#Demon_King#
পর্ব:১৬৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে মাত্র একশত পনেরো টিমই প্রথম এবং দ্বিতীয় স্টেজ পূর্ণ করতে পেরেছে। শেষ সময়ে অনেক টিম ছিলো যারা সঠিক ভাবে প্রথম স্টেজ পূর্ণ করতে পারলেও দ্বিতীয় স্টেজ সঠিক ভাবে পূর্ণ করতে পারে নি। আবার অনেক টিম ছিলো যা প্রথম স্টেজ পূর্ণ করতে না পারলেও ভুল টার্গেটে সঠিক ভাবে এট্যাক করতে পেরেছিলো। আবার কিছু অংশ রয়েছে যারা দুটো স্টেজেই ব্যর্থ হয়েছে। শুধুমাত্র দুটো স্টেজই যারা ক্লিয়ার করেছে তারাই চতুর্থ রাউন্ডে প্রবেশ করেছে।
-> যেহেতু আমাদের সব কাঙ্খিত গেস্ট এবং টিম গুলো রয়েছে এখানে তাহলে টুর্নামেন্টকে আবারো শুরু করা যাক। পরাপর তিনটা রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর এখন চতুর্থ রাউন্ড শুরু হতে যাচ্ছে। তার পূর্বে আমি চতুর্থ রাউন্ডের কিছু নিয়ম কানুন বলে দিচ্ছি। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড একটু ঝামেলার হতে পারে। যেহেতু আমাদের মাঝে এখন মাত্র একশত পনেরো টিম রয়েছে তাই তাই তাদের কাছে মনে হতে পারে যে তাদের জন্য এই রাউন্ডটা একটু এক্সট্রিম হয়ে গিয়েছে। কিন্তু আমি সবাইকে জানাতে চাচ্ছি যে এই এই পর্যন্ত আমাদের সাথে যেসকল টিম রয়েছে তার তিন কিংডমের মধ্যে সবচেয়ে বেস্ট ব্যক্তিগুলোর সংমিশ্রণে তৈরি। তাই তাদের জন্য কোনো সমস্যা হবে না সেটা আমি সহ সবাই মনে করছি। (হোস্ট)
হোস্ট একটু থেমে নিলো। এরিনার সবার নজর এখন হোস্টের উপরে ছিলো। সে চতুর্থ রাউন্ডের নিয়ম গুলো বলতে গিয়ে কথাকে একটু পেঁচিয়ে বলছিলো তাই সবাই কিছুটা বিরক্ত বোধ করলো।
-> আমি দুঃখিত, আমি একটু কথা বারাচ্ছিলাম আর কি। যাইহোক আসল বিষয়ে ফিরে আসি। আমাদের টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড মোট দুটো স্টেজে বিভক্ত। স্টেজ দুটো তৃতীয় রাউন্ডের স্টেজের মতোই একে অপরের সাথে সম্পর্কিত। তিন কিংডমের কিং এবং কুইনের সাথে আলোচনা হওয়ার পরে চতুর্থ রাউন্ডের জন্য পারফেক্ট একটা জায়গা নির্বাচন করা হয়েছে। চতুর্থ রাউন্ডের ভ্যেনু হিসেবে নির্বাচন করা হয়েছে ডেড ফরেস্টকে। যদিও একটা ড্যানজন হলে অনেকটা ভালো হতো, কিন্তু ডেড ফরেস্টও কোনো দিক দিয়ে একটা ড্যানজনের থেকে কম নয়। চতুর্থ রাউন্ডের প্রথম স্টেজ, যেখানে সব টিমকে দুই সপ্তাহের জন্য বেঁচে থাকতে হবে ডেড ফরেস্টের ভিতরে। আবারো বলছি বেঁচে থাকতে হবে ডেড ফরেস্টের ভিতরে। ফরেস্টের ভিতরে অন্যান্য কোনো নিয়ম নেই, যেভাবেই হোক শুধু দুই সপ্তাহ পরে টিমের একজন বেঁচে থাকতে পারলেই সেই টিম পরবর্তী রাউন্ডে পদক্ষেপ করতে পারবে। এবার আসা যাক দ্বিতীয় স্টেজের নিয়ম সম্পর্কে। দ্বিতীয় স্টেজের নিয়মটা হিডেন রাখা হয়েছে। যা তোমাদের সবাইকে রাউন্ড শুরু হবার পর বের করতে হবে। (হোস্ট)
হোস্টের কথা শেষ হবার সাথে সাথে সবার মাঝে কথা শুরু হয়ে গেলো।
-> ফরেস্ট অফ ডেড বা ডেড ফরেস্ট এটা কি ৫ম ফ্লোরের একটা জায়গা না? আমরা কি এতোটা শক্তিশালী হয়েছি সেই জায়গার জন্য?
