#Demon_King#
পর্ব:১৮৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
জয়েন্ট টুর্নামেন্টের শেষ স্টেজ রানিং ছিলো। সকল ব্যক্তিদের ডেড ফরেস্টের ছোট একটা অংশের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যেটাকে তিন কিংডমের একাডেমির প্রিন্সিপাল একত্রে তাদের স্পেস ম্যাজিকের সাহায্যে তৈরি করেছে এরিনার মধ্যে। স্টেজে অংশগ্রহনকারী সকল ব্যক্তিরা হয়তো একে অপরের সাথে ফাইট শুরু করেছে কিংবা ডেড ফরেস্টের মনস্টারের সাথে ফাইট শুরু করেছে। ডেড ফরেস্টের মধ্যে অনেক মনস্টার রয়েছে। যাদের মধ্যে ১০ টা ফিল্ড বস রয়েছে। ১০ টা ফিল্ড বসের মধ্যে বেশ কয়েকটা কয়েজন ব্যক্তি হত্যা করেছে। যাদের মধ্যে এনরি দুটো এলিজাবেথ একটা এবং মারফা একটা ফিল্ড বসকে হত্যা করেছে। এলেক্স যে তার শ্যাডো আর্মির জেনারেল এবং মিনোটর-১ কে পাঠিয়েছিলো ফিল্ড বস খোঁজার জন্য, তার জেনারেলের পাঠানোর সংবাদের জন্য এলেক্স দ্রুত সেদিকে যাওয়ার সময় একটা ফিল্ড বস পায় যাকে খুব সহজেই হত্যা করে ফেলে। এরপর এলেক্স চলে যায় জেনারেলের কাছে। যেখানে যাওয়ার পরে সে তিনজন ব্যক্তিকে একে অপরের সাথে ফাইট করতে দেখে। গ্রিড, এলিজাবেথ এবং মারফা একে অপরের বিপক্ষে ফাইট করছিলো। এলেক্স এবং জেনারেল এক সাইডে থাকার কারণে এখনো তারা কারো নজরে পরে নি। তবে এমন নয় যে তারা নজরে পরবে না।
-> এই বিশাল জিনিসটা কি?
-> এটা তো সিক্রেট কিংডমের প্রিন্সের সেই আজব এট্রিবিউটের মনস্টার না?
-> কিন্তু প্রিন্সকে তো অন্য জায়গায় দেখাচ্ছে।
-> প্রিন্স এলেক্স এক জায়গায় থেকে অন্য জায়গায় তার এই বিস্ট বা মনস্টার গুলোকে কন্ট্রোল করতে পারে।
-> আসলেই অনেক মারাত্মক এট্রিবিউট এটা।
-> শুধু এটা নয়। সব গুলো স্পেশাল এট্রিবিউটই মারাত্মক হয়। বিশেষ করে স্পেস এবং গ্রাভিটি এট্রিবিউট যাদের কাছে রয়েছে তারা একটু বেশিই শক্তিশালী হয়ে থাকে।
-> কিন্তু এরকম মনস্টারদের হত্যা করে যদি তাদের পুরো একটা আর্মি বানানো যায় তাহলে তার থেকে শক্তিশালী আর কে হবে?
-> যদিও প্রিন্সের এট্রিবিউট দেখতে এবং শুনতে অনেক ভয়ানক, তারপরও এটা সম্পর্কে আমরা কেউই জানি না। শুধু মাত্র আমাদের ধারনা দিয়েই আমরা বলতে পারছি যে প্রিন্স এটার ফুল পাওয়ার ব্যবহার করতে পারবেন না। কেননা ইতিহাসে শুধু একজন ব্যক্তিই এই এট্রিবিউট আনলক করেছিলো, যাকে সাথে সাথে তার কিংডমের কিং হত্যা করেছিলো।
-> যদি লক্ষ্য লক্ষ্য মনস্টার এরকম ভাবে প্রিন্স বানায় তাহলে তো তার আর কিছুই লাগবে না।
-> সেটা সম্ভব নয়। আমি ফাইট করেছিলাম প্রিন্সের সেই বিশাল মনস্টারটার সাথে। সেটা কি আমি বলতে পারছি না এখনো। তবে সেটা কোনো সাধারণ মনস্টার নয়। পূর্বের স্টেজে যখন প্রথমবার আমি এবং আমার টিম সেটাকে আমাদের সামনে দেখি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। প্রায় একটা পাহাড়ের সমান ছিলো জিনিসটা। কিন্তু আমাদের ভয় বেশিক্ষণ থাকলো না। কারণ সব টিম একত্রিত হয়ে সেটাকে এট্যাক করছিলো। জিনিসটার স্ট্রেন্থ ব্যতীত তার স্পিড এমনকি ডিফেন্স একদম জগন্য ছিলো। যে কারনে আমাদের নর্মাল এট্যাকেও সেটার পায়ে মারাত্মক ক্ষত হচ্ছিলো। কিন্তু সেটার ক্ষত সাথে সাথে হিল হয়ে যাচ্ছিলো। প্রথম দিকে আমরা গবেষনা করে বুঝতে পারলাম হয়তো সে জিনিসটায় ইমমর্টাল ছিলো। কিন্তু এরপরে যখন আরেক টিম প্রিন্সের সেই ফক্স মনস্টারের সাথে ফাইট করেছিলো, তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা একটা বিষয়ে আসতে পেরেছি। প্রিন্স এলেক্সের এট্রিবিউটটা স্পেশাল হলেও সেটার মধ্যে অনেক মারাত্মক রেস্ট্রিকশন রয়েছে। প্রথমত প্রিন্স বেশি মনস্টার বা বিস্ট নিজের কন্ট্রোলে রাখতে পারবে না। যা আমরা দেখতে পেরেছি যে প্রিন্সের কাছে তেমন সংখ্যক বিস্ট ছিলো না। এরপরে যদি বলি তাহলে প্রিন্সের এই বিস্ট বা মনস্টার গুলোর যে হিলিং পাওয়ার সেটা প্রিন্সের এনার্জি থেকে আসে। মানে প্রিন্স এলেক্স তার এই বিস্ট গুলোকে তার এনার্জি দ্বারা তৈরি করে এবং সেটাকে হিল করে।
-> তার মানে প্রিন্সের এনার্জি না থাকলে প্রিন্স এগুলো তৈরি করতে পারবে না?
-> আরো বেশ কিছু অসুবিধা রয়েছে যতদূর আমার চিন্তা। এখন পর্যন্ত কোনো মানুষের শরীরের মতো মনস্টার দেখতে পারি নি, মানে সে মানুষের মৃত শরীরকে নিজের কন্ট্রোলে আনতে পারে না। এছাড়াও তার থেকে শক্তিশালী কাউকে সে কন্ট্রোল করতে পারবে না। যেমন টা প্রতিটা কিংডমেই হয়ে থাকে। কিং এর থেকে কোনো প্রজা শক্তিশালী হলে সেই প্রজাই কিং হয়ে যায় কোনো না কোনো ভাবে। ঠিক সেভাবেই যদি সে তার থেকে শক্তিশালী কাউকে কন্ট্রোল করতে চাই হয়তোবা সে নিজেই মারা যাবে।
গ্যালারির মধ্যে থেকে চশমা পরা এক ছেলে কথা গুলো বলে আশেপাশের সবার আকর্ষন নিজের দিকে নিচ্ছিলো। সে অনেক মেধাবী হওয়ার কারণে প্রায় সবার পাওয়ার নিয়ে টুকটাক রিসার্চ করে থাকে। তার রিসার্চের মূল বিষয় এলেক্স এবং তার টিম ছিলো। ব্লু কিংডমে প্রবেশ করার পর থেকেই একের পর এক তথ্য সংগ্রহ করে যাচ্ছে এই ছেলেটা।
