#Demon_King#
পর্ব:১৬৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
হ্যারি এবং স্যামের টিম একত্রে একটা ড্যানজন ক্লিয়ার করছে। তারা দ্বিতীয় রাউন্ড শুরু থেকেই একত্রে ছিলো এখনো একত্রে আছে। যদিও দুই টিম একত্রে থাকার কারণে তাদেরকে দ্বিগুণ পরিমাণ ম্যাজিক স্টোন সংগ্রহ করতে হচ্ছে। তারপরও একসাথে দশ মেম্বার থাকার কারণে বেশি সমস্যা হচ্ছিলো না ম্যাজিক স্টোন গুলো সংগ্রহ করতে।
-> এটা দিয়ে আমাদের পর্যাপ্ত ম্যাজিক স্টোন হয়েছে। তাই সময় শেষ হওয়া পর্যন্ত সবাই এখানেই রেস্ট নাও। (স্যাম)
-> কিন্তু যদি অন্য কোনো টিম চলে আসে এর মধ্যে এই সময়ে। (ডুফেস)
-> আমার মনে হয় না অন্য কোনো টিম একটা ক্লিয়ার করা ড্যানজনের মধ্যে ম্যাজিক স্টোন সংগ্রহ করতে আসবে। যেহেতু আপাতোতো আমরা বস রুমের মধ্যে আছি তাই অন্য টিমের আসার সম্ভবনা এখানে একদমই কম রয়েছে। যদিও কেউ চলে আসে তাহলে আমরা ফাইট করতে প্রস্তুত আছি। (হ্যারি)
-> আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো এলেক্সের টিমের সাথে দেখা হবে। কিন্তু এখনো তাদের দেখা পেলাম না আমি। (স্নেরা)
-> এলেক্স তো এখন সিক্রেট কিংডমের প্রিন্স, এখন কি সে আদৌও আমাদের চিনতে পারবে? (স্যাম)
-> সেটা তো এলেক্সকে দেখলেই বোঝা যাবে। (হ্যারি)
-> এই সময়ে হয়তো এলেক্সের মনের মধ্যেও অনেক কিছু চলছে, যদিও এক্সট্রিম অবস্থার মধ্যেও এলেক্সকে হাসতে বা কাঁদতে দেখা যায় না তবে আমি সিওর যে কুইন মারিয়া যখন ঘোষনা করলো এলেক্স সিক্রেট কিংডমের প্রিন্স এবং কুইন মারিয়ার সন্তান তখন এলেক্স অনেকটা অবাক হয়েছে। (স্নেরা)
-> আমার ধারণা এই যে এলেক্স নিজেও জানতো না সে একজন প্রিন্স। তাই এই সময়ে তার অবাক হওয়াটা স্বাভাবিক। আমিও যদি ওর জায়গায় হতাম তাহলে সব কিছু স্বাভাবিক ভাবে নিতে পারতাম না। এই সময়টা ওর পাশে থাকা দরকার আমাদের। (মাইরা)
-> কিন্তু এখন তো আমরা ভিন্ন কিংডমের হয়ে ফাইট করছি, একত্র হয়ে তো আর ফাইট করতে পারবো না পূর্বের মতো। (এবা)
-> আমি প্রথম থেকেই ভেবেছিলাম এলেক্স কিছুটা স্পেশাল হবে। তা নাহলে একজন ডার্ক এট্রিবিউট মানা এনার্জি ইউজার হওয়ার পরও সে কিভাবে এতো দ্রুত শক্তিশালী হতে পারে। তার ব্যবহার এমনকি হাটাচলাও কোনোদিক দিয়ে একজন কমনারের মতো ছিলো না। সব কিছুতে নোবেল বা রয়েলিটি একটা ভাব ছিলো। (ডুফেস)
-> তোমরা আপাতোতো সবাই চুপ করে থাকো এবং একটু রেস্ট নাও। (এলিন)
