#Demon_King#
পর্ব:১৭৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
-> হৃদয়, হৃদয়, হৃদয়।
একটা পরিচিত আওয়াজ শুনে এলেক্সের ঘুম ভাঙলো। চোখে এখনো ঘুম লেগে আছে তার। সব কিছু ঝাপসা দেখছিলো এলেক্স। তার চোখের সামনে একটা ব্যক্তি বসে ছিলো যে তার দিকে মুখ করে ডাকছিলো। সেই পুরানো নামটা ধরে ডাকছিলো যা এলেক্স অনেক পূর্বেই ভুলে গিয়েছে। মেয়েটার চেহারা ক্লিয়ার হওয়ার সাথে সাথে এলেক্স লাফিয়ে উঠলো। তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। ঘুম থেকে অনেক ক্লান্ত এবং হাঁফাতে হাঁফাতে উঠে গেলো এলেক্স।
❝মনে হচ্ছে আর ঘুম হচ্ছে না আমার।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স অনেক পূর্বেই নিজের ক্যাম্পে চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুম দিয়েছে। কেউ কোনো রকম কথা এলেক্সকে জিজ্ঞাসা করে নি। সবাই জানে এলেক্সকে জিজ্ঞাসা করলেও এলেক্স কিছু বলবে না তাই এলেক্স কি করে বা কেনো করলো সেটা জরুরী না হলে কেউই এলেক্সের থেকে কিছু জিজ্ঞাসা করে না। মধ্যরাতে এলেক্সের ঘুম ভেঙে গিয়েছে। তার আর ঘুম আসছিলো না।
-> তাহলে হান্ট শুরু করা যাক। (এলেক্স)
এলেক্স লাফ দিয়ে পাশের গাছের একটা ডালের উপরে চলে গেলো। সেখান থেকে আরো কয়েকটা লাফ দিয়ে ক্যাম্পের থেকে একটু দূরে চলে আসলো। ডান হাতের একটা আঙ্গুলে এনার্জি চ্যানেল করে এলেক্স বাম হাতের একটা আঙ্গুলে কাট দিলো। কিছুটা ক্ষত তৈরি হয়েছে যা থেকে ব্লাড বের হতে শুরু করলো। এলেক্স কয়েক ফোটা ব্লাড নিচে ফেললো এবং এর মাঝেই তার হাতের ক্ষত হিল হয়ে গেলো সুপার হিলিং প্যাসিভ স্কিলের কারণে।
(ফ্যামিলিয়ার সাম্মনঃ কাইসেল)
এলেক্সের কয়েক ফোঁটা ব্লাড থেকে অনেক বড় একটা লাল জায়গার মতো তৈরি হলো। যা থেকে বেরিয়ে আসলো কাইসেল। কাইসেল পূর্বে একদম একটা বাচ্চার মতো আকারের হলেও এবার তাকে দেখতে অন্যরকম লাগছিলো। কারন পূর্বের থেকে তার আকার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এলেক্স কাইসেলের দিকে একটু তাকালো। কাইসেলের মুখে আর বাচ্চাদের মতো সেই এক্সপ্রেশন নেই। সে এলেক্সের সামনে নিজের মাথা নিচু করে দাঁড়ালো চারপায়ে।
[মাস্টার আমি দুঃখিত, পূর্বে আমি দুর্বল হওয়ার কারণে আপনার সুরক্ষা করতে পারি নি। কিন্তু কথা দিচ্ছি এরপর থেকে আমি কখনো আপনাকে কোনো বিপদে পরতে দিবো না। আমি আরো শক্তিশালী হয়ে যাবো।]
কাইসেলের কথাটা শুনে এলেক্স বুঝতে পারলো কাইসেল এখন আর বাচ্চা নেই। যদিও এক সময় সে বাচ্চা ছিলো না, কিন্তু এলেক্সের ফ্যামিলিয়ার হওয়ার পর থেকে নিজের পাওয়ার এবং স্মৃতি সিল করার কারণে সে একটা বাচ্চাই হয়ে গিয়েছিলো। এখন সে একটু বড় হয়েছে।
-> ঠিক আছে তাহলে আমাদের আসল কাজ এখন শুরু করা যাক। (এলেক্স)
এলেক্স এগিয়ে গিয়ে কাইসেলের মাথার উপরে হাত দিয়ে উক্ত কথাটা বললো। কাইসেল এলেক্সের কথা শুনে মাথা উঁচু করলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো আর্মি)
