#Demon_King#
পর্ব:১৭৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স যে তার সাধারণ অবস্থা থেকে সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে, তার দিকে কেউই তাকাতে পারছিলো না। এলেক্স তার নতুন এক ধরনের ডোমেইন ব্যবহার করেছে, যার কারণে ম্যাজিক স্টোন গুলোও দেখাতে পারছিলো না এলেক্স কি করছিলো।
-> আমি ভেবেছিলাম এতোদিনে হয়তো বাকি কিংডমের প্রিন্সরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে সবাই এরকম দুর্বলই থাকবে। (এলেক্স)
এলেক্সের কথা সবাই শুনতে পারছিলো এবং এলেক্সকে দেখতে পারছিলো। কিন্তু কেউই এলেক্সের বিরুদ্ধে কিছুই করতে পারছিলো না। করবেই বা কিভাবে তারা তাদের শরীরকে একটুও নাড়াতে পারছিলো না। এলেক্স আস্তে আস্তে করে সবার আশেপাশ দিয়ে এক বার করে হেঁটে গেলো।
-> না, যেহেতু আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না আমার ভাইয়ের জন্য। তাই সে বের হয়ে আসার পূর্বেই আমাকে সব কিছু দ্রুত শেষ করতে হবে। (এলেক্স)
এলেক্স তার উপরের জামা খুলে ফেললো। ট্রেনিং করার কারণে এলেক্সের এই বয়সেও তার শরীর একদম ফিট ছিলো। এ কারণে যেসব মেয়েরা ছিলো তারা সেটা দেখে অনেকটা লজ্জা পেয়ে গেলো। অবশ্য এলেক্স প্যান্ট পরে আছে, তাই খারাপ চিন্তা করে লাভ নেই। এলেক্স জামা খুলেছে মূলত একটা কারণে। সে তার বাম হাত দিয়ে ডান হাতে থাকা ড্রাগনের ট্যাটুর জায়গাতে স্পর্শ করলো। ট্যাটুটা উজ্জ্বল আলোতে জ্বলতে শুরু করলো এবং এলেক্স তা থেকে একটা বিশাল সোর্ড বের করে নিয়ে আসলো। লাল বিশাল ব্লেডের একটা সোর্ড বেরিয়ে আসলো এলেক্স হাতের ট্যাটু থেকে।
-> সোর্ডটা পাওয়ার পর থেকে এই পর্যন্ত আমি ব্যবহার করার সুযোগ পায় নি। যদিও তোমরা যোগ্য না এই সোর্ডের সাথে ফাইট করার জন্য, তারপরও আমাকে দেখতে হবে কি করতে পারে এই সোর্ড। (এলেক্স)
এলেক্স সোর্ডকে হাতে নেওয়ার পর বদলে গেলো। সাধারণত সে খালি গায়ে ছিলো, কিন্তু সোর্ডটা হাতে নেওয়ার পর তার শরীরে একটা পোষাক চলে আসলো। সাদা এবং লাল রং একত্রিত হয়ে একটা লম্বা জামা পরিধান করে আছে এলেক্স। সেই সাথে একটা সাদা রঙের প্যান্ট পরে আছে। জামাটা হঠাৎ করেই তার শরীরে উদয় হলো। চুল গুলো হালকা হলুদ এবং সিলভার কালারের রয়েছে। মাথার পিছনের দিকে রুইনের ভাষায় কিছু একটা লেখা রয়েছে গোল একটা সার্কেলের মধ্যে। সোর্ডকে হাতে নিয়ে এলেক্স তার নিজের দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো।
-> ওয়াও, ওয়াও। তাহলে এটা আমার একটা ফর্ম? আমি তো আমার উপরেই ক্রাশ খেয়ে যাচ্ছি মনে হচ্ছে। যেহেতু ড্রাগনকে হত্যা করার পর আমি এই সোর্ড আর এই ফর্ম পেয়েছি তাই এটাকে ড্রাগন স্লেয়ার ফর্মও বলা যেতে পারে। (এলেক্স)
