#Demon_King#
পর্ব:১৭৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড প্রায় শেষের দিকে চলে এসেছে। চৌদ্দ দিন সারভাইভ করতে হবে সবাইকে ডেড ফরেস্টের মধ্যে। যেখানে তেরো দিন পার হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে অধিকাংশ টিমই বাতিল পরে গিয়েছে টুর্নামেন্ট থেকে। যেহেতু এই রাউন্ডের মোট দুটো স্টেজ রয়েছে তাই দুটো সম্পূর্ণ না করা পর্যন্ত কোনো টিমই পরবর্তী রাউন্ডে প্রবেশ করতে পারবে না। প্রথম দিকে দ্বিতীয় স্টেজ নিয়ে কেউ চিন্তা না করলেও এখন সেটা নিয়ে সবাই পাগল হয়ে গিয়েছে। যেহেতু দ্বিতীয় স্টেজে কি করতে হবে তা সম্পর্কে কেউই কিছু বের করতে পারে নি এখনো তাই সবাই পরবর্তী রাউন্ডে উঠতে পারবে না ভেবে নিয়েছে।
-> আমি এখনো বুঝতে পারছি না আমাদের কি করতে হবে।
-> এতো কষ্ট করে আমাদের বের করতে হবে কেনো? আমার মনে হয় না কোনো টিমই পঞ্চম রাউন্ডে এভাবে উঠতে পারবে।
-> কোনো টিম যদি বের করেও থাকেও তাহলে তারা নিশ্চয় অন্যদের বলবে না। এতে করে পরবর্তী রাউন্ডে শুধু তারাই অংশ নিয়ে জয়ী হয়ে যেতে পারবে একা।
-> আমাদের এই সময়ে অন্যান্য টিমের সাথে কাজ করা দরকার।
-> আসলেই, আমাদের এখন অন্যান্য টিমের সাহায্য নিতে হবে।
প্রতিটা টিমই অনেকটা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো টিমই বের করতে পারে নি তাদের পরবর্তী স্টেজে কি করতে হবে। তাই সবাই একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ডেড ফরেস্ট অনেক ভয়ানক একটা জায়গা। যেখানের মনস্টার গুলো অনেক মারাত্মক হয়ে থাকে। প্রতিটা টিমকে তেমন কষ্ট করতে হয় নি, কারণ তাদের আশেপাশের মনস্টাররা পূর্বে থেকেই অন্য কোনো টিম হত্যা করে ফেলেছে। এজন্য অধিকাংশ টিম যাদের মনস্টারের এট্যাকে মারা যাওয়ার কথা ছিলো তারা এখনো বেঁচে আছে।
অন্যদিকে এলেক্সের ক্যাম্পের দিকে, এলেক্স, স্যাম এবং হ্যারির টিম একত্রিত হয়েছে। সবাই একত্রে কথা বলছিলো,
-> এলেক্স এখনো উঠে নি? (স্যাম)
-> আমি গিয়েছিলাম, এলেক্স এখনো ঘুমাচ্ছে। (এনরি)
-> এলেক্সের উপর দিয়ে অনেক প্রেসার গিয়েছে। বাইরে থেকে তার কোনো ক্ষত না দেখা গেলেও এলেক্সের মাইন্ড অনেকটা দুর্বল হয়ে পরেছে, যে কারণে এলেক্সকে আপাতোতো এভাবেই রেখে দেওয়া আমাদের জন্য ভালো হবে। (স্নেরা)
-> কিন্তু তোমরা কি নিশ্চিত যে আমাদের এই রাউন্ডে আর কিছু করতে হবে না? (স্যাম)
-> এলেক্সের ধারণা মতে আমাদের আর এই রাউন্ডে কিছু করতে হবে না। (ক্রিস)
