#Demon_King#
পর্ব:১৬৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ড্যানজনের বসের সাথে ফাইট শেষ হবার পরে এলেক্স তার স্বাভাবিক অবস্থাতেই ছিলো। বস মনস্টারকে হত্যা করার পরে ডিমনিক এনার্জি পুরো রুমের মধ্যে ছড়িয়ে যায় যা সাধারণ স্পিডের থেকেও দ্রুত এবজোর্ব করে নিচ্ছিলো এলেক্সের শরীর। সাধারণ এখানে এলেক্সের স্বাভাবিক থাকারই কথা ছিলো। এমিয়াস হয়ে যখন সব গুলো সউলকে শ্যাডো আর্মিতে পরিণত করেছে তখন একটা জিনিস এলেক্স ভুলেই গিয়েছিলো। এমিয়াস হয়ে স্কিলটা একটিভ করলেও এমিয়াস থেকে এলেক্স হওয়ার পরে এতোগুলো শ্যাডো একসাথে সাম্মন হয়ে থাকার কারণে এলেক্সের এনার্জি মারাত্মক আকারে ড্রেইন করতে শুরু করেছিলো। শেষ সময়ে এলেক্স স্কিলটা ক্যান্সেল করে দিলেও এখন তার শরীরে শুধুমাত্র বিন্দু পরিমাণ এনার্জি রয়েছে।
-> আমার মনে হয় না আমার থার্ড ক্লাস কোর দিয়ে আমি এতো বড় আর্মিকে নিয়ন্ত্রণ করতে পারবো। আপাতোতো ছোট ছোট পথেই পদক্ষেপ নেওয়া উচিত। (এলেক্স)
এলেক্স মনে করছে ড্যানজনটা ক্লিয়ার করার পরে তাকে সেই মেয়েটার সাথে ফাইট করতে হবে। এজন্য এখন থেকেই সে প্রস্তুতি নিচ্ছিলো। বেশি সমস্যা মনে হলে তার স্যামুয়েল ক্যারেক্টার ছিলো ব্যাকআপের জন্য। এলেক্স বস রুমের মধ্যে থাকা দরজা খুলতে গেলো। সিস্টেমের সুবিধার কারণে এলেক্স কখনো খেয়াল করে না সে কি লুট পেয়েছে। বস রুমের মধ্যে দুটো দরজা ছিলো। একটা ভিতরে প্রবেশ করার। আরেকটা কিসের সেটা সম্পর্কে এলেক্স জানে না। তবে যতদূর এলেক্স চিন্তা করছে ভিতরে তার বাকি টিম মেম্বাররা ছিলো। এলেক্স দরজা খুলবে ঠিক সেই সময়েই পিছন থেকে জেয়াব চলে আসলো।
-> এলেক্স!
অনেক জোরে একটা চিৎকার করে ডাক দিলো জেয়াব এলেক্সকে। এলেক্স সামনে থেকে পিছনের দিকে ফিরলো।
-> আমি জানি না কি করেছো আমার সাথে, আমি সেখানে নিশ্চিত মারা যাচ্ছিলাম। কিন্তু এখন আমার শরীরে এতোটা শক্তি চলে এসেছে যে আমার মনে হচ্ছে আমি আর পূর্বের জেয়াব না আর। (জেয়াব)
এলেক্স জেয়াবের দিকে ইনফো স্কিলের সাহায্যে তাকালো।
××× ইনফো ×××
নেইমঃ জেয়াব
লেভেলঃ ৪৫৬
স্পিসিজঃ হাইব্রিড(মানুষ)
এই ব্যক্তি হোস্টের সাইড ক্যারেক্টার বিলজবাব এর একজন অ্যাটেন্ডেন্ট। হোস্ট বিলজবাবের ক্যারেক্টার ব্যতীত তাকে কোনো রকমের আদেশ দিতে পারবে না।
××× ×××
এলেক্স জেয়াবের স্পিসিজ দেখে কিছুটা অবাক হলো। সেখানে হাইব্রিড দেখাচ্ছিলো যা পূর্বে কখনো এলেক্স দেখে নি। আর তাছাড়া এলেক্সের জেয়াবকে দিয়ে কোনো কাজও নেই। শুধুমাত্র জীবন বাঁচিয়েছে এলেক্স এছাড়া আর কিছু নয়। এখন বিলজবাব হয়ে যদি কিছু একটা করে সে ব্যাপার অন্যরকম। কারন দুই ক্যারেক্টারের চিন্তা করার কোয়ালিটি একেক রকম।