এলেক্সের দিকে সবাই তাকিয়ে ছিলো। কালো এবং অন্ধকার জায়গা যেখানে সবার শরীরের কন্ট্রোল এলেক্সের কাছে ছিলো। সবাই এলেক্সকে এতোক্ষণ একটা মনস্টারের চোখে দেখলেও অবাক হয়ে তাকিয়ে আছে এখন এলেক্সের দিকে সবাই। কালো এবং অন্ধকার জায়গার মধ্যেও এলেক্সের থেকে সাদা আলো বের হচ্ছিলো যা সব কিছু আলোকিত করে তুলেছে। সেই উজ্জ্বল আলোতে এলেক্সকে একটা প্রিন্সের মতো লাগছিলো না।
❝আমার মনে হচ্ছে আমি সব কিছুর কিং কে দেখতে পারছি আমার সামনে।❞
উক্ত কথাটায় সবাই ভাবতেছিলো।
-> তাহলে দেখা যাক এই সোর্ডের পাওয়ারটা। (এলেক্স)
এলেক্স তার সোর্ডটা দিয়ে মাটিতে আঘাত করলো। সোর্ডের ব্লেড মাটির ভিতরে অর্ধেক প্রবেশ করিয়ে দিয়েছে। সাথে সাথে এলেক্সের চারপাশ দিয়ে এবং পুরো ডোমেইনের মধ্যে লক্ষ লক্ষ সোর্ড তৈরি হলো যা দেখতে সম্পূর্ণ এলেক্সের হাতেরটার মতোই দেখা যাচ্ছিলো। এলেক্সকে আর কিছু করতে হলো না। সে শুধু নিজের এনার্জি চ্যানেল করলো সোর্ডের ভিতরে। আর এমনি এমনিতেই লক্ষ লক্ষ সোর্ড গুলো উড়তে শুরু করলো। সোর্ডগুলো উড়তে উড়তে এক জায়গায় একত্রিত হলো। সবগুলো সোর্ড মিলে একটা বিশাল ড্রাগনের আকার ধারন করলো। যে ড্রাগনটা দাঁড়িয়ে থাকা সবগুলো ব্যক্তির উপরে আক্রমন করতে শুরু করলো। লক্ষ লক্ষ সোর্ডের আক্রমনে দাঁড়িয়ে থাকা রেড কিংডমের ব্যক্তিগুলোর কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া গেলো না সেখানে। তারা টুকরো হতে হতে একদম খালি চোখে না দেখা বস্তু হয়ে গিয়েছে।
-> মনে হচ্ছে এটা একটু বেশিই পাওয়ারফুল হয়ে গিয়েছে। যায়হোক যেহেতু তারা জীবিত আছে অন্য জায়গায় তাই কোনো ব্যাপারই না এটা। তাছাড়া সবকিছু ভুলে যাবে আমার ডোমেইনের কারণে। (এলেক্স)
আশেপাশে থাকা লক্ষ লক্ষ সোর্ডগুলো সাথে সাথে অদৃশ্য হয়ে গেলো। সেই সাথে এলেক্সের হাতে থাকা সোর্ডটাও অদৃশ্য হয়ে গেলো। এলেক্স চুল গুলো হলুদ এবং সিলভার থেকে হলুদ হয়ে গেলো। তার চোখ লাল থেকে নীল হয়ে গেলো। পরনের জামা গুলো অদৃশ্য হয়ে গেলো। শুধুমাত্র একটা প্যান্ট পরে খালি গায়ে ছিলো এলেক্স। আশেপাশের কালো ডোমেইনটা ক্লিয়ার হয়ে গেলো, যে কারণে এরিনা, টাওয়ার এবং টাওয়ারের বাইরের সবাই এখন দেখতে পারছিলো। সবাই বুঝতে পেরেছিলো এই অবস্থায় রেড কিংডমের প্রিন্সের এতো গুলো টিমের বিপক্ষে এলেক্স কখনোই ফাইট করে জিততে পারবে না। কিন্তু ফাইটের মাঝখানে হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার কারণে সবাই আরো বেশি আগ্রহী ছিলো ভিতরে কি হচ্ছিলো তা দেখার জন্য। সবাই নিশ্চিত ছিলো এলেক্স সেখানে হেরে যাবে। কিন্তু সব কিছু আবারো স্পষ্ট হয়ে যাওয়ার পরে সবাই অবাক হয়ে গেলো। কারণ যেখানে রেড কিংডমের প্রিন্সের টিম এবং সিক্রেট কিংডমের প্রিন্স ফাইট করছিলো আপাতোতো সেই জায়গাতে রেড কিংডমের প্রিন্স সহ তার টিমের একটা ব্যক্তিরও চিহ্ন দেখা যাচ্ছিলো না।
-> এটা কি আমি সঠিক দেখছি?
