#Demon_King#
পর্ব:১৮৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
[শুধু এই জন্ম নয়, তোমার প্রতিটা রেইনকার্নেশন এর জীবন আমার কোনো এক রেইনকার্নেশন এর সাথে সম্পর্কিত থাকবে। যেহেতু আমি তোমার বিরুদ্ধে ফাইট করে কখনো জিততে পারবো না, তাই প্রতিবারই আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি তোমার বিপরীত পরিচয়ে নিয়ে আসবো।]
এলেক্স মেডিটেশন করতে ব্যস্ত ছিলো। চোখ বন্ধ করে সে তার আশেপাশের এনার্জিকে এবজোর্ব করার চেষ্টা করছিলো। ঠিক সেই সময়ে হঠাৎ করে একটা সিন দেখতে পারলো। কে বা কারা এই কথাটা বলছিলো তার কিছুই বুঝতে পারলো না সে। তবে সেটা দেখার পরে মেডিটেশন থেকে হাঁপিয়ে বের হয়ে আসলো এলেক্স। চোখ খুলে ফেললেই মেডিটেশন করা শেষ হয়ে যায়, তবে ঘুম থেকে খারাপ স্বপ্ন দেখতে পেয়ে একজন ব্যক্তি যেভাবে লাফিয়ে উঠে ঠিক সেরকম অবস্থা হয়েছে এলেক্সের। এলেক্স কোনো রকম কথা না বলেই জেনারেলের পিঠের উপরে শুয়ে পরলো।
-> এই নাইটমেয়ার গুলো কখন শেষ হবে? (এলেক্স)
এলেক্স শুয়ে পরার পরই নিজেকে কথাটা বললে। বিভিন্ন রকম ডিম্যান প্রিন্সকে অ্যাভেটার হিসেবে পাওয়ার পর থেকে তাদের স্মৃতি গুলো এলেক্স দেখতে পেরেছে। শুধু যে তাদের স্মৃতি গুলো দেখেছে এমন নয়। তাদের জীবনটা অনেকটা এলেক্সের হয়ে গিয়েছে। যদিও সে সেগুলোকে মেইন ক্যারেক্টারে থাকলে তেমন গুরুত্ব দেই না। তবে মাঝে মাঝেই এলেক্স বেশ কিছু ভিশন দেখতে পায়, যা অতীতের। সেগুলো কোন ডিম্যান প্রিন্সের সেটা সম্পর্কে এলেক্সের কোনো ধারণায় নেই, কারণ সে ভিশন গুলোতে কে বা কারা থাকে এমনকি সেটা কি নির্দেশ করে সেটার কিছুই এলেক্স বুঝতে পারে না। জেনারেলের পিঠের উপরে বসে এলেক্স ভাবতে শুরু করলো এই বিষয় নিয়ে। এখনো অনেক কিছু রয়েছে যার রহস্য তার কাছে অজানা রয়েছে। কিন্তু আপাতোতো এসব রহস্যে এলেক্সের যেতে মন চাচ্ছিলো না। প্রথম দিকে এলেক্সের কাছে কিছু না থাকার কারণে তার মূল গোল ছিলো তার ডেস্টিনির বিপক্ষে যাওয়া মানে এক্সব্লকে প্রবেশ করে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হওয়া। কিন্তু এলেক্স সময়ের সাথে সাথে একটা জিনিস বুঝতে পেরেছে। আর সে বিষয়টা হলো এলেক্স পূর্বে যে সব জিনিস গুলো পায় নি তা সবকিছু তার কাছে এখন রয়েছে। জীবনে কখনো বাবা-মায়ের ভালোবাসা কি সেটা এলেক্স বুঝতে পারে নি। অনেক ছোট অবস্থায় এলেক্স মানে হৃদয় বাবা-মা হারিয়ে মানুষ হয়েছে। বন্ধু বলার মতো কোনো মানুষ তার ছিলো না। ভালোবাসার মানুষ যাকে বলতো সে এক সময়ে বিশ্বাসঘাতকতা করে তাকে। কিন্তু এই ওয়ার্ল্ডে আসার পর নিজের সমস্ত ইমোশন এখন হারিয়ে ফেলার পরও এলেক্স বুঝতে পেরেছে সে যা কিছু পায় নি তার পূর্বের ওয়ার্ল্ডে এলেক্স হিসেবে, সেটা সে এই ওয়ার্ল্ডে পেয়েছে।
