#Demon_King#
পর্ব:১৭৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ডেড ফরেস্টের মধ্যে তিন কিংডমের জয়েন্ট টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের প্রথম স্টেজ চলছিলো। এই রাউন্ডে প্রতিটা টিমের কাজ দুই সপ্তাহ ডেড ফরেস্টের মধ্যে সারভাইভ করা। যেহেতু এরপরের রাউন্ডই সর্বশেষ হতে যাচ্ছে তাই এই রাউন্ডের মধ্যেই অধিকাংশ টিমই অন্যান্য টিমদের বাতিল বা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে পরবর্তী রাউন্ডে তাদের বেশি একটা কষ্ট করতে হবে না। ঠিক তেমনি রেড কিংডমের প্রিন্স গেলমান সিদ্ধন্ত নিয়েছে সবগুলো টিমকে বাতিল করে দেওয়ার, যাতে করে পরবর্তী রাউন্ডে তাকে তেমন একটা কষ্ট না করতে হয়।
রেড কিংডমের প্রিন্স মোট পনেরো থেকে বিশটা টিম একত্র করেছে, যাদের নিয়ে সে অন্যান্য টিমদের উপরে আক্রমন করার সিদ্ধান্ত নিয়েছে। একজন ব্যক্তি বা একটা টিম যতটাই শক্তিশালী হোক না কেনো, একসাথে পনেরো থেকে বিশটা টিমের বিপক্ষে দাঁড়ানো কখনোই সম্ভব নয়। বিশেষ করে তাদের মতো বয়সী বাচ্চাদের জন্য তো সম্ভব হবেই না। এই বিষয়ে প্রিন্স গেলমান অনেক ভালো করেই বিশ্বাস করে। বিশটা টিম থাকার কারণে প্রিন্সদের ক্যাম্প অনেক বিশাল এবং অনেক ট্রাপ যুক্ত করে তৈরি করা হয়েছে। যার মধ্যে একটা টিম চাইলেও প্রবেশ করতে পারবে না। শুধু মাত্র প্রিন্সের সাথের লোকেরাই জানে কোথায় ট্রাপ রয়েছে। একসাথে বিশটা টিম একত্রিত আছে ক্যাম্পের মধ্যে। যেখানে সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করলো।
-> আমাদের কি ব্লু কিংডমের সেই ব্যক্তির উপরে বিশ্বাস করা ঠিক হয়েছে?
-> প্রিন্স তো শুধু বিশ্বাসই করে নি, বরং তার সাথে আমাদের দুই শক্তিশালী টিমের সদস্যও দিয়েছে।
-> আমি শুনেছি সে নাকি সেই শক্তিশালী টিমের সদস্য উয়েক্সকুলের ছেলে।
-> উয়েক্সকুলের ছেলে মানে সে নিজে তার বাবার মতো শক্তিশালী হবে এমন তো নয়।
-> আমাদের স্পাই তো বলেছে কোনো কিছুতেই নাকি সে তার বোনের সাথে পেরে উঠতে পারে না। পড়াশোনা, ম্যাজিক পাওয়ার এমনকি বুদ্ধির দিক দিয়েও।
-> এজন্যই আমাদের প্রিন্স হয়তো তাকে ব্যবহার করছে।
-> বলতেই হবে আমাদের প্রিন্স অন্যান্যদের থেকে অনেক বুদ্ধিমান।
-> কখনো বুদ্ধিমান না হলে টাওয়ারে সারভাইভ করা যায় না। একদিন দেখবে পুরো টাওয়ারেই আমাদের রেড কিংডম রাজ করবে।
পাশে থেকে রেড কিংডমের প্রিন্স গেলমান সব গুলো কথা শুনছিলো, সে কোনোরকম কথা বলছিলো না। মনে মনে মুচকি মুচকি হাসছিলো সে। প্রতিট প্লানই তার আইডিয়া মোতাবেক যাচ্ছিলো। তাই কোনো কিছু নিয়ে তার চিন্তা ছিলো না।