-> আমি কিছুই করি নি। অন্য একজন ক্যারেক্টার তোমার জীবন বাঁচিয়েছে। (এলেক্স)
এলেক্স মিথ্যা কথা বলতে পছন্দ করে না। হয়তো সে মিথ্যা বলেই না। এবারো মিথ্যা কোনো কথা বলে নি। যদিও এক দিক দিয়ে দেখলে বিলজবাবই এলেক্স। কিন্তু লজিক্যাল ভাবে দেখা যায় ক্যারেক্টার ভিন্ন। তাই এলেক্স যেটা বলেছে সেটা যুক্তিপূর্ণ ছিলো। জেয়াব এলেক্সের কথা শুনে কিছু একটা ভাবতে লাগলো,
❝এই জায়গার আসার পর সেই মেয়েটা বলেছিলো সে নাকি এই পুরো মনস্টারদের কন্ট্রোল করেছে। হয়তোবা এটা তারই কোনো একটা কাজ হবে। যেহেতু সে এতো বিশাল সংখ্যক মনস্টারদের কন্ট্রোল করতে পারে তাই আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে নিয়ে আসা অসম্ভব কিছু নয়। আর মৃত্যুর মুখ থেকে চলে আসার কারণেই হয়তো আমি আমার শরীরে এতোটা পাওয়ার অনুভব করতে পারছি।❞ (জেয়াব ভাবছে)
এলেক্স জেয়াবকে ইগনোর করে দরজা খুলে ফেললো। তবে এলেক্স একটা জিনিস চিন্তা করছিলো,
❝জেয়াবের লেভেল মারাত্মক বৃদ্ধি পেয়েছে কোনো কিছু করা ছাড়ায়। সেই সাথে তার শরীর থেকেও মনে হচ্ছে সেটা পূর্বের মতো দুর্বল নয়। আমি কারো স্ট্যাট দেখতে পারছি না। তারপরও আমি সাধারণ ভাবেই বলতে পারছি এটা কোনো সাধারণ মানুষের শরীর হবে না।❞ (এলেক্স)
এলেক্স এই টাওয়ার সম্পর্কে অনেকটা তথ্য জানতে পেরেছে বিলজবাবের স্মৃতি থেকে। কিন্তু সে তথ্যের মতো কোনো মিল পাচ্ছিলো না এই টাওয়ারে। ডিম্যান টাওয়ার গুলো স্পেশাল একটা জায়গা যা তৈরি করা হয়েছিলো সাত ডিম্যান প্রিন্সকে ট্রেনিং দেওয়ার জন্য। এই জায়গাটা এতোটা ভয়ানক ছিলো যে এখানেই তৈরি হয় সাত মনস্টার, যারা ডিম্যান প্রিন্স নামে পরিচিত। তারা এখানে থেকে এতোটা শক্তি অর্জন করতে পারে যে তারা কন্সটেলেশন না হওয়া সত্ত্বেও অনেক উচ্চ কন্সটেলেশন এমনকি কয়েকজন উচ্চতর কন্সটেলেশনকে ও টক্কর দিয়েছে। সেই অনুযায়ী এলেক্স তেমন কিছু ফিল করতে পারছিলো না।
❝হয়তো আমি নিচের ফ্লোর গুলোতে আছি বলে এমন মনে হচ্ছে। তারপরও বিলজবাব এর স্মৃতি অনুযায়ী এতোটা সহজ হওয়ার কথা ছিলো সব কিছু। মনস্টার গুলো আরো শক্তিশালী হওয়ার কথা ছিলো। তাহলে কি এক্সব্লক থেকে বাইরে আসার কারণে মনস্টার গুলোও নিজের শক্তি হারিয়ে ফেলেছিলো? হয়তোবা এরকম কোনো কিছুই হবে।❞ (এলেক্স ভাবছে)
জেয়াবকে দেখে এলেক্সের মাথায় অনেক গভীর একটা ভাবনা ঢুকে গেলো। যেটার উত্তর কিছুটা বের করে এলেক্স রুমের ভিতরে প্রবেশ করেছে। ভিতরে তাদের তিম টিম মেম্বার সেন্সলেস অবস্থায় পরে ছিলো। রুমটা তেমন একটা বড় ছিলো না। একজন ব্যক্তির থাকার মতো ছোট একটা জায়গা। তবে এই জায়গার মধ্যে দেখার মতো একটা বিষয় হলো, পুরো রুমের মধ্যে শুধু গোল্ড আর গোল্ড ছিলো। তিনজন ব্যক্তি এখনো ঘুমিয়ে ছিলো, জেয়াব ভিতরে প্রবেশ করার পূর্বেই এলেক্সের সিস্টেম লুট মনে করে সমস্ত গোল্ডকে ইনভেন্টরির মধ্যে শুষে নিলো। এলেক্সের সামনের স্ক্রিনে সমস্ত জিনিস ঢুকে গেলো, যা কেউ দেখলে অবশ্যই অবাক হতো। এখানে এলেক্সের করার মতো কিছুই ছিলো না।
