#Demon_King#
পর্ব:১৭৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ারের মধ্যে অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্ট চলছিলো। জয়েন্ট টুর্নামেন্ট যেটা তিন কিংডমের মধ্যে সংগঠিত হয়েছে। পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরের যেকোনো প্রান্ত থেকে টুর্নামেন্টকে দেখা যাচ্ছিলো।
মেফাস কিংডম,
মেফাস কিংডমের মধ্যে বিশাল একটা ডিউকের ম্যানশনের মধ্যে ডিউক বসে আছে তার স্ত্রীর সাথে। তাদের দুজনের সামনে একটা বড় ম্যাজিক বল ছিলো যার মধ্যে টাওয়ারের টুর্নামেন্টের প্রতিটা অংশ তারা দেখতে পারছিলো।
-> আমাদের এলিন অনেকটা নাম করে ফেলেছে টাওয়ারে মনে হচ্ছে। সে ব্লু কিংডমের প্রিন্সের টিমের সাথে রয়েছে।
কথাটা ডিউকের স্ত্রী বলে উঠলো অনেকটা উৎফল্ল মন নিয়ে। ডিউক এভেস্ট ভন উয়েক্সকুলের দুই সন্তানের মধ্যে এলিন ভন উয়েক্সকুল মূলত ডিউকের স্ত্রীর সন্তান। অন্যদিকে ডিউকের ছেলে সন্তান যে কিনা এডওয়ার্ড ভন উয়েক্সকুল সে মূলত ডিউকের পুরাতন কোনো লাভারের সন্তান ছিলো যাকে ডিউক বিয়ে করার সুযোগ পাবার পূর্বেই মারা যায়। যদিও ডিউক সবার সামনে তার মেয়েকে বেশি ভালোবাসে, তারপরও গোপণে তার ছেলের জন্য তার ভালোবাসা অনেকটা বেশি।
-> হ্যাঁ। (ডিউক)
ডিউক তেমন একটা খুশি ছিলো না। তারপরও মেয়ের জন্য সে হাসতে লাগলো। মেয়ে কিছু একটা করলেও তার ছেলে এখনো তেমন কিছুই করতে পারে নি। যা মূলত তার মনের মধ্যে অনেকটা কষ্টের তৈরি করেছে।
-> ব্লু কিংডমের প্রিন্স কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম, সেই সাথে তার ব্যবহারও অনেক ভালো। তাছাড়া সে অনেকটা পাওয়ারফুলও। আপনার কি মনে হয়, আমাদের এলিনের জন্য কি সে ভালো হবে না?
ডিউকের স্ত্রী অনেকটা সাহস নিয়ে তার স্বামীকে উক্ত কথাটা বললো। যা শোনার পর ডিউক বলতে শুরু করলো।
-> এলিনের বিয়ের ব্যাপারটা আমি এলিনের উপরেই ছেড়ে দিয়েছি। এলিন এডওয়ার্ডের মতো নয়। আমার সকল বৈশিষ্ট্য এলিনের মধ্যে রয়েছে। তাই তার জীবন সঙ্গী সে নিজের মতো করেই বেছে নিতে পারবে। সেই সময়ে শুধু আমাদের তার সিদ্ধান্তকে মেনে নিতে হবে। (ডিউক)
-> কিন্তু তারপরও, আমাদের তো দায়িত্ব রয়েছে তার বাবা-মা হিসেবে। এছাড়া আমার মনে হয় সিক্রেট কিংডমের ছোট প্রিন্সেস এডওয়ার্ডের জন্য পারফেক্ট হবে।
ডিউকের স্ত্রী জানে তার স্বামী তার দুই সন্তানকে সমান ভাবে দেখলেও মনের মধ্য দিয়ে সব সময় সে নিজের ছেলেকে নিয়ে বেশি চিন্তা করে। আর ছেলের বিষয় নিয়ে তার সাথে কথা বললেই বেশি খুশি হয় ডিউক।
