#Demon_King#
পর্ব:১৮৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে, যেখানে প্রথম স্টেজ ম্যাজিক ফুটবল ইতিমধ্যে শেষ হয়েছে। এখন দ্বিতীয় স্টেজ স্প্রিন্ট শুরু হয়েছে। দ্বিতীয় স্টেজের নিয়ম গুলো অনেক সহজ এবং সিম্পল ছিলো। তিন কিংডমের একাডেমির প্রিন্সিপাল মিলে তাদের স্পেস ম্যাজিকের মাধ্যমে এরিনার মধ্যে আলাদা একটা জায়গা তৈরি করেছে। সাধারণত এরিনা ছোট মনে হলেও ভিতরে যারা রয়েছে তাদের কাছে অনেক বড় মনে হচ্ছে সেই নতুন জায়গাকে। স্প্রিন্ট শুরু হয়েছে যেখানে তিন কিংডমের বিভিন্ন টিমের ব্যক্তিরা ভিন্ন ভিন্ন হয়ে অংশ গ্রহন করেছে। পূর্বের স্টেজে টিম আকারে তারা অংশগ্রহন করে থাকলেও এবার আর টিম আকারে কেউ অংশগ্রহন করতে পারে নি। বরং সবাইকে নিজেদের মতো এই স্টেজে অংশ নিতে হয়েছে। সাধারণত একটা টিমের ব্যক্তি আলাদা হওয়ার পরও তার নিজের টিম মেম্বারকে সাহায্য করতো, কিন্তু যেহেতু টুর্নামেন্টের পুরস্কার গুলো আলাদা আলাদা ব্যক্তিদের দেওয়া হবে, তাই কোনো ব্যক্তিই সেটাতে কাউকে ভাগ দিতে চাচ্ছে না।
দ্বিতীয় স্টেজ শুরুর পর থেকেই প্রতিটা ব্যক্তি চাচ্ছিলো বাকিদের থেকে সবার প্রথমে পৌঁছাতে। তাই তাদের মধ্যকার কম্পিটিশনও অনেক মারাত্মক ছিলো। যেহেতু কোনো নিয়ম ছিলো না যে একে অপরকে কেউ এট্যাক করতে পারবে না। তাই দৌড়ের মাঝেও অনেকে তাদের আশেপাশের ব্যক্তিদের এট্যাক করছে বা করার চেষ্টা করছে। যেহেতু সবার দিকে নজর রাখা সম্ভব হচ্ছে না সবার তাই হোস্ট প্রতিটা ব্যক্তির অবস্থান এক এক করে দর্শকদের বলতে শুরু করেছে।
-> সবাই অনেক আগ্রহে বসে আছে যে এই স্টেজে বিজয়ী কে হবে। আসলে আমিও অনেক আগ্রহী সেটা জানার জন্য। তবে প্রথম থেকেই হয়তো আমরা একটা ক্লিয়ার উত্তর পেয়ে গিয়েছি কে এই স্টেজে বিজয়ী হবে। ব্লু কিংডমের নতুন জনপ্রিয় হান্টার এমিয়াস অন্যান্যদের থেকে অনেক বিশাল একটা লিড নিয়েছে। যেখানে এতোক্ষণে অন্যান্য টিম গুলো প্রথম ফিল্ডের অর্ধেকও অতিক্রম করতে পারে নি, সেখানে এমিয়াস পুরো ফিল্ড অতিক্রম করে দ্বিতীয় ফিল্ডে পৌঁছে গিয়েছে। অন্যদিকে আমরা সিক্রেট কিংডমের ছোট প্রিন্সেস, সে বাকিদের পিছনে রেখে আপাতোতো দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরে ব্লু কিংডমের ডিউকের সন্তান স্যাম এবং পূর্বের রাউন্ডে স্যামের সাথে ফাইট হওয়া ড্যানিয়েলও রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সিক্রেট কিংডমের প্রিন্স সবার পিছনে রয়েছে। সে কোনো রকম খুব আস্তে আস্তে পদক্ষেপ ফেলছে, যদিও সে দৌড়াচ্ছে কিন্তএ তার দৌড়ানোতে তেমন একটা স্পিড নেই। (হোস্ট)
হোস্টের কথা শুনে সবাই নজর দিলো এলেক্সের দিকে। পুরো স্টেজ রেকর্ড করার জন্য বিভিন্ন স্থানে ম্যাজিক স্টোন বসানো রয়েছে। সেই সাথে উপর দিয়ে বেশ অনেক গুলো ফ্যামিলিয়ার পাখি উড়ে বেরাচ্ছিলো। তাদের সাথে রেকর্ডিং করার ম্যাজিক স্টোন যুক্ত করা ছিলো যে কারণে পুরো স্টেজের সব কিছুই রেকর্ড করা সম্ভব হচ্ছিলো। হোস্টের কথা শুনে দর্শকদের মধ্যে কথা শুরু হলো।
-> সিক্রেট কিংডমের প্রিন্স কি মানা ইউজার না?
