#Demon_King#
পর্ব:১৮৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টুর্নামেন্টের সর্বশেষ স্টেজ শুরু হয়েছে। সকলেই মনে করেছিলো হয়তো এখানে এক এক করে সবাইকে ফাইট করতে হবে। কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। এক এক করে ফাইট হলে সেটা দেখতে ইন্টারেস্টিং মনে হলেও তেমন মজা কেউ পেতো না। এখন যেভাবে স্টেজটা হচ্ছে, এতে করে একজন ব্যক্তির সর্বোচ্চ চেষ্টা তারা দেখতে পারছিলো। সাধারণ অবস্থায় কেউ নিজেকে সম্পূর্ণ রিস্কের মধ্যে ফেলতে চাইবে না বলে তেমন একটা মজা দর্শকরা পেতো না। কিন্তু এখন সবাই অংশগ্রহনকারী ব্যক্তিদের সর্বোচ্চ ফর্মটায় দেখতে পারছিলো। কারণ এরিনার মধ্যে যারা আছে তারা কেউই মনস্টার কিংবা অন্য কোনো ব্যক্তির হাতের মারা যেতে চাচ্ছে না।
-> যেহেতু আমাকে আমার পাওয়ার গোপন রাখতে হবে, তাই আমি মনস্টার গুলোকে আমার কন্ট্রোলে নিতে পারবো না। মনে হচ্ছে আমার শরীরই ব্যবহার করতে হবে তাদেরকে হারানোর জন্য।
কথাটা এলিজাবেথ নামক মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বললো। তার কথা শেষ না হতে হতেই বিশাল একটা মনস্টার তার উপরে ঝাঁপিয়ে পরছিলো। ঠিক এই সময়েই এলিজাবেথ তার একটা পান্সের সাহায্যে মনস্টারটাকে টুকরো টুকরো করে ফেললো।
-> মনে হচ্ছে একটু বেশিই স্ট্রেন্থ ব্যবহার করা হয়েছে। (এলিজাবেথ)
এলিজাবেথের নামও উপরের বোর্ডে চলে আসলো। যেটা ডেড ফরেস্ট থেকে কেউই দেখতে পারছিলো না বিশাল বিশাল গাছের কারণে। ডেড ফরেস্টের মধ্যে কোনো সূর্যের আলো পৌছাতে পারে না, এ কারণে দিনের সময় জায়গাটা আবছা অন্ধকার থাকে এবং রাতের সময় পুরো অন্ধকার হয়ে যায়। উপর থেকে ডেড ফরেস্টের মধ্যে কি হচ্ছে সেটা বোঝার কোনো উপায় ছিলো না আবার ডেড ফরেস্টের মধ্য থেকে উপরে কি হচ্ছিলো সেটাও বোঝার কোনো উপায় ছিলো না।
গ্রিড এই পর্যন্ত কোনো মনস্টারকে দেখতে পারে নি। তবে তার সাথে বেশ কিছু ব্যক্তির সাথে দেখা হয়েছে যাদেরকে খুব দ্রুতই হত্যা করে ফেলেছে সে। অন্যদিকে স্যাম এবং ড্যানিয়েল দুজনে একে অপরের বিপক্ষে পরেছে। তারা দুজনে একে অপরের বিপক্ষে পরার পর থেকেই ফাইট করে যাচ্ছে। যেহেতু পূর্বের স্টেজে তাদের এনার্জি প্রায় শেষ হয়ে গিয়েছিলো, তাই এই স্টেজে প্রথম থেকেই তারা একে অপরের সাথে ফুল পাওয়ারে ফাইট করে যাচ্ছিলো। স্যাম এবং ড্যানিয়েল দুজনেই তাদের ডিভাইন বিস্টের সাথে প্রজেস ব্যবহার করে ফাইট করছিলো। তাদের ফাইটের কারণে আশে পাশে থাকা সব গুলো গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছিলো। এতে করে অনেকটা খালি জায়গা তৈরি