-> এডওয়ার্ডের আম্মা অনেকটা দূরন্ত মেয়ে ছিলো। যাকে প্রথম দেখার পর থেকেই ভালোবেসে ফেলেছিলাম। এডওয়ার্ড যখন ওর আম্মার পেটে আসলো তখন এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। না জেনেই আমি রওনা দিয়েছিলাম টাওয়ারে আমার টিম মেম্বারদের সাথে। একটা ফ্লোর ক্লিয়ার করার পরে যখন আমি ফিরে আসলাম এক বছর পরে তখন আর এডওয়ার্ডের আম্মাকে দেখতে পারে নি আমি আর। আমাদের সন্তানকে রেখে সে না ফেরার দেশে পারি দিয়েছিলো, যেখান থেকে তাকে ফিরিয়ে আনার কোনো উপায় আমার কাছে ছিলো না। এলিন আমার মতো হলেও এডওয়ার্ড তার মায়ের মতো হয়েছে। এলিনকে নিয়ে আমি তেমন চিন্তা করি না। কারণ আমি জানি আমার মেয়ে তার নিজের খেয়াল রাখতে পারবে। কিন্তু এডওয়ার্ড সেরকম নয়। আমি নিশ্চিত সে এখন নিজের জন্য বিপদ তৈরি করছে কোনো এক জায়গায়। (ডিউক)
ডিউক এই প্রথমবার তার এবং এডওয়ার্ডের আম্মাকে নিয়ে নিজপর স্ত্রীর কাছে কিছু একটা বললেন। যা শোনার পর অনেকটা অবাক হলো এলিনের আম্মা। যদিও নিজের ছেলে নয় এডওয়ার্ড, তারপরও নিজের ছেলের মতোই এডওয়ার্ডকে প্রথম থেকে দেখে এসেছে।
-> এডওয়ার্ড এখন আর বাচ্চা নেই। আপনাকে কোনোরকম চিন্তা করতে হবে না। এডওয়ার্ড নিজের খেয়াল নিজেই রাখতে পারবে।
ডিউকের স্ত্রী ডিউককে শান্তনা দিতে শুরু করলো। ডিউক কিছুটা হেসে বলতে লাগলো,
-> হ্যাঁ, তাদের টাওয়ারে পাঠানো হয়েছে শক্তিশালী এবং জীবন শিক্ষা পাওয়ার জন্য। আশা করি বাচ্চাদের মতো কোনো কাজ করবে না। (ডিউক)
দুজনেই ম্যাজিক বলের দিকে খেয়াল করলো। এলেক্সের ধ্বংসাত্মক ফাইট দেখে দুজনেই অবাক হয়ে গেলো।
-> তাহলে এটাই কি সিক্রেট কিংডমের প্রিন্সের পাওয়ার?
ডিউকের স্ত্রী অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো তার স্বামীকে।
-> যেমন বাবা-মা তেমন ছেলে হয়েছে। তবে যেরকম আশা করেছিলাম হয়তো বয়স অনুযায়ী তার পাওয়ারটা একটু বেশিই। (ডিউক)
-> আমি শুধু আশা করছি আমাদের ছেলের যেনো এই ব্যক্তির বিপক্ষে না ফাইট করে।
ডিউকের স্ত্রী অনেকটা চিন্তিত স্বরে কথাটা বললো। সিক্রেট কিংডমের প্রিন্সের দিকেই তারা ফোকাস রাখলো। আজব একটা ম্যাজিক বিস্টের উপরে বসে সে সামনের দিকে যাচ্ছিলো। ঠিক সেই সময়েই ডিউক এবং তার স্ত্রী চিন্তিত না হয়ে পারলো না।
-> আমি ভেবেছিলাম হয়তো ভুল কোনো সিদ্ধান্ত নিবে না। কিন্তু মনে হচ্ছে আমাকে টাওয়ারে গিয়ে এডওয়ার্ডকে শায়েস্তা করতেই হবে। (ডিউক)
-> কিন্তু আপনার কি এখনি যাওয়ার দরকার পরবে না? যদি এডওয়ার্ডের কিছু হয়ে যায়।
-> তোমাকে চিন্তা করতে হবে না। অনেক পূর্বেই সিক্রেট কিংডম একটা আধুনিক ম্যাজিক টেকনোলজি তৈরি করেছিলো। এই টুর্নামেন্টে একটা ব্যক্তিও মারা যাবে না। (ডিউক)
ডিউক কথাটা বলেই তার স্ত্রীকে সেখানে রেখে রওনা দিলো টাওয়ারের উদ্দেশ্যে।
টাওয়ার অফ গ্লাটোনি,