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। শ্যাডো আর্মি স্কিলটা একটিভ করে এলেক্স তার কাছে থাকা সকল শ্যাডো আর্মিদের ডেকে নিলো। নিজের টিমমেটের ছায়ায় চারজন এবং ইগ্রিত ব্যতীত সবাই এলেক্সের সামনে দাঁড়িয়ে ছিলো। অন্ধকার জায়গা হলেও এতোগুলো শ্যাডো আর্মির শরীরের হালকা আলোর কারণে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো। এলেক্সকে হিসাব করতে হচ্ছে না। তার কাছে মোট ৭০০ আনডেড রয়েছে। যাদের মধ্যে থেকে পাঁচজন ব্যতীত সবাই এখন তার সামনে দাঁড়িয়ে ছিলো। এলেক্সের সামনে তার বিশাল সেনারা এক হাটু গেঁথে বসে এলেক্সকে সম্মান জানালো।
-> একটা ব্যক্তি বার বার আমার এবং আমার টিমের উপরে হামলা করছে, আমি চাই না ভবিষ্যতেও এরকম কিছু হোক। তোমাদের সবার কাজ সেই ব্যক্তিকে খুঁজে বের করা। পথের মধ্যে অন্য কোনো টিমের সামনে পরতে পারবে না। তবে পথের মধ্যে কোনো মনস্টার আসলে সেটাকে নিজ দায়িত্বে হত্যা করে ফেলবে। যেহেতু তোমরা আমার শ্যাডো আর্মি, তাই চাইলেও তোমাদের এনার্জি শেষ হবে না। (এলেক্স)
এলেক্সের আদেশ শুনে প্রায় ৭০০ আনডেড চারিদিকে রওনা দিয়ে দিলো। তারা একটুও লেট করলো না। মুযিফা যে তার কিং এর আদেশ অনুযায়ী রওনা দিতে চাচ্ছিলো তাকে এলেক্স ট্যালিপ্যাথির মাধ্যমে থামতে বললো। এলেক্স অন্য কারো সাথে ট্যালিপ্যাথির সাহায্যে কথা না বলতে পারলেও তার শ্যাডো আর্মির সাথে কথা বলতে পারে। যেহেতু অধিকাংশ মনস্টার কথা বলতে পারে না, তাই এলেক্স সবাইকে শুধু আদেশ দিতেই পারে। কিন্তু কয়েকটার ক্ষেত্রে আবার ভিন্ন।
[মাই কিং, আমার জন্য কি আদেশ রয়েছে আপনার? আমাকে কি এই দায়িত্বে বিশ্বাস করেন না?]
মুযিফার কথা শুনে এলেক্স বলতে শুরু করলো।
-> তারা তাদের কাজ ঠিক মতোই করতে পারবে সেটা সম্পর্কে আমি নিশ্চিত, যেহেতু শ্যাডো আর্মি হওয়ার এবং আমার লেভেল বৃদ্ধির কারণে এখন তারা সবাই শ্যাডোর মধ্যে চলাচল করতে পারবে তাই তারা তাদের টার্গেটকে দ্রুত বের করতে পারবে। (এলেক্স)
এলেক্স একটু থেমে আবার বলতে লাগলো,
-> সব গুলো শ্যাডো আর্মির থেকে তুমি অনেকটা স্পেশাল। যদিও তুমি ইগ্রিতের মতো পাওয়ারফুল হও নি এখনো, কিন্তু তোমার পাওয়ারটা আমার অনেক প্রয়োজন শক্তিশালী হওয়ার জন্য। (এলেক্স)
মুযিফা এলেক্সের সামনে হাঁটু গেঁথে বসে পরলো। তার মাথা নিচু করে সে বলতে লাগলো,
[মাই কিং, আপাতোতো ইগ্রিত যদি আপনার সোর্ড এবং শিল্ড হয়ে থাকে, তাহলে জেনারেল আপনার গার্ড বিস্ট। সেই ক্ষেত্রে আমি আপনার স্পেয়ার। আমি অনেক পূর্বেই মারা গিয়েছি। এখন বেঁচে আছি তো শুধু আপনার জন্য। যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু আপনার আদেশের অপেক্ষায় থাকবো।]
মুযিফা শান্ত গলায় কথাটা বলে ফেললো।
-> ঠিক আছে, এখনো পর্যন্ত আমার কোনো শ্যাডোর সাথে আমি এটা ব্যবহার করি নি। তাই খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত হয়ে যাও। (এলেক্স)
