#Demon_King#
পর্ব:১৮১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
আজ জয়েন্ট টুর্নামেন্টের শেষ রাউন্ড শুরু হয়েছে। যেখানে ৪৫ টি টিম অংশগ্রহন করে থাকলেও ইতিমধ্যে ১০ টি টিম বাতিল হয়ে গিয়েছে। শেষ রাউন্ডের প্রথম স্টেজে ৪৫ টি টিমের মধ্যে একটি ব্যতীত সবাইকে ম্যাজিক ফুটবল গেমে অংশগ্রহন করতে হয়েছে। ম্যাজিক ফুটবল যেখানে কেউই তাদের হাতের ব্যবহার করতে পারবে না। পায়ের এবং ম্যাজিকাল এনার্জির সাহায্যে একজন ফুটবল দিয়ে এট্যাক করে গোল করতে পারবে। যে টিম সবচেয়ে বেশি গোল করতে পারবে তারা বিজয়ী বলে ঘোষনা হবে। যদি কোনো রকম ভাবে দুটো টিমই সমান সংখ্যক গোল করে তাহলে দুটো টিমই পরবর্তী রাউন্ডে উঠতে পারবে। এই নিয়ম গুলোর কারণে আপাতোতো মোট ১২ টিম টিম পরবর্তী রাউন্ডে উঠতে পেরেছে এক ঘন্টার ম্যাজিক ফুটবলের স্টেজে অংশগ্রহন করে। এখনো প্রথম স্টেজ শেষ হয় নি। কারণ এখনো আরো ২২ টা টিম রয়েছে।
টুর্নামেন্টের হোস্টের কথা মতো বাকি টিমগুলো সামনে এগিয়ে এসেছে। প্রতিটা টিমের সাথে যাদের টোকেন মিলে তারা একত্রিত হয়ে দাঁড়িয়েছে। আবারো একাডেমির তিন ভাইস প্রিন্সিপাল তাদের ব্যারিয়ার ম্যাজিক এবং আইটেমের সাহায্যে এগারোটা ব্যারিয়ার তৈরি করলো। এবার কোনো রকম কথা বলা ছাড়ায় ব্যারিয়ারের মধ্যে বল নিক্ষেপ করে দেওয়া হলো। পূর্বের মতো এবারের টিমগুলোও বেশি সময় পেলো না রিয়েক্ট করার জন্য। তাই যে টিমের কাছে প্রথমে বল যায় তারাই গোল করতে পারে প্রথমে। সবাই বল নিজের কাছে রাখার চেষ্টা করতে শুরু করেছে, যা এলেক্স এক এক করে দেখতে শুরু করলো। প্রায় সবগুলো টিম এতোক্ষণে সাজিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র এলেক্সের টিমের সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। টিমের লিডার যেহেতু এলেক্স তাই তারা এলেক্সের থেকে অর্ডার লাভ করার অপেক্ষায় ছিলো।
❝আমার মনে হচ্ছে এই রাউন্ডে আমরা জিততে পারবো না। যদিও অরিজিনাল ভাবে দেখতে গেলে এনরির সেই স্পেশাল স্পেলের কারণে আমরা হ্যারির টিম থেকে অনেক শক্তিশালী। কিন্তু কথা যদি ম্যাজিক ফুটবলের হয়, তাহলে একার শক্তি দিয়ে কখনো এটা জেতা সম্ভব নয়। সেই সাথে হ্যারির টিম গত ছয় দিনে অনেক প্রাকটিস করেছে, অপরদিকে আমরা শুধু রুমের মধ্যে মেডিটেশন আর ঘুমানো ছাড়া কিছুই করতে পারি নি। এখন দেখা যাক এলেক্স কি বলে।❞ (ক্রিস ভাবছে)
❝ আমি তো এলেক্স আর ক্রিসের উপরে ভরসা করেছিলাম। ওরা কোনোরকম ট্রেনিং করে নি মানে ওরা দুজন এই গেমে এক্সপার্ট তাই না? কিন্তু আমার এখন কেনো মনে হচ্ছে আমরা হেরে যাবো? টুর্নামেন্টে যেহেতু প্রতিটা ব্যক্তির আলাদা র্যাংক হবে পুরস্কার অনুযায়ী তাই আমাকে অন্তত একটু ভালো করতে হবে। সিক্রেট কিংডমের প্রিন্সেসের সাথে বিয়ে এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাচ্ছি না।❞ (জেয়াব ভাবছে)