ডেড ফরেস্টের মধ্যে, এলেক্স বেশ কয়েকটা টিমকে হান্ট করার পরে নিজেদের বেসের দিকে রওনা দিচ্ছিলো, ঠিক এই সময়েই ম্যাজিক সেন্সের সাহায্যে এলেক্স তার সামনেই দুটো টিমকে আবিষ্কার করতে পারলো। দ্রুতই এলেক্স তাদের সামনে চলে আসলো।
-> ওয়েল ওয়েল, এটা কি সিক্রেট কিংডমের প্রিন্স নয়। অনেক দিন পর দেখা হলো আমাদের। একজন কমনার থেকে এখন সরাসরি একজন প্রিন্স। ভাবা যায় কতটা ভালো তোমার ভাগ্য।
কথাটা হাসতে হাসতে একটা ছেলে বলতে লাগলো।
-> আমার মনে হয় না আমি তোমাকে চিনি। (এলেক্স)
এলেক্স বেশ কয়েকবার দেখেছে ছেলেটাকে, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনোরকম ধারণা ছিলো না তার। তাই সে তেমন করে চিনতে পারে নি।
-> প্রিন্স হলে সবারই হয়তো অনেক উচ্চ লেভেলের প্রাইড থাকে। যায়হোক, আমার নাম এডওয়ার্ড ভন উয়েক্সকুল। আমি ডিউক এভেস্ট ভন উয়েক্সকুলের একমাত্র ছেলে। (এডওয়ার্ড)
উয়েক্সকুল নামটা শুনে এলেক্সের মনে পরলো এলিনের কথা।
❝আমার মনে হয় এলিন পূর্বে তার ভাইয়ের কথা উল্লেখ করেছিলো। এই ব্যক্তিটা হয়তো সেই হবে।❞ (এলেক্স ভাবছে)
-> এলিনের ভাই! আমার পথ আটকিয়ে রেখেছো কেনো? (এলেক্স)
এলিনের ভাই হওয়ার কারণে এলেক্স এখানে ফাইট করার কোনো চিন্তাও করছিলো না। কিন্তু এডওয়ার্ডের চিন্তা একদমও সেরকম ছিলো না।
-> সবাই বলছে তুমি নাকি অনেক শক্তিশালী। অথচ পূর্বের ব্লু কিংডমের টুর্নামেন্টে আমার সাথে সব খারাপ টিম মেম্বার থাকার কারণে আমি প্রথম দিকে বাদ পরে গিয়েছিলাম টুর্নামেন্ট থেকে। নাহলে হয়তো স্যামের সাথে ফাইনালে আমি ফাইট করতাম। যায়হোক তোমার সাথে আমার পারশোনাল কোনো শত্রুতা নেই। আমার বাবা টাওয়ারের অনেক বড় একটা ব্যক্তি যাকে প্রায় সবাই চিনে। তারপরও ব্লু কিংডমে আমি সেরকম সম্মান পায় নি যেরকম পাওয়ার কথা ছিলো আমার। তবে রেড কিংডম সম্পূর্ণ আলাদা। রেড কিংডমের প্রিন্স পর্যন্ত আমাকে সম্মান করে আমার বাবার জন্য। আমি কোনো সময়ই বেশি ভাব নিতে পছন্দ করি না, কিন্তু যেহেতু রেড কিংডমের প্রিন্স বলেছে সিক্রেট কিংডমের প্রিন্সকে দেখলে তার সাথে ফাইট করতে তাই তেমন কিছু করার নেই সেখানে আমার। এজন্য আমি এসেছি তোমাকে এখানে হারাতে। (এডওয়ার্ড)
-> ও আচ্ছা। (এলেক্স)
এলেক্স এডওয়ার্ডের সাথে ফাইট করার কোনো চিন্তা ভাবনায় ছিলো না। কিন্তু রেড কিংডমের প্রিন্সের কথাটা শোনার পরই এলেক্স তার চিন্তা ভাবনা চেঞ্জ করে ফেললো। এলেক্সের মনের মধ্যে কোনো রকমের রাগ ছিলো না। সে স্বাভাবিক অবস্থায় সব কিছুর সিদ্ধান্ত নিচ্ছিলো।
-> মনে হচ্ছে আমাকে কম করে দেখতেছো প্রিন্স। আমি টাওয়ারের একজন হিরোর ছেলে, যে পূর্বে সবচেয়ে শক্তিশালী টিমের সদস্য ছিলো। আমার বাবা চাইলে পুরো একটা কিংডমকে নিজেই ধ্বংস করে দিতে পারবে। (এডওয়ার্ড)
