#Demon_King#
পর্ব:১৭৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
চতুর্থ রাউন্ডে কোনো টিমই আর কিছু করতে পারলো না। প্রতিটা টিম প্রস্তত হলো পরবর্তী ফলাফলের জন্য। যেহেতু দ্বিতীয় স্টেজে কি হবে সেটা এখনো বের করতে পারে নি তারা, তাই সিওর ছিলো যে কেউই শেষ রাউন্ডে প্রবেশ করতে পারবে না। ডেড ফরেস্টের মধ্যে থাকা সকল টিম টেলিপোর্ট হয়ে গেলো এবং সকলেই দশম ফ্লোরের এরিনার মধ্যে চলে আসলো। পুরো এরিনা নিশ্চুপ ছিলো। তাদের কারো মুখে কোনো কথা ছিলো না। যেহেতু দ্বিতীয় স্টেজে কি হবে বা কি করতে হবে সেটা সম্পর্কে কারো কোনো ধারনা ছিলো না, তাই তারা যে দ্বিতীয় স্টেজ ক্লিয়ার করেছে কিনা তা সম্পর্কেও জানে না। সবাই হোস্টের কথা শোনার জন্য অপেক্ষা করছিলো।
-> লেডিস এন্ড জেন্টেলম্যানস, আবারো নিয়ে আসলাম আপনাদের কাছে চতুর্থ রাউন্ডের ফলাফল। যদিও চতুর্থ রাউন্ডে খুব কম টিমই টিকে ছিলো এবং শেষ পর্যন্ত সারভাইভ করেছে তাই যারা সারভাইভ করেছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ রাউন্ডের শেষ পর্যন্ত যারা সারভাইভ করতে পেরেছে তাদের সবাই শেষ বা পঞ্চম রাউন্ডে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছো। (হোস্ট)
হোস্টের কথা শুনে পুরো এরিনার মানুষেরা করতালি দিতে শুরু করলো। এরিনার মাঝখানের যে টিমগুলো মাত্র ডেড ফরেস্ট থেকে আসলো তারাও করতালি দিতে শুরু করলো। তাদের মুখের আনন্দ দেখে হোস্ট আবারো বলতে শুরু করলো।
-> যদিও আমরা চতুর্থ রাউন্ডের প্রথম স্টেজ সম্পর্কে সবাইকে বলে দিয়েছি এবং দ্বিতীয় স্টেজ সকল টিমদের নিজেদের বের করে নেওয়ার জন্য রেখেছিলাম, তারপরও দ্বিতীয় স্টেজের ব্যাপারটা অনেক সহজ ছিলো। ডেড ফরেস্টের মধ্যে অনেক গুলো এরিয়া রয়েছে। যদিও মনস্টার গুলো সাধারণ ভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে, কিন্তু রেড কিংডমের স্পেশাল আইটেমের মাধ্যমে আমরা ডেড ফরেস্টের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করতে পেরেছি এবং সে ব্যারিয়ারের মধ্যে প্রতিটা মনস্টারের পাওয়ার অনেক কমে গিয়েছে। তোমাদের মধ্যে এমনও কয়েকটা টিম রয়েছে যারা চাইলে ডেড ফরেস্টের মধ্যে থাকা ফিল্ড বসকে হত্যা করতে পারবে সে অবস্থায়। অবশ্য সেটা হয়তো কোনো কোনো টিম করেছেও। আমরা কয়েকটা ফিল্ড বসের শরীরে ম্যাজিক সেন্সর প্লান্ট করে রেখেছিলাম। দ্বিতীয় স্টেজের মূল লক্ষ্য ছিলো এই সেন্সর লাগানো ফিল্ড বসকে হত্যা করা। যেহেতু সব গুলো সেন্সর লাগানো ফিল্ড বস হত্যা হয়েছে। তাই তোমরা সকল টিমই পরবর্তী রাউন্ডে প্রবেশ করতে পারবে। (হোস্ট)
হোস্টের কথা শুনে সবাই কারনটা বুঝতে পারলো। তাই আবারো হোস্টের কথায় ফোকাস দিলো সবাই,