হয়েছে যেখান দিয়ে গ্যালারির দর্শকরা তাদের দূর থেকেই দেখতে পারছিলো। সবার নজরই তাদের দিকে চলে গেলো। ড্যানিয়েল তার টার্টেল বিস্টের সাথে প্রজেস অবস্থায় থাকার কারণে তার ডিফেন্স এখন অন্যান্যদের থেকে অনেক বেশি ছিলো। অন্যদিকে স্যাম তার টাইগার বিস্টের সাথে প্রজেস অবস্থায় থাকার কারণে তার এট্যাক পাওয়ার মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। যতটা ধ্বংসাত্মক পরিবেশ তৈরি হচ্ছিলো সব কিছু স্যামের এট্যাকেই হচ্ছিলো। ড্যানিয়েল শুধু এট্যাক গুলোকে আটকাচ্ছিলো।
-> তুমি সারাদিন চেষ্টা করলেও আমার কিছুই হবে না। (ড্যানিয়েল)
ড্যানিয়েল উক্ত কথাটা বলে স্যামকে আরো রাগিয়ে দিলো। ড্যানিয়েল কোনো রকমের এট্যাক ব্যবহার করছিলো না। সে মাঝে মাঝে কাউন্টার এট্যাক করার সুযোগ পেলেও সে সুযোগ ব্যবহার করছিলো না। সে অপেক্ষা করছিলো স্যামের এনার্জি শেষ হয়ে যাওয়ার জন্য। যেহেতু স্যাম পূর্বের স্টেজে একদম শেষ পর্যন্ত বিস্টের সাথে প্রজেস অবস্থায় ছিলো তাতে স্যামের এনার্জি তখন ফুল থাকলেও বিস্ট আলাদা হয়ে গেলে এনার্জি যেটুকু থাকে পূর্বে সেটুকুই হয়ে যায়। আর ডিভাইন বিস্ট সাম্মন করার সময়েও বেশ অনেকটা এনার্জির প্রয়োজন হয়। সে অনুযায়ী লক্ষ্য করলে দেখা যাচ্ছে ড্যানিয়েল পূর্বের স্টেজে তার এনার্জি অনেকটা সেভ করে রেখেছিলো। এ কারণে সে অপেক্ষা করছিলো স্যামের এনার্জি হারিয়ে ফেলার।
-> তোমার কি মনে হয় আমি এতো দ্রুত হেরে যাবো? (স্যাম)
স্যাম হাফাচ্ছিলো। সে অনেকটা কর্নারে পৌঁছে গিয়েছে। সে বেশিক্ষণ তার ডিভাইন বিস্টের সাথে প্রজেস অবস্থায় থাকতে পারবে না। আর একবার বিস্টের থেকে আলাদা হয়ে গেলেই সে জানে সে এই স্টেজ হেরে যাবে। তাই বিষয়টা দ্রুত শেষ করার জন্য স্যাম তার স্পেস রিং এর মধ্য থেকে একটা আইটেম বের করলো।
-> যদি আমার পছন্দ নয় এই আইটেমটা ব্যবহার করা। তারপরও এখানে তোমার ডিফেন্সের জন্য এর থেকে মারাত্মক কিছু হতে পারে না। (স্যাম)
স্যাম একটা ব্লেড বের করলো। একটা বিশাল ব্লেড। মূলত সেটা একটা স্পেয়ার ছিলো। স্যামের সমান একটা লাঠির মাথায় ড্যাগারের থেকে একটু বড় ব্লেড লাগানো। স্যাম সেটাকে বের করার পরই ডান হাত দিয়ে সেটাকে তার ঘাড়ের পিছন দিয়ে বাকা অবস্থায় রাখলো।
-> লিজেন্ডারি আইটেম, স্পেয়ার অফ পোসেইডন। জানি না কোন লিজেন্ডারি ব্যক্তির অস্ত্র এটা, কিন্তু আজ পর্যন্ত যত শক্তিশালী মনস্টারই এটা দেখেছে সে মারা গিয়েছে। (স্যাম)
স্যামের আইটেমের দিকে তাকালো ড্যানিয়েল। অনেক আশ্চর্য জনক একটা লুক নিয়েই ড্যানিয়েল তাকিয়ে ছিলো সেদিকে।