❝সব গুলো শক্তিশালী টিমকে এই রাউন্ডে শেষ করে দিলেই পরবর্তী রাউন্ডে শুধুামাত্র আমিই থাকবো একমাত্র শক্তিশালী ব্যক্তি হিসেবে।❞ (প্রিন্স ভাবছিলো)
সবকিছু প্রিন্স গেলমানের প্লান মোতাবেক যাত্রা করলেও এক জায়গায় তার ক্যালকুলেশন ঠিক হয় নি। আর সেটার কারণে তার এবং তার পুরো বিশটা টিমের সামনে একটা ব্যক্তি এসে হাজির হয়েছে। যাকে পূর্বে হয়তো দেখলে কেউই চিনতে পারতো না। কিন্তু এখন তার পরিচয় বের হওয়ার কারণে পুরো টাওয়ারের এমন কোনো ব্যক্তি নেই যে তাকে চিনে না। কেউ কোনো কথা বলছিলো না। কারণ সবাই অনেকটা অবাক হয়েছে। রেড কিংডমের প্রিন্স হঠাই বসা থেকে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে অতিক্রম করতে শুরু করলো। রেড কিংডমের প্রিন্স একদম সামনে গিয়ে দাঁড়ালো সিক্রেট কিংডমের প্রিন্সের সামনে।
-> সেই প্রথম দিন থেকেই আমি সিক্রেট কিংডমের প্রিন্সকে শুভেচ্ছা জানাতে চাচ্ছিলাম, কিন্তু সেরকম সুযোগ হয়ে উঠে নি। যেহেতু এই রাউন্ডে প্রতিটা টিম একে অপরের শত্রু তাই এখানেও হয়তো সেই সুযোগ হয়ে উঠবে না। তবে একটা বিষয়ে আমি অনেকটা কৌতূহল। আমাদের ক্যাম্পের চারিদিক দিয়ে এতোগুলো ট্রাপ রয়েছে, প্রিন্স সেগুলো থেকে কিভাবে এসেছেন? (রেড কিংডমের প্রিন্স)
এলেক্স গেলমানের সামনে দাঁড়িয়ে ছিলো। গেলমাম প্রশ্ন করলেও এলেক্স তার কোনো উত্তর দিলো না। তা দেখে মনে মনে কিছুটা রেগে গেলেও গেলমান তার এক্সপ্রেশন বের হতে দিলো না। পিছন থেকে তার টিমের ব্যক্তিরা কথা বলতে শুরু করলো।
-> আমাদের প্রিন্স কত সুন্দর করে একটা প্রশ্ন করলো, কিন্তু সিক্রেট কিংডমের প্রিন্স এতো বড় দেমাক ওয়ালা ব্যক্তি হবে সেটা কে ভেবেছিলো।
-> বয়সে আমাদের প্রিন্সের ছোট হওয়ার পরেও কোনো রকম সম্মান দেখালো না সে। এটা ভাবতেই অবাক লাগে, যেখানে একটা প্রিন্সকে অন্য একটা প্রিন্সকে সম্মান দেখাতে হয় সেখানে সিক্রেট কিংডমের প্রিন্স এসব সম্পর্কে কিছুই জানে না।
-> এমন ব্যক্তিকে প্রিন্স হিসেবে কে মেনে নিবে সেটাই আমি ভেবে পাচ্ছি না।
সবার কথায় এলেক্স কান না দিয়ে রেড কিংডমের টিমের দিকে একবার করে তাকিয়ে নিলো। অনেকগুলো টিম দেখতে পারছিলো এলেক্স। সবগুলো টিম ফাইট করার জন্য প্রস্তুত ছিলো। যদিও তারা এলেক্সকে এখানে একা দেখতে পারছে কিন্তু একটা প্রিন্স কখনো একা এতোগুলো টিমের সামনে আসবে না বলেই জানে তারা।
-> হয়তো পিছনে আরো কয়েকটা টিম অপেক্ষা করছে আমাদের জন্য।
-> হ্যাঁ একটা প্রিন্স কিভাবে কোনো কিছু চিন্তা না করেই অন্যের ক্যাম্পে একা আসতে পারে।
-> সবাই সাবধান থাকো কারণ যে কোনো সময়েই আমাদের উপরে আক্রমণ হতে পারে।