-> যেহেতু আমাদের পরবর্তী রাউন্ড এই বছরের জয়েন্ট টুর্নামেন্টের সবচেয়ে ধামাকাদার ইভেন্ট হতে যাচ্ছে তাই তিন কিংডম মিলে এই ইভেন্টটাকে অনেক স্পেশাল করতে যাচ্ছে্ এতো বড় একটা রাউন্ড শেষ হওয়ার মাধ্যমে আমি নিশ্চিত যে আমাদের টিম গুলো এবং দর্শক সবাই হাঁপিয়ে গিয়েছেন। তাই এক সপ্তাহ পরে আমাদের শেষ রাউন্ড নির্ধারণ করা হয়েছে। শেষ রাউন্ডের নিয়ম গুলো আমি এখনি বলতে পারছি না। তবে টিমগুলোকে সাহায্য করার জন্য আমি স্টেজ গুলো বলে দিচ্ছি। আমাদের পঞ্চম রাউন্ডকে নাম দেওয়া হয়েছে ম্যাজিক অলিম্পিক। এই ম্যাজিক অলিম্পিক এর মধ্যে মোট তিনটা স্টেজ থাকবে। প্রথমত ম্যাজিক স্প্রিন্ট, এরপর ম্যাজিক ফুটবল এবং সর্বশেষে আমাদের পুরো টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় স্টেজ, যেটার নাম দেওয়া হয়েছে ম্যাজিক ফাইট। আমি সকল টিমকে বলবো এই এক সপ্তাহের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নিতে। (হোস্ট)
হোস্টের কথা শুনে সবাই অবাক হলো। এতো গুলো রাউন্ড শেষ করার পর শেষ রাউন্ডে তিনটা স্টেজ রয়েছে তার উপরে স্টেজের নাম গুলো শুনেই এরিনার মধ্যে থাকা অনেক টিমের ব্যক্তিদের মুখ কালো হয়ে গেলো।
-> ম্যাজিক ফুটবল, সিরিয়াসলি? আমাদের এটা খেলতে হবে এতো কিছু রেখে।
-> আগে জানলে তো আমি আমাদের টিমে বেশি করে অউরা ইউজার নিয়ে রাখতাম।
-> ম্যাজিক স্প্রিন্টও অউরা ইউজারদের জন্য। আমাদের টিমের অউরা ইউজার মারা গিয়েছে, তাহলে আমরা মানা আর প্রাণ ইউজার দিয়ে কিভাবে অংশ গ্রহন করবো?
-> আমার মনে হয় না শেষ পর্যন্ত ফাইট করার সুযোগ পাবো।
-> যদিও রেড কিংডমের অধিকাংশ টিম বাতিল হয়ে গিয়েছে তাই ভেবেছিলাম হয়তো কিছু একটা করতে পারবো।
-> তোমরা কি পাগল হয়েছো! এখনো সিক্রেট এবং ব্লু কিংডমের শক্তিশালী টিম গুলো বাকি আছে।
-> ব্লু কিংডমের তো মাত্র তিনটা টিম নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেহেতু বাকিদের আমরা নিজেরাই হারিয়ে দিতে পারবো।
-> কিন্তু সিক্রেট কিংডমের সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। একে তো আমাদের ব্লু কিংডমে থাকার সময়ে প্রিন্স এলেক্স অনেকটা শক্তিশালী ছিলো, আর তাছাড়াও তার মতো অনেক শক্তিশালী টিম থাকতে পারে সিক্রেট কিংডমের মধ্যে।
প্রতিটা টিম একে অপরের সাথে কথা বলতে শুরু করেছে। তারা সবাই পরবর্তী রাউন্ড নিয়ে চিন্তিত হয়ে পরেছে। যদিও শক্তিশালী অনেক টিম বাতিল হয়ে যাওয়ার কারণে অধিকাংশ টিমই তাদের আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। হোস্টের কথা শেষ হলো না, সে দর্শক এবং টিমগুলোকে কিছুটা সময় দিয়ে আবারো বলতে শুরু করলো।
