#Demon_King#
পর্ব:১৬৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
তিন কিংডমের জয়েন্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ট শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের অনেক বড় একটা সারপ্রাইজের শেষ তৃতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে আজকে। দ্বিতীয় রাউন্ডের পরে একদিন সময় দেওয়া হয়েছিলো সকল টিমকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই সময়টা সবাই দশ তম ফ্লোরের গেস্ট হাউজ গুলোতে অবস্থান করেছে, আবার অনেকে প্রথম ফ্লোরে ফিরে গিয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যেসকল টিম তৃতীয় রাউন্ডে প্রবেশ করার সুযোগ পেয়েছে তারা দশম ফ্লোরের এরিনা ত্যাগ করতে পারে নি। যে জায়গাটা সাধারণ লোকজনের বসার জন্য তৈরি করা হয়েছিলো সেটাকে গ্যালারি বলা হয়। সেই জায়গার নিচে ছোট ছোট অনেক গুলো কেবিন রয়েছে যার মধ্যে প্রতিটা টিমকে অবস্থান করতে হয়েছে। একদিন সবাইকে বিশ্রাম করার সময় দিয়ে পরের দিন তৃতীয় রাউন্ড শুরু হয়েছে। তৃতীয় রাউন্ড পূর্বের দুই রাউন্ডের থেকে সম্পূর্ণ বিপরীত। যা সম্পর্কে টুর্নামেন্টের হোস্ট সবাইকে বুঝিয়ে দিয়েছে।
-> আমি ভাবতেই পারছি না আমাদের এইটা করতে হবে তৃতীয় রাউন্ডের জন্য।
-> এটা কি ব্লু কিংডমের টুর্নামেন্টের মতো হয়ে গেলো না অনেকটা?
-> তবে আমার মনে হয় না এবারের প্রশ্ন একবারে সহজ করা হবে।
-> দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমি আশা করি নি, সেই সাথে এখন আবার গণিত নিয়ে একটা রাউন্ড হবে। এটা কিরকম কথা?
-> আমি বুঝি না এমনি সময় সেই এমিয়াসের উপরে রাগ উঠলেও তাকে সামনে দেখলে কেনো কিছু করতে পারি না? আমার পুরো শরীর মনে হয় থেমে যায়।
-> আমার তো হার্টবিট বারতে শুরু করে।
-> আমার তো মনে হয় আমি কোনো নগ্ন মেয়ে দেখছি এরকম অবস্থা হয় আমার।
-> হয়তো তার কাছে কোনো স্পেশাল লিজেন্ডারি একটা আইটেম রয়েছে যা আমাদের এই অবস্থা করে থাকে।
-> এই রাউন্ডে মনে হয় না আমরা কোনো সুযোগ পাবো। তাই পরের রাউন্ডে কোনো একটা সুযোগ দেখে তাকে হত্যা করে ফেলতে হবে আমাদের। তা নাহলে মনে হয় না আমরা নিজেদেরকে পুরুষ বলে দাবি করতে পারবো।
-> আমি তো চিন্তা করছি এই রাউন্ড নিয়ে। যেহেতু এই রাউন্ডে দুটো স্টেজ আছে তাই মনে হয় না দ্রুত আমরা এটা ক্লিয়ার করতে পারবো।
-> আমাদের মধ্যে গণিতে যারা একটু ভালো তারা চেষ্টা করলেই প্রথম স্টেজ পার করতে পারবো।
-> তবে প্রথম স্টেজ ক্লিয়ার করলেও তো ঝামেলা আসে পরের স্টেজে। এতো দূর থেকে আমরা এতো গুলো টার্গেটের মধ্যে থেকে একটাকে কিভাবে হিট করবো?
