#Demon_King#
পর্ব:১৬৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড প্রথম দিকে একটু বোরিং মনে হলেও সময়ের সাথে সাথে সেটাও ইন্টারেস্টিং রূপ ধারণ করেছিলো। অনেক টিমের কাছে কম সংখ্যাগুলো পরার কারণে তাদের প্রথম স্টেজ শেষ করতে বেশি একটা সময় লাগে নি, তবে সমস্যা দিয়েছে দ্বিতীয় স্টেজে। অধিকাংশ টিমই দ্বিতীয় স্টেজ শেষ করতে পারে নি। দ্বিতীয় স্টেজে ২০০ মিটার দূর থেকে একটা ম্যাজিক বল নিক্ষেপ করতে হবে যা সহজ মনে হলেও প্রতিটা টিমই প্রায় ব্যর্থ হয়েছে এই স্টেজে। যার কারণে খুব কম টিমই চতুর্থ রাউন্ডে উঠার সুযোগ পেয়েছে। তিন কিংডম সব গুলো টিম মিলিয়ে তৃতীয় রাউন্ডে মোট হাজারের উপরে অংশ গ্রহন করেছে। কিন্তু সে সংখ্যা কমে চতুর্থ রাউন্ডে এসে দাঁড়িয়েছে মাত্র একশত পনেরোটা।
টিম এলেক্সের কেভিনে এলেক্স পাঁচ রুমের একটার মধ্যে অবস্থান করছে। বাকি চারজন বাকি চার রুমের মধ্যে রয়েছে। এলেক্স সবার প্রথমে রাউন্ডটা শেষ করে দিয়ে নিজের রুমে এসে বসে আছে। বাকি টিম কি করলো সেটা দেখার কোনো আগ্রহ এলেক্সের ছিলো না। এলেক্স শুধু একটা বিষয় নিয়েই চিন্তা করছিলো,
-> আমি আমার সিস্টেমের স্টোর অপশনটা এখনো কোনো কিছু বিক্সির জন্য ব্যবহার করি নি। মনে হচ্ছে সেটা চেষ্টা করে দেখতে হবে। (এলেক্স)
এলেক্সের কাছে অনেক অপ্রয়োজনীয় আইটেম রয়েছে। এছাড়াও এ পর্যন্ত অনেক ড্যানজন ক্লিয়ার করেছে এলেক্স যার থেকে অনেক ম্যাজিক স্টোন সহ আরো অনেক রকমের লুট পেয়েছে। কোনোটায় এলেক্স ব্যবহার করে নি এখনো। কিন্তু আর অপেক্ষা করতে পারছে না। সিস্টেমকে দ্রুত আপগ্রেড করতে হলে এলেক্সকে গোল্ড কয়েন সংগ্রহ করতে হবে। দশ হাজার এক্সব্লক কোল্ড কয়েনের প্রয়োজন হবে যদি এলেক্স তার সিস্টেমকে পরবর্তী লেভেলে নিতে চাই। এখন এতো গোল্ড কয়েন দিয়ে মানুষ এতো ছোট একটা জিনিস করতে যাবে কেনো? সবার প্রশ্ন হয়তো এটাই হবে, এলেক্স প্রতিবার সিস্টেম আপগ্রেড করলো সিস্টেমকে আরো সহজ ভাবে ব্যবহার করতে পারে। অনেক নতুন ফাংশন যুক্ত হয় সিস্টেমের মধ্যে। এমনকি এলেক্সের স্কিলেরও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। তাইতো এলেক্স তার সিস্টেম আপগ্রেড করার কথা চিন্তা করে যাচ্ছে।
-> যেহেতু এখানের কোনো কিছুই আমার প্রয়োজন নেই হাতে গোণা কয়েকটা ব্যতীত, তাই যেসব লাগবে তা বের করে নিয়ে আমি সমস্ত কিছু বিক্সি করে দিচ্ছি। (এলেক্স)
এলেক্স কোনো রকম চিন্তা ভাবনা না করেই সব ম্যাজিক স্টোন বিক্রি করে দিলো। শুধুমাত্র সেই ঘউলের ড্যানজন থেকেই কয়েক লক্ষ্য ম্যাজিক স্টোন সংগ্রহ করতে পেরেছে এলেক্স। যা একদম একটা অসম্ভব ব্যাপার। কিন্তু কিভাবে সম্ভব হয়েছে তা এলেক্সও জানে না।