-> হ্যাঁ, এজন্যই তার জন্য এটা অনেক কষ্টকর একটা স্টেজ হবে।
-> কিন্তু সে তো চোখের পলকে হারিয়ে যেতে পারে।
-> আরে সেটা হয়তো সিক্রেট কিংডমের দেওয়া কোনো লিজেন্ডারি আইটেম হবে। যা প্রিন্সকে টেলিপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায়।
-> যেহেতু টেলিপোর্টেশন করা যাবে না এরকম কোনো নিয়ম বলা হয়নি, তাই প্রিন্স তো সেটা ব্যবহার করেই একদম প্রথম স্থানে চলে যেতে পারবে।
-> সেটা সম্ভব হবে না। কারণ সব গুলো ফিল্ডের মধ্যে ফ্লাগ ব্যবহার করা হয়েছে। সেই ফ্লাগ অনুসরন না করলে কখনোই একজন ব্যক্তি শেষ গন্তব্যে পৌছাতে পারবে না।
-> তাহলে তো সিক্রেট কিংডমের প্রিন্স এখানে কিছুই করতে পারবে না।
-> তবে অন্যান্য মানা ইউজার তো ভালোই করছে।
-> হ্যাঁ অন্যান্য মানা ইউজার ভালো করছে, বিশেষ করে যাদের কাছে এয়ার এট্রিবিউট রয়েছে তাদের কিছু একটা করার সুযোগ রয়েছে এই স্টেজে।
-> আমার তো এমিয়াসের উপরে অনেক হিংসা হচ্ছে। কোথায় থেকে সে চলে এসেছে এবং পুরো এরিনার মেয়েদের সাপোর্ট নিজেদের করে নিয়েছে।
-> আসলেই, তাছাড়া সিক্রেট কিংডমও কিন্তু অনেক বড় একটা সুযোগ নিচ্ছে এখানে।
-> সেটা কেমন?
-> এই টুর্নামেন্টে যে ব্যক্তি প্রথম হবে সে নিশ্চয় পুরো টাওয়ারের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। সে যদি ছেলে হয় তাহলে সিক্রেট কিংডম তার সাথে নিজেদের প্রিন্সেস এর বিয়ে দিবে এবং সে যদি মেয়ে হয় তাহলে সিক্রেট কিংডম তাদের একমাত্র প্রিন্সের সাথে বিয়ে দিবে। দুই দিক দিয়েই লক্ষ্য করলে সেটা সিক্রেট কিংডমের পাওয়ার আরো বৃদ্ধি করবে।
-> আমার কেনো জানি মনে হচ্ছে এই স্টেজে সিক্রেট কিংডমের প্রিন্সেসই জয়ী হবে। তার পাওয়ার সম্পর্কে তো টাওয়ারের মধ্যে অনেক গুজব রয়েছে।
-> হ্যাঁ শুধু মাত্র ইয়াং জেনারেশন নয়, বরং বড়দের মধ্যেও সবচেয়ে দ্রুত গতির হান্টার সিক্রেট কিংডমের দুই প্রিন্সেস। তাদের কোনো মিশনেই তারা শত্রু পক্ষকে নিজেদের মুখ পর্যন্তও দেখায় নি।
-> তাহলে তারা এতো পিছনে কেনো রয়েছে?