সবাই তৃতীয় রাউন্ড নিয়ে কথা বলছিলো। হোস্ট সবাইকে রুলস সম্পর্কে বুঝিয়ে দিয়েছে। তৃতীয় রাউন্ডের মধ্যে দুটো স্টেজ রয়েছে। প্রথম স্টেজ যেখানে প্রতিটা ব্যক্তির হাতে একটা করে টোকেন দেওয়া হয়েছে। প্রতিটা টোকেনের মধ্যে নম্বর লেখা ছিলো। প্রতিটা টোকেন এর নম্বর এক থেকে একহাজার এর মধ্যে ছিলো। তৃতীয় রাউন্ডের প্রথম স্টেজ যেখানে প্রতিটা টিমের কাছে পাঁচটা টোকেন আছে। পাঁচ টোকেন এর নম্বরকে যোগ করতে হবে। এরপর সেই সংখ্যাকে টিমের মেম্বারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সবাই তাদের টোকেন চেক করেছে, যা সবই পাঁচ এর গুনিতক ছিলো। সংখ্যা গুলোকে সাজানো হয়েছে যাতে করে সে সংখ্যা গুলো দিয়ে টিমের মেম্বারের সংখ্যা ভাগ দিলে একটা সমান সংখ্যা পাওয়া যায়। রাউন্ডকে সহজ মনে করলেও এর যে হিসাব যেটা ৯৯% টিমের জন্য অনেক কঠিন ছিলো। এমনকি বেশ কিছু নোবেল রয়েছে যারা সারাজীবন গণিত নিয়ে পরে থাকলেও এই ক্যালকুলেশন করতে পারছে না। সব বিষয় তুলনা করে পুরো একদিন সময় দেওয়া হয়েছে তৃতীয় রাউন্ডের জন্য। এই একদিনে তৃতীয় রাউন্ডের প্রথম এবং দ্বিতীয় স্টেজ সম্পূর্ণ করতে হবে। প্রথম স্টেজ টোকেনের সাহায্যে নিজেদের কাঙ্খিত ফলাফল নির্ণয় করা এবং এরপরই শুরু হবে দ্বিতীয় স্টেজ। এরিনার মধ্যে সকল টিমকে এক সাইডে রাখা হয়েছে। পুরো এরিনার সাইজ অনেকটা বড়। ভিতরে ২০০ মিটারের মতো একটা জায়গা ক্লিয়ার করা হয়েছে। ২০০ মিটার দূরে একটা দেওয়ালের মতো তৈরী করা হয়েছে। যার উপরে বিভিন্ন ধরনের সংখ্যা ছিলো। প্রথম স্টেজ সম্পূর্ণ করলে সবাই একটা সংখ্যা বের করতে পারবে। যারা সংখ্যা বের করতে পারবে তাদের দ্বিতীয় স্টেজের কাজ হলো ২০০ মিটার দূর থেকে বিশাল দেওয়ালের উপরে হাজারো নম্বরের মধ্য থেকে একটা সেই বের করা নম্বরে একটা পাথর দিয়ে হিট করতে হবে।
-> এতো দূরে এতো ছোট একটা টার্গেটকে হিট করা কি আদৌও সম্ভব? (জেয়াব)
-> ট্রাই না করে তো আর বলতে পারছি না। (ক্রিস)
-> কিন্তু তার প্রথমে তো আমাদের এই হিসাবটা মিলাতে হবে। (এনরি)
-> আরে হিসাব নিয়ে সমস্যা নাই, গণিতের টপার আমাদের এলেক্স তো রয়েছে। আমি দ্বিতীয় স্টেজ দেখে নিবো। (ক্রিস)
-> আচ্ছা আমাদের বাকি ফ্রেন্ডদের তো দেখতে পারছি না। আমরা অন্য কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি বলে কি তারা আমাদের ইগনোর করে যাচ্ছে? (জেয়াব)
-> এটাই লজিক্যাল। এতোদিন তোমরা প্রিন্স হ্যারির সাথে বন্ধু ছিলে, কিন্তু এখন যেহেতু এলেক্সের পরিচয়ও সিক্রেট কিংডমের প্রিন্স হিসেবে প্রকাশ পেয়েছে তাই অন্য কিংডমের প্রিন্স হিসেবে আমাদের ইগনোর করাটা তাদের জন্য স্বাভাবিক। (মিও)
-> একবার ডুফেসের সাথে দেখা হোক, ওর ভুঁড়িতে কয়েকটা পান্স মারতে হবে আমাদের ইগনোর করার জন্য। (জেয়াব)
-> গাইস, আমাদের এভাবে গল্প করলে হবে না। পূর্বে অনেক সহজ ক্যালকুলেশন করে থাকলেও এবারের টা অনেক কঠিন হবে এলেক্সের জন্যও। অন্যান্য টিমেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ক্যালকুলেশন এর জন্য। আমাদেরও চেষ্টা করা উচিত, তা নাহলে মনে হয় না এক দিনের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। (এনরি)