-> যেহেতু তিন কিংডমের প্রিন্সও সেখানে প্রবেশ করবে তাই আমার মনে হয় না সেটা আমাদের হাতের বাইরে কিছু হবে।
-> আসলেই শুধু তো আনডেড মনস্টারই রয়েছে সেখানে। আমার মনে হয় না তেমন কোনো অসুবিধা হবে আমাদের।
-> চৌদ্দ দিন খুব সহজেই কেটে যাবে। কিন্তু সমস্যা সেখানে নয়। আমাকে একটা জিনিস নিয়ে ভাবাচ্ছে।
-> আমাকেও, হোস্ট দ্বিতীয় স্টেজ নিয়ে কিছু বললো না। আমাদেরই নাকি সেটা বের করতে হবে।
-> তৃতীয় রাউন্ডের স্টেজের মতো সম্পর্কিত রয়েছে সেটা উল্লেখ করেছে সে, তাহলে চৌদ্দ দিন বেঁচে থাকতে পারলেও আমার মনে হয় না দ্বিতীয় স্টেজ পূর্ণ করা ব্যতীত আমরা সর্বশেষ রাউন্ডে প্রবেশ করতে পারবো।
-> আমাকে সেটা ভাবাচ্ছে না। একটা জিনিস বেশি করে ভাবাচ্ছে।
-> সেটা আবার কি?
-> এই রাউন্ডে একে অপরের হত্যার কথা বলা হয় নি। তার মানে এই রাউন্ডে যে কেউ একে অপরকে কোনো শাস্তি ব্যতীত হত্যা করতে পারবে।
-> তিন কিংডম কি চিন্তা করছে? এভাবে তো তাদের প্রিন্স কিংবা প্রিন্সেসের কিছু একটা হয়ে যেতে পারে।
-> তাদের সুরক্ষার জন্য সব সময় লোকজন প্রস্তুত রয়েছে। কিন্তু আমার মনে হয় না আমরা মারা গেলে কেউ আমাদের জন্যে ছুটে আসবে।
-> সব সময় ক্ষমতালোভী ব্যক্তিগুলোই বড় কিছু একটা করতে পারে। অন্যদিকে তাদের জন্য আমাদের জীবন হারাতে হয়।
হোস্ট তার নিয়মগুলো বোঝানো শেষ করার পরে বেশিক্ষণ সময় প্রয়োজন হলো না রাউন্ড শুরু করতে। এরিনার একদম মাঝখানে বিশ মিটার জায়গা নিয়ে একটা বিশাল টেলিপোর্টেশন সার্কেল তৈরি করা হয়েছে। যার মধ্যে প্রতিটা টিম এক এক করে প্রবেশ করছিলো। তারা দশম ফ্লোর থেকে সরাসরি পঞ্চম ফ্লোরের ডেড ফরেস্টে প্রবেশ করলো।
-> লেডিস অন্ড জেন্টেলম্যানস। ডেড ফরেস্টের মোট একশত পনেরো জায়গার মধ্যে ওয়ান টাইম টেলিপোর্টেশন সার্কেল তৈরি করা ছিলো পূর্বে থেকেই। তাই এখান থেকে আমাদের একশত পনেরো টিম সরাসরি ডেড ফরেস্টের ভিন্ন ভিন্ন জায়গায় টেলিপোর্ট হবে। যেহেতু রাউন্ড শুরুর পূর্বেই প্রতিটা টিমকে আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছিলো তাই সব গুলো টিম আলাদা আলাদা জায়গায় অবস্থান করবে। এরপরেও যদি কেউ অন্য টিমের সাথে টেলিপোর্ট হয়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ বলে মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। (হোস্ট)
ঠিক হোস্টের কথা মতো প্রতিটা টিমের পাঁচজন একই সাথে একটা জায়গায় টেলিপোর্ট হয়েছে। তবে শুধু দুই একটা টিমের সাথে দেখা দিয়েছে যেখানে একজনের বদলে অন্যদিকে কেউ একজন চলে এসেছে। এলেক্স এবং তার টিম ঠিক ছিলো। তারা পাঁচজনই এক জায়গায় টেলিপোর্ট হয়েছে। একটা ভিন্ন জায়গায় আসার পর এলেক্স প্রথমে চারপাশ দেখতে শুরু করলো।