-> সিক্রেট কিংডমের প্রিন্স সেখানে একা দাঁড়িয়ে আছে।
-> কিন্তু রেড কিংডমের কাউকেই আমি এখানে দেখতে পারছি না।
-> তাহলে কি সিক্রেট কিংডমের প্রিন্স রেড কিংডমের সবাইকে হারিয়ে ফেলেছে?
-> আমার মনে হয় অন্য কেউ এখানে সাহায্য করেছে সিক্রেট কিংডমের প্রিন্সকে। তা নাহলে সে একা কিভাবে এতোগুলো ব্যক্তির সাথে ফাইট করতে পারে।
-> কিন্তু আমার প্রশ্ন হলো রেড কিংডমের টিম গুলো কোথায়?
-> তারা হয়তো পালিয়ে গিয়েছে ভয় পেয়ে।
-> হাহাহা, হতাশ হলাম যে আমরা তাদের ফাইট দেখতে পারলাম না বলে।
অন্যদিকে এলেক্স যেখানে রেড কিংডমের সাথে ফাইট করছিলো সেখানে সে হঠাৎ চোখ খুলে নিজের সামনে কাউকে দেখতে পারলো না।
-> তাহলে আমি আবারো নিজের শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। (এলেক্স)
এলেক্স বুঝতে পারলো সে তার শরীরের কন্ট্রোল আবারো হারিয়ে ফেলেছিলো। এরকম কয়েকবার হওয়ার কারণে এলেক্স আর এটায় অবাক হয় না। বরং এলেক্স বের করার চেষ্টা করছে যে তার সাথে কি হয়। কিন্তু এখনো সঠিক কোনো উত্তর সে খুজে পায় নি।
-> মনে হচ্ছিলো কোনো রকম ট্রেনিং হবে এই ফাইটের মধ্য দিয়ে, কিন্তু যেহেতু হলো না, তাই আমাকে ক্যাম্পে ফিরে যেতে হবে। (এলেক্স)
এলেক্স তার জেনারেলকে সাম্মন করে নিলো। এরপর জেনারেলের উপরে বসে সে ক্যাম্পের দিকে রওনা দিলো।
অন্যদিকে এলেক্সের ক্যাম্পের মধ্যে তার চার টিম মেম্বার অপেক্ষা করছিলো এলেক্সের জন্য।
-> এলেক্স একা একা কোথায় চলে যায় তার কিছুই আমাদের বলে না। একবার বললে তো আমরা কোনো বিপদের জন্য প্রস্তুত হতে পারি। (ক্রিস)
-> এটা এলেক্স যার ব্যাপারে তুমি কথা বলতেছো, সে কখন কি করে এবং কেনো করে তার কিছুই আমাদের বলবে না এবং আমরা বুঝতেও পারবো না বললেও। (জেয়াব)
-> হয়তোবা আবারো মনস্টার হান্ট করতে বেরিয়ে পরেছে সে আমাদের না নিয়েই। (ক্রিস)
টিমের চারজনই চিন্তিত ছিলো এলেক্সের জন্য। কিন্তু তাদের চিন্তা বেশিক্ষণের জন্য রইলো না। কারণ ঠিক এই সময়ে তাদের ক্যাম্পের পাশে হ্যারি এবং স্যামের টিম উপস্থিত ছিলো। হ্যারি এবং স্যামের টিম যারা অনেক খোঁজার পর একত্রিত হয়েছে এবং এলেক্সের ক্যাম্পের সন্ধানও করতে পেরেছে। যদিও এখন ভিন্ন কিংডম তারপরও তিন টিমের মধ্যে কয়েকজন ব্যতীত সবার বন্ধুত্ব অনেক ভালো ছিলো। যে কারণে তারা আবারো একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্যাম