-> আমি শুনেছি সিক্রেট কিংডমের টিমের মধ্যে একজন ভালো আর্চার আছে। হয়তো দূর থেকে আমাদের দিকে পয়েন্ট করেই আছে সে।
-> আমাদের প্রিন্সের অর্ডার দেওয়া পর্যন্ত অপেক্ষা করো সবাই। তার অর্ডার দেওয়া মাত্রই আমরা এট্যাক করে দিবো।
-> প্রিন্সের পূর্বের আদেশ কিন্তু সবাই মনে রাখবে। আমাদের এতোগুলো মেম্বারের সাথে সিক্রেট কিংডমের প্রিন্স কখনোই পারবে না। তাই আমাদের এট্যাক গুলো লিমিটে রেখে করতে হবে। কোনো ভাবেই আমরা সিক্রেট কিংডমের প্রিন্সকে হত্যা করতে পারবো না।
-> ভুলবশত হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না।
প্রতিটা টিমের মেম্বারগুলোই একে অপরের সাথে কথা বলতে ছিলো। অপরদিকে এলেক্স সবার সংখ্যা এবং জায়গা একবার করে দেখে নিলো। কোনোরকম এট্যাক এলেক্স এখনি করছে না। সে প্রথমে দাঁড়িয়ে থেকে রেড কিংডমের প্রিন্সের কি বলার ছিলো সেটা শুনছিলো।
-> প্রিন্স এলেক্স যদিও এই রাউন্ডে আমাদের সারভাইভ করতে হবে এবং আমরা চাইলেও একে অপরের সাথে ফাইট না করে থাকতে পারি। কিন্তু প্রতিটা টিমই জানে তাদের টুর্নামেন্টে জিততে হলে অপর টিমকে হারাতেই হবে। টুর্নামেন্টে দুই ধরনের টিম রয়েছে। প্রথমত যারা সম্মান অর্জনের জন্য টুর্নামেন্ট জয় লাভের স্বপ্ন দেখে যাচ্ছে। এবং দ্বিতীয়ত যারা অর্থের জন্য টুর্নামেন্টে অংশ নিয়েছে। এখন আমরা দুজনই প্রিন্স হওয়ার কারণে দ্বিতীয় কারণে অবশ্যই আমরা টুর্নামেন্টে অংশগ্রহন করি নি। (গেলামান)
রেড কিংডমের প্রিন্স গেলমান এলেক্সকে নিজের দিকে নিয়ে আসতে চাচ্ছিলো। প্রথমত এট্যাক না করে এলেক্সের বিশ্বাস পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এতে করে ভবিষ্যতে তার প্লান গুলো অনেক সুন্দর ভাবে কাজ করবে। কিন্তু এলেক্স এখানে গেলমানের কোনো কথা শুনতে আসে নি।
-> প্রিন্স এলেক্স, কি বলেন আমরা এই রাউন্ডপ একত্রে কাজ করি। কারণ এখনো যেহেতু ৫ম রাউন্ড রয়েছে এবং সেটায় আমাদের ফাইট করতেই হবে তাই এখানে শুধু শুধু আপনার ক্ষতি দেখতে চাচ্ছি না আমি। (গেলমান)
গেলমানের কথাতে এলেক্স স্পষ্ট বুঝতে পারলো গেলমান এলেক্সকে সরাসরি না বললেও ইনডাইরেক্ট ভাবে ভয় দেখাচ্ছিলো।
-> আমি এখানে কোনো রকম কথা বলতে আসি নি। বরং রেড কিংডমের কিছু টিমকে তাদের জায়গা চেনাতে এসেছি। (এলেক্স)
এলেক্সের কথাটা শুনে রেড কিংডমের প্রিন্সের মাথার তার ছিড়ে গেলো এরকম মনে হলো। সে রাগে নিজেকে কন্ট্রোল করতে পারছিলো না। এমনিতেও সে এতোক্ষণ অনেক ভালো করে কথা বলছিলো এলেক্সের সাথে, কিন্তু তার কথায় এখন কর্কষ ভাব দেখা গেলো।