❝লিজেন্ডারি আইটেম! আজ একজন কমনারের সন্তান হওয়ার কারণে হয়তো সেটা ধরার কোনো অধিকার আমার হয় নি। কিন্তু ওয়েট, একদিন আমি সেটা ব্যতীতই টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে দেখাবো।❞ (ড্যানিয়েল ভাবছে)
ড্যানিয়েলের ভাবনার ছেদ পরলো যখন স্যাম তার বিশাল স্পেয়ার দিয়ে একটা এট্যাকের সাহায্যে ড্যানিয়েলের ডান হাতে কিছুটা ক্ষত তৈরি করলো। এতোক্ষণ ড্যানিয়েলের ডিভাইন বিস্টের এনার্জির কারণে তার শরীরে কোনো রকম ক্ষত তৈরি করতে পারছিলো না স্যাম। কিন্তু একটা লিজেন্ডারি আইটেম স্যামের হাতে থাকার কারণে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে। ড্যানিয়েল সাথে সাথে তার ডিফেন্স বারিয়ে দিলো। সে তার চার পাশের মাটিকে কন্ট্রোল করতে শুরু করলো। নিজের আর্থ এট্রিবিউটের সাহায্যে ড্যানিয়েল তার চারপাশের মাটিকে নিজের কাছে নিয়ে আসলো এবং সেটা দিয়ে নিজের শরীরের চারপাশ দিয়ে একটা বিশাল আর্মার তৈরি করলো। আর্মারটা এতোটা বিশাল হলো যে সেটা বড় একটা গোলেমে রূপ নিলো। সেই গোলেমের একদম মাঝখানে ছিলো ড্যানিয়েল। যে এবার শুধু ডিফেন্সে ফোকাস না করে এট্যাকেও নজর দিলো।
-> স্পেয়ার অফ পোসেইডনের এট্যাক পাওয়ারই শুধু মারাত্মক নয়। এই আইটেম পুরো টাওয়ারের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওয়াটার এট্রিবিউট অস্ত্র। আর তোমার এই এট্রিবিউটের নেমেসিস। (স্যাম)
স্যাম তার বাম পা সামনের দিকে এবং ডান পা পিছনের দিকে ছড়িয়ে দিলো। এবার নিজের সকল এনার্জি সে তার আইটেমের উপরে ফোকাস করলো। তার হাতের স্পেয়ারের চারিদিক দিয়ে নীল কালারের ফ্লেমের মতো কিছু একটা দেখা যাচ্ছিলো। সেটা ফ্লেম ছিলো না বরং সেটা পানি ছিলো। স্যাম তার পুরো ফোর্সে সেটাকে প্রচুন্ড স্পিডে ড্যানিয়েল এর দিকে নিক্ষেপ করলো। ড্যানিয়েলের ডিভাইন বিস্টের সাথে প্রজেস অবস্থায় এমনকি চারিদিকে আর্থ এট্রিবিউটের আর্মার তৈরি করার পরও সে স্যামের স্পেয়ারটাকে আটকাতে পারলো না। স্যাম স্পেয়ারটা একদম মাঝ বরাবর নিক্ষেপ করেছে যেখানে পূর্বেই লক্ষ্য করেছিলো ড্যানিয়েল ছিলো। স্পেয়ারটা একদম ড্যানিয়েলের পেটের ভিতর দিয়ে বেরিয়ে গেলো।
-> তাহলে এটায় একটা নোবেল এবং কমনারের পাওয়ারের পার্থক্য। যেখানে নোবেলটা তাদের অর্থের জোরে শক্তিশালী আইটেম এবং ব্যক্তিদের সাহায্যে শক্তিশালী হয়ে যাচ্ছে আর কমনাররা শুধু দুর্বল হচ্ছে। (ড্যানিয়েল)