(ম্যাজিক সেন্স)
এলেক্স তার ম্যাজিক সেন্স ব্যবহার করলো। শরীরের এনার্জিকে আশেপাশের পরিবেশের সাথে মিশিয়ে এলেক্স দেখার চেষ্টা করলো আশেপাশে কিছু আছে কিনা।
-> আমাদের আশেপাশে কিছু নেই। (এলেক্স)
-> ডেড ফরেস্ট, অনেক ভয়ানক একটা জায়গা এটা। যেটা পঞ্চম ফ্লোরে হওয়া সত্ত্বেও আমাদের প্রবেশ করার মতো কোনো জায়গা নয় এটা। (ক্রিস)
-> তাহলে তারা আমাদের এখানে কেনো প্রবেশ করালো? (এনরি)
-> পঞ্চম ফ্লোরের রাইট রয়েছে রেড কিংডমের কাছে। রেড কিংডমের কাছে এমন একটা আইটেমও রয়েছে যেটা দিয়ে বিশাল একটা এরিয়ার মনস্টারদের পাওয়ার কমিয়ে দেওয়া যায়। আমার মনে হয় তারা সেই আইটেমটা ব্যবহার করেছে এখানে। তা নাহলে একই সাথে তারা নিজেদের প্রিন্সের জীবনও ঝুঁকির মুখে ফেলবে না। (মিও)
-> তারপরও এটা কি একটু বেশি হয়ে যায় না? (জেয়াব)
-> নিজেদের শান্ত করো, আমরা ডিমনিক ফরেস্ট থেকে বের হয়ে আসা স্টুডেন্ট, তাহলে সামান্য ডেড ফরেস্ট আমাদের কি করবে। (এলেক্স)
-> এলেক্স আমি মানছি ডিমনিক ফরেস্ট অনেক ভয়ানক এবং এই জায়গা সেটার ধারের কাছেও না, কিন্তু সেটা আসল বিষয় না। যদিও ডিমনিক ফরেস্টের মনস্টার অনেক এবং শক্তিশালী, কিন্তু এই জায়গাটা অন্যরকম। এখানের মনস্টার গুলো তেমন শক্তিশালী না। একটা মনস্টারকে হত্যা করলে তোমার মনে হবে তুমি পাতলা কোনো বস্তুকে আঘাত করেছো। আসল সমস্যা হলো তাদের সংখ্যা নিয়ে। ছোট একটা এরিয়ার মধ্যেই মনে করে হাজার হাজার মনস্টার অপেক্ষা করে এট্যাক করার জন্য। তার ডিফেন্স একদম দুর্বল হলেও এট্যাক পাওয়ার গুলো মারাত্মক হয়ে থাকে। (ক্রিস)
-> সবচেষে তারা শুধুমাত্র আনডেডই। (এলেক্স)
এলেক্সের মুখ থেকে কোনো এক্সপ্রেশন দেখা যায় না। এমনকি সে মনের মধ্যেও কোনোরকম এক্সপ্রেশন তৈরি করতে পারে না। কিন্তু তার কথাতেই বোঝা যায় সে আনডেডদের তেমন একটা পছন্দ করে না। বিশেষ করা স্কেলেটন গুলো দেখলে এলেক্স কোনো কিছু না রেখেই সেগুলোকে কাটতে বা ভাঙতে পছন্দ করে।
-> যেহেতু টিমের ভাইস লিডার আমি, তাই এই রাউন্ডে টিমের সকল দায়িত্ব আমি বেছে নিচ্ছি। আমাদের লিডার ফাইট নিয়ে চিন্তা করুক, আর আমি আমাদের সারভাইভাল নিয়ে চিন্তা করবো। চৌদ্দ দিন আমাদের এখানে সঠিক ভাবে থাকার জন্য প্রথমেই কয়েকটা জিনিসের দরকার পরবে। খাবার, পানি ও থাকার জায়গা এই তিন জিনিসটা আমাদের প্রথমে মূল্য দিতে হবে। যেহেতু একসাথে থাকলে আমরা কেউই এগুলো সংগ্রহ করতে পারবো না, তাই আমাদের প্রথমেই আলাদা হতে হবে। এনরি, মিও এবং জেয়াব তোমরা তিনজন থাকার জায়গার ব্যবস্থা করে ফেলো। এলেক্স তুমি খাবারের ব্যবস্থা করো এবং আমি যাচ্ছি পানি আনতে। যেহেতু আমাদের আশেপাশে আপাতোতো অন্য কোনো টিম নেই আর কোনো মনস্টারও দেখতে পারছি না তাই আমাদের বেঁচে থাকার জন্য সব কিছু প্রথম থেকেই সংগ্রহ করতে হবে। (ক্রিস)
