় টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডে সকল টিমকেই ম্যাজিক স্টোন সংগ্রহ করতে হচ্ছে। ম্যাজিক স্টোন টাওয়ারের মধ্যে সব জায়গাতেই পাওয়া যায়। এখন সব জায়গাতে পাওয়া যায় বলে এমন নয় যে হাত দিলেই ম্যাজিক স্টোন চলে আসবে। সব জায়গায় পাওয়া যায় বলতে সব জায়গাতেই এদের থাকার সম্ভবনা থাকে। গাছে, মাটিতে, নদীতে, লাভার মধ্যে পাথরের মধ্যে। এছাড়া ড্যানজনের মধ্যে পাওয়া যায় এবং সবশেষে মনস্টার হত্যার মাধ্যমে লুট হিসেবে। এখন এমন নয় যে এগুলোর মধ্যে খুঁজলেই শত শত ম্যাজিক স্টোন এমনিতেই হাতে চলে আসবে। ম্যাজিক স্টোন অনেক স্পেশাল একটা জিনিস। সাধারণত প্রথমে এরা সাধারণ একটা স্টোনই থাকে। সময়ের সাথে সাথে প্রকৃতি থেকে বিভিন্ন রকমের এনার্জি এবজোর্ব করতে করতে এরা ম্যাজিক স্টোনে পরিণত হয়। ধারণা করা হয় প্রতি একশত বছর পর পর একটা ম্যাজিক স্টোন সম্পূর্ণ হয় প্রকৃতির এনার্জি এবজোর্ব করে। তাই টাওয়ারের ম্যাজিক স্টোনের সাপ্লাই শেষ হয় না। প্রথম থেকে ক্লিয়ার করা ফ্লোর খোজ করলে অনেক ম্যাজিক স্টোন পাওয়া যাবে যেটা হিসাব করতেও কষ্ট হবে। যাইহোক আমরা সেই কথায় না গিয়ে আসল বিষয়ে ফিরে আসি। ম্যাজিক স্টোন সংগ্রহের রাউন্ড হচ্ছে দ্বিতীয় রাউন্ড। যেসব টিম প্রথম থেকেই ড্যানজনের ভিতরে ছিলো এবং প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজ সম্পূর্ণ করছিলো তারা এই দ্বিতীয় রাউন্ডে একটু এগিয়ে আছে। ড্যানজনের সাধারণ মনস্টার হত্যা করলে ম্যাজিক স্টোন পাওয়ার সম্ভবনা একদম কমই থাকে, অপরদিকে যদি একটা বস মনস্টার হত্যা করা যায় তাহলে ৫/১০ টা ম্যাজিক স্টোন পাওয়া কোনো ব্যাপারই হয় না। অবশ্য সে বস মনস্টারকে শক্তিশালী হতে হবে এবং ড্যানজনের লেভেলও D এর উপরে হতে হবে।
এমিয়াস এবং তার হান্টার টিম একটা ড্যানজনের মধ্যেই ছিলো। যেখান থেকে সে বের হয় নি। তার চিন্তা ভাবনা এরকম ছিলো,
❝যদি আমি ড্যানজনটা ক্লিয়ার করে প্রথমে বের হই তাহলে দেখা গেলো কোনো এক কারণে আমি আমার কিং এর আগে বের হয়েছি। সেটা আমার কিং কে অসম্মান করা বোঝাবে। তাই একটু সময় নিয়েই আমাকে বের হতে হবে।❞
এমিয়াস যে কিনা এলেক্সের পারশোনাল শ্যাডো সে এলেক্সের আদেশে এলেক্সের একটা সাইড ক্যারেক্টার এমিয়াস হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করেছে। পুরো টুর্নামেন্টের মধ্যে ব্লু কিংডমের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সেই ছিলো। পূর্বে তার চেহারা তেমন কেউই দেখে নি। খুব অল্প সংখ্যক যারা দেখেছিলো তারাই তাকে জনপ্রিয় করতে হাত রেখেছে। ব্লু কিংডমের মধ্যে তৈরি এমিয়াস