-> কিন্তু কিছু না করলে, যদি আমরা পরের রাউন্ডে না উঠতে পারি তাহলে? (ডুফেস)
-> সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এলেক্স কখনো মিথ্যা কথা বলে না। তাই এলেক্স যেটা বলেছে সেটা আমাদের বিশ্বাস করে নেওয়া উচিত। (ক্রিস)
-> হ্যাঁ আমার ও এটাই মনে হয়। (এনরি)
-> যেহেতু এই সময়টা আমরা ডেড ফরেস্টে রয়েছি তাই ট্রেনিং করেই পার করা উচিত আমাদের। মনে হয় না এরকম সময় পরে আমরা পাবো। (স্যাম)
সবাই একে অপরের দিকে তাকালো, তখন এলিন আর এনরি একত্রেই বললো,
-> আমি এলেক্সের কাছে থাকবো, যাতে করে কেউ তার উপরে এট্যাক না করতে পারে।
দুজনে একত্রে কথাটা বলে একে অপরের দিকে তাকালো। যেহেতু এলেক্স ঘুমাচ্ছিলো তাই এলেক্সের এই সময়ে প্রটেকশন দরকার ছিলো। তাই দুজনকেই রেখে সবাই আশেপাশের মনস্টার হত্যা করার জন্য বেরিয়ে গেলো। তিন টিমের মোট পনেরো সদস্য দের মধ্যে তিনজনই শুধু ক্যাম্পের মধ্যে রয়ে গেলো। তাদের মধ্যে এলেক্স ঘুমাচ্ছিলো এবং এনরি এবং এলিন একে অপরের সাথে গল্প করছিলো।
[মাস্টার, আমি আপনার বন্ধুর মধ্য থেকে একটা শক্তিশালী এনার্জি অনুভব করতে পারছি।]
কথাটা টেলিপ্যাথির সাহায্য এলিনকে বললো তার ব্রেসলেটের মধ্যে থাকা হেল ফায়ার ফিনিক্সটা। ফিনিক্সের বলার পূর্বেই এলিন বুঝতে পেরেছিলো এনরির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পূর্বের থেকে অনেকটা শক্তিশালী হয়েছে বলে ভেবে নিয়েছিলো সে।
[একজন কন্সটেলেশন এর এনার্জি অনুভব করতে পারছি আমি তার মধ্য থেকে।]
ফিনিক্সের কথাটা শোনার সাথে সাথেই এলিন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। মাটির উপরে একটা গাছের ভাইনসের মতো কিছু একটা ফেলানো ছিলো যার উপরে তারা বসে ছিলো। এলিন উঠেই নিজের হাত দিয়ে একটা বরফের স্পেয়ার বানালো এবং সেই স্পেয়ার ধরে সেটা এনরির গলায় ধরলো। গলায় ধরার সাথে সাথে সে বলতে শুরু করলো।
-> যদিও তোমার ব্যবহার এনরির মতো, কিন্তু আমি তার মধ্যেও কিছুটা পার্থক্য পেয়েছি। কে তুমি? আর এখানে কি করছো? (এলিন)
-> কি বলছো এলিন হঠাৎ করে? আর আমার সামনে তুমি স্পেয়ার ধরতে পারলে? আমি প্রিন্সেস হলেও প্রথমে তোমার ফ্রেন্ড। (এনরি)
-> আমার মনে হয় না তোমাকে আর নাটক করতে হবে। (এলিন)
এনরি উপরের কথাটা অনেকটা বিচলিত এক্সপ্রেশনে বলেছিলো। মানে সে অবাক হয়েছিলো। কিন্তু এলিন তাতে ফোকাস না করে নিজের স্পেয়ার দিয়ে ঠিক এনরির মুখের ডান দিকে একটা কাট দিলো। কিছুটা ক্ষত তৈরি হলো। তা থেকে কয়েক টুকরো ব্লাড বের হয়ে যাওয়ার পর পরই সেটা এনার্জির সাহায্যে দ্রুত হিল হয়ে গেলো।