এলেক্স আর কিছু বললো না। এডওয়ার্ড এলেক্সের ইমোশনহীন চেহারা দেখে অনেকটা রেগে গেলো।
-> আমি ভেবেছিলাম ওয়ান-ওয়ান ফাইট করবো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছি। আমার টিম মেম্বাদের রেখে এসে আমি রেড কিংডমের দেওয়া নয়জন মেম্বারকে নিয়ে এসেছি। আমার মতো পাওয়ারফুল না হলেও এদের একত্র এট্যাকে তুমি বাঁচতে পারবে না। (এডওয়ার্ড)
এডওয়ার্ড আশা করেছিলো এলেক্স এখানে ভয় পাবে। পূর্বের টুর্নামেন্টে এলেক্সের ফাইট করা দেখলেও এলেক্সকে একইসাথে অনেকগুলো ব্যক্তির সাথে ফাইট করতে দেখে নি সে। তাই সে আশা করছিলো এলেক্সকে বেশি সংখ্যক লোক দিয়ে সে সহজেই হারিয়ে ফেলতে পারবে।
❝সমস্যাটা তার ডিভাইন বিস্টকে নিয়ে। কিন্তু আমরা যদি তার সাম্মন করার পূর্বেই তাকে এট্যাক করতে পারি তাহলে আমরাই জয়ী হবো। একবার সিক্রেট কিংডমের প্রিন্সকে হারাতে পারলে আমি আমার সম্মান ফিরে পাবো। এরপর পরবর্তী রাউন্ডে আমি ব্লু এবং রেড কিংডমের প্রিন্সকে হারিয়ে পুরো টুর্নামেন্টের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়ে যাবো।❞ (এডওয়ার্ড ভাবছিলো)
এলেক্সের কোনো রকম ইমোশন না দেখে এডওয়ার্ড আরো রেগে গেলো। এখানে এলেক্সের কিছুটা হলেও অবাক কিংবা ভয় পাবার কথা ছিলো বলে ভাবছিলো, কিন্তু এলেক্স একদম স্বাভাবিক ছিলো। এমনকি তার মুখ থেকে কোনো রকম এক্সপ্রেশনই বের হচ্ছিলো না। যা এডওয়ার্ডকে আরো রাগিয়ে দিলো।
-> সবাই একসাথে এট্যাক করো। (এডওয়ার্ড)
এডওয়ার্ডের সাথে নয়জনের মধ্যে পাচজনই ছিলো মানা ইউজার। যারা পাচজনই ফায়ার এট্রিবিউটর। সকলে একসাথে ফায়ার বল স্পেলটা ব্যবহার করলো। প্রতিজনের কাছ থেকেই বিশাল বিশাল তিনটা করে ফায়ার বল এলেক্সের দিকে নিক্ষিপ্ত হলো। এলেক্স এখনো জেনারেলের উপরে বসে ছিলো। জেনারেল এক লাফ দিয়ে খুব সহজেই স্পেল থেকে দূরে সরে গেলো।
-> এই জিনিসটা আসলেই বিরক্তিকর, কিন্তু যেহেতু সেটা একটা আনডেড এর মতো, তাই তার দুর্বলতা অবশ্যই লাইটনিং হবে। সবাই তোমাদের স্পেলের জন্য রেডি হয়ে যাও। (এডওয়ার্ড)
সবাই একত্রে তাদের লাইটনিং এট্রিবিউটের স্পেল ব্যবহার করতে শুরু করলো
❝এটা অনেক রেয়ার। সবার ফায়ার এট্রিবিউটের সাথে লাইটনিং এট্রিবিউটও রয়েছে। মনে হচ্ছে রেড কিংডমের সেরা টিমের সদস্য ছিলো এরা।❞ (এলেক্স ভাবছে)
-> লাইটনিং ভোর্টেক্স
সবাই একটা স্পেলই ব্যবহার করলো। এই স্পেলের নাম লাইটনিং ভোর্টেক্স। স্পেলটা গোল একটা লাইটনিং বলের মতো নিক্ষিপ্ত হয়ে যে জায়গায় থামে সেখানে ৫ মিটার জায়গা নিয়ে একটা গোল ভোর্টেক্স তৈরি করে। এই পাঁচ মিটার জায়গার মধ্যে সবাইকে ড্যামেজ দিয়ে থাকে। এলেক্স এই স্পেলটা পূর্বে ব্যবহার করে নি। তাই সে জেনারেলকে তার জায়গাতেই দাঁড়িয়ে থাকতে বললো। জেনারেল তার জায়গাতেই দাঁড়িয়ে রইলো। এডওয়ার্ড সহ মোট ছয়জন লাইটনিং ভোর্টেক্স ব্যবহার করেছে এক জায়গাতে।