-> কিন্তু খাবার আর পানি তো আমাদের ইনভেন্টরিতে আছেই। (জেয়াব)
-> সেটা তো আমিও ভালো করে জানি। কিন্তু বের করার চেষ্টা করো। দেখো বের হয় কিনা। পুরো ডেড ফরেস্টের মধ্যে কোনো একটা ব্যারিয়ার রয়েছে যার কারণে আইটেম ব্যতীত কোনো বস্তুই স্পেস রিং এর মধ্যে থেকে বের হচ্ছে না। তাই আমাদের প্রয়োজনীয় জিনিস প্রথম থেকেই সংগ্রহ করতে হবে। (ক্রিস)
ক্রিসের এই বিষয়ে অভিজ্ঞতা থাকার কারণে সে দ্রুত সবাইকে সবার কাজে নিয়োজিত করে দিলো। এলেক্স খাবারের জন্য হাঁটতে শুরু করলো। সে বাকিদের থেকে চলে আসার সময় চারজনের শরীরেই ছায়াতে চারতা শ্যাডো আর্মি রেখে আসে। এলেক্স চারটা শ্যাডোকে চারজনের ছায়ার মধ্যে রেখে রওনা দিলো। যেহেতু জায়গাটা মনস্টারের বাসস্থান ছিলো তাই এলেক্স ভালো করেই জানে তাকে কি করতে হবে,
-> যেহেতু সবার মধ্যে আমার শ্যাডো আর্মি গুলো রয়েছে তাই চিন্তার কোনো বিষয় আমি দেখছি না এখানে। তাহলে হান্টটা শুরু করা যাক। (এলেক্স)
এলেক্স তার এজিলিটি স্ট্যাটের সাহায্যে খুব দ্রুত দৌড়াতে পারছিলো। এমনিতেই এলেক্স দৌড়াচ্ছিলো না। সে সাধারণ স্পিডে দ্রুত কদমে হাটছিলো, কিন্তু তার স্পিডের কারণে যে কেউ দেখলেই বলবে এই সময়ে এলেক্স দৌড়াচ্ছিলো। এলেক্স নিজের পাওয়ার গুলোর কথা একবার ভাবলো।
-> সব কিছু স্বাভাবিক চললে কি আমি কখনো এই সব বিষয় নিয়ে কল্পনা করতে পারতাম? হয়তোবা কোনো এক স্বপ্নে পরে থাকতো যা পরের দিন উঠে আর মনে থাকতো না। তাহলে কি আমি সন্তুষ্ট হবে যে এটা বাস্তবতা, নাকি পূর্বের জীবনে আবারো ফিরে যাবো? পূর্বের জীবনে আমি তেমন করে কিছু পাই নি। জীবনে সব কিছু শুধু হারিয়েই গিয়েছি। সেই জীবনেও আমি কখনো পরিপূর্ণ ছিলাম না। আবার এখনো আমি পরিপূর্ণ না। তবে এতো কিছুর পরে আমার মন কেনো আমাকে বলছে এই পথ ধরে সামনে এগিয়ে গেলে একদিন না একদিন আমি ঠিকই পরিপূর্ণ হয়ে যাবো। (এলেক্স)
এলেক্স নিজের সাথে সাথে নিজেই কথা বলতে শুরু করেছে। সে অনেক দ্রুত তার ম্যাজিক সেন্সের বাইরের এরিয়াতে চলে এসেছে। যেখানে এসেই প্রথমে এলেক্স নিজের ম্যাজিক সেন্স ব্যবহার করলো। অনেকটা দূরে এসে ম্যাজিক সেন্স ব্যবহারের কারণে আবারো অনেক দূর পর্যন্ত জায়গা পর্যবেক্ষণ করতে পারলো এলেক্স।