-> একজন প্রিন্স হিসেবে আমি আপনার জন্য এইটুকু করার চেষ্টা করেছিলাম। কিন্তু মনে হচ্ছে আমাদের সিক্রেট কিংডমের প্রিন্স নিজের স্পেশাল এট্রিবিউটে অনেকটা আশাবোধ করে বসে আছে। আমার কাছে মোট বিশটা টিম রয়েছে, যার সাথে ব্লু কিংডমের কোনো টিমও পেরে উঠবে না। সেখানে আপনি একা কিভাবে সবার বিরুদ্ধে ফাইট করবেন। (গেলমান)
-> সেটা সবাই একবার মারা যাওয়ার পরই বুঝতে পারবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে গেলমান আরো রেগে গেলো। গেলমান মানা ইউজার, সে এখানেই তার ফায়ার এট্রিবিউট স্পেল ব্যবহার করার জন্য প্রস্তুত হলো কিন্তু তার চোখের পলকের মধ্যেই এলেক্স সে জায়গা থেকে হাওয়া হয়ে গিয়েছে। এলেক্সের মুভমেন্ট অনেকটা বেশি ছিলো যা সঠিক ভাবে দেখতে পারছিলো না গেলমান। অন্যদিকে এলেক্স তার ইনভেন্টরি থেকে মুন এবং সান ড্যাগার বের করে নিয়েছে। দুটো ড্যাগারকে উল্টো করে ধরে সে দুটোর স্পেশাল ইফেক্ট স্ট্রেন্থ ব্যতীত সব গুলো স্ট্যাটে ৫০ স্ট্যাট বৃদ্ধি উপভোগ করতে লাগলো।
-> অউরা ইউজার তোমাদের শিল্ড রেডি করো। মানা ইউজার এরিয়া ভিত্তিক স্পেল এট্যাক করো। (গেলমান)
গেলমান এর পূর্বে অনেক ফাইট করেছে যে কারণে সে একটা টিমকে সঠিক ভাবে কমান্ড করতে পারে। মূলত প্রতিপক্ষের কেউ বা একাধিক ব্যক্তির স্পিড বেশি হলে তাদের সাথে ফাইট করা অনেকটা অসম্ভব হয়ে যায়। তবে এমন নয় যে একদমই অসম্ভব হয়ে যায়। স্পেলের মাধ্যমে যদি তাদের মুভমেন্ট ব্লক করে দেওয়া যায় বা এরিয়া ভিত্তিক এট্যাক করা যায় তাহলে তাদের স্পিড তেমন একটা কাজ করে না। রেড কিংডমের অন্যান্য ব্যক্তিরা এলেক্সকে দেখতে না পারলেও প্রিন্স সহ মাত্র দুই থেকে তিনজন ব্যক্তিই এলেক্সকে ঝাপসা দেখতে পারছিলো। এলেক্সের মুভমেন্ট স্পিড বেশি হওয়ার কারণে অন্যান্যরা স্পেল ব্যবহার করার পূর্বেই এলেক্স তাদের সামনে চলে যেতে পেরেছে। খুব দ্রুত এলেক্স ছয় থেকে সাতজনের উপরে এট্যাক করলো তার দুটো ড্যাগার দিয়ে। সাতজন ব্যক্তি কিছু বুঝে উঠার পূর্বেই মাটিতে লুটিয়ে পরলো। এলেক্স তাদেরকে কোনো কিছু করার সুযোগ না দিয়েই হত্যা করে ফেললো। এলেক্স একজন মানা ইউজার, যা সম্পর্কে সবাই জানে। আবার সেখানের সবাই এটাও জানে যে এলেক্স ড্যাগার দিয়ে অউরা ইউজারের মতোই ফাইট করে। কিন্তু তার স্পিড যে এতো বেশি হবে সেটা সম্পর্কে কারোরই ধারণা ছিলো না। সবাই কিছুটা বিচলিত হলো। কিন্তু তখনি রেড কিংডমের প্রিন্স এগিয়ে আসলো।
-> ফায়ার ডোমেইনঃ ফ্লেম ওয়ার্ল্ড (গেলমান)