-> হ্যাঁ এনরি ঠিকই বলেছে। আমাদের সংখ্যা গুলো অনেক বড় বড়। যা ক্যালকুলেশন করতে অনেকটা সময় লাগবে। (জেয়াব)
-> আমার মনে হয় না কাউকে চেষ্টা করতে হবে। এখন শুধু দ্বিতীয় স্টেজ শুরু করলেই হবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে সবাই হা করে তাকিয়ে রইলো এলেক্সের দিকে। কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না কিছু ক্ষণের জন্য।
-> এতো বড় ক্যালকুলেশন এতো দ্রুত শেষ? (ক্রিস)
-> হ্যাঁ। (এলেক্স)
-> আসলেই কি নাকি আমাদেরও চেষ্টা করতে হবে? (জেয়াব)
কেউই বিশ্বাস করতে পারছিলো না। এতো বিশাল একটা হিসাব তাদের সবার প্রায় এক দিনের মতোই লাগতো করতে, কিন্তু সে জিনিসটা এলেক্স মাত্র নম্বর গুলো দেখেই শেষ করে ফেলেছে, যা অসম্ভব না হয়ে আর কি হবে। তবে এলেক্সের থেকে কোনো রকম কথা না শুনে তারা বিশ্বাস করে নিলো এলেক্সের কথা। কারণ এলেক্স মজা করার মতো কেউ না। তাছাড়া পূর্বের ব্লু কিংডমের টুর্নামেন্টেও সে টপ করেছিলো সবচেয়ে বেশি নম্বর অর্জন করে।
-> তাহলে হোস্টের থেকে আমাদের বলটা দিয়ে এসে আমরা এখনি এই স্টেজ পূর্ণ করে ফেলি। (ক্রিস)
ক্রিসের কথা শুনে এলেক্স এগিয়ে গেলো হোস্টের দিকে। এক সাইডে উচু একটু জায়গা বানানো হয়েছে যার উপরে হোস্ট দাঁড়িয়ে ছিলো ছোট একটা বক্স নিয়ে। সেই বক্সের মধ্যে হাজারো পাথর ছিলো, যা দিয়ে এই রাউন্ডের সকল টিম তৃতীয় রাউন্ড শেষ করবে। প্রথম স্টেজের হিসাব শেষ করে তাদেরকে হোস্টের থেকে পাঁচটা বল নিতে হবে টোকেন গুলো দেখিয়ে। বল গুলো নিয়ে এরপর সেই টিমের পাঁচজনকে এক বার করে নিক্ষেপ করতে হবে ২০০ মিটার দূরের বিশাল দেওয়ালে। দেওয়ালের গায়ে অনেক গুলো ম্যাজিক বলের মতো স্বচ্ছ কাচের কিছু একটা ছিলো যার উপরে প্রতিটা ক্যালকুলেশনের নম্বর দেওয়া ছিলো। তৃতীয় রাউন্ড পার করতে হলে প্রতিটা টিমের পাঁচজনের একজন যদি তাদের ক্যালকুলেশন করে বের করা নম্বরের বলে ২০০ মিটার দূর থেকে নিক্ষেপ করে হোস্টের দেওয়া বল স্পর্শ করাতে পারে তাহলেই শুধুমাত্র তারা পরের রাউন্ডে প্রবেশ করবে। এই রাউন্ড সহজ মনে হলেও এখনো কেউ চেষ্টা করে নি বলে কেউই সবার কাছে কিছুটা সহজ মনে হচ্ছিলো। এলেক্স হোস্টের কাছে নিজের কাছে থাকা টোকেন গুলো দিয়ে দিলো। এই সময়ে হোস্ট সেই পাঁচটা টোকেন তার সামনে থাকা বক্সের মধ্যে রেখে দিলো। সাথে সাথে ভিতর থেকে পাঁচটা গোল পাথরের মতো কালো বল বেরিয়ে আসলো। এলেক্স বলের দিকে তাকিয়েই বুঝতে পারলো তার চারপাশ দিয়ে আজব কিছু একটা এনার্জি ছিলো।
-> এই পাঁচটা বল দিয়ে শুধুমাত্র সেই নাম্বারের স্টোনটাই ভাঙবে যেটা আসল ক্যালকুলেশন হবে। যদি সেটা ভাঙতে পারেন আপনার টিম তাহলে পরবর্তী রাউন্ডে প্রবেশ করবেন। (হোস্ট)
হোস্টের হাত থেকে বলগুলো নিয়ে এলেক্স ফিরে আসলো।
-> এতো দ্রুত কিভাবে?