❝যেহেতু এই জায়গা পৃথিবীর মতো নয়, তাই এখানের বাবা-মা রা হয়তো পৃথিবীর মতো সন্তানদের লালন-পালন করে না। তাছাড়া পৃথিবীতেই লক্ষ্য করলে দেখা যাবে আমার নিজের দেশের মায়েরা সন্তানদের উপরে যেকরম গুরুত্ব দিতো সেটা অন্যান্য দেশের মায়েরা কম বা বেশি দিতো। ঠিক সেরকম হয়তো আমার সাথেও হচ্ছে। তারপরও আমি আমার জীবনে একটা বছর মায়ের ভালোবাসা পেয়েছি। প্রথম দিকে কিছুটা ইমোশন থাকলেও এখন আমি সেটার কিছুই ফিল করতে পারছি না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের ভাবনা একটু থেমে গেলো। সে এবার জোরে জোরেই বলতে শুরু করলো।
-> আমি আর হৃদয় নই, যে সব সময় একা একটা রুমের মধ্যে বন্ধ থাকতে পছন্দ করলো। বরং আমি এখন এলেক্স হয়েছি যার একটা পরিবার আছে। আর আমাকে সে পরিবারকে রক্ষা করতে হলে এখানেই থাকতে হবে। আমি চাই না পূর্বের মতো আমি আবারো সেই হৃদয়ে পরিণত হয়ে একাকিত্ব বোধ করি। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই উঠে পরলো তার জেনারেলের পিঠ থেকে। এতোক্ষণে অনেকটা সময় পার হয়েছে। এলেক্স জেনারেলের উপরে দাঁড়ালো দুই পায়ে। জেনারেল একের পর একজনকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিলো। এলেক্স জেনারেলের উপর থেকেই নিজের ছায়া থেকে মুযিফাকে সাম্মন করে নিলো। এলেক্সের পিছন থেকে তার ছায়া থেকে বেরিয়ে আসলো মুযিফা। মুযিফা বের হয়েই এলেক্সের সামনে হাঁটু গেড়ে বসে সম্মান জানালো এলেক্সকে।
[মাই কিং,]
মুযিফাকে লক্ষ্য করে এলেক্স বলতে শুরু করলো,
-> প্রতি নিয়ত আমার ভিতরের এনার্জি আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। যেটাকে আমি কোনো ভাবেই বুঝতে পারছি না। হয়তোবা সেরকম শক্তিশালী আমি এখনো হতে পারি নি যে এনার্জির ভাষা বুঝতে পারবো। তবে তুমি সেটা অবশ্যই বুঝতে পেরেছিলে? তা নাহলে সেই ড্যানজনে তোমার ট্রান্সফর্মেশনটা সম্ভব হতো না। (এলেক্স)
এলেক্সের সামনে মুযিফা কিছুক্ষন চুপ করে রইলো। এরপর সে বলতে শুরু করলো।
[মাই কিং, আমি এর পূর্বে মোট দুজন ব্যক্তির গোলামী করেছি। তাদের মধ্যে প্রথমত এই টাওয়ারের মালিক ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি, বিলজবাবের একজন সাবজেক্ট ছিলো। যদিও আমার মাস্টার অনেক পূর্বে আমাদের কিং বিলজবাব এর হাতে মারা গিয়েছিলো। যদিও বিলজবাব আমাদের কিং ছিলো, তারপরও তার হাতে আমার মাস্টারকে হত্যা হতে আমি দেখতে পারি নি। আমি তখন সাধারণ একজন ঘউল মাংকি ব্যতীত কিছুই ছিলাম না। ডিম্যান প্রিন্স বিলজবাব চাইলে তার কোনো রকম মুভমেন্ট ব্যতীতই আমাকে হত্যা করতে পারতো। কিন্তু সেটা না করে সে আমাকে তার এনার্জির সাহায্যে সউল এট্যাক দিয়েছিলো। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এট্যাকের শিকার হয়েছিলাম সেদিন। অবশ্য তার এট্যাকটা আমার জন্য খারাপ হলেও সেটা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়ার কারণে আমি একজন ঘউল মাংকি কিং হতে পেরেছিলাম। আমার স্ট্রেন্থ অনেকটা বৃদ্ধি পেয়েছিলো যেটা দেখে ডিম্যান প্রিন্স বিলজবাব আমাকে একটা ড্যানজনের মধ্যে আমার জাতের সকল মনস্টারদের সহ বন্ধী করে রাখে। এরপর কতটা বছর অতিক্রম হয় আমি বলতে পারবো না। কিন্তু যখন আমি আমার সেন্সে আসি তখন আরো একটা ব্যক্তি ছিলো আমার সামনে, যার পাওয়ার আমাদের ডিম্যান প্রিন্সের ধারের কাছে না থাকলেও তার কাছে আমি নগন্য ছিলাম। ঠিক আবারো সে আমাকে তার এনার্জি দিয়ে সউল এট্যাক দিয়েছিলো। যেটা থেকে ভাগ্যক্রমে আমি বেঁচে যায়। কি হয়েছে সঠিক আমি বলতে পারবো না। ডিম্যান প্রিন্সের এনার্জির সউল এট্যাকে যখন আমি আক্রান্ত ছিলাম তখন মনে হচ্ছিলো কেউ আমার সউলটাকে টানতে টানতে বের করে নিতে চাচ্ছিলো। কিন্তু পরের বারের যে মেয়েটা আমার সামনে আসলো তার সউল এট্যাকে কতদিন যে বাদুড়ে আমাকে কামড়িয়ে সেটা আমি নিজেও জানি না। প্রতিবার আমার কানে কেউ একজন বলে গিয়েছে, "আমার ব্লাড লাগবে। আমি আরো শক্তিশালী হবো।"]
কথাটা বলে মুযিফা থামলো। মুযিফা নিজেও ভালো ভাবে জানে না এলেক্স কি বোঝাতে চাচ্ছিলো। মুযিফা সাধারণ একজন মন্সটার ছিলো যার কাহিনী অনুযায়ী সে শুধুমাত্র ভাগ্য ক্রমেই শক্তিশালী হতে পেরেছে। সে আবারো এলেক্সকে বলতে লাগলো,
[পূর্বে কি হয়েছিলো সেটা সঠিক আমার মনে নেই। তবে যেদিন থেকে আমার কিং আমাকে তার আর্মিতে যুক্ত করেছে, ঠিক সেদিন থেকেই আমার মনে হচ্ছে আমার একটা একটা আমার কিং এর সাথে অনেক শক্তিশালী ভাবে সংযুক্ত। আমাদের লেভেল বৃদ্ধি না হলেও আমাদের কিং শক্তিশালী হলে আমাদের পাওয়ারও বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা শক্তিশালী হলে আমাদের কিং ও শক্তিশালী হচ্ছে। তবে কিং এসব শুনতে চাচ্ছে না আমার থেকে আমি জানি। আমি নিজেও জানি না কিং কি সম্পর্কে বলছেন, তবে হ্যাঁ আপনার আর্মিতে যোগ দেওয়ার পর আপনার এনার্জির সোর্চেই আমরা জীবিত এবং ইমমর্টাল হয়েছি। প্রতিটা সময়েই আপনার এনার্জি আমাদের সবার শরীরে বইছে। পূর্বের মতো কিং এর এনার্জি আমাকে কোনো সউল এট্যাক দেই নি। বরং এই আপনার এনার্জি প্রতিনিয়ত আমাকে সহ বাকি শ্যাডো আর্মিদের বলে যাচ্ছে, " আপনার অপেক্ষা করতে। কারণ খুব দ্রুত আপনি চেঞ্জ হবেন। আর সেটা যখন হবে তখন সব জায়গায় শুধু ডিসট্রাকশন দেখা যাবে।"]
