#Demon_King#
পর্ব:১৬৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এরিনার মধ্যে সকল টিমের সংগ্রহ করা ম্যাজিক স্টোন গণনা করা হচ্ছিলো। যে টিম সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির ম্যাজিক স্টোন সংগ্রহ করতে পারবে তাদেরকে দেওয়া হবে সিক্রেট কিংডমের পক্ষ থেকে একটা লিজেন্ডারি আইটেম। আইটেমটা কি হবে সেটা সম্পর্কে তেমন কিছু বলা হয় নি। তারপরও সকল টিমই অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিলো আইটেমটা দেখার জন্য। আপাতোতো প্রায় শত শত টিমের লিডার ম্যাজিক স্টোন বক্সের মধ্যে রেখেছে। কিন্তু তাদের কেউই রেড কিংডমের প্রিন্সের সংগ্রহ করা স্টোনের কাছেও পৌছাতে পারে নি। তবে আস্তে আস্তে এখন অনেক টিমই ভালো পরিমাণের ম্যাজিক স্টোন জমা করতে শুরু করেছে।
-> ওয়াও তাহলে কি আমরা খুব দ্রুত রেড কিংডমের প্রিন্সের রেকর্ড ভাঙা দেখতে পারবো?
-> আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ২৯ টা নরমাল স্টোন সংগ্রহ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। C কিংবা এর উপরে লেভেলের ড্যানজন গুলোতে সাধারণত নরমাল স্টোন পাওয়ার সম্ভবনা থাকে।
-> মনস্টার গুলো থেকে লুট হিসেবে নরমাল স্টোন পাওয়া অনেকটা অসম্ভব ব্যাপারই। পুরোটাই ভাগ্যের উপরে নির্ভর করে।
-> আর পুরে ড্যানজনকে খুঁজে স্টোন বের করার জন্য অনেক উচ্চ লেভেলের ম্যাজিক সেন্সের প্রয়োজন হয়।
-> সব মিলিয়ে আমার মনে হয় না কেউ রেড কিংডমের প্রিন্সের রেকর্ড ভাঙতে পারবে।
-> আমাদের ব্লু কিংডমের প্রিন্সও কম নয়। দেখবে এটা খুব দ্রুত তারা ভেঙে দিবে।
-> ব্লু কিংডমের প্রিন্সও যাচ্ছে স্টোন জমা করতে, দেখা যাক কতগুলো স্টোন কালেক্ট করলো তারা।
শত শত টিমের স্টোন বক্সে রাখা হয়ে গিয়েছে। যারা একশত স্টোন সংগ্রহ করতে পারে নি তারা বাম সাইড দিয়ে এরিনার বাইরে চলে যাচ্ছিলো। অনেকগুলো টিম তাদের স্টোন জমা করার পর এখন ব্লু কিংডমের প্রিন্স এগিয়ে গেলো তার নিজের টিমের স্টোন জমা করতে। ব্লু কিংডমের প্রিন্স হ্যারি মুখে কনফিডেন্স নিয়ে এগিয়ে গেলো বক্সের কাছে। এই পর্যন্ত সবচেয়ে উচ্চ রেকর্ড রেড কিংডমের প্রিন্সের ছিলো যা উপরের বলের উপরে এখনো দেখিয়ে যাচ্ছে। ব্লু কিংডমের প্রিন্স যখন স্টোন গুলো জমা করলো তখন এরিনার মধ্যে দাঁড়িয়ে থাকা রেড কিংডমের টিম মেম্বার গুলো না বুঝেই হাসতে শুরু করে দিলো।
-> হাহাহাহাহা আমি ভেবেছিলাম হয়তো আমাদের প্রিন্সের কাছাকাছি স্কোর করবে ব্লু কিংডমের প্রিন্স। কিন্তু মাত্র একশত স্টোন সংগ্রহ করে কি সে নিজেকে হাসার বস্তু তৈরি করলো না এখানে?