এবং হ্যারি ব্লু কিংডমের মধ্যে থাকার কারণে আপাতোতো এলেক্সের টিম তাদের প্রতিপক্ষ। তাছাড়াও এলেক্সের পরিচয় ফাস হওয়ার পর থেকে এলেক্সের টিমের সাথে একত্রিত হতে পারছিলো না স্যাম এবং হ্যারি টিম। যে কারণে তারা এই সময়টা কাজে লাগিয়ে আবারো একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এলেক্সের টিমের সবাই হ্যারি এবং স্যামের টিমকে দেখে অবাক হয়েছে। যেহেতু সবাই বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ তাই কথা বলতে শুরু করলো দূর থেকেই। কিন্তু ঠিক সেই সময়েই এনরির ছায়ার মদ্ধ থেকে বেরিয়ে আসলো একটা কালো এবং নীল বর্ণের পোষাকের এক ব্যক্তি। যার চেহারাটা একদম হ্যান্ডসাম এক ব্যক্তির মতোই দেখা যাচ্ছিলো। কিন্তু তার পোষাক গুলো অনেকটা কালো আগুনের মতো জ্বলছিলো। সেটাকে দেখেই প্রায় সকলে বুঝে গেলো।
❝এলেক্সের এট্রিবিউট❞
সবাই সেটাকে এলেক্সের এট্রিবিউটের পাওয়ার মনে করলো। তিন টিমের সবাই একত্রিত হতে যাচ্ছিলো। এখনো হ্যারি এবং স্যামের টিম দূরে রয়েছে কিছুটা। তার এগিয়ে আসছিলো। কিন্তু এলেক্সের স্পেশাল এট্রিবিউটের পাওয়ার মনে করে তারা একটু থামলো। এর পূর্বে সবাই বিস্ট দেখেছে, কিন্তু এলেক্সের স্পেশাল এট্রিবিউটে যে মানুষের মতো দেখতে ব্যক্তিও তৈরি করা সম্ভব সেটা সম্পর্কে তাদের ধারণা ছিলো না। ঠিক এই মুহুর্তে এনরির ছায়া থেকে বেরিয়ে আসা মুযিফা বলতে শুরু করলো,
[আমার কিং এর আদেশ, কেউ এই ক্যাম্পের কাছে আসতে পারবে না। যেহেতু আমার কিং এর চার টিম মেম্বার তোমাদের সাথে পরিচিত তাই আমি একবারই ওয়ার্নিং দিচ্ছি, এরপরের বার বলার পূর্বে আমি তোমাদের সবাইকে এই ক্যাম্প থেকে অনেক দূরে দেখতে চাচ্ছি।]
অনেক সুন্দর একটা ভয়েজে কথাটা বললেও সে কথাটা অনেকটা ভাড়ী ছিলো। প্রায় সবার বুক কেঁপে উঠলো কথাটা শুনে।
-> তোমার কিং! সে কি এলেক্স না? আমরা এলেক্সের বন্ধু সবাই। (মাইরা)
পরিস্থিতি তেমন ভালো ছিলো না। মুযিফার কথায় সবার শরীরেই ভাড়ী একটা বাতাস লাগতে শুরু করেছিলো। তাই পরিস্থিতি ঠিক করার জন্য মাইরা প্রথমে কথা বলে উঠলো।
[আমার কিং রেড কিংডমের কিছু পিঁপড়াকে পানিতে ফেলতে গিয়েছে। যেহেতু সে যাওয়ার পূর্বে আমাকে অর্ডার দিয়েছে যেনো এই ক্যাম্পে একটা ব্যক্তিও প্রবেশ না করে, তাই তোমরা যেই হও না কেনো আমি আমার কিং এর আদেশ অমান্য করতে পারবো না।]