এলেক্স সব গুলো ডিম্যান প্রিন্সের স্মৃতির মাধ্যমে অনেক পূর্বেই জানতে পেরেছে যে সবার এনার্জিই কিছু না কিছু তাদেরকে ব্যবহারকারীকে বলে থাকে। যেহেতু এনার্জি প্রাকৃতিক একটা জিনিস এবং প্রকৃতিতে এর বাস তাই এরাও এক দিক দিয়ে দেখতে গেলে অর্ধ জীবিত। এলেক্স এখনো এরকম পাওয়ার হয় নি যে সে নিজের এনার্জির কথা শুনতে পারবে। একজন ব্যক্তি কখন এনার্জির কথা শুনতে পারে? ঠিক সেই সময়ে যখন ন্যাচারাল ভাবে কেউ তাদের পরবর্তী লেভেলে ট্রান্সফর্ম হবে। ঠিক যেমনটা মুযিফার সাথে হয়েছে। সে সাধারণ একজন ঘউল মাংকি থেকে ট্রান্সফর্ম হয়েছিলো বিলজবাবের এনার্জির কারণে এবং ঘউল মাংকি কিং এ পরিণত হয়েছিলো। দ্বিতীয়বার সে ঘউল মাংকি কিং থেকে ঘউল ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিলো সেই অচেনা মেয়ের এনার্জির কারণে। এরপরে এলেক্সের এনার্জির সংস্পর্শে সে এখন এলেক্সের ইমমর্টাল শ্যাডো আর্মিতে পরিণত হয়েছে। প্রথম বার তার ট্রান্সফর্মেশন সম্ভব হয়েছিলো কারণ সে এনার্জির কথা শুনতে পেরেছিলো। সে এনার্জি মুযিফাকে যা বলেছিলো সেটা মুযিফা শুনেছিলো এবং সে অনুযায়ী কাজ করার কারণে সে বেঁচে গিয়েছিলো। তা নাহলে কোটি কোটি ব্যক্তি মারা যায় প্রতিনিয়ত সব ওয়ার্ল্ড মিলিয়ে।
এলেক্স জানে না তার এনার্জি কি বলছিলো তাকে, এই বিষয়টা নিয়ে সে বেশি গুরুত্ব পূর্বে দেই নি। কারণ পূর্বে সেরকম প্রয়োজন মনে করে নি এলেক্স। কিন্তু এখন যেহেতু এলেক্স তার পরিবারের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে তার তাকে জানার প্রয়োজন ছিলো। যদিও এলেক্স জানতে পেরেছে তার এনার্জি কও বলছিলো তারপরও কোনোরকম বিচলিত সে হলো না। বরং বলতে শুরু করলো,
-> তাহলে আমার পিছনের সেই এনার্জির মনস্টার এবং আই অফ এনাহিলেশন, সব মিলিয়ে আমাকে আমার সিস্টেম একটা অস্ত্র ছাড়া আর কিছুই বানাচ্ছে না। (এলেক্স)
এলেক্সের কথা মুযিফা শুধু শুনেই যাচ্ছিলো। সে কিছুই বলতে পারছিলো না। এলেক্স সামনের দিকে তাকিয়ে ছিলো। আর মুযিফা পিছনে এখনো হাঁটু গেথে বসে আছে। এলেক্স মুযিফার দিকে ফিরলো। মুযিফার দিকে তাকিয়ে এলেক্স বলতে শুরু করলো,
-> আমি আমার ডেস্টিনির বিরুদ্ধে ফাইট করছি। আর সেটার জন্য তোমরা আমার বিশ্বস্ত সেনা। আমি কাউকে বিশ্বাস করবো না বলে একটা শপথ করেছিলাম একটা স্কেলেটন ড্যানজনের মধ্যে। অবশ্য আমি এখনো কাউকে বিশ্বাস করি না। নিজের উপরে তো আমার বিশ্বাস একদমই নেই। তবে আমার বিশ্বাস রয়েছে এইটুকুতে যে আমি নিজে থেকে কখনো পাগল হয়ে যাবো না। (এলেক্স)
এলেক্স কথাটা বলে আবারো সামনের দিকে ফিরলো। সে আর কিছু বললো না। মুযিফা পিছনে চুপ চাপ হাঁটু গেঁথে বসে ভাবতে লাগলো,
❝মাই কিং আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারছি না। তবে খুব দ্রুত যে কারণে আপনি আপনার মত চেঞ্জ করেছেন, ঠিক সেই কারণেই আবারো আপনি আপনার মত চেঞ্জ করবেন। এবং আমরা আপনার শ্যাডো আর্মি গুলো সেই জন্যই তৈরি হয়েছি, আপাতোতো আপনি আমাদের রিয়েল কিং নয়। যেদিন আপনি পরিবর্তন হবেন এবং খোলস থেকে বেরিয়ে আসবেন। ঠিক সেদিন থেকেই আপনার রিয়েল আর্মিদের জন্ম হবে। আর সেই অপেক্ষায় থাকতে হবে আমাদের। কারণ আমি আপনার পাশে থেকেই শক্তিশালী হতে চাই। যদিও সেই ব্যক্তিগুলোর জায়গায় যেতে পারবো না, কিন্তু এটা না করলে হয়তোবা সেই জায়গার এক অংশেও পৌঁছাতে পারবো না।❞ (মুযিফা ভাবছিলো)
