#Demon_King#
পর্ব:১৮০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের গ্রান্ড ফিনালে চলছিলো। যেখানে মোট তিনটা স্টেজ রয়েছে। তিনটা স্টেজের প্রথমটা শুরু হয়েছে যেখানে একটা টিম ব্যতীত বাকি ৪৪ টিমকে এক ঘন্টার জন্য ম্যাজিক ফুটবল খেলতে হবে তাদের সাথে মিল থাকা এক টোকেনের দলের সাথে। মোট এগারোটা ব্যারিয়ার তৈরি করেছে তিন কিংডমের একাডেমির তিন ভাইস প্রিন্সিপাল। এই এগারো ব্যারিয়ারের মধ্যে ২ টা করে মোট ২২ টা টিম রয়েছে যারা এক ঘন্টার জন্য ম্যাজিক ফুটবল গেমে অংশ নিয়েছে। প্রথম স্টেজ শুরু হয়েছে। আকাশে বল নিক্ষেপ করা হয়েছে, এগারোটা ম্যাজিক বল দেখতে সাদা বর্নের ছিলো। সাধারণত এটা রাবার জাতীয় পদার্থের মতোই তাই সাধারণ ভাবে বা নিজ এট্রিবিউটের কারণে কিক মারলে কোনো রকম ব্যথা অনুভব হবে না পায়ে। এগারোটা ব্যারিয়ারের মধ্যে বল প্রবেশ করতে পারলো কিন্তু একবার প্রবেশের পরে সেটা আর বের হতে পারলো না। কোনো টিমই প্রস্তুত ছিলো না। কারণ তাদের সময় না দিয়েই স্টেজটা শুরু করে দেওয়া হয়েছে। এ কারণে সে টিম প্রথমে বলকে নিজের পায়ে রাখতে পেরেছে তার প্রথম কিকেই একটা গোল করতে পেরেছে।
প্রতিটা ব্যারিয়ারের মধ্যেই ম্যাজিক ফুটবল গেমটা অনেক ইনটেন্স হয়ে উঠেছে। দর্শকরা মাত্র তিন চারটা ব্যারিয়ারের দিকেই নজর রাখছিলো। কারন সেই ব্যারিয়ার গুলোর মধ্যে অবিশ্বাস্য বিষয় ঘটে যাচ্ছিলো। প্রথমত ব্লু কিংডমের ডিউকের দুই সন্তানের টিম, যার লিডার স্যাম। স্যামের শক্তিশালী ফায়ার এট্রিবিউটের কারণে সে প্রতিবার যখন বলে কিক মারছিলো তখনি ম্যাজিক বলটা সম্পূর্ণ আগুনের বলে রূপ নিচ্ছিলো। বলের স্পিডও প্রচন্ড বেশি ছিলো যা সাধারণ কেউ আটকাতে পারবে না। কিন্তু তাদের বিপক্ষে ছিলো সিক্রেট কিংডমের ড্যানিয়েল এর টিম। স্যামের টিমের এট্যাক গুলো অনেক শক্তিশালী হলেও ড্যানিয়েলের টিমের কাছে সেটা কিছুই ছিলো না। স্যাম একের পর এক এট্যাক করে যাচ্ছিলো, কিন্তু ড্যানিয়েল তার আর্থ এট্রিবিউটের সাহায্যে প্রতিবার স্যামের সামনে বিশাল একটা মাটির দেওয়াল তৈরি করছিলো। স্যামের পা থেকে ম্যাজিক বলটা আগুন হয়ে আসলেও সেটা ড্যানিয়েলের তৈরি করা দেওয়ালে লেগে আটকে যাচ্ছিলো। স্যাম প্রতিবারই ব্যর্থ হচ্ছিলো।
-> এরকম ফায়ার এট্রিবিউটের এট্যাক আমাদের উপরে কাজ করবে না। (ড্যানিয়েল)
ড্যানিয়েলের কথা শুনে স্যাম কিছুটা রেগে গেলো। সে ভাবতে পারে নি তার প্রতিটা এট্যাকই ব্লক করতে পারবে তার বিপক্ষ টিম। এমন নয় যে তার বিপক্ষ টিম অনেক শক্তিশালী, বরং এখানে এট্রিবিউটের কারণে স্যাম কিছুই করতে পারছিলো না।
-> ভাইয়া, আমার মনে হয় আমাদের চেঞ্জ করতে হবে প্লানটা। (হেয়া)
