#Demon_King#
পর্ব:১৮৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
দেখতে দেখতে জয়েন্ট টুর্নামেন্টের দ্বিতীয় স্টেজ প্রায় শেষের দিকে চলে আসলো। প্রথম স্থানে এখনো এমিয়াস রয়েছে। আর মাত্র একটা ফিল্ড বাকি রয়েছে। যদিও এমিয়াসের পূর্বেও একজন আছে তবে সেটা কোনো মানুষ না হওয়ার কারণে তাকে গনণা করা হচ্ছিলো না। এতোক্ষণে এমিয়াসের অনেকটা কাছে চলে এসেছে গ্রিড, স্যাম, এলিজাবেথ, মারফা এবং মারফি। কেউ একে অপরের সাথে ফাইট না করে সামনের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছিলো। সবাই নিজেদের চিন্তায় মগ্ন ছিলো।
❝কেনো জানি না সামনের ব্যক্তিকে আমার চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। মনে হচ্ছে আমার কিছুটা স্মৃতি কেউ রিমুভ করে দিয়েছে, যেখানে আমি এই ব্যক্তিকে চিনতাম।❞ (গ্রিড ভাবছে)
গ্রিডের ভাবনায় ছেদ পরলো। এমিয়াসের কাছাকাছি চলে আসার কারণে সব গুলো ব্যক্তির লাক্ এর পরিবর্তন হতে শুরু করলো। যেহেতু এমিয়াসের লাক্ অনেক বেশি, তাই তার প্রতিপক্ষে থাকা ব্যক্তিগুলোর উপরে সেটা খারাপ লাক্ হিসেবে কাজ করতে শুরু করেছে। তারা সবাই বর্তমানে ডেড ফরেস্টের ফিল্ডে ছিলো। এই ফিল্ডের মধ্যে সম্পূর্ণ জায়গাটা ডেড ফরেস্টের মতোই ছিলো। পূর্বের ফিল্ড গুলোতে কোনো রকম মনস্টারের দেখা না পাওয়া গেলেও, এই ফিল্ডের মধ্যে মনস্টার গুলোকে কাছে থেকেই দেখা যাচ্ছিলো। তাদের শুধু যে দেখা যাচ্ছিলো এমন নয়, তারা যেকোনো ব্যক্তিকে দেখলেই এট্যাক করার জন্য এগিয়ে আসছিলো। এমিয়াসের লাক্ এর কারণে প্রায় হাজার মনস্টারের এক বিশাল হর্ডি একত্রিত হয়ে গেলো। এমিয়াস সে হর্ডির মাঝ দিয়ে চলে গেলো, মনস্টার গুলো এমিয়াসের দিকে না গিয়ে যারা পিছনে ছিলো তাদের দিকে ফোকাস করলো। মনস্টার গুলো একটা কথায় ভাবছিলো,
❝আমাদের হ্যান্ডসাম প্রিন্সের পিছনে যারা আসবে আমরা তাদেরই হত্যা করে ফেলবো। হ্যান্ডসাম প্রিন্স শুধু আমাদের।❞
মনস্টার গুলোর অধিকাংশ মেয়ে হওয়ার কারনে এমিয়াসের চার্ম তাদের উপরেও কাজ করেছে। আর এ কারণে তারা এমিয়াসের পিছনে থাকা ব্যক্তিগুলোকে একত্রিত হয়ে এট্যাক করতে শুরু করলো। স্যাম তার সোর্ড ল্যান্ড ডোমেইন ব্যবহার করলো। স্যাম তার ডিভাইন বিস্টের সাথে প্রজেস অবস্থায় থাকার কারণে তার ডোমেইনের জায়গা পূর্বের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার সোর্ডকে স্যাম কন্ট্রোল করলো। সবগুলো সোর্ডের চারিদিকে স্যামের ফায়ার এনার্জি থাকার কারণে সেগুলো থেকে আগুন বের হচ্ছিলো। স্যাম সোর্ড গুলো দিয়ে একের পর এক মনস্টারকে এট্যাক করে যাচ্ছিলো।
