#Demon_King#
পর্ব:১৮২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের প্রথম স্টেজে অর্ধেক টিম প্রথমে অংশ গ্রহন করেছিলো এবং বাকি অর্ধেক টিম এখন অংশগ্রহন করেছে। সময় প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিলো। এই সময়ে হোস্ট আরো একটা ঘোষনা দিয়ে ফেললে সকল টিমের মধ্যেই অনেকটা এনার্জি ফিরে আসে। প্রথম দিকে দেখা যাচ্ছিলো সকল ছেলেরাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলো, কারণ তাদের মধ্যে থেকে কোনো ছেলে জয়ী হলেই সে সিক্রেট কিংডমের প্রিন্সেসকে বিয়ে করতে পারবে। তবে হোস্টের ঘোষনা দেওয়ার পর এখন সব মেয়েরাও তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কারণ কোনো মেয়ে বিজয়ী হতে পারলে তারা সুযোগ পাবে না বরং সিক্রেট কিংডমের প্রিন্সকে বিয়ে করতে পারবে সরাসরি। যদিও একটা মেয়ে চাইবে না অপরিচিত কোনো ছেলের সাথে বিয়ে করতে। কিন্তু যখন কথাটা স্ট্যাটাসের দিকে চলে আসে তখন একটা প্রিন্সকে সব মেয়েরাই বিয়ে করতে চাইবে।
এলেক্স ব্যারিয়ারে প্রবেশের পর থেকে তেমন কিছু একটা করছিলো না। হ্যারির টিম একের পর এক গোল করে যাচ্ছিলো। এলেক্সের প্রথম হওয়ার কোনো ইচ্ছায় ছিলো না। যার প্রধান কারণ হলো এলেক্স বিবাহিত, যদিও সে মানুষটা এলেক্সকে বিশ্বাস ঘাতকতা করেছে, তারপরও মনে প্রাণে একজনকেই এলেক্স ভালোবেসেছিলো এবং বিয়ে করেছিলো। যদিও সে ভালোবাসা এখম আর এলেক্সের মনে বেঁচে নেই, তারপরও এলেক্স জানে সে এখনো বিবাহিত। আর একাধিক স্ত্রী নিয়ে মজা করার মতো মানসিকতা এলেক্সের নেই। তাই হোস্টের ঘোষনা দেওয়ার পর এলেক্সও সিরিয়াস হয়ে গেলো। যদিও ব্যাপারটা অনেক বিপদজনক এরপরও এলেক্স এখন কাউকেই প্রথম হতে দিতে চাচ্ছে না।
ক্রিস একটা কাউন্টার কিক মেরেছে হ্যারিদের গোল পোস্ট বরাবর, যেটা হ্যারি সামনে থেকে থামাতে পারলো না তার শক্তিশালী এট্যাক ব্যবহার করেও। পিছন থেকে এলিনের ব্রেসলেটের মধ্য থেকে তার ফিনিক্সটা বেরিয়ে আসলো। ডিভাইন বিস্ট ফিনিক্সের আগমনে পুরো দর্শকটা নির্বাক হয়ে গেলো। তাদের মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছিলো না। সবাই উত্তেজনায় মেতে উঠলো। অনেকে প্রথমবারের মতে ডিভাইন বিস্ট ফিনিক্স দেখতে পারলো। আবার অনেকে কয়েকবারের মতো দেখে ফেলেছে। তবে সবাই যতই দেখুক বা না দেখুক তারা বরাবরের মতোই অবাক হচ্ছে। অবাক হবেই না কেনো,
-> আমি শুনেছি আগুনের পাখি ফিনিক্স লাল এবং হলুদ রঙের হয়ে থাকে। এই প্রথম আমি কোনো কালো ফিনিক্স পাখি দেখতে পাচ্ছি।
-> আমিও, যদিও এতোদিন শুধু সবার মুখে শুনে এসেছি। কিন্তু আজ নিজের চোখে দেখতে পেয়ে আসলেই অনেকটা অবাক হয়েছি।
-> আমি কখনো কালো রঙের আগুনের কথা শুনি নি, বা কখনো কোনো কালো রঙের আগুন দেখি নি। এই কালো ফিনিক্স কতটা শক্তিশালী হবে?