মুযিফা এবার আর কোনো কথা বললো না। সে প্রথমে চারদিকে তাকালো। সব গুলো ব্যক্তিকে প্রথমে দেখে নিলো। দুই টিমের মোট ১০ জন ব্যক্তি ছিলো। যেহেতু তারা পিছনে যাচ্ছিলো না বরং অনেকটা কনফিউজড হয়ে ছিলো বর্তমান অবস্থায়। তাই মুযিফা আবারো বলতে শুরু করলো।
[ঠিক আছে, তাহলে মনে হচ্ছে আমাকে পরের ধাপে যেতে হবে।]
মুযিফা থেমে গেলো। সে তার গ্রাভিটি ফোর্স ব্যবহার করতে শুরু করলো। যার কারণে দুই টিমের একদম সবাই সাথে সাথে মাটিতে পরে গেলো। প্রায় সবাই তাদের একদম মাটিতে সম্পূর্ণ পরে গিয়েছে। শুধুমাত্র কয়েকজন তাদের হাঁটুতে রয়েছে।
-> এটা কি করছো তুমি? ওরা আমাদের বন্ধু। ওদের এট্যাক করতেছো কেনো? (এনরি)
এনরির ছায়ার ভিতরে একজন ব্যক্তি লুকিয়ে ছিলো তা বুঝতে পেরে সে অনেকটা লজ্জিত এবং অবাক হয়েছিলো। তাই এতোক্ষণ কিছু করতে না পারলেও এখন সে চুপ রইলো না। কিন্তু এনরির কথায় মুযিফা কোনোরকম কান দিলো না। নিজের কিং এর আদেশ তার কাছে সর্বোচ্চ। তাই সেটা তাকে পূর্ণ করতেই হবে। মুযিফা শুধুমাত্র এনরি এবং এলেক্সের টিমের বাকিদের দিকে একবার করে তাকালো। তাতেই সবাই চুপ হয়ে গেলো। তারা কোনোরকম কথা বলতে পারলো না। বেশ কিছু সময়ের জন্য তার কনফিউজড হয়ে গিয়েছে। যা থেকে বের হয়ে আসতে আসতে অনেকটা সময় লাগবে। মুযিফা এই সময়ের সুযোগ নিয়ে তার গ্রাভিটি এর ফোর্স আরো বৃদ্ধি করে দিলো। এতোক্ষণ স্যাম, হ্যারি এবং এলিন তাদের হাঁটুতে পরে গেলেও এবার তারা সম্পূর্ণ নিচে পরে গেলো। গ্রাভিটির ফোর্স এতো ছিলো যে তারা কিছুই করতে পারছিলো না সেটার বিরুদ্ধে।
❝আমি ভাবতেই পারি নি, এলেক্সের এই আজব এট্রিবিউটে তৈরি বস্তু নিজেও একটা শক্তিশালী এট্রিবিউট ব্যবহার করতে পারবে। না এই ব্যাপারটা একদমই হাতের বাইরে চলে যাচ্ছে।❞ (স্যাম ভাবছে)
স্যাম তার স্ট্রেন্থে এখানে কিছুই করতে পারছিলো না। তাই সে তার ডিভাইন বিস্টকে সাম্মন করতে যাচ্ছিলো। কিন্তু সে তার ডিভাইন বিস্টকে সাম্মন করতে পারবে তার পূর্বেই সেখানে এলেক্স তার বিশাল বিস্টের উপরে বসে হাজির হয়ে গেলো। জেনারেলের উপরে বসে এলেক্স সে জায়গায় চলে এসেছে যেখানে মুযিফা ফাইট করছিলো। এলেক্সকে দেখেই মুযিফা তার হাটুতে বসে এলেক্সকে সম্মান দেখাতে শুরু করলো।
[মাই কিং, আমি আপনার আদেশ সম্পূর্ণ করতে পারি নি। আমি থাকার পরে আপনার ক্যাম্পে অন্য টিম প্রবেশ করেছে। আমাকে শাস্তি দিন।]