-> এটা তাহলে ফায়ার অউরা ডোমেইন! (এলিজাবেথ)
এলিজাবেথ হঠাৎ করে কথাটা বলে উঠলো। সে স্যামের দিকে তাকিয়ে রইলো। এই প্রথমবারের জন্য সে কাছ থেকে কাউকে এতো শক্তিশালী একটা ডোমেইন ব্যবহার করতে দেখতে পেয়েছে। যে কারণে এলিজাবেথ অনেকটা আগ্রহী ছিলো।
❝একের পর এক নতুন জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে এসে।❞ (এলিজাবেথ ভাবছে)
স্যাম একাই মনস্টারের সাথে ফাইট করছিলো না। মারফা এবং মারফিও এগিয়ে গেলো এবং সোর্ড দিয়ে প্রচন্ড স্পিডে একের পর এক মনস্টারকে হত্যা করে সামনের দিকে চলে যাচ্ছিলো। অন্যদিকে গ্রিড যে তার সামনে থাকা মনস্টারের ভিতর দিয়ে দৌড় দিলো। মনস্টারের শরীরের ভিতর দিয়ে বেরিয়ে গেলো সে। যেটা আবারো সবাইকে অবাক করলো।
এলেক্স এখনো পিছনে বসে আছে বেশ কিছু এনার্জি স্টোনকে পাশে রেখে। সে মেডিটেশন করতে ব্যস্ত ছিলো। কিন্তু তার এনার্জি অনেক দ্রুত শেষ হচ্ছিলো। যেটাকে আটকানোর জন্য এলেক্স পুরো একটা উচ্চ লেভেলের এনার্জি স্টোনকে ভেঙে ফেললো একটা পান্স দিয়ে। এনার্জি স্টোন টুকরো টুকরো হয়ে গেলো। যার বেশ কয়েকটা টুকরোকে এলেক্স মুখের মধ্যে নিয়ে গিলে ফেললো। এলেক্সের গ্লাটোনি স্পেলের প্যাসিভের কারণে খুব দ্রুতই এলেক্স তার খাওয়া বস্তুর এনার্জিকে নিজের কোরে সংগ্রহ করে ফেললো। সাথে সাথে এলেক্স উঠলো এবং দৌড়াতে শুরু করলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো ট্রান্সফার)
এলেক্স শ্যাডো ট্রান্সফার স্কিলটা ব্যবহার করলো। জেনারেল সবার প্রথমে ছিলো, কিন্তু এলেক্স জেনারেল এর সাথে শ্যাডো ট্রান্সফার ব্যবহার করলো না। বরং এলেক্স ইগ্রিতের সাথে শ্যাডো ট্রান্সফার স্কিলটা ব্যবহার করলো। স্কিলটা ব্যবহারের সাথে সাথে এমিয়াস যে জায়গায় ছিলো সেটা থেকে এলেক্সের জায়গায় চলে আসলো এবং এলেক্স যে জায়গায় ছিলো সেটা থেকে এমিয়াসের জায়গায় চলে গেলো। এলেক্স দৌড়াতে ছিলো তাই এমিয়াসের জায়গায় গিয়েও সে এক মুহুর্ত থেমে থাকলো না। অনেক স্পিডে সে সামনের দিকে যেতে শুরু করেছে।
(ব্লাডলাস্ট ফর্ম)