❝আমি যদি সেই ড্যানজনে এমিয়াস হয়ে ফাইট করতাম তাহলে যত স্টোন পেতাম তাতে মনে হয় একটা বিশাল প্যালেস ভরে ফেলা যেতো।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার সমস্ত ম্যাজিক স্টোন বিক্রি করে দিয়েছে। একটাও ইনভেন্টরির মধ্যে রাখে নি সে। এলেক্স বিক্রি করার পূর্বে স্টোর থেকে ম্যাজিক স্টোন গুলোর দাম দেখে নিয়েছিলো। সাধারণত সেগুলো প্রতিটা কিংডমের মধ্যে এইরকম দামে বিক্রি হয়।
নিম্নতম ম্যাজিক স্টোনঃ ৫ গোল্ড
নিম্ব ম্যাজিক স্টোনঃ ৫০ গোল্ড
নরমাল ম্যাজিক স্টোনঃ ১০০ গোল্ড
উচ্চতর ম্যাজিক স্টোনঃ ১০০০ গোল্ড
কিন্তু এলেক্সের সিস্টেমে এর থেকেও কম দামে পাওয়া যায়। এলেক্সের সিস্টেমে স্টোন গুলোর দাম এরকম,
নিম্নতম ম্যাজিক স্টোনঃ ১ গোল্ড
নিম্ব ম্যাজিক স্টোনঃ ১০ গোল্ড
নরমাল ম্যাজিক স্টোনঃ ১০০ গোল্ড
উচ্চতর ম্যাজিক স্টোনঃ ৫০০ গোল্ড
উপরে দামে এলেক্স স্টোর থেকে ম্যাজিক স্টোন গুলো কিনতে পারলেও যখন সে স্টোরে সেগুলো বিক্রি করতে যাবে তখন প্রতিটা ম্যাজিক স্টোনের মূল্য অর্ধেক হয়ে যায়। এলেক্স চাইলে এগুলো তার নতুন স্ট্যাটাস দিয়ে এই ওয়ার্ল্ডের দ্বিগুন দামে বিক্রি করতে পারতো, কিন্তু সেটা কবে হবে তা সম্পর্কে এলেক্সের কোনো ধারণা না থাকার কারণে এলেক্স অপেক্ষা করতে পারছে না। তাছাড়া সে হঠাৎ করে অনেক পরিমাণ ম্যাজিক স্টোন বিক্রি করতে চাইলে অনেকেই তার উপরে সন্দেহ করবে। সব কিছু মাথায় রেখে এলেক্স তার সিস্টেমের স্টোরেই স্টোন গুলো বিক্রি করে দিলো।
-""মাস্টার আপনি বিভিন্ন ধরনের স্টোন বিক্রি করেছেন। সব মিলিয়ে আপনি স্টোর থেকে ১৬,৩০,০০০ গোল্ড কয়েন পেয়েছেন।""-
-""মাস্টার প্রথমবার এক মিলিয়ন গোল্ড কয়েনের উপরের পন্য বিক্রি করেছেন। মাস্টার স্পেশাল একটা পুরস্কার পেয়েছেন। "১০০০ এক্সব্লক গোল্ড" মাস্টারের স্টোর একাউন্টে যোগ হবে।""-
এলেক্স ছোট খাটো একটা হিসাব করলো, তাতে সে বুঝতে পারলো এই ওয়ার্ল্ডের গোল্ড কয়েনের হিসাব করলে তার সিস্টেম আপগ্রেড করা আর হবে না। যেহেতু সিস্টেমের কিছু মিশন সম্পূর্ণ করলে এলেক্স এক্সব্লক গোল্ড কয়েন পাচ্ছিলো, তাই তেমন একটা চিন্তার বিষয় ছিলো না।
-> যেহেতু আমি এখন ৬০০+ লেভেলে রয়েছি তাই আমার সিস্টেমকে আমি তিনবার আপগ্রেড করতে পারবো এক সাথে। পূর্বের আপগ্রেডে ০.১ মিলিয়ন এক্সব্লক কয়েন লেগেছে আমার। যা দুই আপগ্রেডের জন্য লেগেছে। কিন্তু যেহেতু এবার তিন আপগ্রেড করতে হবে একই সাথে তাই এক সাথে ০.৬ মিলিয়ন। ৬ লক্ষ্য এই ওয়ার্ল্ডের গোল্ড হলে একটা কথা ছিলো। কিন্তু এক্সব্লক গোল্ডের ব্যবস্থা কিভাবে করতাম আমি? আমার স্টোরে দেখলে দেখা যাবে সেখানে মাত্র ১২ হাজার এক্সব্লক গোল্ড রয়েছে। (এলেক্স)