এলিনের শরীর থেকে তীব্র ঠান্ডা একটা এনার্জি বের হলো, যা সবার শরীরেই একটা চিল অনুভব করিয়ে দিলো। সবাই চুপ হয়ে গেলো।
❝আমি এটা মেনে নিতে পারছি না যে এলেক্স মারা যাবে। তবে ফিনিক্সের প্রফেসি আজ পর্যন্ত একটাও ভুল হয় নি। এমন নয় যে প্রফেসি গুলো চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু সেটার বিনিময়ে আমাকে অনেক বড় একটা জিনিস স্যাকরিফাইস করতে হবে। আমি কি পারবো আদৌও সেটা স্যাকরিফাইস করতে?❞ (এলিন ভাবছে)
এলিনের ফ্যামিলিয়ার ডার্ক ফিনিক্স তার ব্রেসলেটের মধ্যেই থাকে। ব্রেসলেটের মধ্য থেকে এলিনের সাথে ট্যালিপ্যাথির সাহায্যে যোগাযোগ করতে পারে। ডার্ক ফিনিক্সের কাছে একটা স্পেশাল এবিলিটি রয়েছে। তার এক একটা পালক পুড়িয়ে সে ভবিষ্যতের কিছু অংশ দেখতে পারে। যদিও এটা অনেক ভালো একটা পাওয়ার মনে হয় তারপরও ফিনিক্সের পালক পোড়ালে সে অনেকটা দুর্বল হয়ে যায়। যার কারণে সে প্রয়োজন ব্যতীত কখনো নিজের পালক নষ্ট করে না। ফিনিক্স তার প্রফেসির মধ্যে অনেক ভয়ানক একটা জিনিস দেখেছে, যা দেখার জন্য সে নিজেও প্রস্তুত ছিলো না। তবে সে পুরোটা এলিনকে খুলে বলে নি। যে জিনিসটা শুধু হয়েছিলো সেটাই বলেছে সে জিনিসটার পরে কি হয়েছে সেটা একদমই গোপন রেখেছিলো। ব্রেসলেটের মধ্যে থাকা ডার্ক ফিনিক্সটা অন্ধকারে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে।
❝কত বছর হয়েছে আমার কন্ট্রাক বিলজবাবের সাথে? সঠিক মনে করতে পারছি না। তখন বোর হয়ে গিয়েছিলাম তারপরও দুর্বল বিলজবাবের স্পেশাল পাওয়ার আর আমার পাওয়ার কিছুটা একই থাকায় আমি তার সাথে কন্ট্রাক তৈরি করি। তারপর থেকে আজ পর্যন্ত আমি একটা আবুলের মতো বিলজবাবের কথায় উঠ বস করেছি। এমন নয় যে লাইফটা ইন্টারেস্টিং হয়েছিলো। বরং এখন বুঝতে পারছি সেটা আরো বেশি বের হয়ে গিয়েছে। বিলজবাব জীবিত থাকা অবস্থায় যদিও কিছুটা বোর ফিল হয় নি। কিন্তু সিল হয়ে যাওয়ার পর থেকে সব কিছু আবারো পূর্বের মতো হয়ে গিয়েছে। এরপর আসে বিলজবাবের রেইনকার্নেট এর খেলা, যা প্রথম দিকে ইন্টারেস্টিং মনে হলেও এখন বুঝতে পারছি সেটা বিলজবাবের খেলা ছিলো না। বরং বিলজবাবকে নিয়েই একজন খেলা করছে। বিলজবাবের সাথে আমার যে কন্ট্রাক ছিলো সেটা সেদিনের ফাইটের পর থেকে ক্যান্সেল হয়ে গিয়েছে। যার অর্থ একটায় দ্বারায়। যে বিলজবাবের সাথে আমার ব্লাড কন্ট্রাক হয়েছিলো সে এখন আর জীবিত নেই। এক সময়ে একজন কন্সটেলেশন ছিলাম আমি, সেই অনুযায়ী এইটুকু ঠিকই বুঝতে পারছি নি যে বিলজবাবের সাথে আমাকেও কেউ ম্যানুপুলেট করতে চাচ্ছে। আর এই সব কিছু হচ্ছে এলেক্সকে নিয়ে। যদি আমার প্রফেসি সত্য হয়ে যায় তাহলে সেটা সবগুলো ইউনিভার্স সহ এক্সব্লককে ধ্বংস করে দিবে, তাই যে করেই হোক আমার প্রফেসিকে চেঞ্জ করতে হবে। যেহেতু বিলজবাব এর মৃত্যু অন্য তার অন্য কোনো অ্যাটেন্ডেন্ট অনুভব করতে পারছে না তাই তারা কোনো রকম সাহায্য আমাকে করবে না। আর আমারও কারো সাহায্য দরকার নেই। আমি একাই সব কিছু দেখে নিতে পারবে।❞ (ডার্ক ফিনিক্স ভাবছে)
* * * * *
দশ তম ফ্লোরের বিশাল একটা জায়গা নিয়ে একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছে। যে ব্যারিয়ারের মধ্যে তিন কিংডমের একাডেমির স্টুডেন্ট এবং কমবয়সী হান্টাররা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিয়ে ব্যস্ত ছিলো। তিন দিন সময় পার হওয়ার কারণে একাডেমির দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গিয়েছে। প্রথম দিকে রাউন্ডটা ইন্টারেস্টিং না হলেও শেষের দিকে যে সকল টিম স্টোন সংগ্রহ করতে পারে নি তারা তাদের জীবন দিয়ে হলেও অন্য টিমের সাথে ফাইট করে স্টোন সংগ্রহ করার চেষ্টা করেছে। যে কারণে অনেক স্টুডেন্ট এবং হান্টারের টিম গুরুতর আহত হয়েছে। এমনকি খারাপ ভাগ্যক্রমে কয়েকজন মারাও গিয়েছে। যারা হত্যা করেছে তাদেরকে টুর্নামেন্টের মেইন পরিচালক সিক্রেট কিংডমের কুইনের হাসবেন্ড এবং কুইনের পারশোনাল রয়েল নাইটের সাথে ফাইট করতে দেওয়া হয়েছিলো। যেখানে তারা আরো গুরুতর ভাবে আহত হয়েছে।
-> তাহলে দীর্ঘ তিনদিন পরে আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেলো। যে বিশাল ব্যারিয়ার তৈরি করা হয়েছে তার মধ্যে যারা অবস্থান করছে তারা সকলেই এরিনার মধ্যে টেলিপোর্ট হয়ে আসবে এখন। এরপর সকল টিমের শুধুমাত্র লিডার এগিয়ে আসবে, যদি কোনো টিমের লিডার গুরুতর আহত হয়ে তাহলে ভাইস লিডার এগিয়ে আসবে এবং আমাদের ম্যাজিকাল কাউন্টিং বক্সে নিজেদের সংগ্রহ করা ম্যাজিক স্টোন রাখবে। যাদের কাউন্ট একশত বা উপরে হবে তারা ডান দিকে এবং যাদের কাউন্ট একশত এর নিচে হবে তারা বাম দিকে অবস্থান করবে।
এক ব্যক্তি ম্যাজিক স্টোনের সাহায্যে নিজের ভয়েজটা অনেক জোড়ে এবং দূরে পৌঁছিয়ে দিলো যাতে সবাই শুনতে পারে স্পষ্ট। ব্যারিয়ারের মধ্যে থাকা সকল টিম এরিনার মধ্যে টেলিপোর্ট হয়ে চলে এসেছে। ড্যানজনের মধ্যেও যারা ছিলো তারাও চলে এসেছে টেলিপোর্ট হয়ে।
-> আমরা একটা ড্যানজনের মধ্যে ছিলাম। আমাদের কিভাবে টেলিপোর্ট করলো?