এলেক্স সাথে সাথে তার ব্লাডলাস্ট ফর্মে চে আসলো। তার চুল গুলো হলুদ থেকে লাল হয়ে গেলো। চোখ গুলোও নীল থেকে লাল রঙে পরিণত হয়ে গেলো। এলেক্সের স্পিড পূর্বের থেকে দ্বিগুন বৃদ্ধি পেলো। যে কারণে এলেক্স অনেক স্পিডে দৌড়াচ্ছিলো। এলেক্স তার শরীরের চারপাশে লাইটনিং এনার্জি ফোকাস করলো। এলেক্সের শরীরের চারিদিকে লাইটনিং চকমক করতে শুরু করলো। লাইটনিল এর সাহায্যে এলেক্সের স্পিড আরো বৃদ্ধি পেলো। এলেক্স এখন অনেক স্পিডে দৌড় দিতে শুরু করেছে। তার দৌড়ের কারণে তার আশেপাশ দিয়ে লাইটনিং ছড়িয়ে পরছিলো, যেটা বেশ কয়েকটা গাছকে আগুন লাগিয়ে দিয়েছে। তার স্পিড এতোটা ছিলো যে সে কারো চোখের মধ্যেই পরতে ছিলো না। সামনে জেনারেল প্রচন্ড স্পিডে দৌড়িয়ে যাচ্ছিলো যে ডেড ফরেস্ট পার করে অনেক পূর্বেই ডিমনিক ফরেস্টে প্রবেশ করেছে। এলেক্সেরও বেশি একটা সময় লাগলো না। সামনে পরে যাওয়া মনস্টারকে এলেক্স উপেক্ষা করলো না, বরং ইনভেন্টরি থেকে বের করা সান এবং মুন ড্যাগার বের করে নিলো। যেটার ইফেক্টে এলেক্সের স্পিড আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে। এলেক্সের সামনে যেই মনস্টারই আসছিলো সব গুলোকে এক এট্যাকেই হত্যা করে এলেক্স সামনের দিকে যাত্রা শুরু করছিলো। খুব শীঘ্রই সে ডেড ফরেস্ট পার করে ডিমনিক ফরেস্টে পৌছে গেলো। এলেক্স ডিমনিক ফরেস্টে পৌঁছে যাওয়ার সাথে সাথেই তার স্পিড আরো বৃদ্ধি পেলো। ডিমনিক ফরেস্টে থাকা ডিমনিক এনার্জির কারণে এলেক্সের স্পিড পূর্বের থেকে আরো বৃদ্ধি পেলো। হোস্টের কথা শুনতে পাওয়া গেলো।
-> একটা অবিশ্বাস্য ইভেন্ট আমাদের সামনে তৈরি হয়েছে। একটু পূর্বে আমি সহ সবাই হয়তো ভেবে নিয়েছিলাম সিক্রেট কিংডমের প্রিন্স এই স্টেজে হার মেনে নিয়েছে। কিন্তু সে যে এতো মারাত্মক ভাবে আমাদের সারপ্রাইজ করবে সেটা আমরা কেউই ভাবতে পারি নি। কোনো এক আইটেমের সাহায্যে প্রিন্স সামনে থাকা এমিয়াসের সাথে জায়গা চেঞ্জ করে নিয়েছে। হয়তো প্রিন্সের সেই কালো ফক্স বিস্টটাকে সামনে পাঠিয়েছিলো এ কারণেই যাতে প্রিন্স তার আইটেম একটিভ করতে পারে। শুধু সেখানেই নয় প্রিন্সের বর্তমান স্পিড আমাদের কারো চোখের মধ্যেই আটকাচ্ছে না। মানে তার মুভমেন্টকে আমরা যারা ফলো করতে পারছি না তাদের থেকেও প্রিন্সের স্পিড অনেক বেশি এখন। তাছাড়া প্রিন্সের সেই লুক চেঞ্জের ব্যাপারটা তো আছেই। যদিও এমিয়াসের অনেক ভক্ত রয়েছে, কিন্তু আমাদের প্রিন্স যখন এই লুকে চলে আসে তখন অনেক মেয়েদের মনেই হয়তে আঘাত করে। (হোস্ট)