❝আমার পরিবারের A লেভেলের আইটেমটা আমাকে অন্য কারো ট্যালেন্ট আন্দাজ করতে সাহায্য করে। সেটার সাহায্যে আমি সেই একাডেমিতে প্রবেশের পর থেকেই প্রিন্স হ্যারি এবং তার টিমকে ফলো করে যাচ্ছিলাম। প্রিন্স এলেক্সের থেকে তখনি আমি অন্য রকম একটা গ্লো দেখতে পাচ্ছিলাম, তাই আমি জানতাম সে অন্য সবার থেকে অনেক আলাদা। তাই তার এবং তার টিম সম্পর্কে সমস্ত রিসার্চ আমার। এক সময়ে আমি আমার নিজের ইনফরমেশন হাউজ খুলে রাখবো। সেখানে সকল প্রিন্স সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়ারের সকল ইনফরমেশন থাকবে।❞ (ছেলেটা ভাবছিলো)
কেউ কেউ এলেক্সের বিশাল মিনোটরের দিকে তাকিয়ে ছিলো। যেটার উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে সেটার সামনে গাছপালা গুলো মাজা সমান ছিলো। যেদিকে যাচ্ছিলো সেদিকে গাছপালাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো। আবার অধিকাংশ ব্যক্তিই তাকিয়ে ছিলো উপরের স্ক্রিনের দিকে। বোর্ডের উপরে একটা স্ক্রিন ছিলো বিশাল চার কোনা আকৃতির। যার চারপাশেই একটু পর পর ভিন্ন ভিন্ন জায়গা দেখাচ্ছিলো। তবে এখন আর চেঞ্জ হলো না। চার কোণাতেই এক দৃশ্য দেখাতে শুরু করেছে।
-> এতোক্ষণ তিনজন ফাইট করছিলো। এখন সিক্রেট কিংডমের প্রিন্সও অংশ নিবে মনে হচ্ছে।
-> আমি প্রিন্সের জায়গায় থাকলে তো ছেলেটার সাথে ফাইট করতাম। এতো সুন্দরী দুটো মেয়ের সাথে কিভাবে ফাইট করছে ঔ ছেলেটা।
-> ছেলেটার নাম গ্রিড না?
-> হ্যাঁ পূর্বের স্টেজে যা বোঝা গেলো তার কাছে একটা আইটেম রয়েছে যা তাকে যেকোনো জিনিসের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছিলো।
-> এইরকম হলে তো তাকে কেউ হারাতে পারবে না।
-> ম্যাজিক এনার্জির কারণেই তো সে এরকম করতে পারছে তাহলে কি সে ম্যাজিক এট্যাক গুলোর মধ্যে দিয়েও চলে যেতে পারবে?
পুরো এরিনা এখন ফোকাস করছিলো একদম মাঝখানের দিকে। সেখানে মোট চারজন ব্যক্তি ছিলো। যাদের মধ্যে সিক্রেট কিংডমের প্রিন্সেস মারফা, সিক্রেট কিংডমের প্রিন্স এলেক্স, সিক্রেট কিংডমের এলিজাবেথ এবং রেড কিংডমের গ্রিড। তিনজন ফাইটে ব্যস্ত থাকার কারণে তারা এলেক্সের দিকে তাকানোর সময়ও পাচ্ছিলো না। এলিজাবেথ কোনো রকম কিছু করছে না। সে তার জায়গা মতো দাঁড়িয়ে ছিলো। যা করার গ্রিড এবং মারফায় করছিলো। মারফা একের পর এক এট্যাক করে যাচ্ছিলো গ্রিডকে। আর গ্রিড একসাথে দুজনের উপরেই এট্যাক করে যাচ্ছিলো। তাদের ফাইট অনেক ক্ষণ পর্যন্ত চলছিলো। মারফা একের পরে এক এট্যাক করে যাচ্ছিলো কিন্তু তার একটা এট্যাকও এই পর্যন্ত গ্রিডের শরীরে স্পর্শ করে নি। অন্যদিকে গ্রিড একটা এট্যাকও এলিজাবেথের শরীরে লাগাতে পারে নি এখন থেকে।