-> এতো বিশাল এরিয়ার ভিতরে টেলিপোর্টেশন কি সম্ভব?
-> তারা কোনো সার্কেল দেই নি আমাদের কাছে, তাহলে শুধুমাত্র আমাদেরকে কিভাবে টেলিপোর্ট করলো?
-> যেটাই হোক আমি অনেক ক্লান্ত ফাইট করতে করতে। আপাতোতো তৃতীয় রাউন্ডের জন্য আমাদের ছোট একটা ব্রেক দিলে ভালো হতো।
ব্যারিয়ারের মধ্য থেকে সকল টিম এরিনার মধ্যে চলে এসেছে। ঠিক এরিনার মধ্যখানে একটা বক্স রাখা হয়েছে। যার উপরে বড় একটা বল রাখা হয়েছে। বলটা স্বচ্ছ ম্যাজিক স্টোন হওয়ার ফলে সবার নজর সেদিকেই ছিলো। বক্সের পাশে একব্যক্তি দাঁড়িয়ে ছিলো যে টুর্নামেন্টের সকল রেজাল্ট এবং নিয়ম কানুন সম্পর্কে সবাইকে অবগত করছিলো। সে নিজেকে হোস্ট বলে দাবি করছে সবার কাছে। তার কথা মতো প্রতিটা টিমের লিডার এগিয়ে যাচ্ছিলো এক এক করে এবং তাদের সংগ্রহ করা ম্যাজিক স্টোন বক্সের মধ্যে রাখছে। বক্সের মধ্যে স্টোন গুলো রাখার পরে সেটার সংখ্যা গুলো উপরে রাখা ম্যাজিক স্টোনে দেখাচ্ছিলো। উপরে রুমের দেওয়ালে যেখানে ভিডিও দেখা যাচ্ছিলো সেখানে এখন শুধুমাত্র স্টোনের সংখ্যাই দেখাচ্ছিলো। প্রতিটা টিম এক এক করে স্টোন রাখছিলো। কারো একশত, কারো একশত এর বেশি আবার কারো একশত এর কম ছিলো। যারা একশত ম্যাজিক স্টোন সংগ্রহ করতে পারে নি তারা বাম দিক দিয়ে এরিনা থেকে বের হয়ে যাচ্ছিলো টিম মেম্বারদের নিয়ে। আর যারা সংগ্রহ করেছে একশত স্টোন তারা ডান দিকে যাচ্ছিলো। প্রথম দিকে যারা সংগ্রহ করতে পারে নি একশত ম্যাজিক স্টোন তাদের সংখ্যায় বেশি ছিলো। যা দেখে সবাই মনে করেছিলো প্রায় অর্ধেকের বেশি টিম বাতিল হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বিপরীতের দিকে চলে গেলো। প্রতিটা টিমই একশত এর বেশি স্টোন বক্সের মধ্যে রাখতে শুরু করেছে। এমনও এমনও টিম রয়েছে যারা দুইশত এমনকি তিনশত স্টোনও বক্সের মধ্যে রেখেছে। যদিও বেশি স্টোন বক্সে রাখার মধ্যে এক্সট্রা কোনো সুবিধা নেই, কারণ এই রাউন্ডেও পয়েন্টের কোনো ব্যবস্থা ছিলো না। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা সম্মানের জন্য এমনকি অন্য কিংডমকে দেখানোর জন্য পরিমাণের থেকে তুলনামূলক বেশি স্টোন সংগ্রহ করেছে।
-> এটা তো রেড কিংডমের প্রিন্স।
-> তোমার কি মনে হয় প্রিন্সের টিম কতগুলো স্টোন সংগ্রহ করেছে?