হেয়ার কথা শুনে স্যাম তাদের প্লান চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। যেই ভাবনা সেই কাজ। এতোক্ষণ শুধুমাত্র স্যাম এট্যাক করে থাকলেও স্যাম আস্তে আস্তে সবার কাছে বলটা পাশ করতে শুরু করলো।
❝যেহেতু আমার ফায়ার এট্রিবিউট এখানে কাজ করছে না তাই আমাকে অন্য এট্রিবিউটের ব্যবহার করতে হবে।❞ (স্যাম ভাবছে)
ফায়াট এবং লাইটনিং দুটোই আর্থ এট্রিবিউটের উপরে তেমন কাজ করে না। বিশেষ করে লাইটনিং এট্রিবিউট আর্থ এট্রিবিউটের উপরে একদম কাজই করে না বললে হয়। তবে ফায়ার এট্রিবিউট যদি আর্থ এট্রিবিউটের থেকে দ্বিগুন অথবা তিনগুণ শক্তিশালী হয় তাহলে সেটা আর্থ এট্রিবিউটকেও ড্যামেজ করতে পারে। অবশ্য পুরো ব্যাপারটা ব্যবহারকারীর উপর নির্ভর করবে। কারণ একটা এট্রিবিউট কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে তার ইউজারের উপরে। আপাতোতো স্যাম এবং ড্যানিয়েল এর মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে দুজনের লেভেলেই প্রায় সমান জায়গায় ছিলো। যদিও স্যাম মনে করে যাচ্ছে সে ড্যানিয়েলের থেকে একটু বেশি শক্তিশালী, কিন্তু মূলত পক্ষে এনার্জির দিক দিয়ে দেখতে গেলে ড্যানিয়েলই এগিয়ে থাকবে। আর এলেক্স তো তার ইনফো স্কিলের মাধ্যমে দেখতেই পারছে যে ড্যানিয়েল এর লেভেল স্যামের লেভেলের থেকে কিছুটা বেশি।
শুধুমাত্র ড্যানিয়েল এবং স্যামের ব্যারিয়ারের ম্যাজিক ফুটবল গেমটা উত্তেজনা পূর্ণ ছিলো না। তাদের সাথে তাদের দুই পাশের ব্যারিয়ারের মধ্যেও অনেক আশ্চর্যজনক বিষয় ঘঠে যাচ্ছিলো। এক ব্যারিয়ারের মধ্যে এক টিমের একজন মানা ইউজার তার বিপক্ষ টিমের সবাইকে আইস ম্যাজিকের সাহায্যে ফ্রিজ করে রেখেছে। পা থেকে অর্ধেক শরীর তাদের জমে ছিলো। এই সুযোগে সেই টিম একের পর এক গোল করছিলো। প্রতিটা ব্যারিয়ারের মধ্যে প্লান্ট এট্রিবিউটের সাহায্যে দুটো লম্বা বার তৈরি করা রয়েছে। যেটার উপরটা একদম ব্যারিয়ারের সাথে মিশেছে। এতে উঁচু গোলপোস্ট হওয়ার কারণে স্বভাবতই গোল করাটা অনেক সহজ ব্যাপার ছিলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা সাধারণ ফুটবল নয়, বরং এটা ম্যাজিক ফুটবল। ম্যাজিকের সাহায্যে এট্যাক এবং ডিফেন্ড করা যাবে। অন্যদিকে আরেক ব্যারিয়ারের মধ্যে এক টিমের বিপক্ষে কিছুই করতে পারছিলো না তাদের বিপক্ষের টিম। কোনো রকম ম্যাজিক বা স্পেল ব্যবহার করেছি কিনা সেটাও লক্ষ্য করা যাচ্ছিলো না। বিপক্ষ টিমের সকল মেম্বার নিচে পরে রয়েছে নিজেদের সেন্স হারিয়ে। যে কারণে সে ব্যারিয়ারে এক টিমই একের পর এক গোল করতে পারছিলো। প্রতিটা গোল পোস্টের লম্বা বারের পাশে একটা ম্যাজিক স্টোন ছিলো, যা কাউন্ট করে যে সে বারের মধ্যে কয়বার বল প্রবেশ করেছে। দুই টিম স্টেজ শুরু হওয়ার প্রথম দিকেই ২০-৩০ গোল করে ফেলেছে, যা অবিশ্বাস্য একটা জিনিস। অন্যদিকে বাকি টিম গুলোর মধ্যে অনেক বেশি কম্পিটেশন দেখা যাচ্ছিলো। কেউ কেউ ১,২,৩,৪,৫ গোল করেছে আবার কেউ এখনো একটা গোলও করতে পারে নি।