হোস্ট একটু বেশি বারিয়ে বলতে শুরু করলো। যাতে করে মেয়েরা একটু বেশিই মোটিভেটেড হয়ে যায়। এলেক্সের বেশি একটা সময় লাগলো না, সে প্রচন্ড স্পিডে জেনারেলের পাশে খুবই দ্রুত চলে আসতে পারলো। এলেক্স জেনারেলের উপরে উঠলো না বরং জেনারেলের পাশে থেকেই দৌড়াতে শুরু করেছে। এলেক্স প্রচন্ড স্পিডে অনেক শীঘ্রই ফিনিশিং লাইনে পৌঁছে যাচ্ছিলো। কিন্তু ঠিক সেই সময়েই হঠাৎ এলেক্সের সাইড দিয়ে প্রচন্ড স্পিডে কিছু একটা চলে গেলো। এলেক্সের স্পিড এই অবস্থায় সর্বোচ্চ থাকলেও তার পাশ দিয়ে কি গেলো সেটা এলেক্স দেখতে পারলো না। তারপরও এলেক্স ফিনিশিং লাইনে চলে আসলো। তবে ফিনিশিং লাইনে আসার পরেই বুঝতে পারলো সেটা কি ছিলো। মারফা যে কিনা সিক্রেট কিংডমের প্রিন্সেস, এলেক্স তার দিকে তাকালো। দুটো কান তাদের নিচ জায়গায় থাকলেও মাথার উপরে আরো দুটো লম্বা কান দেখা যাচ্ছিলো, যা দেখতে তেমন একটা খারাপ লাগছিলো না। শরীরের চারিদিক দিক দিয়ে সাদা এক এনার্জি বের হচ্ছিলো যা উজ্জ্বল একটা আলো দিচ্ছিলো। পূর্বে সে ছেলেদের মতোই একটা জামা এবং লম্বা প্যান্ট পরে থাকলেও এখন তার জামার মধ্যেও চেঞ্জ দেখা যাচ্ছিলো। হাটু পর্যন্ত সাদা একটা প্যান্ট পরা ছিলো এবং হাতাকাটা একটা জামা পরা ছিলো, পিঠের উপরের কিছুটা অংশ এবং গাড়ের জায়গাটা খোলা অবস্থায় থাকার কারণে পিঠে একটা ট্যাটু আঁকানো ছিলো যেটার আংশিক দেখা যাচ্ছিলো। ট্যাটুটা সাদা উজ্জ্বল আলোতে জ্বলছিলো। তবে আস্তে আস্তে তার উজ্জ্বল ভাবটা কমতে শুরু করলো। মারফার শরীর থেকে তার ফ্যামিলিয়ার আলাদা হয়ে গেলো। একটা খরগোস আলাদা হলো মারফার শরীর থেকে।
-> আমার মনে হয় না কেউ এটা আশা করেছিলো। আমাদের কিছু বলার বা দেখার পূর্বেই সিক্রেট কিংডমের প্রিন্সেস মারফা তার স্প্রিট বিস্ট ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করে। এরপরে সে এতোটা স্পিড অর্জন করে যে সেটা আমাদের কারো চোখের মধ্যেই আসে নি। শুধু দেখেছি প্রিন্সেস তার জায়গা থেকে অদৃশ্য হয়েছে এবং একটু পরেই সে ফিনিশিং লাইন পার করেছে। এই নিয়ে সিক্রেট কিংডমের প্রিন্সেস দ্বিতীয় স্টেজে প্রথম হয়েছে এবং সিক্রেট কিংডমের প্রিন্স দ্বিতীয় হয়েছে। এখন বাকিদের জন্য অপেক্ষা করা যাক। (হোস্ট)
এলেক্স মারফার দিকে তাকালো। বিশেষ করে সেই ট্যাটুটার দিকে তাকালো, যেটায় তাকানোর পরে সে স্তব্ধ হয়ে গেলো। এলেক্সের এখানে কিছু বলার নেই, পূর্বে সে এই একই ট্যাটুটা অন্য একজনের শরীরের দেখেছে। অবশ্য এলেক্স বা হৃদয় শুধু একজনের নগ্ন পিঠ দেখেছিলো, তাই তার পিঠে থাকা ট্যাটুটা কিরকম সেটা এলেক্সের সম্পূর্ন মুখস্ত ছিলো। এলেক্স চোখ বন্ধ করেও সেটা সম্পূর্ণ একে দিতে পারবে। এজন্যই মারফার পিঠে থাকা কিছুটা ট্যাটু দেখেই এলেক্স সেটাকে চিনতে পারলো। আর সেটাকে চিনতে পারার কারণেই এলেক্সের মাইন্ডে আরো বিভিন্ন রকম চিন্তা বাস করতে শুরু করলো। এলেক্স বুঝতেই পারছিলো না এই অবস্থায় সে কি করবে।