-> আমার মনে হয় না হোস্টের কাছে উত্তর গুলো বলতে হবে। তাহলে আমরা বলগুলো নিয়ে রাখতে পারবো।
-> সিক্রেট কিংডমের প্রিন্স এখনো উত্তর হয়তো বের করে নি। তারপরও বল গুলো নিয়ে রেখেছে।
-> ঔ দেখো তোমরা। তাদের টিমের একজন নিক্ষেপ করতে যাচ্ছে বল।
-> তাহলে কি তারা উত্তর বের করে নিয়েছে?
-> আমার মনে হয় না। হয়তোবা তারা তাদের ভাগ্য চেক করার চেষ্টা করে যাচ্ছে। এতো দ্রুত কিভাবে এতো বড় ক্যালকুলেশন করা সম্ভব?
-> হাহাহাহা।
-> এটা কি মজার কোনো বিষয়?
-> তোমাদের মতো মোডিকোর ব্যক্তিরা এইসবই ভাববে। হয়তোবা ব্লু কিংডমের টুর্নামেন্ট দেখো নি। সেখানের গণিত অলিম্পিয়াডে সিক্রেট কিংডমের প্রিন্স এলেক্স মোট নম্বর অর্জন করে টপ করেছিলো। তার জন্য এই জিনিসটা কোনো ব্যাপারই না।
-> শুধু আমাদের সিক্রেট কিংডমের প্রিন্স নয়। আমাদের কিংডমের অন্যান্যরাও ক্যালকুলেশনের দিক দিয়ে তেমন দুর্বল নয়। তবে আমাদের প্রিন্স অনেকটাই স্পেশাল।
সিক্রেট কিংডমের টিম গুলো আস্তে আস্তে এলেক্সকে মেনে নিতে শুরু করেছে। করবেই না কেনো এই পর্যন্ত অনেক কিছুই প্রমাণ করেছে এলেক্স। এমনিতেও তার কাছে পাওয়ার ছিলো যেটা তার বয়সী কারোর কাছেই নেই। সেই সাথে চরম মেধাবী এলেক্স। যা সবাইকে ইমপ্রেস করবেই।
-> কিন্তু আসল ব্যাপার এটা নয়, ২০০ মিটার দূরের ছোট একটা টার্গেট হিট করা প্রায় অসম্ভব একটা ব্যাপার।
এলেক্স পাঁচটা বল নিয়ে এসেছে। এলেক্সের হাত থেকে একটা বল নিয়ে ক্রিস সাথে সাথে সেটা নিক্ষেপ করতে গেলো।
-> তাহলে কি ৭৮৭ নম্বরে আমাদের হিট করতে হবে? (ক্রিস)
-> হ্যাঁ সেটাই আমাদের কাঙ্খিত নম্বর। (এলেক্স)
-> ঠিক আছে সব কিছু আমার উপরে ছেড়ে দাও। আমি এক হিটেই এই স্টেজ পূর্ণ করে দিচ্ছি। (ক্রিস)
ক্রিস কারো কোনো কথা না শুনেই সামনের দেওয়ালের দিকে ফোকাস করলো। দুইশত মিটার দূরে বিশাল একটা দেওয়াল রয়েছে। দেওয়ালটা বড় হলেও ২০০ মিটার দূর থেকে দেখলে অনেক ছোটই মনে হয় সেটাকে। সেই সাথে তার মধ্যে ছোট একটা বল রয়েছে যেটাকে ২০০ মিটার দূর থেকে হিট করতে হবে। বিষয়টা প্রথমে সোজা মনে হলেও এখন ক্রিস বুঝতে পারছে সেটা