স্যাম এবং ড্যানিয়েল এর ব্যারিয়ারের ফাইটটা একটু ইনটেন্স ছিলো। যদিও এটা একটা গেম, তারপরও এটাকে ফাইট হিসেবেই দেখা যায়। কারণ সরাসরি কাউকে এট্যাক না করে এই গেমের মধ্যে ম্যাজিক বল দিয়ে আঘাত করতে হয়। ম্যাজিক ফুটবলের মধ্যে এট্রিবিউট থাকার কারণে সেটা একটা স্পেলের মতোই ভয়ানক হয়ে থাকে।
-> দেখা যাক এবার তোমার আর্থ এট্রিবিউট কিভাবে টিকতে পারে। (স্যাম)
স্যাম কথাটা বলেই ফুটবল আবারো তার টিম মেম্বারদের কাছে পাশ করতে লাগলো। এখনো কেউ কারো এনার্জি ব্যবহার করে নি। তবে এখন সে এবং তার টিম মেম্বার তাদের এনার্জি ব্যবহার করতে শুরু করলো। এবা এবং জেবা দুই টুইন রয়েছে স্যামের টিমে। যাদের দুজনের কাছেই ওয়াটার এট্রিবিউট রয়েছে। প্রথমে এবা তার ওয়াটার এট্রিবিউট এনার্জি বলের মধ্যে চ্যানেল করে একটা কিক পারলো যা জেবার কাছে চলে গেলো। জেবাও একই কাজ করলো। এরপর জেসির কাছেও গেলো। হেরার কাছেও ওয়াটার এট্রিবিউট থাকার কারণে সেও এনার্জি চ্যানেল করে কিক মারলো এবং সেটা স্যামের কাছে পৌঁছালো। স্যাম এবার তার ওয়াটার এট্রিবিউটের এনার্জি বলে চ্যানেল করলো এবং সেটাকে নিজের পায়ে অউরা এনার্জি চ্যানেল করে কিক মারতে গেলো। এখনো সামনে ড্যানিয়েলের তৈরি বিশাল দেওয়াল রয়েছে, যেটাকে লক্ষ্য করে এবা, জেবা এবং হেরা স্পেল ব্যবহার করলো।
-> ও মানা লর্ড, লিসেন টু মাই কল, আই অ্যাম ওয়াটার এট্রিবিউটর। ব্লেস মি উইথ ইউর পাওয়ার এন্ড ডিস্ট্রোই মাই এনিমি, ওয়াটার বল।
তিনজন একই সাথে চান্ট করলো। যদিও তিনজনই সংক্ষিপ্ত চান্টেই স্পেল ব্যবহার করতে পারে, তারপরও স্পেলের পাওয়ার বৃদ্ধি করার জন্য ফুল চান্টের প্রয়োজন হয়। আর তারা সেটাই করলো। তিনজনের হাতের উপরে বিশাল তিনটা ওয়াটার বল তৈরি হয়েছে, যা সামনে থাকা ড্যানিয়েলের দেওয়ালকে আঘাত করলো। সেটা ড্যানিয়েলের আর্থ এট্রিবিউটের তৈরি মাটির দেওয়ালকে একটা মাঝখান দিয়ে ফুটো করে দিলো। ঠিক এই সময়ে ড্যানিয়েল তার দেওয়ালের ফুটো ঠিক করতে যাচ্ছিলো, তবে তখনি স্যাম তার কিক মারলো, যা ঠিক হয়ে যাওয়া দেওয়ালকেও ভেদ করে দুই গোল পোস্টের মধ্যে চলে গেলো। বলের চার পাশ দিয়ে পানি লক্ষ্য করা যাচ্ছিলো যা শক্তিশালী একটা ওয়াটার বল স্পেল তৈরি করেছে। গোলের ভিতরে বল প্রবেশ করার পর গোল পোস্টের সাইডে থাকা ম্যাজিক স্টোনটা ম্যাজিক ফুটবলে থাকা এনার্জিকে এবজোর্ব করে আবার সেটাকে সাদায় পরিণত করে দিলো। তাছাড়া গোল হওয়ার পরে বলটা তার সম্পূর্ণ স্পিড হারিয়ে ফেলে এবং ড্যানিয়েলের টিমের গোল কিপারের কাছে গিয়ে থামে।