❝এমন নয় যে এখানে শুধু আমার আসার সম্ভবনা রয়েছে। কোনো ক্ষেত্রে সে ও আসতে পারে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স এখনো সিওর ছিলো না। চেহারা এক হবে না সেটা এলেক্স চোখ বুঝেই বলে দিতে পারবে, তার মতোই হয়তো সে ব্যক্তিটা রেইনকার্নেট হয়েছে এখানে। এলেক্সের ইমোশন গুলো না থাকলেও মনের এক কোণে সে সেই মানুষটাকে দেখতে চাচ্ছিলো না। কারণ এরপরে সে তাকে দেখতে পেলে কি করবে সেটা সম্পর্কে এলেক্স নিজেও জানে না। যেহেতু মারফার সাথে এলেক্সের পূর্ব থেকে কোনো সম্পর্ক নেই, তাই এলেক্স মারফার ব্যবহার সম্পর্কেও কিছু জানে না। আর যদি সে সেই ব্যক্তি হয়েও থাকে, তারপরও কোনো ভাবে হৃদয়ই যে এলেক্স সেটা মারফার জানার কথা না। এরকম বিভিন্ন চিন্তা খুব সময়ের মধ্যে এলেক্স ভেবে যাচ্ছিলো। এলেক্সের চিন্তাকে আমরা এক সাইডে রেখে দি আপাতোতো সময়ের জন্য।
বাকিরাও এক এক করে ফিনিশিং লাইন অতিক্রম করতে শুরু করেছে। এলেক্সের পরেই ছিলো গ্রিড, এরপর এলিজাবেথ, এরপর স্যাম, এরপর মারফি, এরপর এমিয়াস এবং বাকিরা আস্তে আস্তে ফিনিশিং লাইন অতিক্রম করেছে। যারা এখনো আসে নি তারা হয়তো মারা গিয়েছে বা কোনো এক ফিল্ডের মধ্যে গুরুতর আহত অবস্থায় পরে আছে। এজন্য হোস্ট দ্বিতীয় রাউন্ডকে শেষ বলে ঘোষিত করে দিলো। এলেক্স খেয়াল করলো তার টিমের মধ্য থেকে সবাই ফিনিশিং লাইন অতিক্রম করেছে। অন্যদিকে যদি আমরা স্যামের টিমের দিকে লক্ষ্য করি তাহলে স্যামের টিমের মধ্য থেকে শুধুমাত্র হেয়া এবং স্যামই ফিনিশিং লাইন অতিক্রম করেছে। বাকিরা স্নেরা সহ এবা এবং জেবার কেউই ফিনিশিং লাইনে পৌঁছাতে পারে নি। হোস্ট কাউকে তেমন কোনো সময় না দিয়ে বলতে শুরু করলো।
-> একজন ব্যক্তির আসল পাওয়ার দেখা যায় যখন সে একদম কর্নারে চলে আসে। ড্যানজন ক্লিয়ারের সময় অধিকাংশ মানুষ মৃত্যু বরণ করে তাদের এনার্জি এবং স্ট্রেন্থ শেষ হয়ে যাওয়ার কারণে। এই দুই স্টেজের মাধ্যমে আমাদের সকল পার্টিসিপেন্টেরই এনার্জি প্রায় শেষ হয়েছে। সবাইকে তাদের এনার্জি সংগ্রহ করতে সময় লাগবে, কিন্তু আমরা তাদেরকে সে সময় দিচ্ছি না। এখনি এবং এই সময়ে তৃতীয় এবং সর্বশেষ স্টেজ শুরু হতে যাচ্ছে। (হোস্ট)
হোস্টের কথা শেষ না হতে হতেই তিন কিংডমের প্রিন্সিপাল একত্রিত হলো। তারা তাদের স্পেস ম্যাজিকের সাহায্যে আবারো এরিনাকে শেপ দিতে শুরু করলো। পূর্বের সকল ফিল্ড গুলোকে সরিয়ে দিয়ে ডেড ফরেস্টের ফিল্ডটাকে রেখে দিলো। যার আয়তন তেমন বড় ছিলো না। ডেড ফরেস্টের খুব ছোট একটা অংশকে এরিনার মাঝে নিয়ে এসেছে।
