#Demon_King#
পর্ব:১৭৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
গ্রান্ড ফিনালে
পুরো টাওয়ারের মধ্যে তিনটা কিংডম রয়েছে। যাদের মধ্যে একসময়ে শুধু যুদ্ধ লেগেই থাকতো। তারা সবাই একটা শান্তি চুক্তিতে চলে এসেছে, যেখানে এখন থেকে আর কোনো কিংডমই অন্য কিংডমের সাথে যুদ্ধে আসতে পারবে না। বরং বিশাল জীবনঘাতী যুদ্ধ বাদ দিয়ে তারা আরো সহজ একটা পন্থা অবলম্বন করেছে। এই পন্থায় তিন কিংডমের মধ্যে একটা টুর্নামেন্ট হবে, যার নাম দেওয়া হয়েছে জয়েন্ট টুর্নামেন্ট। জয়েন্ট টুর্নামেন্টের মধ্যে তিন কিংডমের ৩০ বছরের কম যেসব ব্যক্তিরা রয়েছে এবং হান্টার অরগানাইজেশান ও একাডেমির মধ্যে রয়েছে তারাই অংশ নিতে পারবে। এই টুর্নামেন্টের মাধ্যমে একটা কিংডমের পাওয়ার, সেই সাথে সেই কিংডমের ইয়াং জেনারেশন এর ক্ষমতা তুলে ধরা হয়। টাওয়ারের মধ্যে এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ যাদের উপরে বেশি ফোকাস থাকবে তারাই বড় কিছু একটা করতে পারবে, কিংবা তারা যা চাইবে তাই করতে পারবে। তাছাড়াও এই টুর্নামেন্টের মাধ্যমে একটা কিংডমের মধ্যে সকল ট্যালেন্টেড ব্যক্তি গুলোও চিহ্নিত হয়। যাইহোক আমরা আসল বিষয়ে ফিরে আসি।
আজকে প্রথম জয়েন্ট টুর্নামেন্টের গ্রান্ড ফিনালে। অনেক জাঁকজমক একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তিন কিংডমই তাদের সেরা মানা ইউজারের সাহায্যে পুরো এরিনাকে মাটির মধ্যে না রেখে হাওয়ার মধ্যে ভাসিয়ে তুলেছে। যেখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে আছে। সেই ব্যারিয়ারের কারণে এরিনা তার জায়গা থেকে একটুও নরতে পারছিলো। তিন কিংডমের সেরা ম্যাজিশিয়ান গুলো একত্র হয়েছে এবং বিশাল একটা সার্কেলের মধ্যে তারা প্রতিনিয়ত তাদের ম্যাজিক এনার্জি প্রবেশ করে যাচ্ছে।
-> আপনারা আরেকটু অপেক্ষা করুন। এখনি আমাদের ম্যাজিক স্টোনের সাপ্লাই চলে আসবে। তখন আপনাদের সহযোগীতা আর প্রয়োজন হবে না এখানে। আপনারাও এই গ্রান্ড একটা ইভেন্ট এনজয় করতে পারবেন।
মানা ইউজারদের পিছনে হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকা চশমা পরা লোক কথাটা বললো। সে পুরো এরিনার ডিফেন্সের দায়িত্বে আছেন আজ। হাতের কাগজটা পড়ে সে সব কিছু চেক করতে শুরু করলো।
-> এতোক্ষণে গ্রান্ড ইভেন্টটা শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে দেখা যাক কোন কিংডম আমাদের সিক্রেট কিংডমের গ্রান্ড পুরষ্কার নিতে পারে।