জেনারেলের চারপাশ দিয়ে পাচ মিটার জায়গার মধ্যে লাইটনিং এর একটা ভোর্টেক্স তৈরি হয়েছে। যার মধ্য থেকে লাইটনিং চলাচল করতে শুরু করলো জেনারেলের উপরে। জেনারেল অনেকটা ড্যামেজ প্রাপ্ত হলো। কিন্তু এলেক্সের থেকে এনার্জি লাভ করে সে ড্যামেজ আবারো ঠিক হয়ে গেলো। শুধু মাত্র জেনারেলই ড্যামেজ প্রাপ্ত হয় নি। জেনারেলের উপরে থেকে এলেক্সও অনেকটা ড্যামেজ প্রাপ্ত হয়েছে। তার পুরো শরীর দিয়ে লাইটনিং চলাচল করছিলো। সমস্ত শরীরই যন্ত্রনা করছিলো। এলেক্স সাথে সাথে জেনারেলকে তার ছায়ার মধ্যে পাঠিয়ে দিলো। জেনারেল প্রিবার ঠিক হবার জন্য এলেক্সের থেকে মারাত্মক আকারের এনার্জি এবজোর্ব করছিলো। যার কারণে একসাথে তার মোট এনার্জির প্রায় ৮০% এনার্জি শেষ। এতোটা এনার্জি হারানোর কারণে এলেক্স তার দুই হাত মাটিতে ফেলে দিলো।
-> হাহাহাহাহাহা, ডিভাইন বিস্ট ব্যতীত সিক্রেট কিংডমের প্রিন্স তেমন কোনো জিনিসই না। সবাই আবার এট্যাক করো। এই এট্যাকে প্রিন্স শেষ হয়ে যাবে। (এডওয়ার্ড)
এলেক্স হাঁপাচ্ছিলে কিছুটা। যা দেখে এডওয়ার্ড উত্তেজিত হয়ে গিয়েছে। মূলত এলেক্স লাইটনিং এট্যাকের কারণে হাঁপাচ্ছিলে না, বরং লাইটনিং যখন তার শরীর দিয়ে চলাচল করছিলো ঠিক তখনি কিছু একটা দেখতে পারছিলো এলেক্স।
❝আমার মনে হচ্ছিলো কেউ একজন হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করেছিলো। এবং সেই সময়ে আমার পুরো শরীরে মারাত্মক আকারের একটা লাইটনিং পরিবহন করছিলো। পরবর্তীতে কি হলো সেটা আমার খেয়াল নেই।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স সেই চিন্তা বাদ দিয়ে তার সামনের বিষয়ের দিকে নজর দিলো। সবাই তাদের দ্বিতীয় স্পেলের জন্য প্রস্তুত ছিলো। কিন্তু এলেক্স তাদেরকে সে সময় আর দিলো না।
(লাইটনিং অউরা স্পেলঃ লাইটনিং স্ল্যাস)
এলেক্স মুন কিংবা সান কোনো ড্যাগারই বের করলো না। লাইটনিং জিনিসটা বিরক্ত করছিলো তাকে, তাই সম্পূর্ণ লাইটনিং এর সাহায্যেই সে বিরক্তিকর জিনিসগুলোকে সরিয়ে দিলো। সবার চোখের পলক ফেলার পরে খোলার পূর্বেই এলেক্স সামনে থেকে হারিয়ে গেলো। যে নয়জন ব্যক্তি দাঁড়িয়ে ছিলো এডওয়ার্ডের পাশে তাদের পিছনে চলে গিয়েছে এলেক্স।
-> কেউ মারা যাচ্ছে না, তারপরও বিষয়টা আজব না। সবার রক্তাক্ত শরীরের ব্লাড আমি অনুভব করতে পারছি। (এলেক্স)