-> মনে হচ্ছে আমাদের ডিফেন্স একটু দুর্বল হয়ে পরেছে। ঠিক আছে গাইস, আমরা সবাই ডিফেন্সিভ ফরমেশনে যাচ্ছি। (ড্যানিয়েল)
ড্যানিয়েল কথাটা বলেই বিশাল একটা তার আর্থ এট্রিবিউটের দেওয়ালকে একটা বিশাল বড় জায়েন্ট বা দৈত্যে পরিণত করে ফেললো। একটা এট্রিবিউট দিয়ে সেই পদার্থের আকার চেঞ্জ করা অনেক কষ্টকর হওয়ার কারণে সবাই সব সময় লিখিত স্পেলগুলোই চান্টিং এর সাহায্যে ব্যবহার করে থাকে। কিন্তু খুব ব্যক্তিই আছে যারা তাদের এট্রিবিউটকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। আর সে কম সংখ্যক ব্যক্তির মধ্যে ড্যানিয়েল একজন। ড্যানিয়েল তার এট্রিবিউটের সাহায্যে তার স্পেলের সেপ চেঞ্জ করতে পারে। যা মাত্র করেছে সে। ড্যানিয়েলের টিম কোল কিপার তার পায়ে থাকা বলটাকে কিক করলো সেই বিশাল দৈত্যের দিকে। দৈত্যটা শুধু যে বিশাল ছিলো এমন নয়। সেটাকে ড্যানিয়েল তার এনার্জির সাহায্যে কন্ট্রোলও করতে পারছিলো। বিশাল দৈত্যটা তার পা নারিয়ে একটা কিক মারলো। যার স্পিড এতো বেশি ছিলো যা বলার বাইরে ছিলো। স্যাম এবং তার টিমের কেউ রিয়েক্ট করারই সময় পেলো না সে বিশাল জায়েন্টের কিক করার পরে। স্যামের টিমের একদম পিছনে ছিলো হেরা, যার পেটে বলটা লাগলো। সে কোনো সময়ই পায় নি একটা স্পেল ব্যবহার করার। ম্যাজিক বল সহ সে গোলপোস্টের পিছনের ব্যারিয়ারের সাথে বারি খেলো। সাথে সাথে হেরার মুখ দিয়ে ব্লাড বের হতে শুরু করলো। যা সামনে ডানে থাকা স্নেরা দেখতে পেয়েই এগিয়ে আসলো এবং তার হিলিং ম্যাজিক ব্যবহার করা শুরু করলো। স্যাম এগিয়ে আসলো এবং হেরার পাশ থেকে বলটা নিলো।
-> আমি ভেবেছিলাম হয়তো এলেক্সের সাথেই ফুল পাওয়ারে ফাইট করবো এবার। কিন্তু সিক্রেট কিংডমের মধ্যেও শক্তিশালী ব্যক্তি রয়েছে তা মানছিলাম না। তাহলে এবার আমি আমার ফুল পাওয়ার ব্যবহার করছি। যত শক্তিশালীই হোক তোমাদের ডিফেন্স আমি আমার ফায়ার পাওয়ার দিয়ে সব গলিয়ে ফেলবো। (স্যাম)
স্যাম নিজের বোনকে আঘাত প্রাপ্ত হতে দেখে অনেকটা রেগে গিয়েছে। তাই স্যাম এখনি নিজের পাওয়ার দেখাতে শুরু করলো।
-> (অউরা ডোমেইনঃ সোর্ড ল্যান্ড)
স্যাম উক্ত কথাটা বলে তার অউরা এনার্জি ডোমেইন একটিভ করলো। অউরা এনার্জি ইউজারদের কাছে আলাদা একটা ডোমেইন থাকে, যা তাদের অস্ত্রের উপরে নির্ভর করে কোন টা কি হবে। স্যাম সোর্ড ব্যবহার করে বলে তার কাছে সোর্ড ডোমেইন রয়েছে্ কেউ স্পেয়ার ব্যবহার করলে তার কাছে স্পেয়ার ডোমেইন, কেউ শিল্ড ব্যবহার করলে তার কাছে শিল্ড ডোমেইন, কেউ বো ব্যবহার করলে তার কাছে বো ডোমেইন, কেউ হ্যামার ব্যবহার করলে