-> তাহলে মনস্টার গুলো এখানে লুকিয়ে আছে। (এলেক্স)
ম্যাজিক সেন্স ব্যবহারের কারণে এলেক্স সামনে অনেকগুলো মনস্টার সেন্স করতে পারলো। নিজে ডিমনিক এনার্জি ব্যবহার করতে পারার কারণে একটা মনস্টারকে এলেক্স খুব সহজেই সেন্স করতে পারে, সেই সাথে কোনো মনস্টার তার চোখের আড়াল হলে নিজের ইনফো স্কিলটা তো রয়েছেই।
××× ইনফো ×××
নেইমঃ জম্বি
লেভেলঃ ২৮২
স্পিসিজঃ আনডেড (স্কেলেটন)
××× ×××
এলেক্সের উপরে এখন কোনো রকম রাগ কাজ করে না। সে রাগ কাকে বলে সেটা একদমই জানে না। তারপরও যতবার এই স্কেলেটন মনস্টার গুলোকে দেখতে পাই ততবারই তার মন চাই সেগুলোকে টুকরো টুকরো করে দিতে। প্রায় এক হাজারের উপরেও মনস্টার অপেক্ষা করছিলো সেই জায়গায়। তারা সাধারণত নিজে থেকে কাউকে এট্যাক করে না। তাদের এরিয়ার মধ্যে কেউ বা কারা অবস্থান করলেই একসাথে সবাই মিলে আক্রমণ করে। আর তারা কাউকে আক্রমণ করলে সেটা সবার জন্য অনেকটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু এখানে এলেক্স একাই ছিলো তাই তার টিম নিয়ে চিন্তা করার কোনো সময় ছিলো না কাছে। এজন্য নিজের ইচ্ছামতো ফাইট করতে পারবে এখানে। এলেক্স এতোটা স্পিডে মনস্টার গুলোর কাছে চলে গিয়েছে যে তারা এখনো এলেক্সকে খেয়ালই করে নি। কিছু করবে তার পূর্বেই এলেক্স তার মুন ব্লেডটা বের করলো,
(একটিভ স্কিলঃ কুইক মুভমেন্ট)
(একটিভ স্কিলঃ মাল্টি স্ল্যাশ)
এলেক্স একসাথে দুটো স্কিল ব্যবহার করলো। কুইক মুভমেন্টের কারণে এলেক্সের স্পিড দ্বিগুণ হয়ে গেলো। সেই সাথে মাল্টি স্ল্যাশের মাধ্যমে এলেক্স একটা স্ল্যাশের সময়ের মধ্যেই আরো অনেক গুলো স্ল্যাশ মারতে পারলো। দূর থেকে দেখে মনে হচ্ছিলো একটা আলোর রশ্মি মনস্টারের মাঝ দিয়ে এদিক সেদিক করছিলো কয়েক এক দুই মিনিটের জন্য। আর সেই সময় শেষে দেখা গেলো সব গুলো মনস্টারই মাটিতে পরে গেলো টুকরো টুকরো হয়ে।
-> আমি এখনো সেই লেভেলে পৌছাতে পারি নি, যেখানে এক এট্যাকে এতোগুলো মনস্টারকে হত্যা করতে পারবো। মনে হচ্ছে আমাকে আরো শক্তিশালী হতে হবে। (এলেক্স)
এলেক্স সে জায়গা ত্যাগ করলো। কিছুটা দূরে এসেই একটা বিশাল গাছ দেখতে পারলো এলেক্স। যার ডাল গুলোতে কয়েকটা লাফ দেওয়ার সাহায্যে একদম উপরে উঠতে পারলো সে। গাছের উপরে উঠে এলেক্স একটু দূরে দেখার চেষ্টা করলো। বিশাল একটা ফরেস্ট, যদিও এটাকে ডেড ফরেস্ট বলা হয় তারপরও এটা ডিমনিক ফরেস্টের মতো না। কিছু ক্ষেত্রে একই যেমন দুটোতেই দিন কিংবা রাতের সময় অন্ধকার, এই কারণেই আনডেড গুলো এখানে থাকতে পারে। তাছাড়া এখানেও অন্যান্য বিস্ট রয়েছে যা এলেক্স মূলত খোঁজার চেষ্টা করছিলো। যেহেতু সব জায়গায় আনডেড মনস্টার নেই, তাই যেসব জায়গায় আনডেড মনস্টার নেই সেসব জায়গাতেই সাধারণ বিস্ট গুলো থাকার কথা। এলেক্স গাছের উপরে এসে পুরো ফরেস্টটা দেখতে পারলো। যদিও এটা তেমন বড় গাছ ছিলো না, তারপরও এলেক্স অনেক দূর পর্যন্ত দেখতে পারলো।