লোকটা কথাটা বলার পর পরই আমাদের সিন চেঞ্জ হয়ে গেলো। এরিনার মাঝখানে কোনো রকমের স্টেজ ছিলো না। যে ব্যক্তি হোস্ট ছিলো সে একটা সুন্দর কালো স্যুট এবং প্যান্ট পরে সাইডের একটা দরজা থেকে এগিয়ে আসছিলো। এরিনার মাঝখানে সে ব্যতীত কেউ ছিলো না। একটু পর পর গ্যালারি থেকে বিভিন্ন এট্রিবিউটের বল স্পেল নিক্ষেপ হচ্ছিলো আকাশের দিকে, যা একে অপরের সাথে সংঘর্ষ করে ব্লাস্টের তৈরি করছিলো। সিনটা একদম দেখার মতো ছিলো। আকাশে ভিন্ন ধরনের রঙের এবং এট্রিবিউট খেলা করছিলো। হোস্ট হাঁটতে হাঁটতে একদম এরিনার মাঝখানে চলে আসলো। সেখানে এসেই সে দাঁড়ালো। তার গলার সাথে একটা ম্যাজিক স্টোন লাগানো ছিলো। যেটা একটা টুল ম্যাজিক স্টোন। এই ম্যাজিক স্টোনের কাজ হলো, সেটা একজনের সাউন্ড সংগ্রহ করে এবং এর বিপরীত ম্যাজিক স্টোনের মাধ্যমে সেটা উচ্চ ভলিয়মে নিক্ষেপ করে। সাউন্ড কতটা হবে সেটা নির্ভর করে একজনের এনার্জির উপরে। সেটার বিপরীত টুল ম্যাজিক স্টোন গুলো এরিনার সর্বোত্র ছড়িয়ে ছিলো। হোস্ট হাঁটতে হাঁটতে একদম মাঝখানে এসে থামলো। সে থামার সাথে সাথে নিজের এট্রিবিউটের ব্যবহার করলো। নিচ থেকে মাটি দশটা সিঁড়ি যুক্ত একটা বড় উঁচু জায়গা তৈরি করলো। আর্থ এট্রিবিউটের ব্যবহার করে সেটা করেছে সে। আবার সে জায়গার চারদিক দিয়ে প্লান্ট এট্রিবিউটের সাহায্যে সুন্দর গাছের লতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। অনেক সুন্দর লাগছিলো সেটাকে দেখতে, যা দেখে সবাই প্রশংসা করতে শুরু করলো।
-> লেডিস এন্ড জেন্টেলম্যানস, সবাইকে আমি আবারো স্বাগতম জানাচ্ছি। আমাদের অনেক অপেক্ষার পরে এই জয়েন্ট টুর্নামেন্টের গ্রান্ড ফিনালেতে চলে এসেছি আমরা। আমি জানি সবাই অনেক অপেক্ষা করে আছেন, সেটা আমাদের দর্শকদের দেখলেই বোঝা যাবে। তিন কিংডমের প্রায় অনেক অধিকাংশ ব্যক্তি দশ ফ্লোরে চলে এসেছে যেটা প্রমাণ করছে যে আমাদের জয়েন্ট টুর্নামেন্ট এবার সাকসেস হয়েছে তিন কিংডমের মধ্যে শান্তি বজায় রাখতে। যায়হোক আমরা আসল বিষয়ে ফিরে আসি বেশি কথা না বলে। আমার মতো বেশি কথা হয়তো আমরা সবাই অপছন্দ করি। তাই প্রথমেই আমি আমাদের টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার সম্পর্কে সবাইকে বলে দিচ্ছি। যদিও নিয়ম যে পুরস্কার সবার থেকে গোপন রাখার, তারপরও আমি আশা করছি আমাদের পুরস্কার গুলোর নাম শুনলে প্রতিটা ব্যক্তিই তাদের সর্বোচ্চ করার চেষ্টা করবে। জয়েন্ট টুর্নামেন্টে পূর্বের রাউন্ডে কে কি করেছে এবার সেটা কাউন্ট করা হয়নি। যেসকল টিম শক্তিশালী এবং যোগ্য ছিলো তারাই এতোদূর আসতে পেরেছে। অবশ্য এই শেষ রাউন্ডে তেমন কিছু হবে না। তিনটা স্টেজ রয়েছে যেখানে প্রতিটা ব্যক্তিকেই একটা র্যাংকিং দেওয়া হবে। র্যাংকিং এর ব্যাপার আমি পরে বলবো, প্রথমত পুরস্কারে ফিরে আসি আমরা। সর্বশেষে তিন ব্যক্তি থাকবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে। এই তিন ব্যক্তির মধ্যে যে প্রথম হবে তাকে তিন কিংডমের কিং এবং কুইন তিনটা লিজেন্ডারি আইটেম পুরস্কিত করবে। এখন কি আইটেম সেটা যে প্রথম হবে সেই বুঝতে পারবে। যে ব্যক্তি দ্বিতীয় হবে, তাকে তিন কিংডমের কিং এবং কুইনের মধ্য থেকে একটা লিজেন্ডারি আইটেম দিয়ে পুরস্কিত করবেন। অবশেষে যে তৃতীয় হবে তাকে A লেভেলের ফুল একটা সেট আইটেম দিবেন তিন কিংডমের কিং এবং কুইন একত্রে। (হোস্ট)