-> আরে যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে হবে তাদের তাই প্রথম থেকেই তারা নিজেদের এনার্জি সংগ্রহ করে রাখছে। শুধু তারা নয় বরং এ কাজ বাকিরাও করে যাচ্ছে।
আমরা চলে আসি আমাদের মূল চরিত্রের দিকে। এলেক্স সবার পিছনে পরেছে। তার সামনে প্রায় কয়েক কিলোমিটার দূরে তার থেকে সামনের ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছিলো।
-> এটা আসলেই পৃথিবীর ম্যারাথন এর মতো। (এলেক্স)
এলেক্স এটাকে তার পূর্বের ওয়ার্ল্ডের ম্যারাথন এর সাথে তুলনা করলো। অনেক দূর পর্যন্ত যেতে হবে এলেক্সকে, তাই প্রথম থেকেই লিড নিয়ে কোনো লাভ হবে না এলেক্সের। তাছাড়া যেহেতু সবার সামনে এমিয়াস রয়েছে তাই এলেক্স এখনি নিজের ভাগ্যকে খারাপ করতে চাচ্ছিলো না। মূলত এমিয়াসের লাক্ অনেক বেশি হওয়ার কারণে তার বিপক্ষে কেউ থাকলে তাদের ভাগ্য খারাপ হয়ে যায়। যদিও লজিক্যাল ভাবে সেটা হয় না বরং এমিয়াসের ভাগ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে তার সাথে সব ভালো কিছু হয়ে থাকে। আর তার সাথে ভালো কিছু হলেও অন্যদের সাথে সেটা খারাপ হিসেবে হয়ে থাকে। যে কারণে তার আশে পাশে এখন কেউ যেতে চাইলে হয়তো পায়ে পা লেগে পরে যাবে, কিংবা হঠাৎ মাটি গর্ত হয়ে নিচে পরে যাবে। এলেক্স যে আস্তে আস্তে যাচ্ছে এমনও নয়। সে হালকা একটু স্পিড ব্যবহার করে হেঁটে যাচ্ছিলো। সে হাঁটলেও মনে হচ্ছিলো সে কম স্পিডে দৌড়াচ্ছিলো। এলেক্স হালকা স্পিড ব্যবহার করলেও তার সামনে যে ব্যক্তিগুলো রয়েছে তারা তাদের সর্বোচ্চ স্পিড ব্যবহার করছিলো প্রথম থেকেই। কেউ কেউ অর্ধেক কিংবা তার থেকে কিছু বেশিও ব্যবহার করছিলো। মূলত এই স্টেজে অউরা ইউজারদের সুযোগ বেশি ছিলো। কারণ অউরা ইউজাররা তাদের অউরা এনার্জি শরীরে চ্যানেল করে নিজেদের স্ট্রেন্থ এবং স্পিড বৃদ্ধি করতে পারছিলো, অন্য দিকে মানা ইউজারদের সে সুযোগ কমই ছিলো। যদিও মানা ইউজাররাও নিজেদের শরীরকে শক্তিশালী এবং স্পিড বৃদ্ধি করতে পারে এনার্জি চ্যানেল করে সারা শরীরে, কিন্তু অউরা এনার্জি ইউজার যেখানে ১০০ ভাগের ১ ভাগ এনার্জি ব্যবহার করবে, সেখানে মানা ইউজারের ১০০ ভাগের ২০ ভাগ এনার্জি ব্যবহার করতে হয়। যে কারণে মানা ইউজারদরে এনার্জি দ্রুত শেষ হয় নিজেদের শরীরকে শক্তিশালী এবং দ্রুতগতির করতে চাইলে।