ফ্যান ক্লাব এখন শুধু ব্লু কিংডমের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রথম রাউন্ডের প্রথম স্টেজে এমিয়াস এক পান্সে স্কেলেটন ড্রাগনকে হত্যা করার পরে তার ফ্যানক্লাব এখন বাকি দুই কিংডমের মধ্যেও বৃদ্ধি পেয়েছে। তিন কিংডমের মধ্যেই এমিয়াসের পাগল ভক্তরা রয়েছে, যারা এমিয়াসের জন্য উৎফল্ল। এমিয়াসের টিমের সবাই মেয়ে সদস্য তাছাড়া তার সাথে বাকি যে চার টিম রয়েছে তাদের সবাই ও মেয়ে সদস্য। সব গুলো মেয়েই এমিয়াসের সাথে থাকার জন্য পাগল হয়ে আছে। তারা সুযোগে সুযোগে এমিয়াসকে স্পর্শ করার চেষ্টা করছিলো। সব গুলো মেয়ের চোখই অনেকটা উজ্জ্বল হয়ে জ্বলছিলো। তারা কি চাচ্ছিলো সেটা স্পষ্ট তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিলো। এমিয়াস তাদের দিকে গুরুত্ব দিলো না। যেহেতু সে ইগ্রিত তাই তার পারসোনালিটি মোটেও এমিয়াসের মতো ছিলো না। ইগ্রিত তো চাচ্ছিলো সব মেয়েদের এক এট্যাকেই হত্যা করে ফেলতে, কিন্তু সেটা সম্ভব হবে না।
❝যেহেতু আমার কিং আমাকে বলেছে স্বাভাবিক ভাবে এই টুর্নামেন্টে অংশ নিতে তাই আমাকে সেটায় করতে হবে।❞ (ইগ্রিত)
ইগ্রিত মানে এমিয়াস ড্যানজনের মধ্যেই ছিলো, দ্বিতীয় রাউন্ডের নিয়ম সে ড্যানজনের মধ্যে থেকেও শুনতে পেরেছে। যেহেতু প্রথম রাউন্ডের দ্বিতীয় স্টেজ শুরু পূর্বে সব গুলো ড্যানজনের মধ্যেই টুল ম্যাজিক স্টোন রাখা হয়েছে তাই সেটার সাহায্যে ড্যানজনের ভিতর থেকেও সবাই বাইরে যে রাউন্ডের নিয়ম বুঝিয়ে দিয়েছে তার কথা শুনতে পেরেছে। এমিয়াস দ্বিতীয় রাউন্ডের নিময় শোনার পর আর অপেক্ষা করলো না। এমনিতেই সে এখনো দ্বিতীয় স্টেজ ক্লিয়ার করে নি। ড্যানজনের মধ্যে ঢুকেছে অনেকক্ষন হয়েছে, এখনো এমিয়াস ড্যানজনের একটা মনস্টারও হত্যা করে নি।
(ইউনিক স্পেলঃ স্নোরলেক্স)
এমিয়াস একটা স্পেল ব্যবহার করলো। সে যে একটা স্পেল ব্যবহার করেছে সেটা তার আশে পাশের কেউই লক্ষ্য করে নি। এমনি কি ড্যানজনের মধ্যে রাখা টুল ম্যাজিক স্টোনের সাহায্যে যে প্রজেকশন তৈরি হচ্ছিলো এমিয়াসের সেটা দেখেও হাজারো ব্যক্তি বুঝতে পারলো না এমিয়াস সেখানে কোনো স্পেল ব্যবহার করেছে কিনা। এমিয়াসের স্পেল ব্যবহারের সাথে সাথে তার আশে পাশের সকল মেয়ে মেম্বারই আস্তে আস্তে নিজেদের সেন্স হারাতে শুরু করলো। দেখতে দেখতে সব গুলো মেয়েই নিচে পরে গেলো।
[এটা আমার অনেক পূর্বেই করা দরকার ছিলো। অন্তত এখন গভীর ঘুমে থাকার জন্য এরা আমাকে বিরক্ত করতে পারবে না।]