তার কাছে হ্যামার ডোমেইন থাকার কথা। অউরা ডোমেইন অনেক রেয়ার একটা জিনিস যা অনেক ট্রেনিং এর পরে কেউ পেয়ে থাকে এবং ব্যবহার করতে পারে। তাই প্রতিটা অউরা ইউজারই চাই তাদের অউরা ডোমেইন আনলক করতে। কিন্তু তা সম্ভব হয় না অধিকাংশ ব্যক্তির জন্যই। তাই স্যামের অউরা ডোমেইন দেখে সবাই আশ্চর্য হয়ে গেলো। প্রায় সব ডোমেইনই তার হোস্টের চারপাশে একটা জায়গা তৈরি করে যা সেই ডোমেইনের নামকে রিপ্রেজেন্ট করে। আর এই জায়গার মধ্যে ব্যবহার কারী এবং তার সঙ্গীদের পাওয়ার বৃদ্ধি করে থাকে এবং শত্রুদের পাওয়ার হৃাস করে থাকে। ঠিক তেমনি স্যাম একটা এরিয়া তৈরি করেছে পুরো ব্যারিয়ারের মধ্যে। যার চারপাশ দিয়ে শুধু রক্তাক্ত শরীর দেখা যাচ্ছিলো। শরীর গুলোর উপরে হাজারো হাজারো সোর্ড গেঁথে আছে। স্যামের আদেশে সব গুলো সোর্ড নরতে শুরু করলো। যা উড়ে এসে স্যামের পিছনে দুই সাড়ি হয়ে ভাসতে লাগলো। এমন ভাবে সব গুলো সোর্ড ছিলো যা স্যামের পিঠে দুটো সোর্ডের ডানা তৈরি করলো। সবাই অবাক হয়ে গেলো, কারণ স্যামকে একজন ব্যাটেল এঞ্জেলের মতো দেখাচ্ছিলো এখন। অবশ্য এঞ্জেল কেমন বা তাদেরকে কেউ দেখে নি। তবে শুধুমাত্র গল্পকথায় এবং টাওয়ারের বিভিন্ন ড্যানজনের মধ্যে পাওয়া ছবির মাধ্যমে জানতে পেরেছে এঞ্জেল সম্পর্কে কিছুটা। যদিও অনেকেই জানে যে ডানা হলেই এঞ্জেল হওয়া যায় না, কারণ একজনকে এঞ্জেল হতে হলে পাখির মতো সাদা ডানা প্রয়োজন হবে, তারপরও অনেকেই ধারণা করছে হয়তো স্যাম একজন এঞ্জেল হবে, অথবা এঞ্জেলের পাওয়ার রয়েছে তার মধ্যে।
যাইহোক, স্যাম তার পায়ে নিজের অউরা এনার্জি ফোকাস করলো এবং সেটা দিয়ে কিক মারলো। বলটা থেকে লাল বর্ণ ধারণ করলো। বলের উপর দিয়ে আগুন ধরে গেলো। ঠিক এই সময়ে তার পিছনে থাকা হাজার হাজার সোর্ড গুলো উড়ে বলের সাথে পাশে চলে গেলো। সোর্ড গুলো একত্রিত হয়ে বিশাল একটা বলের আকার ধারণ করলো।
-> সবাই আর্থ ওয়াল স্পেল ব্যবহার করো। (ড্যানিয়েল)
ড্যানিয়েল বুঝতে পারলো এট্যাকটা কতটা ভয়ানক ছিলো। তাই সে এবং তার বাকি দুজন টিম মেটের সবাই বিশাল তিনটা দেওয়াল তৈরি করলো সামনে। ড্যানিয়েল এবং তার টিমের বাকি দুজন মানা ইউজার, তাই তারা তাদের এট্রিবিউটকে শেপ দিতে পারে। অন্যদিকে একজন আছে যে একজন অউরা ইউজার এবং বাকি একজন হিলার। অউরা ইউজার গোল পোস্টের সামনে রয়েছে। তিনটা বড় এবং মোটা দেওয়াল তৈরি করলেও সেটা স্যামের এট্যাককে আটকাটে পারলো না। বল আকারে সোর্ড গুলো ঘুরতে ঘুরতে সামনের মাটির দেওয়ালকে একদম পারফেক্ট করে কেটে গোলের মধ্যে প্রবেশ করলো। গোল কিপার আটকানোর চেষ্টা করেছিলো, কিন্তু সোর্ডের আঘাতে তার বুকে অনেক ভয়ানক একটা কাট লাগে এবং বাম দিকে ছিটকে পরে যায় সে। তাদের হিলারও হিলিং স্পেল ব্যবহার করতে শুরু করলো।