হোস্ট একটু থেমে নিলো। তাকে আর বেশিকিছু বলতে হলো না। একটা A লেভেলের আইটেম দেওয়া মানেই অনেক বড় একটা জিনিস। সাধারণ লিজেন্ডারি বা S লেভেলের আইটেম অনেক থাকলেও রয়েল ফ্যামিলির কাছে যেসব রয়েছে তাদের তুলনা হয় না। একটা A লেভেলের ভালো আইটেম থাকা মানেই সে ব্যক্তি একটা নোবেল পরিবারের শক্তিশালী ব্যক্তির মতোই শক্তিশালী হতে পারবে, তাই এরকম সুযোগই কেউই মিস করতে চাইবে না।
-> আমি যদি জানতাম যে আমরা মারা গেলেও মারা যাবো না, বরং অন্য একটা জায়গার মধ্যে টেলিপোর্ট হয়ে যাবো তাহলে আরো বেশি করে চেষ্টা করতাম।
-> লিজেন্ডারি তিনটা আইটেম এটা কি ভাবা যায়?
-> তার উপরে আবার তিন কিংডমের রয়েল ফ্যামিলি থেকে।
-> যে ব্যক্তি এই আইটেম গুলো পাবে আমার মনে হয় না তার থেকে শক্তিশালী কেউ হতে পারবে আমাদের মধ্য থেকে।
এরিনার বাইরে সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করেছে। অনেক স্টুডেন্ট আবার হান্টার রয়েছে যারা পূর্বের রাউন্ডে বাতিল হয়েছে বা মারা গিয়েছিলো, তারাও এখানে রয়েছে যা প্রথমে সবাইকে অবাক করলেও তাদের থেকেই শুনতে পেরেছে।
-> অনেকেই মারা যাওয়া ব্যক্তিদের দেখে অবাক হয়েছেন। অবশ্যই হওয়ার কথা। কারণ সব কিছু একদম চোখের সামনে হওয়ার পরও তারা জীবিত আছে কিভাবে? মূলত সিক্রেট কিংডমের নতুন ম্যাজিক টেকনোলজির সাহায্যে তারা মারা যাওয়ার পূর্বেই তাদেরকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই বলে এমন নয় যে এটা প্রতি টুর্নামেন্টে ব্যবহার হবে। এবার শুধুমাত্র সকল বিপদকে লক্ষ্য রেখে এই টেকনোলজির ব্যবহার করা হয়েছে। যাইহোক আমরা তাদের বিষয় থেকে অন্য বিষয়ে ফিরে আসি। আমাদের পুরস্কারের কথা এখনো শেষ হয়নি। যেহেতু এই টুর্নামেন্টের মূল হোস্ট সিক্রেট কিংডম, তাই সিক্রেট কিংডম আরো একটা পুরস্কারের ব্যবস্থা করেছে। (হোস্ট)
হোস্ট একটু থামলো। যেহেতু সিক্রেট কিংডম আরো একটা পুরস্কারের ব্যবস্থা করেছে তাই সেটা একটু স্পেশাল হবেই, যা সবাই আশা করছিলো।
-> যে ব্যক্তি আমাদের এই টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করবে, সে অন্য কিংডমের বা সিক্রেট কিংডমের হোক এবং একাডেমির স্টুডেন্ট ও হান্টারই হোক না কেনো তার সাথে সিক্রেট কিংডমের দ্বিতীয় প্রিন্সেস এর বিয়ে দেওয়া হবে। (হোস্ট)