তেমন সহজ কোনো একটা কাজ নয়। তারপরও কনফিডেন্স রেখে ক্রিস একটা বল নিক্ষেপ করলো সামনের দিকে। ক্রিস সিওর ছিলো সেটা মূল টার্গেটে না লাগলেও যেকোনো একটা স্টোনে লাগবে, কিন্তু সেরকম কিছুই হলো না। দুইশত মিটার কম একটা জায়গা মন হলেও কোনো ম্যাজিক এনার্জি ব্যবহার না করলে সেটা আসলেই অনেক বড় একটা দূরত্ব। কিছুটা দূরত্বের জন্য ক্রিসের নিক্ষেপ করা বলটা দেওয়ালের কাছে যেতে পারে নি।
-> ইস একটুর জন্য মিস হয়ে গিয়েছি। (ক্রিস)
-> একটু না অনেকটার জন্য মিস হয়েছে। প্রথমে তো দেওয়াল পর্যন্ত যেতে হবে এরপর হাজারো ম্যাজিক স্টোনের মধ্যে থেকে আমাদের টার্গেটকে ভাঙতে হবে। যা প্রায় অসম্ভবই মনে হচ্ছে আমার। (জেয়াব)
-> আমি কোনো এনার্জি ব্যবহার করি নি, তা নাহলে এক থ্রোতেই আমি টার্গেট হিট করতে পারতাম। (ক্রিস)
-> আচ্ছা তাহলে দেখি আমি পারি কিনা। (জেয়াব)
-> তুমি পরে চেষ্টা করো, এখনো আরো তিনটা আছে বল। (ক্রিস)
ক্রিস আরেকটা বল নিয়ে সেটাও থ্রো করতে রেডি হলো। যেহেতু হোস্ট এখনো বলে নি যে এই স্টেজে ম্যাজিক এনার্জি ব্যবহার করতে হবে কি হবে না। তাই ক্রিস কোনো কিছু না ভেবেই নিজের অউরা এনার্জি ব্যবহার করতে শুরু করলো। নিজের হাতে অউরা এনার্জি ফোকাস করে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিলো ক্রিস। এরপর বাম পা কে অনেক স্পিডে সামনের দিকে ফেললো। বাম পায়ের উপরে সমস্ত ভর ফেলে ক্রিস এবার তার ডান হাতের বলটা নিক্ষেপ করলো। পুরো বলের চারিদিক দিয়ে আগুন তৈরি হয়ে গেলো। যা মানা ইউজারের ফায়ার বল স্পেলের মতো আকার ধারণ করলো।
-> এটাকে আমাদের অউরা ফায়ার বল স্পেল বলা হয়। (ক্রিস)
ক্রিস এবার কনফিডেন্স ছিলো যে তার বলটা দেওয়ালে হিট করবে যা তার আশার মতোই হয়েছ, কিন্তু যেখানে ৭৮৭ নম্বরের স্টোন ছিলো সেটা থেকে অনেকটা দূরে বলটা হিট করলো। যে ম্যাজিক বলের উপরে ছোট বলটা লেগেছে তার উপরে ছোট একটা ব্যারিয়ার তৈরি হওয়ার কারণে বলটা ম্যাজিক বলকে ভাঙতে পারে নি।
-> হাহাহাহাহা, সিক্রেট কিংডমের প্রিন্স মনে হয় হেরে যাবে এই রাউন্ডেই।
-> টার্গেট থেকে কেউ এতো দূরে নিক্ষেপ করে?