ড্যানিয়েল কথাটা শেষ করার সাথে সাথে তার চারপাশ থেকে মাটির আর্মার আস্তে আস্তে নিচে পরে গেলো। ড্যানিয়েল সেই অবস্থায় সেখানে মারা গেলো, যদিও এটা একটা ইলুশন ছিলো মাত্র। কারণ পূর্বের সবার মতোই আবারো সে সহ বাকিরা টেলিপোর্ট হয়েছে অন্য কোথাও। স্যাম সামনে রওনা দিলো তার স্পেয়ারের দিকে, যেটা একটা গাছের সাথে গেথে ছিলো।
-> আমি যদি আমার সর্বোচ্চ দিয়ে কারে সাথে ফাইট করি তাহলে সেটা তুমি হবে ড্যানিয়েল। আফসোস আমরা একই কিংডমে নই, নাহলে হয়তো আমি তোমাকে হেয়ার সাথে বিয়ে দেওয়ার চিন্তার করতাম। তখন রোজই এরকম ফাইট করার সুযোগ পেতাম। (স্যাম)
স্যাম তার স্পেয়ারটা হাতে নিয়ে কথাটা বললো। সে আকাশের দিকে তাকালো। আশেপাশের গাছ পালা তাদের ফাইটে ধ্বংস হওয়ার কারণে এই জায়গাটা থেকে উপরের সিন দেখা যাচ্ছিলো। উপরে বোর্ডের মধ্যে কয়েকজনের ছবি এবং নাম দেখতে পারলো স্যাম। যাদের মধ্যে এনরিকে সবার উপরে দেখতে পেয়ে সে অনেকটা অবাক হলো।
-> মেয়েটা স্পেশাল সেটা আমি আমাদের টুর্নামেন্ট থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু প্রাণ এনার্জি ইউজার হয়ে যে একাই একটা ফিল্ড বস হত্যা করতে পারবে সেটা হয়তো কেউই আশা করবে না। মনে হচ্ছে এলেক্সের জন্য সবাই হাত ধুয়ে পরেছে। (স্যাম)
স্যাম সহ তাদের টিমের সবাই জানে কোন মেয়ে কাকে পছন্দ করে। বিশেষ করে স্যাম স্নেরা পছন্দ করে। তার পছন্দ করা স্নেরাও এলেক্সকে পছন্দ করে, তাই স্নেরা যে বাতিল হয়েছে এতে করে স্যাম কিছুটা খুশি হয়েছেই।
-> প্রথম হয়ে আমার সিক্রেট কিংডমের প্রিন্সেসকে বিয়ে করার কোনো দরকার নাই। তবে আমি একসাথে তিনটা লিজেন্ডারি আইটেমকে মানা করতে পারি না। বাকি দুই কিংডমের লিজেন্ডারি আইটেম আমাদের কিংডমে নিয়ে আসলে অন্তত রেড কিংডমের থেকে কিছুটা হলেও আমরা শক্তিশালী হতে পারবো। (স্যাম)
স্যাম একটা গাছের উপরে বসলো এবং বিশ্রাম নিতে শুরু করলো। তার বিস্ট বিস্ট ওয়ার্ল্ডে চলে গিয়েছে। এতোক্ষণে কিছু অনুভব না করলেও এখন শরীরের সম্পূর্ণ ব্যথা অনুভব করছিলো সে। খুব শান্ত মনে আস্তে আস্তে এনার্জি সংগ্রহ করতে শুরু করেছে স্যাম। যেখানে তাকে আর শান্ত থাকতে দিলো না। হঠাৎ করে কেউ ছোট একটা ড্যাগার নিক্ষেপ করলো স্যামের দিকে। কিন্তু স্যাম সেটাকে তার অউরা এনার্জির সাহায্যে সেন্স করলো। এনার্জি এবজোর্ব করার সময় একজন এনার্জি ইউজারের সেন্স আরো বৃদ্ধি পায়, তাই তার আশে পাশে কি হচ্ছিলো সেটা একটু বেশি ভালো করে বুঝতে পারে তারা। স্যামও বুঝতে পারলো তার দিকে কিছু যাচ্ছিলো সেজন্য সে লাফ দিয়ে নিচে নেমে গেলো। স্যামের হাতে আপাতোতো কোনো অস্ত্র ছিলো না। সে তার স্পেয়ারকে স্পেস রিং এর মধ্যে রেখে দিয়েছে।