-> যেহেতু এটা একটা ডিভাইন বিস্ট, তাই একটা ডিভাইন বিস্টের মতোই শক্তিশালী হবে।
দর্শকরাও এক এক করে কথা বলতে শুরু করেছে। যেহেতু টাওয়ার এবং টাওয়ারের বাইরে খুবই কম মানুষ রয়েছে যারা ডিভাইন বিস্টকে নিজের ফ্যামিলিয়ার বানাতে পেরেছে, তাই অধিকাংশ ব্যক্তিরাই এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে। যদিও তাদের একটা ডিভাইন বিস্ট নেই তবে সবাই আশা করে যে একদিন তাদেরও হবে। তাই কিছু কিছু ব্যক্তি আছে যারা সকল ডিভাইন বিস্ট নিয়ে গবেষনা করে এবং তাদের কিরকম পাওয়ার রয়েছে তা বের করে এবং সেগুলো অন্যদের সাথে শেয়ার করে। সেরকমই একজন দর্শক বলতে শুরু করলো।
-> প্রতিটা আগুনের উৎস থেকে জন্ম হয় ফ্লেমিং বার্ড বা ফিনিক্সের। এটাকে আমরা একটা ডিভাইন বিস্ট বলে থাকি। এই ডিভাইন বিস্টের অনেক ধরনের পাওয়ার রয়েছে। তবে সব থেকে শক্তিশালী একটা পাওয়ার হলো ফায়ার ম্যানুপুলেট। এটা তার আশেপাশের সকল ফায়ার এনার্জি বা ফায়ারকে কন্ট্রোল করতে পারে।
লোকটার কথা শেষ হলো আর সাথে সাথেই দর্শকরা দেখতে পারলো যে ক্রিসের দেওয়া কিক যার কারণে বলের চারদিক দিয়ে আরো মারাত্মক আকারে আগুন প্রজ্বলিত হচ্ছিলো। তবে এলিন তার ফিনিক্সকে বের করার পর ফিনিক্সটা শুধু তার পাখার দুই ঝাপটায় বলের সমস্ত এনার্জিকে এবজোর্ব করে নিলো। সাথে সাথে বলটা সাদা হয়ে গেলে এবং সেটা এলিনের পায়ের কাছে পরে গেলো। এলিন বলটাকে লাথি মেরে উপরে পাঠিয়ে দিলো এবং তার ফিনিক্স তার ডানা ঝাপটিয়ে উপরে উঠলো কিছুটা এবং ডানার ঝাপটানি দিয়ে বলটাকে এট্যাক করলো সামনের দিকে। বলটা একদম সবার চোখের গতিকে ছেদ করে এলেক্সের টিমের গোলপোস্টের দিকে যাচ্ছিলো। এলেক্স যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে প্রায় ২০ ফুট উপর দিয়ে বলটা একদম বুলেটের থেকেও স্পিডে আসছিলো। তবে সেটা পোস্টের ভিতরে প্রবেশ করার পূর্বে এলেক্স তার জায়গা থেকে অদৃশ্য হয়ে গেলো।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স তার একটিভ স্কিল ব্লিংক ব্যবহার করলো। যেটা ব্যবহার করে সে একদম বলের পিছনে চলে আসলো। একদম পারফেক্ট সময়ে সে বলের পিছনের চলে এসেছে কারণ স্কিল ব্যবহারের সময়ে এলেক্স একটা কিক মারতে যাচ্ছিলো সামনে। এমন অবস্থায় আছে যেখানে বলের সাথে এলেক্সের পা স্পর্শ করেছে।
(একটিভ স্কিলঃ ফুল কাউন্টার)
এলেক্স তার স্কিল ফুল কাউন্টার ব্যবহার করেছে। পূর্বে প্রতিটা এট্যাকে বলের চারদিক দিয়ে লাল-হলুদ আগুন বের হলেও এবার সে আগুনটা ছিলো কালো। অধিকাংশ দর্শকের চোখে সেটা পরে নি কারণ বলের স্পিড অনেক বেশি ছিলো। কিন্তু যাদের নিজেদের চোখের স্পিড সে এট্যাকের সমান বা বেশি রয়েছে তারা স্পষ্ট দেখতে পারলো। অবশ্য এ সংখ্যা তেমন বেশি ছিলো না। বলের চারদিকে দিয়ে কালো প্রজ্বলিত আগুন ছিলো। যা বল থেকে আস্তে আস্তে এলেক্সের পায়ে এনার্জি আকারে এবজোর্ব হয়ে গেলো। ঠিক এই সময়ে সে এনার্জি আবার বলের মধ্যে দ্বিগুণ আকারে বেরিয়ে গেলো। এলেক্স বলটাকে কিক মারলো যা পূর্বের থেকেও বেশি স্পিডে হ্যারিদের গোলপোস্টের দিকে রওনা দিলো। সবাই নিচে থাকার কারণে এবং এলেক্স উপর থেকে কিক মারার কারণে বলটা উপর দিয়েই হ্যারিরের গোলপোস্টের মধ্যে প্রবেশ করলো। এতোটা দ্রুত বল প্রবেশ করেছে যে এলিনও সেখানে তার ডিভাইন বিস্টের ব্যবহার করার সময় পেলো না। বলটা দুই পোস্টের মধ্য দিয়ে প্রবেশ করে গোল হয়ে গেলো। সাথে সাথে ক্রিস চেঁচিয়ে উঠলো।