-> ফুল, প্রথমে নিজেদের চিন্তা করো, তারপর আমাদের প্রিন্সকে নিয়ে চিন্তা কইরো।
-> হেহে, আমাদের রেড কিংডমের টিম তো চোখ বন্ধ করে নিক্ষেপ করলেও এক হিটেই টার্গেট হিট করতে পারবে।
ক্রিস দুটো বল মিস করেছে, যা তাকে অনেকটা রাগি বানিয়ে দিয়েছে। সে আরো একটা বল দিয়ে চেষ্টা করতে চাচ্ছিলো, কিন্তু জেয়াব সেটা না করতে দিয়ে বলতে শুরু করলো,
-> আমার মনে হয় না এটা আমাদের ক্লোজ রেঞ্জের ফাইটার দের দিয়ে সম্ভব হবে। যদিও আমাদের স্ট্রেন্থ বেশি রয়েছে তারপরও এইখানে লং রেঞ্জ এট্যাকের দিক দিয়ে বেশি এগিয়ে থাকে ম্যাজিশিয়ান রা। (জেয়াব)
-> মিও। (এলেক্স)
এলেক্স মিও এর হাতে একটা বল তুলে দিলো। সবাই হঠাৎ মিও এর দিকে তাকালো।
-> আমরা তো ভুলেই গিয়েছিলাম মিও একজন আর্চার। মিও থাকলে তো আমাদের জন্য তেমন কোনো সমস্যায় হবে না। (এনরি)
-> হ্যাঁ একজন আর্চারের একুরেসি ম্যাসিজিয়ান এর থেকেও বেশি থাকে। তাই এটা তো বা হাতের খেল হবে মিও এর জন্য। (জেয়াব)
-> কিন্তু মিও একজন আর্চার, সে কি এতো দূরের টার্গেট হিট করতে পারবে তার হাত দিয়ে। এমনিতে তো সে কোনোরকম বো ব্যবহার করতে পারবে না। (ক্রিস)
-> চেষ্টা করে দেখতে পারি। (মিও)
মিও এলেক্সের থেকে বলটা নিয়ে একটা হাসি দিয়ে সবার দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো। এবার সে তার দুই হাত পিছনে দিয়ে আরামে দাঁড়ালো। ঘাড় বাকা করে আরেকটা হাসি দিয়ে সে ঘুরে দাঁড়ালো। সবাই ভেবেছিলো হয়তো কিছুটা সময় নিবে মিও, কিন্তু মিও কোনো দিকে না তাকিয়েই ঘোরার পরই হাতের বলটা নিক্ষেপ করেছে। যা সবাইকে অবাক করেছে। একটা জায়গায় কোনো কিছু নিক্ষেপ করলে টার্গেটটাকে ভালো করে দেখে নিতে হয়। কিন্তু মিও এখানে কিছুই করে নি। তাই সবাই ভেবেছে এটাও মিস হবে। কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে গেলো। বলটা ঠিক ৭৮৭ নম্বর ম্যাজিক স্টোনে হিট করলো। এমনকি সেটাকে একটু ফাটিয়েও দিয়েছে। কিন্তু একবারে ভেঙে ফেলতে পারে নি। একদম ভেঙে ফেলার পূর্বেই বলটা নিচে পরে যায়।
-> আমাদের সিক্রেট কিংডমের প্রিন্সের টিম মেম্বার একটা পারফেক্ট শট মারলেও, সেটার মধ্যে প্রয়োজনীয় স্ট্রেন্থ না থাকার কারণে স্টোনটা ভাঙে নি। একটা কথা বলে রাখি, ম্যাজিক স্টোনটা কোনো রকম ড্যামেজ হলে সেটা সাথে সাথে ঠিক হয়ে যাবে।(হোস্ট)
হোস্টের কথা শুনে সবাই দেওয়ালের দিকে তাকালো। মিও যে বলটাতে আঘাত করেছিলো ছোট বলটা দিয়ে সেটায় হালকা ক্রাক তৈরি হয়েছিলো। তবে এখন আর কোনো ক্রাক দেখা যাচ্ছিলো না। পুরো ম্যাজিক বলটা পূর্বের মতো হয়ে গিয়েছি।
-> এটা কি হলো? ভেবেছিলাম মিও আরেকটা মারলেই সেটা ভেঙে যাবে কিন্তু এখন তো আবারো পূর্বের মতো হয়ে গিয়েছে। (জেয়াব)
-> আমি সরি, আমার মনে হয় না এর থেকে বেশি পাওয়ার আমি প্রয়োগ করতে পারবো। (মিও)
-> তাহলে তো সেই পূর্বের মতোই অবস্থা হলো আমাদের। (এনরি)