এলেক্স মুযিফার কথা শুনে একবার তাকালো। এলেক্স কিছু বললো না সবার সামনে, কিন্তু মুযিফাকে টেলিপ্যাথির সাহায্যে নিজের ছায়ার মধ্যে চলে আসতে বললো। মুযিফা সহ জেনারেল সাথে সাথে এলেক্সের ছায়ার মধ্যে প্রবেশ করলো।
-> এলেক্স তুমি ঠিক সময়ে এসেছো। নাহলে তো আমি আমার ডিভাইন বিস্টের ব্যবহার করে, তোমার সেই জিনিসটা হত্যা করে ফেলতাম। (স্যাম)
-> কিন্তু সেটা হঠাৎ করে আমাদের এট্যাক করবে কেনো? সেটা কি জানে না যে আমরা সবাই একে অপরের বন্ধু হই। (এবা)
এলেক্স সবার দিকে একবার তাকালো।
-> যদি এখানে ব্লু কিংডমের হয়ে এসে থাকো তাহলে আমি বলবো এখান থেকে চলে যেতে। কারণ ব্লু কিংডমের কারো সাথে আমি আর ফাইট করতে চাচ্ছি না। কিন্তু টিম মাইরার সদস্য হয়ে থাকলে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই গাছের উপরে লাফ দিতে দিতে নিজের থাকার গর্তের মধ্যে চলে গেলো। প্রতিবার তার শরীরের কন্ট্রোল হারিয়ে যাওয়ার পরই তার শরীর অনেকটা ক্লান্ত এবং দুর্বল হয়ে যায়। এই সময়ে এলেক্সের রেস্টের প্রয়োজন। আর রেস্ট করার জন্যই এলেক্স উপরে চলে গিয়েছে।
-> মনে হচ্ছে নিজের প্রিন্স পাওয়ার পরিচয় জানতে পেরে এলেক্সের মনের মধ্যে অনেক কিছু চলছে। (স্যাম)
-> একজন ব্যক্তি হুট করে যদি জানতে পারে যে সে একজন প্রিন্স এবং সব কিছু গোপন ছিলো, তাহলে আমার অবস্থাও এলেক্সের মতো হবে। (ডুফেস)
-> হয়তো আমরা ভুল করে ফেলেছি। আমাদের আরো পূর্বে থেকে এলেক্সকে সাপোর্ট করা দরকার ছিলো। (স্নেরা)
* * * * *
আমাদের সিনারিও চেঞ্জ হয়ে গেলো। এরিনার মধ্যে হাজার হাজার ব্যক্তি অবস্থান করছে। সবার মাঝে এক ব্যক্তি বসে আছে নিজের শরীরের সমস্ত কিছু কালো একটা পোষাকে ঢেকে। সে সব কিছু দেখছিলো নিজের চোখে।
❝ভেবেছিলাম হয়তো এই ওয়ার্ল্ডে তেমন কোনো শক্তিশালী ব্যক্তি নেই, কিন্তু বিলজবাব তুমি অনেক শক্তিশালী করে তুলেছো এই ওয়ার্ল্ডকে। বিশেষ করে সান ও মুন ড্যাগার হাতে থাকা ছেলেটা। মনে হচ্ছে আমি বিলজবাবের টাওয়ারেই একটা পারফেক্ট হোস্ট তৈরি করতে পারবো। বিলজবাব জীবিত নেই আর, তাই আমার মনে হয় না কেউ আমাকে আর থামাতে পারবে। জিউর আর ডিম্যান স্লেয়ার যেহেতু একে অপরের বিষয় নিয়ে ব্যস্ত তাই আমাকে এই কাজটা প্রথমে করতে হবে।❞