-> জয়েন্ট টুর্নামেন্টের তৃতীয় বা সর্বশেষ রাউন্ড হতে যাচ্ছে ফাইটিং। এই রাউন্ডেও কোনো রকম টিম থাকবে না। কিন্তু পার্টিসিপেন্ট চাইলে অন্যান্য ব্যক্তিদের সাথে এক সাথে টিম বানিয়ে কাজ করতে পারে। কিন্তু বলে রাখা ভালো সবশেষে মাত্র একজনই বিজয়ী হবে। এই স্টেজের কোনো সময় সীমা নেই। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টেজ চলতেই থাকবে। কাউকে কোনোরকম চিন্তা করতে হবে হা, যদিও তোমরা এই স্টেজে মারা যাবে এরপরও সত্যিকারে মারা যাবে না। তবে পূর্বেই বলে রাখা ভালো যে যন্ত্রনা অনুভব করবে সেটা কিন্তু মারাত্মক হবে, তাই আমি বলবো কেউ মারা না যেতে চাইলে প্রথমেই হার মেনে নিবে। এর পূর্বে যারা মারা গিয়েছে তারা এতোটাও যন্ত্রনা অনুভব না করেই টেলিপোর্ট হয়েছে, কিন্তু এইবার তেমন হবে না। যেহেতু ডেড ফরেস্টের একদম মারাত্মক একটা অংশকে আমরা এখানে নিয়ে এসেছি তাই সিক্রেট কিংডমের ম্যাজিক টেকনোলজি তেমন করে কাজ করবে না। যন্ত্রনা সত্যিকারের মারা যাওয়ার মতোই অনুভব হবে। (হোস্ট)
হোস্টের কথা শেষ না হতেই হতেই সবার হাতে একটা করে কার্ডের মতো কিছু একটা চলে আসলো।
-> এটা একটা টেলিপোর্টেশন কার্ড যা তিন প্রিন্সিপালের সবচেয়ে উচ্চ লেভেলের একটা স্পেল। এই কার্ড যে কেউ ভাঙলে তারা এরিনা থেকে টেলিপোর্ট হয়ে যাবে এবং মারা গিয়েছে বলে গন্য হবে। তবে প্রথমেই আমি বলে রাখি প্রথম দুই স্টেজে পয়েন্ট সম্পর্কে। প্রথম স্টেজে যে টিম জয়ী হয়েছিলো তারা ১০ পয়েন্ট করে পেয়েছিলো। যেটা প্রতিটা টিম মেম্বারের সাথে ভাগ হয়েছিলো। তাই ধরা যাচ্ছে প্রথম স্টেজে প্রতিটা ব্যক্তি ২ করে পয়েন্ট পেয়েছে। অন্যদিকে যদি আমরা দ্বিতীয় স্টেজের দিকে তাকায়, তাহলে যে প্রথম হয়েছে সে ১৫ পয়েন্ট একাই পেয়েছে। অন্যদিকে যে দ্বিতীয় হয়েছে সে ১০ পয়েন্ট এবং যে তৃতীয় হয়েছে সে ৫ পয়েন্ট পেয়েছে। সেই হিসেব করলে বর্তমানে প্রথম স্থানে রয়েছে সিক্রেট কিংডমের প্রিন্সেস মারফা ১৭ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে সিক্রেট কিংডমের প্রিন্স এলেক্স ১২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছে গ্রিড ৭ পয়েন্ট নিয়ে। এবার আমি তৃতীয় এবং সর্বশেষ রাউন্ডের কথা উল্লেখ করছি। এই রাউন্ডে শুধু যে একজন ব্যক্তি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে পয়েন্ট অর্জন করতে পারবে এমন নয়। ডেড ফরেস্টের সবচেয়ে স্পেশাল একটা জায়গাকে আমাদের তিন প্রিন্সিপাল এখানে নিয়ে এসেছে। যার মধ্যে প্রায় ১০ টা শক্তিশালী ফিল্ড বস রয়েছে। সাধারণত এই স্টেজে প্রথম হলে ১০০ পয়েন্ট, দ্বিতীয় হলে ৮০ পয়েন্ট এবং তৃতীয় হলে ৫০ পয়েন্ট পাওয়া যাবে। এবং অন্যান্য ব্যক্তিরা র্যাংকিং এর কোনো পয়েন্ট পাবে না। তবে যেকেউ একটা ফিল্ড বসকে হত্যা করতে পারলেই ১০০ পয়েন্ট করে পাবে। সিক্রেট কিংডমের ম্যাজিক টেকনোলজির সাহায্যে কোন ব্যক্তি ফিল্ড বসকে হত্যা করলো সেটা আমাদের উপরের এই বিশাল বোর্ডে দেখাবে। তাই কাউকে চিন্তা করতে হবে না ভুল গনণার। (হোস্ট)
হোস্ট আর কোনো কথা বললো না। সবাই ভাবলো হোস্ট হয়তো আরো কথা বলবে এতে করে তারা একটু রেস্ট নেওয়ার সময় পেয়ে যাবে। কিন্তু সেরকম কিছুই হলো না। হোস্ট কাউকে আর সময় দিলো না। সবার হাতে একটা করে স্পেস কার্ড থাকার কারণে তারা র্যানডম ভাবে ডেড এরিনার মাঝের ডেড ফরেস্টের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে চলে গেলো। যেখানে প্রবেশের পরই সবাই বুঝতে পারলো তারা পূর্বে যে ডেড ফরেস্টে প্রবেশ করেছিলো সেখানের থেকে এটা সম্পূর্ণ ভিন্ন ছিলো। হোস্টের কথা আবারো শুনতে পাওয়া গেলো।
-> পূর্বে সবাই যে ডেড ফরেস্টে প্রবেশ করেছিলো, তার চারপাশ দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছিলো রেড কিংডমের লিজেন্ডারি আইটেমের সাহায্যে। যে কারণে তার মধ্যে থাকা সকল মনস্টারের লেভেল অনেক অনেক কমে গিয়েছিলো। কিন্তু এবার তেমন কিছু ব্যবহার না হওয়ার কারণে প্রতিটা মনস্টার অনেক অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে। আমি আশা করছি মানা এবং অউরা ইউজার ব্যতীত যারা আছো ভিতরে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এখনি হার মেনে নিবে। (হোস্ট)
হোস্ট এরকম ভাবে কথাটা বললো যেটা বেশ কিছু প্রাণ এনার্জি ইউজারদের মনে অনেকটা ভয় তৈরি করলো। কারণ কয়েকজনের চোখের সামনেই ভয়ানক মনস্টার চলে এসেছিলো। আর তারা মারা যেতে চাচ্ছিলো না। যে কারণে তার দ্রুত কার্ডটা ভেঙে বাইরে টেলিপোর্ট হয়ে চলে আসলো। চার থেকে পাঁচজন স্টেজ শুরু হওয়ার সাথে সাথই ভিতর থেকে বেরিয়ে আসলো। দ্বিতীয় স্টেজে বেশ অনেক জন মারা গিয়েছিলো এবং অনেকে আহত হওয়ার কারণে স্টেজ শেষ করতে পারে নি। দ্বিতীয় স্টেজের মোট ১১৮ জনের মধ্য থেকে ৬০ জনের মতো তৃতীয় স্টেজে অংশগ্রহন করেছে। যাদের মধ্যে প্রাণ ইউজারের সংখ্যা অনেক কমই। আর তারা একা একা ব্যাটেলের জন্য উপযুক্ত না হওয়ার কারণে অনেকেই হার মানতে শুরু করেছে।