-> আমার মনে হয় না এই ঘটনার পর থেকে কোনো ব্লু কিংডমের ব্যক্তি তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
-> একজন প্রিন্স হিসেবে তার সম্মান হয়তো আজকের পর থেকে ডুবে যাবে।
সবাই হাসাহাসি করলেও যারা নাম্বার গুলো ভালো করে লক্ষ্য করেছে তাদের মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছিলো না।
-> ব্লু কিংডমের প্রিন্স আমাদেরকে অবাক করে দিবে এটা হয়তো আমরা কেউই আশা করি নি। মাত্র একশত স্টোন সংগ্রহ করেও অনেক উঁচু একটা লিড বানিয়ে রেখেছে ব্লু কিংডমের প্রিন্স। যেহেতু এখনো অনেক টিমই বাকি আছে তাই এখনো বলা যাচ্ছে না সামনে কি হয়। হয়তোবা সিক্রেট কিংডম থেকেও আমরা বড় কোনো চমৎকার দেখতে পারবো
বক্সের পাশে থাকা হোস্ট উত্তেজিত হয়ে দ্রুত কথাটা শেষ করলো। তার কথা শোনার পর সবার নজর বলের স্ক্রিণে গেলো। মোট দুই ধরনের স্টোন সংগ্রহ করেছে ব্লু কিংডমের প্রিন্সের টিম। যেখানে নিম্নতম কোনো স্টোনই ছিলো না।
-> ৩০ টা নরমাল স্টোন। সেই সাথে ৭০ টা নিম্ন স্টোন, এটা কি ডাকাতি নয়?
-> কিভাবে সম্ভব এটা? চার পাঁচটা ড্যানজন ক্লিয়ার করলেও তো এতোগুলো নরমাল স্টোন পাওয়া সম্ভব নয়।
-> তারা কিভাবে স্টোন সংগ্রহ করলো?
-> আমি ব্লু কিংডমের প্রিন্সের টিমের পিছনে ছিলাম। ব্লু কিংডমের প্রিন্স এবং ব্লু কিংডমের ডিউকের ছেলের টিম একত্রে দুইটা C+ ড্যানজন ক্লিয়ার করেছে। হয়তো সেটার ভিতরে ভাগ্যক্রমে বেশি স্টোন পেয়ে গেছে।
-> সব শেষে আমাদের ব্লু কিংডমই সেরা।
ব্লু কিংডমের সবাই অনেকটা খুশি ছিলো। যদিও তারা নিজেরা এতো স্টোন সংগ্রহ করতে পারে নি, তারপরও অন্য কিংডমের থেকে নিজেদেরকে এগিয়ে থাকতে দেখার মাঝেও অনেকটা আনন্দ ছিলো। অন্য দিকে রেড কিংডমের প্রিন্স সহ তার টিমের সকলেই রেগে লাল হয়ে গিয়েছে। তাদের মন চাচ্ছিলো এখানেই ফাইট শুরু করতে, কিন্তু এরকম কিছু হলো না।
❝রেড কিংডমের প্রিন্সের সব মিলিয়ে ৩৭ টা নরমাল গ্রেডের স্টোন আছে। মাত্র একশত স্টোনেই সে আমার থেকে অনেকটা উপরে উঠে গিয়েছে। অন্যদিকে আমি এতো কিছু করার পরেও এতো স্টোন সংগ্রহ করার পরেও কিভাবে পিছনে পরে রইলাম?❞ (রেড কিংডমের প্রিন্স ভাবছে)
ব্লু কিংডমের প্রিন্স হ্যারি ছোট স্টেজের উপর থেকে ডান দিকে চলে গেলো। তার সাথে তার টিমের বাকিরাও সেদিকে চলে গেলো।
-> স্যাম যদি নরমাল স্টোন গুলো আমাদের না দিতো তাহলে হয়তো আমরা এই রাউন্ড জিততেই পারতাম না। (মাইরা)