-> দূরে আগুন দেখা যাচ্ছে, তার মানে অন্যান্য টিমেরা তাদের ক্যাম্প তৈরি করে ফেলেছে এতোক্ষণে। (এলেক্স)
এলেক্স উপর থেকে দূরে একটা বিস্ট দেখতে পেরেছে তাই নিজের সময় নষ্ট না করে এলেক্স সেদিকে রওনা হলো।
অন্যদিকে এলেক্সের টিমের ক্যাম্পে এনরি, মিও এবং জেয়াব তাদের থাকার জায়গাগুলো অনেক ভালো করে তৈরি করেছে।
-> আমাদের কি তাবু বাদ দিয়ে গাছের মধ্যে ক্যাম্প তৈরি করাটা ঠিক হয়েছে? কেউ এট্যাক করলে তো এমনিতেও করবে ওমনিতেও করবে। (জেয়াব)
-> আনডেড মনস্টার গুলো সব সময় শব্দ এবং ঘ্রাণের কারণে আসক্ত হয়। আমরা যদি ফাইট করতে না চাই তাহলে এমন একটা জায়গায় ভালো হবে যেখানে তাদের নজর সহজে পরবে না। আর তাছাড়া অন্যান্য টিম গুলো থেকেও আমাদের একটু আড়ালে থাকতে হবে। তাই আমার মনে হয় এই জায়গাটা আমাদের জন্য ভালো হবে। (এনরি)
-> তাই বলে একটা গাছে পাঁচটা ফুটো, এটা কি এই গাছটার উপরে সবার সন্দেহ বারিয়ে দিবে না? (জেয়াব)
-> আমার কাছে আইটেম রয়েছে একটা যার সাহায্যে এই ফুটো গুলো আমাদের বাদে কারো চোখেই পরবে না। (এনরি)
-> তাহলে ঠিক আছে। এখন বাকিদের জন্য অপেক্ষা করা যাক। আমার মনে হচ্ছে এই সময়ে ক্রিস হয়তো আসার পথ ভুলে গিয়েছে আর যতদূর মনে হয় এলেক্স মনস্টারদের সাথে ফাইট করে যাচ্ছে। (জেয়াব)
এলেক্সকে নিয়ে কথা হওয়ার সাথে সাথে সেখানে এলেক্সের উপস্থিতি লক্ষ্য করতে পারলো সবাই। এলেক্স বিশাল একটা বিস্টকে টেনে টেনে নিয়ে আসছিলো। এলেক্স এখন অনেকটাই লম্বা হয়েছে, তার বয়স কম হলেও তার উচ্চতা অন্যান্য প্রাপ্ত বয়স্কদের মতোই হয়েছে প্রায়। তারপরও এলেক্স তার সাইজের ডাবল একটা গরিলাকে ধরে নিয়ে এসেছে।
-> তাহলে কি আজ আমরা গরিলার কাবাব খেতে যাচ্ছি? (জেয়াব)
ঠিক এই সময়ে ক্রিসও এসে পরলো। তার বাম হাতে খাবারের পানি ছিলো বিশাল একটা পানির পাত্রে, সেই সাথে ডান কাঁধের উপরে বেশ বড় একটা মাছ ছিলো।
-> আমি মনে করেছিলাম হয়তো এলেক্সকে হারাতে পারবো বিশাল একটা মাছ এনে, কিন্তু মনে হচ্ছে এলেক্স এবারো আমাকে হারিয়ে দিয়েছে। (ক্রিস)