এলেক্সের হাতে বাকি দুইটা বল ছিলো। যা আপাতোতো কারো কাছে দিলো না এলেক্স।
❝এই রাউন্ডও অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে, তাই আমি নিঃসন্দেহ বলতে পারছি এবারো এমিয়াস জিতে যাবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স দূরের টার্গেট এর দিকে তাকালো। এর পূর্বে অনেক বার এলেক্স প্রাকটিস করেছে একুরেসি বৃদ্ধি করার। তাই এই দূরত্ব এবং টার্গেট এলেক্সের কাছে কিছুই ছিলো না। এলেক্স তার পাওয়ার কাউকে দেখাতে ইচ্ছুক নয়, একদম বেশি চোখ তার দিকে তাকিয়ে থাকুক সেটা এলেক্স সবচেয়ে বেশি অপছন্দ করে। পূর্বের জীবনে একজন প্রোগ্রামার হওয়ার কারণে একটা বদ্ধ রুমে সবার চোখের আড়ালে থাকতেই পছন্দ করে এলেক্স। তবে যেহেতু তার লাইফটা কোনো ব্যক্তিদের জন্য পুরো পাল্টে গিয়েছে এবং শত চেষ্টা করলেও পূর্বের লাইফে যেতে পারবে না তাই এলেক্সও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
(লাইটনিং স্পেলঃ রেইলগান)
এলেক্স কোনো কথা না বলেই তার লাইটনিং স্পেলটা ব্যবহার করলো। দুটো বলের একটার মধ্যে এনার্জি ফোকাস করে সেটাকে ফুল ফোর্সে সামনের দিকে নিক্ষেপ করলো। ঠিক এই সময়ে এলেক্সের কাছে মনে হলো তার আশে পাশের সময় একদম থেমে গিয়েছে। ঠিক পূর্বের মতো এলেক্স অনুভব করলো। যেখানে আশেপাশের স্পিডের থেকে এলেক্সের স্পিড অনেক বেশি বৃদ্ধি পায়। এলেক্স দেখতে পেলো তার হাত থেকে বৃদ্ধি পাওয়া বলটা খুব ধীর গতিতে সামনের দিকে যেতে শুরু করেছে। বলটার চারদিক দিয়ে লাইটনিং খেলা করে বেরাচ্ছিলো। ঠিক এই সময়ে এলেক্স তার রেইলগান স্পেলটা আবারো ব্যবহার করলো। বাম হাতে থাকা বলটা উপরে নিক্ষেপ করলো। সকল এনার্জি ডান পায়ের উপরে ফোকাস করে এলেক্স পিছনের দিকে ঘুরলো। টার্গেটের দিকে এলেক্সের তাকাতে হলো না। ঠিক এই সময়ে এলেক্সের আশেপাশের সময় স্বাভাবিক হয়ে গেলো। এলেক্স পিছন থেকে একটা ব্যাক ফ্লিপের সাহায্যে উপর থেকে নিচে পরা বলটাকে একটা কিক মেরে দেওয়ালের দিকে নিক্ষেপ করলো। দুটোই বুলেটের স্পিডে সামনের দিকে যেতে শুরু করলো। এলেক্সের মাত্র করা একশনটা গ্যালারি এবং এরিনার মধ্যে থাকা অধিকাংশ ব্যক্তিই দেখতে পারে নি ভালো করে। প্রথম বলটা নিক্ষেপ করা দেখে থাকলেও পরের যে বলটা এলেক্স নিক্ষেপ করেছে সেটা তেমন কারো নজরে পরে নি। শুধুমাত্র যাদের রিয়েকশন স্পিড তুলনামূলক ভাবে বেশি তারাই লক্ষ্য করেছে এলেক্স কি করেছে। দুটো বল বুলেটের স্পিডে তাদের টার্গেট সোজা গতিশীল হয়েছিলো। সবাই সেদিকে তাকিয়ে ছিলো। একটু পূর্বে যারা হাসাহাসি করছিলো তাদের কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিলো না। এলেক্সের নিক্ষেপ করা একটা স্টোন প্রথমে দেওয়ালে থাকা ৭৮৭ নম্বর ম্যাজিক স্টোনকে ভেঙে ফেলে এরপর দ্বিতীয়টা সেই একই জায়গায় হিট করে পুরো দেওয়াল এর ঔপাশ দিয়ে বেরিয়ে যায়।