হোস্টের কথা শুনে পুরো এরিনার কেঁপে উঠলো। সবাই এতোটা উত্তেজিত ছিলো যা বলার বাইরে। তিন কিংডমের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করলে তাদের মধ্যে একদম উপরেই থাকার কথা সকল প্রিন্সেসদের। সেই খানে সিক্রেট কিংডমের প্রিন্সেসের কথা বলা হচ্ছে। যদি অন্যান্য কিংডম এই সুযোগ পেয়ে যায় তাহলে সেই কিংডমের সাথে সিক্রেট কিংডমের সম্পর্ক অনেকটা ভালো হবে। যা বাকি থাকা একটা কিংডমকে একটু ঝামেলার মধ্যে ফেলে দিবে চুক্তি ভঙ্গ হলে। যেসকল টিমগুলো বাতিল হয়েছে তারা সবাই আফসোস ছাড়া আর কিছুই করতে পারছিলো না এখন। কিন্তু অপর দিকে এরিনার মধ্যে যেসকল টিম এখন শেষ রাউন্ডে অংশ গ্রহন করার জন্য প্রস্তুত ছিলো তারা সবাই পুরস্কারের কথা শুনে আরো বেশি মোটিভেটেড হয়ে গেলো।
-> তাহলে আর কথা না বারিয়ে আমি এবার পঞ্চম রাউন্ড শুরু করি। আমাদের পঞ্চম রাউন্ডের প্রথম স্টেজ হবে ম্যাজিক ফুটবল। প্রতিটা টিম র্যানডম লটারির মাধ্যমে অন্যান্য এক টিমের সাথে ম্যাজিক ফুটবল গেমে অংশ নিবে। যে টিম হেরে যাবে তারা আর দ্বিতীয় স্টেজে অংশ নিতে পারবে না। এবং যে টিম জয়ী হবে তারা দ্বিতীয় স্টেজে অংশগ্রহন করতে পারবে। ম্যাজিক ফুটবল গেমটা খেলার জন্য সর্বো নিম্ন পাঁচজনের প্রয়োজন হয়। একজন ব্যক্তিকে নিজের সর্বোচ্চ দিয়ে বিপক্ষ টিমের এট্যাক গুলো আটকাতে হবে যাতে করে বিপক্ষ দল গোল না করতে পারে। অন্যদিকে দুজন ব্যক্তি থাকবে যারা ম্যাজিক ফুটবলকে ডিফেন্ড করবে। এবং সবশেষে দুজন থাকবে যারা এট্যাক করবে বিপক্ষ টিমের বিরুদ্ধে গোল করার জন্য। (হোস্ট)
কম বেশি সবাই ম্যাজিক ফুটবলের নিয়ম সম্পর্কে পরিচিত, তারপরও হোস্ট আরো একবার সবাইকে ক্লিয়ার করে দিলো। সে আবারো বলতে শুরু করলো।
-> যে টিম বেশি গোল করবে, তারা বিজয়ী হবে। প্রতিটা ম্যাচের সময় মোট এক ঘন্টা, যেহেতু আমাদের কাছে মোট ৪৫ টা টিম তাই সব গুলো ম্যাচ একই সাথে সংগঠিত হবে। কোন টিমের সাথে কোন টিম ফাইট করবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হবে। আমার পাশের এই লটারি বক্সের মধ্যে মোট ৪৫ টা টোকেন রয়েছে। প্রতিটা টিমের লিডার এক এক করে এসে একটা টোকেন কালেক্ট করবে। প্রতি দুই টোকেনে একই নাম্বার রয়েছে এবং একটা টোকেনে শূন্য লেখা রয়েছে। যে টিম শূন্য লেখা টোকেন পাবে তাদের ম্যাজিক ফুটবলে অংশ নিতে হবে না। তাদের টিম এমনিতেই পরবর্তী রাউন্ডে চলে যাবে। যদিও এটাকে অনেক বড় একটা সুযোগ বলা যেতে পারে, তারপরও যে টিম এই সুযোগটা পাবে তাদের পরবর্তী দুই স্টেজে অনেক বেশি কষ্ট করতে হবে। কারণ তারা প্রথম স্টেজে কোনো র্যাংকিং লাভ করবে না। তাহলে আমাদের লটারি শুরু করা যাক। এরিনার মধ্যে প্রতিটা টিম প্রবেশ করো এবং তাদের লিডার স্টেজ থেকে এক এক করে টোকেন গুলো নিয়ে যাও। (হোস্ট)