-> আমি চিন্তাও করি নি যে এরকম কোনো কিছু একটা তৈরি হবে। তাহলে আরো কিছু স্টোন সংগ্রহ করতাম। (হ্যারি)
-> তারপরও আমার মনে হয় না কেউ আমাদের রেকর্ড ভাঙতে পারবে। (মাইরা)
হ্যারির পরে বক্সে স্টোন রাখার জন্য স্যাম উপরে উঠলো। সে উপরে উঠে নিজের স্টোন গুলো রাখলো।
-> ব্লু কিংডম আমাদেরকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। জানি না প্রিন্স এবং ডিউকের পুত্র বাদে আরো কেউ কি আমাদেরকে সারপ্রাইজ দিবে কি না। (হোস্ট)
হোস্টের উত্তেজিত কন্ঠে সবাই মনোযোগী হলো। স্যাম বক্সে স্টোন রেখেছে। ২০ টা নরমাল স্টোন। সেই সাথে ৮০ টা নিম্ন স্টোন। যার মধ্যে একটাও নিম্নতর স্টোন নেই। সব মিলিয়ে আমার ২৮ টা নরমাল স্টোনের সমান পরিমাণ স্টোন সংগ্রহ করেছে স্যামের টিম। যদিও আর একটার জন্য তারা রেড কিংডমের প্রিন্সকে ধরতে পারে নি। তারপরও এই পরিমাণটা তুলনামূলক ভাবে অনেক বেশি ছিলো। এরপর আবারো এক এক করে টিম গুলো তাদের স্টোন জমা করছিলো। এমন করতে করতে সবার নজর এক টিমের লিডারের উপরে পরে গেলো।
-> এটা কি সিক্রেট কিংডমের প্রিন্সেস না?
-> কিন্তু মিনিস্টারের মেয়ে কিভাবে প্রিন্সেস হয় সেটা আমি বুঝতে পারছি না।
-> আরে বোকা সিক্রেট কিংডমের মিনিস্টার এবং কুইন মারিয়া আপন ভাই বোন। সেই দিক দিয়ে না দেখলেও মিনিস্টারের বড় মেয়ের সাথে কুইন মারিয়ার এক ছেলের বিয়ে হয়েছিলো।
-> কিন্তু সেই প্রিন্স তো মারা গিয়েছে তাই না?
-> হ্যাঁ আমার মনে হয় সেই প্রিন্সকে হত্যা করা হয়েছিলো। যে কারনেই সিক্রেট কিংডম তাদের নতুন প্রিন্সের পরিচয়কে গোপন রেখেছিলো।
-> তাহলে দেখা যাক এখন সিক্রেট কিংডমের প্রিন্সেস কি করে।
কিছু ব্যক্তি একে অপরের সাথে কথা বলতে শুরু করেছ। তাদের কথা বাদ দিয়ে আমরা স্টেজে চলে যায়। টুর্নামেন্টে দুই প্রিন্সেসই অংশগ্রহন করেছে। মারফা এবং মারফি দুই বোন। যাদের মধ্যে মারফা ছোট এবং মারফি বড়। দুজনে একাডেমির না হয়ে হান্টার টিমের অংশ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টিমের লিডার মারফা হওয়ার কারনে সে স্টেজের দিকে এগিয়ে গেলো। বক্সের উপরে হাত রাখার তার টিমের সংগ্রহ করা স্টোন গুলো বক্সে সংগ্রহ হতে শুরু করলো। উপরের বলে এবার কাউন্ট দেখানো শুরু করলো। পূর্বে তিন রকমের স্টোনের কাউন্ট দেখালেও এবার মোট চার রকমের স্টোনের কাউন্ট দেখালো বলের মধ্যে।
-> অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে গিয়েছে আমাদের সামনে। আমি পূর্বে নরমাল স্টোন পর্যন্ত তালিকা উল্লেখ করেছি কিন্তু আমাদের সামনে যে একটা স্পেশাল মুহুর্ত তৈরি হবে সেটা আমরা কেউই আশা করি নি। সাধারণত নরমাল স্টোন পর্যন্তই আশা করেছিলাম যে সবাই সংগ্রহ করতে পারবে। কিন্তু যেহেতু একজন উচ্চতর স্টোনও সংগ্রহ করতে পেরেছে তাই আমি বাকি স্টোন গুলোর মানও বলে রাখি। প্রথমেই আমরা জানি যে, একশত নিম্নতম স্টোনের সমান হলো একটা নিম্নস্টোন। এরপরে দশটা নিম্ন স্টোনের সমান হলো একটা নরমাল স্টোন। এরপর একশতটা নরমাল স্টোনের সমান হলো একটা উচ্চতর স্টোন। সিক্রেট কিংডমের প্রিন্সেসের টিম মোট একশত স্টোন সংগ্রহ করেছে। তাদের স্টোনের সংখ্যা কম হলেও ভাঙলে সেটা অন্যান্যদের রেকর্ড একদম ভেঙে ফেলেছে। (হোস্ট)
হোস্টের আর কিছু বলতে হলো না। বাকিরা একা একাই এবার হিসাব করতে শুরু করলো। মারফার টিম একটা উচ্চতর স্টোন, এবং ৫৪ টা নরমাল স্টোন এবং ৪৫ টা নিম্ন স্টোন সংগ্রহ করেছে।
-> এখন যদি একটা উচ্চ স্টোনে একশত নরমাল স্টোন হয়, আর ৫৪ নরমাল স্টোন তো থাকছেই। আর ৪৫ টা নিম্ন মানের স্টোন মানে ৪.৫ টা নরমাল স্টোন। মোট হিসাব করলে ১৫৮.৫ টা নরমাল স্টোন সংগ্রহ করেছে সিক্রেট কিংডমের প্রিন্সেস।
-> আমার মনে হয় না এই রেকর্ড অন্য কেউ ভেঙে ফেলতে পারবে।
-> এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আজ পর্যন্ত এতো কম লেভেলের ড্যানজনে কি কেউ উচ্চতর লেভেলের স্টোন পেয়েছে?
-> একের পর এক নতুন নতুন জিনিস আমরা দেখতে পারছি।
আবারো একের পর এক টিম স্টোন সংগ্রহ করা নিয়ে ব্যস্ত হয়ে গেলো। কিন্তু কেউই স্যামের টিমের রেকর্ড ভাঙতে পারছিলো না। আর তো সেখানে সিক্রেট কিংডম বিশাল একটা লিড বানিয়ে রেখেছিলো। দেখতে দেখতে এলেক্সের সময় হয়ে গেলো। এলেক্স এগিয়ে যাওয়ার সময় সবার নজর একদম তার উপরে ছিলো। পুরো টুর্নামেন্টের ভিতরে সবচেয়ে নজর কাড়া ব্যক্তি এখন এলেক্স। যেহেতু তার পরিচয় সিক্রেট কিংডমের প্রিন্স হিসেবে বের হয়েছে তাই সবার নজর এখন এলেক্সের দিকেই ছিলো। এলেক্স কারো দিকে না তাকিয়ে সোজা বক্সের কাছে চলে গেলো। তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ছিলো পাশে দাঁড়িয়ে থাকা হোস্টও। এলেক্স তার বাম হাত সামনের দিকে এগিয়ে ধরলো। যেহেতু এলেক্সের এমনি কোনো স্পেস আইটেম নেই তার রিং আর সিস্টেম ব্যতীত তাই এলেক্স তার রিং এর হাতকেই সামনে ধরলো। হঠাৎ এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো।