❝আমি বুঝতে পারছি না। এই পর্যন্ত যতগুলো এট্যাক করলাম একটাও আমি স্পর্শ করাতে পারতাম না। আমার মনে হচ্ছে এই ছেলেটা আমার প্রতিটা এট্যাক করার পূর্বেই বুঝতে পারছে আমি কোন দিক দিয়ে পরবর্তী এট্যাকটা করবো। অন্যদিকে এই মেয়েটার সাথে কি হচ্ছে? ছেলেটা তার একটা এট্যাকও আমাকে করছে না। আমার এট্যাকের কাউন্টারে যা এট্যাক আসছে আমার দিকে। অন্যদিকে সে আমার মতোই একের পর এক এট্যাক করে যাচ্ছে এই মেয়েটাকে, কিন্তু ঠিক আমার মতোই সে একটা এট্যাকও স্পর্শ করাতে পারে নি।❞ (মারফা ভাবছে)
মারফা তার স্পিডের জন্য পরিচিত, তার মারাত্মক স্পিডে সে এট্যাক করলেও তার এট্যাক গুলো কানেক্ট হচ্ছিলো না। এতোক্ষণ সে খালি হাতে ফাইট করছিলো। কোনো রকমের অস্ত্র সে নিয়েছিলো না। কিন্তু স্পেস রিং এর ভিতর থেকে সে এখন তার অস্ত্র বের করে নিলো। দুটো সোর্ড বের হলো তার স্পেস রিং থেকে, যা সে দুই হাতে নিয়ে গ্রিডের দিকে এট্যাক শুরু করলো। এলেক্স দূর থেকে দেখতে লাগলো। এলেক্স প্রথম দেখায় বুঝতে পেরেছে মারফা অউরা ইউজার, এ কারণেই তার স্পিড অনেক বেশি। তবে ফ্যামিলিয়ার না থাকার কারণে তার স্পিড এখন এলেক্সের ধারের কাছেও ছিলো না।
-> আমি কি আমার ফ্যামিলিয়ার দিয়ে এতোটা স্পিড অর্জন করতে পারবো? না কাইসেলকে দিয়ে সেটা সম্ভব হবে না এখন, তবে যদি একলিপ্সকে সাম্মন করি তাহলে ভিন্ন কথা। (এলেক্স)
এলেক্স নিজের সাথেই কথা বলতে শুরু করলো। তার নজর হঠাৎ করে গ্রিডের দিকে গেলো। গ্রিডের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো সে। গ্রিডের ফাইট করার টেকনিক এলেক্সের অনেকটা পরিচিত মনে হচ্ছিলো। তারপরও সঠিক ভাবে এলেক্স মনে করতে পারছপ না। গ্রিড কোনো রকম অস্ত্র বের করলো না। কিন্তু হঠাৎ করেই তার শরীরের চারিদিক দিয়ে লাল এনার্জি বের হতে শুরু করলো। যে কারণে তার শরীরের সমস্ত মাংসপেশি ফুলে উঠলো।
(এবিলিটিঃ পাওয়ার পান্স)
গ্রিড তার এবিলিটি ব্যবহার করলো। পাওয়ার পান্স এবিলিটি ব্যবহার করে দূর থেকেই দুই দিকে দুই হাত দিয়ে দুটো পান্স দিলো। তার হাত থেকে অনেক স্পিডে অদৃশ্য দুটো ওয়েব বের হলো। যা মারফাকে পিছনে থাকা একটা গাছের সাথে ছিটকে বারি দিলো। কিন্তু এলিজাবেথ শুধু তার জায়গা থেকে কিছুটা পিছনে গিয়েছে।
-> আমি প্রথমেই সন্দেহ করেছিলাম। কিন্তু এখন সিওর হলাম। যদিও আমাদের কিং তাকে ভয় করতো, তারপরও আমি সেরকম নয়। আমার কাছে কিং হওয়ার পাওয়ার রয়েছে এবং আমি তাকে আমার নিজ হাতেই হারাবো। (গ্রিড)
গ্রিড কি বলছিলো সেটা এলিজাবেথ বুঝতে পারছিলো না। দূরে এলেক্স থাকলেও সে স্পষ্ট শুনতে পেলেও বুঝতে পারে নি এখানে কি বুঝিয়েছে গ্রিড।
-> তোমাকে আমার একটুও পছন্দ নয়। বেশি কথা বলা ছেলেদের দেখলেই তাদের হত্যা করতে মন চাই আমার। (এলিজাবেথ)