প্রথম থেকেই অনেক ব্যক্তি তাদের সব এনার্জি ব্যবহার করে একটা লিড নেওয়ার চেষ্টা করছিলো, কিন্তু তারা প্রথম ফিল্ড অতিক্রম করে নিজেদের প্রায় সবটা এনার্জি শেষ করে ফেলেছে। তাদেরকে এখন থেমে অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে যারা পিছন থেকে নিজেদের এনার্জি সেভ করে চলেছে তারা তাদের উপরে এট্যাক করছিলো আবার অনেকে ইগনোর করে চলে যাচ্ছিলো। এলেক্সও প্রথম ফিল্ড অতিক্রম করেছে, যেখানে শেষ প্রান্তে সে বেশ কিছু ব্যক্তিকে বসে থাকতে দেখতে পাচ্ছে। তাদেরকে তাদের মতো রেখে দিয়ে এলেক্স আবারো সামনের দিকে রওনা দিতে লাগলো। ঠিক এই সময়ে এলেক্সের মনে হলো সে কিছু একটা মিস করছিলো।
❝আমি তো এখানে জেনারেলকেও ব্যবহার করতে পারি।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার নিজের ছায়া থেকে জেনারেলকে সাম্মন করে নিলো। পাঁচ লেজ যুক্ত বিশাল কালো এবং নীল কালারের সমন্বয়ে ফক্স জেনারেল বেরিয়ে আসলো এলেক্সের পিছন থেকে। জেনারেল বেরিয়ে আসার পরেই এলেক্স একটা লাফ দিয়ে জেনারেল এর পিঠে বসে পরলো।
-> সাধারণ গতিতে ফ্লাগ গুলো অনুসরণ করতে থাকো। (এলেক্স)
এলেক্সের কথা মতো জেনারেল সামনের দিকে রওনা দিলো। বিশাল বিশাল চারটা পায়ের এক পদক্ষেপেই জেনারেল অনেক দূরে চলে যেতে পারছিলো। এলেক্স জেনারেলের উপরে বসে মেডিটেশন করতে শুরু করলো। যদিও এলেক্স তার কোরের পাওয়ার বৃদ্ধি করতে চাচ্ছে না, কিন্তু তাই বলে এতো কম এনার্জি সাপ্লাই নিয়ে সে তার স্কিল গুলো ব্যবহার করতে পারবে না। তাই মেডিটেশন এর মাধ্যমে একটু হলেও তাকে তার কোরের জায়গা বৃদ্ধি করতে হবে। আবারো হঠাৎ হোস্টের কথা শোনা গেলো পুরো এরিনার মধ্যে,
-> যেসকল ব্যক্তি প্রথম থেকেই লিড নেওয়ার চেষ্টায় নিজেদের সব ম্যাজিক এনার্জি শেষ করে দিয়েছে, তারা এখন রেস্ট নিচ্ছে বা অন্যদের এট্যাকের শিকার হচ্ছে। অন্যদিকে সবার পিছনে থাকা সিক্রেট কিংডমের প্রিন্স তার কাছে থাকা অবিশ্বাস্য ট্রিক্স ব্যবহার করে অনেক ব্যক্তিদের থেকে এগিয়ে যাচ্ছে। যেহেতু এই রাউন্ডে প্রতিটা ব্যক্তি তাদের এট্রিবিউট এমনকি ফ্যামিলিয়ারও ব্যবহার করতে পারবে, তাই সিক্রেট কিংডমের প্রিন্স প্রথম থেকেই তার স্পেশাল এট্রিবিউটের ব্যবহার শুরু করেছে। যেরকম অবস্থা হয়েছে আমাদের মনে হয় আমরা শীঘ্রই তার ডিভাইন বিস্ট ব্লাক ড্রাগনের দেখাও পেতে যাচ্ছি। (হোস্ট)
হোস্ট কথাটা বলে কিছুটা থেমে আবারো বলতে শুরু করলো।
-> আমাদের অন্যান্য অংশগ্রহনকারীরাও কিন্তু খারাপ করছে না। বিশেষ করে সিক্রেট কিংডমের দুই প্রিন্সেস এবং সেই অজানা দুই ট্যালেন্টেড ব্যক্তি। আসলেই বলতে হবে রেড কিংডম এবং সিক্রেট কিংডম থেকে হঠাৎ করে দুজন শক্তিশালী ব্যক্তি বের হবে সেটা কেউই ভাবে নি। ঠিক হঠাৎ করে যেভাবে এমিয়াসের উদয় হয়েছে ব্লু কিংডমে ঠিক সেভাবেই সিক্রেট কিংডমের এলিজাবেথ এবং রেড কিংডমের গ্রিডের এন্ট্রি হয়েছে। দুজনকে পূর্বে তেমন কিছু করতে না দেখা গেলোও মনে হচ্ছে এই রাউন্ডে জয়ী হওয়ার জন্য উঠে পরে লেগেছে তারা। (হোস্ট)