প্রিন্স গেলমান তার ডোমেইন ব্যবহার করলো। পুরো টাওয়ারের মধ্যে খুব কম মানুষই ডোমেইন ব্যবহার করতে পারে। ডোমেইন ব্যবহার করতে হলে একজন ব্যক্তিকে তার এট্রিবিউট সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখতে হবে। যা ছোটদের মধ্যে তেমন একটা দেখা যায় না। তাই ত্রিশ বছরের মধ্যে কোনো ব্যক্তি ডোমেইন ব্যবহার করতে পারলে তাকে অনেক বড় ট্যালেন্টেড মানা হয়। রেড কিংডমের প্রিন্স, গেলমান তার ফায়ার এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করলো। ডোমেইন ব্যবহারে একজনের কোর থেকে প্রচুর পরিমাণের এনার্জি ব্যবহার হয়। যদিও প্রচুর পরিমাণের এনার্জি ব্যবহার হয় তারপরও ডোমেইনের ব্যবহার অনেক মারাত্মক হয়ে থাকে। একটা ডোমেইন কিছুটা জায়গার মধ্যে পুরো পরিবেশটা চেঞ্জ করে দিতে পারে। ডোমেইনের মধ্যে প্রতিপক্ষদের স্পিড এবং এট্যাক পাওয়ার কমিয়ে নিজের এবং টিম মেম্বারদের এট্যাক পাওয়ার এবং স্পিড বৃদ্ধি করে। এলেক্স লক্ষ্য করলো তার চারপাশের পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে। আশেপাশের সকল গাছপালার ভিতরে আগুন লেগে গিয়েছে। যার উত্তাপ এতো বেশি ছিলো যে এলেক্সের শরীরকে পুরিয়ে ফেলতে চাচ্ছিলো সেটা। কিন্তু এলেক্সের সুপার হিলিং প্যাসিভ স্কিলের কারণে এলেক্সের কিছুই হচ্ছিলো না। শরীরে যেটুকু ক্ষত হচ্ছিলো তা এলেক্সের এনার্জির কারণে সাথে সাথেই ঠিক হয়ে যাচ্ছিলো। গেলমানের ডোমেইনটা যদিও গেলমানের সাথে থাকা বিশটা টিমের পাওয়ার বৃদ্ধি করছিলো কিন্তু আগুনের উত্তাপ থেকে তারা বাঁচতে পারছিলো না। এজন্য সবাই দ্রুত প্রিন্স গেলমানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আপাতোতো তাদের কিছুই হচ্ছিলো হা। তাই সবাই কনফিডেন্সে দূর থেকেই এলেক্সের উপরে এট্যাক মারতে শুরু করলো। ফায়ার বল, লাইটনিং স্ট্রাইক, ওয়াটার টর্নেডো, ইনফার্নো, ফ্লেম, ভাইনস, বাইন্ড ইত্যাদি স্পেল দিয়ে একত্রে সবাই এলেক্সের সাথে এট্যাক করলো। প্রিন্স গেলমানের আদেশে যারা অউরা ইউজার ছিলো তারা সামনে শিল্ড নিয়ে দাড়িয়েছে যাতে এলেক্স আক্রমন করতে না পারে। গেলমান জানে ডিভাইন বিস্ট ব্যতীত সেরকম কোনো সমস্যা নেই এলেক্সকে হারাতে। কিন্তু তারপরও সে তার শত্রুকে ফাইটের সময় ছোট করে দেখে না। নিজের ফুল প্লানের মাধ্যমে হারানোর চেষ্টা করে এবং করে যাচ্ছে এখন।
-> স্পেলের ইফেক্ট শেষ হওয়ার সাথে সাথে প্রাণ ইউজার তাদের ব্লেসিং স্পেল ব্যবহার করবে অউরা ইউজারে উপরে। এবং অউরা ইউজার তখন এগিয়ে যাবে এট্যাক করার জন্য। (গেলমান)