মুযিফার ভাবনা শেষ হওয়ার পর সে আবারো এলেক্সের ছায়ার মধ্যে প্রবেশ করলো। জেনারেল তার গতিতে সামনে এগিয়েই যাচ্ছিলো। আর এলেক্স জেনারেলের উপরে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলো। মুযিফার কথাটা এলেক্সের মধ্যে আরো চিন্তার প্রভাব তৈরি করে দিয়েছে, যা থেকে এলেক্স বের হওয়ার চিন্তা করলেও বের হতে পারছে না।
-> তাহলে আমি চেঞ্জ হবো! সেটা নতুন কিছু হবে না হয়তো। কম্পিউটারের বোতাম চাপা থেকে সাধারণ ড্যাগার দিয়ে মনস্টার হত্যা করার পরে মানুষের সাথে জীবন নিয়ে যুদ্ধ করতে হয়েছে এক সময়ে। আর এখন তো নিজ হাতে ম্যাজিক ব্যবহার করতে পারছি। শক্তিশালী মনস্টারদের হত্যা করতে হচ্ছে শক্তিশালী ব্যক্তিদের সাথে ফাইট করতে হচ্ছে। সব মিলিয়ে অনেক চেঞ্জ হয়েছি আমি। হয়তোবা সে চেঞ্জটাও বেশি কিছু হবে না। (এলেক্স)
এলেক্স আপাতোতো চিন্তাকে এক সাইডে ফেলে দিলো এবং টুর্নামেন্টের উপরে নজর দিলো। ফরেস্টের ফিল্ড পার করেছে এলেক্স। সেটা পার করার পর একটা বিশাল জলাভূমির মধ্যে চলে এসেছে এলেক্স। জলাভূমিটা সাধারণ নয়। হাটু সমান পানি থেকে অনেক গভীর পানিও রয়েছে জলাভূমির মধ্যে। কোথায় কতটুকু পানি রয়েছে সেটা বের করা অনেক কষ্টকর হওয়ার কারণে সবাইকে সাবধানে যেতে হচ্ছে এই রাউন্ডে। যাদের কাছে ওয়াটার এট্রিবিউট রয়েছে তাদের তেমন একটা কষ্ট করতে হচ্ছিলো না এই রাউন্ডে। তারা নিজেদের এনার্জি মাধ্যমে বুঝতে পারছিলো কোথায় কটতুকু পানি রয়েছে। অন্যদিকে আইস এট্রিবিউটের ব্যক্তিরা পানির উপরে যেখানে পা ফেলছিলো শুধু সেখানের জায়গাকে বরফ করে দিচ্ছিলো। এতে করে কোনো রকম সমস্যায় হচ্ছিলো না তাদের। প্লান্ট এট্রিবিউটর দেরও তেমন একটা কষ্ট করতে হচ্ছিলো না। জলাভূমির মধ্যে অনেক গাছপালা থাকার কারণে তারা তাদের আশেপাশের গাছের লতাপাতাকে অনেক বড় করে সেটার উপরে দিয়ে হেঁটে যাচ্ছিলো। শুধুমাত্র সমস্যা হচ্ছিলো যাদের অন্যান্য এট্রিবিউট রয়েছে। এলেক্সের জেনারেল থামলো জলাভূমির সামনে।
-> মনে হচ্ছে আমাকে একটা উড়ন্ত মনস্টারকে শ্যাডো আর্মিতে পরিণত করতে হবে। (এলেক্স)
এলেক্স বুঝতে পারলো এই জায়গায় একটা উড়ন্ত শ্যাডো আর্মি থাকলে তাকে তেমন একটা করতেই হতো না। জেনারেল একটা ফক্স হওয়ার কারণে পানিতে এমনিতেই তার দুর্বলতা রয়েছে। যে কারণে এলেক্স জেনারেলকে নিজের ছায়ার মধ্যে রেখে দিলো। সে জেনারেলকে নিজের ছায়ার মধ্যে রেখে দিয়ে নিজেই সামনের দিকে রওনা দিলো। পূর্বে যারা প্লান্ট এট্রিবিউট ব্যবহার করেছে তাদের বড় করা গাছের জড় এবং লতা গুলো এখনো বড় হয়ে আছে। এলেক্স সেগুলোর উপরে লাফ দিতে দিতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আবারো হোস্টের কন্ঠ শুনতে পাওয়া গেলো। যে সবাইকে সঠিক ভাবে সবার অবস্থান বলতে শুরু করেছে।