এলেক্স কথাটা শুনে মুযিফা কিছু বললো না আর। এলেক্স অনেক পূর্বে একটা স্কিল পেয়েছে, যা সে এই পর্যন্ত ব্যবহার করার সুযোগ পায় নি।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ সাবজেক্ট এক্সট্রাকশন
লেভেলঃ Max
স্ট্যাটাসঃ একটিভ
স্কিলটা শ্যাডো আর্মি স্কিলের অন্তর্ভুক্ত। যা শ্যাডো আর্মি স্কিল max করলে পাওয়ার সম্ভবনা রয়েছে।
ইফেক্টঃ
১) স্কিলের সাহায্যে হোস্ট তার যেকোনো সাবজেক্টের একটি এট্রিবিউট নিজের করতে পারবে।
২) স্কিলের সাহায্যে হোস্ট তার যেকোনো সাবজেক্টের একটি স্পেশাল এট্রিবিউট স্কিল বা এবিলিটি নিজের করতে পারবে।
৩) প্রথম দুটি ইফেক্ট সম্পূর্ণ হওয়ার সম্ভবনা মাত্র ০.১% রয়েছে। যেখানে হোস্ট তার এক সাবজেক্টের উপরে একবারই স্কিলটা ব্যবহার করতে পারবে।
৪) হোস্ট এবং হোস্টের সাবজেক্ট উক্ত স্কিল ব্যবহারে রাজি থাকে সম্পূর্ণ হওয়ার সম্ভবনা ৫% বৃদ্ধি পাবে।
শতর্কতাঃ যদি ইফেক্ট সম্পূর্ণ হয়ে থাকে তাহলে হোস্টের সাবজেক্ট তার পাওয়ার হারাবে না, বরং সেটা হোস্ট এবং তার সাবজেক্ট দুজনই ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি সম্পূর্ণ না হয় তাহলে হোস্টের সাবজেক্ট মারা যাবেন। শ্যাডো আর্মির উপরে ব্যবহার করলে শ্যাডো এর সউল ভয়েডের মধ্যে অতিক্রম করবে।
এনার্জিঃ ৫০/১০০ (মোট এনার্জির অর্ধেক প্রয়োজন স্কিলটা একটিভ করতে।)
কুলডাউনঃ এক দিন।
××× ×××
এলেক্সের সামমে স্কিলটার ইনফো একটা আলাদা থ্রিডি স্ক্রিনে দেখাতে শুরু করলো। যা পূর্বেও এলেক্স দেখেছে। এটা অনেক রিস্কের একটা স্কিল যা ব্যবহার করলে এলেক্স মুযিফাকে হারিয়ে ফেলবে। কিন্তু এলেক্স এই রিস্কটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলো।
(একটিভ স্কিলঃ সাবজেক্ট এক্সট্রাকশন)
এলেক্স মুযিফার মাথায় হাত দিয়ে স্কিলটা ব্যবহার করলো। মুযিফা এখনো তার মাথা নিচু করে হাঁটু গেঁথে বসে আছে। সে কোনোরকম কথা বলছিলো না। নিজের শরীরের সমস্ত ভর সে পায়ের উপরে রেখে বসে আছে হাঁটুতে। মনের ভিতরে তার কিং এর প্রতি আত্মবিশ্বাস ছিলো, তাই যায়হোক সে নিজের ডেস্টিনি মেনে নিয়েছে। এলেক্স কাইসেলকে সাম্মন করতো না। যেহেতু সে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করছে যার জন্য তার প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন তাই কাইসেলকে সাম্মন না করে সে কখনোই এটা সম্ভব করতে পারতো না। স্কিলটা ব্যবহারের পরই এলেক্সের পুরো শরীর থেকে কালো এবং হালকা বেগুনি কালারের ধোঁয়া বের হতে শুরু করলো। এটা ডিমনিক এনার্জি ছিলো, যা এলেক্স অন্য কোনো এনার্জিতে পরিণত করে নি। যেহেতু নিজ ইচ্ছা মতো এলেক্স মানা, প্রাণ এবং অউরা এনার্জিতে কনভার্ট করে ব্যবহার করতে পারে তাই চাইলে এলেক্স সরাসরি ডিমনিক এনার্জিও ব্যবহার করতে পারে, কিন্তু সেটা ভালো বিষয় হবে না সবার জন্য এটা বুঝতে পেরে কখনো সরাসরি ব্যবহার করে না। এলেক্সের শরীর থেকে এনার্জি তার হাতে চ্যানেল হতে শুরু করলো। সেই এনার্জি প্রথমে মুযিফার শরীরে প্রবেশ করলো এবং এরপর সেটা