-> যেহেতু সে রেড কিংডমের প্রিন্স তাই তার কিংডমের অন্যান্য টিম অবশ্যই তাকে সাহায্য করেছে স্টোন সংগ্রহ তে।
-> এই পর্যন্ত সবচেয়ে বেশি স্টোন সংগ্রহ করেছে সিক্রেট কিংডমের এক হান্টার টিম। তাদের হান্টার মোট স্টোনের পরিমাণ ৪১২ আমার মনে হয়।
-> তাহলে দেখা যাক রেড কিংডমের প্রিন্স সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।
রেড কিংডমের প্রিন্স স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিলো। কয়েক ধাপ করে বক্সটা বসানো হয়েছে। বক্সের কাছে গিয়ে রেড কিংডমের প্রিন্স হাত রাখলো। তার হাতের স্পেস রিং এর মধ্যে থাকা যতগুলো ম্যাজিক স্টোন ছিলো তা এবার উপরে থাকা গোল বলের উপরে দেখাতে লাগলো।
-> একজন প্রিন্সের কাছে যেটা আশা করা যায় সেটাই হয়েছে। রেড কিংডমের প্রিন্স মোট ৪২৩৫ টা ম্যাজিক স্টোন সংগ্রহ করেছে। যার মধ্যে ৪০০০ নিম্নতমস্তরের ম্যাজিক স্টোন এবং ২৩০ টা নিম্নস্তরের ম্যাজিক স্টোন। অবশেষে ৫ টা নরমাল স্তরের ম্যাজিক স্টোন। সব মিলিয়ে রেড কিংডমের প্রিন্স রেড কিংডমের হয়ে অনেক বড় একটা লিডিং নিয়ে এগিয়ে আছে।
টুর্নামেন্টের হোস্ট অনেক উত্তেজিত কন্ঠে কথাটা বলে সকল স্টুডেন্ট এবং এরিনার গ্যালারীতে থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করলো। সব স্টুডেন্টরাই অবাক ছিলো। যেহেতু এখানে কোনো রকম পয়েন্টের বিষয় আলোচ্য হয় নি তাই সবাই মনে করেছিলো একশত স্টোন সংগ্রহ করলেই সেটা যথেষ্ঠ ছিলো। তবে এখন সবাই বুঝতে পেরেছে যে সেটা তাদের ভুল ছিলো। প্রথমত এখন ব্যাপারটা তিন কিংডমের মধ্যে নিজেদের সম্মান নিয়ে ছিলো। আর হোস্টের পরবর্তী কথায় তো সবাই আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারলো না।
-> আমি ভাবি নি যে কেউ এক হাজার স্টোন সংগ্রহ করতে পারবে। যেহেতু হাজারের উপরে রেড কিংডমের প্রিন্স স্টোন সংগ্রহ করেছে তাই দ্বিতীয় রাউন্ডের হিডেন রুল চালু হয়েছে। আমাদের টুর্নামেন্টের প্রতিরা রাউন্ডে একটা করে হিডেন রুল রয়েছে। যেটা পর্যপ্ত বিষয় সম্পূর্ণ করলে চালু হবে। দ্বিতীয় রাউন্ডের হিডেন রুল হিসেবে ধরা হয়েছিলো কোনো টিম যদি প্রথমে এক হাজারের টার্গেট পূর্ণ করে তাহলে একটা পুরষ্কার ইভেন্ট তৈরি হবে। যে টিম সবচেয়ে বেশি পরিমাণ ভালো কোয়ালিটির স্টোন সংগ্রহ করতে পারবে তাদেরকে একটা লিজেন্ডারি আইটেম দেওয়া হবে সিক্রেট কিংডমের পক্ষ থেকে।
হোস্টের কথা শুনে প্রায় সবার মাথায় বাঁশ পরলো। প্রায় সবাই শুধু পরিমাণ মতোই স্টোন সংগ্রহ করেছে। আবার কেউ কিছুটা বেশি, তাই সবাই আফসোস ছাড়া আর কিছুই করতে পারছিলো না।