এমিয়াস কথাটা বলেই সেখান থেকে হাটতে শুরু করলো। ড্যানজনের ভিতরে চলে যেতে শুরু করলো এমিয়াস। যেখানে তার সামনেই দেখা হলো ড্যানজনের মনস্টারের সাথে। একসাথে চারটা পিপড়ার মতো দেখতে বিশালকার মনস্টার আস্তে শুরু করলো এমিয়াসের দিকে। কিন্তু এমিয়াসের কাছে আসার আগেই একটা পিঁপড়া মনস্টার আরেকটার সাথে পা লাগার কারণে নিচে পরে গেলো। পিছনে থাকা বাকি দুজনও তাদের উপরে গিয়ে পরলো। ঠিক সেই উপর থেকে সূঁচালো কয়েকটা পাথর নিচে পরলো এবং একসাথেই চারটা মনস্টার হত্যা হয়ে গেলো।
[আমার কিং এর এই অ্যাভেটার আসলেই অনেক ভয়ানক। আমি বুঝি না আমার কিং এটাকে কিভাবে ব্যবহার করে।]
এমিয়াসের সামনে চারটা মনস্টার হত্যা হয়েছে এমিয়াসের কিছু না করাতেই। যার কারনে সে এখানে কি বলবে সেটায় বুঝতে পারছিলো না। তার সামনে মনস্টার গুলো হত্যা হওয়ার সাথে সাথে বেশ কিছু রেয়ার আইটেমও ড্রপ করেছে। যা স্পর্শ করলে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করা হবে।
(একটিভ স্কিলঃ মানা ম্যানুপুলেশন)
এমিয়াস তার স্কিল ব্যবহার করলো। মানা ম্যানুপুলেশন এমন একটা স্কিল যেটা দিয়ে আশে পাশের বস্তুকে নিজের মানা নিজে কন্ট্রোল করা সম্ভব হয়। যদিও এটার আরো অনেক কাজ রয়েছে। কিন্তু আপাতোতো এটুকুই বলা হচ্ছে সবাইকে। এমিয়াস তার স্কিলের সাহায্যে সব গুলো ম্যাজিক স্টোনকে উপরে তুলে নিলো। চারটা মনস্টার একা একাই মারা গিয়েছে। সেই সাথে চারটা মনস্টার থেকেই যে সে চল্লিশটা স্টোন পেয়ে যাবে সেটা ধারণায় করে নি। মনস্টার হত্যা করলে ম্যাজিক স্টোন পাওয়া যায়। আদৌও কি ম্যাজিক স্টোন ড্রপ হবে কিংবা কতগুলো ড্রপ হবে সে সব কিছুই নির্ভর করে একজনের ভাগ্যের উপরে। যেহেতু এমিয়াসের ভাগ্য অন্য সবার থেকে সবচেয়ে বেশি তাই এটা তো আশা করায় যাচ্ছিলো।
[যেহেতু আমার নিজস্ব পারশোনাল ইনভেন্টরি রয়েছে তাই আমি যত সংখ্যক পারি তত সংখ্যক এনার্জি স্টোন সংগ্রহ করে রাখি, পরে আমার কিং এর কাজে লাগতে পারে সেটা।]
ইগ্রিত কথাটা বলে ড্যানজনের আরো ভিতরে প্রবেশ করতে শুরু করলো। অন্যদিকে আমরা যদি অন্য কোনো এক জায়গায় তাকায় তাহলে আমরা দেখতে পারবো এলেক্স এবং তার টিম ম্যাজিক স্টোন সংগ্রহ নিয়ে ব্যস্ত ছিলো। তারা এখনো কোনো ড্যানজনে প্রবেশ করে নি। তারপরও তাদের কাছে অনেকটা ম্যাজিক স্টোন সংগ্রিত হয়েছে। কিন্তু সেগুলোতে হবে না তাদের আরো অনেক ম্যাজিক স্টোন প্রয়োজন।
-> আমি কল্পনাও করি নি আমাদেরই ম্যাজিক স্টোন খুঁজতে হবে এভাবে। এতো গুলো টিমের মাঝে এটুকু জায়গার মধ্যে আর কতটা ম্যাজিক স্টোন থাকবে। (ডুফেস)
-> আমরা মাত্র ২০ টা স্টোন পেয়েছি, আমাদের স্পিড ভালো করে লক্ষ্য করলে আমরা কম সময়ের মধ্যে অনেকটা ম্যাজিক স্টোন পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের চারপাশে এখন আরো টিম চলে এসেছে। (এনরি)