আবারো এলেক্সের শরীরের ফিরে আসতে শুরু করলো। মুযিফার শরীর থেকে শুধু এলেক্সের এনার্জি বের হচ্ছিলো এমন নয়। সে এনার্জির সাথে মুযিফার শরীর থেকে লাল কালারের এক ধরনের এনার্জিও এলেক্সের শরীরে প্রবেশ করছিলো। দুই মিনিট এভাবে চলার পরে এলেক্সের সামনে তার সিস্টেম থেকে একটা মেসেজ চলে আসলো, যা দেখতে পেয়ে এলেক্স থেমে গেলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি নতুন একটা শ্যাডো মুযিফার স্পেশাল এবিলিটি এক্সট্রাক্ট করতে পেরেছেন। "গ্রাভিটি কন্ট্রোল" স্কিলটা আপনার স্কিল মেনুতে যুক্ত হবে।""-
এলেক্স থামলো। সে মুযিফার দিকে তাকালো। মুযিফার পুরো শরীর এতোক্ষণ অর্ধ অদৃশ্য হয়ে গিয়েছিলো। একটু হলেই তার সউল ভয়েডের মধ্যে প্রবেশ করতো যেখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিলো না। এলেক্স থেমে যাওয়ার সাথে সাথে মুযিফাকে আবারো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছিলো। চারপাশে অন্ধকার থাকা সত্ত্বেও এলেক্স পূর্বে মিও এর কথা মতো নিজের চোখে ডার্ক এট্রিবিউট এনার্জি চ্যানেল করার কারণে সব কিছু স্পষ্ট দেখতে পারছিলো। মুযিফা হাঁপাচ্ছিলো। যা দেখতে পেয়ে এলেক্স তার পাশে এসে বসলো।
(স্কিল মেনু)
এলেক্স তার স্কিল মেনু খুলে সেখানে নতুন পাওয়া স্কিলটা দেখতে শুরু করলো। একটু পূর্বের স্কিলের সাহায্যে এলেক্স র্যানডম ভাবে তার সাবজেক্ট মানে শ্যাডো আর্মির যেকোনো একটা থেকে একটা স্কিল কিংবা এট্রিবিউট এমনকি স্পেশাল এবিলিটিও অর্জন করতে পারবে। যা ব্যবহার করে নতুন একটা স্কিল পেয়েছে এলেক্স।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ গ্রাভিটি কন্ট্রোল
লেভেলঃ Low(০%)
স্ট্যাটাসঃ একটিভ
ইফেক্টঃ
১) হোস্টের এনার্জির মাত্রা হিসেবে গ্রাভিটি পুল এবং গ্রাভিটি পুশ সাব স্কিল ব্যবহার করতে পারবেন।
২) যেকোনো বস্তুর গ্রাভিটি কন্ট্রোল করতে পারবেন।
৩) স্কিল এট্রিবিউটে পরিণত হবে, যদি হোস্ট কোনো শক্তিশালী গ্রাভিটি মনস্টারকে হত্যা করে তাহলে।
এনার্জিঃ ১০/১০০ (মোট এনার্জির ১০% এনার্জি প্রয়োজন স্কিলটা একটিভ করতে)
৫/১০০(মোট এনার্জির ৫% এনার্জি প্রয়োজন শুধুমাত্র সাব স্কিল একটিভ করার জন্য) তাছাড়া এনার্জির উপরে ডিপেন্ড করবে গ্রাভিটি কতটা পাওয়ারফুল হবে।
কুলডাউনঃ ১ ঘন্টায় তিন বার ব্যবহার করা যাবে স্কিলটা। এক ঘন্টায় ১০ বার ব্যবহার করা যাবে সাব স্কিল গুলো এরপর আবার কুলডাউনে থাকবে।
××× ×××
এলেক্স তার হাত মুঠো করলো। মুযিফার পাশে সে বসে ছিলো। হঠাৎ মুযিফাকে বলতে শুরু করলো।
-> তুমি কি ব্যবহার করতে পারছো? (এলেক্স)
মাথা নিচু করে আছে এখনো মুযিফা, সে বলতে শুরু করলো,
[মাই কিং, আমি কিছুই হারায় নি। বরং আপনার এনার্জি সরাসরি আমার শরীরে প্রবেশ করার কারণে আমি পূর্বের থেকেও আরো শক্তিশালী হয়ে গিয়েছি।]
মু্যিফা কথাটা বললো কিছুটা সন্তোষজনক সূরে। সেটা শুনে এলেক্স মুযিফার দিকে তাকালো।
