#Demon_King#
পর্ব:১৮৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের দ্বিতীয় স্টেজ অনেকক্ষণ হলো শুরু হয়েছে। যেহেতু এই স্টেজে কোনো টিম ছিলো না তাই প্রতিটা ব্যক্তিই আলাদা ভাবে তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলো জয়ী হওয়ার জন্য। দেখতে দেখতে অনেকেই অর্ধেক জায়গা পার করে ফেলেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো প্রতিটা ব্যক্তিই এখন বরফের তৈরি ফিল্ডে রয়েছে। চারিদিকে বিশাল বিশাল পাহাড় ছিলো যা বরফ দিয়ে ঢাকা ছিলো। মাঝে মাঝে বরফের তুষারপাত হচ্ছিলো যা দেখতে অনেক ভয়ানক মনে হচ্ছিলো। প্রতিটা ব্যক্তিকে এই শক্তিশালী তুষার পাতের মধ্য দিয়ে সামনে যেতে হচ্ছিলো। বরফ এতোটা শক্তিশালী বাতাসের সাথে বইছিলো যে অনেক ব্যক্তিকে পিছনে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। তারা পিছনে ছিটকে পরে যাওয়া ব্যতীত কিছুই করতে পারছিলো না। তাছাড়া যেখানেই পা ফেলছিলো সেখানে পা হাঁটু পর্যন্ত গেঁথে যাচ্ছিলো। তাই সবারই অনেকটা সময় লাগছিলো এখানে। শুধুমাত্র ওায়াটার এবং আইস এট্রিবিউট রয়েছে যাদের তারাই এই জায়গাতে অনেক দ্রুতগতিতে সামনে যেতে পারছিলো।
বিশাল একটা পাহাড়ের উপর দিয়ে ফ্লাগ গিয়ক আবার নিচে নেমে গিয়েছে, যে কারণে সবাইকে পাহাড়টাতে উঠতে হবে। এখনো পাহাড়ের কাছে অনেকে আস্তে পারে নি। তবে পাহাড়ের উপরে এমিয়াস দাঁড়িয়ে ছিলো। সে কোনো রকম ঝামেলা ব্যতীত পাহাড়ের উপরে উঠতে পেরেছে। কিছুক্ষণ সে দাড়িয়ে রইলো এবং দূরে থাকা ব্যক্তিদের দেখতে লাগলো।
[অপেক্ষা করা ছাড়া আপাতোতো হয়তো আমাদের আর কোনো কাজ নেই। আমার মাস্টার এর ব্যক্তিগত ছায়া হওয়ার কারণে আমার দায়িত্ব অনেকটা রয়েছে। কিন্তু আমি ব্যতীত এখন আমার মাস্টারের ছায়া হিসেবে অন্য একটা শ্যাডো কাজ করছে। যেটা আমাকে তেমন একটা ভালো ফিলিংস দিচ্ছে না। এরপরও এখানে আমার কিছু করার নেই। আমার মাস্টার যদি তাকে বিশ্বাস করে তাহলে আমাকেও করতে হবে। যদিও এখানে অবিশ্বাসের কোনো কথায় আসে না, কারণ আমরা কখনোই আমাদের মাস্টারের আদেশের অমান্য করতে পারবো না। কিন্তু কথা এখানে সেটার না। আমি মাস্টারের কাছে যে স্থানেই থাকি না কেনো, আমাকে চেষ্টা করতে হবে তার সর্বোচ্চ ব্যবহারে কাজে লাগতে। এর মাধ্যমেই হয়তোবা আমি এক সময়ে তার পাশে দাঁড়ানোর সুযোগ পাবো।]