গ্রিড যে এক্সব্লক থেকে এসেছে, সে খুব দ্রুত নিজের প্লান চেঞ্জ করে ফেললো। যদিও তার আসল প্লান চেঞ্জ হয় নি, তারপরও একটা সাইড প্লান তৈরি করে রেখেছে সিক্রেট কিংডমের প্রিন্সকে নিজের হোস্ট বানানোর জন্য।
* * * * *
অন্যদিকে, এরিনার একদম উপরের সারিতে বসে আছে একটা মেয়ে। যে নিজের শরীরকে বড় বড় পোষাক দিয়ে ঢেকে রেখেছে।
❝আমি শুধুমাত্র কয়েকজনের শক্তিশালী এনার্জি ফিল করেছিলাম সেই ড্যানজনে থাকার সময়ে। কিন্তু তাছাড়া এই ওয়ার্ল্ডের সবাই দুর্বল। তারপরও ভেবেছিলাম আমার পাওয়ারে আমি সবাইকে হারাতে পারবো, কিন্তু একদম আমার থেকেও শক্তিশালী এক ব্যক্তির সামনে পরে যাবো সেটা আমি কল্পনাও করতে পারি নি। সেই সাথে সে ব্যক্তিটা আমার কন্সটেলেশন সম্পর্কেও পরিচিত। যার কারণে বোঝায় যাচ্ছে সে সাধারণ কোনো ব্যক্তি নই। আর সেই ব্যক্তির ছেলেই সেই এলেক্স। মানে সব মিলিয়ে এলেক্সও একদিন এতোটা শক্তিশালী হবে যে তাকে আমিও কন্ট্রোল করতে পারবো না। আমার ডেস্টিনি কি আমাকে সঠিক পথে নিচ্ছে? এলেক্সকে দেখার পর থেকে কিছু আজব স্বপ্ন দেখছি আমি, কিন্তু কিছুই মনে থাকছে না আমার। শুধু একটা জিনিসই মনে রয়েছে যে একটা ফাইট হচ্ছিলো দুজনের মধ্যে যারা প্রায় কয়েক লক্ষ্য বছর পর্যন্ত শুধু ফাইটই করে গিয়েছে। এছাড়া কোনো কিছু আমার মনে থাকছে না। কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। আমি কি কারো ট্রাপের মধ্যে পরে যাচ্ছি।❞ (আজব একটা মেয়ে ভেবে যাচ্ছিলো কথাটা)
সে হঠাৎ করে তার পিঠের দিকে কিছুটা ব্যথা অনুভব করলো। ব্যথাটা কিসের ছিলো সেটা সে এখনো বুঝতে পারে নি। হঠাৎ করেই এই ব্যথা শুরু হয় বেশ কিছুদিন পর পর। যা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
* * * * *
কোনো এক জায়গায়,
কালো অন্ধকার একটা জায়গার মধ্যে একটা অস্তিত্ব অবস্থান করেছে। সে কি করছিলো তার কিছুই দেখা যাচ্ছিলো না। কারণ এই ব্যক্তিটা দুজন সুপ্রিম কন্সটেলেশন এর মধ্যে একজন ছিলো। চারিদিকে নিরবতায় হাহাকার করছিলো। কিন্তু হঠাৎ তার কন্ঠে একটা ক্লিয়ার ভয়েজ শোনা যাচ্ছিলো।
[তাহলে আরো একজন মারা গিয়েছে। এটা দিয়ে কতজন হলো? আমাকে দ্রুত বাকিদের একত্র করার নিয়মটা বের করতে হবে, তা নাহলে এই বদ্ধ মিথ্যা ওয়ার্ল্ড থেকে কখনোই বের হতে পারবো না আমি। কেউ একজন প্রতিনিয়ত আমাকে ডেকে বেরাচ্ছে।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।