বিশাল একটা মাছ এবং তারচেয়েও বিশাল একটা গরিলার কাবাব খাওয়া দাওয়ার পরে এলেক্সের টিমের সবাই বিশ্রাম করতে চলে গেলো। একটা বিশাল মোটা গাছের মধ্যে ঘুরিয়ে ফুরিয়ে মোট পাঁচটা বিশাল গর্ত করা হয়েছে। এক একটা গর্তের মধ্যে এক একজনের ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিলো। খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এমনিতেও দিনের সময় কোনো রোদ এই জায়গাতে প্রবেশ করে না আর রাতের সময় তো একদম কালো অন্ধকার থাকেই। তাই খাবার শেষ করেই সবাই নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করেছে। এলেক্সও একটা গর্তের মধ্যে ছিলো, কিন্তু সেখান থেকে সে বের হয়ে আসলো। একদম অন্ধকার হলেও এলেক্সের কোনো সমস্যা হচ্ছিলো না। সে বিশাল মোটা গাছটার একদম মাথার উপরে উঠলো। নিচে কালো অন্ধকার থাকলেও গাছের উপরে উঠে চাঁদের আলোতে এলেক্স সব কিছু দেখতে পারছিলো।
-> মুযিফা? (এলেক্স)
এলেক্স হঠাৎ একটা নাম ধরে ডেকে উঠলো। সাথে সাথে তার নিচের ছায়া থেকে একটা কালো উজ্জ্বল ছায়া বেরিয়ে আসলো। একদম অন্ধকারেও এলেক্সের শ্যাডো আর্মি গুলোকে উজ্জ্বলিত অবস্থায় দেখা যায়। এলেক্সের সামনে মানুষের মতোই দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে শ্যাডো আর্মি হওয়ার পরেও অনেকটা সুন্দর দেখতে।
[মাই কিং, আদেশ করুন আমাকে।]
-> আমার ট্রেনিং করা উচিত, হঠাৎ তোমার গ্রাভিটি পাওয়ারের কথা মনে পরে যাওয়ায় ভাবলাম এটা অনেক ভালো একটা সময় হয়তো ট্রেনিং এর জন্য। (এলেক্স)
[ঠিক আছে, আমি আমার পাওয়ার ব্যবহার করছি আপনার জন্য।]
এলেক্স সেই আজব ড্যানজনের বস মনস্টারকে হত্যা করার পর তাকে নিজের শ্যাডো আর্মিতে পরিণত করে ফেলে। নাম হিসেবে তার আসল নামই ব্যবহার করে এলেক্স। আর এখন সেটার গ্রাভিটির পাওয়ারে এলেক্স ট্রেনিং করার সিদ্ধান্ত নিয়েছে।
* * * * *
অন্য কোনো এক জায়গায়, রেড কিংডমের প্রিন্স পুরো দিনের মধ্যে তার কিংডমের অন্যান্য টিম গুলোকে সংগ্রহ করেছে।
-> আমরা আপাতোতো একসাথে বেশ কয়েকটা টিম রয়েছি। এটাই আমাদের জন্য ভালো হবে। কাল থেকে আমরা ব্লু এবং সিক্রেট কিংডমের প্রিন্সের টিমের সন্ধান করবো। যদিও এই রাউন্ডে হত্যা করলে কিছু হবে না তারপরও আমরা প্রিন্সদের হত্যা করে আরেকটা যুদ্ধ তৈরি করতে পারবো না। তাতে আমরাই বেশি সমস্যায় পরে যাবো। সবার কাজ একটাই থাকবে প্রিন্সের টিমের মধ্যে যারা আছে শুধুমাত্র প্রিন্স ব্যতীত সবাইকে গুরুতর আহত কিংবা নিহত করতে। (রেড কিংডমের প্রিন্স)
রেড কিংডমের প্রিন্সের কথায় সবাই সহমত জানালো।
❝প্রিন্স হ্যারি আর প্রিন্স এলেক্স, দেখা যাক আমাদের মধ্যে কার টিম সবচেয়ে শক্তিশালী। হাহাহাহাহাহা❞ (রেড কিংডমের প্রিন্স ভাবছে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।