এমিয়াস, এ.কে.এ ইগ্রিত যে এমিয়াস হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সে কথাটা বললো। কথাটা বলা শেষ করে সে আবার বিপরীত দিক দিয়ে নিচে নামতে শুরু করলো। নিচে নামার সময়ে সে যে দিক দিয়ে উঠেছে পায়ের আঘাতে ছোট একটা বরফের টুকরো সেদিকে পরে গেলো। ছোট টুকরোটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো। সেটার সাথে পরে থাকা বরফ স্পর্শ করে সংযুক্ত হতে শুরু করলো। আস্তে আস্তে ছোট টুকরোটা অনেক বড় হতে শুরু করলো। সেটা গরাতে গরাতে নিচে নামার সাথে সাথে আরো বড় আকার ধারণ করতে শুরু করলো। এতোক্ষণে অনেক ব্যক্তিই পাহাড়ের কাছে চলে এসেছে। তারা প্রথমে খেয়াল না করলেও মাত্র খেয়াল করতে পেরেছে বিশাল একটা বরফের গোল বল ঘুরতে ঘুরতে তাদের দিকেই অনেক স্পিডে আসছিলো।
-> এতো কষ্ট করে এতোদূর আসলাম, এখন আবার এই জিনিসটার সাথে আমাদের ফাইট করতে হবে।
-> আমার মনে হয় না আমাদের ফাইট করতে হবে, বরং এই জিনিসটা আমাদের এক এট্যাকেই শেষ করে দিবো।
সব গুলো ব্যক্তিই অনেক নার্ভাস হয়ে পরেছে। তারা কোনো ভাবেই সিওর ছিলো। অনেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। আবার অনেকে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছ। সামনে সিক্রেট কিংডমের দুই প্রিন্সেস ছিলো যারা তাদের এয়ার এট্রিবিউটের সাহায্যে দুজনেই অনেকটা উপরে উঠে যায় একটা জাম্প করে। উপর থেকে দুজনেই দুজনের হাত ধরে ফেলে দুজনে দুজনের হাত ধরে ডান দিকে ঘুরতে শুরু করলো। একদম সমান হয়ে তারা ঘুরতে শুরু করেছে, যে কারণে তারা বাতাসকে ভেদ করে এবং নিচে এয়ার এনার্জি ব্যবহারের মাধ্যমে উপরের দিকে উঠে গিয়েছে। গোল বিশাল বরফের বলটার কিছুটা উপরে উঠে যাওয়ার পরই বলটা অনেক স্পিডে তাদেরকে অতিক্রম করে ফেললো। দুজনে আবার নেমে গেলো এবং নেমে যাওয়ার সাথে সাথে উপরে রওনা দিলো।
বিশাল বলটা এবার স্যাম এবং ড্যানিয়েল এর দিকে যেতে শুরু করেছে। দুজনেই তাদের ডিভাইন বিস্ট সাম্মন করেছে এবং সেটার সাথে প্রজেস ব্যবহার করেছে। স্যাম অর্ধ একটা টাইগারে ট্রান্সফর্ম হয়ে গেলো অন্যদিকে ড্যানিয়েল তার ডিভাইন বিস্টের সাথে প্রজেস ব্যবহারের কারণে স্বাভাবিকই রইলো। শুধুমাত্র তার চারিদিক দিয়ে টার্টেল এর এনার্জির একটা শিল্ড তৈরি হয়েছে। দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে বলটা যকন তাদের সামনে চলে আসলো্ তখন স্যাম তার এনার্জি চ্যানেল করে নিচ দিক থেকে উপরের দিকে একটা কিক মারলো বলের। অন্য দিকে ড্যানিয়েল তার ডিফেন্সের কারণে সেখানে কিছুটা বাকা হয়ে দাড়িয়ে রইলো। স্যামের কিকের কারণে কিছুটা উপরে উঠলো বলটা এবং ড্যানিয়েল এর বুকে লেগে সেটা তাদের মাথার উপর দিয়ে চলে গেলো।
-> হাহাহাহা, দেখতে পারছো আমার কিকের কি পাওয়ার? এটার সাথে তোমার ডিফেন্সের কোনো তুলনায় করা যাবে না। (স্যাম)