-> তাহলে আমাদের প্রিন্স ব্যতীত ব্লু কিংডমেও শক্তিশালী কেউ আছে। (ড্যানিয়েল)
ড্যানিয়েল কথাটা বলতে বলতে পিছনে চলে গেলো্ তার নিজস্ব গোল পোস্টের কাছে ম্যাজিক ফুটবলটা ছিলো যা সে হাতে নিয়ে সেটা স্যামের দিকে নিক্ষেপ করলো।
-> দেখা যাক তোমার এট্যাক পাওয়ার এবং আমার ডিফেন্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে। (ড্যানিয়েল)
ড্যানিয়েল কথাটা বলেই নিজের ডোমেইন একটিভ করলো। এতোক্ষণ স্যামের ডোমেইন একটিভ ছিলো। যা চারিদিকে সোর্ড তৈরি করেছে, কিন্তু ড্যানিয়েল তার আর্থ এট্রিবিউটের ডোমেইন একটিভ করার সাথে সাথে ভিন্ন কিছু হয়ে গেলো।
-> (আর্থ এট্রিবিউট ডোমেইনঃ স্টোন ওয়ার্ল্ড)
ড্যানিয়েলের ডোমেইন একটিভ হওয়ার সাথে সাথে আবারো আশে পাশে সিনারিও চেঞ্জ হতে শুরু করলো। যদিও এখনো স্যামের ডোমেইন বাতিল হয় নি, বরং দুটো ডোমেইনই এক সাথে একটিভ ছিলো। চারিদিকে মাটির বিশাল বিশাল পাহাড় উঠে গেলো সেই পাহাড় গুলো হঠাৎ করে মাটি থেকে শক্ত পাথরে পরিণত হয়ে গেলো। ড্যানিয়েলের সামনে প্রায় বিশ থেকে ত্রিশ লেয়ারের পাথরের পাহাড় তৈরি হয়েছে, সেই সাথে আশে পাশে আরো তো আছেই।
পাথর গুলোর উপর দিয়েই স্যামের সোর্ড গুলো রক্তাক্ত শরীর গুলোর উপরে গাথা ছিলো যা স্যাম ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ঠিক এই সময়ে একটা সোর্ড দিয়ে সে নিজের হাতের কিছুটা অংশ কেটে নিলো এবং নিজের ফ্যামিলিয়ার সাম্মন করে নিলো।
-> ফ্যামিলিয়ার সাম্মনঃ হোয়াইট টাইগার। (স্যাম)
স্যাম তার ডিভাইন বিস্ট সাম্মন করে নিলো। যা সাম্মন করার সাথে সাথে বিস্টের সাথে স্যাম প্রজেস হয়ে গেলো। যেহেতু তার মূল উদ্দেশ্য ছিলো প্রতিপক্ষের ডিফেন্সকে ভাঙা, তাই স্যাম তার সম্পূর্ণ পাওয়ার দিয়েই সেটা ভেঙে প্রমাণ করতে চাচ্ছিলো ড্যানিয়েলের ডিফেন্স তার জন্য কিছুই না।
-> ডিভাইন বিস্ট হোয়াইট টাইগার, খারাপ না। কিন্তু ডিফেন্সের দিক দিয়ে আমার বিগ টার্টেল এগিয়ে থাকবে। (ড্যানিয়েল)
-> ফ্যামিলিয়ার সাম্মনঃ বিগ টার্টেল। (ড্যানিয়েল)
কথাটা বলেই ড্যানিয়েল তার নিজের ডিভাইন বিস্ট সাম্মন করে নিলো। সাম্মন করলেও সে স্যামের মতো প্রজেস করলো না। বরং নিজের টার্টেল এর আকার অনেক বড় করলো এবং সেটাকে অনেক গুলো পাহাড়ের লেয়ারের মধ্যে রেখে দিলো। স্যাম তার প্রজেস হওয়ার কারণে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তার স্ট্রেন্থ পূর্বের থেকেও মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তার শরীরে এনার্জিও ভয়ানক আকারে বইতে শুরু করেছে। স্যাম তার প্রজেস হওয়ার কারণে প্রায় অর্ধেক টাইগারে পরিনত হয়েছে, যা