প্রাণ এনার্জি ইউজার বা হিলারদের একটা স্পেশাল স্পেল রয়েছে। যেটাকে "ব্লেসিং" বলা হয়। এই স্পেলের মাধ্যমে প্রাণ এনার্জি ইউজাররা তাদের টিমের মেম্বারদের স্পিড এবং পাওয়ার বৃদ্ধি করে পারে কিছু সময়ের জন্য। হিলার গুলো অইরা ইউজারের উপরে স্পেলটা ব্যবহার করার পর তারা এগিয়ে গেলো। একটু পূর্বে প্লান্ট এট্রিবিউটের স্পেলের মাধ্যমে এলেক্স যেখানে ছিলো সেখানে বাইন্ড স্পেলের মাধ্যমে দুজন মানা ইউজার পুরো জায়গা আটকিয়ে ফেলেছে যাতে এলেক্স কোথাও না যেতে পারে। লাইটনিং স্পেল ব্যবহার করা হয়েছে যাতে এলেক্স পরের এট্যাক দেখতে না পারে এবং ওয়াটার স্পেল ব্যবহার করা হয়েছে প্লান্ট স্পেলকে আরো শক্তিশালী করতে। এবং অবশেষে ফায়ার স্পেল ব্যবহার করা হয়েছে প্লান্ট গুলোকে প্রিন্সের ডোমেইনের মধ্যে পুড়িয়ে ফেলার জন্য। এই এট্যাকে নিশ্চিত হয়তো এলেক্স মারা গিয়েছে বা অনেক মারাত্মক ভাবে আহত হয়েছে এটাই ভেবে যাচ্ছিলো রেড কিংডমের সকল ব্যক্তি। তাই তাদের অউরা ইউজার গুলো চেক করার জন্য এগিয়ে গেলো।
(ফর্ম চেঞ্জঃ ব্লাডলাস্ট)
এলেক্স তার ফর্ম চেঞ্জ করে নিয়েছে। যেহেতু তার স্পিড অনেকটা কমে গিয়েছে, তাই ব্লাডলাস্ট ফর্মে আসার মাধ্যমে এলেক্স তার স্পিডটা আবারো অর্জন করে নিলো। এলেক্সের স্ট্যাট পূর্বের থেকে অনেক চেঞ্জ হয়েছে। এ কারণে তার ব্লাডলাস্ট ফর্মে সে স্ট্যাটগুলোও দ্বিগুণ হয়ে গেলো। যা তাকে আরো শক্তিশালী এবং আরো দ্রুত বানিয়ে দিলো। একই সাথে এলেক্সের চারিদিক দিয়ে লালচে কালো এনার্জি বের হচ্ছিলো যা সবার মনেই ভয় তৈরি করতে শুরু করলো। এলেক্সের দিকে এগিয়ে আসা অউরা ইউজার গুলো তাদের পা চালাতে পারছিলো না। চারপাশে আগুন থাকার কারণে এবং ভাইনস গুলো পুড়তে থাকার কারনে অনেক ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়ার কারণে প্রিন্স এবং অন্যান্যরা কিছুই দেখতে পারছিলো না। এলেক্স এই সময়ে এগিয়ে যাবে কিন্তু সাথে সাথে সে নিচে পরে গেলো। দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি নিজের সেন্স হারিয়ে ফেললে যেভাবে পরে যায় ঠিক এলেক্সও সেভাবে নিচে পরে গেলো। এলেক্সের লুক আবারে পূর্বের মতো হয়ে গেলো। তার শরীর থেকে কোনো রকমের এনার্জি বের হচ্ছিলো না। এ কারণে অউরা ইউজার গুলোর ভয়ও কেটে গেলো। তারা এলেক্সকে এট্যাক করার জন্য এগিয়ে আসতে লাগলো আস্তে আস্তে। একদম এলেক্সের পাশে চলে আসার পর এলেক্স শোয়া অবস্থা থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠে পরলো।
-> ইস, অনেক কষ্টে আমি আবারো আস্তে পেরেছি। আমার তো দম বন্ধ হয়ে আসছিলো ভিতরে এতোদিন বন্ধী থেকে। যাক অবশেষে বের হতে পেরেছি এবং হৃদয়কে ঘুমে পাঠিয়ে দিয়েছি। (এলেক্স)