-> আমার শরীরে লেগে বলটা বাউন্স করলো আর সে তার এট্যাক পাওয়ারের প্রশংসা করতে শুরু করেছে। বা অনেক ভালো। (ড্যানিয়েল)
দুজনে আবারো ঝগড়া শুরু করলো। সাথে সাথেই হোস্টের শব্দ শুনতে পাওয়া গেলো।
-> খুব আশ্চর্য ময়ী একটা ঘঠনা হচ্ছে আমাদের সামনে। যদিও ফিল্ডের মধ্যে আপাতোতো কোনো মনস্টারের দেখা পাওয়া যায় নি, কিন্তু অনেক বড় একটা বিপদ আমাদের পার্টিসিপেন্ট এর সামনে দেখা দিয়েছে। তারা চাইলেও এখানে কিছু করতে পারবে তার বিপক্ষে ফাইট করা ব্যতীত। স্যাম এবং ড্যানিয়েল বিশাল স্নো বলটাকে পিছনে পাঠিয়ে দিতে পারলেও সেটা বাকিদের জন্য ভালো হবে না বলে মনে হচ্ছে। গ্রিড যে পূর্বের স্টেজে অনেক আউটস্ট্যান্ডিং একটা পারফরম্যান্স দেখিয়েছে তার দিকে বলটা যাচ্ছে। দেখা যাক সে কি করে। (হোস্ট)
হোস্ট তার মতো কথা বলা শুরু করলো। কিন্তু কেউ তার কথায় মনোযোগ না দিয়ে সবাই এক নজরে দেখে যাচ্ছিলো সামনে কি হয় সেটা জানার জন্য। গ্রিডের শরীরের সাথে সেই বলটা স্পর্শ করে ফেলেছে সেটা সবাই লক্ষ্য করলো কিন্তু এরপরে যা হলো তা কেউই বিশ্বাস করলো না। গ্রিড একদম পারফেক্ট কন্ডিশনে দাঁড়িয়ে ছিলো তার অবস্থানে। বলটা তার মতো চলে গেলো এবং গ্রিডও সামনের দিকে অতিক্রম করলো।
❝এই গোস্ট ফর্ম এবিলিটিটা খারাপ না। সময়ে ভালোই কাজে দিচ্ছে।❞ (গ্রিড ভাবছে)
গ্রিডের থেকে বলটা চলে আসলো রথের মতো একটা যানে বসে থাকা এবং সেটা টানতে থাকা চারজন ব্যক্তির দিকে। সামনে থাকা চারজনের দুজনের কাছেই আর্থ এট্রিবিউট ছিলো। তারা তাদের এট্রিবিউটের ব্যবহার করে বরফের নিচ থেকে সামনে থেকে বাকা একটা প্লাটফর্ম তৈরি করলো। সামনে থেকে হালকা উঁচু হয়েছে প্লাটফর্মটা যে কারণ বলটা সেখানে এসে তাদের উপর দিয়েই চলে গেলো। এরপরে যতগুলো ব্যক্তি ছিলো সামনে প্রায় তাদের সবাই বলের সাথে লেগে অনেক দূরে ছিটকে পরে মারা গিয়েছে, কিংবা বলের নিচে পরে মারা বা গুরুতর আহত হয়েছে।
-> অনেক কষ্টের সিন দেখতে হলো আমাদের, যেখানে অনেক ব্যক্তিকে মারা যেতে হলো। এবার দেখা যাক সিক্রেট কিংডমের প্রিন্স কি করে এতো বিশাল একটা বলের বিপক্ষে। (হোস্ট)
এলেক্সের সামনে এগিয়ে আসছিলো বলটা। এলেক্স সেটাকে লক্ষ্য করে পিছনে না গিয়ে ইনভেন্টরি থেকে তার সোর্ড বের করে নিলো। বিশাল একটা সোর্ড বেরিয়ে আসলো এলেক্সের হাত থেকে। যা দেখে সবাই অবাক হয়ে গেলো।
-> এটা কি একটা লং সোর্ড না?
-> হ্যাঁ, এটা তো প্রিন্সের থেকেও আকারে বড়।
-> তাহলে সিক্রেট কিংডমের প্রিন্স মানা ইউজার হয়ে এতো বড় হ্যাভি সোর্ড কিভাবে উঠাবে?