এলেক্স তার ডান হাতের দিকে তাকালো। ডান হাতে লাইটনিং এনার্জি ফোকাস করে এলেক্স তার স্পিডের সাহায্যে সবাইকে বেশ কয়েকটা স্ল্যাশ দিয়ে তাদের পিছনে চলে এসেছে। লাইটনিং স্ল্যাশ স্পেলটা একজনের স্পিড বৃদ্ধির সাথে সাথে তাদের অস্ত্রের এট্যাক পাওয়ারও বৃদ্ধি করে। এলেক্স কোনো রকম অস্ত্র ব্যতীতই নিজের হাতকেই একটা ব্লেড বানিয়ে প্রতিটা ব্যক্তিকেই বেশ কয়েক টুকরো করে দিলো। এডওয়ার্ড কিছুটা অবাক হলো এলেক্সের স্পিডে। কিন্তু যখন সে এলেক্সের হাতে ব্লাড দেখতে পারলো তখন অবাক হয়ে গেলো। সে নিজের শরীরকে চেক করে দেখলো। কিছুই হয়নি দেখতে পেয়ে সে খুশি হয়ে গেলো। কিন্তু হঠাৎ করেই তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি গুলোর শরীর কয়েক টুকরো হয়ে পরে গেলো নিচে। যা দেখতে পেয়ে ভয়ে এডওয়ার্ড নিচে পরে গেলো। কোনোরকম কথা বের হচ্ছিলো না তার মুখ থেকে। জোরে করে একটা চিল্লানি দিতে চাচ্ছিলো এডওয়ার্ড কিন্তু পারছিলো না।
❝এটা অসম্ভব। আমার মতো শক্তিশালী তারা না হলেও আমার থেকে কোনো রকমে দুর্বল ছিলো না। কিন্তু চোখ খোলার পূর্বেই সবাই মারা গিয়েছে। আমি কিছুই করতে পারবো না। এই ব্যক্তি একটা মনস্টার। আমি এখানে মারা যাবো। না আমি মারা যেতে পারি না এখানে। আমাকে পলাতে হবে এখান থেকে। কিন্তু আমার শরীর যে চলছে না।❞ (এডওয়ার্ড ভাবছে)
এডওয়ার্ড এলেক্সের পিছনে বিশাল একটা কালো মনস্টার দেখতে পারছিলো, যা তার ভয়কে আরো বৃদ্ধি করে দিলো।
-> এলিনের ভাই হওয়ার কারণে আমি তোমাকে হত্যা করতে চাচ্ছিলাম না। কিন্তু আমার পছন্দ নয় যখন কেউ আমার উপরে এট্যাক করে। (এলেক্স)
এখনো এলেক্সের মুখে কোনো রকম এক্সপ্রেশন দেখা যাচ্ছিলো না। এলেক্স একদম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে ছিলো। কিন্তু এডওয়ার্ডের মনে হচ্ছিলো এলেক্সের পিছনে থাকা বিশাল মনস্টারটা তারই দিকে তাকিয়ে হাসছিলো।
-> জেনারেল? (এলেক্স)
এলেক্স পিছনে ফিরলো। তার ছায়া থেকে জেনারেল বেরিয়ে আসলো।
-> প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আর ভুলেও এরকম কাজ করবো না। আমি ভুলেও আপনার সামনে আসবো না আর। আমাকে হত্যা করবেন না প্লিজ। (এডওয়ার্ড)
এডওয়ার্ড নিজের জীবন রক্ষা করার জন্য অনেক কষ্টে সে নিজের হাটুতে চলে এসেছে। জেনারেলকে আবারো বের হতে দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছে এডওয়ার্ড। কারণ সে মনে করেছিলো সেটা মারা গিয়েছে পূর্বের এট্যাকে। কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তার সামনে।
-> আমিও এটাই চাইবো যে পরের বার যেনো আমার সামনে না আসো। (এলেক্স)
এলেক্স কথাটা শেষ করার পরই জেনারেল তার ধারালো দাঁত দিয়ে এক কামড়ে এডওয়ার্ডের শরীরের অর্ধেক খেয়ে ফেললো। বাকিটা আরেক কামড়ে মুখে মধ্যে দিয়ে একসাথে চিবাতে শুরু করলো।
-> ঠিক আছে তাহলে দেখা যাক এই রেড কিংডমের প্রিন্স কোথায় আছে। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরির মধ্যে থেকে কয়েকটা উচ্চ লেভেলের এনার্জি স্টোন বের করলো।