-> আমাদের ওয়ার্ল্ডের কোনো হিলারের এরকম পাওয়ার নাই যে তারা শুধুমাত্র এনার্জির সাহায্যে কাউকে হিল করে দিতে পারবে। প্রতিটা ক্ষত হিল করার জন্য স্পেল ব্যবহার করতে হয়। যা বোঝাচ্ছে তুমি এই ওয়ার্ল্ডের কেউ নও। (এলিন)
এলিনের কথা শুনে এনরি কিছুটা কনফিউজড হওয়ার অভিনয় করলো। কিন্তু তাতে কোনো রকম কাজ হলো না। এলিন পুরো সিরিয়াস ছিলো তার কথায়। এনরিও আশা করে নি সে এতো দ্রুত ধরা পরে যাবে। তাই সে বলতে শুরু করলো।
[হাহাহাহাহা, আসলেই এটা অনেক আশ্চর্যের বিষয় যে আমি একজন সাধারণ মানুষের চোখে ধরা পরে যাবো। অবশ্য এটা যে একটা সাধারণ মানুষ করতে পারবে সেটা পুরোই অবিশ্বাস্য একটা বিষয়। হেল ফায়ার ফিনিক্স, এক সময়ের রুলার অফ ফায়ার এবং আন্ডারওয়ার্ল্ড। তার চোখ ফাঁকি দেওয়া আসলেই অনেকটা কষ্টকর।]
এনরির পুরো এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেলো। তার চেহারা বা লুক চেঞ্জ না হলেও তার থেকে এখন অন্যরকম একটা এনার্জি ফিল করতে পারছিলো এলিন। তারপরও এলিন ভালো করেই জানে তার সামনে এনরিই বসে ছিলো।
-> তাহলে কোন কন্সটেলেশন আপনি? আর এনরিকে কেনো অ্যাভেটার বানিয়েছেন? (এলিন)
এলিন যেহেতু এনরির পরিচয় এখন নিশ্চিত করতে পেরেছে তাই একটু সম্মানের সাথে কথা বলা শুরু করেছে সে। কন্সটেলেশন গুলো সাধারণ কোনো ব্যক্তি নয়। তার কিংডমের কিং বা সিক্রেট কিংডমের কুইনের অফিসিয়াল পাওয়ারের দিক দিয়ে বিবেচনা করলেও তারা একটা কন্সটেলেশনের কাছে কিছুই না, এটা সম্পর্কে খুব ভালো করেই জানে এলিন।
[আমার পরিচয় সম্পর্কে জানতে পেরে তোমার কোনো লাভ হবে না। বরং সেটা থেকে ক্ষতিই হবে।]
এনরি অনেক স্বাভাবিক ভাবে কথাটা বলে ফেললো। এনরির দিকে এলিন তাকিয়ে রইলো।
[আমি এই শরীরে চিরকাল থাকতে আসি নি। আমার কাজ হয়ে গেলে আমি এই শরীর থেকে চলে যাবো। আমি চলে যাওয়ার পর আমার পাওয়ার এই মানুষটা ব্যবহার করতে পারবে। তাই আমার মনে হয় এর থেকে বড় সুযোগ আর কোনো কিছু হতে পারে না।]
এলিন আর কোনো কথা বললো না। সে জানে আপাতোতো সে এনরির সাথে কথা বলছে না। বরং একজন কন্সটেলেশনের সাথে কথা বলছে যার থেকে তথ্য বের করতে পারবে বলে মনে হচ্ছিলো না তার।
-> ঠিক আছে, তবে এরকম চিন্তা করবেন না যে আমি কোনো বিষয় পর্যবেক্ষণ করবো না। আপনি যা করার জন্যই এখানে এসে থাকেন না কেনো, সেটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমিও ছেড়ে দিবো না আপনাকে। (এলিন)