-> আমি তো প্রিন্সকে ড্যাগার ব্যবহার করতে দেখেছি, কিন্তু এই প্রথম তাকে আমি হ্যাভি সোর্ড ব্যবহার করতে দেখতে পারছি।
-> মানা ইউজারের জন্য তো হ্যাভি সোর্ড তোলা অসম্ভব একটা ব্যাপার।
-> তোমরা হয়তো এখনো বুঝতে পারো নি, কিন্তু আমাদের সিক্রেট কিংডমের প্রিন্স মানা এনার্জির সাথে অউরা এনার্জিও ব্যবহার করতে পারে।
-> সেটা অসম্ভব, একজন দুই এনার্জি ব্যবহার কখনো করতেই পারবে না।
-> কেউ না পারলেও আমাদের প্রিন্স পারে সেটা।
পুরো এরিনাতে সবাই কথায় মেতে উঠলো। অন্যদিকে এলেক্স তার বিশাল হ্যাভি সোর্ডটা তার এক হাত দিয়ে তুলে ফেললো। যা অনেক অউরা ইউজারই দুই হাত দিয়ে ঠিক মতো তুলতে পারে না, সেটাকে এলেক্স এক হাত দিয়ে তুলে ফেললো। সবাই আরো অবাক হয়েছে। বিশাল সোর্ডটাকে এবার দুই হাত দিয়ে ধরলো এলেক্স। এবং সেটাতে নিজের ফায়ার অউরা এবং ফায়ার মানা এট্রিবিউট দুটোই চ্যানেল করলো। যেহেতু এক এট্রিবিউটেই এলেক্স দুই এনার্জি ব্যবহার করতে পারে, তাই সেটার আউটপুট একত্রে অনেকটা ভয়ানক হবে বলে আশা করছে। পূর্বে কখনো ব্যবহার করে নি বলে এলেক্স সঠিক ভাবে বুঝতে পারছে না এটার পাওয়ার কতটা হবে। তবে সে আশা বাদি ছিলো।
কোনো রকম স্পেল বা স্কিল ব্যবহার ব্যতীতই এলেক্স তার বিশাল হ্যাভি সোর্ডকে মাথার পিছনের দিকে রাখলো। সোর্ডের ব্লেড দিয়ে মারাত্মক আকারে লাল আগুন বের হচ্ছিলো। বলটা একদম কাছে চলে আসার সাথে সাথে এলেক্স তার সোর্ড দিয়ে অনেক শক্তিশালী একটা স্ল্যাশ মারলো। এক স্ল্যাশেই এলেক্সের সামনে থাকা বলটা দুই টুকরো হয়ে গেলো মাঝখান থেকে। সেই সাথে সামনে অনেকটা দূর পর্যন্ত বরফের রাস্তা ফেটে লাভার মতো হয়ে গেলো। এলেক্সের এট্যাক দেখতে পেরে পুরো দর্শকরা চুপ হয়ে গেলো। বিশাল বলটা দুই টুকরো হয়ে দুইপাশ দিয়ে গরিয়ে গরিয়ে পরতে শুরু করলো। এলেক্সের সামনে দিয়ে একটা রাস্তা তৈরি হওয়ার কারণে সে তার বিশাল সোর্ডটাকে ইনভেন্টরির মধ্যে রেখে দিয়ে রওনা দিলো। এলেক্সের পিছনে যারা ছিলো তারা এলেক্সের পাওয়ার দেখতে পেরে নির্বাক হয়ে গেলো। এতো বিশাল একটা স্নো বলকে দু টুকরো করে দেওয়ার মতো কনফিডেন্স তাদের কারোর কাছেই ছিলো না। তাই তারা চুপ হয়ে সামনে যাওয়া ব্যতীত কিছুই করতে পারছিলো না।
* * * * *
আমাদের সিন একটু চেঞ্জ হয়ে গেলো।
কোনো এক নামহীন জায়গার মধ্যে, এক ছেলে বসে আছে। হাজার হাজার মনস্টারের লাশকে স্তুপ বানিয়ে তার উপরে বসা ছিলো সে। তার পিঠে একটা বানর দেখা যাচ্ছিলো। ছেলেটার এক চোখ নীল এবং আরেক চোখ লাল আকারে জ্বলছিলো।
-> এটা দিয়ে আমার ত্রিশটা ড্যানজন ক্লিয়ার হয়ে গেলো। এখানে আসার পর নিজের সমস্ত পাওয়ার হারিয়ে ফেললেও আমি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, সেই কাটানা হাতে নেওয়া ছেলেটার সাথে এক সাথে এখানে এসেছে। তারপরও সে আমার থেকে এতো বেশি শক্তিশালী কিভাবে হলো?