-> যদিও আমরা টিম গুলোকে এক সপ্তাহের অনেক লম্বা একটা সময় দিয়েছি, তাই বলে এমন নয় যে তারা এই দশম ফ্লোর বা এই এরিনা থেকে অন্য কোথাও যেতে পারবে। এই সাতদিনের মধ্যে এরিনা থেকে কোনো টিমের সদস্যই বের হতে পারবে না। যদি কেউ কোনো কারণ বশত বের হওয়ার চিন্তা করে বা চেষ্টা করে তাহলে সেই পুরো টিমকে বাতিল বলে ঘোষনা করে দেওয়া হবে। এই সময়ে টুর্নামেন্টের গ্রান্ড ফিনালের যেসব ইভেন্ট রয়েছে তার প্রাকটিস করার সর্বোচ্চ ব্যবস্থা থাকবে এরিনার মধ্যে, তাই আমি এবং আমরা সবাই আশা করছি অনেক ইন্টারেস্টিং কিছু একটা দেখানোর চেষ্টা করবে এই সময়ের মধ্যে সকল টিমই। (হোস্ট)
হোস্ট কথাটা শেষ করে আজকের মতো টুর্নামেন্টের সমাপ্তি জানালো। এরিনার গ্যালারিতে থাকা লোকগুলো এক এক করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলো তাদের নিজ নিজ বাসার উদ্দেশ্যে। দশম ফ্লোর সিক্রেট কিংডমের কন্ট্রোলে থাকার কারণে এখানে অন্যান্য কিংডমের কেউ প্রবেশ করতে পারে না স্বাভাবিক সময়ে। যেহেতু টুর্নামেন্টের জন্য সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে দশম ফ্লোর তাই এই সুযোগে টুর্নামেন্ট দেখতে আসা অনেক ব্যক্তিই দশম ফ্লোরেই থেকে গিয়েছে। ছোট একটা শহরের মতো তৈরি করেছে সিক্রেট কিংডম, যেখানে থাকার জায়গা, খাবার, পোষাক ইত্যাদি পাওয়া যায়। অধিকাংশ ব্যক্তি সেখানেই রয়ে গিয়েছে। এই ছোট শহরের মধ্যে একটা খাবারের ইন বা হোটেলের মধ্যে অনেকগুলো ব্যক্তি বসে আছে। তাদের অধিকাংশই লিকার পান করা নিয়ে ব্যস্ত ছিলো।
-> এক ঢিলে দুই পাখি মারতে পারবো সেটা ভাবতেই পারি নি।
-> আসলেই এখানে থাকা এবং খাওয়ার খরচ সিক্রেট কিংডম দিবে যদি আমরা তাদের বলে দেওয়া কাঙ্খিত ডানজ্যান গুলো ক্লিয়ার করে দিয়ে থাকি।
-> যদিও ড্যানজন থেকে তেমন একটা প্রোফিট হচ্ছে না আমাদের। হান্টার হাউজের মিশন গুলোতে অংশ নিলে যেখানে ৬০% অংশ আমাদের হতো কিন্তু এখানে আমাদের ৪০% নিতে হচ্ছে। তারপরও থাকা এবং লিকারের জন্য আমার মনে হয় সেটা পারফেক্ট একটা ত্যাগ।
-> এক দিক দিয়ে দেখলে কিন্তু সিক্রেট কিংডম অনেক বড় করছে এখানে। তারা চাইলে পন্য সামগ্রির মূল্য আরো বৃদ্ধ করে বেশি আয় করতে পারতো এখানে।
-> মনে হচ্ছে সিক্রেট কিংডমের একাডেমিক শিক্ষা তেমন একটা ভালো না।
সবাই একসাথে হাসতে হাসতে বিশাল গ্লাসে লিকার পান করছিলো। সিক্রেট কিংডম এখানে লস করছে বলে তাদের সবার মনে হচ্ছিলো। ঠিক সেই সময়ে তাদের পাশের টেবিলে একা বসে থাকা এক ব্যক্তি বলতে শুরু করলো। এমনিতে পুরো শরীর তার পোষাকে ঢাকা ছিলো কিন্তু কন্ঠে সবাই বুঝতে পারলো সে একজন মেয়ে বা মহিলা ছিলো।
-> মনে হচ্ছে এখানে সব গাধার দলেরা বসে আছে। তারা জানেই না যে সাধারণ অবস্থায় এই জায়গার মূল্যের কারণে কেউ দশম ফ্লোরে থাকার কথায় চিন্তা করতো না। সিক্রেট কিংডম তোমাদের মতো ব্যক্তিদের ড্যানজন ক্লিয়ার করার লোভ দেখিয়ে এখানে রেখে দিয়েছে, যাতে করে তাদের ড্যানজনও ক্লিয়ার হয়ে যায় আবারে সেই ড্যানজনের অর্থ তাদের কাছেই ফিরে যায়।