* * * * *
আমাদের সিন চেঞ্জ হয়ে গেলো এবং সেটা চলে আসলো এলেক্সের কাছে। এলেক্স ঘুমাচ্ছিলো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়ায়। হঠাৎ তার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে গেলো সে। এলেক্স উঠেই দীর্ঘশ্বাস ফেললো একটা।
-> ভেবেছিলাম হয়তোবা অন্য চরিত্রের স্মৃতিগুলো আমার দেখতে হবে না। কিন্তু একই সাথে দুটো চরিত্রের স্মৃতি দেখতে হবে সেটা কে ভেবেছিলো। আমি এখনো দুটো চরিত্র প্রথম বারের জন্যও ব্যবহার করি নি। তারপরও দুটোর স্মৃতি গুলো আমার স্বপ্নের আসলো কিভাবে বুঝতে পারলাম না। (এলেক্স)
এলেক্সের মাথায় আরো অনেক স্মৃতি একত্রিত হওয়ার কারণে মাথা কিছুটা ব্যথা করতে শুরু করলো। ঠিক ভরা পেটে আরো খাবার খেলে যেরকম মনে হয় এলেক্সের কাছেও সেরকম মনে হচ্ছিলো। শুধু এখানে এলেক্স কিছু খাচ্ছিলো না বরং তার মাথার মধ্য নতুন তথ্য যোগ করা হচ্ছিলো।
-> মনে হচ্ছে আমার ইন্টেলিজেন্স স্ট্যাট বৃদ্ধি না করলে আমি এর থেকে বেশি প্রেসার নিতে পারবো না। (এলেক্স)
এলেক্স কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো। আস্তে আস্তে তার মাথা ব্যথাটা কমে গেলো। এলেক্স বাইরে না গিয়ে ভিতরেই মেডিটেশনে বসে গেলো। আপাতোতো তার স্ট্যাট পয়েন্ট দিয়ে ইন্টেলিজেন্স স্ট্যাট বৃদ্ধি করার কোনো মানে এলেক্স দেখছিলো না। তাই তো এলেক্স খুব সহজ উপায়ে তার মাইন্ডকে কন্ট্রোল এবং স্ট্যাট বৃদ্ধি করছিলো। ডেড ফরেস্ট অনেকটা ডিমনিক ফরেস্টের মধ্যেই। পুরো টাওয়ারের মধ্যে ডিমনিক এনার্জি থাকার কারণে সেখানে প্রতিনিয়ত মনস্টার গুলো জন্ম নিয়ে থাকে। মনস্টার গুলো কিভাবে জন্ম নেই বা কেনো জন্ম নেই আজ পর্যন্ত এই ওয়ার্ল্ডের কেউই সেটা বের করতে পারে নি। কারণ টাওয়ারের এই মিস্ট্রিয়াস ডিমনিক এনার্জি সম্পর্কে কারোরই তেমন ধারণা নেই। আজ পর্যন্ত কেউ এই এনার্জি ব্যবহার করতে পারে নি বরং এবজোর্ব করার চেষ্টা করলেই হয়তো মনস্টারে পরিণত হয়েছে কিংবা সাথে সাথে মারা গিয়েছে, তাই টাওয়ারের মধ্যে ডিমনিক এনার্জি এবজোর্ব করাটা সম্পূর্ণ নিষেধ। এলেক্স মেডিটেশন করছিলো, চারপাশে ডিমনিক এনার্জিতে ভরপুর ছিলো। সাধারণ জায়গার থেকে ডেড ফরেস্টের মধ্যে ডিমনিক এনার্জির পরিমাণ বেশি ছিলো। এলেক্স সাধারণ এনার্জির থেকে ডিমনিক এনার্জি একটু বেশি এবজোর্ব করে থাকে। যেহেতু এবজোর্ব করার মাধ্যমেই সবার কোরের জায়গা বৃদ্ধি পায় এবং এনার্জির পরিমানও বৃদ্ধি পায় তাই এলেক্স একটু সময় নিয়ে এনার্জি এবজোর্ব করতে শুরু করেছে।