❝আমি এই স্টেজে কিছুই করবো না। যদিও হারলে আমাদের টিমের সম্মান হারিয়ে যাবে। সেই সাথে এলেক্সের সম্মানও হেরে যাবে অনেকটা। কিন্তু আমি কিছুতেই অন্য একটা মেয়ের সাথে এলেক্সের বিয়ে হতে দিতে পারি না।❞ (এনরি ভাবছে)
এলেক্সের টিমের সবাই কিছু না কিছু ভাবছিলো। সবাই কিছু না কিছু ভাবলেও মিও কি ভাবছিলো সেটা বোঝা অনেক কষ্টকর ছিলো। পাঁচজনই নিজেদের চিন্তায় ব্যস্ত ছিলো। ফুটবলটা রয়েছে হ্যারির কাছে। যে বলটা পাওয়ার পর এখনো এট্যাক করে নি। বরং অপেক্ষা করছিলো এলেক্সের টিমের রেডি হওয়ার জন্য।
-> আমরা কিন্তু তোমাদের উপরে আমাদের ফুল পাওয়ার ব্যবহার করবো, তাই এখন থেকেই বলছি রেডি হয়ে যাও। (হ্যারি)
হ্যারি কথাটা বলে এলেক্সের টিমকে একটা ওয়ার্নিং দিলো। যেহেতু এই স্টেজে প্রতিটা টিমেই জিততে হবে তাই সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। হ্যারিও তার সর্বোচ্চ করার চেষ্টা করে যাচ্ছে। এলেক্স কোনো রকম কথা না বলে পিছনের দিকে হাঁটা শুরু করলো এবং গোলপোস্টের সামনে এসে দাঁড়ালো। যেহেতু এলেক্স কিছু বলছিলো না তাই ক্রিসকেই সব কিছুর ভার তুলে নিতে হলো।
-> ঠিক আছে আমরাও প্রস্তুত থাকবো তোমাদের এট্যাকের জন্য। (ক্রিস)
ক্রিস কথাটা বলে জেয়াব, এনরি এবং মিওকে পিছনের দিকে রেখে নিজে সামনে এগিয়ে আসলো। হ্যারি কোনো কথা না বলেই তার বলটা পাশ করলো মাইরার কাছে। হ্যারির পা থেকেই ফুটবলের চারপাশ দিয়ে আগুন ধরে গেলো। মাইরার কাছে বল গেলে মাইরা সেটাকে কিক করে এলিনের কাছে পাশ করলো। মাইরার পায়ে থেকে বলের আগুনের মাত্রা আরো বৃদ্ধি পেলো। এবং এলিন আবার বলটা পাশ করলো হ্যারির কাছে। এলিনের পাশে বলটার আগুনের মাত্রা আরো বৃদ্ধি পেলো। হ্যারির পায়ে বলটা আসার পর হ্যারি তার পায়ে অউরা এনার্জি ফোকাস করে একটা কিক মারলো। কিকটায় অতিরিক্ত পাওয়ার এবং স্পিড থাকার কারণে ক্রিস সামনে থেকে কিছুই করতে পারলো না। বলের আগুনের মাত্রা তেমন বেশি না হওয়ার কারণে সবার সাইড দিয়ে সেটা অতিক্রম করলো। এলেক্স গোল পোস্টের সামনে দাঁড়িয়ে ছিলো, সে ও কিছুই করতে পারলো না শুধু বলটাকে গোল পোস্টের ভিতরে প্রবেশ করা দেখা ছাড়া। ফুটবলের মধ্যে থাকা সকল এনার্জি গোলপোস্টে থাকা ম্যাজিক স্টোন এবজোর্ব করে নিলে সেটা একটা সাধারণ ম্যাজিক ফুটবল হয়ে গেলো আবারো। বলটা এলেক্সের পায়ের কাছে চলে আসলো। যা এলেক্স ছোট একটা কিকের মাধ্যমে ক্রিসের কাছে পাঠিয়ে দিলো। ক্রিস বলটা পেয়ে কিছুটা অবাক হলো। কারণ এলেক্স তার এনার্জি প্রয়োগ করে নি বলটার মধ্যে। তাই সে জেয়াবের দিকে তাকালো।