❝যদি কেউ কখনো গোল্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তখন হয়তোবা ভাগ করা যাবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স গোল্ডের চিন্তা বাদ দিয়ে রুমের মধ্যে একটু দেখার চেষ্টা করলো। এখাম থেকে বের হওয়ার মতো জায়গা নেই। আবার এখানে আসার সময়েও মানে মেয়েটা যে জায়গাতে নামিয়ে দিয়েছিলো সেখানেও একটা বিশাল দেওয়াল ছিলো। তাই এলেক্স এই জায়গা থেকে কিভাবে বের হবে বুঝতে পারছিলো না।
-> এলেক্স সবাই তাদের সেন্সে চলে এসেছে। (জেয়াব)
-> এলেক্স! কি হয়েছে তোমার সাথে? আমরা কোথায়? (ক্রিস)
র্য
-> মনে হচ্ছে আমরা সেন্সলেস অবস্থায় ছিলাম এবং এতোক্ষণ এলেক্স ফাইট করেছে। (মিও)
এনরি কোনোরকম কথা না বলেই এলেক্সের কাছে চলে আসলো। এলেক্স একটু পূর্বে বস মনস্টারের সাথে যে ফাইট করেছে তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিলো তার পোষাকেই। জামার বিভিন্ন জায়গায় ছিড়ে গিয়েছে। ফুল ট্রাক প্যান্টের মতো একটা প্যান্ট পরে ছিলো এলেক্স যা ফাইটের সময় ছিঁড়ে হাফ প্যান্ট অবস্থায় আছে। অন্যদিকে এলেক্সের উপরের জামার কোনো চিহ্নই দেখা যাচ্ছিলো। যা দেখে এনরি কিছুটা লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে রাখছিলো। তবে তাতে কোনো লাভ হচ্ছিলো না। সে একটু পর পরই চোখ তুলে এলেক্সের শরীরের দিকে তাকাচ্ছিলো।
-> আমাদের ভাবা উচিত এই জায়গা থেকে কিভাবে বের হবো। কোনো রকম দরজা কিংবা গেইট নেই এই ড্যানজন থেকে বের হওয়ার। (এলেক্স)
এলেক্সের কথা শুনে বাকিরা অবাক হয়েছে।
-> এটা কিভাবে সম্ভব? আমরা কি তাহলে একটা ড্যানজনের মধ্যে আছি? (ক্রিস)
ক্রিস যেহেতু মাত্র নিজের সেন্সে এসেছে তাই সে কোথায় আছে এবং তার সাথে কি হয়েছে তার কিছুই সে জানে না। যতটুকু মনে আছে সে এবং তারা ম্যাজিক স্টোন সংগ্রহ করা নিয়ে ব্যস্ত ছিলো। তবে এর মাঝেই নিচের মাটি ফেটে গিয়ে ক্রিস এবং বাকিরা তার মধ্যে পরে যায়। এরপরে ক্রিসের শুধু মনে আছে সে এখানে উঠেছে এবং এলেক্স এবং জেয়াবের সাথে দেখা করেছে। তাই তার মাথা ঠিক মতো কাজ করছে না।
-> হ্যাঁ এটা একটা ড্যানজন। আমি আর এলেক্স একসাথে মিলে এটাকে ক্লিয়ার করেছি। (জেয়াব)
যদিও জেয়াব তেমন বেশি মনস্টার হত্যা করে নি। তারপরও একটা মনস্টার যেহেতু হত্যা করেছে সে, তাই এলেক্সের পরে এখানে শুয়ে থাকা তিন ব্যক্তির থেকে জেয়াবের কনট্রিবেশনই বেশি। তাই জেয়াব অনেকটা গর্ব বোধ করছিলো।