এলেক্স তার মেডিটেশনে ব্যস্ত ছিলো। চোখ বন্ধ করে সে এনার্জি গুলোকে অনুভব করতে শুরু করেছে। ঠিক এই সময়ে তার কাছে মনে হলো তার আশে পাশের জায়গা চেঞ্জ হয়ে গিয়েছে। এলেক্স চোখ খুললো। মাত্র সে গাছের গর্তের মধ্যে ছিলো কিন্তু এখন আর সে জায়গার মধ্যে সে ছিলো না। বিশাল একটা পাহাড়ের উপরে সে দাঁড়িয়ে ছিলো যার কোনো শেষ দেখতে পারছিলো না। একটা মেঘের মতো কোনো একটা বস্তু এলেক্সের সামনে এসে দাঁড়িয়ে পরলো। বস্তুটা মানুষের মতো একটা আকার ধারণ করলো। কিন্তু মেঘ হওয়ার কারণে তার কোনো চেহারা ছিলো না।
[অনেক দিন পরে আমাদের দেখা হলো তাহলে। আশা করেছিলাম হয়তো আরো পরে আমাদের দেখা হবে, কিন্তু সেটা হলো না। যেহেতু আমাদের পূর্বেই দেখা হয়েছে সময়ের পূর্বে। তাই কিছু করার নেই।]
হঠাৎ করে বস্তুটা কথা বলতে শুরু করলো। এলেক্স তার কথার কিছুই বুঝতে পারলো না। তাই তার দিকে তেমন গুরুত্বও দিলো না। এলেক্স আশেপাশের সব কিছু দেখতে শুরু করলো। সে এই জায়গায় আজব কিছু অনুভব করতে পারছিলো।
[চিন্তা নেই, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে আসি নি। এই জায়গাটা তোমার সেকেন্ডারি কোর, যার ভিতরে তোমার অস্তিত্বের সামান্য একটা অংশ প্রবেশ করতে পেরেছে। আমি তোমাকে এখানে আনি নি, বরং এখানে আসার মাধ্যমে তুমি আমাকে এখানে সাম্মন করেছো।]
এলেক্স চারপাশে তাকিয়ে রয়েছে এখনো,
❝এই আজব ফিলিংসটা, তাহলে আমি আমার নিজের কোরের মধ্যে।❞ (এলেক্স ভাবছে)
[হ্যাঁ এই জায়গাটা তোমার কোর, আর এতো দ্রুত আমার এখানে আসার কথা নয়। ঠিক আছে বুঝতে পারছি তুমি কিছুই বুঝতে পারছো না। তাই আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দেই।]
মেঘের তৈরি বস্তুটা এবার তার দুই হাত উঁচু করলো।
[পুরো এক্সব্লক এবং তার বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের এনার্জি ব্যবহার করতে পারে। কিন্তু মোট চার ধরনের এনার্জি রয়েছে যাকে প্রাথমিক এনার্জি বলা হয়ে থাকে। আর এই চার এনার্জি থেকেই বাকি সকল এনার্জি তৈরি হয়েছে। চারটা এনার্জি হলো মানা, অউরা, প্রাণ এবং ডিমনিক। আদি কাল থেকে চারটা এনার্জি নিয়ন্ত্রন করার দায়িত্ব দেওয়া হয়েছে চার ব্যক্তির কাছে। কন্সটেলেশন ব্যতীত সাধারণ ব্যক্তিদের জন্য এনার্জি অনেকটা ভয়ানক হওয়ার কারণে প্রতিবার স্পেল ব্যবহারের সময় যদি চার ব্যক্তির ব্লেসিং না পাওয়া যায় তাহলে ম্যাজিক ব্যবহার একজনের জন্য অসম্ভব। চার