-> যদিও আমরা ট্রেনিং করি হি, তারপরও এমন নয় যে আমরা কোনো অংশ দিয়ে দুর্বল। জেয়াব, তুমিও তোমার ফায়ার এনার্জি প্রবেশ করাও। (ক্রিস)
ক্রিস বলটা পাশ করলে জেয়াবের কাছে যে তার এনার্জি প্রবেশ করিয়ে কিক মারলো এবং সেটা আবারো ক্রিসের কাছে চলে গেলো। বলটা আগুনে জ্বলছিলো। যা ক্রিস তার ফায়ার এনার্জি দিয়ে কিক মারার সাথে সাথে অনেক শক্তিশালী এবং স্পিডে সেটা হ্যারিদের দিকে যাচ্ছিলো। সামনে হ্যারি দাঁড়িয়ে ছিলো, যাকে বলটা পাশ করে গেলেও পিছনে এলিন এবং মাইরা একইসাথে দাঁড়িয়ে ছিলো।
-> "ওয়াটার সুনামি" (মাইরা)
-> "ডাবল কাস্টিং, ওয়াটার সুনামি, ফ্রিজ" (এলিন)
মাইরা এবং এলিন তাদের স্পেল ব্যবহার করলো। মাইরা একটা স্পেল ব্যবহার করলেও সকল দৃষ্টি এখন এলিনের উপরে ছিলো। ডাবল কাস্টিং সেটাকেই বলা হয় যখন এক ব্যক্তি একই সাথে দুই এট্রিবিউটের বা একই এট্রিবিউটের দুটো ভিন্ন স্পেল একই সাথে ব্যবহার করে। এটা খুবই রেয়ার এবং খুব কম সংখ্যক ব্যক্তিই টাওয়ার এবং তার বাইরে ব্যবহার করতে পারে। মাইরা তার স্পেলের সাহায্যে সামনে বিশাল পানির সুনামি তৈরি করলো। ঠিক তার মতো এলিনও একই কাজ করলো। তবে এলিন তার সুনামির একটা সেপ তৈরি করলো। সেটাকে শুধু সুনামির আকার না দিয়ে এলিন সেটাকে বিশাল একটা পদ্ম ফুলের আকার দিলো যার উপরের অংশ ছিলো সামনের দিকে। ঠিক এই সময়ে এলিন তার পুরো ওয়াটার স্পেলের সমস্ত পানিকে তার আইস এট্রিবিউটের সাহায্যে জমিয়ে দিলো। প্রথমে মাইরার ওয়াটার সুনামিতে ক্রিসের করা কিকটা আটকে যায় এবং এরপরে এলিনের তৈরি করা বিশাল আইস লোটাসের সাথে ধাক্কা খেয়ে থেমে গেলো। যেহেতু ফায়ারকে ওয়াটার এবং আইস একইসাথে কাউন্টার করতে পারে, তাই বলের মধ্যে থাকা ফায়ার এনার্জি শেষ হয়ে গেলো এবং বলটা এলিনের সামনে পরে রইলো।
❝যে করেই হোক আমাকে এই স্টেজ জিততে হবে, তাতে করে এলেক্স প্রথম হতে পারবে না।❞
উক্ত কথা এলিন এবং মাইরা দুজনেই ভাবছিলো। আবারো এলিন তার এনার্জি প্রয়োগ করে মাইরার কাছে পাঠালো, মাইরা সেটা হ্যারির কাছে এবং হ্যারি সেটাকে আবারো এলিনের কাছে পাঠালো, এলিন আবারো মাইরার কাছে এবং অবশেষে মাইরা আবারো হ্যারির কাছে পাঠালো কিক মেরে। হ্যারি এবার কিক মেরে পাঠিয়ে দিলো সামনের দিকে। যা এবার ক্রিস মিস করলো না। সে সামনে থেকেই প্রস্তুত ছিলো এট্যাকের জন্য।
-> ”অউরা স্পেলঃ অউরা এনচান্টমেন্ট" (ক্রিস)