ছেলেটা তার বানরকে উদ্দেশ্য করে কথাটা বলতে লাগলো। তার পিঠের উপরে বসে থাকা বানরটা বলতে লাগলো,
-> সে সাধারণ কোনো ছেলে না। যদিও তার পরিচয় আমি জানি না। তবে তার হাতের যে সোর্ডটা রয়েছে সেটা অনেক পরিচিত আমার কাছে। এক বার সেই সোর্ডের পূর্ব মালিকের সাথে আমার ফাইট হয়েছিলো।
বানরটা ছেলেটাকে উত্তর দিলো। মানরের কথায় ছেলেটা আবারো বলতে শুরু করলো।
-> আমার পূর্বের স্মৃতি গুলো সব কেমন ঘোলাতে রয়েছে, তাই আমি সোর্ডটা সম্পর্কে কিছুই বলতে পারছি না। আর যেহেতু তুমিও কিছুই বলবে না তাই আমাকে নিজে থেকেই সেই ছেলেটার থেকে শক্তিশালী হতে হবে।
ছেলেটার কথা শুনে বানরটা আবারো বলতে শুরু করলো।
-> আমি তোমাকে সাহায্য করেছি আমার কন্ট্রাক অনুযায়ী। এখন তোমার সময় আমার সাহায্য করার। আমাকে আমার পন্য গুলো বুঝে দিলেই হবে।
বানরের কথায় মাথা নাড়ালো ছেলেটা। তারা সে ড্যানজন থেকে বেরিয়ে আসলো। আমরা যদি সেটার পাশের আরো একটা ড্যানজনের দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো এক ব্যক্তি তার সোর্ড হাতে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছিলো ড্যানজনের মধ্য থেকে। আসার সময় সব গুলো মনস্টারকে দেখা যাচ্ছিলো। মনস্টারগুলোকে এতোগুলো স্ল্যাশ করা হয়েছে যে তারা টুকরো টুকরো হয়ে আছে।
-> মনস্টার গুলো একটুও শক্তিশালী না। মনে হচ্ছে আমাকে উপরের ফ্লোরগুলোতে প্রবেশ করতে হবে। এলেক্স, আমি তো অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছি। আশা করছি তুমিও খুব শীঘ্রই এখানে চলে আসবে।
ছেলেটা কথাটা বলতে বলতে বেরিয়ে আসলো সে জায়গা থেকে।
* * * * *
আমাদের সিন আবারো চেঞ্জ হয়ে টাওয়ার অফ গ্লাটোনিতে ফিরে আসলো। টুর্নামেন্টের স্টেজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আর আগ্রহের মোমেন্টও বৃদ্ধি পেয়েছে। শেষ দুটো ফিল্ড রয়েছে, যার একটা ডেড ফরেস্ট এবং অন্যটা ডিমনিক ফরেস্টের। পূর্বে কোনোটার মধ্যে একটা মনস্টারের দেখা না পাওয়া গেলেও এই দুই জায়গার মধ্যে মনস্টার রয়েছে। আর এই মনস্টার ভরা জায়গা দিয়েই সবাইকে অতিক্রম করতে হবে। এখন পর্যন্ত প্রথম এমিয়াসই রয়েছে। তার সামনে কেউই যেতে পারে নি। তার সামনে কেনো তার আশে পাশেই কেউ যেতে পারে নি এখনো। তবে এখন আর কেউ তাদের পাওয়ার অবশিষ্ট রেখে দিচ্ছিলো না। এই পর্যন্ত যারা আসতে পেরেছে তাদের