মেয়েটা কারো দিকে না তাকিয়েই উক্ত কথাটা বললো। লোকগুলো মেয়েটার কথা শুনে রেগে গেলো। যদিও কিছুটা যুক্তি ছিলো মেয়েটার কথা, কিন্তু নিজেদের গাধা প্রমাণিত করতে চাচ্ছিলো না তারা চুপ করে বসে থেকে। সবাই মেয়েটার পিছনে এসে দাঁড়ালো।
-> একটা মেয়ে মানুষ হয়ে একটা ইনে এসে লিকার খেয়ে আবার আমাদের মতো শক্তিশালী পুরুষদের গাধা বলা এতোটাও সহজ নয়।
-> বস যদিও পুরো ঢেকে আছে পোষাকে, তারপরও মনে হয় ফিগার সেই হবে। যেহেতু ফ্রি লিকার, ফ্রি থাকার জায়গা পেয়ে গিয়েছি, তাই এখন ফ্রি মেয়ের ব্যবস্থাও হয়ে গিয়েছে।
-> হ্যাঁ বস আজকে কিন্তু সেই মজা হবে। শুধু আপনিই কিন্তু মজা লুটবেন না, আমাদেরও ভাগ বসাতে দিবেন।
একজন ব্যক্তি মেয়েটার শরীরে স্পর্শ করতে যাচ্ছিলো, কিন্তু তার পূর্বেই সে সহ তার পিছনে দাঁড়িয়ে থাকা সকল ব্যক্তি ফ্লোরে উপুর হয়ে পরে গেলো। তারা তাদের শরীরকে একটুও নাড়াতে পারছিলো না।
-> আমি চাচ্ছিলাম এখানে তোমাদের সবাইকে আসল হরর দেখাবো, কিন্তু যেহেতু প্রথমেই আমি একটা ওয়ার্নিং পেয়েছি তাই সবাইকে আমিও প্রথম ওয়ার্নিং দিচ্ছি। এরপর আমার সামনে কেউ আসলে কারো একটা টুকরোও পাওয়া যাবে না।
মেয়েটা কথাটা বলেই গ্লাসের পাশে একটা গোল্ড কয়েন রেখে ইন থেকে বেরিয়ে পরলো। তার বেরিয়ে পরার পরও লোকগুলো উঠতে পারলো না। পুরো একদিনে তাদেরকে স্বাভাবিক অবস্থায় কেউই আনতে পারলো না।
* * * * *
দেখতে দেখতে একদিন সময় পার হয়ে গেলো। চতুর্থ রাউন্ডে মোট একশত পনেরো টিম অংশগ্রহন করেছিলো। তাদের মধ্য থেকে এলেক্সের কারণে একটু অধিক সংখ্যক টিমই শেষ পর্যন্ত সারভাইভ করতে পেরেছিলো। যেহেতু এলেক্স তার শ্যাডো আর্মির সাহায্যে আশে পাশের সকল মনস্টার হত্যা করেছিলো তাই অন্যান্য কোনো টিমকেই তেমন একটা মনস্টারের সাথে ফাইট করতে হয় নি। এরপরও অনেক মনস্টার হিডেন অবস্থায় ছিলো, যাদের কারণে বেশ কিছু টিমের সকলেই মারা গিয়েছে। এলেক্স রেড কিংডমেরও অনেকগুলো টিমকে বাতিল করে দিয়েছে যে কারণে তাদের হাত থেকেও অনেক গুলো টিম বেঁচে গিয়েছে। সব মিলিয়ে চতুর্থ রাউন্ডে মোট ৭৫ টিম বাতিল হয়েছে। যার অধিকাংশতেই এলেক্সের হাত ছিলো। মোট ৪০ টিম পঞ্চম বা শেষ রাউন্ডে উঠার সুযোগ পেয়েছে। অনেকগুলো টিম রয়েছে যাদের মাত্র একটা, দুইটা বা তিন, চারটা টিম মেম্বার মারা গিয়েছে। শর্ত অনুযায়ী তাদের টিম বাতিল হবে না বরং যদি একাডেমি বা হান্টার অরগানাইজেশান থেকে কোনো ব্যক্তি পূর্ব কোনো টিমে অংশগ্রহন না করে থাকলে এসব টিম সেসব ব্যক্তিদের নিজেদের টিমে সংযুক্ত করতে পারবে। কিন্তু কিভাবে করবে সেটা একান্তই তাদের ব্যাপার। কারণ হোস্ট একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলো যে কোনো টিমের সদস্যই এরিনার বাইরে যেতে পারবে না। এ কারণে যেসব টিমে সদস্য সংখ্যা কম ছিলো তারা অনেকটা চিন্তিত একটা পরিস্থিতিতে পরে গিয়েছে।
-> আমরা কি আদৌও আর পাঁচদিনের মধ্যে দুজন টিম মেম্বার খুঁজে পাবো?