ক্রিস তার পুরো শরীরকে এনার্জিতে ঢেকে নিলো। এবার সে সামনের দিকে একটা ফ্রন্ট ফ্লিপ মেরে সামনে আসা বলটাকে একটা কিক মারলো। তিনজনের এনার্জির কারণে ম্যাজিক ফুটবলটা অনেক শক্তিশালী হয়েছে। যা ক্রিস পুরোপুরি কাউন্টার করতে না পারলেও বল যাওয়ার জায়গাটা একটু সরিয়ে দিতে পেরেছে। ক্রিসের পায়ে বলটা আঘাত করে সেটা চলে গেলো গোল পোস্টের সাইডে। ব্যারিয়ারে স্পর্শ করার সাথে সাথে সেই স্পিডে সেটা আবার ব্যাক করতে শুরু করলো। এই সময়ে ক্রিস নিজের ফায়ার এনার্জি চ্যানেল করে একটা কিক মারলো হ্যারিদের গোল পোস্ট বরাবর।
❝ভাবি ও নি আমাকে এখানে ফুটবল খেলতে হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের পুরানো কথা মনে পরতে শুরু করেছে। পূর্বের ওয়ার্ল্ডে হৃদয় অবস্থায় সে ১৪/১৫ বছর বয়সে প্রথম ফুটবল খেলতে গিয়ে নিজের পা ভেঙে ফেলেছিলো। সে একটা ভীতিকর একটা অবস্থা ছিলো। যা বড় অবস্থায় মনে পরলেও তার বুক কাপিয়ে তুলতো। যদিও এলেক্সের সেই অনুভূতি নেই, তারপরও এলেক্সের পূর্ব কথা মনে পরার কারণে নিশ্চুপ হয় থাকা ব্যতীত আর কিছু আছে কি না সেটা বুঝতে পারছিলো না। যে কারণে নিজেদের সকল এট্যাকই হ্যারিদের টিম ব্লক করতে কারছিলো এবং তাদের অধিকাংশ এট্যাকই এলেক্সের টিমকে রিস্ক দিতে শুরু করেছে। ঠিক তখনি এরিনার এক সাইড থেকে হোস্ট বলতে শুরু করেছে,
-> আমার মনে হয় লেখক এক জায়গায় ভুল করেছিলেন। যে কারণে সিক্রেট কিংডমের কুইনের মেসেজ আমার কাছে এসেছে। এই টুর্নামেন্টের প্রথম হওয়া ব্যক্তির পুরস্কার একই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবল সিক্রেট কিংডমের দ্বিতীয় পুরস্কারটা। যে ব্যক্তি এই টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করবে সে যদি ছেলে হয় তাহলে সে সিক্রেট কিংডমের প্রিন্সেসের সাথে বিয়ে করার সুযোগ পাবে। এবং কোনো মেয়ে যদি প্রথম হয় তাহলে সেই মেয়ে সিক্রেট কিংডমের প্রিন্সের সাথে বিয়ে করার সুযোগ পাবে। (হোস্ট)
হোস্টের কথা শুনে এলেক্স তাকালো উপরে ভিআইপি রুমের মধ্যে,
-> আমি প্রথম থেকেই ভেবেছিলাম আমার পরিবারে কোনো সমস্যা আছে, এখন বুঝতে পারছি বাবাকেই কেনো সব কিছু করতে হয়। কোনো ভাবেই টুর্নামেন্টে কাউকে প্রথম হতে দেওয়া যাবে না। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
আমি দুঃখিত ছোট হওয়ার জন্য। চোখে এতো ঘুম যে ঘুমে পরে যাচ্ছি। এমনিতেই সাইট আর ফেসবুক আইডিতে সমস্যা, তাই বেশি সময় পায় নি আজকে। কিছুদিন ফেসবুক আইডি ডিএক্টিভেট থাকবে এই সময়ে আমি সবাইকে পরামর্শ দিবো সাইটের মেইন মেনু থেকে আমার এপ ডাউনলোড করে নি অথবা ওয়েব সাইটের মেইন পেইজটা হোম পেজে এড করে রাখেন। আর সামনে মঙ্গল বারের পর্বটা ৩৫০০/৪০০০+ শব্দের দেওয়ার চেষ্টা করবো।