এলেক্স তার স্টোন গুলো বিক্রি করে তেমন কিছুই লাভ করতে পারে নি। সেটাকে এক্সব্লক কয়েনে কনভার্ট করলে ১৬৩০ টা এক্সব্লক কয়েন হয় যা দিয়ে এলেক্স চাইলে এই খানে ছোট একটা শহর চালাতে পারবে।
-> আমার আইটেম গুলো বিক্রি করতে হবে। যেহেতু অনেক অপ্রয়োজনী আইটেম আমার কাছে রয়েছে। (এলেক্স)
এলেক্স পূর্বে একবার আইটেম এবং কয়েকটা স্টোন বিক্রি করেছিলো হান্টার হাউজে, সে হিসেবে সে পন্যের দাম গুলো অনেক ভালো করেই জানে। কিন্তু সেই হিসাব করলে তার সিস্টেমের স্টোরে সেগুলোর দাম অনেকটা কম। আবার বিক্রি করার সময়ও সেই দামের অর্ধেক হয়ে যায়। সব দিক দিয়ে বিবেচনা করলে এলেক্সের লাভ হচ্ছিলো না। কিন্তু একেবারেই যে এলেক্স কিছু পাচ্ছিলো না তেমন নয়। একটা উচ্চ লেভেলের স্টোনের থেকেও দামী পন্য হলো একটা ম্যাজিকাল আইটেম। ম্যাজিকাল আইটেমেরও গ্রেড থাকে, যা কমন থেকে শুরু করে লিজেন্ডারি হতে পারে। আইটেমের র্যাঙ্ক যত বেশি হবে সেটার দামও বেশি হবে। কিছু কিছু আইটেম রয়েছে যা দিয়ে তো পুরো একটা কিংডম কিনে ফেলা সম্ভব হবে। যাইহোক এলেক্স এই পর্যন্ত যতগুলো ড্যানজন ক্লিয়ার করেছে তার থেকে পাওয়া অনেক আইটেম রয়েছে তার ইনভেন্টরির মধ্যে। কোনো রকমের লিমিট ব্যতীত এলেক্স তার ইনভেন্টরিকে ব্যবহার করতে পারার কারণে সেখানে হাজার হাজার আইটেম রয়েছে। শুধু যে তার একার এমন নয় এই পর্যন্ত ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে অন্যান্য ক্যারেক্টারের সাহায্যে কিছু ইনভেন্টরির মধ্যে রাখলে সেটাও একই জায়গায় রয়েছে।
-> এমিয়াস হয়ে এর পূর্বে দুটো ড্যানজন ক্লিয়ার করার কারণে সবচেয়ে বেশি আইটেম আমার হাতে এসেছে। (এলেক্স)
এলেক্স কোনো কিছু না ভেবেই হাতে গোণা কয়েকটা আইটেম রেখে সব গুলো বিক্রি করে দিলো স্টোরে। সাথে সাথেই এলেক্সের কাছে বেশ কয়েকটা মেসেজ চলে আসলো,
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি ২৮ মিলিয়ন গোল্ডের লেনদেন করেছেন। মাস্টার প্রথম ২০ মিলিয়নের উপরে লেনদেন করার কারণে পুরস্কার পেয়েছেন। "২০ হাজার এক্সব্লক গোল্ড কয়েন" মাস্টারে স্টোর একাউন্টে যুক্ত হবে।""-
-"" সিস্টেমের সাথে অতিরিক্ত লেনদেনের কারণে মাস্টার একটা স্কিল পেয়েছেন। স্কিল "স্মিথ" মাস্টারের স্কিল মেনুতে যুক্ত হয়েছে।""-
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ স্মিথ
লেভেলঃ Low(০%)
স্ট্যাটাসঃ একটিভ
ইফেক্টঃ
???