-> রেড কিংডমের প্রিন্সকে খোঁজার জন্য আমার এনার্জি ফুল করতে হবে। আর সেটার জন্য আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতোতো আমার দিকে অনেকের নজরই রয়েছে। (এলেক্স)
এলেক্স ম্যাজিক সেন্সের মাধ্যমে আশেপাশের লুকিয়ে রাখা ম্যাজিক স্টোন গুলো বের করতে পেরেছে। সেগুলো সবার একশন রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়েছে। এলেক্স আবারো জেনারেলের পিঠের উপরে বসে রওনা দিলো নিজেদের বেসের দিকে।
অন্যদিকে এরিনার মধ্যে সবাই অবাক ছিলো। তারা মনে করছিলো পূর্বের বার হয়তোবা ভাগ্যক্রমে সিক্রেট কিংডমের প্রিন্স সবাইকে হত্যা করতে পেরেছে। কিন্তু একই জিনিস দ্বিতীয়বার হওয়া মানে সেটা কোনোরকমেই ভাগ্যের কোনো ব্যাপার ছিলো না।
-> সিক্রেট কিংডমের প্রিন্স, একটা মনস্টার। আমি ভুলেও কোনো দিনও এই ব্যক্তির বিপরীতে যাচ্ছি না।
-> কোনো ব্যক্তিকেই সে মাফ করলো না। সবাইকে কিছু বলার পূর্বেই হত্যা করে ফেলেছে। এবং শেষের জনকে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু দিয়েছে।
-> এতো ছোট একটা বাচ্চা এরকম কিভাবে করতে পারে।
-> আমি তো ভেবেছিলাম সিক্রেট কিংডম সবচেয়ে ক্ষমাশীল একটা কিংডম হবে, কিন্তু এই ব্যক্তি যদি সিক্রেট কিংডমের ক্রাউন অর্জন করে তাহলে আমার মনে হয় না ব্লু এবং রেড কিংডম কিছু একটা করতে পারবে।
-> সবাই কাপুরুষের মতো কথা বলছো কেনো? একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করার পূর্বে তোমাদের তার পাওয়ার সম্পর্কে জানা উচিত। এবং একটা ব্যক্তিকে প্রথমে হত্যা করার জন্য এট্যাক করার পূর্বেও নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া উচিত। ছেলেগুলো বোকা ছিলো, তারা তাদের শত্রুর পাওয়ার না বুঝেই যেহেতু তাকে এট্যাক করেছে তাই এটা তাদের নিজেদের ভুল ব্যতীত অন্য কিছুই ছিলো না।
-> হ্যাঁ হ্যাঁ, সেল্ফ ডিফেন্সের কারণে একজন ব্যক্তি সব কিছুই করতে পারবে।
-> তারপরও আমার মনে হয় সিক্রেট কিংডমের প্রিন্স একটু বেশি নিষ্ঠারতা অবলম্বন করেছে এখানে। সে চাইলে খুব সহজেই এখানে তার শত্রুকে হত্যা করতে পারতো। কিন্তু সেটা না করে তাকে সবচেয়ে ভয়ংকর একটা মৃত্যু দিয়েছে।
-> তোমরা হয়তো বুঝতে পারছো না। সিক্রেট কিংডমের প্রিন্স পুরো টাওয়ারকে সিক্রেট কিংডমের পাওয়ার দেখাচ্ছে। যাতে ভবিষ্যতে কেউ রেড কিংবা ব্লু কিংডমের বোকা নোবেল ব্যক্তিদের মতো ভুল না করে।
-> ভুলেও যদি কেউ সিক্রেট কিংডমের বিরুদ্ধে যাওয়ার চিন্তা করে তাহলে আমাদের প্রিন্স তাদের এই একই অবস্থা করবে।
এরিনার মধ্যে তিন কিংডমের মানুষেরা অবশিষ্ট ছিলো। টুর্নামেন্টে বাতিল হয়ে যাওয়া টিমগুলোও ছিলো। তারা একে অপরের সাথে কথা বলছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।