তবে সব প্রাণ এনার্জি ইউজাররা একই রকম হয় না। ডেড ফরেস্টের এক জায়গায় একা টেলিপোর্ট হয়েছে এনরি। সে তার এনার্জির সাহায্যে আসে পাশে কাউকে সেন্স করতে পারলো না। কোনো ব্যক্তিকে সেন্স না করতে পারলেও বিভিন্ন ধরনের মনস্টারকে ঠিকই সে সেন্স করতে পারলো। এনরি তাকালো, তার সামনে বিশাল একটা মনস্টার ছিলো। ডেড ফরেস্টে যেহেতু সকল ধরনের আনডেড মনস্টারের বাসা তাই তার সামনের বিশাল মনস্টারটাও আনডেড ছিলো। বিশাল একটা স্কেলেটন নাইট ছিলো এনরির সামনে দাঁড়িয়ে। বিশাল নাইটের সাথে এনরির সমান সমান সাইজেরও প্রায় শত শত মনস্টার দাঁড়িয়ে ছিলো সেটার পিছনে। এনরিকে দেখে সবাই এট্যাক করার অপেক্ষায় ছিলো। কিন্তু এনরির শরীর থেকে এমন একটা এনার্জি বের হচ্ছিলো যে কারণে কেউই এট্যাক করার সাহস পাচ্ছিলো না। এনরি তার ডান হাত বাড়িয়ে দিলো।
-> ও মাদার আর্থ, গ্রান্ট মি ইউর পাওয়ার।
এনরি কথাটা শেষ করার সাথে সাথেই আশে পাশে থাকা গাছের শিকড় গুলো বড় হতে শুরু করলো। সে শিকড় গুলো বড় হয়ে ছোট ছোট স্কেলেটন নাইটগুলোকে পেঁচিয়ে ধরলো। নাইটগুলোর শরীরে পেঁচিয়ে সম্পূর্ণ ঢেকে দিলো। এখন প্রায় শত শত মনস্টার এনরির কন্ট্রোলে ছিলো। এনরি আদেশ দেওয়ার সাথে সাথে তারা ঝাঁপিয়ে পরলো বিশাল মনস্টারের উপরে। আর এই সব কিছু লাইভ দেখতে পারছিলো টাওয়ারের সবাই। ছোট ছোট নাইট গুলোর পাওয়ার এতোটা বৃদ্ধি পেয়েছিলো যেত তারা কয়েক মিনিটের মধ্যেই বিশাল নাইটটাকে হত্যা করে দিলো। মাঝ খানের উপরের বিশাল বোর্ডের উপরে এনরির সাম সহ তার ছবি চলে আসলো। যার পাশে তার মোট পয়েন্ট দেখাতে লাগলো। তার পয়েন্ট দেখে কেউ অবাক হচ্ছিলো না, বরং সবাই অবাক হচ্ছে এটা দেখে যে একজন প্রাণ ইউজার হয়ে প্লান্ট এট্রিবিউটের ম্যাজিক কিভাবে এনরি ব্যবহার করলো।
অন্যদিকে এলেক্স যে আবারো ডেড ফরেস্টে চলে এসেছে। ডেড ফরেস্টের সাথে তার সম্পর্ক অনেক ভালোই বলা যায়। পূর্বে এলেক্স তার সব গুলো শ্যাডো বিস্ট সাম্মন করলেও এবার সেটা একদমই করছে না। কারণ সবার চোখের সামনে পরতে চাচ্ছে না এলেক্স। তাই বলে এমন নয় যে এলেক্স তার শ্যাডো গুলোর ব্যবহার করবে না। জেনারেল এবং মিনোটর-১ কে সাম্মন করে ফেললো এলেক্স। যাদের সম্মান করেই এলেক্স তাদেরকে দুইপাশে পাঠিয়ে দিলো।
-> আবারো লেভেল আপ করার সুযোগ পেয়ে গিয়েছি আমি। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।