এনার্জিঃ ???
কুলডাউনঃ ???
××× ×××
এলেক্স তার আইটেম এবং স্টোন গুলো বিক্রি করাতে বেশ ভালো কিছু পুরষ্কার পেয়েছে। যদিও স্কিল সম্পর্কে সে কিছু জানতে পারে নি, তারপরও এটা অনেক ভালো কিছু হবে সেটা এলেক্সের নাম দেখেই মনে হচ্ছিলো।
-> তাহলে সবশেষে আমার কাছে এই আইটেম টা রয়ে গিয়েছে। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরির ভিতর থেকে একটা আইটেম বের করে হাতে রাখলো। এই পর্যন্ত সবগুলো আইটেম এলেক্স ব্যবহার করতে পারলেও শুধুমাত্র একটা আইটেম যেটাকে এলেক্স এখনো ব্যবহার করতে পারে নি। এমনকি এই আইটেমের ইনফো পর্যন্ত এলেক্স দেখতে পারছে না। পূর্বে এলেক্সের ইনফো দেখার প্রয়োজন হলেও এক্সব্লকের অনেক কিছু সম্পর্কে জানার কারণে এলেক্স এই আইটেমটা সম্পর্কেও খুব ভালো করে জানে।
-> প্রথমে এই আর্মার যা আংশিক ব্যবহার করতে পারলেও এই লাঠি ব্যবহার করতে পারছি না আমি। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরি থেকে আইটেমটা বের করলে সে সরাসরি নিচে পরে যায়, এলেক্সের ফুল স্ট্রেন্থের মাধ্যমেও এলেক্স সেটাকে উঁচু করতে পারে না। এলেক্স আইটেমটা ইনভেন্টরির মধ্যে রেখে রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলো, কিন্তু তার পূর্বে তার সামনে আরো একটা মেসেজ চলে আসলো সিস্টেম থেকে।
-"" কনগ্রাচুলেশন মাস্টার, আপনি দ্বিতীয় স্পেশাল মিশন সম্পূর্ণ করেছেন। ৫০ হাজার এক্সব্লক কয়েন আপনার স্টোর একাউন্টে যুক্ত হয়েছে। সকল স্ট্যাট ৩০ করে বৃদ্ধি পেয়েছে। এবং ১০০ স্ট্যাট পয়েন্ট পেয়েছেন মাস্টার। যা যেকোনো সময় ব্যবহার করতে পারবে মাস্টার।""-
এলেক্স অন্য সকল বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলো তাই তার স্পেশাল মিশনের কথা সে ভুলেই গিয়েছে। প্রথম স্পেশাল মিশনটা একটু অন্যরকম হলেও প্রথম প্রথম দ্বিতীয় মিশনটা এলেক্সের কাছে অনেকটা অসম্ভবই মনে হয়েছিলো। কিন্তু এতো দ্রুত এটা পূর্ণ হয়ে যাবে সেটা এলেক্স চিন্তাও করে নি। সিস্টেমের স্টোরে ২০ হাজার এক্সব্লক গোল্ডের পন্য বিক্রি করার মিশন ছিলো এলেক্সের দ্বিতীয় স্পেশাল মিশনে। যা মাত্র শেষ হলো।
-""মাস্টারের তৃতীয় স্পেশাল মিশন জেনারেট হয়েছে।""-
××× স্পেশাল মিশন ×××
স্পেশাল মিশন-৩
ক্লিয়ার কন্ডিশনঃ
১) যেকোনো পদ্ধতিতে এক্সব্লকে প্রবেশ করা।
রেওয়ার্ডঃ ????