-> চলো এখানের কাজ আমাদের হয়ে গিয়েছে। (এলেক্স)
এলেক্স আর কিছু না বলে টিমের কেভিনের দিকে রওনা দিলো। এলেক্সের সাথে তার টিমপর বাকিরাও রওনা দিলো। এলেক্সের দেখা দেখি এমিয়াস ও স্টেজের উপরে থেকে হোস্টের কাছ থেকে পাঁচটা স্টোন নিয়ে এসেছে।
❝মাস্টারের পাওয়ারের ধারের কাছেও আমি নেই। কিন্তু পূর্বের রাউন্ডের মতো আমি তাকে হারাতে চাই না। কে ভেবেছিলো যে সেই বক্সটা সবগুলো স্টোনকে টেনে নিবে। এই রাউন্ডে আমি কোনো ভুল করতে চাচ্ছি না।❞ (এমিয়াস ভাবছে)
এমিয়াস মুখে একটা হাসি নিয়ে তার টিমের চার মেয়ের দিকে এগিয়ে গেলো। তাদের হাতে চারটা স্টোন তুলে দিলো এবং সেটা নিক্ষেপ করতে লাগলো।
-> আহহহ,,, আমার এমিয়াস আমাকে একটা গিফট দিয়েছে। আমি মারা গেলেও এটা কাউকে দিবো না।
-> আমি তো ভুলেও এটা নিক্ষেপ করবো না।
-> আমি আজ থেকে এই স্টোন নিয়েই ঘুমাবো।
-> হেহেহেহে, আমার মনে হয় না এখন থেকে আমার কোনো ছেলের প্রয়োজন হবে। এই স্টোনই আজ থেকে আমার সব। এটা আমার এমিয়াসের দেওয়া গিফট, এর মধ্যে এমিয়াসের হাতের স্পর্শ রয়েছে। এটা আমার শরীরে স্পর্শ করলে আমার মনে হবে এমিয়াসই আমাকে স্পর্শ করছে।
মেয়ে চারটার মুখ লাল হয়ে গিয়েছিলো। তারা কন্ট্রোলের বাইরে ছিলো। এমিয়াসের শরীর থেকে মারাত্মক একটা এনার্জি বের হয়, তা নাহলে তো সব মেয়েরা অনেক পূর্বেই এমিয়াসকে খেয়ে ফেলতো একটা টুকরোও মনে হয় রাখতো না। যাক এই সব দুষ্টু চিন্তা বাদ দেওয়া যাক। এমিয়াসের টিমের কেউই স্টোন নিক্ষেপ করবে না, আর সে নিজেও সেই মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করছে না। শুধু যে নিজের টিমের মেয়ে গুলো তেমন নয়। আশে পাশের ছেলে মেয়েদের শারিরীক অঙ্গভঙ্গিও ঠিক ছিলো না। তাই এমিয়াস কোনো কিছু চিন্তা না করেই নিজের হাতের বলটা নিক্ষেপ করলো।
❝আমি আশা করছি আমার কিং এবারো আমাকে মাফ করে দিবেন।❞ (এমিয়াস)
এমিয়াস কোনো রকম স্পেল ব্যবহার করে নি, এমনকি সে নিশানাও ঠিক রাখে নি। শুধু কি তাই এমিয়াস তো গণিতও এখনো মেলাই নি। তাই সে নিজেই জানে না তাকে কোনটা হিট করতে হবে। পুরো ব্যাপারটা এখন ভাগ্যের ছিলো। যাতে এমিয়াস কখনো হারবে না।
অন্যদিকে,
এনরি পিছন থেকে তাকিয়ে আছে এলেক্সের দিকে। একদিন হলো এনরি নিজের স্বাভাবিক অবস্থায় নেই। এমনি সময় সে এলেক্সের সাথে থাকতে পছন্দ করে, কিন্তু এখন সে এলেক্সের থেকে নিজের দূরত্বে বজায় রাখছে। কথাও তেমন একটা বলছে না। পিছন থেকে এলেক্সের দিলে এক নজরে তাকিয়ে ছিলো সে,
❝আমি কি পারবো?❞ (এনরি ভাবছে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। দুটো প্রশ্ন রয়েছে, আশা করি ফেসবুক পোস্টে কমেন্টে জানাবেন। প্রশ্ন গুলো নিজের কল্পনা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
প্রশ্ন,
১) হৃদয়ের ভাই এলেক্সের সাথে কি হতে পারে?
২) হৃদয় যদি এই সময়ে তার স্ত্রীর সাথে দেখা করে তাহলে কি করবে?