ব্যক্তিকে লর্ড বলা হয়ে থাকে। মানা লর্ড, অউরা লর্ড, প্রাণ লর্ড এবং ডিমনিক লর্ড। মানা, অউরা এবং প্রাণ লর্ড তাদের এনার্জি ব্যবহারের অনুমতি বাকিদের দিয়ে থাকলেও ডিমনিক এনার্জি ব্যবহারের অনুমতি ডিমনিক লর্ড কাউকেই দেই না সহজে। কারণ ডিমনিক লর্ড ডিম্যান কিং নিজেই, তার ব্লেসিং পেতে হলে একজন ব্যক্তিকে ডিম্যান হতে হবে বা ডিম্যান কিং এর কাজ করতে হবে। যেহেতু তুমি ডিমনিক এনার্জি ব্যবহার করতে পারছে, তাই সহজেই বলা যায় তুমি একজন ডিম্যান হয়েছো বা ডিম্যান কিং এর কাজ করতেছো।]
বস্তুটা এলেক্সের সামনে পরিচয় না দিয়ে উল্টো তার লজিক দিতে শুরু করলো। যে কারণে এলেক্স উল্টো হয়ে তার বিপরীতে হাঁটতে শুরু করলো।
[ও আমি আমার পরিচয় দিতে ভুলে গিয়েছি তাই না? আসলে আমি আমার চোখ খোলার পর থেকে আজ পর্যন্ত কারো সাথে কথা বলার সুযোগ পায় নি। আমার মনে হয় আমার পূর্বের স্মৃতি গুলো সিল হয়ে আছে। কিন্তু লক্ষ লক্ষ বছর কারো সাথে কথা না বলে থাকাটা অনেক কষ্ট কর। যায়হোক আমি আমার পরিচয় দিয়ে দেই। সাধারণত চারজন লর্ড থাকলেও সেখানে আরো একটা এনার্জি রয়েছে যার জন্য একজন লর্ডের প্রয়োজন, যেটার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি হলাম ডার্ক এনার্জি লর্ড। অবশ্য ডার্ক এট্রিবিউট রয়েছে যেটা কোনো অংশ দিয়ে ডার্ক এনার্জি হয় না বরং সেটাও মানা বা অউরা এনার্জির ভিতরে পরে যায়। আমিই প্রথম এবং আমাকে দিয়ে মোট দুজন ব্যক্তি ডার্ক এনার্জি ব্যবহার করতে পারে।]
এলেক্স এবার পিছনে তাকালো সেটার দিকে। সরাসরি বলতে শুরু করলো,
-> তাহলে দ্বিতীয় ব্যক্তিটা আমি? (এলেক্স)
এলেক্সের কথায় এবার সে বস্তুটা উত্তর দিতে শুরু করলো,
[না, এবং আমার মনে হয় না তুমি ব্যবহার করতে পারবে।]
-> তাহলে আমার সময় নষ্ট করে লাভ নেই। (এলেক্স)
এলেক্স কথায় বিরক্ত প্রকাশ করলো। কিন্তু তার সামনের বস্তুটা এবার বলতে শুরু করলো।
[ওয়েট ওয়েট, আমি বলি নি যে তুমি একদমই ব্যবহার করতে পারবে না। এমন নয় যে ডার্ক এনার্জি ব্যবহার করা যাবে না। কিন্তু সমস্যা হলো আমার ব্লেসিং পাওয়াটা। ডার্ক এনার্জি এতোটাই পাওয়ারফুল যে সুপ্রিম কন্সটেলেশন এর নিয়মের কারণে আমি কাউকেই আমার ব্লেসিং দিতে পারি না। অন্যান্য লর্ডটা তাদের এনার্জি অন্যদের ব্যবহার করতে দিচ্ছে কিন্তু আমি আমার এনার্জি কাউকেই ব্যবহার করতে দিতে পারছি না।]
-> তাহলে তো কোনো কাজেরই না এখন ডার্ক এনার্জি। (এলেক্স)