-> আমি জানি না এরপর থেকে কি করা উচিত আমার। আমার ডেস্টিনি আমার প্রতিটা মুহূর্তে এক্সব্লকে যাওয়ার জন্য বলে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে আমি সে আগ্রহ হারিয়ে ফেলি। (এলেক্স)
মুযিফা তার কিং এর কথা শেনা ব্যতীত এখানে কিছুই বলতে পারছিলো না। এলেক্স সাধারণত সব সময় খুব কম কথা বলে। কিন্তু যেহেতু মুযিফা তার একজন শ্যাডো আর্মি তাই তার সামনে সে হঠাৎ করেই অনেক কথা বলতে শুরু করলো।
-> মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখি, যা আমি দেখতে চাই না বা ভোলার চেষ্টা করি। কিন্তু যতই ভোলার চেষ্টা করি না কেনো এই জিনিসগুলো আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এখন তো মনে হচ্ছে আমার জন্মটা আমার মতো হয়ে বাঁচার জন্য হয়নি। যেসব বিষয় আমার জানার কথা না তার অনেক কিছু সম্পর্কেই আমি জানি। এরপরও যে বস্তু আমার জানার দরকার সেসব সম্পর্কে আমি কিছুই জানি না। (এলেক্স)
এলেক্স কিছুটা থেমে নিয়ে আবারো বলতে শুরু করলো।
-> সব কিছুর পূর্বে আমার কাছে যে জ্ঞান ছিলো তাতে আমি অনেক নাম করা গেম কোম্পানির প্রোগ্রামার হতে পেরেছিলাম। ভেবেছিলাম ওয়ার্ল্ডের হয়তো সবকিছু সম্পর্কেই আমি জানি। কিন্তু ডিম্যান টাওয়ারের আগমনের পর থেকে এবং এই ওয়ার্ল্ডে আসার পর থেকে অনেক কিছু সম্পর্কেই আমি জানতে পেরেছি। এই ওয়ার্ল্ডের অনেক জ্ঞান সম্পর্কে আমি এখন জানি। আবার সেই সাথে এই ওয়ার্ল্ডগুলোর হালকা রহস্যের সাথে সাথে এক্সব্লকের সম্পর্কেও অনেক তথ্য আমি জানি। যেটা দ্বারা বোঝায় এই ওয়ার্ল্ডের হয়তো সব কিছু জানা ব্যক্তির মধ্যে আমি একজন। পৃথিবীর আমার সাথে যদি তুলনা করি আমি তাহলে তখনকার তুলনায় আমি এখন অগণিত তথ্য সম্পর্কে জানি। তবে এরপরও এখন আমি যা জানি তার থেকেও অগণিত তথ্য সম্পর্কে আমি জানি না। (এলেক্স)
মু্যিফা হাঁটু গেঁথে বসা অবস্থা থেকে এলেক্সের পাশে দাঁড়িয়ে আছে। সে তার কিং কে কি বলবে সেটা সম্পর্কে জানে না। সে এলেক্সের সাথে কিছুদিন থেকেই বুঝতে পেরেছে। এলেক্সের কোনো ইমোশন নেই। কারো সাথে কোনো রকম কথা শেয়ার করে না এলেক্স। সব কিছু নিজের মধ্যেই রেখে দেই। যেহেতু মনের কথা গুলো সে মুযিফার সাথে শেয়ার করছিলো তাই মুযিফা বুঝতে পারলো তার কিং তাকে অনেকটা বিশ্বাস করতে শুরু করেছে।
-> আমি ভাবছি, আমার ডেস্টিনি আমাকে এক্সব্লকে যাওয়ার জন্য ডাকছে। এমনকি যে ব্যক্তি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেও আমাকে এক্সব্লকে যেতে বলছে। হয়তোবা নতুন কোনো কিছু সেখানে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ডেস্টিনি এবং যে ব্যক্তি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে তার বিপরীতে যাবো। যেহেতু তারা আমাকে এক্সব্লকে নেওয়ার জন্য এতোটা পাগল হয়ে আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এক্সব্লকে যাবো না। যদিও অনুভূতি গুলো আমি আর অনুভব করতে পারি না। ভালোবাসা, কষ্ট এবং হাসি জিনিসটা কি সেটা অনেক পূর্বে থেকে ভুলে গিয়েছি তারপরও আমি এখানে আমার পরিবার এবং বিশ্বাসযোগ্য মানুষের সাথে থাকবো। (এলেক্স)