-> আমি ভেবেছিলাম হয়তো সেই হেল ফায়ার ফিনিক্সের সাথে ফাইট করতে পারবো, কিন্তু আমাকে নিরাশ হতে হলো। যদিও হোয়াইট টাইগার গুলো শক্তিশালী, কিন্তু বাইরের ওয়ার্ল্ড গুলোর ব্যক্তিরা বিস্ট ওয়ার্ল্ডের আসল বিস্ট গুলোর কাছেই যেতে পারে না।
স্যাম তাকালে। কথাটা নতুন একটা মুখের থেকে বের হলো। সেটা ছিলো গ্রিড যাকে পূর্বের কোনো রাউন্ডেই কেউ চিনতো না। হঠাৎ করে সে তার পাওয়ার দেখানো শুরু করেছে। স্যাম বুঝলে না এই ব্যক্তিটা কি বলছিলো।
-> তুমি তোমার ফেইক আইটেমটা ব্যবহার করবে না? (গ্রিড)
-> তোমার সাথে ফাইট করার জন্য আমার আইটেমের ব্যবহার করার প্রয়োজন হবে না। (স্যাম)
স্যাম সাথে সাথে এগিয়ে গেলো এট্যাক করার জন্য। তার শরীরে পর্যাপ্ত এনার্জি ছিলো না ভালো করে একটা একটা স্পেল ব্যনহার করার জন্যও। তারপরও সে এখানে হার মানতে রাজি ছিলো না।
-> তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস ব্যবহার করো, যা আমার ভালোই লেগেছে। (গ্রিড)
গ্রিড কোনো কথা না বলা ছাড়া ডোমেইন একটিভ করলো। কোনো সাধারণ ডোমেইন ছিলো না, বরং এটা স্যামের ব্যবহার করা সোর্ড ল্যান্ডই ছিলো। পূর্বের স্টেজে গ্রিডের সামনেই স্যাম উক্ত ডোমেইন ব্যবহার করেছিলো। আর গ্রিডের স্পেশাল এবিলিটি যে কারো পাওয়ার কপি করা, তাই খুব সহজেই সে এটা ব্যবহার করতে পারছে। গ্রিডের ডোমেইন ব্যবহার করা দেখতে পেয়ে স্যাম আর কিছু বলতে পারছিলো না। তার দেখা সে একমাত্র ব্যক্তি ছিলো যে তার নিজস্ব সোর্ড ল্যান্ড ডোমেইন ব্যবহার করতে পারে। তাই এখানে স্যাম কি বলবে সেটা ভেবে পাচ্ছিলো না। স্যামের কিছু বলার বা করার পূর্বেই হাজারো সোর্ড তাকে আক্রনণ করলো। যার কারণে সে ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে পরে রইলো।
-> যদিও আমার অলিম্পাসের সেই কন্সটেলেশন এর অ্যাভেটারের সাথে ফাইট করতে মন চাচ্ছে, কিন্তু আমি আপাতোতো অলিম্পাসের সাথে কোনো রকম ফাইট নিতে চাচ্ছি না। তাহলে কি আমি এখন সেই এলিজাবেথ নামক মেয়েটার কাছে যাবো? মেয়েটা বড়ই আজব, তার শরীর থেকে আমি কোনো প্রকার এনার্জি এখনো ফিল করতে পারলাম না। যদিও সে বেশ কয়েকবার এনার্জি ব্যবহার করেছে। আমাকে তার সাথেই ফাইট করতে হবে। হয়তোবা তার পাওয়ারের সিক্রেট আমি সেভাবেই জানতে পারবো। (গ্রিড)