-> যেহেতু এটা একটা ড্যানজন তাই এটার একটা রাস্তা তো থাকারই কথা যেটা দিয়ে আমরা এসেছি এবং যেখান থেকে আমরা বের হতে পারবো। (মিও)
এলেক্সের পাশে দাঁড়িয়ে এনরি হিলিং স্পেল ব্যবহার করে যাচ্ছিলো। সবাই কথা বললেও সে কোনো রকম কথা না বলেই একটু পর পর এলেক্সের বডির দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলো। পাঁচজনের একজন কিছু বলবে তার পূর্বেই ড্যানজনটা কাঁপতে শুরু করলো। উপর থেকে প্রথমে ছোট ছোট পাথর পরতে শুরু করলো। এরপরে সেই পাথরের আকার গুলো আস্তে আস্তে বড় হতে শুরু করলো। বিশাল বিশাল পাথরের স্তম্ভ পরছিলো উপর থেকে যার একটা একজনের মাথায় লাগলে আর বেঁচে ফেরার কোনো সম্ভবনা থাকবে না। এলেক্স কি করবে সেটা ভাবছিলো, ঠিক সেই সময়ে এলেক্সের মনে হলো কেউ একজন তার সাথে কথা বলছে। শব্দটা শুনেই বুঝতে পারছিলো এটা ট্যালিপ্যাথি পাওয়ার ছিলো।
❝❝মনে হচ্ছে এখানে আর আমাদের দেখা হচ্ছে না। তবে চিন্তা নট, এই কুইনের ডেস্টিনি যার সাথে লেখা রয়েছে তার সাথে তো রোজই দেখা হবে।❞❞
কথাটা শোনার পর পরই এলেক্স একবার তার চোখের পলক দেওয়াতে পুরো জায়গা চেঞ্জ হয়ে গেলো।
-> এটা কি হলো? চোখ বন্ধ করে খোলার সাথে সাথেই আমরা সেই জায়গা থেকে বাইরে চলে আসলাম। এটা কি আসলেই বাস্তব? (ক্রিস)
-> আমার তো মনে হচ্ছে আমরা সবাই মারা গিয়েছি। (জেয়াব)
-> আমার বেশ কয়েকবার স্পেল, সার্কেল এমনকি আইটেমের টেলিপোর্ট হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন ছিলো। (এনরি)
❝এনরি ঠিকই কল্পনা করছে। এবারের টেলিপোর্টেশন সম্পূর্ণ ভিন্ন ছিলো। এমন একটা অভিজ্ঞতা যেখানে মনে হবে যা দেখেছিলাম এবং করেছিলাম সবই মিথ্যা বা স্বপ্ন ছিলো। হয়তো এটাই ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের পাওয়ার। কিংবা হয়তোবা কোনো অ্যাভেটার।❞ (এলেক্স ভাবছে)
-> যায়হোক না কেনো আমরা তো এখন টুর্নামেন্ট থেকে বাদ পরে গেছি তাই না? সেখান কতদিন আটকা পরেছিলাম তার কি ঠিক আছে কোনো? (ক্রিস)
-> আমার মনে হয় না আমরা টুর্নামেন্ট থেকে বাদ পরেছি। যেহেতু এখনো ব্যারিয়ারটা রয়েছে এবং আশেপাশের ব্যক্তিরা সবাই স্টোন সংগ্রহ করছে তাই আমার মনে হচ্ছে এখনো দ্বিতীয় রাউন্ডই চলছে। (মিও)
-> তাহলে কি খুব কম সময় ছিলাম ড্যানজনের মধ্যে? (জেয়াব)
-> যদিও আমরা এখনো বাদ পরি নি, কিন্তু মনে হচ্ছে আমরা বাদ পরে যাবো। আর বেশি সময় নেই এখন আর যা মনে হচ্ছে। (মিও)
-> সেটা বুঝলে কিভাবে? (এনরি)
-> আমাদের তিনদিন সময় দেওয়া হয়েছে একশত স্টোন সংগ্রহ করার জন্য। কিন্তু আশেপাশে যতগুলো টিম রয়েছে তাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তারা অনেকটা উতলা হয়েছে স্টোন সংগ্রহের কারণে। যেহেতু তিনদিন সময় আমাদের দেওয়া হয়েছে এই রাউন্ডের জন্য, তাই প্রথম দিকে সবাই সময় নিয়ে ঠান্ডা মাথায় তাদের কাজ করেছে। কিন্তু এখন আর সেরকম নয়। আর আমরাও অজানা এক ড্যানজনের মধ্যে সেন্সলেস হয়ে ছিলাম। সব মিলিয়ে আমার ধারণা আমরা দুইদিন পার করেছি। তাই আমার ধারণা আমাদের হাতে মাত্র একদিন রয়েছে। (মিও)