এলিজাবেথ কথাটা বলেই নিজের ডান হাতের আঙ্গুলে কামড় দিলো। মারফা এবং গ্রিড দুজনেই প্রস্তুত হচ্ছিলো, কারণ সেটা ফ্যামিলিয়ার সাম্মন করার প্রক্রিয়া। মারফা সচেতন হলেও গ্রিড স্বাভাবিকই ছিলো। সে অপেক্ষা করছিলো এলিজাবেথের ফ্যামিলিয়ার দেখার জন্য। কিন্তু এলিজাবেথ কোনো রকমের ফ্যামিলিয়ার সাম্মন করলো না। বরং তার হাতের আঙ্গুল থেকে এক ফোঁটা ব্লাড নিচে পরার সাথে সাথে সে ব্লাড থেকে গোল একটা ব্লাডের পোর্টালের মতো কিছু একটা খুলে গেলো। সে পোর্টাল থেকে একটা অস্ত্র বেরিয়ে আসলো। একটা স্কাইটি, যার হাতল এলিজাবেথের থেকেও দ্বিগুন ছিলো। ব্লেডের সাইজও প্রায় তার সাইজের অর্ধেক ছিলো। সাধারণ কোনো অউরা ইউজার চাইলেও সেটাকে সহজে তুলতে পারবে না এটা দেখেই বোঝা যাচ্ছিলো।
-> ওহো, স্প্রিট ওয়াপেন। এটাকে বলে আসল ব্যাটেল। কোথাকার কি সবের সাথে এতোক্ষণ আমি ফাইট করছিলাম। ঠিক আছে, এখন থেকে আমিও সিরিয়াস হচ্ছি। (গ্রিড)
এলেক্স সব কিছু দূর থেকে দেখছিলো। মেয়েটার বের করা অস্ত্রটা দেখে এলেক্স আর এখন চুপ করে বসে থাকতে পারলো না। এলেক্স পূর্বে তার জীবনে সেটাকে কখনো দেখে নি। কিন্তু বেশ কিছু ব্যক্তির স্মৃতির কারণে এলেক্স স্পষ্ট জানে সেটা কার আইটেম ছিলো।
❝ এই জিনিসটা কারো হাতে পৌছাতে দিতে পারবো না আমি।❞ (এলেক্স)
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স কথাটা বলেই ব্লিংক ব্যবহার করে এলিজাবেথ এবং গ্রিডের মাঝখানে চলে আসলো। মারফা ফাইটে অংশগ্রহন করতে চাচ্ছিলো, কিন্তু হঠাৎ এলেক্সের এন্ট্রি দেখে সে পিছিয়ে গেলো। এলেক্স সে জায়গায় এসেই তার স্কিলের ব্যবহার শুরু করে দিলো। এলেক্স এমন সময় সে জায়গায় এসেছে, যেখানে গ্রিড আবারো তার শক্তিশালী পান্স মেরেছে এবং এলিজাবেথ তার হাতের স্কাইটি দিয়ে একটা স্ল্যাশ দিয়েছে। যেটা থেকে লাল রঙের মারাত্মক একটা ওয়েব এখন এলেক্সের দিকে আসছিলো।
(একটিভ স্কিলঃ ফুল কাউন্টার)
এলেক্স তার স্কিল ফুল কাউন্টার ব্যবহার করলো। স্কিলটার সাহায্যে এলেক্স তার উপরে করা এট্যাককে এবজোর্ব করে সেটায় দ্বিগুণ শক্তিতে তাদের দিকে পাঠিয়ে দেই। গ্রিডের পান্সপর পাওয়ারটা এলেক্সের জন্য তেমন কোনো ব্যাপার না হলেও সমস্যা হলো এলিজাবেথের স্কাইটির এট্যাকে। স্কাইটির এনার্জি এলেক্স এবজোর্ব করার সময় তার মনে হচ্ছিলো তার শরীর থেকে সউল বেরিয়ে যেতে চাচ্ছিলো।
তবে শেষ সেটার পাওয়ারও তেমন বেশি ছিলো না এলেক্সের জন্য। এলেক্স পুরো এনার্জিকে এবজোর্ব করে নিলো এবং সেটাকে নিজের এনার্জির সংমিশ্রনে দ্বিগুণ করে দিলো। এলেক্সের দুই হাত দিয়েই ঠিক এবজোর্ব করার মতোই এট্যাক বের হলো যা গ্রিড এবং এলিজাবেথের দিকে যাচ্ছিলো। এলিজাবেথ সেটাকে তার স্কাইটি দিয়ে একটা সুয়িং দিয়েই টুকরো টুকরো করে দিলো। অন্যদিকে গ্রিড একটা লাফ দিয়ে সেটাকে এরিয়ে গেলো। দুজনের একদম মাঝখানে পরেছে এলেক্স, যেখানে তার জন্য জায়গাটা অনেক ভয়ানক মনে হচ্ছিলো। এলেক্সের চোখ পলক ফেলার পরে যখন সে তাকালো তখন তার সামনে গ্রিড ছিলো না।