মুযিফা এলেক্সের পিছনে গিয়ে হাঁটু গেঁথে বসলো এবং বলতে শুরু করলো।
[মাই কিং আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা আপনার শ্যাডো সব সময় সে সিদ্ধান্ত মেনে নিবো এবং আপনার আদেশের অপেক্ষা করে যাবো।]
এলেক্স আর কিছু বললো না। সে উপরের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলো। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এলেক্স তার নিজের ট্রেনিং শুরু করলো। যা এলেক্সের স্ট্যাটকে বৃদ্ধি করেছে। মুযিফার গ্রাভিটিতে পুরো রাত ট্রেনিং এর পরে ঠিক ভোরের সময়ে এলেক্স তার ট্রেনিং শেষ করলো।
-> আচ্ছা মুযিফা আমি চাইবো তুমি আমাদের ক্যাম্পে ফিরে যাও এবং সেই চারজনের সুরক্ষায় নিয়জিত থাকো। (এলেক্স)
[জ্বী মাই কিং]
মুযিফা ক্যাম্পের দিকে চলে গেলো এবং গিয়েই একজনের শ্যাডোর মধ্যে প্রবেশ করলো। অন্যদিকে এলেক্সও রওনা দিলো।
-> তাহলে রেড কিংডমের প্রিন্সের ঠিকানা পাওয়া গিয়েছে। আমিও আমার কাজটা শেষ করি যেটা শুরু করেছি। (এলেক্স)
* * * * *
কোনো এক জায়গা,
একটা পাহাড়ের চূড়া, যার উপরে শুধমাত্র দশ মিটার জায়গা রয়েছে। একটা গাছ এবং এক ব্যক্তি ব্যতীত এটার উপরে আর কিছুই ছিলো না। চূড়া থেকে পাশের দিকে তাকালে দেখা যাবে সাদা মেঘের মতো জায়গা যার কারণে নিচে কিছুই দেখা যাচ্ছে না। ব্যক্তিটা একটা পাথরের উচু আসনের উপরে বসে আছে। অবশ্য তার শরীর পাথরের উপরে স্পর্শ করে নি বরং সে কিছুটা ভাসমান ছিলো সেটা থেকে। চোখ বন্ধ করে সে বসে আছে। গাছ থেকে সাদা ফুলের মতো পাতা ঝড়ে যাচ্ছে যা দেখতে অনেক সুন্দর লাগছিলো। হালকা বাতাস থাকার কারণে পাতা গুলো নাচ করছিলো হাওয়ার মাধ্যমেই। ব্যক্তিটা হঠাৎ বলতে শুরু করলো,
[কতবার ওয়ার্নিং দিবো আমি বুঝতে পারছি না। এতোবার বলার পরও যদি একজন উচ্চতর কন্সটেলেশন তাদের কর্মকান্ড সাবধানে না করতে পারে তাহলে সেখানে আমি আর কি করবো? মনে হচ্ছে এক্সব্লকের মধ্যে আরো একজন মনস্টার প্রবেশের অপেক্ষা ছাড়া আর কিছুই আমি করতে পারবো না।]
ব্যক্তিটা কথাটা শেষ করার সাথে সাথে গাছ থেকে ঝড়ে যাওয়া পাতা গুলো উড়তে উড়তে একটা মেয়ে মানুষের আকার ধারণ করে এগিয়ে আসলো বসে থাকা ব্যক্তিটার কাছে।
[কিং অফ ডেস্টিনি, মনে হচ্ছে খুব দ্রুত রুলার অফ লাইটনিং চেঞ্জ হতে চাচ্ছে। আকাশের মেঘ গুলো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় লাইটনিং নিক্ষেপ করছে।]
পাতা দিয়ে মেয়ের আকার ধারণকৃত ব্যক্তিটা কথাটা বললো। তার কথা শুনে বসে থাকা ব্যক্তিটা বলতে লাগলো,
[প্রথমত ডিম্যান প্রিন্স লুসিফার, এরপরে মাংকি কিং ও পোসেইডন এখন আবার আমাদের নতুন রুলার অফ লাইটনিং নিয়েও চিন্তা করতে হবে। এরপরে তো আবার অলিম্পাসের প্রোফেসি, মনে হচ্ছে আমাদের সকল প্রিমোর্ডিয়াল কন্সটেলেশন গুলোকে আবারো একত্র হতে হবে গ্রান্ড মিটিং এর জন্য।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।