-> অনেকের চিন্তা ভাবনা আমি ভালো দেখছি না। এখানের সবাই প্রায় রেড এবং সিক্রেট কিংডমের। সবাই আমাদের যেভাবে পর্যবেক্ষণ করছে তাতে বোঝা যাচ্ছে একটা সময় তারা আমাদের এট্যাক করার চিন্তা করছে।
-> সবার সামনে সিক্রেট কিংডমের কুইন এলেক্সকে সিক্রেট কিংডমের প্রিন্স হিসেবে ঘোষনা করলো তাহলে সিক্রেট কিংডমের টিমরা কেনো আমাদের উপরে হামলা করবে? আমরা তো সিক্রেট কিংডমের হয়েই ফাইট করছি তাই না? (জেয়াব)
-> দেখে মনে হবে তারা নতুন পরিচয় পাওয়া প্রিন্সের সুরক্ষার জন্য এসেছে এখানে, কিন্তু তাদের মনের চিন্তা কিন্তু মোটেও সেরকম না। যেহেতু এই রাউন্ডের নিয়ম অনুযায়ী এখনো কেউ কাউকে হত্যা করতে পারবে না তাই তাদের মূল উদ্দেশ্য হয়তো এলেক্সকে হারানো যার কাছে একটা ড্রাগন বিস্ট ফ্যামিলিয়ার রয়েছে। এলেক্সকে হারাতে পারলে সিক্রেট কিংডমের মধ্যে তাদের সম্মান অনেকটা বৃদ্ধি পাবে তাই অনেক টিমই এখন প্রিন্সের টিমের বিরুদ্ধে রয়েছে। (ক্রিস)
-> এটা কি সিক্রেট কিংডমের কোনো একটা নিয়ম যে তাদের প্রিন্সকে হারালে তাদের সম্মান বৃদ্ধি পাবে? (জেয়াব)
-> সিক্রেট কিংডমের অনেক নিয়ম রয়েছে যেটা সম্পর্কে তোমাদের ধারণা নেই। সিক্রেট কিংডমের মধ্যে সমবয়সী একজন কমনার কখনো কোনো নোবেল কিংবা রয়েল ব্লাডের কাউকে হারাতে পারলে তারা তাদের পারশোনাল গার্ড আবার অনেক সময় বৈবাহিক পার্টনার হওয়ার যোগ্যতা পেয়ে থাকে। (ক্রিস)
-> এজন্যই তো আশে পাশের টিম গুলোর মধ্যে মেয়েদের একটু বেশি দেখা যাচ্ছে। (মিও)
ক্রিসের এক্সপ্লেইন শুনে এনরি অনেকটা রেগে গেলো। সে রাগে তার দাঁত কটমট করতে লাগলো। তার দিকে তাকিয়ে জেয়াব নিজেই কিছুটা ভয় পেয়ে গেলো।
-> আচ্ছা বুঝতে পারলাম সিক্রেট কিংডমের কয়েকটা টিম এখানে রয়েছে কিন্তু রেড কিংডমের সবাই কেনো এখানে আসবে? (জেয়াব)
-> আমাদের কিংডমের কথায় যদি বলি। যারা প্রথম টুর্নামেন্টে অংশ নিয়েছিলো তারা কখনোই আমাদের টিমের বিরুদ্ধে আসার চেষ্টা করবে না। করলেও অনেক গুলো টিম নিয়ে আসবে কারণ এখন আমরা সিক্রেট কিংডমের হয়ে ফাইট করছি। অপরদিকে যদি রেড কিংডমের কথা বলা হয় তাহলে তারা সর্বপ্রথমে নিজেদের মর্যাদাকে প্রাধান্য দিয়ে থাকে। টুর্নামেন্টের প্রথমেই যদি তারা আমাদের টিমকে বাতিল করে দিতে পারে তাহলে নিশ্চয় রেড কিংডমের কিং এর থেকে কোনো বড় সড় পুরষ্কার আশা করেই তারা এদিকে আসছে। (ক্রিস)
-> তুমি সিক্রেট কিংডমকে এতো ভালো করে জানো মাঝে মাঝে তো মনে হয় তুমিও সিক্রেট কিংডমের কেউ যাকে পাঠানো হয়েছে ব্লু কিংডমে এলেক্সকে দেখা শোনা করার জন্য। (এনরি)