(এবিলিটিঃ সুপার স্পিড)
গ্রিড তার এবিলিটির সাহায্যে প্রচন্ড স্পিডে এলেক্সের সামনে চলে এসেছে। এলেক্স বুঝতেই পারলো না কখন এবং কিভাবে গ্রিড এলেক্সের সামনে এসেছে। এলেক্স কিছু করতে যাবে তার পূর্বেই গ্রিডের হাত লাল হয়ে গেলো। একটা মারাত্মক জিরো পয়েন্ট দূরত্বে পান্স মারলো গ্রিড এলেক্সকে। যে পান্স লাগার ফলে এলেক্স অনেকটা দূরে গিয়ে পরলো। পিছনে একটা গাছের সাথে মারাত্মক আকারে বারি খেলো এলেক্স। হঠাৎ করেই এলেক্সের অদৃশ্য হয়ে থাকা ড্রাগন স্যুট আর্মারটা দৃশ্যমান হয়ে গেলো।
-> একজনের কাছে লাঠি আরেকজনের কাছে আর্মার, মনে হচ্ছে আমি সব জায়গায় সার্কাস দেখতে এসেছি। (গ্রিড)
গ্রিড এলেক্সের শরীরের আর্মারটা দেখে অনেক রেগে গেলো। পুরানো কিছু খারাপ স্মৃতি মনে পরে গেলো তার। সেজন্য সে এবার তার ফুল পাওয়ারে এলেক্সের সাথে ফাইট শুরু করলো। সারা শরীরে তার লাল রঙের এনার্জি জ্বল জ্বল করছিলো। এলেক্স অনুভব করতে পারলো আপাতোতো তার এনার্জির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে যা এলেক্সের থেকেও অনেক বেশি ছিলো। এলেক্স বুঝতে পারলো তার সামনের ব্যক্তিটা স্বাভাবিক ছিলো না। তাই এলেক্সও প্রস্তুত হয়ে গেলো। এলেক্স তার ইনভেন্টরি থেকে সান এবং মুন ড্যাগার বের করে নিলো। দুটো ড্যাগার দুই হাতে বের করে এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে চলে আসলো। ব্লাডলাস্ট ফর্মে আসার সাথে সাথেই এলেক্স প্রচুন্ড স্পিডে গ্রিডের দিকে এগিয়ে গেলো। কিন্তু হঠাৎ সে গ্রিডের মুখে কিরকম একটা বিরক্ত পণা দেখতে পেলো। গ্রিড উপরের দিকে তাকালো যেখানে গাছের পাতা ব্যতীত কিছুই দেখা যাচ্ছিলো না। গ্রিড একটা কথা শুনতে পাচ্ছিলো, যার উত্তরে সে বলতে লাগলো,
-> আমি আমার মিশন ভুলি নি, ঠিক আছে তাহলে এখানেই হার মেনে নিচ্ছি আপাতোতো সময়ের জন্য। (গ্রিড)
গ্রিড দাঁড়িয়ে ছিলো, যে একটু পূর্বে সিরিয়াস অবস্থায় ছিলো সে কোনো মুভমেন্টই করছিলো না। এলেক্স ভেবেছিলো হয়তোবা এই সুযোগে সে তাকে আহত করতে পারবে। এলেক্স সামনে গিয়প তার দুই ড্যাগার দিয়ে অনেক মারাত্মক এট্যাক করলো।
(একটিভ স্কিলঃ মাল্টি স্ল্যাশ)
গ্রিড তার জায়গা থেকে না সরার কারণে এলেক্স তার সমস্ত ভাইটাল স্থানে এট্যাক করেছে। আর এ কারণেই গ্রিডের সেখানেই মৃত্যু হলো। তবে সে মারা যাওয়ার পূর্বে একটা কথা বলে গেলো এলেক্সকে,
-> এটা এখানেই শেষ নয়। টুর্নামেন্ট শেষ হলে আমার সাথে ফাইট করতে হবে তোমাকে। (গ্রিড)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।