-> এই নাহলে আমাদের টিম লিডার। আমি জানতাম এলেক্স সময়ের অপেক্ষায় ছিলো। (ক্রিস)
-> যাক ভালোই হলো, অন্তত আপাতোতো আমরা ড্র করে করেছি। (জেয়াব)
❝এলেক্স যেহেতু চেষ্টা করছে তাই আমার মনে হয় না এলেক্স এখানে অন্য কোনো মেয়েকে জিততে দিবে। এতে করে এলেক্সের বিয়ে হওয়ার কেনো সম্ভবনাও থাকবে না অন্য কোনো মেয়ের সাথে। তবে আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেহেতু এক এক ব্যক্তি প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারবে তাই আমাকেও চেষ্টা করতে হবে। আমি প্রথম হতে পারলে হয়তোবা আমি আরো কাছে চলে আসতে পারবো এলেক্সের। এতে করে আমার মিশন পূর্ণ হয়ে যাবে এবং আমি অতি দ্রুত এই অলিম্পাসে চলে যেতে পারবো এই শরীর ছেড়ে।❞ (এনরি ভাবছিলো)
বিপক্ষ টিম থেকে হ্যারি এবং মাইরা দুজনই তাদের ফ্যামিলিয়ার বের করে ফেললো। হ্যারির ফ্যামিলিয়ার লাইটনিং বার্ড এবং মাইরার ফ্যামিলিয়ার ফায়ার স্পিরিট ট্রিভিয়া সাম্মন করে ফেললো। দুজনেই তাদের ফ্যামিলিয়ারের সাথে মার্জ হয়ে গেলো। প্রথমে বলটা এলিন তার ফ্যামিলিয়ারের কাছে পাঠায়, যা বলকে হালকা ঝাপটা মেরে মাইরার কাছে পাঠিয়ে দেয়। বলের মধ্যে কালো ফ্লেইম এনার্জি থাকে যা মাইরার কাছ থেকে কালো এবং টক টকে লালের মিশ্রণ হয়ে যায়। এরপরে সেটা হ্যারির কাছে পাশ করে মাইরা। হ্যারি তার ফায়ার এনার্জির সাহায্যে বলটাকে নিজের কাছে রাখে এবং কিক মারার সময় একই সাথে ফায়ার এবং লাইটনিং এনার্জি প্রয়োগ করে সেটাকে মারাত্মক স্পিডে এলেক্সের টিমের দিকে নিক্ষেপ করে একটা কিকের মাধ্যমে। এবার বলের চারিদিক দিয়ে লাল-কালো আগুনের সাথে হলুদ লাইটনিংও ছিলো। যা বলটাকে মারাত্মল বিপদজনক বানিয়ে তুলেছে। সবার বিস্ট সাম্মন করা দেখতে পেয়ে জেয়াব এবং ক্রিসও তাদের বিট সাম্মন করে ফেলেছিলো এবং সেটার সাথে মার্জ হয়ে গিয়েছে। ক্রিস তার ফ্যামিলিয়ার ফায়ার মাংকি এবং জেয়াব তার ফ্যামিলিয়ার লাভা গোলেমের সাথে প্রজেস হয়ে গেলো। বলটা একদম মুখ বরাবর উচ্চতায় আসছিলো তাদের দিকে। সবার সামনে ক্রিস দাঁড়িয়ে যার সামনে লাফ দিয়ে জেয়াব চলে আসলো।
-> আমার ফ্যামিলিয়ারের ডিফেন্স একটু বেশি, তাই হয়তো আমাকেই শিল্ড হতে হবে। (জেয়াব)
কথাটা বলে জেয়াব তার দুই হাত সামনে দিয়ে বলটাকে আটকানোর চেষ্টা করলো। কিন্তু বলের স্পিড এতো ছিলো যে সেটা জেয়াবকেও পিছনে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিলো। জেয়াব আহত হলেও তার শরীর তেমন মারাত্মক ড্যামেজ নিচ্ছিলো না তার ফ্যামিলিয়ারের কারণে। তখনি ক্রিস পিছন থেকে শক্ত করে জেয়াবকে ধরে ফেললো।
-> (ফরবিডেন স্পেলঃ সারপ্রাইজ)