-> যেহেতু আমরা বাইরে বের হতে পারছি না তাই কাউকে রিক্রুটও করতে পারছি না। একদিনের জন্য বাইরে বের হতে পারলে যোগ্য কাউকে নিয়ে আসতে পারতাম।
-> আমার মনে হয় আমাদের টিম হেরে যাবে পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পূর্বেই।
-> আমি এতো দ্রুত হারতে চাচ্ছি না, এতো কষ্ট করে এতো দূরে আসলাম, আমাদের তো আরো দূরে যাওয়া উচিত।
-> চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর হোস্ট নিয়ম গুলো বলে দেওয়ার পরই আমি বুঝতে পেরেছিলাম আমাকে কি করতে হবে। আর সে সুযোগে আমি গ্যালারির মধ্য থেকে একজনকে আমার টিমে নিয়েও এসেছি। তাকে নিয়ে মোট পাঁচজন হয়ে গিয়েছে আমাদের টিমে।
-> আমি দুজনকে আমার টিমে নিয়ে আসতে পেরেছি, তাই আমার টিমকে নিয়ে কোনো ঝামেলা আর হবে না।
-> আমিও আশা করছি টুর্নামেন্টের শেষে বিজয়ী হবো।
কয়েকটা টিমই তাদের মেম্বার সংগ্রহ করতে পেরেছে, আর অধিকাংশ টিম গুলো এখন কি করবে সেটায় বুঝতে পারছিলো না। চল্লিশ টিমের মধ্যে ১৫ টা টিমই প্রথম থেকে পারফেক্ট ছিলো, যাদের একটা মেম্বারের কোনো প্রকার সমস্যা হয় নি। তাই তারা প্রথম দিন থেকেই শুধুমাত্র টিমওয়ার্ক এবং ট্রেনিং এ ফোকাস দিতে পারছে।
-> তোমরা অনেকেই ম্যাজিক ফুটবলকে ভয় করো, অবশ্য এক সময়ে আমিও করতাম। কিন্তু এটাও অনেক সহজ হয়ে যায় যদি আমরা এটাকে নিজেদের প্লান মতো খেলার চেষ্টা করি তাহলে। (হ্যারি)
ব্লু কিংডমের প্রিন্স তার টিমকে ম্যাজিক ফুলবল নিয়ে একটা লেকচার দিতে শুরু করেছে।
-> যেহেতু ম্যাজিক ফুটবলটা অনেক স্পেশাল স্টোন এবং সামগ্রীর সাহায্যে তৈরি তাই এটার মধ্যে সকল অউরা, মানা এবং প্রাণ এনার্জির এট্রিবিউট রয়েছে। সাধারণ অবস্থায় সেটা একটা বল ব্যতীত আর কিছুই নয়। কিন্তু বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে সেটার এট্রিবিউট আনলক হয়ে যায়। এই ধরো আমার লাইটনিং এবং ফায়ার এট্রিবিউট রয়েছে, সেই অনুযায়ী আমার পায়ে আসলে বলটা লাইটনিং এবং ফায়ার এট্রিবিউট আনলক হবে। আমার পায়ে যতক্ষণ বলটা থাকবে ততক্ষণ সেটা স্বাভাবিকই থাকবে, কিন্তু আমি যদি আমার যেকোনো একটা এট্রিবিউট এনার্জি ফোকাস করে শেষে বলটাকে কিক করি তাহলে সেই এট্রিবিউট বাইরে বেরিয়ে আসবে বল থেকে এবং তখন সেটা সাধারণ ফুটবল থেকে ভয়ানক ম্যাজিক ফুটবল হয়ে যায়। এই সময়ে আমার প্রতিপক্ষের কারো কাছে যদি সম পাওয়ারের লাইটনিং বা ফায়ার এট্রিবিউট থাকে তাহলে তারা বলটাকে আটকালে তাদের কিছুই হবে না, এমনকি আর্থ এট্রিবিউটেরও তেমন কিছুই হবে না। কিন্তু অন্যান্য এট্রিবিউটের কেউ যদি সেটা ব্লক করতে যায় তাহলে মারাত্মক ইনজুরি প্রাপ্ত হবে। (হ্যারি)
হ্যারি কিছুটা থামলে, যদিও টাওয়ারের মধ্যে এটাকে অনেকটা জনপ্রিয় খেলা ধরা হয় কিন্তু বেশিরভাগ সময়ে বড় বয়সের হান্টাররা খেলে থাকে এটাকে। আর টাওয়ারের বাইরে এটা খেলা হয় না বলে হ্যারি এলিন, মাইরাদের জন্য সুন্দর করে বুঝিয়ে দিলো।