দেখতে পেয়ে পুরো গ্যালারি চিল্লাতে শুরু করলো। তারা সবাই স্যাম এবং ড্যানিয়েল দুজনকেই সমান ভাবে সাপোর্ট করতে শুরু করেছে। স্যাম তার প্রজেস হওয়া পাওয়ার এবং নিজের ডোমেইনের পাওয়ার একত্র করে একটা শক্তিশালী এবং স্পিডে কিক মারলো এই আশায় যে সেটা সব ডিফেন্স ভেদ করে চলে যেতে পারবে। বলের সাথে প্রথমে ফায়ার পাওয়ার যুক্ত হলো এরপর তার আশেপাশ দিয়ে সোর্ড গুলো একত্রিত হয়ে বিশাল আরেকটা বলের তৈরি করলো। এরপর সেটা হোয়াইট টাইগারের এনার্জির কারণে সেটা বিশাল বড় একটা হোয়াইট টাইগারে পরিণত হলো যা সামনে থাকা সব পাথরের দেওয়াল চুরমার করে দিলেও বিশাল টার্টেলের খোলসের সাথে বারি খেয়ে পিছনের দিকে চলে গেলো। স্যামের কিকে প্রচন্ড স্পিডে বলটা সামনে দিকে যাচ্ছিলো, যা এখন বাউন্স করে স্যামের টিমের গোল পোস্টের দিকেই যাচ্ছিলো। স্যামের কাছে বেশি সময় ছিলো না,
❝আমি যদি গোল আটকাতে যায় তাহলে আমার টিম মেম্বাররা গুরুতর আহত হবে।❞ (স্যাম)
স্যাম কোনো কিছু না ভেবেই তার ফুল স্পিডে পিছনে থাকা তার টিম মেম্বারদের সরিয়ে নিলো বলের সামনে থেকে। বলটা বারের ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথেই সবগুলো ব্যারিয়ার ভেঙে গেলো।
-> লেডিস এন্ড জেন্টেলম্যানস আমি আশা করছি আমাদের প্রথম স্টেজের প্রথম অংশ টুকু সবার ভালো লেগেছে। আমাদের এক ঘন্টা শেষ হওয়ার কারণে গেমটা অফ হয়ে যাচ্ছে। (হোস্ট)
কথাটা বলতে বলতে হোস্ট এরিনার সাইড থেকে মাঝখানে চলে আসলো তার আর্থ এট্রিবিউটের সাহায্যে একটা গোলেম তৈরি করে সেটার উপরে বসে। গোলেমটা হোস্টকে নিয়ে হাঁটতে হাঁটতে এরিনার মাঝখানে চলে এসেছে। আসার পূর্বে সে দুটো টিমের সাথে কিছু একটা কথা বলে এসেছে যা কেউই শুনতে পারে নি।
-> আমি জানি সবাই এতোক্ষণে বুঝে গিয়েছেন সবাই যে কোন দলগুলো জিততে পেরেছেন। হেরে যাওয়া টিমগুলো গ্যালারিতে পোঁছে যাবে এবং জয়ী হওয়া টিমগুলো এরিনার এক সাইডে গিয়ে দাঁড়াবে। অবশ্য যেসব টিম ড্র করেছে তারাও পরবর্তী স্টেজ খেলতে পারবে, কারণ তারা হেরে যায় নি। কিন্তু দুর্ভাগ্য বশত মাত্র দুটো টিমই ড্র করতে পেরেছে। আমাদের প্রথম ধাপের মধ্যে আমরা আপাতোতো দুটো টিম পেয়েছি যারা সর্বোচ্চ স্কোর করেছে। টিম এলিজাবেথ যে সিক্রেট কিংডমের এবং টিম গ্রিড যে কিনা রেড কিংডমের। তারা একশত এর সমান স্কোর করেছে। তাহলে দেখা যাক আমাদের বাকি ২২ টিম এখন কি করে। বাকি টিম গুলো এগিয়ে আসো এখন। (হোস্ট)
হোস্টের কথা মতো বাকি টিমগুলো এগিয়ে আসলো। তাদের চারদিক দিয়েও ব্যারিয়ার তৈরি করলো তিন একাডেমির ভাইস প্রিন্সিপাল।
-> তাহলে শুরু করা যাক পরের ধাপ। (হোস্ট)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।