এনরি তার স্পেশাল স্পেলটা ব্যবহার করলো। স্পেলটা এতোটায় স্পেশাল যে এটা শুধুমাত্র প্রাণ এনার্জি ইউজাররাই ব্যবহার করতে পারে। এবং কয়েক শত বছর পর পর শুধুমাত্র একজন ব্যক্তিই পাওয়া যায় যে এই স্পেলটা ব্যবহার করতে পারে। আর তাদের মধ্যে এখন এনরি একজন। এনরি স্পেলটা ব্যবহার করার সাথে সাথে তার টিম মেম্বার সবার শরীরের আশ্চর্যজনক পাওয়ার চলে আসলো। ক্রিস এবং জেয়াব দুজনে তাদের ফ্যামিলিয়ারের পাওয়ার থাকা সত্ত্বেও হ্যারিদের এট্যাক করা বলটাকে আটকাতে পারছিলো না। কিন্তু তারা কয়েক সেকেন্ডের জন্য বলটাকে আটকিয়ে দিয়েছে, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্যই ছিলো। বলটা দ্রুত গতিতে দুইজনকে অনেক তীব্র গতিতে দুই সাইডে ঝাটকা মেরে ফেলে দিয়ে গোল পোস্টের দিকে অতিক্রম করলো। ক্রিস এবং জেয়াব যে ক্ষত প্রাপ্ত হয়েছে তা সাথে সাথে ঠিক হয়ে গেলো এনরির স্পেশাল স্পেলের কারনে। বলটা এলেক্সের দিকে অনেক দ্রুত গতিতে অতিক্রম করছিলো। এলেক্স আবারো অনুভব করলো তার শরীরের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। তার স্পিডও বৃদ্ধি পেয়েছে যা সে অনুভব করতে পারলো। এলেক্সের আশে পাশের সব কিছু আবারো থেমে গেলো। মনে হচ্ছিলো সময় তার জন্য স্থির হয়ে গিয়েছে। এটা তার সাথে বেশ কয়েকবার হয়েছে। অবশ্য এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত এনরির স্পেলটা এর পূর্বেও এলেক্স অনুভব করেছে এবং তাতে কিছু সময়ের জন্য তার পাওয়ার অনেকটা বৃদ্ধি পেয়েছিলো এবং দ্বিতীয় যে বিষয়ের কথা বলা হচ্ছিলো সেটা হলো এলেক্সের পাশের সব কিছু স্তব্ধ হয়ে যাওয়াটা। এটা ঠিক আচমকা ভাবে এলেক্সের সাথে হয়ে যায় যা কোনোভাবেই এলেক্স কন্ট্রোল করতে পারে না। তবে বেশি সময়ের জন্য থাকে না এটা। তাই এলেক্স আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বলটার দিকে। বলটাও থেমে গিয়েছে তার থেকে একটু সামনেই। বলের উপরে এলেক্স স্পর্শ করলো, সাধারণ ভাবে সেটাকে আটকানোর বা ধরার চেষ্টা করতে গেলে এলেক্সের অনেক স্ট্রেন্থের বা শক্তিশালী একটা স্কিলের প্রয়োজন হতো, কিন্তু এলেক্সের স্পর্শ করাতেই বলটা পিছনের দিকে সরে গেলো কিছুটা। ঠিক সেই সময় সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেলো। তবে বলটা এলেক্সের গোল পোস্টের দিকে না গিয়ে তার থেকে আরো কিছুটা স্পিডে হ্যারিদের গোল পোস্টের দিকে রওনা দিলো। কি হলো কেউ কিছুই বুঝতে পারলো না। একটু পূর্বে এলেক্স এক জায়গায় ছিলো আর চোখের পলক ফেলার পূর্বেই এলেক্স আরেক জায়গায় চলে আসলো। এটা টেলিপোর্টেশন বলে সবাই আশা করছে, কিন্তু যেসব ব্যক্তি টেলিপোর্টেশন সম্পর্কে কিছুটা হলেও ধারনা রাখে তারা খালি চোখে বলে দিতে পারছে এটা টেলিপোর্টেশন ছিলো না। তাছাড়া এলেক্স কিছু করেও নি। আপনা আপনি বলটা অন্যদিকে চলে যায়, শুধুমাত্র এলেক্স পাশে হঠাৎ করে চলে আসে। হ্যারিদের টিমের কেউ বুঝতেই পারলো না কি হচ্ছিলো। যদিও এটা তাদের এট্যাক ছিলো, তারপরও নিজেদের সেখানে এলেক্সের এনার্জি স্পর্শিত হওয়ার কারণে সেটা আরো শক্তিশালী হয়ে যায়। এমনিতেই কেউ বলের দিকে লক্ষ্য করে নি, তাই বলের আঘাতে হ্যারি, মাইরা এবং এলিন তিন জনই দূরে ছিটকে পরে যায় এবং বলটা এলেক্সের টিমকে একটা গোল করে দেয়।
* * * * *
একদম এরিনার উপরে দাঁড়িয়ে ছিলো এলমন্ড। যে এরিনা সহ গ্যালারির সব কিছুর দিকে নজর রাখছিলো। মাত্র হওয়া গোলটা দেখে সে ভাবতে শুরু করলো