-> অবশ্য এমন নয় যে শুধু আমাদের প্রতিপক্ষই আহত হবে, আমরা যদি সাবধান না থাকি তাহলে আমাদের নিজেদের মধ্যেও কেউ ক্ষতিগ্রস্ত হবে এবং সেটায় আমাদের হারের কারণ হবে। (হ্যারি)
অন্যদিকে স্যাম তার টিম মেম্বারদের সবাইকে ট্রেনিং দিচ্ছিলো। ছেলে মেয়ে কেউই বাদ পরে নি, সবাইকে পিছনে রেখে সে দৌড়াচ্ছে।
-> এখনো পরবর্তী রাউন্ডের নিয়ম গুলো আমাদের জানিয়ে দেওয়া হয় নি, তাই আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। বলা যায় না এমনও হতে পারে যে স্প্রিন্ট স্টেজে টিমের সবাইকেই অংশ নিতে হবে, সেটা হলে সবার পূর্বে আমাদের টিম হেরে যাবে। (স্যাম)
-> কিন্তু ভাইয়া, আমাদের কি এতো দৌঁড়ানোর কোনো মানে আছে, ম্যাজিক ব্যবহার করলে তো আমরা এমনিতেই অনেক ফাস্ট দৌড়াতে পারবো। আমাদের কি ম্যাজিক ফুটবলের প্রস্তুতি নিতে হবে না? (হেরা)
-> ম্যাজিক ফুটবল বাচ্চাদের খেলা। আমাদের টুর্নামেন্ট জিততে হলে স্প্রিন্ট থেকে শুরু করতে হবে। যে করেই হোক আমি হাই স্কোর করে এলেক্সের সাথে আবারো ফাইট করতে চাই। (স্যাম)
স্যাম তার টিমকে আরো বেশি করে দৌড়ানি দিতে শুরু করলো।
অন্যদিকে এলেক্সের টিমের সকলেই তাদের ক্যাভিনের নিজ নিজ রুমের মধ্যে ঘুমাচ্ছিলো। ট্রেনিং এবং টুর্নামেন্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। শুধুমাত্র এলেক্সই রুমের মধ্যে ছিলো না। এলেক্স এরিনার মাঝখানে অন্যান্যদের মতো ট্রেনিং করছিলো না। বরং গ্যালারির এক সিটে বসে বসে সে সবার ট্রেনিং করা দেখছিলো।
❝আমাকে এখন থেকেই এই সব কিছু আপন করে নিতে হবে। যেহেতু এখান থেকে যাওয়ার কোনো প্লানই আমি করছি না, তাই সব কিছুকে আবারো আগের মতো করতে হবে।❞ (এলেক্স ভাবছিলো)
এলেক্সের ভাবনায় ছেদ পরলো। তার পাশে একজন ব্যক্তি এসে বসলো। ব্যক্তিটা কখন এলেক্সের পাশে এসে বসেছে তা এলেক্স বুঝতেই পারলো না। এলেক্স তার দিকে মাথা বাকা করে তাকালো। তাকে চিনতে পারলো না কোনো মতে এলেক্স। তার শরীর থেকে কেনো রকম এনার্জি এলেক্স ফিল করতে পারছিলো না।
❝এই ফিলিংসটা, আমার মনে হচ্ছে আমি এখন একটা মৃত ব্যক্তির সাথে বসে আছি।❞ (এলেক্স ভাবছে)
লোকটা এলেক্সকে দেখে মুচকি একটা হেসে বলতে শুরু করলে,
-> পুরো টাওয়ারের মাঝে আপনি খুব স্পেশাল একজন ব্যক্তি। যদিও বয়স অনুযায়ী অনেক শক্তিশালী হয়েছে কোনো এক গোপনীয় কারণে। কিন্তু আপনি আমার সাহায্য পেলে আরো শক্তিশালী হয়ে উঠবেন।
লোকটা মুচকি একটা হাসি দিয়ে এলেক্সকে কথাটা বললো। কিন্তু এলেক্স তাতে কোনো রকম ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে উঠে চলে আসলো।
-> হাহাহাহা, মনে হচ্ছে এই শরীরকে হোস্ট বানাতে আমার বেশি সময় লাগবে না।
লোকটা হাসতে হাসতে কথাটা বললো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।