এলেক্সের লুক আবারো চেঞ্জ হলো। মূলত তার চেহারা কখনো চেঞ্জ হয় না। বরং প্রতিবার এলেক্সের চোখ এবং চুলের কালারই চেঞ্জ হয়। এবার এলেক্সের চোখ নীল থেকে লাল এবং তার চুল হলুদে সিলভার হয়ে গেলো। যা একদমই ব্লাডলাস্ট ফর্ম থেকে ভিন্ন ছিলো। পনেরো জন অউরা ইউজার সামনে এসেছিলো এলেক্সকে এট্যাক করার জন্য। তারা এলেক্সের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। তাদের দিকে এলেক্স তাকালো। নিজের ডান হাতের একটা আঙ্গুল দিয়ে কানে হাত দিয়ে কানের ময়লা বের করতে করতে এলেক্স বলতে শুরু করলো।
-> তাহলে আমাকে এইসব ব্যক্তিদের সাথে ফাইট করতে হবে? দেখে তো সবাইকো দুর্বল মনে হচ্ছে। তারপরও অনেকদিন পর মনে হচ্ছে হাত পায়ের স্ট্রেস দূর করতে পারবো। যেহেতু তোমরা কেউ মারা যাবে না তোমাদের হত্যা করলেও তাই একটু বড় সড় কিছু একটা করা যাক। (এলেক্স)
এলেক্স হাসতে হাসতে উক্ত কথাটা বললো। তার উপরে অউরা ইউজার গুলো এট্যাক করতে যাবে কিন্তু একজন ব্যক্তিও তাদের শরীর নারাতে পারছিলো না। তারা একদম এক জায়গাতে দাঁড়িয়ে ছিলো। এমন মনে হচ্ছিলো তাদের সময়ই আটকিয়ে গিয়েছে। শরীর নারাতে না পারলে সব কিছু ভাবতে এবং দেখতে পারছিলো তারা। এলেক্স হঠাৎ পনেরো অউরা ইউজারের মধ্য থেকে একটা মেয়েকে লক্ষ্য করলো। সাথে সাথে সে তার পাশে চলে গেলো।
-> ওয়াও, সুন্দরী সোর্ডমাস্টার। এটা অনেক রেয়ার। আমার মনে হয় এই তলোয়ার তোমার হাতে একদমই মানায় না। বরং আমার ভবিষ্যৎ বাচ্চার হাত গুলো তোমার হাতে অনেক সুন্দর ভাবে মানাবে। (এলেক্স)
এলেক্স মেয়েটার হাত থেকে সোর্ডটা নিয়ে উক্ত কথাটা বললো। এলেক্সের কথাটা শুনে মেয়েটার মুখ লাল হয়ে গেলো। অবশ্য আশেপাশে আরো ব্যক্তি ছিলো। কিন্তু কেউই বুঝতে পারে নি এলেক্স মেয়েটাকে কি বললো। হঠাৎ করেই আশেপাশের সব ধোঁয়া গুলো হারিয়ে গেলো। রেড কিংডমের প্রিন্সের ডোমেনেইনের কোনো অংশই দেখা যাচ্ছিলো না। পিছনে গেলমান এবং তাদের টিমের অন্যান্য ব্যক্তিরাও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তারা সব কিছু করতে বা দেখতে পারলেও অন্য কিছুই করতে পারছিলো না। সবার শরীর ফ্রিজ হয়ে ছিলো।
-> সবাইকে আমার ডোমেইনে স্বাগতম। ইনফাইনাইট ভয়েড যেখানে প্রতিটা বস্তুকে আমার আদেশ মানতেই হবে। অবশ্য এখান থেকে বের হলে কারোই কোনো জিনিস মনে থাকবে না। তাই আজ মন মতো মজা নেওয়া যাবে এখানে। (এলেক্স)
এলেক্স হাসতে হাসতে কথাটা বললেও যারা এলেক্সের দিকে তাকিয়ে ছিলো তারা বুঝতে পারলো একটা কথা।
❝এটা সিক্রেট কিংডমের প্রিন্স হতে পারে না। বরং প্রিন্সের মুখোশ ধারী কোনো মনস্টার হবে।❞
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।