মধ্যে অনেকেই ক্লান্ত হয়ে হার মেনে নিয়েছে, আর যারা হার মানে নি তারা তাদের ব্যবহার না করা এনার্জি এখন ব্যবহার করা শুরু করেছে। গ্রিড যে এতোক্ষন তেমন একটা স্পিড ব্যবহার করছিলো না, তার স্পিড হঠাৎ করেই বৃদ্ধি পেলো। সে অনেক স্পিডে সামনে অতিক্রম করতে শুরু করলো। সে আজব এক এবিলিটি ব্যবহার করছিলো যা দ্বারা কেউই পরিচিত ছিলো না। তার সামনে দুই প্রিন্সেস ছিলো, যাদেরকে এখন আর খালি চোখে দেখা যাচ্ছিলো না। অন্যদিকে পিছনে থাকা রথের উপরে বসে থাকা মেয়েটা তার সামনে রথ টানতে থাকা চারজনকে থামতে বললো। সাথে সাথে তারা ঘুমিয়ে গেলো। ঠিক এই সময়ে সে নিজেও দৌড় শুরু করলো। তার স্পিডটাও সাধারণ কেউ দেখতে পারছিলো না। ড্যানিয়েল কে রেখে স্যামও তার ফ্যামিলিয়ারকে আবারো সাম্মন করে সেটার সাথে প্রজেস ব্যবহার করে অর্ধ টাইগারে পরিণত হয়ে গেলো। এবার সে অনেক স্পিডে দৌড় শুরু শুরু করলো। ড্যানিয়েল এখানে নিজের ফ্যামিলিয়ারকে আর সাম্মন করলো না। বরং সে নিজের কাছে সংগ্রহিত থাকা এনার্জিকে পুরো শরীরে আস্তে আস্তে চ্যানেল করতে শুরু করলো। তার স্পিডও পূর্বের থেকে অনেক বেশি বৃদ্ধি পেলো। অন্যদিকে এলেক্স যে টপে থাকা ব্যক্তিদের অনেকটা পিছনে পরে গিয়েছে সে আবারো দ্বিতীয় বারের জন্য তার জেনারেলকে সাম্মন করলো। পিছন থেকে বিশালাকার জেনারেল বেরিয়ে আসলো এলেক্সের। ইগ্রিতকে এমিয়াস বানানোর পর থেকে এলেক্সের ছায়া উধাও হয়ে গেলেও আপাতোতো মুযিফা সেই স্থান অধিকার করে রেখেছে। জেনারেল বেরিয়ে আসার সাথে সাথে এলেক্স বলতে লাগলো,
-> জেনারেল, আমি তোমার সর্বোচ্চ স্পিড এখনো দেখতে পারি নি। দেখা যাক কতটা স্পিড রয়েছে তোমার। (এলেক্স)
এলেক্স জেনারেলের উপরে উঠলো না, বরং সে জেনারেলকে একা একাই দৌড়ানোর কথা বললো। জেনারেল প্রথম থেকেই অনেক মারাত্মক একটা স্পিডে দৌড়ানো শুরু করলো। যা সাধারণ অনেক দর্শকই দেখতে পারছিলো না। তাদের কাছে শুধু কালো একটা রেখা ভেসে আসছিলো যা জেনারেলের রং ছিলো। এলেক্সও দাঁড়িয়ে না থেকে দৌড় দিলো।
-> যেহেতু এটা অনেকটা ট্রেনিং এর মতো, তাই আমাকে ট্রেনিং এর মতোই দেখতে হবে। আমার সবচেয়ে ফাস্ট বিস্ট জেনারেলের স্পিড এবং আপাতোতো সবচেয়ে লাক্ যুক্ত এমিয়াসকে হারাতে হবে। (এলেক্স)