-""একটা শক্তিশালী আইটেম শনাক্ত হয়েছে। সেটা মাস্টারের সংগ্রহ করা সকল ম্যাজিক স্টোন এবজোর্ব করতে চাচ্ছে। কিন্তু সিস্টেমের সিকিউরিটির কারণে সেটা সম্ভব নয়। মাস্টার তার ইচ্ছামতো ম্যাজিক স্টোন দান করতে পারবেন।""-
এলেক্সের সামনে একটা স্ক্রিন চলে আসলো যেখানে এলেক্স কতগুলো স্টোন দান করবে সেটা উল্লেখ ছিলো। এলেক্স এতোটা বোকা ছিলো না যে সে সব গুলো স্টোন দিয়ে দিবে, সেটা করলো এলেক্সের সিস্টেম আপগ্রেড করা আর হবে না। তাই তো এলেক্স শুধুমাত্র পরিমাণ মতো স্টোন গুলো বক্সের মধ্যে রেখে দিলো।
❝নিম্নতম স্টোনের দাম তো মনে হয় সবচেয়ে কম তাই না?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার স্টোন গুলো বক্সের মধ্যে রাখলো। যা আস্তে আস্তে কাউন্ট করতে শুরু করেছে।
-> সব সময় কি নরমাল স্টোন গুলো প্রথমে কাউন্ট হয় না?
-> হ্যাঁ কিন্তু সিক্রেট কিংডমের প্রিন্সের ক্ষেত্রে প্রথমে নিম্নতম স্টোন কাউন্ট হচ্ছে।
-> তার মানে সে নিম্ন স্টোনও সংগ্রহ করতে পারে নি। হাহাহাহা।
-> সিক্রেট কিংডমের প্রিন্স তাহলে তেমন কিছুই না।
-> আসলেই।
সবাই প্রথমে পরিহাশ করতে শুরু করলেও গণনা শুরু হয়ে আর যখন শেষ হওয়ার নাম নিচ্ছিলো না তখন সবাই অবাক হয়ে গিয়েছে। একের পর এক স্টোন গণনা হচ্ছিলো শুধু। থামার কোনো নাম নিচ্ছিলো না।
-> এটা অসম্ভব!
-> একটা টিম এতোগুলো স্টোন কিভাবে সংগ্রহ করতে পারে?
-> সিক্রেট কিংডম হয়তো কোনো চিটিং করেছে এখানে।
-> একদমই না, সিক্রেট কিংডম এরকম কোনো কিছু করবে না।
-> তাহলে তাদের প্রিন্স এতোগুলো নিম্নতম স্টোন কিভাবে সংগ্রহ করলো?
সবার মুখের ভাষা হারিয়ে গেলো। কেউ কোনো কথা বলতে পারছিলো না।
❝নিম্নতম স্টোন গুলো আমার কোনো কাজে লাগবে না। তাই সব গুলোই বক্সের মধ্যে রেখে দিলাম।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স সেই আননোন ড্যানজনের মধ্যে থেকে অনেক অনেক সংখ্যক স্টোন সংগ্রহ করেছে। যার মধ্যে নিম্নতম স্টোনের পরিমাণ একটু কম ছিলো। এজন্য সব নিম্নতম স্টোন গুলো এলেক্স বক্সের মধ্যে রেখে দিয়েছে।
-> অবিশ্বাস্য, সিক্রেট কিংডমের প্রিন্স আমাদের অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে। সে এবং তার টিম কোনো নিম্ন, নরমাল এমনকি উচ্চতর স্টোন কালেক্ট করে নি। বরং সবচেয়ে লো কোয়ালিটির স্টোন সংগ্রহ করেছে। কিন্তু আমার মনে হয় না এই পরিমাণকে কেউ হারাতে পারবে বাকি স্টুডেন্টদের মধ্যে থেকে। (হোস্ট)