হোস্টের কথা অর্ধেক শুনে অনেকেই শূন্য নম্বরের টোকেন পাওয়ার জন্য আশা করছিলো। কিন্তু সম্পূর্ণ কথা শোনার পর সে আশা আর রইলো না। ৪৫ টা টিমের সকল সদস্য চলে আসলো এরিনার মাঝখানে। তাদের মধ্যে মাত্র তিন চারটা টিমই ছিলো যাদের এক দুই মেম্বার সংগ্রহ করা হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তারা বাতিল পরবে না, বরং তাদেরকে সেই সংখ্যক টিম নিয়েই অংশ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা টিম এগিয়ে এসেছে। গ্যালারি থেকে টুকটাক কথা শুনতে পারছিলো যা সবাইকে নার্ভাস করে তুলছিলো।
-> এমনিতেই ম্যাজিক ফুটবল হওয়ার কারণে যে টিম বেশি শক্তিশালী তারা জয়ী হবে।
-> সকল টিমই একটা র্যাংক করতে পারবে, কিন্তু আমি তো চিন্তা করছি শূন্য টোকেন পাওয়া টিমকে নিয়ে।
-> যে টিম সেটা পাবে সে প্রথম থেকেই এই টুর্নামেন্ট হেরে যাবে।
-> আসলেই একটা টিমের ভাগ্য প্রথম থেকেই খারাপ হয়ে যাবে।
গ্যালারির সবার কথা শুনে এরিনার মাঝে থাকা টিমগুলো অনেক নার্ভাস ফিল করছিলো। কিন্তু একন আর তাদের কোনো কিছু করার ছিলো না। প্রতিটা টিমের লিডার বিষয়টা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে মাঝের স্টেজের উপরে উঠতে শুরু করলো। এক এক করে সবাই তাদের টোকেন গুলো সংগ্রহ করে নিলো। সবগুলো টিম তাদের টোকেন সংগ্রহ করে নিলেও একটা টিম শুধু ব্যতীত ছিলো। আর বক্সের মধ্যে শুধু একটা টোকেনই ছিলো। সারা গ্যালারি লাফিয়ে উঠলো। বিশেষ করে ছেলেরা চুপ ছিলো কারণ তারা লজ্জাবোধ করছিলো। কিন্তু সব গুলো মেয়েই প্রায় চেচিয়ে বলতে শুরু করলো।
-> এমিয়াস তোমাকে কোনো চিন্তা করতে হবে না। প্রথম না হওয়ায় তোমার জন্য ভালো ছিলো। এখন তুমি দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারবে। আমরা সব সময়ে তোমাকে সাপোর্ট করে যাবো। (এমিয়াস ফ্যান ক্লাবের সবাই চেঁচিয়ে উঠলো)
মেয়েদের সাথে কিছু সংখ্যক ছেলেও ছিলো যারা অনেকের নজরে পরেছে আবার অনেকের নজরে পরে নি। লোকজন ভেবে পাচ্ছিলো না ছেলেগুলের কি লজ্জা বলতে কোনো জিনিস নেই।
-> যেহেতু এই পর্যন্ত কেউ কোনো শূন্য টোকেন পায় নি তাই বলা যাচ্ছে যে এই বক্সের মধ্যে সে টোকেন রয়েছে এবং ব্লু কিংডমের টিম এমিয়াস সরাসরি দ্বিতীয় স্টেজ থেকে অংশগ্রহন করতে পারবো। আমি বলবো টিম এমিয়াসকে এরিনার এক সাইডে অথবা রেস্ট রুমে ফিরে যেতে, কারণ এখনি আমাদের প্রথম স্টেজ শুরু হতে যাচ্ছে। (হোস্ট)
এমিয়াস তার টিমকে নিয়ে এরিনার এক সাইডে গিয়ে দাঁড়ালো। তার টিম চলে যাওয়ার সাথে সাথেই মোট তিনজন ব্যক্তি আসলো। তিনজন ব্যক্তি উপর থেকে আস্তে আস্তে নামছিলো।