এনরি স্বাভাবিক হয়ে গেলো। কারণ এতো ছোট একটা বিষয় নিয়ে রাগ করার মতো কোনো কিছু সে দেখছে না। যেহেতু এলেক্সের কোনো মেয়ের প্রতিই কোনো রকম ফিলিংস নেই এজন্য এনরির বেশি চিন্তা নেই। তাই সে তার মাথা কাজে লাগাতে লাগলো।
❝আপাতোতো আমাদের টিমের মধ্যে শক্তিশালী হলো এলেক্স, যে বেশি কথাও বলে না। প্রথম থেকে কোনো রকম প্লান সে তৈরি করে না। কোনো কিছু করার পূর্বেই এলেক্স তার প্লান বানিয়ে তা অনুযায়ী কাজ করার মতো লোক। অন্যদিকে জেয়াব যে ডিমনিক ফরেস্টের পর নিজের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলেছে। যার কারণে সে কোনো কিছু নিজে থেকেই করতে পারছে না। তাকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছে সব কিছুতে। ক্রিস যে সব সময় একটু বেশি কথা বলে। কোনো সময় প্লান মোটাবেক কাজ করে না। নিজের মতো একটা প্লানও তৈরি করে না। সোজা আক্রমণ করে শত্রুদের উপরে। এবং সবচেয়ে একটা ব্যক্তি যার উপরে আমার একটুও বিশ্বাস নেই, মিও। এমন কোনো জিনিস নেই যেটা সম্পর্কে সে জানে না। যে জিনিসটা আমাদের জানারও কথা নয় সেটা সম্পর্কে সে খুব ভালো করে জানে। যা তার সম্পর্কে অনেক প্রশ্ন তুলে ধরছে। কিন্তু আপাতোতো তাকে প্রশ্ন করার মতো সময় আমাদের কাছে নেই। কোনো প্লান সম্পর্কে ভাবতে হলে এখন আমাকেই সেটা করতে হবে। এই সময়ে আমি মাইরাকে অনেকটা মিস করছি। আমি এখন বুঝতে পারছি তার উপরে কতটা প্রেসার থাকে। পুরো টিমকে নিয়ন্ত্রন করাটা মোটেও সহজ একটা বিষয় না।❞ (এনরি ভাবছিলো)
এনরি হঠাৎ বলতে শুরু করলো।
-> আমার মনে হয় না তারা বেশিক্ষণ অপেক্ষা করবে। বেশ কিছু টিম একত্রিত হয়েছে আমাদের এট্যাক করার জন্য। দেখে মনে হবে সিক্রেট কিংডম এবং রেড কিংডম একত্র হয়ে আমাদের উপরে এট্যাক করবে কিন্তু তারা দুই দল আলাদা ভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পরার চিন্তা করে যাচ্ছে। তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে থাকো সবাই। আমি আমার স্পেশাল স্পেল রেডি রাখবো কোনো কিছু হলেই কাউন্টার করবে ফুল ফোর্সে। (এনরি)
এনরির বলার আগেই সবাই বুঝতে পেরেছে তাদের আশেপাশে থাকা টিম গুলো আর ফলো করছিলো না। বরং সব টিমই এট্যাক করার জন্য প্রস্তুত ছিলো। এলেক্সের টিম অনেকক্ষণ ম্যাজিক স্টোন সংগ্রহ করছিলো। এই সময়ের মধ্যই তাদের আশেপাশে আরো অনেক টিম সংগ্রহ হয়েছিলো। রেড কিংডমের প্রায় ২০ টা টিম এবং সিক্রেট কিংডমের প্রায় ১১ টা টিম একত্রিত হয়েছে এলেক্সের টিমের আশেপাশে।
-> তাহলে এটাই কি সিক্রেট কিংডমের প্রিন্স?
-> দেখে তো ছোট একটা বাচ্চা মনে হচ্ছে।
-> এই ছেলে কিভাবে একটা ড্রাগনকে ফ্যামিলিয়ার বানাতে পারে?