বলের মধ্যে এখনো স্টোন গণনা হচ্ছিলো। যা আপাতোতো সবার হিসাবের বাইরে চলে গিয়েছে। এতো বড় সংখ্যা ছোটরা গণনা করতে পারে না বলে তিন কিংডমের বিশেষজ্ঞ ব্যক্তিরা গণনা শুরু করেছে। স্টোনের গণনা বলের মধ্যে শেষ হওয়ার পর সেটা যে সংখ্যায় দ্বারায় সেটা হলো,
-> দশ লক্ষ! দশ লক্ষ! নিম্নতম স্টোন। পুরো অবিশ্বাস্য একটা ব্যাপার যা পূর্বে কখনো হয়তো ঘটে নি আর ঘটবে কিনা সেটাও সন্দেহ। সব হিসাব করলে দেখা যায় দশ লক্ষ ম্যাজিক স্টোনের সমান দাড়ায় এক হাজার নরমাল স্টোন। যা এই পর্যন্ত থাকা সবচেয়ে বড় লিড তৈরি করেছে। (হোস্ট)
হোস্টের কথা শুনে স্কোর বলের দিকে যারা তাকিয়ে ছিলো তারাই অবাক হয়েছে। এতোক্ষণে সিক্রেট কিংডমের প্রিন্সকে নিয়ে কেউ তেমন একটা চিন্তা করছিলো না। যদিও টুর্নামেন্টের সবচেয়ে হট টপিক ছিলো এলেক্স। তারপরও কেউ আশা করে নি এরকম একটা সারপ্রাইজ দিবে সে।
-> তাহলে সিক্রেট কিংডমের প্রিন্স হওয়ার সুবিধা এটাই?
-> আমার মনে হয় সিক্রেট কিংডমের কুইন হয়তো তার ছেলেকে এমন কোনো একটা আইটেম দিয়েছেন যেটায় ম্যাজিক স্টোন সনাক্ত করা যায়।
-> এছাড়া আমি আর কিছু দেখে পারছি না।
সবাই আস্তে আস্তে চুপ হতে শুরু করলো। কারণ আবারো স্বাভাবিকের মতো সবাই তাদের ম্যাজিক স্টোন জমা করতে শুরু করেছে। এর পরে আর কোনো ব্যক্তিই তেমন বেশি ম্যাজিক স্টোন বক্সে রাখতে পারে নি। দেখতে দেখতে সবচেয়ে শেষের ব্যক্তির সময় চলে এসেছে ম্যাজিক স্টোন রাখার।
❝আমার কিং দশ লক্ষ ম্যাজিক স্টোন সংগ্রহ করেছে। এটা তো আমার কিং এর থেকে আশা করাই যায়। আমি তার ছায়া হওয়ার ফলে কখনোই তার থেকে বেশি স্টোন রাখতে পারবো না সেই বক্সে। আমাকে আমার কিং বলে ও নি কতটুকু স্টোন আমি রাখবো। যেহেতু তার পাওয়ারের অর্ধেক পাওয়ার আমি এই ফর্মে ব্যবহার করতে পারি তাই আমি কি অর্ধেক স্টোনই রাখবো?❞
যারা একশত স্টোন সংগ্রহ করতে পারে নি তারা এরিনার বাইরে চলে গিয়েছে। আর যারা সংগ্রহ করেছিলো তারা ডান সাইডে চলে গিয়েছে। এতোক্ষণে সবাই যেখানে দাঁড়িয়ে ছিলো সেখানে আপাতোতো একটা টিম দাঁড়িয়ে আছে। সেই টিমের লিডার যে ব্যক্তি সে এক পা বাড়াতেই পুরো গ্যালারিতে থাকা মেয়ে গুলো তার নাম ধরে ডাকতে শুরু করলো। শুধু মেয়েরা না, অধিকাংশ ছেলেরাও তার চার্মে আকৃষ্ট হয়ে তার নাম ডাকতে শুরু করেছে।