এলেক্সের এজিলিটি স্ট্যাট অনেক ছিলো। তার কোনো ভাবেই কোনো ফ্যামিলিয়ারের প্রয়োজন হচ্ছিলো না এই সময়ে। শুধুমাত্র নিজের চারদিক দিয়ে অউরা এনার্জিকে চ্যানেল করিয়ে এলেক্স সামনের দিকে দৌড় শুরু করলো। এলেক্সের স্পিড এতোটা ছিলো যে সে খুবই দ্রুত জেনারেলের পাশে চলে আসলো। জেনারেলের পাশে এসেই বলতে লাগলো,
-> আমি জানি তুমি তোমার পুরো পাওয়ার ব্যবহার করছো না জেনারেল। আমি তোমার সম্পূর্ন স্পিড দেখতে চাচ্ছি। (এলেক্স)
এলেক্সের আদেশে জেনারেল শুধুমাত্র মাথা নারালো এবং চোখের পলকের মধ্যেই এলেক্সের থেকে অনেক স্পিডে প্রায় ৫০০ মিটার দূরে চলে গেলো। অবশ্যই এলেক্সও তার স্পিড বারালো কিন্তু কোনো ভাবেই সে জেনারেলের স্পিডকে ম্যাচ করতে পারলো না। এলেক্স তার জায়গা মতো দাঁড়িয়ে গেলো। তার শরীর থেকে মারাত্মক আকারে এনার্জি ড্রেইন হচ্ছিলো।
-> তাহলে এই কারণে হয়তো জেনারেল তার সম্পূর্ণ স্পিড ব্যবহার করে নি। তার স্পিড আমার এনার্জির উপরে নির্ভর করে। (এলেক্স)
এলেক্স বুঝতে পারলো তার এনার্জি খুব দ্রুত শেষ হচ্ছিলো। আর সেটা সম্পূর্ণ করার দুটো উপায় ছিলো, প্রথমত এনার্জি এবজোর্ব করা এবং দ্বিতীয়ত তার ড্রাগন ফ্যামিলিয়ার সাম্মন করা। এলেক্স কাইসেলকে এক সাইডে রেখে দিলো, কারণ তাতে এলেক্স নিজে কতটা পাওয়ারফুল সেটা বুঝতে পারবে না। এজন্য সে ইনভেন্টরি থেকে বেশ কয়েকটা হাই লেভেল এনার্জি স্টোন বের করে সেটাকে পাশে রেখে মেডিটেশন করতে বসে গেলো। হোস্টের কথাও সে সময়ে শোনা যাচ্ছিলো।
-> সবাই তাদের সিক্রেট মুভ দেখাচ্ছে, যেখানে সিক্রেট কিংডমের প্রিন্স এক জায়গায় বসে মেডিটেশন করতে ব্যস্ত হয়ে গিয়েছে। সে একটু পূর্বে তার সেই বিশাল বিস্টটা আবারো বের করেছে, যে অসীম গতিতে প্রায় অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। কিন্তু তার বিস্ট প্রথম হলেও যে এখানে সে প্রথম হতে পারবে না এটা সম্পর্কে হয়তো সে জানে না। বা সে হয়তোবা কোনো বড় সড় একটা জিনিস দেখানোর জন্য অপেক্ষায় রয়েছে। (হোস্ট)
দেখতেই দেখতেই জেনারেল এমিয়াসের কাছে পৌঁছে গেলো। যদিও এমিয়াসের ভাগ্য অনেক বেশি ছিলো, কিন্তু সেটার কোনো ইফেক্টই পরলো না জেনারেলের স্পিডের কারণে। এমিয়াসের ভাগ্যের বিষয়টা জেনারেলকে বিপদে ফেলার পূর্বেই জেনারেল তার স্পিডের সাহায্যে সে জায়গা থেকে অনেক দূরে চলে গেলো।
-> তাহলে সময় হয়ে গিয়েছে শ্যাডো ট্রান্সফার ব্যবহার করার। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।