-> আমি তো চাইলে এক এট্যাকেই এটার জীবন নিয়ে ফেলতে পারবো।
-> আমার তো এট্যাকও করতে হবে না। আমার এনার্জির চাপে এমনিতেই মারা যাবে।
-> হাহাহাহাহা।
-> আমি শুনেছি সে নাকি ব্লু কিংডমের টপ স্টুডেন্টের সাথে হাড্ডি হাড্ডি ফাইট করেছে।
-> কিসের ব্লু কিংডমের টপ স্টুডেন্ট। আমি চাইলে তো তাকে একটা আঙ্গুল দিয়েই হারিয়ে দিতে পারবো, সেখানে এই বাচ্চা তো কিছুই না আমার কাছে।
-> আমি তো দেখেছি এই ছেলে মানা এনার্জির সাথে অউরা এনার্জিও ব্যবহার করতে পারে।
-> এটা কখনো সম্ভব নয়। ঔটা হয়তো কোনো আইটেমের কারনে হবে। একজন ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয় দুটো এনার্জি ব্যবহারের।
-> সেই সাথে কি রকম স্পেশাল কালো মনস্টারও তৈরি করতে পারে, আমরা কি পারবো তাকে হারাতে।
-> আরে একটা বাচ্চার শরীরে কতটুকু এনার্জি থাকবে যে সে বিশাল একটা মনস্টার তৈরি করিয়ে সেটা দিয়ে আমাদের সাথে ফাইট করাতে পারবে। এমনিতেই আমাদের সংখ্যা অনেক বেশি।
-> হ্যাঁ।
হালকা পাতলা জঙ্গলের মধ্য দিয়ে এলেক্স এবং তার টিম স্টোন খুজতেছিলো। ঠিক সেই সময়েই তাদের চারিদিক দিয়ে লোকজন ঘিরে ধরলো। এক এক জন একরকম কথা বলতে শুরু করেছে যা এলেক্সকে নিয়ে ছিলো। কারো মনে ভয় থাকলেও অধিকাংশ ব্যক্তিই এলেক্সের সম্পর্কে যা শুনেছে তা বিশ্বাস করতে পারছে না। তাই তো তারা নিজেই পরীক্ষা করতে এসেছে সেটা আদৌও সত্য কিনা।
-> আমি দুঃখিত প্রিন্স তবে মনে হচ্ছে আমাদের এখানে ফাইট করতে হবে।
একটা ব্যক্তি হঠাৎ এলেক্সের কাছে লাফ দিয়ে চলে আসলো। সে এসেই উক্ত কথাটা এলেক্সকে বলে দাঁড়িয়ে রইলো। যেহেতু সে এলেক্সের উপরে প্রথমেই এট্যাক করছে না তাই এলেক্স কিছু না বলেই দাঁড়িয়ে রইলো।
-> আপনি প্রিন্স এই নিউজ শোনার আগেও আপনার সাথে আমার ফাইটের অনেক ইচ্ছা ছিলো। যখন থেকে ব্লু কিংডমের টুর্নামেন্টের ব্রডকাস্ট আমি দেখেছি তখন থেকেই আমার একটা ইচ্ছা সেটা হলো আপনার সাথে ফাইট করার। এতো ব্যক্তির সামনে যদিও আমাদের ফাইটটা তেমন ভালো হবে না, তারপরও আমি চেষ্টা করবো অন্তত আপনাকে এন্টারটেইন করার জন্য।
এলেক্সের সামনে তার থেকে তিন কি চার বছরের বড় একটা ছেলে দাঁড়িয়ে ছিলো। ছেলেটার মুখে হাসি ছিলো অনেক মিষ্টি একটা। সে মুচকি মুচকি হাসছিলো এবং এলেক্সের সাথে কথা বলছিলো।
-> যাদের ম্যানার আছে তাদের সাথে কথা বলে আসলেই অনেকটা মজা পাওয়া যায়। ঠিক আছে আমি তোমার টিমের সাথে ফাইট করার জন্য রাজি। (এলেক্স)
-> টিম!