❝তাহলে আমার অংশের পাওয়ারও এলেক্স আনলক করে ফেলেছে। ঠিক আছে এলেক্স, তোমাকে আরো শক্তিশালী হতে হবে আমার প্রতিশোধ নেওয়ার জন্য।❞ (এলমন্ড ভাবছে)
গোলটা হওয়ার পর পরই হোস্ট প্রথম স্টেজের সমাপ্তি জানিয়ে দিলো সবার কাছে। ব্যারিয়ার গুলো সরে গেলো সাথে সাথে।
-> আমাদের আরো একটা উত্তেজনায় পূর্ণ এক ঘন্টা অতিক্রম হলো। আমার মনে হয় না এই সময়ে দুটো ব্যারিয়ার ব্যতীত কেউ অন্য কোথাও চোখ রেখেছেন। সিক্রেট কিংডমের প্রিন্স এবং ব্লু কিংডমের প্রিন্সের টিমের যে ম্যাচটা ছিলো সেটা আসলেই মারাত্মক ছিলো, যদিও আমরা সিক্রেট কিংডমের প্রিন্সকে তার ফ্যামিলিয়ার ব্যবহার করতে দেখি নি তারপরও আমরা ব্লু কিংডমের প্রিন্সের টিম থেকে ডিভাইন বিস্ট ব্লাক ফিনিক্সকে দেখতে পেরেছি। দ্বিতীয় আরো একটা ব্যারিয়ার যেখানে সবাই নজর রেখেছেন সেটা হলো সিক্রেট কিংডমের প্রিন্সেসের টিমে, যদিও তাদের ব্যারিয়ারের মধ্যে তেমন পাওয়ারফুল কিছু দেখতে পারি নি বিপক্ষ টিম থেকে, কিন্তু প্রিন্সেসের টিমটা এই স্টেজের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক গোল করে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছেন। যে সকল টিম হেরে গিয়েছে তারা গ্যালারিতে প্রবেশ করবে এখনি। (হোস্ট)
হোস্টের কথা মতো হেরে যাওয়া টিমগুলো ব্যারিয়ারের বাইরে চলে গেলো। যাদের মধ্যে হ্যারিদের টিমও ছিলো। যদিও তারা হেরে যাওয়ার পরও মন খারাপ করে নি, বরং হাসি মুখেই এলেক্স এবং এলেক্সের টিমকে বিদায় জানিয়ে গ্যালারির মধ্যে চলে যায় টেলিপোর্ট হয়ে। হোস্ট আবারো বলতে শুরু করলো।
-> যদিও এক টিম অনেক বেশি স্কোর করেছে এবং এক টিম অনেক কম স্কোর করেছে এরপরও প্রতিটা টিম যারা জয়ী হতে পেরেছে তাদেরকে সমান স্কোর দেওয়া হবে। ড্র হওয়া টিম কোনো স্কোর পাবে না। ১০ করে দেওয়া হবে প্রতিটা টিমকে। যা তাদের টিমের সবার উপরে সমান করে ভাগ হয়ে যাবে। সেই হিসাবে দেখলে মোট ৩ টা টিম ব্যতীত বাকি ২১ টিমের প্রতিটা মেম্বারই ২ পয়েন্ট করে পাবে। অবশ্য যেসব টিমপ একজন সদস্য কম আছে তাদের এক একজনের পয়েন্টও অন্যাদের থেকে একটু বেশি হবে। যাইহোক এখন আমরা পরবর্তী স্টেজের দিকে একটু নজর দেই। আমাদের দ্বিতীয় স্টেজ হতে যাচ্ছে স্প্রিন্ট। যেখান থেকে কোনো রকম টিম বলতে কোনো কথা নেই। (হোস্ট)
হোস্টের কথা শুনে সবাই অনেকটা অবাক হলো। তবে সবাই হোস্টের কথা শেষ হওয়ার অপেক্ষা করছিলো।
-> মোট ২৪ টিম যারা অংশগ্রহন করবে আমাদের দ্বিতীয় স্টেজে, তারা এখন থেকে আর টিম আকারে অংশগ্রহন করতে পারবে না। বরং এখন প্রতিটা টিমের সদস্য নিজ এবং আলাদা হয়ে দ্বিতীয় স্টেজে অংশগ্রহন করবে। স্প্রিন্ট স্টেজ তার নামের মতোই, এই স্টেজে প্রতিটা মেম্বারকে দৌড়াতে হবে বিশাল এক জায়গায়। অবশ্য আমাদের ভ্যেনু এই এরিনায় হবে, যেখানে আমাদের তিন একাডেমির প্রিন্সিপাল তাদের স্পেস ম্যাজিক ব্যবহার করবেন। প্রথম রাউন্ডে আমরা তিন কিংডমের একাডেমির ভাইস প্রিন্সিপালের অবিশ্বাস্য স্পেশাল ব্যারিয়ার এট্রিবিউটের পাওয়ার দেখতে পেরেছি। কিন্তু এই দ্বিতীয় স্টেজে আমরা তিন কিংডমের একাডেমির প্রিন্সিপালের অবিশ্বাস্য স্পেশাল স্পেস এট্রিবিউট দেখতে পারবো। তিন প্রিন্সিপাল তাদের স্পেলের সাহায্যে আমাদের এরিনার মধ্যেই স্পেশাল একটা জায়গা তৈরি করবে। তাদের স্পেলে এই এরিনার ছোট একটা জায়গাও হবে বিশাল একটা ডেড ফরেস্ট বা ডিমনিক ফরেস্টের মতো। তাই সবাই আরো বেশি এক্সাইটমেন্টের জন্য প্রস্তুত হয়ে যান। (হোস্ট)