আমাদের সিন এবার এরিনার মধ্যে ফরেস্টের মধ্যে চলে আসলো। দুজন মেয়ে প্রায় একসাথেই সামনের দিকে দৌড়িয়ে যাচ্ছিলো। তাদের স্পিড এতোটা ছিলো যে দুজনেই দ্বিতীয় স্থানে ছিলো যেখানে তাদের পিছনের ব্যক্তিরা অনেক পিছনে ছিলো। এরা দুজন সিক্রেট কিংডমের প্রিন্সেস মারফা এবং মারফি ছিলো।
-> আপু আমাদের দ্রুত করতে হবে, যদি কোনো ছেলে জয়ী হয় তাহলে ফুপি-কুইন তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর যদি কোনো মেয়ে জয়ী হয় তাহলে এলেক্সের সাথে তার বিয়ে দিয়ে দিবে। (মারফা)
কথাটা ছোট প্রিন্সেস মারফা বললো। তারা দুজনেই সিক্রেট কিংডমের মিনিস্টার বা কুইনের ভাইয়ের মেয়ে। যদিও তারা প্রিন্সেস টাইটেল এর যোগ্যতা রাখে না স্বাভাবিক ভাবে। কিন্তু বড় মারফির বিয়ে সিক্রেট কিংডমের প্রথম প্রিন্সের সাথে হওয়ার কারণে সে অফিসিয়াল ভাবে সিক্রেট কিংডমের প্রিন্সেস হয়ে যায়। আর সে প্রিন্সেস হওয়ার কারণে তার ছোট বোনও সবার কাছে প্রিন্সেস বলেই পরিচিত হলেও মূলত অফিসিয়াল ভাবে মারফা এখনো প্রিন্সেস হতে পারে নি।
-> কে কার চিন্তা করছে এখন? একটু পূর্বেই তো বললে না যে আমাদের প্রিন্সকে পছন্দ করো না? আর এখন তো প্রিন্সকে নিয়ে হোস্ট কিছু বললেই তোমার মুখ লাল হয়ে যাচ্ছে এবং টুর্নামেন্টে জয়ী হওয়ার কথা বলতেছো আমাকে। (মারফি)
মারফির কথায় মারফা অনেকটা লজ্জা পেয়ে গেলো।
-> আপু আমি এলেক্সকে নিয়ে ভাবছি না। বরং আমি আমার কথা চিন্তা করছি। তিনজন ব্যক্তি রয়েছে যাদের মোটেও আমার স্বাভাবিক মনে হয় না। প্রথমত যে এমিয়াস সবার সামনে রয়েছে। যদিও সে যেখানে যায় তার আজব পাওয়ার দিয়ে সবাইকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু ভাগ্য বশত তার পাওয়ার আমাদের দুজনের উপরে কাজ করে না। তাকে স্বাভাবিক মনে হলেও আমি তার থেকে একটা মনস্টারের অউরা অনুভব করতে পারি যখনি তাকে দেখি। (মারফা)
-> আসলেই অনেক ভয়ানক তার এনার্জিটা। (মারফি)
-> এরপরে সেই গ্রিড নামের ব্যক্তিটা, যার হাসিটা দেখলেই বোঝা যায় সে স্বাভাবিক নয়। তার থেকেও অনেক ওমনিয়াস একটা এনার্জি আমি অনুভব করেছি। কিছুটা ডিমনিক এনার্জির মতোই মনে হচ্ছিলো সেটাকে। এরপরে আসা যাক আমাদের কিংডমের সেই এলিজাবেথের কাছে। তার চেহারা দেখে মনেই হয় না সে আমাদের কিংডম কিংবা এই টাওয়ারের কোনো বাসিন্দা হবে। ধরা যাক কোনো একটু পুরাতন গুপ্ত বংশের সন্তান হবে, কিন্তু সে যে এখন পর্যন্ত কোনো রকম এনার্জিই ব্যবহার করে নি এটা খুব আজব একটা বিষয়। (মারফা)