××× ×××
এলেক্স তার নতুন মিশনের দিকে তাকিয়ে আছে,
-> টুর্নামেন্টটা শেষ করে মনে হচ্ছে আমি একটুও সময় পাবো না, আমাকে উপরের ফ্লোরে দ্রুত যেতে হবে। (এলেক্স)
এলেক্স আর কেনো কিছু চিন্তা না করে দরজার বাইরে চলে গেলো।
* * * * *
সিক্রেট কিংডমের প্যালেসের মধ্যে,
কুইন রেস্ট নিতে প্যালেসে ফিরে এসেছে। রুমের মধ্যে তার মেইডগুলোর সাথে আসার পর পিছন থেকে সকল মেইডগুলো চলে গেলো। মারিয়া লক্ষ্য করলো বিশাল রুমের বেলকণিতে তার স্বামী দাঁড়িয়ে আছে। কোনো রকম সময় নষ্ট না করে সেদিকে এগিয়ে গেলো মারিয়া। মারিয়ার অবস্থান বুঝতে পেরে এলমন্ড বলতে লাগলো,
-> আমি ভেবেছিলাম হয়তো আরো কিছুটা সময় পাবো, কিন্তু টাওয়ারের ব্যক্তি গুলো তাদের চাল শুরু করেছে। (এলমন্ড)
-> তাহলে কি তোমাকে চলে যেতে হবে? (মারিয়া)
-> তারা চাচ্ছে আমাকে নিতে, কিন্তু আমার মনে হয় না ডেস্টিনি আমাকে সেখানে যেতে বলছে। (এলমন্ড)
-> এর পূর্বে তো একবার বলেছিলে যে আমরা একসাথে তিনজন যেতে পারবো সেখানে। তাহলে চলো একসাথে তুমি, আমি আর আমাদের সন্তানকে নিয়ে চলে যায়। (মারিয়া)
-> আমি যেটা ভেবে রেখেছিলাম সে অনুযায়ী জিনিস গুলো হচ্ছে না। বেশ কিছু শক্তিশালী বিয়িং এই ওয়ার্ল্ডে তাদের এনার্জি প্রবেশ করাচ্ছে। টাওয়ারটা কোনোরকমে ঝুলে আছে। কোনো কারণে টাওয়ারটা ধ্বংস হয়ে গেলে এই ওয়ার্ল্ডও সেটার সাথে ধ্বংস হয়ে যাবে। (এলমন্ড)
-> তাহলে কি তুমি আমাদের রেখে চলে যাবে? আমি আর এলেক্স কিভাবে থাকবো তোমাকে ছাড়া? (মারিয়া)
-> এখনো সেই সময় হয় নি, তাই তোমাকে কোনো চিন্তা করতে হবে না। (এলমন্ড)
এলমন্ডের কাঁধে মাথা দিয়ে মারিয়া দাঁড়িয়ে রইলো। সেখানেই সে ঘুমিয়ে গেলো। এলমন্ড এক হাতদিয়ে মারিয়াকে ধরে রেখেছে যাতে সে পরে না যায়।
-> এক্সব্লকে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। যেহেতু তোমাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। আর এলেক্সকে আমি তার অবস্থায় রেখে যেতেও পারবো না। তবে অলিম্পাসকে আসলেই ধন্যবাদ দেওয়া দরকার এই সময়ে। একে তো তুমি আবারো অন্য কোনো এক জায়গায় চলে যাবে, সেই সাথে আমার এলেক্সও প্রস্তুত হয়ে যাবে তার অরিজিন সম্পর্কে। (এলমন্ড)
এলমন্ড আকাশের দিকে তাকালো। তার হঠাৎ পূর্বের কথা মনে পরতে লাগলো। অনেক অনেক পূর্বের কথা, ঠিক এমন করেই সে এক সময় আকাশের দিকে তাকিয়ে ছিলো। ব্লাডের একটা পুকুরে ভাসছিলো সে।
-> ছোট একটা বাচ্চা হওয়ার কারণে আমার শরীর তখনো শীতল ছিলো, কিন্তু আজ পর্যন্ত আমি সেই দিনটা ভুলি নি। আমি যেটা পারি নি, সেটা আমার ছেলে করাবে। আমি তখন শুধু তার একটা অংশ হিসেবে সব কিছু দেখে যাবো। (এলমন্ড)
এলমন্ডের মুখ থেকে একটা মুচকি হাসি ভেসে উঠলো। সে মারিয়াকে রুমের মধ্যে নিয়ে বিছানায় শুইয়ে দিলো।
* * * * *
অজানা কোনো এক জায়গা,
একটা বিশাল প্যালেস, যার সিংসাহনে এক বিশাল ব্যক্তি বসে আছে। লোকটা বৃদ্ধ এবং ডান চোখের উপরে একটা ছোট কাপড় দিয়ে ঢাকা। বয়সের কারণে তার চুল এবং দাড়ি গুলো সাদা হয়ে গিয়েছে। সিংহাসনের উপরে সে বসে আছে, যেখানে তার সামনে মাত্র একটা ব্যক্তি ব্যতীত আর কেউ ছিলো না।
[বাবা আপনি আমাকে ব্যতীত সবাইকে এখান থেকে বের করে দিয়েছেন কেনো?]