-> তাহলে তো আমাদের দ্রুত স্টোন সংগ্রহ করতে হবে। (জেয়াব)
-> আমার মনে হয় না সেটার কোনো প্রয়োজন হবে। আমার কাছে পর্যাপ্ত ম্যাজিক স্টোন হয়েছে সেই ড্যানজনটা থেকে। তাই আমাদের আপাতোতো একটু রেস্ট নেওয়া দরকার। (এলেক্স)
এলেক্সের মাথায় অনেক রকম চিন্তা রয়েছে।যার কারণে সে একটু রেস্ট নিতে চাচ্ছিলো। তাছাড়া ম্যাজিক এনার্জি প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে তার শরীরটাও অনেকটা ক্লান্ত হয়েছে। এই সময়ে এলেক্সের কিছুটা সময় দরকার তার এনার্জি সংগ্রহ করার এবং মনের ভিতরে থাকা ভাবনা গুলোকে দূর করতে।
-> যেহেতু তিনদিনের প্রথমে আমরা বের হতে পারবো না ব্যারিয়ার থেকে তাই আপাতোতো আমাদের ম্যাজিক স্টোন গুলো ঠিক রেখে আমাদের একটা ক্যাম্প করা উচিত। (এলেক্স)
* * * * *
গ্যালারির উপরে একটা রুম ভাসছিলো। রুমের বাইরের দেওয়াল গুলো প্রজেকশন আকারে কাজ করছিলো। টুর্নামেন্টের সব জায়গাতে ম্যাজিক স্টোন ব্যবহার করা হয়েছে যা থেকে ভিডিও রেকর্ড করে এই রুমের দেওয়ালের মধ্যে দেখাচ্ছিলো। আবার এই রুমের মধ্যে তিন কিংডমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছে। যারা টুর্নামেন্টকে সম্পূর্ণভাবে এনজয় করছিলো। এতোটা সময় সবার জন্যই এক জায়গাতে থাকা সম্ভব নয়। তাই যার যখন মন চাচ্ছিলো টেলিপোর্টেশন সার্কেলের মাধ্যমে বের হয়ে বিরতি নিতে পারছিলো। টুর্নামেন্টে আপাতোতো ইন্টারেস্টিং কিছু হচ্ছে না বলে অনেকেই বোর হয়ে আছে। প্রথম রাউন্ডে ইন্টারেস্টিং কিছু একটা দেখতে পারলেও এই রাউন্ডে এখনো তেমন কিছু দেখার সুযোগ হয় নি তাদের।
-> আমার মনে হয় এই রাউন্ডটা এখানে না থাকলেই ভালো হতো। ইন্টারেস্টিং কিছুই হচ্ছে না। সবাই নিজেদের মতো শুধু স্টোন খোঁজা নিয়ে ব্যস্ত। (গালাটুস)
-> যদিও দেখার মতো এই রাউন্ডে তেমন কিছু নেই, তারপরও আমার ধারণা সিক্রেট কিংডম এই রাউন্ডের ব্যবস্থা করেছে একাডেমির স্টুডেন্ট এবং নতুন কম বয়স্ক হান্টারদের ম্যাজিক স্টোন সংগ্রহ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করানোর জন্য। (হোমস)
-> তারপরও বলতে হবে, সব ব্যবস্থা ব্লু কিংডমের থেকেও অনেক উপরের লেভেলের করা হয়েছে। সিক্রেট কিংডমের অফুরন্ত রিসোর্স রয়েছে সেটা বলতেই হবে। অন্যদিকে যদি ব্লু কিংডমের কথা বলি, হোমস তোমার কিংডমের তো কোনো পারফরম্যান্সই দেখতে পারলাম না এই রাউন্ডে। (গালাটুস)