-> এমিয়াস, এমিয়াস, এমিয়াস।
-> আমরা তোমাকে ভালোবাসি।
এমিয়াস বা এলেক্সের শ্যাডো ইগ্রিত এসবের দিকে কোনো রকম নজর না দিয়ে স্টেজের দিকে এগিয়ে আসলো। স্টেজে দাঁড়িয়ে থাকা ছেলে হোস্ট এমিয়াসকে একদম কাছ থেকে দেখার ফলে তার মুখ লাল হয়ে গেলো কিছুটা। এমিয়াসের সাথে একটা হ্যান্ডশেক করার জন্য সে হাত এগিয়ে দিলো। কিন্তু এমিয়াস সেটা ইগনোর করে বক্সের উপরে হাত দিলো।
❝তাহলে মনে হচ্ছে আইটেমটা ইগ্রিতের কাছেই চলে যাচ্ছে।❞ (এলেক্স ভাবছে)
এমিয়াসের স্টোন গুলো চার সারিতে গণনা হতে শুরু করলো, যা আবারো থামার নাম নিচ্ছিলো না।
* * * * *
একটা বিশাল রুমের মধ্যে, একটু শর্ট তবে সুন্দরী দেখতে একটা মেয়ে বসে ছিলো।
[আমি বুঝতে পারলাম না। আমাকে মিশনটা দিলো বাবা যার কারণে আমাকে এই কারাগার থেকে বের করে নিলো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো যে বাবা তার মত ঘুরিয়ে মিশনটা কেনো তার এর হাতে তুলে দিলো? বাবা ভালো করেই জানে এই মিশন আমার দ্বারা সম্ভব না হলেও তার দ্বারাও কখনো সম্ভব নয়। যে শপথ নিয়েছে কখনো কোনো পুরুষকে নিজের কাছে আসতে দিবে না। আমাকে আবার আটক করে বাবা এই সিদ্ধান্ত কেনো নিলো? এখানে কি মিশনটা কন্সটেলেশন অফ লাভকে দিলে ভালো হতো না? যেহেতু একটা ছোট ছেলেকে প্রেমের জ্বালে ফেলতে হবে, সেটা তো সেই ছেলে ভালোবাসা কন্সটেলেশন এর জন্য ছোট ময়লা ফেলার মতো একটা কাজ হতো। এখন সে কি করবে সেটা কেই বা জানে।
* * * * *
আমাদের জায়গা কিছুটা চেঞ্জ হলো। অন্য একটা জায়গায় যদি আমরা দেখি, তাহলে এটা শুধুমাত্র একটা ছোট রুম ছিলো। যেখানে একটা মেয়ে শুয়ে ছিলো বিছানার উপরে। মেয়েটা শুয়ে থাকা থেকে হঠাৎ লাফিয়ে উঠলো। তার ঘুমের মধ্যেই মনে হচ্ছিলো তার রুমের মধ্যে কোনো এক শক্তিশালী বিয়িং ছিলো যে তার উঠার অপেক্ষা করছিলো। মেয়েটা ঘুম থেকে উঠেই সামনে উজ্জ্বল একটা আলো দেখতে পারলো। উজ্জ্বল আলোটা মেয়েটার দেখা সবচেয়ে সুন্দরী একটা মেয়ের আকার নিয়ে হাওয়ার উপরে ভাসছিলো।
-> কে আপনি? (মেয়েটা)
[আমার নাম হেস্টিয়া। আমি এখানে এসেছি তোমার পিউর হার্ট এর ডাক শুনে। আজ পর্যন্ত আমি কোনো অ্যাভেটার তৈরি করি নি। তবে আজ আমি তোমাকে আমার অ্যাভেটার হওয়ার সুযোগ দেওয়ার জন্য এসেছি। আমার সাথে কন্ট্রাক তৈরি করো এবং নিজের সব গুলো স্বপ্নকে পূর্ণ করে নাও।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।