[কারণটা হয়তো ভালো করেই জানো। আপাতোতো অলিম্পাসের সাথে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেলেও সেটা আবারো যেকোনো সময় শুরু হতে পারে। সেই সাথে.....]
[বাবা আমি ভালো করেই জানি, আমার একশনের কারণে অলিম্পাস এমনকি হ্যাভেনও আমাদের শত্রু হয়ে দাড়াবে, কিন্তু আমরা এজগার্ড তাদের দেখে কবে থেকে ভয় করতে শুরু করলাম?]
[হাহাহাহাহা, মাঝে মাঝে মনে হয় তোমার থেকে লোকি অনেকটা ভালো কিং হবে। আমার মাঝে মাঝে মনে হয় দুজনকেই যদি আন্ডারওয়ার্ল্ডে বন্ধী করে দিয়ে আসতে পারতাম তাহলে আমার মনটা অনেক শান্তি পেতো।]
[বাবা আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাভেন কিংবা অলিম্পাস যেই আসুক না কেনো? আপাতোতো তারা কিছুই করতে পারবে না। কারণ একই সাথে আমি থর তাকে সাপোর্ট করছি সেই সাথে ড্রাকুলার নজরও তার উপরে আছে।]
[ড্রাকুলা! আচ্ছা যায়হোক আমি শুনেছি জিউস তার মুভমেন্ট দেখাচ্ছে এক্সব্লকের উপরে। অনেক বড় কিছু একটা করার চিন্তা করছে হয়তো সে।]
[জিউসকে নিয়ে আমার মনে হয় না আপনাকে চিন্তা করতে হবে এই সময়ে? তার চেয়ে বরং আপনি লোকি কে নিয়ে চিন্তা করুন। সে হ্যাডিসে সাথে কিছু তো একটা প্লান করছে।]
[লোকির ব্যাপারটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। যা ভালো মনে হয় করো।]
প্যালেসের ভিতর থেকে একটা হাতুড়ির সাহায্যে একটা বিশালদেহী যুবক উড়ে বেরিয়ে আসলো। সে মনে মনে ভাবতে শুরু করলো,
❝জ্যাক, আমি ভাবিও নি তুমি এতে দ্রুত এতোটা শক্তিশালী হয়ে উঠবে। এভাবেই শক্তিশালী হতে থাকো। তখন আর আমাকে আমার পাওয়ার ব্যবহার না করে থাকতে হবে। মন মতো আমরা একে অপরের সাথে ফাইট করতে পারবো।❞
যুবকটা একটা মুচকি হাসি দিলো। তার মতো আনন্দিত কোনো ব্যক্তি এই সময়ে ছিলো না। কিন্তু ঠিক এই সময়ে হঠাৎ আকাশ থেকে একটা লাইটনিং পরলো। লাইটনিংটা লোকটার হাতের হাতুড়িতে পরলো, যা থেকে আস্তে আস্তে সেটাকে সে এবজোর্ব করতে শুরু করলো। এটা কোনো সাধারণ লাইটনিং ছিলো না। এই পর্যন্ত এরকম কোনো কিছু তার সাথে হয় নি। হঠাৎ লোকটা চোখ বন্ধ করাতে মনে করলো কিছু একটা সে দেখতে পারছে। একটা কম বয়স্ক বালককে সে দেখতে পারছে, যার চোখগুলো সাদা রং ধারণ করেছে। চুলগুলো উপরের দিকে উড়ছিলো। চারিদিকে এতো ভয়ানক লাইটনিং ছিলো যা লোকটাও কোনোদিন দেখে নি। সাথে সাথ হাতুড়ি হাতে লোকটার বমি করে দিলো। নিজের সেন্সে ফিরে আসার সাথে সাথে সে বলতে শুরু করলো,