-> আমাদের কথা না হয় বাদ দিলাম। আমাদের বাচ্চারা তো প্রথম রাউন্ডে তাদের গ্রান্ড পারফর্মেন্স দেখিয়েছে। অপরদিকে এখন পর্যন্ত রেড কিংডমের তেমন কোনো টিমকে দেখতে পারলাম না যারা ইন্টারেস্টিং কিছু একটা করছে। সবাই শুধু প্রিন্সের অর্ডার ফলো করে এদিক সেদিক গুন্ডামি করে বেরাচ্ছে। (হ্যানিস)
ব্লু কিংডমের কিংকে রেড কিংডমের কিং উপরের কথা বলে চুপ করিয়ে দিয়েছিলো। যার প্রতিউত্তরে ব্লু কিংডমের ডিউক উপরের কথাটা বলে। এরপর সবাই চুপ হয়ে যায়।
* * * * *
এলেক্স এবং তার টিমের সবাই একটা পাহাড়ের গায়ের উঁচু জায়গায় ক্যাম্প তৈরি করেছে। এমন একটা জায়গা যেখানে কোনো ব্যক্তির যাওয়ার কোনো পথ নেই সে জায়গায় এলেক্স তার দুটো মিনোটরের একটা দিয়ে একটা গর্ত তৈরি করেছিলো। পাহাড়ের এক সাইডে একদম খাড়া ঢাল ছিলো। সেখানে বিশাল দেহী মিনোটর কয়েকটা পান্স মারাতে সেই পাহাড়ের দেওয়ালে বিশাল একটা গর্ত হয়ে যায়। মিনোটরের সাহায্যে এলেক্স এবং বাকিরা উপরে সেই গর্তের মধ্যে রয়েছে। ক্রিস এবং জেয়াব একে অপরের সাথে হালকা পাতলা ফাইট করছিলো। মিও এবং এনরি রান্না করা নিয়ে ব্যস্ত ছিলো। অন্যদিকে শুধুমাত্র এলেক্স যে কিনা গভীর একটা ঘুমে ব্যস্ত ছিলো।
-> আজকে এলেক্স আর রান্না করতে পারবে না। তাই আমাদের কষ্ট করে একটু বাজে খাবারই হয়তো খেতে হবে। (এনরি)
-> তাছাড়া কিছু করার নেই। একা একটা ড্যানজন ক্লিয়ার করে একজনের ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। (মিও)
* * * * *
(কোনো এক জায়গা)
[তুমি যে অন্যায় করেছো তারপরও তোমাকে কেনো বন্ধী না করে মুক্ত করা হচ্ছে জানো এথিনা?]
[নিশ্চয় বাবা আমার জন্য কোনো মিশন সিলেক্ট করেছে। তাছাড়া আমাকে আমার শাস্তি থেকে কেনো বের করবে।]
[এইবার বাবা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মিশন দিয়েছে। যেটা শেষ করতে তোমার জন্য বেশি একটা সময় লাগবে না।]
[এতো কথা না বলে কি মিশন সেটা বলো হারমিস।]
[একটা ওয়ার্ল্ডে যেতে হবে তোমাকে।]
[কোনটা?]
[এক্সব্লকের বাইরে।]
[সেটা অসম্ভব এখন। আমার অ্যাভেটার এক্সব্লকের ভিতরে আছে। আমি এখন কিভাবে বাইরে যাবো।]
[সেটার ব্যবস্থাও বাবা করে রেখেছে। তোমার জন্য পারফেক্ট একটা হোস্ট সিলেক্ট করে রেখেছে। শুধু তাকে অ্যাভেটার বানানোর দায়িত্ব তোমার।]
[তাহলো কি শুধু অ্যাভেটার বানানোর মিশনই আমার?]
[অ্যাভেটার বানিয়ে তোমার রূপ দিয়ে একটা ছেলেকে যেভাবেই হোক তোমাকে এক্সব্লকে আনতে হবে। এইযে ছেলের পিক এবং কিছুটা ডিটেইলস যেটা তোমাকে সাহায্য করবে তোমার মিশনে।]
একটা কাগজ মেয়েটার হাতে তুলে দিলে বিদায় নিলো হারমিস।
[এতো খুব কম বয়স্ক একটা ছেলে। এই ছেলেকে এক্সব্লকে এনে কি করবে আমার বাবা!]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।