মারফা এখন পর্যন্ত চারজন ব্যক্তিকে নিয়ে চিন্তিত ছিলো। প্রথম তিনজনের কথা তো উল্লেখই করলো সে। এবং সবার শেষে রয়েছে এলেক্স। যে সবার পিছনে থাকলেও অনেক দ্রুত গতিতেই এগিয়ে আসছিলো নিজের এট্রিবিউটের সাহায্যে।
আমাদের সিন আবারো চেঞ্জ হয়ে গেলো। ড্যানিয়েল এবং স্যাম প্রায় সমান গতিতে সামনের দিকে দৌড়িয়ে যাচ্ছিলো। দুজনের কেউই এখন পর্যন্ত রেস্ট নেওয়ার নাম নিচ্ছে না।
-> একটু রেস্ট নিয়ে নাও, নাহলে তোমার ডিভাইন বিস্ট বের করলে তো সে তেমন কিছু একটা করতে পারবে না। (স্যাম)
ড্যানিয়েলের ডিভাইন বিস্ট একটা টার্টেল ছিলো। যা সাধারণত অনেক শক্তিশালী হলেও সেটার গতি তুলনামূলক ভাবে অনেক কম। সে জন্য স্যাম ড্যানিয়েল এর সাথে মজা নিতে শুরু করেছে।
-> হাহাহাহা, খুব ফানি। নিজের কাছে টাইগার ফ্যামিলিয়ার থাকার পরে সবারই আত্মবিশ্বাস স্পিডের দিক দিয়ে একটু বেশিই থাকবে। হয়তোবা কচ্ছপ এবং খরগোশের গল্প শুনতেই পেরেছো। শেষ পর্যন্ত জয় কচ্ছপেরই হবে। (ড্যানিয়েল)
ড্যানিয়েল প্রথম থেকে স্যামের সাথে ঝগড়া করে যাচ্ছে। ছোট ছোট কথায় কথায় তাদের মধ্যে ঝগড়া তৈরি হচ্ছে। ঠিক তাদের ফ্যামিলিয়ারের মতো যেখানে টার্টেল এর ঝগড়া সব সময় টাইগারের সাথে লেগেই থাকে। আমরা যদি অন্য একটা জায়গায় লক্ষ্য করি তাহলে দেখতে পারবো একটা মেয়ে কোনো রকম এনার্জি ব্যবহার করা ব্যতীতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে হঠাৎ সে থামলো। তার পিছন থেকে একটা ছেলে এগিয়ে আসছিলো। ছেলেটাকে লক্ষ্য করে মেয়েটা তাকালো। সাথে সাথে মেয়েটার সামনে এসে ছেলেটা থেমে গেলো। আরো তিন চারটা ছেলে এগিয়ে আসছিলো পিছন থেকে। যারা মেয়েটার চোখে তাকানোর সাথে সাথে থেমে গেলো। একজন ছেলে আর্থ এট্রিবিউটর হওয়ার কারণে একটা রথের মতো কিছু একটা তৈরি করলো। যার উপরে মেয়েটা উঠে দাঁড়ালো। সেটার সামনে ধরার মতো কিছু একটা ছিলো যা ধরে চারজন ব্যক্তি টানতে শুরু করলো। চারজনই অউরা ইউজার ছিলো। তাদের চারজনের একত্র শক্তিতে যে স্পিড পাবার কথা তার থেকেও দ্বিগুণ স্পিডে তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এক অদৃশ্য এনার্জি তাদের শরীরে ভর করেছে, যে কারণে তারা মেয়েটার আদেশ শোনা ব্যতীত আর কিছুই করতে পারছিলো না।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।