-> হতাশ হয়ে লাভ নেই। নিয়মে বলা হয়েছে ভালো কোয়ালিটির স্টোনের কথা। মানে কেউ এক হাজার নিম্নতম স্টোন সংগ্রহ করলেও খুব সহজে দশটা স্টোনের সাহায্যে তোমরা তাদের জায়গা নিতে পারবে। একশত নিম্নতম স্টোনের সমান একটা নিম্ন স্টোন এবং দশটা নিম্ন স্টোনের সমান একটা নরমাল স্টোন। মানে একজনের কাছে এক হাজার নিম্নতম স্টোন আছে আর ধরো তোমাদের কাছে একটা নরমাল স্টোন আছে। সেটা মানে তোমরা দুজনেই সমান জায়গায় থাকবে। তাই দেখা যাক কে আমাদের এই হিডেন প্রাইজ ইভেন্টে জয়ী হয়।
হোস্টের কথাটা একটু শান্তনামূলক হলেও তাতে কেউ খুশি ছিলো না। এই পর্যন্ত যারা স্টোন জমা করেছে তারা শুধুমাত্র নিম্নতম এবং নিম্ন স্টোনই সংগ্রহ করেছে। তারপরও সে সংখ্যা রেড কিংডমের প্রিন্সের ধারের কাছেও নেই। এজন্য ব্লু এবং সিক্রেট কিংডমের মাঝে কিছুটা দ্বন্দ লাগা শুরু হয়েছে।
-> অনেকে বলবে যদি প্রথম থেকে স্টোন গুলো কারো কাছে থাকে তাহলে তো তারাই বিজয়ী হবে। তাদের জন্য আমি বলে রাখি, তোমরা যে ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করেছিলে তার মধ্যে থেকে সংগ্রহ করা সকল স্টোনের গায়ে একটা মার্ক তৈরি হয়েছে ব্যারিয়ারে থাকার কারণে। আর এই যে বক্স দেখতে পারছো এটা শুধু সেই মার্ক করা স্টোন গুলোকেই কাউন্ট করে। কারো কাছে যদি আগের কোনো স্টোন থেকে থাকে তাহলে সেটা কাউন্ট হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো এসে।
হোস্টের কথা শুনে তার প্রটেস্ট করতে চাচ্ছিলো তারা একদম চুপ হয়ে গেলো। এরপর আস্তে আস্তে এক এক টিম তাদের স্টোন গুলো বক্সে রাখতে শুরু করলো। প্রিন্সের স্টোনের সমান এই পর্যন্ত কোনো টিমই আস্তে পারলো না।
-> হাহা, আমাদের প্রিন্সের রেকর্ড কেউই ভাঙতে পারবে না।
-> এই পর্যন্ত কেউ একটাও নরমাল স্টোন জমা করতে পারে নি। অথচ আমাদের প্রিন্স মোট পাঁচটা নরমাল স্টোন জমা করেছে যা একাই পাঁচ হাজার নিম্নতম স্টোনের সমান।
-> তাছাড়াও আরো চার হাজার নিম্নতম স্টোন তো জমা করেছেই। এছাড়াও দুইশত নিম্ন স্টোন জমা করেছে যা বিশ হাজার নিম্ন স্টোনের সমান। মোট মিলিয়ে আমাদের প্রিন্স মোট ঊনত্রিশ হাজার নিম্নতম স্টোন বা ঊনত্রিশ নরমাল স্টোন জমা করেছে।
-> আমার মনে হয় না এই রেকর্ড অন্য কেউ ভাঙতে পারবে।
-> সবশেষে দেখা যাবে আমরা রেড কিংডমই বিজয়ী হবো।
-> হ্যাঁ এরপরের রাউন্ডে ব্লু আর সিক্রেট কিংডমের সবাইকে পচাতে পারবো আমরা এটা দিয়ে।
-> আসলেই।