এলেক্সের মাথায় এমনিতেই অনেক কিছু চলছিলো। আরো ঝামেলা তার কাছে ভালো লাগছিলো না। সাধারণ ভাবে এলেক্স এই তথ্যটা জানতো না। তবে তার কাছে সামনের ব্যক্তিটাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিলো না।
[আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পারছো না। এখানে আমি অবিশ্বাসযোগ্য কোনো বস্তু না। ডার্ক এনার্জির কিছুটা স্যাম্পল হয়তো অনুভব করতে পারছোই তুমি আমার সামনে দাঁড়িয়ে। কারণ এই সময়ে আমি এখানে থাকার কারণে তোমার কোরে কিছুটা ডার্ক এনার্জি চলে এসেছে। তবে এটা তুমি ব্যবহার করতে পারবে না।]
এলেক্সের কাছে এক ধরনের ব্যক্তিকেই খারাপ লাগে যারা মাইন্ড পড়তে পারে। আর তার সামনের বস্তুটা তার নিজের মাইন্ড পড়তে পারছিলো। তাই এলেক্স তার প্রতিটা পদক্ষেপে সাবধান ছিলো। কিন্তু একটা জিনিস এলেক্স ফিল করেছে, সে এখানে আসার পর থেকে তার মাইন্ড এবং শরীর দুটোকেই অনেক শক্তিশালী মনে হচ্ছিলো। পুরো শরীরের শক্তিশালী মারাত্মক এনার্জি চলাচল করছিলো সেটাও বুঝতে পারলো এলেক্স।
[এমন নয় যে আমি ব্লেসিং দিতেই পারবো না। আমার ব্লেসিং এবং ডার্ক এনার্জি পেতে হলে প্রথমে তোমাকে কিছু একটা করতে হবে। কাজটা সহজ হবে না।]
-> কি করতে হবে? (এলেক্স)
[সেটা তুমি বাস্তবে ফিরে গেলেই বুঝতে পারবে।]
কথাটা বলার সাথে সাথেই এলেক্স স্বাভাবিক অবস্থায় চলে আসলো। চোখ খুললো এলেক্স। পূর্বের থেকে কোনো কিছুর পরিবর্তন সে লক্ষ করছিলো না। একটু পূর্বে যে পাওয়ার অনুভব করেছিলো সেটাও সে অনুভব করতে পারছে না আর। এলেক্স তার সামনে একটা সিস্টেমের মেসেজ দেখতে পারলো।
××× সিকরেট মিশন ×××
অবজেক্টিভঃ
অলিম্পাসের সিক্রেট ভল্টের মধ্যে একটা মূল্যবান ট্রেজার বক্স রয়েছে। যার মধ্যে ডার্ক ফ্রুট সিল করা অবস্থায় রয়েছে। হোস্টকে সেই ফ্রুট টা মুক্ত করতে হবে।
রিওয়ার্ডঃ ডার্ক এনার্জি।
××× ×××
-> একের পর এক মিশন, যা আমাকে শুধুমাত্র এক্সব্লকে নেওয়ার প্লান করছে। যতই চেষ্টা করুক আমি এক্সব্লকে যাওয়ার কোনো প্লান বানাচ্ছি না। (এলেক্স)
এলেক্স এই বিষয়ে আর তেমন একটা গুরুত্ব দিলো না। সে তার মেডিটেশনে মনোযোগ দিলো।
* * * * *
সেই পাহাড়ের মতো জায়গার মধ্যে মেঘের মতো বস্তুটাকে একটা মানুষের আকারে আবারো দেখা গেলো। যে একা একাই দাঁড়িয়ে আছে।
[তাহলে আমি সহ বাকি লর্ডদের কাজ হয়তো সম্পূর্ণ হতে যাচ্ছে খুব দ্রুত। এরেবাস যেহেতু তার মুভ চালিয়েছে, তাই মনে হচ্ছে সব কিছু গ্রান্ড প্লানের মতোই চলছে।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।