-> আমাদের তিন কিংডমের তিন ভাইস প্রিন্সিপাল, যারা তাদের স্পেশাল ব্যারিয়ার এট্রিবিউটের মাধ্যমে মোট ১১ টা ব্যারিয়ার তৈরি করবে। আজ এরিনার জায়গা বৃদ্ধি করা হয়েছে, তাই আমরা একই সাথে ১১ টা ম্যাচের ব্যবস্থা করবো। ১ এবং ১১ নং টোকেন যেসব টিমের কাছে রয়েছে শুধুমাত্র তারা ব্যতীত বাকিরা পিছনে চলে যাও সবাই, অথবা নিজেদের ক্যাভিনেও ফিরে যেতে পারো তোমরা। এবং যে দুই টিমের কাছে একই টোকেন আছে তারা একত্রে থাকো বাকিরা একটু দূরে গিয়ে তাদের নিজ মিল থাকা টোকেনের টিমের সাথে দাড়াও। (হোস্ট)
সব গুলো টিম হোস্টের আদেশে তাদের টোকেনের মিল থাকা টিমের সাথে দাঁড়িয়ে পরলো। মোট ২২ টা টিম ১১ জায়গায় দাঁড়িয়ে আছে। উপর থেকে উড়ে আসা তিন ব্যক্তির সামনের জন একটা আইটেম বের করলো তার স্পেস রিং এর মধ্য থেকে। একটা ছোট টাওয়ারের মতো একটা আইটেম তার হাতে ছিলো। যা হাতে নেওয়ার পর পিছন থেকে দুজন একসাথে তার কাঁধে হাত রাখলো। আইটেমটা তিনজনের পাওয়ারকে একটা সময় সীমার জন্য বৃদ্ধি করছিলো। যে কারণে এক ঘন্টার জন্য তারা ১১ টা ব্যারিয়ার তৈরি করতে পারলো। ২২ টিমকে মোট ১১ টা ব্যারিয়ার আবদ্ধ করে ফেললো। ভিন্ন ভিন্ন জায়গায় প্রতি ২ টিম থাকার কারণে এক ব্যারিয়ারের মধ্যে দুই টিম করে আবদ্ধ হলো।
-> আমাদের তিন ভাইস প্রিন্সিপাল তাদের সবচেয়ে শক্তিশালী ব্যারিয়ার স্পেল ব্যবহার করেছে। সেই সাথে সিক্রেট কিংডমের একটা লিজেন্ডারি আইটেমের সাহায্যে আপাতোতো একটা ড্রাগনের ক্ষমতাও এই ব্যারিয়ার ভাঙতে পারবে না। তাই আমি এবার নিয়ম গুলো খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। ব্যারিয়ারটা পুরো ম্যাজিক ফুটবলের মাঠ তৈরি করেছে। যার দুই পাশে দুটো গোল পোস্ট থাকবে। ব্যারিয়ারে যত ফোর্সে বল আঘাত করা হবে ঠিক সে স্পিডেই সে ব্যাক করবে। যে টিম সবচেয়ে বেশি বার বিপরীত টিমের গোল পোস্টে বল প্রয়োগ করতে পারবে সে টিম বিজয়ী হবে। বল দিয়ে বিপরীত টিমের প্লেয়ারকে আঘাত প্রাপ্ত করা যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আঘাত প্রাপ্ত হয়ে ফাইট করার অবস্থায় না থাকে তাহলে তার উপরে এট্যাক করলে এট্যাক কৃত ব্যক্তিকে ব্যারিয়ারের মাঝ থেকে বের করে সোজা গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হবে। আমার মনে হয় না এর থেকে বেশি নিয়ম আর প্রয়োজন। ও আরো একটা জিনিস, ম্যাজিক বলকে আকাশে নিক্ষেপ করা হবে। এগারোটা বল ঠিক এগারো ব্যারিয়ারের মধ্যে পরবে, এরপরে যে টিমের কাছে থাকবে তারা গোল করার চেষ্টা করবে। কেউ গোল খেয়ে গেলে বিরতি না নিয়ে সাথে সাথেই কাউন্টার করবে। তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করছি আমাদের গ্রান্ড ফিনালের প্রথম স্টেজ, ম্যাজিক ফুটবল। (হোস্ট)