গ্রিড হাসতে হাসতে রওনা দিলো। তার মনস্টারের দিকে কোনো রকম নজর ছিলো না। সে শুধু শক্তিশালী ছেলে মেয়েদের সাথে ফাইট করতে ব্যস্ত ছিলো। অন্যদিকে যদি আমরা এলেক্সের দিকে ফিরে আসি তাহলে সে তার দুই শ্যাডো আর্মি দিয়ে ফিল্ড মনস্টারের সন্ধানে পাঠিয়েছে। তবে এখনো জেনারেল কিংবা মিনোটর-১ কোনো ফিল্ড বসের সন্তান পায় নি। একটা গাছের উপরে উঠে এলেক্স খেয়াল করলো বোর্ডে আরো একজন ব্যক্তির নাম সংযোজন হয়েছে। তাছাড়া এনরি যে দুটো ফিল্ড বস হত্যা করেছে সেটাও আশ্চর্যকর বিষয় ছিলো। এনরি ২০২ পয়েন্ট নিয়ে সবার প্রথমে ছিলো। সেখানেই দ্বিতীয় স্থানে রয়েছে মারফা যে ১১৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে ১০২ পয়েন্ট নিয়ে এলিজাবেথ রয়েছে। যেহেতু পুরস্কার মোট তিনজনকে দেওয়া হবে তাই চতর্থ বা পঞ্চম নম্বরে কাউকে দেখাচ্ছিলো না।
এলেক্স বোর্ডের দিকে তাকিয়ে বুঝতে পারলো তাকে প্রথম হতে হলে বেশ কয়েকটা মনস্টারকে ধরতে হবে। আর সেটা করার জন্য এলেক্স আর দাঁড়িয়ে থাকলো না। সে রওনা দিলো মনস্টার খোঁজার জন্য। কিন্তু ভাগ্যক্রমে তার সামনে একটা ফিল্ড বসও পরছিলো না। এলেক্স হঠাৎ অনুভব করলো তার জেনারেল তাকে কিছু বলার চেষ্টা করছিলো। যেহেতু এলেক্সের শ্যাডো আর্মির কে কোথায় আছে সেটা এলেক্স দূর থেকেই সেন্স করতে পারে তাই এলেক্স দ্রুত সেদিকে রওনা দিলো।
* * * * *
বর্ডার টাউন,
বিশাল একটা বিল্ডিং এর একটা রুমের বড় একটা চেয়ারের উপরে এক ব্যক্তি বসে ছিলো। তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাকে উদ্দেশ্য করে ব্যক্তিটা বলতে শুরু করলো।
-> খুব দ্রুতই সিক্রেট কিংডম একটা ইভেন্ট আয়োজন করবে। আর সেই ইভেন্টে তারা বাকি কিংডমের সকলকেই সিক্রেট কিংডমে প্রবেশ করতে দিবে। এই সুযোগে রেড কিংডমের ব্যবহার করে আমরা অনেক বড় একটা যুদ্ধ তৈরি করতে পারবো।
লোকটা মুচকি মুচকি হাসতে হাসতে কথাটা বলতে লাগলো। মহিলাটা অবাক হয়ে বলতে শুরু করলো,
-> কিন্তু সিক্রেট কিংডম তো,
-> আমি জানি তারা আমার পরিবার, কিন্তু আমাকে শক্তিশালী হতে হলে কিছু জিনিসকে স্যাকরিফাইস করতেই হবে। তোমরা শুধু প্রস্তুতি নাও, পরিস্থিতি সেরকম না হলে আমাদের সরাসরি কিছুই করতে হবে না।
লোকটা কথাটা বলেই উঠে গেলো। আর সাথে সাথে আমাদের সিন আবারো টুর্নামেন্টে চলে আসলো। এলেক্স এগিয়ে যাচ্ছিলো অনেক দ্রুত গতিতে। এলেক্স তার গন্তব্যে পৌঁছানোর পূর্বেই একটা বিশাল ফিল্ড বসকে দেখতে পেয়েছিলো। মুন ড্যাগারের সাহায্যে তাকে হত্যা করা তেমন একটা ব্যাপার ছিলো না এলেক্সের জন্য। এলেক্স সেটাকে হত্যা করে ঠিক জেনারেলের দিকে চলে গেলো। জেনারেল যেখানে ছিলো সেখানে যাওয়ার পরে এলেক্স দেখতে পেলো তিনজন ব্যক্তি সেখানে ফাইট করছিলো। প্রথমত মারফা ছিলো, এরপরে এলিজাবেথ এবং সবশেষে গ্রিড। তিনজন একে অপরের বিপক্ষে ফাইট করছিলো।
-> মনে হচ্ছে আমাকেও অংশগ্রহন করতে হবে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।