* * * * *
কিছু সময়ের জন্য আমাদের সিনটা একটু চেঞ্জ হলো অন্য জায়গাতে। বিশাল চারটা পিলার রয়েছে, চার ভিন্ন রঙের চার পিলারের উপরে চার জন ব্যক্তি বসে আছে। তারা অনেক চিন্তিত রয়েছে। পাঁচ পিলারের একদম মাঝখানে নিচে দুটো সোর্ড রয়েছে। দুটো সোর্ড ক্রোস আকারে মেঝেতে গেথে আছে, যার একটা কালো এবং একটা সাদা। কালো সোর্ডটা বিশাল হ্যাভি টু হ্যান্ডেড সোর্ড হলেও সাদাটা একটা গ্রেট সোর্ড ছিলো। চারজন ব্যক্তি পিলারের উপর থেকে এই সোর্ড দুটোর দিকে তাকিয়ে ছিলো চিন্তিত ছিলো।
[এতো দিনে তার তো এখানে এসে যাওয়ার কথা তাই না? তার সোর্ড প্রতিনিয়ত কম্পন করে যাচ্ছে।]
লাল পিলারের উপরে বসে থাকা ব্যক্তিটা সাদা সোর্ডটার দিকে তাকিয়ে বললো, এবার নীল পিলারে থাকা আরেকজন বলতে লাগলো,
[কিন্তু আমরা যা করেছি, তোমাদের কি মনে হয় সেটা সে মেনে নিবে?]
লাল পিলারে বসে থাকা ব্যক্তিটা আবারো বলতে লাগলো নীল পিলারে বসা লোকটার প্রতিউত্তরে,
[আমাদের পাঁচ জনের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং মনের দিক দিয়ে সবচেয়ে দুর্বল ব্যক্তি সেই। তাই প্রতিবার রেইনকার্নেট হওয়ার পর সে পূর্বের সব কিছু ভুলে যায়। এজন্য আমাদের কোনো কিছু সম্পর্কে চিন্তা করতে হবে না।]
নীল পিলারে থাকা ব্যক্তিটা বলতে শুরু করলো।
[এটা তো আমিও জানি, তার পূর্বের রেইনকার্নেট এর কিছুটা আগে আমরা তার বংশের সবগুলো ব্যক্তিকে মেরে ফেলেছি যাতে করে তার মতো আর কেউ তৈরি না হয়, রেইনকার্নেট এর পরে সব কিছু ভুলে যাওয়ার কারণে সে কিছুই বুঝতে পারে নি, আর এ কারণে আমাদের এখনো রেইনকার্নেটে যেতে হয় নি। কিন্তু আমার মনে হয় না এবারও ব্যাপারটা সেভাবে যাবে।]
লাল পিলারে থাকা ব্যক্তিটা এবার হেসে বলতে শুরু করলো,
[তাহলে কি চাচ্ছে তুমি? যেই শত্রুকে মারার জন্য আমাদের অস্তিত্ব তার সাথে আবারো সংসার করতে চলে যাক আমাদের সবচেয়ে শক্তিশালী লিডার?]
হলুদ পিলারে বসে থাকা ব্যক্তিটা এবার বলতে শুরু করলো।
[তোমরা নিজেদের মধ্যে ফাইট না করে মেইন কাজে ফোকাস করো। যেহেতু সে আবারো রেইনকার্নেট নিয়েছে, তাই আমাদের তার এনার্জি সিগনেচার এর অপেক্ষা করতে হবে আপাতোতো। যেহেতু এখনো আমাদের শত্রুর সোর্ড কোনো রকম সাইন দিচ্ছে না তাই আপাতোতো আমরা বলতে পারছি যে আমাদের লিডারকে নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তাকে তার পূর্বের জায়গায় নিয়ে এসে তার পূর্ব লক্ষ্য মনে করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, আর আমরা সেটায় করবো।]
সবাই হলুদ পিলারে বসে থাকা ব্যক্তিটার সাথে একমত হয়ে চুপ হয়ে গেলো। তবে তখনি আবারো লাল পিলারে বসে থাকা ব্যক্তিটা কালো পিলারে বসে থাকা ব্যক্তিটাকে বলতে শুরু করলো।
[K তোমাকে অনেক পূর্বে একটা কাজ দিয়েছিলাম না? সেটা কি সম্পূর্ণ করেছো?]