যে ছেলেটা এলেক্সের সামনে দাঁড়িয়ে ছিলো, সে হঠাৎ কিছুটা অবাল হলো। সে ভেবেছিলো সে একাই ফাইট করবে এলেক্সের সাথে। যেহেতু এলেক্স এখানে টিমের কথা বলেছে তাই সে ভাবছিলো,
❝তাহলে কি প্রিন্স আমাকে দুর্বল মনে করে আমার টিমের সাথে একাই ফাইট করতে চাচ্ছে❞
-> আমি দেখতে পারছি তোমার টিমে অনেক শক্তিশালী কিছু মেম্বার রয়েছে। আমার টিমের মেম্বার গুলো তেমন শক্তিশালী নয়। তবে যেহেতু তোমার ম্যানার আমার ভালো লেগেছে তাই আমি তাদেরকে একটা সুযোগ দিচ্ছি আমার টিম মেম্বারকে শক্তিশালী করার জন্য। আর আমার সাথে তুমি ফাইট করতে পারবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে তার সামনে থাকা ছেলেটা সহ তার নিজের টিম মেম্বারও অনেকটা অবাক হয়েছে। এলেক্স যে একটা টিম ব্যাটেল এর কথা বলবে এখানে তারা কেউই আশা করছিলো না। আশে পাশে আরো অনেক টিম রয়েছে যারা এট্যাক করার চিন্তাতেই ছিলো। এই সময়ে এলেক্স যেটা বললো সেটা করা একটু কষ্ট হবে বলে তারা মনে করলো। এলেক্সের সামনের ছেলেটা মনে করেছিলো সে আর এলেক্স ফাইট করবে। এই সময়ে তাদের দুই টিম অন্যান্য টিমের সাথে ফাইট করবে।
-> যেহেতু একটা ফাইট হচ্ছে যেখানে আমাদের জীবন দেওয়া নেওয়া করাটা নিয়মের বাইরে তাই পুরষ্কার হিসেবে একটু ভালো কিছু এড করা যাক। যারা বা যে টিম জয়ী হবে তারা হেরে যাওয়া এবং এখানে থাকা বাকি টিমের ম্যাজিক স্টোন নেওয়ার অধিকার রাখবে। (এলেক্স)
-> কিন্তু আমাদের ফাইটের সময় যদি তারা এট্যাক করে। আমাদের একত্র হয়ে প্রথমে তাদেরকে তারানো দরকার।
-> সেটা আমি দেখে নিচ্ছি।
(রাইজ মাই শ্যাডো)
এলেক্সের আদেশের সাথে সাথে তার ছায়া থেকে দুটো বিশালাকার দৈত্য বেরিয়ে আসলো। আশেপাশে হালকা পাতলা গাছ ছিলো। যে গাছগুলোর থেকে কিছুটা বড় ছিলো দৈত্য গুলোর। এলেক্সের এনার্জি দিয়ে তৈরি শ্যাডো গুলোকে দেখে আশে পাশে থাকা কোনো টিমই স্থির থাকতে পারলো না। সবাই পালানোর চেষ্টায় ছিলো। এলেক্সের সামনে থাকা ব্যক্তি এবং তার টিমও ভয় পাচ্ছিলো। দৈত্য দুটো দেখতে এতোটা ভয়ানক ছিলো এবং কাছ থেকে তাদের দেখা প্রথম একটা বস্তু ছিলো এটা যার থেকে ভয়ানক এক ধরনের এনার্জিও বের হচ্ছিলো বলে অনুভব করছে সবাই।
-> মিনোটর-১ এবং মিনোটর-২ এই টিম ব্যতীত আশে পাশে যারা আছে তাদের কাউকে হত্যা না করে তাদের থেকে ম্যাজিক স্টোন সংগ্রহ করে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। (এলেক্স)
এলেক্সের অর্ডার শোনার সাথে সাথ তার দুটো শ্যাডো নিজের কাজে লেগে পরলো।
-> তাহলে এখম আমাদের ফাইট শুরু করা যাক। (এলেক্স)
এলেক্সের সামনে যে টিম দাঁড়িয়ে ছিলো তাদের মুখের কারোরই পানি নেই। তারা এতো ভয়ানক কিছু জীবনেও দেখে নি।
❝আমরা এই মনস্টারের সাথে কিভাবে ফাইট করবো?❞
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।