[এটা তো রুলার অফ লাইটনিং এর পাওয়ার। যদিও নিজেকে কন্সটেলেশন অফ লাইটনিং না বলে থান্ডার দাবী করি, কিন্তু এই টাইটেলটা তো কখনোই আমি ছারতে রাজি নয়। কিন্তু এক মিনিট,আমি শুনেছি কোনো রুলার তাদের টাইটেল কোনো কারণে হারিয়ে ফেললে কিংবা মারা গেলে নতুন কোনো কন্সটেলেশন অফ লাইটনিং এর কাছে অনেক পূর্বে থেকেই সংকেত আসে রুলারের পাওয়ারের। এখন তো রুলার অফ লাইটনিং অলিম্পাসের রুলার, জিউস। তাহলে কি সে মারা যাবে, বা কোনো কারণে তার টাইটেল হারিয়ে ফেলবে ভবিষ্যতে? আমি বুঝতে পারছি না কিছুই। কিন্তু মাত্র দেখা সে জিনিসটা কি ছিলো? ঔটা কি কোনো ভবিষ্যতের ভিশন ছিলো? নাকি আমারই ভবিষ্যতের কোনো রূপ ছিলো সেটা। কোনো কিছুই আমার মাথার মধ্যে যাচ্ছে না। মনে হচ্ছে আমাকে লাইব্রেরিতে একবার যেতেই হবে।]
* * * * *
আন্ডারওয়ার্ল্ড,
বিশাল কালো একটা প্যালেসের মধ্যে একটা বেলকণির উপরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। তার আশেপাশে আর কেউ ছিলো না।
[জিউস সান কন্সটেলেশনের আদেশে এই সময়ে একটা অ্যাভেটারের শরীরকে প্রজেস করে আছে। বর্তমানে এক্সব্লকের বাইরে রয়েছে তার কানেকশন, এই সুযোগে আমি চাইলে অলিম্পাসে এট্যাক করে অলিম্পাসকে জয়ী করে নিতে পারি, কিন্তু সেখানে এথিনা অনেক বড় একটা স্তম্ভ হয়ে দাঁড়াবে। ড্রাগন স্লেয়ার যেহেতু এক্সব্লকের বাইরে রয়েছে তাই গ্রিডকেই সেখানে পাঠানো ঠিক হয়েছে। যেহেতু তার উপরে সউল ম্যাজিক বসানো হয়েছে তাই এই সময়ে মুন কন্সটেলেশনও তার এনার্জি বুঝতে পারবে না। কোনো রকমে গ্রিড ড্রাগন স্লেয়ারের আপন ব্যক্তিদের হত্যা করে দিয়ে আসতে পারলেই হলো। এরপর সব কিছু বসে বসে দেখতে হবে। ড্রাগন স্লেয়ার অলিম্পাস ধ্বংস করবে এবং পরে অলিম্পাসকে রাজ করবো আমি। বলতেই হবে লোকির প্লানটা তেমন খারাপ না। এখন শুধু আসল বিষয় হলো লোকির বলা কথাটা কি আদৌও সত্য, ড্রাগন স্লেয়ার কি আদৌও তার পাওয়ার হারায় নি?]
* * * * *
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স তার রুমের দরজার থেকে বের হয়েছে। হঠাৎ তার একটা হাঁচি আসলো,
-> আমার কাছে মনে হলো, হঠাৎ অনেক গুলো মানুষ আমাকে নিয়ে কথা বলছে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।