কালো পিলারে বসে থাকা ব্যক্তিটা উত্তর দিলো,
[কোন টা?]
[আমাদের ধ্বংস করে দেওয়া শক্তিশালী পরিবারের শেষ এক ব্যক্তি জীবিত ছিলো না? তাকে হত্যা করার কথা না তোমার? সে যদি কোনো ভাবে জীবিত থাকে আর আমাদের লিডারের কাছে চলে আসে তাহলে আমাদের এতো কালের প্লান সব কিছু কিন্তু মাটি হয়ে যাবে।]
কালো পিলারে থাকা ব্যক্তিটা উত্তর দিলো,
[সেটা নিয়ে ভাবতে হবে না। আমি তার ব্যবস্থা নিয়ে নিয়েছি। সে যদি রেইনকার্নেটও করে তারপরও আমার তৈরি করা ব্রোকেন ওয়ার্ল্ড থেকে বের হতে পারবে না।]
* * * * *
আমাদের সিন চেঞ্জ হয়ে গেলো।
টাওয়ার অফ গ্লাটোনি,
এরিনার মধ্যে তিন কিংডমের একাডেমির প্রিন্সিপাল তাদের স্পেশাল এট্রিবিউটের সাহায্যে একটা এরিয়া ক্রিয়েট করেছে। যেখানে কয়েক ধরনের জায়গা একই সাথে ছিলো। বিশাল বড় বড় গাছের সাথে সাথে কিছু জায়গায় মরুভূমি, কিছু জায়গায় বিশাল পুকুর, কিছু জায়গায় বিশাল পাহাড় আবার কিছু জায়গায় বরফ নিয়ে এরিনা তৈরি হয়েছে। ভিতরে স্পেস ম্যাজিক ব্যবহার করা হয়েছে বলে জায়গায় বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে অনেক জায়গা ছিলো। যেহেতু এখন সব গুলো টিমের সদস্যকে এখন আলাদা ভাবে অংশ নিতে হচ্ছে তাই নিজের টিম মেম্বারকেও এই স্টেজে শত্রু হিসেবে দেখতে হচ্ছে। যদিও একে অপরের সাথে ফাইট করতে প্রস্তুত ছিলো না কেউই তবে প্রথম হওয়ার জন্য সবাইকে ফাইট করতেই হবে। ২৪ টিমের মোট ১১৮ জন ব্যক্তি দাঁড়িয়েছে স্টার্টিং পয়েন্টে। তাদের সামনে বিশাল একটা খালি জায়গা। সে জায়গা পার করলেই অনেক দূরে একটা ফরেস্ট দেখা যাচ্ছিলো। হোস্ট নিয়ম গুলো বলতে শুরু করলো।
-> আমাদের দ্বিতীয় রাউন্ড স্প্রিন্ট অনেক সহজ হতে চলেছে। এই রাউন্ডে আমাদের তিন প্রিন্সিপাল তাদের স্পেশাল এট্রিবিউটের সাহায্যে একটা জায়গা তৈরি করেছে। এই জায়গার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ফ্লাগ বসানো রয়েছে। যে ফ্লাগগুলোতে স্পর্শ করলেই সে বাতিল হয়ে যাবে এবং এরিনার বাইরে টেলিপোর্ট হয়ে যাবে। এই ফ্লাগ গুলো নির্ধারণ করবে সবাই কোন দিকে যাবে। প্রতিটা ব্যক্তিকে ফ্লাগগুলোকে ফলো করে শেষ গন্তব্যে পৌঁছাতে হবে। তারা চাইলে তাদের ফ্যামিলিয়ার, স্পেল ম্যাজিক এমনকি নিজেদের সমস্ত আইটেম ব্যবহার করতে পারবে। তবে বলে রাখি প্রতিটা এরিয়া পার করলেই তাদের উপরে গ্রাভিটি পাওয়ার বৃদ্ধি পাবে, যে কারণে সামনে যাওয়া পূর্বের থেকে কষ্টকর হতে শুরু করবে। (হোস্ট)
হোস্ট নিয়ম গুলো বুঝিয়ে দিলো। যেটা শুনে সবাই বুঝতে পারলো তাদের কি করতে হবে। তাই সবাই স্টেজ শুরু হওয়ার অপেক্ষায় ছিলো। সব গুলো ছেলে মেয়েই প্রস্তুত ছিলো, হোস্টের আওয়াজে স্টেজ শুরু হওয়ার সময়েই এলেক্স তার জায়গা মতো দাঁড়িয়ে রইলো। সে একটুও নড়লো না। সবাই দৌড় দেওয়ার জন্য প্রস্তুত ছিলো, কিন্তু অধিকাংশ ব্যক্তিই দৌড় দিতে গিয়ে মাটিতে পা বেঁধে যাওয়ার কারণে নিচে পরে যায়। এমিয়াস সবাইকে পিছনে ফেলে নিজে চলে যায় এলেক্সের আদেশে। এমিয়াস সামনে চলে যাওয়ার পরে এলেক্সও সামনে যেতে শুরু করলো। এতোক্ষণে অনেকেই সামনে চলে গিয়েছে। তবে অধিকাংশ পরে যাওয়ার কারণে পিছনে পরে গিয়েছে।
-> আমি বুঝলাম না কি হলো এখানে?