রেড কিংডমের প্রিন্সের আশেপাশের সবাই একে অপরের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলো। অন্যদিকে রেড কিংডমের প্রিন্স গভীর চিন্তায় মগ্ন ছিলো।
❝প্রথমে বক্সটার উপরে আমার বেশ অনেক রাগ হয়েছিলো। আমি চেয়েছিলাম নরমাল স্টোন পাঁচটা আমার কাছে রেখে বাকি গুলো বক্সে জমা করতে। কিন্তু বক্সের ফাংশন এমন যে সেটা ড্যানজনে সংগ্রহ করা সকল স্টোনকে একবারে এবজোর্ব করে নেই স্পেস রিং এর মধ্য থেকেই। রাগ হলেও এখন যেহেতু এই নিয়মটা বের হয়েছে তাই একটু ভালো লাগছে, তারপরও আমি যদি জানতাম এমন কিছু একটা হবে তাহলে আমার ফলোয়ার টিম গুলোকে বাতিল করে দিয়ে তাদের স্টোন দিয়ে আমি আরো বড় একটা স্কোর করতে পারতাম। এখন আর চিন্তা করে লাভ নেই। তিন কিংডমের কেউই আর আমার উপরে যেতে পারবে না।❞ (রেড কিংডমের প্রিন্স ভাবছে)
রেড কিংডমের প্রিন্স সিওর ছিলো যে তার মতো কেউ স্টোন সংগ্রহ করে নি। যেহেতু পয়েন্ট ভিত্তিক কোনো কথা বলা হয় নি তাই সব টিমই শুধুমাত্র একশত স্টোন সংগ্রহ করার উপরেই ফোকাস দিয়েছে।
-> অনেকে হয়তো এখন স্টোন এক্সচেঞ্জ করার চেষ্টা করবে। তাদেরকে বলে রাখি, পুরো এরিনার চারিদিক দিয়ে স্পেশাল একটা অদৃশ্য ব্যারিয়ার রয়েছে যার মধ্যে আপাতোতো কোনো স্পেস রিং এর কোনো স্টোন বের হবে না। শুধুমাত্র সংগ্রহ করা স্টোন গুলো এরিনার মাঝখানে থাকা ম্যাজিক বক্সের মধ্যে জমা হবে। তাই যারা চিন্তা করছো যে নিজেদের কিংডমকে এগিয়ে রাখবে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা তিন কিংডমের মধ্যে কে সেরা সেটা দেখার জন্য নয়। বরং তিন কিংডমের মধ্যে কোন বাচ্চাগুলোর ট্যালেন্ট রয়েছে টাওয়ারের উপরে কিছু করার তা দেখার জন্য এই টুর্নামেন্ট গঠিত হয়েছে।
হোস্টের কথা শুনে অনেকেই বুঝতে পারলো তাদের ভুল ধারণা। অনেকেই চেষ্টা করছিলো এমনকি চেষ্টা করার কথা চিন্তাও করছিলো। কিন্তু হোস্টের কথা শোনার পর সবাই বুঝতে পারলো তাদের স্টোন এক্সচেঞ্জ করার চিন্তাটা শুধু চিন্তায় থেকে যাবে। হোস্টের কথা শেষ হওয়ার সাথে সাথে আবারে সবাই এক এক করে স্টোন জমা করতে শুরু করলো।
❝আমার কাছে এমনিতেই অনেক গুলো আইটেম রয়েছে। মনে হয় না স্টোনের বিনিময়ে একটা আইটেম নেওয়া ঠিক হবে। স্টোন গুলো অনেক উচ্চ দামে বিক্সি হয়। আমি যদি একশত জমা করে বাকি গুলো বিক্রি করি তাহলে সিস্টেম আপগ্রেডের জন্য হয়তো গোল্ড কয়েন সংগ্রহ হয়ে যাবে আমার। ❞ (এলেক্স চিন্তা করছে)
* * *
To Be Continued
* * *
আরেকটু বড় করে এই ইভেন্টটা শেষ করার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে আর হলো না। তারপরও কেমন হলো জানাবেন।