* * * * *
আমাদের সিন যদি একটু চেঞ্জ করে তাহলে আমরা দেখতে পারবো এলমন্ড এরিনা থেকে অনেকটা দূরে চলে এসেছে। হঠাৎ সে যে জায়গায় দাঁড়িয়ে ছিলো সেখান থেকে কিছুটা সামনে এসে পিছনে ফিরলো। তার মতোই আরেকটা এলমন্ড পিছনে দাঁড়িয়ে ছিলো।
-> লিমিটার টা ব্রেক করতে চাচ্ছি না আবারো, তাই আমাকে শীঘ্রই ফিরতে হবে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ তোমাকে আমার জায়গায় এখানে থাকতে হবে। (এলমন্ড)
এলমন্ড কথাটা বলার পরেই স্থির হলো কিছুটা। হঠাৎ করে তার আসে পাশের সব কিছু থেমে গেলো। সে এতোটা স্পিড অর্জন করেছে যে তাতে সময় একদম থেমে গিয়েছে। অনেক স্পিডে এলমন্ড সামনের দিকে দৌড় দিলো, যেটা দেওয়ার সাথে সাথে তার সামনে একটা স্পেস ব্যারিয়ার খুলে গেলো। সেটার মধ্যে ঢোকার সাথে সাথে এলমন্ড অন্য একটা ইউনিভার্সে পৌঁছে গেলো।
-> প্রতিবার আমার লিমিটার খুলতে অনেকটা ঝামেলা বহন করতে হচ্ছে আমার। (এলমন্ড)
এলমন্ড কথাটা বললো আর যেখানে সে দাঁড়িয়ে ছিলো সেখানেই বসে পরলো। আশে পাশের জায়গাকে লক্ষ্য করলে দেখা যাবে এলমন্ড বিশাল একটা রুমের মধ্যে ছিলো। সিঁড়িতে বসেছে। একটা ক্রাউন রুমের মতো ছিলো জায়গাটা। তবে রুমের মধ্যে কিছুই না থাকার কারণে কেমন একটা ভূতুড়ে পরিবেশ তৈরি হচ্ছিলো। এলমন্ড একা একা বসে ছিলো না সেই ভূতুড়ে পরিবেশে। কোথা থেকে একটা সাপ একে বেকে এলমন্ডের পায়ের কাছে চলে আসলো। সাপটা এলমন্ডের পায়ের কাছে এসেই নিজের হিউম্যান ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেলো। সাদা রঙের সাপ অনেক সুন্দরী এক নারীতে পরিণত হয়ে গেলো। সে বলতে শুরু করলো,
-> আপনি না বলেছিলেন আপনি আর এই ওয়ার্ল্ডে আসবেন না। তাহলে হঠাৎ এই আগমনের মানেটা কি?
মেয়েটার কথা শুনে এলমন্ড বলতে লাগলো,
-> এগনোলেনিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যার মাঝখানে আমি থাকলে সেটা হওয়া কোনো ভাবেই সম্ভব নয়। তাই এই সময়ে আমাকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। (এলমন্ড)
-> গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট!
মেয়েটা অনেক আগ্রহী হলো সেটা কি ইভেন্ট তা শোনার জন্য। কিন্তু এলমন্ড আর তাকে সে সুযোগ দিলো না। সে এগনোলেনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে নতুন চিন্তায় মগ্ন হয়ে গেলো। মানে সে যে বিষয়ে এক্সপার্ট ফাইট ব্যতীত, সেই কাজটাই এলমন্ড করতে শুরু করলো।
❝আবারো শীঘ্রই আমাদের দেখা হবে মারিয়া। আর এলেক্স তোমাকে শক্তিশালী হতে হবে। কারণ এরপরে যখন আমাকে দেখতে পারবে তখন আমি আর আমার এই অবস্থাতে থাকবো না।❞ (এলমন্ড ভাবতে লাগলো)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।