-> এরকম তো হওয়ার কথা নয়?
-> আমার মনে হয় কেউ আর্থ এট্রিবিউটের ব্যবহার করেছিলো আমাদের উপরে।
-> তাহলে হয়তো একটু চালাকি করে আমরাও জিতে যেতে পারবো।
যারা পরে গিয়েছে তারা মনে করছে কেউ একজন আর্থ এট্রিবিউট ব্যবহার করে উঁচু মাটির কিছু একটা তৈরি করেছিলো যে কারণে তারা নিচে পরে যায় কিন্তু তারা একটা জিনিস জানে না যে এমিয়াসের আশেপাশে এমিয়াসের বিপক্ষ হয়ে থাকলে ভাগ্য সব সময় এমিয়াসের উপরে কাজ করে। অনেক ব্যক্তি সামনে এগিয়ে গিয়েছে, তারা সবাই প্রথম হওয়ার আশা করছিলো। এতোক্ষণে এমিয়াসকেও কয়েকজন ব্যক্তি ছাড়িয়ে চলে গিয়েছে। তবে তারা এমিয়াসের থেকে কিছুটা দূরে চলে যাওয়ার সাথে সাথেই পা পিছলে মাটিতে পরে যায়। যা অনেকটা লজ্জাজনক ছিলো সবার জন্যই। পিছন থেকে এলেক্স ভাবতে শুরু করলো,
❝তাহলে এমিয়াসের ভাগ্য এবং আমার মধ্যেকে জয়ী হয় সেটা আমাকে দেখতে হবে। যদি আমি জয়ী হতে পারি এমিয়াসের ভাগ্যের বিরুদ্ধে তাহলে হয়তোবা আমি আমাকে কন্ট্রোল করতে চাওয়া লোকের বিরুদ্ধেও জয়ী হতে পারবো।❞ (এলেক্স ভাবছে)
* * * * *
আমাদের সিন চেঞ্জ হলো।
আন্ডারওয়ার্ল্ড,
বিশাল একটা প্যালেসের মধ্যে এক ব্যক্তি তার রুমের সিংহাসনের মধ্যে বসে আছে। তারই সামনে হঠাৎ কালো ধোঁয়া তৈরি হয়ে আরো এক ব্যক্তির আগমন হলো। মানুষের মতো শারিরীক আকার তবে জ্যাকেলের মতো মাথাওয়ালা এক ব্যক্তি দাঁড়িয়ে রইলো হেডিসের সামনে।
[হঠাৎ রুলার অফ ডেড আমার মতো ছোট কন্সটেলেশন অফ ডেডের সাথে দেখা করতে আসলো কেনো আমি বুঝতে পারলাম না।]
[আমার মনে হয় না আমাকে সে কারণ তোমাকে বলতে হবে। রুলার অফ ডেড এবং একই সাথে রুলার অফ আন্ডারওয়ার্ল্ড হওয়ার কারণে আমার কর্তব্য এটা যে আন্ডারওয়ার্ল্ড থেকে কোনো সউল যেনো বাইরে প্রবেশ না করে। কিন্তু তুমি একজন কন্সটেলেশন অফ ডেড হওয়ার পরও সে নিয়মের ব্যতিক্রম করেছো, তাই আমি তোমাকে এখানে শাস্তি দিতে এসেছি।]
[তোমার কি মনে হয় আনুবিস, রুলার অফ ডেড হওয়ার পর সব কিছু তোমার আদেশে হবে? আমার কাজে বাকি কন্সটেলেশন অফ ডেডও রাজি ছিলেন, যে কারণে তুমি এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না।]
[তুমি অনেক বড় ভুল করছো হেডিস। মুন কন্সটেলেশন যদি শুনতে পারে তুমি আন্ডারওয়ার্ল্ডের একটা সউলকে টাওয়ারের বাইরের একটা ওয়ার্ল্ডে পাঠিয়েছো তাহলে সেই ওয়ার্ল্ড সহ তোমাকে ধ্বংস করে দিবে সে।]
[প্রথমে তার কানে বিষয়টা যাক তো। তার কানে যাওয়ার পূর্বে দেখতে পারবে টাওয়ারের মধ্যে অর্ধেক বস্তু রক্তে লাল হয়ে গিয়েছে। হাহাহাহাহাহাহা]
* * *
To Be Continued
* * *
কেমন হলো অবশ্যই ফেসবুকের পোস্টের একটা কমেন্ট করে জানাবেন।