হোস্ট কথা বলা শেষ করার সাথে সাথেই আকাশে ১১ টা বল নিক্ষেপ করা হলো। আজকে ভিআইপি রুমের ব্যবস্থা করা হয়েছে গ্যালারির উপরে একটা জায়গাতে। সেখানে তিন কিংডমের সব ভিআইপি গেস্টরা বসে আছে। সেখানে ব্লু কিংডমের প্রিন্সেস সহ রেড কিংডমের প্রিন্সও বসে আছে। সে সব কিছু দেখছিলো এবং ভাবতে শুরু করলো।
❝এতো বড় একটা সুযোগ আমি কিভাবে হারালাম? একবার সিক্রেট কিংডমের প্রিন্সেসের সাথে আমার বিয়ে হলে আমি আস্তে আস্তে পুরো টাওয়ার রাজ করতে পারতাম। কিন্তু আমি তো মনেই করতে পারছি না যে আমি কি করে হারলাম। সব কিছুই ঠিক ছিলো, কিন্তু তার পর থেকে হঠাৎ আমি সহ আমার সংগ্রহ করা সকল লোক হেরে গিয়েছি। আবার আজ আজব একটা লেকের সাথে আমার দেখা, যাকে আমার কিছুই বলতে হয় নি। বরং সে নিজেই আমাকে বলেছে সে আমাকে পুরো টাওয়ারের কিং বানাতে চায়। সব মিলিয়ে আমি এখন অনেক বড় কনফিউশানে রয়েছি। তারপরও সে যেহেতু কিছুটা প্রমান দেওয়ার চেষ্টা করেছে তাই সেটা আমার মেনে নিতে হবে। আমার মনে হয় লোকটা সিক্রেট কিংডমের কোনো এক টিমে এক্সট্রা প্লেয়ার হয়ে প্রবেশ করেছে। বলেছিলো সময় হলে নাকি আমি বুঝতে পারবো সে কোন ব্যক্তি। আমি চেক করেছি তার ব্যাকগ্রাউন্ড, সে কোনো কিংডমেরই না এমনকি টাওয়ারের বাইরে থেকেও এসেছে কিনা সেটারও কোনো প্রমাণ নেই। তবে আমার কেনো জানি মনে হচ্ছে তার কথা শুনলে আমি আসলেই এই টাওয়ারের কিং হতে পারবো। (রেড কিংডমের প্রিন্স ভাবছে)
প্রিন্সের মনের মধ্যে লোভ তৈরি হয়েছে। যদিও সেটা পূর্বেও ছিলো, কিন্তু এখন সেটা একটু বেশি করে জন্ম নিয়েছে। যার পিছনে এক ব্যক্তির হাত রয়েছে। আর সেই ব্যক্তি এখন এরিনার মধ্যে একটা ব্যারিয়ারে দাঁড়িয়ে হাসছিলো। লোকটা খেয়াল করলে তার গলার নেকলেসটা দেখা যাচ্ছিলো যাতে একটা চোখের মতো কিছু একটা ছিলো। দ্রুত জিনিসটাকে সে জামার ভিতরে লুকিয়ে রাখলো। তার ব্যারিয়ারের ঠিক পাশের ব্যারিয়ারে আবার এক মেয়ে দাঁড়িয়ে ছিলো। জামা দিয়ে শরীরটা ঢাকার কারণে তার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছিলো না। সে ভাবছিলো,
❝আমার মতো কুইনকেও এখন ফাইট করতে হবে এসব দুর্বল ব্যক্তিদের সাথে সেটা ভাবি নি কখনো।❞
এলেক্স এরিনার সাইডে দাঁড়িয়ে আছে। তার পাশে হ্যারির টিমও দাঁড়িয়ে ছিলো। ভাগ্যক্রমে এলেক্স এবং হ্যারির টিমের টোকেন নাম্বার একই পরেছে। যে কারণে দুই কিংডমের প্রিন্সকে একে অপরের বিরুদ্ধে ফাইট করতে হবে ম্যাজিক বলের মাধ্যমে। এলেক্স খেয়াল করলো স্যামের টিম একটা ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করেছে। তার বিপক্ষে ছিলো ড্যানিয়েলের টিম। এলেক্স পূর্বে ড্যানিয়েল এর সাথে ফাইট করেছিলো স্টোন সংগ্রহের রাউন্ডে। তাই ফাইটটা দেখার জন্য দাঁড়িয়ে আছে এলেক্স।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।